Bengal shows the way once again, this time for the model code on snakebite management

What Bengal thinks today, India thinks tomorrow – this was proved once again when the Central Government published a model code for snakebite management recently, five years after the Bengal Government had published its Module for Training and Medical Officers on Snakebite Management in 2012.

Not just that, it must also be mentioned that Bengal was the first state to set up a formal protocol on the subject.

Under the stewardship of Chief Minister Mamata Banerjee, Bengal has progressed in many fields, and this is only the latest example.

 

দেশকে পথ দেখাল বাংলা, রাজ্যের পাঁচ বছর বাদে প্রকাশিত সাপের কামড় নিয়ে কেন্দ্রীয় গাইডলাইন

ন্যায্যমূল্যের দোকানের পর এবার সাঁপের কামড়ের চিকিৎসা। ‘বাংলা আজ যা ভাবে, কাল তা ভাবে ভারত’—এই আপ্তবাক্য ফের সার্থক হল স্বাস্থ্যক্ষেত্রে। পথ দেখাল মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দপ্তর।

২০১২ সালে সারা দেশে প্রথম সাঁপের কামড়ের চিকিৎসার আদর্শ নিয়ম বের করেছিল পশ্চিমবঙ্গ। নাম ছিল ‘মডিউল ফর ট্রেনিং অব মেডিকেল অফিসার্স অন স্নেকবাইট ম্যানেজমেন্ট’। প্রায় সেটাই অনুসরণ করে পাঁচ বছর বাদে কেন্দ্রীয় সরকার স্বাধীনোত্তর ভারতবর্ষে এই প্রথম সাঁপের কামড়ের আদর্শ চিকিৎসার নিয়মাবলী প্রকাশ করল। নাম স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইনস স্নেকবাইট (এসটিজি)।

শুধু তাই নয়, রাজ্যের পক্ষে আরও একটি গর্বের বিষয় হল, বাংলায় প্রথম যাঁর উদ্যোগে মডিউলটি প্রকাশিত হয়েছিল, সেই ডাঃ দয়ালবন্ধু মজুমদার কেন্দ্রীয় সরকারের গাইডলাইনটি প্রকাশের অন্যতম কুশীলবদের একজন।

Source: Bartaman

 

 

Attempts are being made to belittle the culture of Bengal: Mamata Banerjee

Speaking at the inauguration of a community Durga Puja in south Kolkata, Chief Minister Mamata Banerjee reiterated today that she will not allow any riots in the State and ensure that peace and harmony is safeguarded in the State.

 

Extracts from her speech:

I will not tolerate any insult to Bengal, its culture, its heritage, its harmony. While majority of the people are gearing up to soak themselves in the spirit of festivities, a certain section is engaging in vilification, spreading canards and conspiring to belittle Bengal’s culture.

People will not accept any insult to the culture of Bengal. In a democracy, the decision of the people is supreme.

Lakhs of people visit Puja pandals every year. Do Puja organisers discriminate on the basis of whether their name is Ram or Rahim or Paul or Santosh or James? No. Do they discriminate on the basis of religion? No. Why should they?

We take inspiration from Rabindranath Tagore who had written: “Punjab, Sindhu, Gujarat, Maratha, Dravid, Utkal, Banga”. He had also written, “Hindu Bouddho Shikh Joino Parosik Musolman Khrishtani”. Dwijendra Lal Roy had written, “Emon desh ti kothao khuje pabe na ko tumi…” This is our culture.

This is the land of Ramakrishna Paramhansa Deb who had taught us ‘Sarva Dharma Samannayay’. We do not need lectures from others. This is the land of Swami Vivekananda and Sarada Maa. The divine mother is embodied in Maa Durga, Jagadamba, Kali, Siddheswari, Vaishno Devi as well as Santoshi Mata.

Everyone has the right to worship in the way they wish to. This is their fundamental right. If I go to a Muslim function, I am accused of appeasement. But when I go to a Hindu function, am I appeasing Hindus? I go to Chhat Puja also; am I appeasing Biharis then? When I go to the midnight mass on Christmas, am I appeasing Christians?

These allegations of appeasement are extremely humiliating. I believe in humanity. I believe the service of mankind is the biggest religion. I believe in a religion that stands for creation not destruction. I abhor politics of division and riots. I do not support violence or creating feud between people in the name of riots.

The Centre is continuously misusing its agencies against us. But I believe that with the blessings of the divinity, we will defeat such conspiracies.

Subrata Da here has been organising Durga Puja for a long time now. I organise Kali Puja at my home. We have never heard of immersions on Saturdays or Ekadoshi. There are attempts to belittle our festival and culture.

People are living in peace and harmony. But some sections are trying to drive a wedge between them and incite violence.

I perform ‘Chandipath’ every day. I also pray to Allah. I worship Maa Durga as well as Maa Kali. I pray to Maa Lokkhi as well as Maa Saraswati. I celebrate Eid as well as Christmas. Quran, Puran, Ved, Vedanta, Bible, Tripitak, Zend-Avesta, Guru Granth Sahib, Gita – we respect all. This is the culture we have inherited from our parents and we will safeguard it as long as we are alive.

We will not allow riots in Bengal. I am responsible for maintaining peace and prosperity. Those who try to destabilise harmony in the State will be held accountable.

