Haringhata Meat products can soon be ordered via mobile app

Products from the Bengal Government-owned brand Haringhata Meat, which sells raw, processed and cooked meat, meat products, eggs and other poultry items, can soon be ordered from the comfort of one’s home, courtesy a mobile app being developed under the aegis of the Animal Resources Development Department. The app is being developed by West Bengal Electronics Industry Development Corporation Limited (WEBEL), the government agency responsible for technology development in Bengal.

The app is being developed by West Bengal Electronics Industry Development Corporation Limited (WEBEL), the government agency responsible for technology development in Bengal.Till now, Haringhata Meat products could be ordered online via an e-commerce company. They are also sold in

Till now, Haringhata Meat products could be ordered online via an e-commerce company. They are also sold in Kolktata from branded mobile vans, which sell both raw and cooked meat and meat products.

Through the app, initially only raw meat can be ordered. Ready-to-eat stuff would be added to the list of products later on. Products sold under the brand are all sourced from the government farm in Haringhata in Nadia distirct.

হরিণঘাটা মাংস বিক্রির জন্য মোবাইল অ্যাপ চালু করছে দপ্তর

শীঘ্রই প্রানিসম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে একটি মোবাইল অ্যাপ আনা হচ্ছে। এর মাধ্যমে গ্রাহকেরা এবার বাড়ি বসেই হরিণঘাটা মিট ব্র্যান্ডের মাংস ও মাংসজাত সব পণ্য পেয়ে যাবেন। এজন্য কোন অতিরিক্ত টাকাও খরচ করতে হবে না গ্রাহকদের।

রাজ্য সরকারের এই উদ্যোগের ফলে এখন আর হরিণঘাটার চিকেন সসেজ কিংবা টার্কি রোস্ট কিংবা হ্যাম ফিলেট খাতে আর দোকানে ছুটতে হবে না। মোবাইলের মাধ্যমে অর্ডার দিলেই তা হাজির হবে দোরগোড়ায়।

এতদিন একটি ই-কমার্স সংস্থার অ্যাপের মাধ্যমে এই খাবার অর্ডার করা যেত। এখন সংস্থা নিজেদের অ্যাপ আনছে। রাজ্যের তথ্য প্রযুক্তি সংস্থা ওয়েবেল এই অ্যাপ তৈরি করছে।

আপাতত এই অ্যাপের মাধ্যমে হরিণঘাটা ব্র্যান্ডের কাঁচা পণ্যই পাওয়া যাবে। পড়ে অবশ্য ‘রেডি টু ইট’ পণ্যও অনলাইনে বিক্রি করার উদ্যোগ করা হবে। ইতিমধ্যেই কলকাতা শহরে হরিণঘাটা ব্র্যান্ডের চলমান বিপণী খোলা হয়েছে, সেখানে কাঁচা মাংসের পাশাপ্সহি রান্না করা মাংসও পাওয়া যায়।

Source: Dainik Jugashankha

 

Taru Mitra Scheme to encourage tree adoption

Kolkata Municipal Development Authority (KMDA) has started a scheme to make Kolkata a more environment-friendly city. The scheme, Taru Mitra, was recently inaugurated at Rabindra Sarovar in Kolkata.

The State Government already has the Sabujshree Scheme, by which mothers of children born in government hospitals are handed a sapling each. The purpose is for the family to take care of the sapling like it would the child, so that after 20 years, when the tree would be fully grown, the wood can be sold to benefit the person, who is now in his or her youth.

KMDA officials said they were very happy with the response to the scheme. On the first day itself, 1,500 people expressed interest in being a part of the scheme.

Gradually, educational institutions and corporate organisations and government offices would be made a part of the scheme. Advertisements would be taken out in newspapers too.

As part of the scheme, people have to adopt a tree or taru. The sapling can be either collected from KMDA or one can plant a tree of one’s choice. The tree would be taken care of by KMDA, for which the adopter has to pay Rs 1,000 per year. The name of the adopter would be engraved on a plaque and placed beside the tree.

