Bengal Govt allots Rs 500 cr for the development of the Hills region

The Bengal Government has allotted Rs 500 crore for the development of the Darjeeling and Kalimpong region.

After the 104-day strike in the Hills, this is a huge relief for the people of the region. All developmental work had been suspended due to the strike. Life in general had been crippled. The Darjeeling and Kalimpong district administrations had sent reports about the destruction of government property. Now things have started looking up.

The State Government has decided to start again all types of public like opening of ration shops, supply of drinking water, repair of roads and bridges, restoration of electricity services, etc. Rs 500 crore has been allotted for these activities, which is going to be released in phases. Activities under the 100 Days’ Work Scheme (MGNREGA Scheme) are being re-started.

The Hills region is an integral part of Bengal and the State Government would do everything possible to bring the situation back to normal.

পাহাড়ে উন্নয়নের জন্য রাজ্য সরকারের বরাদ্দ ৫০০ কোটি

পাহাড়ে ১০৪ দিন বন্ধ থাকায় সেখানকার অর্থনীতি একেবারে ভেঙে পড়েছিল। সমস্ত রকম নাগরিক পরিষেবা বন্ধ থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। অনেক সম্পত্তি ধ্বংস হয়ে গিয়েছে।

রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, অবিলম্বে নাগরিক পরিষেবা স্বাভাবিক করার কাজ যেমন – পানীয় জল সরবরাহ, রেশন দোকান খোলা, রাস্তা মেরামত, সেতু রক্ষণাবেক্ষণ, বিদ্যুৎ সরবরাহ প্রভৃতির কাজ শুরু হবে। ফের শুরু করা হবে ১০০ দিনের কাজ। এই কাজের মাধ্যমে পাহাড়ের গরিব মানুষ কাজ পাবেন। তাদের আয় হবে।

পাহাড়ের হাল ফেরানোর জন্য ৫০০ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই টাকা ক্ষেপে ক্ষেপে দেওয়া হবে। প্রতিটি কাজের পর ইউটিলাইজেশন সার্টিফিকেটও (ইউ সি) চাওয়া হয়েছে।

জেলা প্রশাসন থেকে রিপোর্ট পাঠিয়ে বলা হয়েছে, পাহাড় স্বাভাবিক হয়ে উঠছে। পর্যটকরা যেতে শুরু করেছেন। দপ্তরে সরকারি কর্মচারীরা ফিরে এসেছেন। নাগরিক পরিষেবার কাজ স্বাভাবিক করার জন্য জিটিএ কে বলা হয়েছে। তার জন্য প্রয়োজনীয় টাকা স্বরাষ্ট্র দপ্তরের অধীনে পার্বত্য বিষয়ক দপ্তরের তহবিল থেকে দেওয়া হবে।

পাহাড় পশ্চিমবঙ্গের অবিচ্ছেদ্য অঙ্গ। তার উন্নয়নের জন্য রাজ্য সরকার সবরকম সহযোগিতা করবে।

Source: Bartaman

Bengal Govt gears up to celebrate World Food Day

The State Government is going to celebrate World Food Day today. A function to commemorate the event will be held at 11 AM.

From the day she assumed the chair of Chief Minister, Mamata Banerjee has worked towards ensuring food for all. The Food and Supplies Department is working towards fulfilling her dream.

• The Govt has procured record quantity of paddy this year. 39.52 lakh metric tonnes of paddy have been procured from 6.29 lakh farmers at minimum support price.

• Chief Minister Mamata Banerjee initiated the Khadya Sathi food security scheme to provide rice and wheat at Rs 2 per kg to around seven crore people, which is almost 90 per cent of the state’s population, including special packages for the people of Jangalmahal and the Hills, the Cyclone Aaila-affected, the farmers of Singur, workers and non-workers of closed tea gardens, the tribals of Totopara in Alipurduar district, and destitute and homeless people.

• Allocation of foodgrains under PDS has been increased manifold during the last six years

• Special drive in association with the Health and Family Welfare Department to provide free-of-cost nutritional support ( package of 5 kg rice, 2.5 kg wheat, 1 kg masoor dal and 1 kg Bengal gram per month per month ) to approximately 4,000 severely acute malnourished children and their mothers per annum

• Storage capacity of grains distributed through PDS enhanced from 62,000 metric tonnes (MT) to 6 lakh MT

• Special food packages are distributed during festive season (Eid, Durga Puja, Kali Puja, Chhat) to cater to the needs of the people.

The Bengal Government is committed to ensure that every citizen of the State has access to food.