 

 

বাংলার উৎসবকে ছোট করে দেখানোর চেষ্টা চলছে: মুখ্যমন্ত্রী

 

আজ দক্ষিণ কলকাতার এক দুর্গা পুজো উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলার সংস্কৃতি ও উৎসবকে খাটো করার এক চেষ্টা চলছে। তিনি বলেন এই রাজ্যে তিনি শান্তি বজায় রাখবেন এবং দাঙ্গা লাগাতে দেবেন না।

 

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ:

যদি আমার বাংলার মানুষ, বাংলার সভ্যতা, বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টিকে গালাগালি দেওয়া হয় তাহলে আমার গায়ে লাগে।বাংলার উৎসবকে ঘিরে যখন মানুষ আনন্দে মেতে ওঠে তখন একদল লোক আছে যারা কুৎসা, অপপ্রচার, চক্রান্ত করে বাংলার উৎসবকে ছোট করে দেখায়।

বাংলার উৎসবকে ছোট করে দেখানো যাবে না। মানুষ গনতন্ত্রের সবচেয়ে বড় বিচারক এবং মানুষের বিচার সর্বশ্রেষ্ঠ বিচার। কারন মানুষই মানুষের পাহারাদার।

প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ বাংলায় আসেন পুজো দেখতে। তখন কোন পুজো প্যান্ডেলের কর্মকর্তারা জিজ্ঞাসা করে আপনার নাম রাম না রহিম না পল না সন্তোষ না জেমস? কেউ কি জিজ্ঞাসা করে তুমি হিন্দু না মুসলিম না শিখ না খ্রিস্টান না বৌদ্ধ? কেন জিজ্ঞাসা করবে?

রবীন্দ্রনাথ ঠাকুরের কথায়, পাঞ্জাব, সিন্ধু, গুজরাত, মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ। তিনি লিখেছেন, “হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানি”। দ্বিজেন্দ্রলাল রায় লিখেছেন, “এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি” – এটা আমাদের সংস্কৃতি।

এ মাটিতে রামকৃষ্ণ পরমহংসদেব জন্মেছেন; তার কাছ থেকে আমরা সর্ব ধর্ম সমন্বয় শিখেছি। তার থেকে বড় জ্ঞানদাতা আছে বলে আমি মনে করি না। এই দেশে স্বামী বিবেকানন্দ, সারদা মা জন্মেছেন। এই মাতৃমুখই কখনো মা দুর্গা, কখনো জগদম্বা, কখনো রক্ষাকালী, কখনো চামুণ্ডা কালী, কখনো ছিন্নমস্তা, কখনো সিদ্ধেশ্বরী, কখনো সর্বমঙ্গলা, কখনো কালী, কখনো সিদ্ধেশ্বরী, কখনো সন্তোষী মা।

কে কি পুজো করবে, কোথায় উৎসব করবে এটা মানুষের নিজস্ব অধিকার। আমি মুসলমানদের অনুষ্ঠানে গেলে বলা হয়, আমি তাদের তোষণ করি। আর হিন্দুদের অনুষ্ঠানে গেলে তাদেরকেও তোষণ করি? ছট পুজোর আগের দিন কি দেখতে যাই এটা বাঙালীদের না বিহারিদের উৎসব? যখন আমি বড়দিনে চার্চে যাই তখন কি আমি খ্রিস্টানদের তোষণ করি?

এই কথাটা অপমানজনক, অসম্মানজনক। আমি সেই ধর্মে বিশ্বাস করি যার নাম মানবধর্ম। আমি সেই ধর্মে বিশ্বাস করি যার নাম সর্ব ধর্ম সমন্বয়। আমি সেই ধর্মে বিশ্বাস করি যা সৃষ্টি করা শেখায়, স্রষ্টা কর্তার জন্ম দেয়। যারা মানুষে মানুষে দাঙ্গা লাগায় আমি সেই ধর্মে বা তোষণে বিশ্বাস করি না।

কেন্দ্র অনবরত নানারকম এজেন্সি দিয়ে আমাদের বিরুদ্ধে চক্রান্ত করছে। কিন্তু আমি এটাও বিশ্বাস করি যদি দেবদেবী বলে কিছু থাকে এই চক্রান্তকে ধুলিস্মাৎ করে দেবে।

সুব্রত দা এখানে অনেক দিন পুজো করছেন। আমার বাড়িতেও মা কালীর পুজো হয়। শনিবার ও একাদশীর দিন কখনো ঠাকুর বিসর্জন দেওয়ার কথা শুনেছেন? উৎসবকে ছোট করার জন্য এসব। মানুষ শান্তিতে আছে, ওদের মধ্যে অশান্তি লাগিয়ে দিচ্ছে। কেন এত হিংসা, এত ষড়যন্ত্র?

আমি রোজ চণ্ডীপাঠ করি। আমি আল্লার কাছে দোয়া মাঙি। আমি মা দুর্গার পুজো করি, মা কালীরও পুজো করি, মা লক্ষ্মীরও পুজো করি, মা সরস্বতীরও পুজো করি। আমি ঈদও পালন করি, বড়দিনও পালন করি। কোরান, পুরান, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দাভেস্তা, গীতা সব কিছুকেই আমরা শ্রদ্ধা করি। আমার সব কৃতজ্ঞতা মানুষের প্রতি কারন মানুষ আমাকে এই পথ দেখিয়েছে।

আমরা বাংলায় দাঙ্গা বরদাস্ত করব না। কেউ অশান্তি করার চেষ্টা করলে আমার থেকে তার বড় শত্রু কেউ হবে না।

 

Come to Bengal, invest in Bengal: Dr Amit Mitra to representatives of 31 countries

Come to Bengal, invest in Bengal – this was the gist of the message given by the Bengal Finance and Industry Minister, Dr Amit Mitra to top representatives from 31 advanced nations, including 15 ambassadors, in Delhi recently.

The message he carried from Chief Minister Mamata Banerjee was one of golden opportunities for people wanting to invest in Bengal to set up facilities in any category of industry. Bengal is already a leader in the micro, small and medium enterprises (MSME) sector, and is gradually drawing bigger investors.

This conference was in preparation for the fourth Bengal Global Business Summit (BGBS), scheduled for January 16-17, 2018. Over the years, the BGBS summits, a brainchild of Mamata Banerjee for attracting investment in Bengal, after the 34-year industrial drought during the Left Front era, have been a huge hit, with memoranda of understanding (MoU) worth hundreds of crores of rupees signed every year.