In this connection, it should be mentioned that HIDCO has a similar scheme for Rajarhat-New Town, which was started a year back.

 

‘তরু মিত্র’ প্রকল্পের সূচনাতেই মিলল তুমুল সাড়া

ইচ্ছে মতো পচ্ছন্দমাফিক গাছ লাগান -এই লক্ষ্যে পরিকল্পিত ‘তরু মিত্র’ প্রকল্পের সূচনা করা হল। আনুষ্ঠানিক ভাবে প্রকল্পের প্রচারে নামল কেএমডিএ৷

একটি পদযাত্রার মাধ্যমে আবেদন করা হল, নিজের পছন্দ মতো বেছে নিন গাছ৷ দত্তক নিন৷ অথবা গাছ লাগান নিজের পছন্দমাফিক৷ প্রচারের প্রথম দিনেই অনেক মানুষের সাড়া মিলেছে। পরিবেশ সচেতনতা বাড়াতেই এই ব্যবস্থা চালু করা হয়েছে৷

শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিসেও এই আবেদন করা হবে, সংবাদমাধ্যমেও এ ব্যাপারে বিজ্ঞাপন দেওয়া হবে বলে দন্তর সূত্রে ইঙ্গিত মিলেছে৷

কেএমডিএ সূত্রের খবর, পছন্দমতো যে কোনও গাছ দত্তক নেওয়ার জন্য বছরে দিতে হবে এক হাজার টাকা৷ নতুন গাছ লাগানোর ক্ষেত্রেও টাকার অঙ্কটা একই৷ গাছ দত্তক নেওয়া ব্যক্তির নাম ফলকে লেখা থাকবে৷ দন্তরের ওয়েবসাইটেও নাম উল্লেখ থাকবে৷

Source: Ei Samay

 

Bengal Govt opens fair price fish shops

After the huge success of the fair price medicine stores, the Bengal Government has now opened fair price fish shops. With the eternal demand for fish among Bengalis and the fluctuating prices of the non-vegetarian staple, these outlets are expected to be another major success.Favourites like

Favourites like hilsa, bhetki, pabda, prawns, among other varieties, are available at the shops. The fish here are both fresh and reasonably priced. On an average, they are Rs 30 to 40 less per kg than the market prices.

The fair price stalls have been opened at Bidhannagar, Karunamayee, Captain Bheri, Chinar Park, AJ Block (Salt Lake), Entally and Jadavpur. Additionally, there are 21 mobile stalls. After Kolkata, such stalls have been opened in Shantiniketan, Siliguri, Digha, Memari and Frasergunj.

 

ন্যায্য মূল্যের মাছের দোকান – রাজ্য সরকারের নতুন উদ্যোগ

বাঙালির রসনাকে তৃপ্ত করতে রাজ্য সরকারের নতুন উদ্যোগ ‘ন্যায্য মূল্যের মাছের দোকান’। ইতিমধ্যেই জীবনদায়ী ওষুধ সঠিক দামে কেনার জন্য রাজ্য সরকারের উদ্যোগে সরকারি হাসপাতালগুলিতে তৈরি করা হয়েছে ন্যায্য মূল্যের ওষুধের দোকান, যেখান থেকে বাজারের চেয়ে কম দামে ওষুধ কিনে উপকৃত হচ্ছেন সাধারণ মানুষ। এই সকল উদ্যোগগুলির বিপুল সাফল্য দেখে এবং সাধারণ মানুষকে নানা রকম মাছের আস্বাদ ফিরিয়ে দেওয়ার জন্যই এবার রাজ্য সরকারের এই নয়া উদ্যোগ।

শহরের জায়গায় থাকবে স্টল। সদ্য ধরা ইলিশ, পাব্দা, ভেটকি, চিংড়ি ইত্যাদি ঘুরবে ভ্রাম্যমাণ গাড়িতে। চলতি বাজার দরের চেয়ে কম দাম ও টাটকা।