 

আজ বিশ্ব খাদ্য দিবস পালন করা হল রাজ্যে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও খাদ্য ও সরবরাহ দপ্তরের উদ্যোগে আজ বেলা ১১টায় ‘বিশ্ব খাদ্য দিবস’ পালন করা হল।

মাননীয়া মুখ্যমন্ত্রীর আহ্বান ‘সকলের জন্য খাদ্য’। তাঁর এই আহ্বান কার্যকর করার লক্ষ্যে খাদ্য ও সরবরাহ দপ্তর কাজ করে চলেছে।

• চলতি বছরে রেকর্ড পরিমাণ ধান সংগ্রহ করেছে রাজ্য সরকার। চলতি বছরে ৬ লক্ষ ২৯ হাজার কৃষকদের থেকে ন্যূনতম সহায়ক মুল্যে ৩৯ লক্ষ ৫২ হাজার মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে।

• গত ছয় বছরে রাজ্যের খাদ্য শস্য মজুত ভাণ্ডারের রাখার ক্ষমতা ১০ গুণ বৃদ্ধি করা হয়েছে।যার ফলে বর্তমানে রাজ্যে খাদ্য মজুত ভাণ্ডারের পরিমাণ ৬ লক্ষ ১০ হাজার মেট্রিক টন। বর্তমানে আরও ৩ লক্ষ ৫০ হাজার মেট্রিক টন বাড়ানোর কাজ চলছে।

• চা বাগানের ৮ লক্ষ ওয়ার্কার, নন-ওয়ার্কার রয়েছেন। প্রতি মাসে সেই সমস্ত পরিবার ৩৫ কিলো করে খাবার পান।

• রাজ্য সরকারের তৎপরতায় পাহাড়ে ৮ লক্ষ ৭৫ হাজার মানুষকে রেশন ব্যবস্থায় আনা হয়েছে। প্রত্যেকে ১১ কেজি করে খাবার পাচ্ছেন।

• খাদ্য ও সরবরাহ দপ্তর রাজ্যের প্রায় ৮ কোটি ৩৪ লক্ষ অর্থাৎ ৯১ শতাংশ মানুষকে গণবণ্টন প্রক্রিয়ার মাধ্যমে খাদ্যসাথী প্রকল্পের আওতার মধ্যে এনেছে। এই ৯১ শতাংশ মানুষের মধ্যে আছেন জঙ্গলমহল এলাকাবাসী, সিঙ্গুরের অনিচ্ছুক কৃষক পরিবার, আয়লায় ক্ষতিগ্রস্ত পরিবার, বন্ধ চা বাগানের শ্রমিক ও তাঁদের পরিবার এবং পার্বত্য অঞ্চলের বসবাসকারী জনসাধারণ।

• এছাড়াও গম, চিনি, কেরোসিন তেল ও উৎসব মরশুমে (ঈদ, রমজান, দুর্গোৎসব, কালীপুজো, ছট) ভোজ্য তেল, ছোলা, ময়দা, চিনি সরবরাহ করা হয়।

সারা রাজ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সহযোগিতায় অপুষ্ট শিশু ও তাঁদের মায়েদের ৫ কিলোগ্রাম চাল, ১ কিলোগ্রাম মসুর ডাল, ২.৫ কিলোগ্রাম গম বা পুষ্টিযুক্ত আটা এবং ১ কিলোগ্রাম ছোলা বিতরণ করা হচ্ছে।

Source:- West Bengal Food & Supply Department News Paper Advertisement

Now you can order fish online and through SMS

The State Fisheries Development Corporation (SFDC), under the Bengal Fisheries Department, has started the facility of ordering fish online and through SMS. From rohu to catla to bata to all the favourite fishes of Bengalis, are now available from the comfort of one’s home.

The fishes are delivered the day after being ordered. They are delivered on motorbikes, fitted with freezer units to keep the fishes fresh.

Since the fish are procured directly from the fishery cooperatives under the Fisheries Department, they are available at a price cheaper that in the markets. For now, the service is available in Salt Lake and New Town.

Source: Ei Samay

 

এবার এসএমএসের মাধ্যমে এবং অনলাইনে মাছের অর্ডার দেওয়া যাবে

রাজ্য সরকারের উদ্যোগে রাজ্য মৎস্য দপ্তর এবার জনগণের জন্য আনল এক বিশেষ পরিষেবা। এবার এসএমএসের মাধ্যমে অনলাইনে মাছের অর্ডার দিতে পারবে যে কেউ। রুই, কাতলা বা বাটা মাছ সবই মিলবে অনলাইনে।

যেদিন অর্ডার দেওয়া হবে তার পরের দিনই মাছ পৌঁছে দেওয়া হবে ফ্রিজযুক্ত মোটরসাইকেলে করে।

যেহেতু এই মাছগুলি মৎস্য দপ্তরের অন্তর্গত মৎস্য সমবায়গুলি থেকে পাওয়া যায়, বাজারের থেকে এই মাছের দাম কম হবে। এই মুহুর্তে এই পরিষেবা সল্টলেক ও নিউটাউনে শুরু করা হয়েছে।

Bengal setting up ‘Common Production Centre’ for nolen gur

The West Bengal Khadi & Village Industries Board (WBKVIB) is constructing a ‘Common Production Centre’ for machine-making nolen gur, which are sold in tubes.

The manufacturing centre is coming up in Majdia in Nadia distirct. Till now, the gur for selling in tubes was made by hand, in the traditional way. Now, to increase the amount of gur being produced, automation is being introduced. This would also result in employment.