Towards that aim, the State Government is also going to organise a road show in Delhi soon.

At the 2017 BGBS, representatives from 29 countries in Europe, USA and Asia attended. The 2018 summit is going to be jointly organised by the Bengal government and the industry body, Federation of Indian Chambers of Commerce and Industry (FICCI).

At the Delhi summit, Dr Mitra offered a bouquet of opportunities for anyone wanting to set up, singly or jointly, industrial facilities in any sector. Among the ambassadors were those from Singapore, the Netherlands, Russia, Finland, Saudi Arabia, Indonesia, Hungary, Israel, Bulgaria, Bhutan and Norway, and among the other countries senior representatives were those from Australia and Thailand.

All of them became very interested after learning of the multiple opportunities being offered by the Bengal Government, and showed a keen interest in investing in the state.

 

৩১ দেশের প্রতিনিধিদের সামনে বাংলায় বিনিয়োগের সম্ভাবনা

 

‘বাংলায় আসুন। বাংলায় বিনিয়োগ করুন’। এই বার্তা নিয়ে দিল্লীতে বিশ্বের প্রথম সারির ৩১দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সামনে বক্তব্য রাখেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। এরপরে দিল্লীতে একটি রোড শো-র আয়োজন করা হয় রাজ্যের তরফে।

মূলত আগামী ১৬-১৭ জানুয়ারি কলকাতায় অনুষ্ঠিত চতুর্থ বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি বর্তমান সরকারের আমলে এ রাজ্যে কীভাবে বিনিয়োগের বহু সম্ভাবনা তৈরি হয়েছে সেগুলিই তুলে ধরেন অমিত মিত্র। প্রসঙ্গত, ২০১৭ সালের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে ইউরোপ, আমেরিকা এবং এবং এশিয়া মহাদেশের মোট ২৯টি দেশ অংশ নিয়েছিল। দিল্লীতে যে ৩১ দেশের প্রতিনিধিদের সঙ্গে অমিত মিত্র বৈঠক করেন তাঁদের মধ্যে অন্তত ১৫জন রাষ্ট্রদূত পদমর্যাদার প্রতিনিধি।

সিঙ্গাপুর, নেদারল্যান্ডস, রাশিয়া, ফিনল্যান্ড, সৌদি আরব, ইন্দোনেশিয়া, হাঙ্গেরি, ইজরায়েল, বুলগেরিয়া, ভুটান এবং নরওয়ের মতো দেশগুলি বাংলায় বিনিয়োগ নিয়ে এতটাই উৎসাহিত যে ভারতে নিযুক্ত তাঁদের রাষ্ট্রদূতদেরই এদিন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে আসার নির্দেশ দিয়েছিল। এ ছাড়াও অস্ট্রেলিয়া, থাইল্যান্ডের মতো দেশগুলি পাঠিয়েছিল তাঁদের উচ্চপদস্থ আধিকারিকদের।

এদিনের বৈঠকে অমিত মিত্র তুলে ধরেন বাংলায় বিনিয়োগ করলে রাজ্য সরকারের তরফে কি কি ক্ষেত্রে কি ধরনের সুযোগসুবিধে প্রদান করা হবে তা নিয়ে। সেই সঙ্গে তিনি তুলে ধরেন রাজ্যে কোন কোন ক্ষেত্রে বিনিয়োগের প্রচুর সম্ভাবনা রয়েছে। এর পর ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর রাজ্যে বিনিয়োগের ক্ষেত্র, তার সম্ভাবনা এবং রাজ্যের তরফে সাহায্য ও যাবতীয় পরিকাঠামোগত সুবিধে নিয়ে বানানো একটি প্রেজেন্টেশনও দেখান সকলকে।

২০১৮ সালের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে রাজ্য সরকারের পাশাপাশি বণিক সংগঠন ফিকি-ও যৌথভাবে উদ্যোক্তার ভূমিকায় রয়েছে। উপস্থিত ছিলেন ফিকি’র সেক্রেটারি জেনারেল। পশ্চিমবঙ্গের শিল্প ও বাণিজ্য সচিবও বিদেশী প্রতিনিধিদের কাছে তার দপ্তরের সহযোগিতার কথা তুলে ধরেন। দেশের অন্যান্য বহু শহরে যেখানে শিল্পবান্ধব পরিবেশের যথেষ্ট অভাব রয়েছে, সেখানে বাংলার তরফে সমস্ত ধরনের সুযোগসুবিধের ডালি নিয়ে বিদেশী রাষ্ট্রগুলির প্রতিনিধিদের কাছে উপস্থাপনের ফলে তারাও যথেষ্ট উৎসাহ পেয়েছেন।
Source: Khabar 365 Din

‘Ekushe Annapurna’ now to be available in the districts too

The State Government is now extending the popular ‘Ekushe Annapurna’ scheme of food servings to the districts. They are available from the Annapurna mobile outlets run by the Bengal Government agency, Benfish, and come at just Rs 21 – hence the name. They are available from 12 pm to 3 pm.

‘Ekushe Annapurna’ is the brainchild of Chief Minister Mamata Banerjee. Each plate consists of a 50 gram (g) piece of fish, 100 gms rice, 75 g masoor dal and 50 g vegetables.

Now the government has decided to extend the availability of these delicious and popular servings to the districts. Twenty-one mobile vans are run in Kolkata. Now the government would run 29 more vans, in different district towns.

Besides the price, the close scrutiny on the quality of the foods is also a reason for the huge success.