রাজ্য মৎস্য দপ্তরের উদ্যোগে বাজারের চেয়ে কেজিতে অন্তত ৩০-৪০ টাকা কম দরে মাহ পাওয়া যাচ্ছে। বিধাননগর, করুণাময়ী, ক্যাপ্টেন ভেড়ি, চিনার পার্ক, এজে ব্লক, এনটালি বাজার, যাদবপুরেও এই মাছের স্টল খোলা হয়েছে। তাছাড়াও ২১ টি ভ্রাম্যমাণ স্টলেও থাকবে টাটকা মাছ। কলকাতা ছাড়াও শান্তিনিকেতন, দিঘা, শিলিগুড়ি, মেমারি ও ফ্রেজারগঞ্জেও শুরু হয়েছে এই রকম স্টল।

Source: Dainik Jugashankha

 

Bengal Govt extends Swasthya Sathi coverage to 55.5 lakh more government employees and volunteers

The Bengal Government has extended the coverage of its Swasthya Sathi health insurance scheme, to include several more categories of Bengal Government employees. The health security scheme would now cover 55.5 lakh more government employees and volunteers associated with various State Government developmental programmes.

The Swasthya Sathi health insurance scheme is one of the pet projects of Chief Minister Mamata Banerjee, who wants health security to be prioritised for all those employed by the government, both permanently as well as part-time. She is in charge of the Health and Family Welfare Department.

In the last few months, the State Government has gradually added ASHAs (accredited social health activists), ICDS (Integrated Child Development Scheme) employees and volunteers, members of self-help groups (SHGs), home guards, NVF (National Volunteer Force) volunteers, civic police volunteers, rural police volunteers, disasters management volunteers, members of panchayat offices, including the contractual, part-time and daily wage earners, part-time faculty and contractual employees of colleges and universities under the State Government, and the contractual, part-time and daily wage earners under a few other departments.

Now, with this latest announcement, made via newspaper advertisements, Swasthya Sathi has come to include the following categories:

• Para teachers,
• Samprasarak/samprasarika of all Shishu Shiksha Kendras, Madrasa Shiksha Kendras and Madhyamik Shiksha Kendras,
• Contractual employees of Sarva Shiksha Abhiyan, State Rural Health Scheme and State Civic Health Scheme,
• ASHA supervisors,
• Doctors of State Child Health Scheme,
• Contractual homeopathic, ayurvedic and unani doctors and compounders, cleaners
• Other employees under State Urban Employment Scheme,
• Elected municipal representatives,
• Employees of various development authorities and civic local bodies,
• Contractual employees who are recruited in accordance with the specific approval of the State Finance Department and paid with money from the treasury of grants-in-aid,
• Teachers and non-teaching staff of primary schools, secondary schools and government-aided madrasah and their families.

 

স্বাস্থ্য সাথীর আওতায় এখন আরও ৫৫.৫ লক্ষ রাজ্যবাসী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৬ সালে শুরু করেন স্বাস্থ্য সাথী প্রকল্প। এই প্রকল্পের প্রধান বৈশিষ্ট্যগুলি হলঃ

• প্রতি বছর ১.৫ লক্ষ টাকা পর্যন্ত প্রাথমিক স্বাস্থ্য সুরক্ষা
• ক্যান্সার, নিউরো-সার্জারি, হার্ট-সার্জারি, লিভারের বা রক্তের অসুখ প্রভৃতি কঠিন অসুখের ক্ষেত্রে ৫লক্ষ টাকা পর্যন্ত সুরক্ষা
• স্বামী ও স্ত্রী উভয়ের বাবা-মা সহ পরিবারের সকলের জন্যও সুরক্ষা
• আগে থেকে থাকা কোনও অসুখের জন্যও সুরক্ষার ব্যবস্থা
• স্মার্ট-কার্ড ভিত্তিক, নগদহীন, কাগজহীন অন-লাইন ব্যবস্থা
• সম্পূর্ণ প্রিমিয়াম রাজ্য সরকার বহন করে এবং সুবিধা প্রাপকদের থেকে কোনও অবদান নেওয়া হয় না