Two years back, WBKVIB had introduced an all-time favourite item of Bengalis’ – nolen gur – in tubes, like toothpaste tubes. The tubed gur is easy to use and store, and for this reason has become very popular.

WBKVIB falls under the administrative control of the Micro and Small Scale Enterprises (MSME) and Textiles Department of the Bengal Government.

Another good news for those buying the nolen gur tubes is that recently, the Indian Institute of Packaging (IIP) has increased the expiry period of the tubed gur from 120 days to 180 days, that is, from four months to six months.

 

Source: Khabar 365 Din

Image source: news18.com

 

নলেন গুড়ের ‘কমন প্রোডাকশন সেন্টার’ গড়ছে রাজ্য 

পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামোদ্যোগ বোর্ড একটি নলেন গুড়ের ‘কমন প্রোডাকশন সেন্টার’ গড়ছে যেখানে যন্ত্রের মাধ্যমে নলেন গুড় তৈরি হবে, যেগুলি টিউবে করে বিক্রি হবে।

এটি তৈরি হচ্ছে নদীয়া জেলার মাজদিয়ায়। এখনও পর্যন্ত যে নলেন গুড় টিউবে বিক্রি হয়, তা হাতে তৈরি হত। এখন উৎপাদন বাড়াতে নেওয়া হবে যন্ত্রের সাহায্য। এর ফলে বাড়বে কর্মসংস্থান।

দু’বছর আগে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামোদ্যোগ বোর্ড প্রথম বাজারে আনে টিউবের মাধ্যমে নলেন গুড়। যেহেতু এই গুড় সংরক্ষণ ও ব্যবহার করা খুব সহজ, তাই দুবছরেই এটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে।

পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামোদ্যোগ বোর্ডকে প্রশাসনিক ভাবে নিয়ন্ত্রণ করে ক্ষুদ্র ও কুটির শিল্প ও বস্ত্র দপ্তর।

আরও সুখবর হল এই যে, সম্প্রতি ইন্ডিয়ান স্কুল অফ প্যাকেজিং এই গুড়ের মেয়াদ ১২০ দিন থেকে বাড়িয়ে করেছে ১৮০ দিন।

 

Now, take selfies with a tiger in Digha

Taking selfies is the craze now, and few experiences can better that of taking a selfie with a royal Bengal tiger. Well, not a live one, but so what? The Sundarbans Walkthrough Diorama at the Marine Aquarium and Regional Centre (MARC) in Digha in Purba Medinipur district gives you that opportunity now.

A diorama is a model representing a scene with three-dimensional figures, either in miniature or as a large-scale museum exhibit.

The diorama at MARC is a large-scale exhibit imitating the floral and faunal architecture of the Sundarbans. The soil is just like the soft soil of the Sundarbans. Besides life-size models of tigers, crocodiles and other animals, the life of fishermen of the region has also been depicted.

Entering the diorama would give one the impression that one has come to the Sundarbans. This is as real an experience as a model could give.

Since the Trinamool Congress came to power in 2011, Chief Minister Mamata Banerjee has taken a lot of initiatives to make Digha into a world-class resort. Over the last six years, various parks, roads, walkways, etc. have been built. Tourists now have access to a lot of amenities. Biswa Bangla Park has become a tourist hot spot. A coast-hugging highway, named ‘Saikat Sarani’ by Mamata Banerjee, stretches from Digha right through to Udaypur, which has become very popular with tourists. A lot of trees have been planted. A helicopter service has been introduced too, connecting Digha to Kolkata.
Source: Khabar 365 Din

Image source: zsi.gov.in

দিঘার নয়া আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে সেলফি

নিজের মোবাইলে সেলফি তোলার মজাই আলাদা। তার ওপর সেই সেলফি যদি রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে হয়, তাহলে তো কথাই নেই। জীবনের ঝুঁকি ছাড়াই দিঘায় সমুদ্রস্নানে এসে সেই সুযোগ নিতে পারবেন পর্যটকেরা। শুধু রয়্যাল বেঙ্গল টাইগার নয়, সুন্দরবনের কুমির কিংবা তিমি মাছের সঙ্গে সেলফি তুলেও হোয়াটস অ্যাপ বা ফেসবুকের ডিপি দিতে পারবেন পর্যটকেরা। তার জন্য দিঘার মেরিন অ্যাকুয়ারিয়ামে একবার আসতেই হবে।