 

জনপ্রিয় একুশে অন্নপূর্ণা এবার জেলায় জেলায়

 

মাত্র একুশ টাকা৷ তাতেই মিলছে ডাল, ভাত, তরকারি, মাছ৷ কলকাতায় ব্যপক জনপ্রিয়তা অর্জনের পর, এবার জেলায় জেলায় ছুটবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্বপ্নের আহার৷ দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে যা ভরসা দিয়েছে মাছে-ভাতে বাঙালিকে৷

কী থাকে অন্নপূর্ণার থালায়? মৎস্য দপ্তরের উদ্যোগে একুশ টাকায় এখানে পাওয়া যায় ৫০ গ্রাম ওজনের একটি মাছ, ১০০ গ্রাম ভাত, ৭৫ গ্রাম মুসুর ডাল ও ৫০ গ্রাম সবজি৷ ডালহৌসি, ধর্মতলা, গড়িয়া সহ শহরের একাধিক জায়গায় ঘোরে বেনফিশের এই ‘অন্নপূর্ণা’ গাড়ি৷ দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত এই গাড়ির সামনে দাঁড়ালেই মেলে খাবার৷

Special food packages for Jangalmahal and the Hills to continue

The Chief Minister Mamata Banerjee-led Trinamool Congress Government has decided that, despite the immense pressure on it on account of having to repay the huge debts accumulated by the Left Front Government, it would continue with the special food packages for the people of Jangalmahal and the Hills.

Besides rice and wheat at Rs 2 per kg, the State Government supplies more than double the amount supplied to the other regions of the state for the people of these regions – 11 kg per person per month against 5 kg in the other areas. Everyone, irrespective of economic condition, is eligible for getting subsidised rice and wheat in these two regions.

Whereas 42 lakh people in Jangalmahal are supplied with rice and wheat through the ration system (public distribution system, or PDS), in the Hills, the number is 8 lakh 75 thousand.

The five districts of Paschim Medinipur, Jhargram, Purulia, Bankura and Birbhum comprise Jangalmahal, whereas Darjeeling and Kurseong subdivisions of Darjeeling district and Kalimpong district comprise the Hills region.

The State Government also provides special packages in a few other regions which would also continue – 16 kg of rice and wheat per person per month through PDS to the Cyclone Aila-affected people in the Sundarbans and the farmers who lost land in Singur as a result of the illegal acquisition, 35 kg of rice and wheat per family through PDS to the families of tea garden workers, and 5 kg of rice and wheat per person per month for free to members of the Toto tribe in north Bengal.

জঙ্গলমহল ও পাহাড়ে ‘স্পেশাল ফুড প্যাকেজ’ চালিয়ে যাবে রাজ্য

বিপুল ভর্তুকির দায় বহন করতে হলেও জঙ্গলমহল ও পাহাড়ের ‘স্পেশাল ফুড প্যাকেজ’ চালিয়ে যাবে রাজ্য সরকার। রাজ্যের এই দু’টি এলাকায় সব বাসিন্দাকে দু’ টাকা কেজি দরে চাল-গম সরবরাহ করা হয়। শুধু তাই নয়, অন্য জায়গার তুলনায় দ্বিগুণের বেশি পরিমাণ খাদ্যসামগ্রী এখানে দেওয়া হয়।

জঙ্গলমহলে ৪২ লক্ষ মানুষকে রেশনের সস্তার চাল-গম সরবরাহ করা হয়। পাহাড়ে এই সংখ্যা ৮ লক্ষ ৭৫ হাজার। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলার ৩১টি ব্লক জঙ্গলমহলের মধ্যে পড়ে। পাহাড়ের মধ্যে পড়ে দার্জিলিং জেলার দার্জিলিং এবং কার্শিয়াং মহকুমা ও কালিম্পং জেলা। জঙ্গলমহল ও পাহাড় ছাড়া কিছু বিশেষ শ্রেণির জন্য অতিরিক্ত খাদ্যসামগ্রী দেয় সরকার। সেই প্যাকেজও চলবে। সুন্দরবনের আইলা বিধ্বস্ত এলাকার সব রেশন গ্রাহকদের জন্য পরিবার পিছু মাসে ১৬ কেজি করে চাল-গম দেওয়া হয়। সম পরিমাণ খাদ্যসামগ্রী পান সিঙ্গুরের জমিহারা পরিবারগুলি। উত্তরবঙ্গের টোটো উপজাতির লোকেদের বিনামূল্যে মাসে মাথাপিছু পাঁচ কেজি করে চাল-গম দেওয়া হয়। চা বাগানের শ্রমিকদের মাসে পরিবার পিছু ৩৫ কেজি করে চাল-গম দেওয়া হয় রেশনের মাধ্যমে।

Source: Bartaman

Bengal Govt to export vegetables to Europe and USA

After success with export to the Middle East, the Bengal Government has now decided to move ahead and expand the market for its vegetables, to include Europe and USA.

The Food Processing and Horticulture Department had started exporting vegetables to the Middle East, which includes the Gulf countries, in August 2016. There has been a big success with respect to lady’s fingers, beans, chillies and ridge gourds.

The best of these is grown in Bankura district, and that too, organically, that is, without the use of any chemical fertilizers. More areas in the western part of Bengal have been identified for growing vegetables with high potential for export. Whatever help in the form of irrigation and the requirement of organic fertilizers is required would be provided by the State Government.

Every day, about 2.5 tonnes are exported over flights to the Middle East, but even that is not enough to satisfy the demand, such is the quality of the vegetables. Chief Minister Mamata Banerjee is trying her best to get airlines to start direct flights between Bengal and Europe, and when that happens, vegetables would be exported to Europe.

Bengal is soon coming out with a food processing policy, so that definite rules and opportunities are created for people wanting to invest in this high-demand sector. The government is providing subsidies to those investing in the construction of packhouses and cold storages, which are crucial logistical components for export to be a success.