এই প্রকল্পের আওতায় আছে সমাজের বিভিন্ন স্তরের মানুষ। যেমনঃ

আশা কর্মী, আইসিডিএস কর্মী ও সহায়ক, স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, হোম গার্ড/এনভিএফ সিভিক পুলিশ স্বেচ্ছাসেবক, সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবক, গ্রীন পুলিশ স্বেচ্ছাসেবক, গ্রামীণ পুলিশ স্বেচ্ছাসেবক, দুর্যোগ ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবক

এনারা ছাড়াও ত্রি-স্তর পঞ্চায়েত সদস্য ও গ্রামোন্নয়ন দপ্তরের বিভিন্ন চুক্তিভিত্তিক/আংশিক সময়ের/দৈনিক নিযুক্ত কর্মী, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আংশিক সময়ের শিক্ষক ও চুক্তিভিত্তিক কর্মী এবং বিভিন্ন দপ্তরের চুক্তিভিত্তিক/আংশিক সময়ের/দৈনিক নিযুক্ত কর্মীদের এই প্রকল্পের আওতায় আনা হয়।

এবার আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই প্রকল্পকে আরও সম্প্রসারিত করে

• পার্শ্বশিক্ষক,
• শিশু শিক্ষা কেন্দ্র/মাদ্রাসা শিক্ষা কেন্দ্র/মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের সম্প্রসারক/সম্প্রসারিকা,
• সর্ব শিক্ষা মিশনের চুক্তিভিত্তিক কর্মী,
• রাষ্ট্রীয় গ্রামীণ স্বাস্থ্য প্রকল্প ও রাষ্ট্রীয় নগর স্বাস্থ্য প্রকল্পের চুক্তিভিত্তিক কর্মী,
• আশা সুপারভাইজার এবং রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য প্রকল্পের চিকিৎসক,
• চুক্তিভিত্তিক হোমিওপ্যাথি, আয়ুষ ও ইউনানী চিকিৎসক ও কম্পাউন্ডার,
• রাজ্যের আরবান এমপ্লয়মেন্ট প্রকল্পে নিযুক্ত সাফাই ও অন্য কর্মী, নির্বাচিত পৌর প্রতিনিধি,
• বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষ এবং নগরীয় স্থানীয় সংস্থার কর্মচারী,
• অর্থ দপ্তরের নির্দিষ্ট অনুমতি অনুসারে নিযুক্ত এবং ট্রেজারির থেকে বা অনুদান থেকে মাইনে দেওয়া হয় এমন চুক্তিভিত্তিক কর্মী,
• প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও অ-শিক্ষক কর্মচারী এবং পরিবার এবং
• অনুমোদিত সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসার শিক্ষক ও অ-শিক্ষক কর্মচারী এবং পরিবারদের

এই প্রকল্পের আওতায় আনা হয়েছে।

Rangamati, an app for tourists in Birbhum, launched

As per the instructions of Chief Minister Mamata Banerjee, the Birbhum district police has created an app to aid the local people of Santiniketan as well as tourists. The police, along with an NGO, has also set up a scheme to help the elderly people living there. These were inaugurated on September 8.

The app is named Rangamati, or ‘red soil’, the characteristic soil of the region. It has been named so by Mamata Banerjee herself. The name of the scheme, which was inaugurated alongside the app, is ‘Ashwas’, meaning ‘hope’.

The app (can be downloaded by clicking here) is meant to help the people of, and visitors to, Santiniketan with information of all kinds about the place, bus and train services, and emergency numbers. The app also has a red button, touching which one would be able to alert the local police. The administration has said that the app would also be of great help to the students of Visva-Bharati University, who come from all corners of the country and so are naturally unaware of all the facilities available.

The scheme is meant to help the elderly people of the region, many of whom live alone. One has to enlist one’s name under the scheme. There are two helplines, calling which up one can summon any help. An ambulance is also kept ready for emergency purposes.