২০১১ সালে রাজ্যে ক্ষমতা বদলের পর রাজ্য সরকার দিঘা, মন্দারমনি সহ পূর্ব মেদিনীপুর জেলার সবকটা সমুদ্র সৈকত নগরীর পরিকাঠামো উন্নয়নের সঙ্গে সঙ্গে পর্যটকদের আকর্ষণ বাড়াতে একের পর এক রূপদান করে চলেছে। যোগাযোগ পরিষেবার মান বাড়াতে সড়ক ও রেলপথের পাশাপাশি আকাশ পথে হেলিকপ্টারে রাজ্যের রাজধানী কলকাতার সঙ্গে দিঘাকে যুক্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এবার নয়া আকর্ষণ- সুন্দরবন ওয়াকথ্রু ডায়রামা প্রকল্পে মিউজিয়ামের একটা অংশকে সুন্দরবনের পরিবেশের মতো সাজিয়ে তোলা হয়েছে। এই এলাকার মাটি একেবারে সুন্দরবনের এলাকার মাটির মতো তৈরি করা হয়েছে। তার মধ্যে মডেলের মাধ্যমে মৎস্যজীবীদের জীবনযাত্রা, রয়্যাল বেঙ্গল টাইগার, কুমির প্রভৃতি সুন্দরবনের জীবজন্তু তুলে আনা হয়েছে।

এই এলাকায় ঢুকে পড়লে যে কোনও মানুষের মনে হবে তাঁরা সুন্দরবনের কোনও এলাকায় ঢুকে পড়েছেন। ফলে সমুদ্রের আনন্দ নিতে এসে পর্যটকেরা কৃত্রিম ভাবে হলেও সুন্দরবন ঘুরে দেখার স্বাদ নিতে পারবেন।

 

Bengal Govt taking steps to create awareness about patachitra

The Bengal Government has been taking a lot of steps to help the traditional patachitra artistes of Bengal.

Patachitra is a form of art which presents paintings on scrolls or flat canvases depicting mythological tales or narrating current events. A unique aspect of this art form is that it is not just that the paintings are presented, but the artiste also sings songs to describe the events depicted. Patachitra artistes have been traditional fares at fairs across rural Bengal for centuries.

The State Government has also been educating the artistes about the need to make their art form hum in tune with the times.

Artistes are now making patachitra paintings on various articles of clothing, like on shirts, kurtas, dhotis, sarees, hand fans and even on umbrellas. Some sarees may have the full story of the Ramayana or just aspects of it or indigenous folk tales, like the story about a marriage of fishes.

According to an artiste, the State Government has been doing a lot to spread awareness about the art form across the country. He said that because of the opportunities being provided, he has been able to go to three states to sell his creations. He also raised another important point about the preservation of the art form – that the songs which the artistes sing while presenting their paintings also needs to be preserved; this is the way to comprehensively preserve the art form.

The government has also been sending delegations of patachitra artistes to various exhibitions and fairs in other countries.
Source: 365 Din

Image source: biswabangla.in

 

সরকারের উদ্য্যগে পটশিল্পকে বাঁচানোর চেষ্টা

দেশের অন্যতম প্রাচীন শিল্প হচ্ছে ‘পটশিল্প ‘যা এখন প্রায় বিলুপ্তির পথে।দেশের অন্যতম প্রাচীন শিল্পকে নিয়ে বিদেশের মাটিতে প্রচার চালাচ্ছে রাজ্য সরকার। এই শিল্পকে জিইয়ে রাখতে বিভিন্ন ধরনের মেলায় মেলায় ঘুরে বেড়ান এই পটশিল্পীরা। নতুন প্রজন্মের কাছে আরও আকর্ষণীয় করতে নতুন মোড়কে ,নতুন চমকে পটশিল্পকে তুলে ধরা হয়েছে। তাই ব্যবহারের সামগ্রীর ওপর এই পটচিত্র তৈরি করা হচ্ছে।

আজকের প্রজন্মের মধ্যে এই শিল্পকে ছড়িয়ে দিতে শার্ট ,কুর্তা ,কুর্তি ,শাড়ি,হাতপাখা ও সর্বোপরি ছাতাতেও পটশিল্পের চল শুরু হয়েছে। কোনও শাড়ির মধ্যে পুরো রামায়ণের কাহিনি ,কখনও বা মাছের বিয়ের কাহিনি তুলে ধরা হয় ছাতার মাধ্যমে।এছাড়াও সীতাহরণ ,রাম রাবনের যুদ্ধ ,রামের বনবাসের কাহিনি তুলে ধরা হয় এই পটভূমিতে।

এক চিত্রকার বলেন ,’পটশিল্পকে বাঁচিয়ে রাখার জন্য রাজ্য সরকার অনেক কিছু করেছে। আমি নিজে এখন ভিনরাজ্য গিয়ে গান গেয়ে পট তৈরি করে বিক্রি করার সুযোগ পেয়েছি। তবে প্রত্যেক পটের আলাদা আলাদা কাহিনি রয়েছে। যা তৎকালীন ও বর্তমান সমাজের ওপর ভিত্তি করে তৈরি হয়। শুধুমাত্র ছবি আঁকলেই হয় না ,পটের গানকেও বাঁচাতে হবে ,তবেই এই পটসঙ্গীত বেঁচে থাকবে’।

 

Bengal Govt organises fish festival on the occasion of U-17 World Cup

Football fever is peaking in Bengal, what with the FIFA Under-17 World Cup being organised in Kolkata, which is one of the six venues across India, and also the venue for the final. Along with football, fish is another favourite of Bengalis.