 

মধ্য প্রাচ্যের পর বাংলা এবার ইউরোপ, আমেরিকাতেও রপ্তানি করবে আনাজ

 

মধ্য প্রাচ্যে আনাজ রপ্তানি করে ব্যপক সাড়া মেলার পর এবার বাংলা আনাজ রপ্তানি করবে ইউরোপ, আমেরিকাতেও। খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দপ্তর এই উদ্যোগ শুরু করে গত বছর আগস্ট মাসে মধ্য প্রাচ্যের জন্য। এখন তারা কৃষি, কৃষি-বিপণন ও আগ্রো ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেড-এর সঙ্গে কাজ করছে এই আনাজ হিমঘরে রাখার পরিকাঠামো উন্নয়নে।

উদ্যানপালন দপ্তর লাউ, ঝিঙ্গে, বরবটি, ঢেঁড়স, উচ্ছে, পটল, লঙ্কা রপ্তানি করছে গত বছর থেকে। সব থেকে বেশী চাহিদা দেখা গেছে ঢেঁড়স, বরবটি, লঙ্কা ও ঝিঙ্গের। যত জেলাতে উৎপাদন হয়, সব থেকে উৎকৃষ্ট আনাজ হয় বাঁকুড়া জেলাতে। এই আনাজগুলোতে কোনও রাসায়নিক ও কীটনাশক ব্যবহৃত হয় না।

রাজ্য কৃষি দপ্তর রাজ্যের পশ্চিম দিকে আরও কিছু নতুন জমি চিহ্নিত করেছে আরও আনাজ উৎপাদনের জন্য। অল্প সেচ ও জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে এই জমিগুলিকেও চাষের যোগ্য করা হবে। শিক্ষা ও প্রশাসন দপ্তর থেকে বিশেষজ্ঞদের আনা হয়েছে এই সব জমি চাষযোগ্য কিভাবে তৈরি করতে।

প্রতিদিন আনুমানিক ২.৫টন আনাজ পাড়ি দেয় বিমানে করে মধ্য প্রাচ্যে, কিন্তু, তাতেও পুরো চাহিদা মিটছে না। কিছুদিন আগেই দপ্তরটি সমুদ্রপথে ওল, মিষ্টি আলু ও কুমড়ো রপ্তানি করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুকাল ধরে বিমান মন্ত্রকের সঙ্গে কথা বলে আসছেন কলকাতা থেকে সরাসরি ইউরোপে বিমান দাবি করে। এই দাবি মিটে গেলে খুব শীঘ্রই রপ্তানি শুরু হয়ে যাবে। বেশ কয়েক বছর ধরে রাজ্য থেকে আম রপ্তানি হয় ইউরোপিয়ান দেশগুলিতে।

রাজ্য খুব শীঘ্রই একটি খাদ্য প্রক্রিয়াকরণ নীতি আনতে চলেছে যাতে বিনিয়োগকারীরা লাভবান হবেন। খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যেতে প্যাকহাউস তৈরিতে ও হিমঘর উন্নয়নে রাজ্য দিচ্ছে ভর্তুকি।

Tea garden workers should be given Puja bonuses: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee held a media interaction at Nabanna today after a meeting between the State Government and representatives of Gorkha Janmukti Morcha (GJM). The meeting was called by the State’s Chief Secretary to discuss issues regarding the tea gardens in the hills.

The Government has asked all concerned parties, including the garden owners, the unions and tea associations, to reopen the tea gardens and pay the workers the bonus due to them. Another meeting would be held on September 21 in Siliguri with the Labour Commissioner to finalise these issues.

The Chief Minister said the government wanted to know from the Hill leaders how the people in the Hills were faring. She said the situation in the region had improved now. The State Government has always wanted development and peace in the Hills. She wished her brothers and sisters in the Hills well.

Mamata Banerjee also offered her greetings to the people on the occasion of Durga Puja. The inauguration of various pandals started from today.

 

 

চা বাগানের শ্রমিকদের পুজোর বোনাস দেওয়া হোকঃ মমতা বন্দ্যোপাধ্যায়

 

আজ নবান্নে গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পর সাংবাদিক দের মুখোমুখি হয়ে তিনি জানান, “আজ মুখ্য সচিব একটি বৈঠক ডেকেছেন। গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বৈঠকে। চা বাগান নিয়ে আলোচনা হয়েছে”।

চা বাগান খুলে দিতে ও শ্রমিকদের বোনাস দিতে বলা হয়েছে। আগামী ২১ তারিখ একটি বৈঠক হবে এবং সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, “আমরা জানতে চেয়েছি পাহাড়ের মানুষজন কেমন আছেন। পাহাড় এখন অনেক স্বাবাভিক হয়ে গেছে। আমরা পাহাড়ের উন্নয়ন চাই, শান্তি চাই। পাহাড় অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। পাহাড়ের ভাই বোন ভালো থাকুক”।

তাঁর কথায়, “কোনরকম সন্ত্রাসবাদী কার্যকলাপ আমরা বরদাস্ত করব না, সরকার তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে”।

Bengal Govt setting up modern foodgrain testing lab

The Bengal Government is setting up a state-of-the-art laboratory for testing the quality of foodgrains. This would be the largest such library in eastern India. It would be located at Khadya Bhavan in Kolkata.

Testing instruments would be imported for this laboratory. Qualities of all types of foodgrains and foodgrain-derived foods, including rice, wheat, flour, refined flour and others, can be tested here.

Bengal has stacked up a lot of achievements in the last six years, during the period of the Chief Minister Mamata Banerjee-led Trinamool Congress Government.

Some of the principal achievements are:

Of the state’s total population, 90.6 per cent have been brought under the Khadya Sathi Scheme of 5 kg of rice per month at Rs 2 per kg. Currently, 8.66 crore people benefit from this scheme.

From financial year 2014-15 onwards, it has been decided to provide free services to 4,000 children and their mothers suffering from severe malnutrition, as a part of which they are given 5 kg rice, 2.5 kg wheat, 1 kg masoor dal and 1 kg chana dal per month).