 

পর্যটকদের পাশ থাকতে বীরভূমে চালু হল ‘রাঙামাটি’ হেল্পলাইন অ্যাপ

 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, জেলা পুলিশের উদ্যোগে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সুবিধার্থে চালু হল ‘রাঙামাটি’ হেল্পলাইন অ্যাপ। পাশাপাশি, পুলিশ ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে শান্তিনিকেতনের একাকী, বয়স্ক ব্যাক্তিদের যে কোনও রকম সহযোগিতা করার জন্য চালু হল ‘আশ্বাস’ নামক একটি প্রকল্প। গত শুক্রবার বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে এই অ্যাপ ও প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হয়।

‘রাঙামাটি’ হেল্পলাইন অ্যাপটি যে কেউ ডাউনলোড করে তার থেকে বিশেষ করে শান্তিনিকেতন ও সংলগ্ন এলাকার সমস্ত তথ্য পাবেন। এ ছাড়া বাস, ট্রেন পরিষেবা, আপদকালীন জরুরি পরিষেবার সুবিধা পাওয়া যাবে। এ ছাড়া, এই অ্যাপে একটি লাল রঙের বোতাম থাকবে। যে কেউ বিপদে পড়লে সেই বোতাম টিপলে অত্যাধুনিক প্রযুক্তি মারফত পুলিশ সেই ব্যক্তির বিপদস্থল চিহ্নিত করে তাঁকে উদ্ধার করবে।

অন্য দিকে, অ্যপটির পাশাপাশি এ দিন শুধুমাত্র শান্তিনিকেতনের প্রবীণ ব্যাক্তিদের সাহাযার্থে একটি বিশেষ সুবিধাযুক্ত প্রকল্পের উদ্বোধন হয়। যে সমস্ত প্রবীণ বাসিন্দারা একা বসবাস করেন, তাঁদের যে কোনও রকম জরুরি পরিষেবা দিতে ‘আশ্বাস’ নামক এই প্রকল্পটি চালু হল। জানা গিয়েছে, প্রকল্পটির সুবিধা পেতে প্রথমে নাম নথিভুক্ত করতে হবে। দুটি হেল্পলাইন নম্বর রয়েছে। এই নম্বরে যে কোনও রকম বিপদে পড়ে ফোন করলেই মিলবে সহযোগিতা। এই প্রকল্পের জন্য একটি অ্যাম্বুল্যান্সও বরাদ্দ রয়েছে।

শান্তিনিকেতন হল বিশ্বের কাছে একটি অন্যতম জায়গা। এখানে অনেক মানুষ বেড়াতে আসেন। বীরভূমেও অনেক কিছু দেখার জিনিস আছে। তাই পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের সুবিধার জন্য এই অ্যাপটি চালু করা হয়েছে। মুখ্যমন্ত্রী এই অ্যাপের নাম দিয়েছেন।

Source: Anandabazar Patrika

Bengal Govt to provide opportunity for 5000 students to watch U-17 World Cup matches

The Bengal Government’s measures to weave events and initiatives around the FIFA Under-17 World Cup, as part of efforts to further popularise football among the young generation and take it to the grassroots, continues.

Now, the Education Department has taken a decision to arrange for 5,000 students to watch every World Cup match to be held at the Vivekananda Yuba Bharati Krirangan in Kolkata for free. The students will be selected from only among those who take part in sports.

Ten matches, including the final, are scheduled for the venue, which has been extensively modernised and renovated for the quadrennial showpiece.

All logistical requirements for watching the matches have been taken care of by the department. Besides reserving seats for 5,000 students for every match, 70 AC and non-AC buses for transport have been arranged too. Students coming from faraway places will be put up for the nights, if needed.

Students from schools, colleges, madrasahs and polytechnics – 2,000 each from schools and colleges, and 500 each from madrasahs and polytechnics – will be selected for every match. Schools and colleges have been asked to prepare lists of students who are interested in watching the matches.