Giving occasion to celebrate the combination of favourites – football and fish – the West Bengal Fisheries Development Corporation (WBFDC) is organising a fish festival across all its restaurants in Kolkata. The festival has been named after Gostho Paul, the first Bengali football icon of the country.

According to an official of WBFDC, the World Cup special menu has been named Football Fever and will be available from October 8 to 28 at select stalls, including the restaurants at Nalban, Eco Park, the State Secretariat, Nabanna and other places. It is priced at Rs 399 per plate.

The Football Fever thali (platter) comprises special jeera rice, googlie (a kind of pond snail) dribble, cooked in the style of fish kabiraji, googlie chop, crab crossbar, prawn malaikari and another prawn preparation named after football, Venmai penalty, which is prawn cooked with parsley leaves and lemon. Another dish, a variation of a Middle Eastern preparation, is also available and is called Ombuck Mustard Kick. To round it off, a dessert in the form of a sandesh named after the apex world football body, FIFA, has been added.

 

অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ উপলক্ষে মৎস্য উৎসবের সূচনা রাজ্য সরকারের

ভারতের আর ৬টি শহরের মত কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফুটবল। কলকাতায় অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল, তৃতীয় স্থান ও ফাইনালের মতো উল্লেখযোগ্য খেলা। তাই, ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে এই শহরে এখন টান টান উত্তেজনা।

ফুটবলের মত বাঙালির আরেক প্রিয় জিনিস হল মাছ। বিশ্বকাপকে মাথায় রেখে রাজ্য সরকারের মৎস্য দপ্তর আয়োজন করেছে মৎস্য উৎসবের। মৎস্য দপ্তর রাজ্যে তাদের সব রেস্তোরাঁগুলোতে এই উৎসবের আয়োজন করেছে। এই উৎসবের নাম রাখা হয়েছে ভারতের প্রথম বাঙালী ফুটবলের প্রাণপুরুষ গোষ্ঠ পালের নামে।

বিশ্বকাপের জন্য যে স্পেশ্যাল মেনু করা হয়েছে, তার নাম রাখা হয়েছে ‘ফুটবল ফিভার’। এই মেনুর খাবার পাওয়া যাবে অক্টোবরের ২৮ তারিখ পর্যন্ত। এই রেস্তরাঁগুলো আছে নলবনে, ইকো পার্ক, স্টেট সেক্রেটারিয়েট, নবান্নে ও অন্যান্য স্থানে। এই স্পেশ্যাল মেনুর খাবারের দাম রাখা হয়েছে ৩৯৯ টাকা প্রতি প্লেট।

এই স্পেশ্যাল থালিতে থাকছে, জিরা রাইস, ফিস কবিরাজির আদলে রান্না করা গুগলি, গুগলির চপ, কাঁকড়ার একটি পদ, চিংড়ির মালাইকারি, আরেকটি চিংড়ির পদ যার নাম ফুটবলের নামে রাখা হয়েছে, ভেনমাই পেনাল্টি।

আরেকটি মধ্যপ্রাচ্যের থালি তৈরি করা হয়েছে, নাম দেওয়া হয়েছে ওম্বাক মাস্তার্ড কিক। এই দুটি থালির শেষেই থাকবে একটি বিশেষ ধরনের সন্দেশ, যার নাম রাখা হয়েছে, ফিফা।

Source: The Statesman

Water pouches for spectators at World Cup matches

The Bengal Government has arranged for water pouches free of cost for the spectators going to the Vivekananda Yuva Bharati Krirangan (VYBK) to watch the FIFA Under-17 World Cup matches. The pouches are available at ‘May I Help You’ kiosks inside the stadium.

Another measure taken by the government for the ease of spectators is allowing them to carry raincoats, since there is prediction of rain during the duration of the tournament.

These measures are among the many which have made the World Cup a much pleasurable experience for all concerned.

 

যুবভারতীতে দর্শকদের জলের পাউচ দেবে রাজ্য

ফিফা অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে বিনা পয়সায় জলের পাউচ বিলি করবে রাজ্য সরকার। স্টেডিয়ামের ভিতরে ‘মে আই হেল্প ইউ’ কিয়স্ক থেকে সেই পাউচ সংগ্রহ তৈরি করতে পারবেন খেলা দেখতে আসা দর্শকরা।

খেলার দিনগুলিতে বৃষ্টির পূর্বাভাষ থাকায় ম্যাচ দেখতে আসা দর্শকদের যাতে কোনওরকম অসুবিধা না হয়, সেই দিকে তাকিয়ে মাঠে বর্ষাতি নিয়ে প্রবেশ করার ছাড়পত্র মিলছে দর্শকদের।

 

Source: Sangbad Pratidin

 

Do not panic or spread rumours about dengue: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee held a meeting at the State secretariat, Nabanna today to take stock of the State’s preparedness to combat dengue and other diseases which have been occurring recently.

After the meeting she held a press conference, where she asked the district authorities as well as the people to be alert. She said that at the meeting she came to know that in Deganga only one person had died due to dengue. But news reports give the impression that there has been a death parade, and people are running away from their homes.