For the 2016-17 kharif season, the money farmers got from the State Government from selling their crops was directly transferred to their bank accounts through NEFT.

The storage capacity of foodgrains in the state has been massively increased, from 61,000 metric tonnes in 2011 to 5.99 lakh metric tonnes till May 2017.

The Non-Plan Expenditure with respect to the public distribution system (PDS) for 2011-12 was Rs 33 crore, which has increased to Rs 270.3 crore for 2017-18, an increase of 800 per cent.

The profit of the State Warehousing Corporation during 2011-12 was Rs 3.58 crore, which increased to Rs 37.41 crore during 2016-17, which is an increase by more than 10 times.

খাদ্যশস্যের গুণগত মান পরীক্ষার জন্য অত্যাধুনিক ল্যাবরেটরি

 

খাদ্যশস্যের গুণমান পরীক্ষার জন্য অত্যাধুনিক ল্যাবরেটরি হচ্ছে রাজ্যে। এটি হবে পূর্বাঞ্চলের মধ্যে এটি সব থেকে বড় ল্যাবরেটরি। নতুন খাদ্যভবনে এই ল্যাবরেটরির জন্য জায়গা রাখা হয়েছে।

অত্যাধুনিক এই ল্যাবরেটরির জন্য প্রয়োজনে বিদেশ থেকে যন্ত্রপাতি আনা হবে। এখানে চাল, গম, আটা-ময়দা সহ বিভিন্ন খাদ্যশস্যের গুণগত মান পরীক্ষা করা হবে।

গত ৬ বছরে খাদ্য ও সরবরাহ দপ্তর অনেক সাফল্য অর্জন করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলঃ

•খাদ্য সাথী প্রকল্পের আওতায় ৯০.৬% উপভোক্তাকে ২ টাকা কিলো দরে ৫ কিলো খাদ্যশস্য সরবরাহ করা হয়। বর্তমানে প্রায় ৮.৬৬ কোটি মানুষকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে।

• ২০১৪-১৫ সাল থেকে প্রায় ৪০০০ তীব্র অপুষ্টির শিকার শিসু ও তাদের মায়েদের বিনামূল্যে পুষ্টিগত সহায়তা (প্রতি মাসে ৫ কিলো চাল, ২.৫ কিলো গম, ১ কিলো মুসুর ডাল ও ১ কিলো ছোলার ডাল)দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

• ২০১৬-১৭ খারিফ মরশুমে নেফটের মাধ্যমে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিক্রয়মূল্য সরাসরি প্রদানের ব্যবস্থা করা হয়েছে।

• মজুত ক্ষমতার সম্প্রসারনঃ ২০১১ সালের মে মাসে মজুত ক্ষমতা ছিল ৬২০০০ মেট্রিক টন। ২০১৭ সালের মে মাসে এই মজুত ক্ষমতা বেড়ে হয়েছে ৫.৯৯ লক্ষ মেট্রিক টন।

• পরিকল্পনা খাতে ব্যয় বৃদ্ধিঃ ২০১১-১২ সালে গণ বণ্টন ব্যবস্থার জন্য পরিকল্পনাধীন ব্যয়ের মোট পরিমাণ ছিল ৩৩ কোটি টাকা, ২০১৭-১৮ সালে ঐ পরিমাণ বেড়ে হয়েছে ২৭০.৩ কোটি টাকা। বৃদ্ধির এই পরিমাণ ৮০০% এর ও বেশি।

• ২০১১-১২ সালে পশ্চিমবঙ্গ পণ্যাগার নিগমের লাভের পরিমাণ ছিল ৩.৫৮ কোটি টাকা, ২০১৬-১৭ সালে এই লাভের পরিমাণ প্রায় ১০ গুন বেড়ে হয়েছে ৩৭.৪১ কোটি টাকা।

Maintain peace and harmony during Durga Puja, Muharram, urges CM

Bengal Chief Minister Mamata Banerjee has urged the people of the state to maintain peace and harmony during Durga Puja and Muharram. Formally announcing that visarjan on Dashami will now be allowed up to 10 pm, but will not be allowed the next day because of Muharram, she said some persons had been deliberately twisting the festive spirit and efforts to maintain peace by spreading misinformation and mischievous aspersions.

They had tried to say that Bengal and Kolkata police were unable to manage the two occasions, and that the police in Mumbai were more efficient. But it must be remembered that no state other than Bengal holds Durga Puja on such a large scale. If Ganesh Puja immersion and Muharram happened together, maintaining order would not have been easy. For the last five years, Bengal has been successfully holding immersion of Durga and Muharram together.

A few people are spreading canards and indulging in dirty politics. They take out processions carrying weapons, which is illegal. But they must realise that Bengal is different. We are a peace-loving, wise and mature people and will not give in to attempts to disrupt law and order or create tension. Those who cannot tackle us politically are resorting to CBI, ED and other agencies. They are even trying to create tension and riot-like situations. But Bengal is different. We will not yield to such attempts, the chief minister said.

Durga Puja is a festival of joy. Some have said the Government was curbing the tradition of bidding farewell to the Goddess with the smearing of vermilion. That can never be…the festive spirit cannot be curtailed. Wives can smear vermilion as much as they want on Vijaya Dashami, followed by immersion. Then, with a break of one day, immersions will again resume, culminating in the Carnival on Red Road on October 3.

The festive season starts tomorrow with Viswakarma Puja, followed two days later by Mahalaya. Let the days of Durga Puja be spent in joy; let there be no false propaganda, no spreading of hatred, she said, requesting everyone to maintain harmony, good spirits, and respect for each other.

 

 

দুর্গাপুজো ও মহরমে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আর্জি মুখ্যমন্ত্রীর

 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর কাছে দুর্গাপুজো ও মহরমে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আর্জি জানান। তিনি বলেন- “জনসাধারণের আবেদন মেনে দশমীর দিন সন্ধে ৬টার বদলে সময় বাড়িয়ে করা হল রাত ১০ টা । ১ তারিখ মহরম পড়েছে তাই কোনও বিসর্জন হবে না, আর আমাদের তিথি অনুযায়ী একাদশী পড়েছে, একাদশীর দিন আমরা কোনও ঘরের ঠাকুর বিসর্জন দিয়ি না, এমনকি পাড়ার গুলোও দেয় না। কেউ যদি মনে করেন বাংলার শান্তি, সংস্কৃতি কেড়ে নেবেন, তাঁদের বলতে চাই, আগুন নিয়ে খেলবেন না, আপনারাও ভালো থাকুন, ভালো ভাবে পুজো কাটান।

কেউ কেউ নোংরামি, চক্রান্ত করে বলছে মুম্বইয়ের পুলিশ দক্ষ, বাংলার পুলিশ দক্ষ নয়। বাংলার মত কোন রাজ্যে এত ব্যাপকভাবে দুর্গা পুজো হয় না। এক একটা রাজ্যের এক একটা উৎসব। মুম্বইয়ে গণেশ পুজো বড় করে পালন করা হয়। মুম্বইয়ে যদি গণপতি বিসর্জন আর মহরম একদিনে হলে ওরা সামলাতে পারত না। গত ৫ বছর ধরে আমরা পুজো ও মহরম একসাথে সামলাচ্ছি দক্ষতার সাথে।

অস্ত্র নিয়ে কোনও মিছিল করা যাবে না। অস্ত্র রাখতে গেলে লাইসেন্স লাগে। অস্ত্র নিয়ে মিছিল বেআইনি। অস্ত্র নিয়ে মিছিল করার চেষ্টা হলে সরকার কঠোর পদক্ষেপ করবে। মনে রাখতে হবে বাংলাটা একটু অন্যরকম, বাংলা- বাংলার মতো চলে, বাংলার মানুষ এসব পছন্দ করে না, বাংলার মানুষ শান্তিপ্রিয়, সচেতন নাগরিক। যারা রাজনীতিটা রাজনীতি দিয়ে করতে পারে না, তারা সিবিআই দিয়ে ইডি দিয়ে দাঙ্গা লাগিয়ে, চক্রান্ত করে, দিস ইস দেয়ার গেম প্ল্যান। দাঙ্গা সবসময় কঠোর হস্তে মোকাবিলা হবে, পুজো তেও মানুষ শান্তিতে থাকতে পারবে না? এই পলিটিক্স কেন? রাজনীতিটা রাজনীতি দিয়ে করা ভালো।

আমাদের যেমন জাতীয় উৎসব দুর্গাপুজো, তারপরে আসে লক্ষ্মী পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, হিন্দুস্তানি ভাই বোনেদের ছট পুজো আসে। দুর্গাপুজো হচ্ছে আনন্দের উৎসব। দশমীর দিন, ২তারিখ, ৩তারিখ, ৪তারিখ ও বিসর্জন হবে- আর তার মধ্যে আমাদের পুজা কার্নিভাল আছে ৩ তারিখে রেড রোডে।

আগামী কালই বিশ্বকর্মা পুজো, আর তার ১ দিন পর মহালয়া। ১৮তারিখ থেকে আমারও পুজো উদ্বোধন শুরু হচ্ছে। আমি সকলকে অনুরোধ করব শান্তিপূর্ণ ভাবে পুজো কাটান এবং ‘সর্বধর্ম সমন্বয়’ রামকৃষ্ণ পরমহংসদেব যে কথা বলে গিয়েছেন, স্বামী বিবেকানন্দ যে কথা বলে গিয়েছেন, আমরা তাঁদের সকলকে মর্যাদা দিয়ে আমরা সবাই সবার মতো করে এই পুজো পালন করব, আমরা যেন কোনও প্ররোচনায় পা না দিই। মিথ্যা প্রচার করে নয়, কুৎসা নয়, আমাদের উৎসবের দিনগুলো যাতে ভালো করে কাটে,
সকলকে শারদ শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি।”

 

 

Bengal to spend Rs 12,180 cr more on infra push: Bengal CM

In a major push to infrastructure development in Bengal, the Trinamool Congress Government has decided to spend Rs 12,180 crore in addition to the Rs 20,155 crore allocated in this year’s budget for the purpose.

This was stated by Chief Minister Mamata Banerjee at a media interaction at the state secretariat, Nabanna yesterday. The amount, she said, would be spent for the construction of roads, bridges, flyovers, water and electrification projects, and warehouses for the storage of foodgrains in the next two to three years. A committee has been formed under the chief secretary for monitoring them.

As many as 12 flyovers will be built along with a complete overhaul of the power distribution system, bridges, flyovers and various other projects. She further said that the government had sent a proposal to the Railway Ministry for a bullet train linking Andal to Kolkata.

The government is allocating Rs 6,195 crore extra to the State Public Works Department (PWD) and an additional Rs 2,862 crore to the Urban Development and Municipal Affairs Department. Rs 850 crore will be given to West Bengal Warehouse Corporation for constructing warehouses to store foodgrain.

The projects that will be taken up by the PWD include four-laning of the Kalyani Expressway and Belgharia Expressway connectivity, Bankura-Durgapur Road and Kolkata-Basanti Road up to Ghatakpukur, and flyovers at Manicktala crossing along AJC Bose Road, over Ganesh Chandra Avenue, at New Market towards MG Road crossing and from Tartala to Jadavpur Phanri via Prince Anwar Shah Road.

Work to be undertaken by the Urban Development Department includes the construction of a giant wheel at the riverside Millenium Park in Kolkata, and trans-municipal water supply schemes for Dankuni, Uttarpara, Konnagar, Rishra, Sreerampore and Baidyabati.

In the power sector, the government is allocating as much as Rs 2,273 crore, including for three units of the Kolaghat Thermal Power Station, which will be renovated and modernised along with two units of Sagardighi and Kolaghat (Unit 1).

Bengal is developing Andal Airport in Durgapur to take a part of the load off the airport in Kolkata. The Chief Minister said that the State Government had sent a proposal to the Centre for a bullet train connecting Andal with the city. A passenger from the Andal airport can commute within 45 minutes to the city by a bullet train.

She maintained that Bengal has been marching ahead despite financial constraints. She said that development cannot take place without infrastructure. Once these projects are complete, Bengal will attain the golden era, she added.

 

Source: Millennium Post

 

 

পরিকাঠামো উন্নয়নে আরও ১২,১৮০ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার

 

রাজ্যে পরিকাঠামো উন্নয়নের ওপর আরও জোর দিতে অতিরিক্ত ১২ হাজার কোটি টাকা বরাদ্দ করল সরকার। শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠক করে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ২০১৭-১৮ অর্থবর্ষে পরিকাঠামো উন্নয়নে আরও ১২,১৮০ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার।
এদিন মুখ্যমন্ত্রী জানান, অন্ডাল বিমানবন্দর থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত বুলেট ট্রেন চালু করার জন্য রাজ্য সরকার একটি প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠিয়েছে। তিনি বলেন, “রাজ্যে পরিকাঠামো বাড়লে বিনিয়োগ বাড়বে। গত ছ’‌বছরে বাংলা অনেক এগিয়ে গেছে। ভারত সেরা থেকে বিশ্ব সেরা হয়েছে। আর্থিক সমস্যা রয়েছে। তবু রাজ্য জুড়ে খাদ্য, বিদ্যুৎ, রাস্তাঘাট, পানীয় জল–সহ সবক্ষেত্রেই আরও উন্নত পরিকাঠামো গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী তিন বছরে এই প্রকল্পগুলি শেষ হয়ে গেলে বাংলায় স্বর্ণযুগ আসবে”।
সড়ক প্রকল্পে উন্নয়ন:

মিলেনিয়াম পার্কে কলকাতা আই প্রকল্পের জন্য ২৯০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া ইএম বাইপাস থেকে নিউ টাউন পর্যন্ত এলিভেটেড ক‌রিডর,গড়িয়াহাট রোড দক্ষিণে উড়ালপুল, কল্যাণী এক্সপ্রেসওয়ের ৪২ কিলোমিটার এবং বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সংযোগকারী চার কিলোমিটার রাস্তা চার লেন, কলকাতা–বাসন্তী রোডের ঘটকপুকুর পর্যন্ত ২৫ কিলোমিটার রাস্তা চার লেন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
নতুন ফ্লাইওভারঃ

  • তারাতলা থেকে টালিগঞ্জ ও আনোয়ার শাহ রোড হয়ে যাদবপুর ফাঁড়ি পর্যন্ত ফ্লাইওভার – প্রকল্পে খরচ ২৭০ কোটি টাকা
  • সুকান্ত সেতু থেকে সেলিমপুর পর্যন্ত ফ্লাইওভার – প্রকল্পে খরচ ২৪৮ কোটি টাকা
  • শিয়ালদহ ব্রিজ থেকে স্টেশন পর্যন্ত ফ্লাইওভার- প্রকল্পে খরচ ২১ কোটি টাকা
  • সেক্টর ফাইভ কলেজ মোড় থেকে রাজারহাট পর্যন্ত ফ্লাইওভার- প্রকল্পে খরচ ৬৮ কোটি টাকা
  • মানিকতলা ক্রসিং থেকে এজেসি বোস রোড পর্যন্ত ফ্লাইওভার – প্রকল্পে খরচ ৩৫০ কোটি টাকা
  • গণেশচন্দ্র অ্যাভিনিউ থেেক এমজি রোড পর্যন্ত ফ্লাইওভার- প্রকল্পে খরচ ৩৭৫ কোটি টাকা
  • সৈয়দ আমির আলি অ্যাভিনিউ থেকে মা ফ্লাইওভার পর্যন্ত ফ্লাইওভার
  • ভাগীরথী নদীর ওপর কালনায় সেতু তৈরি। পাচশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে

 

পরিকাঠামোয় অতিরিক্ত বরাদ্দঃ

আগে বরাদ্দ ছিল ২০,১৫৫.৬১ কোটি টাকা। অতিরিক্ত ১২,১৮০ কোটি টাকা বরাদ্দ করা হল।
পানীয় জল প্রকল্পঃ

জলের সমস্যার কথা মাথায় রেখে ১৩৬৮ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। এর ফলে ডানকুনি, উত্তরপাড়া, কোন্নগর, রিষড়া, শ্রীরামপুর, বৈদ্যবাটি,চাপদানি পুরসভা এবং তার সংলগ্ন এলাকায় পানীয় জলের সমস্যা মিটবে।
বিদ্যুৎ:

বিদ্যুতের সমস্যা সমাধান করতে ২২৭৩ কোটি টাকার অতিরিক্ত বাজেট বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পে সাগরদিঘি তিন এবং চার নম্বর ইউনিট, কোলাঘাটের এক নম্বর ইউনিট সংস্কার করা হবে। নিউ টাউনে উন্নত বিদ্যুৎ পরিষেবা দেওয়া হবে।

এছাড়াও বেহালা, বালুরঘাট, কোচবিহার, মালদায় ছোট ছোট বিমানবন্দরগুলি ঢেলে সাজা হচ্ছে। ইতিমধ্যে ২৬টি হেলিপ্যাডও তৈরি করা হয়েছে। খাদ্যশস্য মজুত করতে গুদাম তৈরির জন্য ৮৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সমস্ত প্রকল্প শেষ হলে রাজ্যে সুবর্ণযুগ আসবে। বাড়বে বিনিয়োগ।