 

ছাত্রছাত্রীদের বিনামূল্যে যুব বিশ্বকাপ দেখাবে রাজ্য সরকার

 

স্কুল কলেজের উঠতি ফুটবলারদের বিনা পয়সায় অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ দেখানোর ব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গ সরকার। প্রায় ৫ হাজার ছাত্র মাঠে বসে এই ম্যাচ দেখবে।

প্রতি ম্যাচে এই ৫হাজারের মধ্যে ২ হাজার স্কুলের, ২ হাজার কলেজের, ৫০০ মাদ্রাসা এবং ৫০০ পলিটেকনিক কলেজের ছাত্রছাত্রী থাকবে। যারা অনেক দূর থেকে আসছে তাদের জন্য থাকা, খাওয়ারও ব্যবস্থা করা হচ্ছে।

যুব ভারতীতে তাদের জন্য তৈরি করা হচ্ছে আলাদা বক্স, থাকছে বিশেষ বরাদ্দ সিট। রাজ্যের বিভিন্ন প্রান্তের স্কুল কলেজ থেকে ছাত্রছাত্রীরা আসবে এই ম্যাচ দেখতে। যারা স্কুল কলেজে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শুধুমাত্র তারাই পাবে এই ম্যাচ দেখার সুযোগ।

বিদেশি খেলোয়াড়দের স্কিল চোখের সামনে থেকে দেখার সুযোগ পাবে তারা। এসি ও নন এসি মিলিয়ে ৭০ টি বাসের ব্যবস্থা করা হয়েছে। রাজ্য সরকারের এই পদক্ষেপে স্বভাবতই ফুটবলপ্রেমী ছাত্রছাত্রীদের মধ্যে খুশির জোয়ার।
Source: Sangbad Pratidin

Bengal CM forms new boards for north Bengal

Bengal Chief Minister Mamata Banerjee on Tuesday announced the formation of new boards for north Bengal.

One of these newly formed boards is the Rajbangshi Development & Cultural Board, for which MLA Ananta Deb Adhikari has been chosen as the Chairman and Vanshibadhan Burman as the Vice Chairman. The headquarters of the Rajbangshi Development & Cultural Board will be at Cooch Behar.

Along with this, the Kamtapur Language Academy was also formed- the headquarters of which will be in Jalpaiguri. Nrisingha Prasad Bhaduri will be the President of the Academy while Atul Rai has been chosen as the Vice-President.

Moreover, a Rajbangshi Language Academy is already in existence; Jalpaiguri MP Bijay Chandra Barman is the President of this Academy.

 

রাজবংশী ভাষার পাশাপাশি কামতাপুরি ভাষার জন্যও আলাদা অ্যাকাডেমি করা হবেঃ মুখ্যমন্ত্রী

 

রাজ্যে বিলুপ্তপ্রায় রাজবংশী ও কামতাপুরি ভাষাকে ‘অগ্রাধিকারপ্রাপ্ত’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন দপ্তরের কাজ ও প্রকাশনায় অন্যান্য ভাষার মতো এই দুটি বিলুপ্তপ্রায় ভাষাও স্বীকৃতি পাবে।
গতকাল শিলিগুড়ি সফরে গিয়ে এ কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘোষণার পাশাপাশি তিনি রাজবংশীদের জন্য উন্নয়ন একাডেমি গড়ার কথাও ঘোষণা করেন।
মুখ্যমন্ত্রী জানান, “তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরই রাজবংশী ভাষার অ্যাকাডেমি চালু করা হয়েছিল। এবার সেই ভাষাটি রাজ্যের দপ্তরের কাজেও স্বীকৃতি পেল”।

তিনি আরও বলেন, এবার রাজবংশী ভাষার পাশাপাশি কামতাপুরি ভাষার জন্যও আলাদা অ্যাকাডেমি করা হবে। এই অ্যাকাডেমির চেয়ারম্যান হবেন নৃসিংহপ্রসাদ ভাদুড়ি। এই অ্যাকাডেমি প্রায় হারিয়ে যাওয়া এই ভাষার উন্নয়নে কাজ করবেন। তিনি জানান শুধু স্বীকৃতিই নয়, প্রায় হারিয়ে যাওয়া ভাষাগুলোকে যাতে ফিরিয়ে আনা যায় এ ব্যাপারে প্রতিষ্ঠিত দুই অ্যাকাডেমির পাশাপাশি কাজ করবে রাজ্য।

রাজবংশী উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হলেন অনন্ত দেব অধিকারী, এবং ভাইস চেয়ারম্যান হলেন বংশীবদন বর্মণ।

Bengal CM inaugurates the refurbished Vivekanada Yuba Bharati Krirangan

The refurbished Salt Lake Stadium, which will host the final of the Fifa U-17 World Cup, handed over to FIFA today by Bengal Chief Minister Mamata Banerjee.

Giving it a 10/10 rating, LOC tournament director Javier Ceppi said the revamped stadium is at par with any world-class venue that has hosted a Fifa World Cup final.

“If you ask me it looks like a museum, be the entrance or the inside. Or like the teams said it looks the lobby of a five-star hotel,” Ceppi said, thanking West Bengal Chief Minister Mamata Banerjee for getting the work done in two and half years’ time.

“They (West Bengal government) took the challenge. This stadium now can be compared to other stadiums in the world that have hosted a Fifa World Cup final.”

The revamp of the stadium, formally known as Vivekananda Yuva Bharati Krirangan, which was taken up on February 1, 2015, cost the West Bengal government more than Rs 100 crore.

 

আজ নবরূপে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হতে চলেছে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের ফাইনাল। আজ নবরূপে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।

স্থানীয় আয়োজক কমিটির ডিরেক্টর জাভিয়ার কেপি এই নতুন ক্রীড়াঙ্গনের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ফিফা বিশ্বকাপ ফাইনাল যে যে মাঠে খেলা হয়, এই মাঠটিও এখন সেই মানের।

রাজ্য সরকার ১০০ কোটি টাকা ব্যয়ে এই স্টেডিয়ামের সংস্কার করেছে। এত অল্প সময়ে মাঠকে নতুন ভাবে সাজিয়ে তোলার জন্য তিনি রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান।

Bengal Govt providing 6 acres for jewellery hub

A jewellery hub is coming up in Bonhooghly near Kolkata on a 6-acre plot. It is going to be developed by the State Government in collaboration with the Gems and Jewellery Export Promotion Council (GJEPC). This was announced on August 29 by the Bengal Commerce & Industry and Finance Minister, Dr Amit Mitra.

Most of the jewellers who have workshops in the traditional jewellery hub of Bowbazar in Kolkata would be allotted plots there. This is a major effort by the State Government to bring down the level of pollution in Kolkata.

Plans are also on to build two common facility centres (CFC) in the state, which would house costly, state-of-the-art instruments for crafting jewellery. Smaller jewellers who would not be able to afford the cost to make use of the instruments can make parts of their jewellery there.

In this connection, it must be mentioned that the State Government, in collaboration with the GJEPC, has initiated the process of getting a geographical indication (GI) registration, conventionally known as a GI tag, for Kolkata-made jewellery, under the brand name of ‘Kolkatti’.

The reasons for going for the GI registration of such jewellery are that these fine, hand-crafted jewellery are in big demand in the Middle East, US and UK, and, precisely because of this big demand, many people are selling jewellery, improperly branding them as Kolkata jewellery.

গয়নার হাব গড়তে ৬ একর জমি দিচ্ছে রাজ্য

 

কলকাতার বনহুগলিতে তৈরি হচ্ছে গয়না হাব। রাজ্যের সঙ্গে যৌথ উদ্যোগে এটি তৈরি করবে জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল (জিজেইপিসি)।

মঙ্গলবার জিজেইপিসি আয়োজিত সভায় রাজ্যের অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র জানান, এই প্রকল্পের জন্য রাজ্য ৬ একর জমি দেবে।

বিশেষত বৌবাজারের কারিগররা গয়না তৈরির জায়গা পাবেন হাবে। কলকাতাকে দূষণমুক্ত করার অন্যতম প্রয়াস এটি।

রাজ্যে নতুন দুটি কমন ফেসিলিটি সেন্টার গড়ার পকিকল্পনাও আছে। ওই কেন্দ্রে গয়না তৈরির দামী যন্ত্রপাতি রাখা হবে। যে-সব কারিগরের সেগুলি কেনার ক্ষমতা নেই, তাঁরা সেখানে গিয়ে গয়নার অংশ তৈরি করাতে পারেন।

কলকাতার নিজস্ব গয়না ‘কলকাত্তি’র পেটেন্ট নিতে রাজ্য উদ্যোগী হয়েছে বলে জানান অমিতবাবু। ভৌগোলিক ভাবে যে-সব পণ্য তৈরি কোনও রাজ্যের নিজস্ব বৈশিষ্ট্য, সেগুলির জন্য ডব্লিউটিও-র কাছ থেকে তা নিতে হয়।

Source: Anandabazar Patrika

We want a permanent solution to the ongoing impasse in Hills: Bengal CM

Bengal Chief Minister Mamata Banerjee today chaired an All-Party meeting regarding the ongoing impasse in the Hills. Terming the meeting as positive, she said the next meeting will be held on October 16. She added that the issue of tripartite meeting will be discussed in that meeting.

The CM said she wanted a permanent solution to the ongoing impasse. “We will immediately restore the public distribution system. We want the bandh to be withdrawn fully and normalcy to be restored as soon as possible. The process of dialogue will continue,” she said.

The CM announced that the Government has decided to call the owners of tea gardens immediately for a meeting to discuss pending wages, bonus for puja etc. for the workers. A GoM (Group of Ministers) will be formed for this purpose.

Mamata Banerjee further said, “Every citizen has a democratic right and prerogative to protest. We want peace and normalcy to be restored. Binay Tamang (representing GJM) had raised the demand for compensation for those who were killed (during agitation). We have agreed to that. They also demanded a high-level investigation for the police firing (during agitation). We have accepted that also.”

She maintained that the Hills are a part of Bengal and the State Government wants the well-being of the people of the Hills.

 

আমরা চাই পাহাড়ের সমস্যার স্থায়ী সমাধান হোকঃ মুখ্যমন্ত্রী

আজ উত্তরকন্যায় পাহাড়ের সমস্যা নিয়ে সর্বদলীয় বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আজকের বৈঠক ভালো হয়েছে। পরবর্তী বৈঠক হবে ১৬ অক্টোবর। তাঁর মতে এখনই ত্রিপাক্ষিক বৈঠক সম্ভব নয়। আগামী ১৬ অক্টোবরের বৈঠকে এই নিয়ে আলোচনা হবে। চা বাগানের কর্মীরা যাতে বেতন ও পুজোর বোনাস পান তাঁর জন্য একটি মন্ত্রীগোষ্ঠী তৈরি করা হবে। শীঘ্রই এই মন্ত্রীগোষ্ঠী চা বাগানের মালিকদের সাথে বৈঠক করবেন।

মুখ্যমন্ত্রী আরও বলেন, “প্রতিবাদ করা মানুষের গণতান্ত্রিক অধিকার। আমরা চাই শান্তি ফিরুক। অশান্তির সময় যারা নিহত বা আহত হন তাদের জন্য ক্ষতিপূরণের দাবি করেছেন বিনয় তামাং। আমরা রাজি হয়েছি। বনধ চলাকালীন পুলিশের গুলি চালানোর জন্য উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন ওনারা। আমরা উচ্চ পর্যায়ের তদন্ত করব”।

মুখ্যমন্ত্রী আবারও বলেন, “আমরা চাই বনধ তুলে নেওয়া হোক, পাহাড়ে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসুক। যত তাড়াতাড়ি সম্ভব শিল্প, পর্যটন, পরিবহন সব কিছু স্বাভাবিক হোক। আলোচনা প্রক্রিয়া চলবে। পাহাড় বাংলার অংশ। আমরা চাই পাহাড়ের ভাই বোন ভালো থাকুক, শান্তিতে থাকুক। আমরা চাই দ্রুত সমস্যার সমাধান হোক”।