“If there is an outbreak of a disease, it is our duty to take preventive measures. But one should not spread canards. Spreading rumours is a crime,” the CM added.

The Chief Minister also shared statistics on deaths due to dengue in various States in the last few months:

  • In Gujarat 430 people died due to swine flu
  • In Tamil Nadu 642 people died due to swine flu and 40 died due to dengue
  • In Maharashtra, 437 people died due to swine flu
  • In Kerala, 36 people have died due to dengue.
  • In Lucknow, 141 people and in Delhi, 21 people have died due to dengue.
  • In Bengal, 14 people have died due to dengue in recent times and during the last seven to eight months, 30 people in all have died due to dengue.

 

She also said that two people in Bidhannagar died due to dengue. However, she clarified that these incidents took place in areas where construction for the metro railway is going on, and where a lot of garbage had accumulated. The areas are under the control of Central Government and they are not allowing the local bodies to clean them.

The CM reiterated, “We organised this meeting today because even one death is something to take note of. Our duty is to ensure that people do not get scared, that they get access to proper treatment.”

 

 

ডেঙ্গু নিয়ে অপপ্রচার করে মানুষকে ভয় দেখাবেন নাঃ মমতা বন্দ্যোপাধ্যায়

আজ নবান্নে ডেঙ্গু ও অজানা জ্বরের মোকাবিলা করার জন্য একটি পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষকে সতর্ক থাকার, নিজেদের যত্ন নেওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,অপপ্রচার করা হচ্ছে, মানুষকে ভয় দেখানো হচ্ছে।

তিনি আরও বলেন, “মিটিং করতে গিয়ে দেখলাম সংবাদমাধ্যমের একাংশ বলছে দেগঙ্গায় মৃত্যুর মিছিল শুরু হয়েছে। মানুষ নাকি ঘর ছেড়ে চলে যাচ্ছে। রোগ হলে তা প্রতিকার করা আমাদের দায়িত্ব কিন্তু অপপ্রচার করে মানুষকে ভয় দেখানো ঠিক নয়। গুজব ছড়াবেন না। এটা একটা অপরাধ।”

গত কয়েক মাসের পরিসংখ্যান দিয়ে মুখ্যমন্ত্রী বলেন:

  • গুজরাতে ৪৩০ জন সোয়াইন ফ্লু-তে মারা গেছে
  • তামিলনাড়ু তে ৬৪২ জন সোয়াইন ফ্লু তে ও ৪০ জন ডেঙ্গুতে মারা গেছে,
  • মহারাষ্ট্রে ৪৩৭ জন মারা গেছে সোয়াইন ফ্লু-তে
  • কেরালায় ৩৬ জন মারা গেছে ডেঙ্গুতে
  • লখনৌ তে ১৪১ জন মারা গেছেন ডেঙ্গুতে
  • দিল্লিতে ২১ জন মারা গেছেন ডেঙ্গুতে
  • বাংলায় সম্প্রতি ১৪ জন এবং গত ৭-৮ মাসে মোট ৩০ জন মারা গেছেন ডেঙ্গুতে

 

তিনি আরও বলেন, “বিধাননগরে ২ জন ডেঙ্গুতে মারা গেছেন কারণ ওখানে মেট্রোর কাজ হচ্ছে, ময়লা জমা হচ্ছে। ওই এলাকা কেন্দ্রীয় সরকারের আওতায়, ওরা পরিষ্কার করতে দেয় না।”

মুখ্যমন্ত্রী আবারও বলেন, “একজনের মৃত্যুটাও খারাপ, তাই আমাদের এই পর্যালোচনা বৈঠক। মানুষ যাতে ভয় না পায়, সঠিক চিকিৎসা পায় সেদিকে নজর দেওয়াই আমাদের কর্তব্য।”

Jhargram will have a university soon: Bengal CM

Bengal Chief Minister inaugurated a slew of developmental projects at a public meeting in Jhargram today. She also laid the foundation stones for numerous projects and distributed benefits of various government schemes.

The CM announced that from students can pursue education in Ol-Chiki medium till graduation. She also said a university will be set up in Jhargram district. She also thanked everyone for maintaining peace and harmony during the festive season.

 

Highlights of the CM’s speech:

  • Jhargram is a new district. We have fulfilled a long-standing demand of the people. We are taking every measure possible for the development of this region.
  • Three multi-super-speciality hospitals have been formed in Jhargram, Gopiballavpur and Nayagram.
  • A nursing centre has also been opened along with a unit for children.
  • Three colleges have been set up. We have set up three it is at Binpur I, Binpur II and Nayagram blocks. Foundation stones have been laid for three more ITIs.
  • Our actions speak louder than words.
  • There was a time when fear ruled in this region because of the Maoists. In my tenure as Chief Minister, I I have come to Jangalmahal many times and restored peace.
  • Girls and youths have been empowered. Youths are taking interest in sports. We have started the Jangalmahal Cup; we are encouraging many cultural events in the region.
  • We are empowering folk artistes; we are giving them all cooperation. Our Lok Prasar Prakalpa covers 1.84 lakh folk artistes.
  • We celebrate Tusu Utsav and Karam Puja with equal fervour, like other festivals.
  • Now you can take the West Bengal Civil Service (WBCS) examination in Santhali language.
  • Textbooks in Ol Chiki script are available till class X. From now, we will allow Ol-Chiki to be the medium of instruction till graduation. In the future, a university would be opened where the medium of instruction will be Ol Chiki.
  • We will set up a university in Jhargram district soon.
  • We give loans worth Rs 20 lakh to students to pursue higher education in foreign countries.
  • We have initiated the Kanyashree Scheme which has empowered 41 lakh girls. My best wishes to all girl children on the occasion of International Day of the Girl Child.
  • Under Sabuj Sathi Scheme, 70 lakh bicycles will be distributed by the end of this year.
  • Among other schemes for the young, we have Yuvashree, Sabujshree and Chishyshree.
  • People receive the benefits of various schemes of our government are irrespective caste, creed and religion.
  • 60 lakh families have received direct benefits today. In this district, 90 per cent people have received some form of direct benefit from the government.
  • We have also hiked the remuneration for ICDS health workers even though the Centre had stopped funds for this scheme.
  • We have secured jobs for even contractual workers and have included them in the health insurance scheme, Swasthya Sathi.
  • I had conducted a ‘Janasanjog Yatra’ from Belpahari in 1993. I had seen people so poor that they ate insect eggs. After coming to power, we started giving rice at Rs 2 per kg to people.
  • Students in primary schools receive school uniforms, textbooks, exercise books, shoes and school bags for free.
  • We have the Sabujshree Scheme for newborn babies and on the other, Baitarani Scheme for conducting the last rites/burials of the deceased.
  • We are doing everything possible despite our heavy debt burden. Still some people engage in slander and conspiracies.
  • Where were they when people were afraid to even step out of their homes? Where were they when people didn’t have food to eat?
  • Constructive criticism is welcome, not negativity and slander.
  • Peace has been restored in the Hills. We won’t tolerate attempts to stoke up violence.
  • Students are our assets for the future. We must bring Adivasis to the mainstream. They have a role to play in getting Bengal back its glory, in making Bengal famous all over the world.
  • The administration must focus on reaching out to people. Listen to them and take their feedback, and serve them well.
  • I was always with you. I am with you. And I will continue to be on your side.

 

 

ঝাড়গ্রামে নতুন বিশ্ববিদ্যালয় হবেঃ মমতা বন্দ্যোপাধ্যায়

 

নতুন জেলা ঝাড়গ্রাম সফরের দ্বিতীয় দিনে আজ এক জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রামের রাজ কলেজ মাঠের এই জনসভা থেকে নানা প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন তিনি।

মুখ্যমন্ত্রী আজ সবুজ সাথী সাইকেল প্রদানও করেন। এছাড়াও, কন্যাশ্রী, যুবশ্রী, বাংলার আবাস যোজনা, লোকপ্রসার সহ আরও অনেক পরিষেবা প্রদান করবেন।

 

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশঃ-

  • ঝাড়গ্রাম নতুন জেলা হয়েছে এপ্রিল মাসে, মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই জেলা।
  • এখানে হাসপাতাল, আই টি আই, ৩ টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে,লালগড়ে নার্সিং সেন্টার, ৩ টি নতুন কলেজ তৈরি হয়েছে, ঝাড়গ্রাম রাজ মহিলা কলেজে পড়াশুনা শুরু হয়েছে। আজ প্রায় ৪৫০-৫০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করা হল।আমাদের সরকার কথা কম বলে কাজ করে বেশি।
  • আগে মানুষ জঙ্গলমহলে আসতে ভয় পেত, আমি নিজে আসতে চাইলে প্রশাসন থেকে বারণ করা হত। বলা হত মাওবাদিরা আছে মেরে ফেলবে।বিপদের দিনে যখন এখানে কেউ ছিল না তখন আমি এখানে বারবার এসেছি।
  • আমরা বলেছিলাম, আমাদের সরকার এলে আমরা শান্তি ফেরাব, আজ ঝাড়গ্রামে শান্তি ফিরে এসেছে। আজ ছাত্র ছাত্রীরা পড়াশোনা করে খেলাধুলো করে, নিরাপদে ঘুরে বেড়াতে পারে। আমরা জঙ্গলমহল কাপ শুরু করেছি। আদিবাসীদের জন্য এখন বিভিন্ন অনুষ্ঠান হয়।
  • আমরা টুসু, ভাদু, করম সব উৎসবই পালন করি। আদিবাসীদের আমরা পেনশন দিই যা আর কোন রাজ্যে দেওয়া হয় না। কেন্দু পাতা সংগ্রহকারীরা ৬০ বছর বয়স হলে পেনশন পায়। আদিবাসীদের ধামসা মাদল দেওয়া হয়েছে। সাঁওতালি ভাষায় পড়ানো হচ্ছে,অল চিকি ভাষা স্কুলে পড়ানো হয়। এখন থেকে স্নাতক স্তর পর্যন্ত অল চিকি ভাষাও পড়ানো হবে।
  • অনেকে অনেক কথা বলেছে, কিন্তু কোন কাজ করেনি। শিক্ষাশ্রী, কন্যাশ্রী, সবুজ সাথী, যুবশ্রী প্রকল্প চালু হয়েছে
  • ৭০ লক্ষ সাইকেল দেওয়া হয়ে গেছে বিনামূল্যে।
  • আজ আন্তর্জাতিক শিশুকন্যা দিবস। সব কন্যা সন্তানদের অভিনন্দন জানাচ্ছি তারা আরও এগিয়ে যাক। প্রায় ৬০ হাজার পরিবার আজ বিভিন্ন সুবিধা পাবে, এই জেলার ৯০ ভাগ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিয়েছে এই সরকার।
  • কেন্দ্র আইসিডিএস, আশা’র টাকা বন্ধ করে দিয়েছে। ১৯৯৩ সালে বেলপাহাড়ি থেকে জন সংযোগ যাত্রা করেছিলাম, তখন মানুষের খাবার ছিল না। আমাদের সরকার ক্ষমতায় আসার পর ২ টাকা কিলো চাল দিচ্ছে, বাচ্চা জন্মালে তাকে একটা গাছ দেওয়া হচ্ছে সবুজশ্রী প্রকল্পে।
  • বিনামূল্যে জুতো,ব্যাগ,খাতা, ড্রেস দেওয়া হচ্ছে।সিপিএমের লক্ষ লক্ষ টাকার দেনা শোধ করতে হয় তা সত্ত্বেও আমরা এত কাজ করেছি। লোক শিল্পীদের কাজ দেওয়া হয়, তারা আর্থিক সাহায্য পায়।
  • বৈতরনি প্রকল্পে শেষকৃত্যের জন্য ২০০০ টাকা দেওয়া হচ্ছে, শশ্মান গুলির সংস্কার করা হচ্ছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্প চালু করেছে এই সরকার। আজ মানুষের নুন্যতম প্রয়োজন সরকার মেটাচ্ছে।
  • তা সত্ত্বেও কিছু লোক মিথ্যা বলে, চক্রান্ত করে, কুৎসা করে। যখন মানুষ রাস্তায় বেরোতে পারেনি, মানুষ খেতে পেত না, তখন এনারা কোথায় ছিলেন?
  • গুজরাটে দলিতরা গিয়েছিল নাচ দেখতে তাদের পিটিয়ে মারা হয়েছে।
  • বাংলায় আদিবাসী দলিত ও সংখ্যালঘু সাধারণ মানুষদের আমরা বুকে আগলে রাখি, এখানে কোন ভেদাভেদ নেই।
  • আপনাদের এখানকার শান্তি রক্ষা করতে হবে আমি আপনাদের পাশে থাকব বন্ধু হিসেবে
    পাহাড় ও জঙ্গল মহল সব জায়গায় আমি যাই।
  • দিল্লির উস্কানিতে পাহাড় অশান্ত হয়েছিল, এখন পাহাড় শান্ত।
  • উস্কানি দিয়ে শান্তি নষ্ট করা যাবে না, আমরা তা মেনে নেব না।
  • আমি মনে করি আদিবাসী ছাত্রছাত্রীদের গুরুত্ব দিয়ে দেখা দরকার।
  • কাউকে চরিত্রহীন বলা, বদনাম করা, কুৎসা করা ঠিক নয়।
  • এই বাংলা মাথা নত করে না, মাথা উঁচু করে চলে; আজ সারা বিশ্বে আপনাদের কদর বেড়েছে এটা আমাদের গর্ব।
  • জঙ্গলমহলের ছেলেমেয়েরা সারা পৃথিবীকে এগিয়ে নিয়ে যাবে; সেজন্য শান্তি চাই, অশান্তি নয়।
  • ভারতে একটা নতুন রাজনৈতিক দল এসেছে, গৈরিক পতাকা নিয়ে মানুষে মানুষে ভেদাভেদ করছে, হিন্দু মুসলমান আলাদা করছে। আদিবাসীদের জমি কেড়ে নিচ্ছে ঝাড়খণ্ডে।
  • মানুষের কাছে অনুরোধ কোনরকম সমস্যায় পড়লে প্রশাসন কে জানাবেন, প্রশাসনকে মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে হবে।
  • যারা কাজ করে না তারা শুধু বড় বড় কথা বলে। কাজ করাটাই আমাদের কাজ।
  • সকল পুজো কমিটি সহ বাংলার সকল মানুষকে আমি ধন্যবাদ জানাচ্ছি কারণ তারা শান্তিপূর্ণ ভাবে পুজো ও মহরম পালন করেছে, সকলকে
  • শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা।
  • ঝাড়গ্রামে খুব তাড়াতাড়ি একটি বিশ্ববিদ্যালয় তৈরি করবে রাজ্য সরকার।
  • আমি সব সময় আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকব।