No need to panic: Mamata Banerjee on dengue situation in Bengal

Chief Minister Mamata Banerjee on Monday said that some people were trying to create panic regarding dengue outbreak in the state and asserted that her government was taking adequate measures to combat the situation. She said that so far 40 people have died in the state due to vector-borne diseases.

“There is no need to panic. Some people are trying to create a panic with a vested interest. We are monitoring the situation 24 hours. The government is taking all measures to control the situation and provide relief to the people. Some doctors are also working 24 hours. We have also alerted all municipalities to launch special drive to kill mosquitoes,” Mamata Banerjee said after holding a meeting with state health department officials at state secretariat.

The Chief Minister said that so far 13 dengue deaths have been verified by the state government and examining other potential dengue deaths reports. “So far 13 people have been died due to dengue in government hospitals. These deaths have been verified as dengue deaths. We have also received a report of 20 deaths which were caused by malaria, dengue or swine flu. These deaths occurred in private hospitals and we are yet to verify the reports” she said.

The Chief Minister informed that deaths caused by vector-borne diseases in West Bengal were less compared to other states:

  • Gujarat: 435
  • Maharashtra: 695
  • Rajasthan: 230
  • Uttar Pradesh: 165
  • Madhya Pradesh: 141
  • Kerala: 111
  • Assam: 87
  • Odisha: 83

 

The Chief Minister said that she will not hesitate to take action against municipalities which will be seen not taking measures to combat the dengue outbreak despite receiving funds from the state health department.

“Taking care of the people is my priority. I will not compromise on that. The Opposition is trying to take political mileage out of it. We have to be human first,” she added.

 

 

অকারণে আতঙ্কিত হবেন নাঃ বাংলার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

 

আজ নবান্নে ডেঙ্গু সহ বিভিন্ন অজানা জ্বর নিয়ে পর্যালোচনা বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তাঁর বক্তব্যের কিছু অংশ:

ব্লকে ব্লকে ডেঙ্গু সচেতনতা কর্মসূচী নেওয়া হচ্ছে। দমদম বিধাননগর, ভাঙ্গড় সহ কিছু কিছু জায়গায় বিশেষ নজর দেওয়া হচ্ছে।

আমাদেরও সচেতন হতে হবে। ফুলের টব, বালতি, বাগান – কোথাও জল জমতে দেবেন না । সংবাদমাধ্যমকেও অনুরোধ করব সচেতনতা প্রচার করার।

অকারণে প্যানিক করার কারণ নেই, আবহাওয়া, বৃষ্টিও ডেঙ্গুরর জন্য কিছুটা দায়ী।

ডেঙ্গু চরিত্র বদল করেছে। কোথাও ডেঙ্গু, কোথাও অজানা জ্বর, কোথাও ম্যালেরিয়া, কোথাও সোয়াইন ফ্লু হচ্ছে, আরও রিসার্চ করা দরকার।

স্বাস্থ্য রাজ্যের বিষয়, তারা তাদের সাধ্যমতো চেষ্টা করে। সব রাজ্যে ব্যাপক হারে হচ্ছে এই রোগগুলি, আমরা এর জন্য কাউকে দায়ী করছি না।

  • গুজরাত – ৪৩৫ জন
  • মহারাষ্ট্র – ৬৯৫ জন
  • রাজস্থান – ২৩০ জন
  • উত্তরপ্রদেশ – ১৬৫ জন
  • মধ্যপ্রদেশ – ১৪১ জন
  • কেরালা – ১১১ জন
  • তামিলনাড়ু – ১২০ জন
  • অসম – ৮৭ জন
  • ওড়িশা – ৮৩ জন
  • বাংলা – ১৩ জন (সরকারি) + ২০ জন (বেসরকারি) = ৩৩ জন

 

যেখানে দায়িত্বশীলতার প্রয়োজন সেখানে মানুষকে দায়িত্বশীল হতে হবে। পুরসভা, পঞ্চায়েত, আশা কর্মীরা বাড়ি বাড়ি প্রচার করছে। এটা আমাদের সকলের কাছে priority।

অনেক সময় মানুষ জানে না, কি করতে হয় কি করতে হয় না, তাই বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, এটা পাবলিক সার্ভিস। আমরা ২৪ ঘণ্টা মনিটারিং করছি। একটা মৃত্যুও দুঃখের।

কয়েকটা রাজনৈতিক দলের কোন কাজ নেই, তারা নোংরা রাজনীতি করছে। ওরা কোন কাজ করতে চায় না।

 

Bengal CM attacks Opposition over dengue politics

Bengal Chief Minister Mamata Banerjee today attacked the Opposition on the dengue issue.

She said, “We do not have a control over diseases. We have to remain alert and maintain cleanliness. We must take care. Chairmen and councilors of various municipalities must visit their areas regularly. Awareness drives must be conducted.”

She added, “Instead of standing by the people at this point of time, they are indulging in politics. Let them share the statistics of the States ruled by them first.”

She stated the number of deaths in 2017 due to vector-borne diseases and swine-flu in different States:

  • Maharashtra – 685
  • Gujarat – 434
  • Rajasthan – 230
  • Uttar Pradesh – 165
  • Madhya Pradesh – 141
  • Tamil Nadu – 120
  • Kerala – 111
  • Odisha – 83
  • Assam – 87
  • Bengal – 34

 

The CM said that special anti-Dengue drives were undertaken in Bengal since January, or else the casualty figures would have been higher. She also added that Bengal has set up several dengue detection centres.

ডেঙ্গু ইস্যুতে বিরোধীদের আক্রমণ মুখ্যমন্ত্রীর

আজ বর্ধিত কোর কমিটি মিটিংএ বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডেঙ্গু ইস্যুতে কড়া ভাষায় আক্রমণ করেন বিরোধীদের।

তিনি বলেন, “রোগ আপনার আমার হাতে নেই, কিন্তু, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, সঠিক সময়ে সঠিক কেয়ার নিতে হবে। মিউনিসিপালিটির চেয়ারম্যানরা কাউন্সিলরদের নিজের এলাকায় বারবার ভিজিট করতে বলুন। জেলা পরিষদরাও ভিজিট করবেন। কাউন্সিলর, এমপি, এমএলএরা প্রশাসনকে সাথে নিয়ে সচেতনতা প্রোগ্রাম করুন। নিজেদের এলাকা ভালো রাখুন, সজাগ থাকুন।“

মুখ্যমন্ত্রী আরও বলেন, “সিপিএম কংগ্রেস বিজেপি মানুষের পাশে না দাঁড়িয়ে চিৎকার করতে শুরু করেছে, নিজের রাজ্যের হিসেবটা ফার্স্ট নিতে বলুন।”

তিনি পরিসংখ্যান দিয়ে বলেন কন রাজ্যে ২০১৭ সালে Vector-Borne Diseases & Swine Flu-র কারণে কত মৃত্যু হয়েছেঃ

  • মহারাষ্ট্র – ৬৮৫
  • গুজরাট – ৪৩৪
  • রাজস্থান – ২৩০
  • উত্তর প্রদেশ – ১৬৫
  • মধ্যপ্রদেশ – ১৪১
  • তামিলনাড়ু – ১২০
  • কেরল – ১১১
  • ওড়িশা – ৮৩
  • আসাম – ৮৭
  • বাংলা – ৩৪

 

মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে জানুয়ারী মাস থেকেই ডেঙ্গুরোধের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয় নয়তো মৃত্যুর সংখ্যা আরও বেশী হতে পারত। তিনি এও বলেন এই রাজ্যের মত এতগুলো ডেঙ্গু ডিটেকশন ল্যাবোরাটরি আর কোন রাজ্যে নেই।

Monitoring bodies for the distribution of essential food grains across all districts in Bengal to be set up

The Bengal Food and Supplies department will set up district-level monitoring committees in all the districts of Bengal to monitor the distribution of essential food grains across the state. The committee will also ensure that the people are getting quality food grains.

Bengal Chief Minister’s brainchild ‘Khadya Sathi’ has brought a revolution across the state as 8.34 crore people from Bengal have already been covered under this scheme. Around 91 percent of the state’s total population is getting rice and wheat at a subsidised rate of Rs 2 per kg.

Earlier, the department had a capacity of storing 62,000 metric tonne food grains but many more godowns have come up with a total capacity of holding more than 6 lakh metric tonne of food grains. The department has a target of setting up godowns with a total capacity of 14 lakh metric tonnes.

The state government has also increased the allotment of funds for procuring more food grains.

 

খাদ্যশস্য বণ্টনের ওপর নজরদারি করতে প্রতি জেলায় গড়া হবে মনিটারিং কমিটি

খাদ্যশস্য বণ্টনের ওপর নজরদারি করতে প্রতি জেলায় রাজ্য খাদ্য ও সরবরাহ দপ্তর গড়বে মনিটারিং কমিটি। খাদ্য ও সরবরাহ মন্ত্রী বলেন, প্রতিটি জেলার সদরে একটি করে মনিটারিং কমিটি গড়া হবে। এই কমিটি নজর রাখবে রেশন ব্যাবস্থার ওপর। বিশ্ব খাদ্য দিবসের অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

খাদ্যশস্যের গুনমানের ওপরেও নজর রাখবে এই কমিটি। রেশন দোকান ও অন্যান্য যেসব কেন্দ্রগুলিতে খাদ্যশস্য বণ্টন করা হয়, সেগুলি পরিদর্শন করবে এই কমিটি।

মুখ্যমন্ত্রীর সাধের ‘খাদ্য সাথী’ প্রকল্পের দৌলতে রাজ্যে বিরাট পরিবর্তন এসেছে। ইতিমধ্যেই এই প্রকল্পের আওতায় ৮.৩৪ কোটি মানুষ এসেছে। এই প্রকল্পের সুবিধা পাচ্ছে প্রায় রাজ্যের ৯১শতাংশ মানুষ। উপকৃত হয়েছে সিঙ্গুর, পাহাড় ও জঙ্গলমহলের জনসাধারণ। এই প্রকল্পের আওতায় মানুষ ২ টাকা কেজি দরে চাল পায়।

প্রসঙ্গত, উত্তরবঙ্গের টোটো উপজাতিকে সম্পূর্ণ বিনামুল্যে চাল, ডাল ও অন্যান্য খাদ্যশস্য দেওয়া হয়।

Bengal Govt introduces scheme to empower women through a green movement

The Panchayat Department of the Bengal government has brought about a scheme for creating employment as well as empowering women through a green movement, through the planting and taking care of trees. Women would be given preference under the scheme.

The scheme is aimed at poor villagers. One has to plant 100 trees and if the person manages to save 90 per cent of the trees within six months, Rs 900 would be given as reward by the department. Similarly, if the person manages to plant 200 trees and save 90 per cent, Rs 1,800 would be given as a reward. The payment would be per month, and would continue for three to five years.

The land to plant the trees as well as the saplings would be provided by the State government.

After the trees grow big, 75 per cent of their ownership would remain with the planters, which means that they would get part of the earnings from selling fruits and wood from the trees

Through this programme, the Panchayat Department plans to bring sustenance for 80,000 poor families of the state. The programme would be funded under the provisions of the MGNREGA Scheme.

The scheme was initiated in Howrah and Bardhaman two months back on a pilot basis, and has tasted success. About 55,000 trees have been planted till now. Through this scheme, the State Government has introduced a new concept – that of ‘briksha patta’, which translates to tree patta.
 

গাছ বাঁচালে হাতে টাকা দেবে সরকার

 

গাছ বাঁচালেই এবার মিলবে নগদ ইনাম। এর জন্য অন্তত ১০০টি গাছ লালনপালনের দায়িত্ব নিতে হবে। তার মধ্যে অন্তত ৯০ শতাংশ গাছ বাঁচাতে পারলে মাসের শেষে মিলবে ৯০০টাকা। গাছগুলি বড় হওয়ার পর ৭৫ শতাংশ মালিকানা থাকবে পরিচর্যাকারীর এবং ফল বা কাঠ বিক্রির ভাগও পাবেন। সেই গাছ লাগানোর জন্য জমি ও চারাগাছের জোগান দেবে রাজ্য সরকার। সবুজ রক্ষায় এমনই এক অভিনব প্রকল্প হাতে নিয়েছে রাজ্য পঞ্চায়েত দপ্তর। এর নাম দেওয়া হয়েছে ‘বৃক্ষ পাট্টা’।

সারা রাজ্যে মোট ৮০ হাজার দরিদ্র পরিবারকে এই প্রকল্পের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। জাতীয় গ্রামীণ কর্ম নিশ্চয়তা প্রকল্পের আওতায় তাঁরা গাছ বাঁচানোর কাজে নিযুক্ত হবেন। গাছ পরিচর্যার বিনিময়ে তিন থেকে পাঁচ বছর পর্যন্ত পরিবার পিছু মাসে ৯০০টাকা পারিশ্রমিক পাবেন। এই কাজে মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে।

এর ফলে যেমন গ্রামীণ মহিলালা স্বনির্ভর হতে পারবে, তেমন গ্রামের সবুজও রক্ষা করবে তারা। গাছের বয়স যখন ৬ মাস হবে, তখন সেটিকে পুর্নাঙ্গ বলে ধরা হবে। তারপর থেকে মাসে ৯০০ টাকা করে দেবে সরকার। কেউ চাইলে ২০০ টি গাছের দায়িত্বও নিতে পারেন। সেক্ষেত্রে ১৮০০ টাকা পাওয়া যাবে।

এবছর পরীক্ষামূলক ভাবে দুই জেলার কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় বৃক্ষরোপণ শুরু হয়েছে। জেলাগুলি হল হাওড়া এবং বর্ধমান। এখনও পর্যন্ত ৫৫ হাজার গাছ লাগানো হয়েছে।

Source: Ei Samay

Bengal Government to provide food packs for malnourished mothers and their kids

In a unique initiative, the state Food and Supplies department has tied up with the Health department to distribute free food grains among mothers and their newborns suffering from malnutrition.

Under this new scheme, the Food Supplies department will distribute various food grains including rice, pulses, wheat and soyabean among mothers and their children on the basis of the list provided by the state 2.

The State Food and Supplies Minister said that a pack weighing around 9 kg of food grains will be supplied for the mothers and their babies suffering from malnutrition every month. They would be able to avail the service for one year since a mother gives birth to a child and suffers from malnutrition. One packet will be distributed among each family in a month and they will be able to avail the benefits for one year.

 

অপুষ্টিতে আক্রান্ত মা ও শিশুদের ফুড প্যাক দেবে রাজ্য সরকার

একটি অভিনব উদ্যোগে রাজ্য খাদ্য ও সরবরাহ দপ্তর জোট বেঁধেছে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যাতে করে অপুষ্টিতে আক্রান্ত মা ও শিশুদের খাদ্য সরবরাহের পরিকল্পনা করা যায়। এই নতুন প্রকল্পে, খাদ্য সরবরাহ দপ্তর চাল, ডাল, গম, সোয়াবিন বিতরণ করবে মা ও শিশুদের রাজ্য সরকারের তৈরি করা লিস্ট অনুযায়ী।

খাদ্য মন্ত্রী বলেন, ৯ কিলো ওজনের একটি ফুড প্যাক দেওয়া হবে প্রতি মাসে মা ও শিশুদের। ওই পরিবারগুলি এই পরিষেবা পাবে ১ বছর। স্বাস্থ্য দপ্তর খাদ্য ও সরবরাহ দপ্তরকে একটি লিস্ট দেবে যেখানে অপুষ্টিতে আক্রান্ত মা ও শিশুদের নাম নথিভুক্ত থাকবে, যার ওপর ভিত্তি করে এই প্যাকেজ তৈরি করা হবে।

এই প্যাকে থাকবে ১কিলো চাল, ২কিলো ডাল (দুরকম), ১কিলো সোয়াবিন, ১কিলো গম। এই প্যাক তৈরিতে সরকারের খরচ হবে ৪৫০টাকা। মন্ত্রী বলেন, আরও একটি নতুন প্রকল্প আসবে সোনাগাছির যৌনকর্মীদের জন্য, এইচআইভি আক্রান্ত, কুষ্ঠ পীড়িতদের জন্য। এদেরও বিনামুল্যে খাদ্য শস্য প্রদান করা হবে। একটি স্পেশ্যাল টিম তৈরি করা হবে যারা এদের বাড়ি বাড়ি গিয়ে ফুড প্যাক বিতরণ করবে।

Fashion connoisseurs pour in accolades for Bengal’s muslin-khadi produce

Muslin-khadi material produced by weavers of Howrah has received widespread accolades from fashion designers and connoisseurs from the country. West Bengal Khadi and Village Industries Board (WBKVIB) has tied up with Udaynarayanpur Pancharul North Harishchandrapur Khadi and Village Development Organisation to unite the weavers.

After coming to power in 2011, Chief Minister Mamata Banerjee took initiatives to revive muslin and those weavers whose financial condition had gone from bad to worse. After the revival of muslin, the weavers were given training.

Accordingly, the weavers of Udaynarayanpur began to carry out experiments with khadi and muslin respectively. It is for the first time in the state when the unique muslin-khadi material is being produced in the state for the first time and probably in the country.

The muslin produced by the weavers has received international appreciation. Apart from sarees, shirts, kurtas, kurtis and bed linen and pillow covers made of muslin are being sold through different outlets of Biswa Bangla. Even costume jewellery made of muslin has received appreciation from the buyers from abroad.

In view of the success of muslin, it is hoped that the mixed material will have a very good market both in the country and abroad, said a senior state government official. Various schemes taken up by the state government have helped over 6,000 weavers in Howrah district to become financially stable. Artisan Welfare Trust has been set up to look after the interests of the weavers.

Under Janashree scheme, children of the weavers studying in Classes IX and X are getting a monthly stipend of Rs 1,200. The family of the weavers who die while working get Rs 3,000. The weavers can also take loans from the trust in times of need. As the financial condition of the weavers has improved manifold, they are working hard to improve the quality of their produce.

 

 

ফ্যাশন প্রেমীরা বাংলার মসলিন-খাদি মিশ্রিত বস্ত্রের প্রশংসায় পঞ্চমুখ

দেশের ফ্যাশন ডিজাইনার ও ফ্যাশন প্রেমীদের প্রশংসা পাচ্ছে হাওড়া জেলার মসলিন-খাদি বস্ত্রের শিল্পীরা।

২০১১ সালে ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নেন মসলিন শিল্প পুনরুজ্জীবিত করার। শিল্পীদের দেওয়া হয় প্রশিক্ষণ। উদয়নারায়নপুরের শিল্পীরা এখন খাদি ও মসলিন নিয়ে বিভিন্ন পরীক্ষামূলক কাজ করছে। সম্ভবত দেশে এই প্রথম খাদি-মসলিন মিশ্রিত বস্ত্র তৈরি হয়েছে।

মসলিন শিল্পীরা পেয়েছে আন্তর্জাতিক প্রশংসা। মসলিনের তৈরি শাড়ি, শার্ট, কুর্তা, কুর্তি, বিছানার চাদর, বালিশের ওয়াড় বিশ্ব বাংলার অনেক দোকানে পাওয়া যায়। এমনকি মসলিনের তৈরি গয়নাও প্রশংসা পেয়েছে বিদেশে।

মসলিনের এই জনপ্রিয়তা দেখে আশা করা যায় মসলিন-খাদি মিশ্রিত বস্ত্রও জনপ্রিয়তা অর্জন করবে বিশ্বজুড়ে।

হাওড়ার ৬০০০ শিল্পীদের আর্থিকভাবে সহায়তা করতে রাজ্য সরকার চালু করেছে একাধিক প্রকল্প। আর্টিসান ওয়েলফেয়ার ট্রাস্ট তৈরি করা হয়েছে শিল্পীদের সাহায্যার্থে।

যেসকল শিল্পীদের সন্তান অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীতে পাঠ্যরত তাদের সরকারের তরফে দেওয়া হয় মাসিক ১২০০ টাকা। এই প্রকল্পের নাম জনশ্রী। প্রয়াত শিল্পীদের পরিবারদের দেওয়া হয় ৩০০০ টাকা। শিল্পীরা নিজেদের প্রয়োজনে ওই ট্রাস্ট থেকে ঋণ নিতে পারেন।

যেহেতু আগের তুলনায় শিল্পীদের অর্থনৈতিক উন্নতি হয়েছে, তারা আরও ভালো মানের কাজ করতে চেষ্টা করছেন।

 

Digha to get its own convention centre in 2018

New Digha will soon have a first-of-its-kind convention centre with facilities for organising international conventions, exhibitions and business meet to promote tourism, commerce, trade and industry in the state’s coastal areas. The project work has already begun.

Chief minister Mamata Banerjee had laid the foundation stone of the project in July 11, 2017.

The project has been planned on a 5.5 acre land in New Digha comprising a 1000 sq/mt exhibition centre, a 300 capacity seminar hall, a conference room and a modern auditorium with a seating capacity of 1000 people. It will be a four-storey building with each floor planned to have an area of 1722 sq/mt.

 

২০১৮-য় দিঘায় কনভেনশন সেন্টার

নিউটাউনের পাশাপাশি সৈকত নগরী দিঘাতেও আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার তৈরি করছে রাজ্য সরকার। যা আগামী বছর উদ্বোধন হবে।

বাণিজ্য ও পর্যটনের মেলবন্ধন ঘটিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বণিকমহলকে আরও একটি কনভেনশন সেন্টার উপহার দিতে চান। নিউটাউনের অত্যাধুনিক কনভেনশন সেন্টারের পর এটি হবে আরও একটি চমক। এই সেন্টারটি তৈরি করতে খরচ হচ্ছে আনুমানিক ৩৫০ কোটি টাকা। আনুমানিক ১০০০ জনের বসার জায়গা থাকবে।

কার্যত বাণিজ্যিক সম্মেলনের দরজা খুলে দিতেই পূর্ব মেদিনীপুর জেলার পর্যটননগরীতে এমন প্রাসাদপ্রমাণ বাণিজ্য সেন্টার খোলা হচ্ছে, যা রাজ্যের উন্নয়নের সঙ্গে সঙ্গে লগ্নিকারীদেরও আকর্ষণ করবে।

Mamata Banerjee performs Kali Puja at her Kalighat home

Bengal Chief Minister Mamata Banerjee performed Kali Puja at her residence at Kalighat last night.

The CM, who was fasting during the day and prepared ‘bhog’, played host to a large number of guests including VVIPs, cabinet colleagues, politicians and commoners last night.

The puja has been performed at her house for several decades now.

 

কালীঘাটের বাড়িতে কালীপুজো করলেন মুখ্যমন্ত্রী

কালীঘাটে নিজের বাড়িতে কালীপুজো করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহুদশক ধরে তার বাড়িতে হয়ে আসছে এই পুজো। এবারেও কোনো অন্যথা হয়নি।

মুখ্যমন্ত্রী পুজো উপলক্ষে সারাদিন উপোস করেন এবং ভোগও রান্না করেন। কালীপুজো উপলক্ষে তার বাড়িতে সমাগম হয় বহু মানুষের।

মন্ত্রী থেকে সাধারণ মানুষ – অভ্যাগত অতিথিদের আপ্যায়নে কোনও খামতি রাখেননি মুখ্যমন্ত্রী।

 

 

I hate those who indulge in communal politics: Mamata Banerjee

On Tuesday, Chief Minister Mamata Banerjee inaugurated a number of Kali Puja pandals. Speaking on the occasion, she once again communal politics of the BJP.

She said that the BJP is doing communal politics and is trying to divide people on the basis of religion, something which the people of Bengal won’t tolerate. The BJP is doing this because it does not have any acceptance here.

She said she has nothing but hate for those who use others’ religious beliefs to hold on to their existence. It is a personal matter as to who wants to follow which religion; nobody can force a belief on another person. It is the duty of those in power to unite people, not divide them.

Many people intentionally keep beef inside temples and then spread the rumour that someone has done it hurt religious beliefs. One of them was caught red-handed and had admitted that he was a BJP member. Therefore the Chief Minister asked everyone not to fall into the trap of communal misinformation.

She said that the colour of the blood of both Hindus and Muslims was the same – red. In Bengal, people of different religious denominations and beliefs stay in unity. Hence, she appealed to everyone to stay together in peace.

 

যারা ধর্ম বিক্রি করে তাদের আমি ঘৃণা করিঃ মমতা বন্দ্যোপাধ্যায়

মঙ্গলবার শহরে একাধিক কালীপুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে আরও একবার কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী।

ধর্মের নামে ভেদাভেদের রাজনীতি করছে বিজেপি যা বাংলায় বরদাস্ত করা হবে না। বিজেপির কোন গ্রহণযোগ্যতা নেই তাই ওরা গুরুত্ব পেতে ভাগাভাগির রাজনীতি করছে। তাঁর কথায়, “যারা নিজেদের অস্তিত্ব বজায় রাখতে ধর্মকে বিক্রি করে তাদের আমি ঘৃণা করি। কে কোন ধর্ম পালন করবে সেটা তাঁর ব্যক্তিগত বিষয়। কেউ চাইলেই কিছু চাপিয়ে দিতে পারে না। চেয়ারে যারা থাকে মানুষের মধ্যে ভেদাভেদ তাদের মানায় না, সকলকে একজোট করে রাখতে হবে”।

“অনেকে মন্দিরে গরুর মাংস ফেলে যায়। আবার নিজেরাই তার প্রচার করে অশান্তি ছড়ায়। একজন হাতে নাতে ধরা পড়েছিল এবং সে যে বিজেপির সদস্য তাও স্বীকার করেছিল।” তাই মুখ্যমন্ত্রীর সতর্কবার্তা কোনও প্ররোচনায় পা দেবেন না।

তাঁর কথায়, “হিন্দু মুসলমান সকলের রক্তই এক। বাংলায় বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের মানুষ বাস করে”। তাই সবাইকে নিয়ে একসাথে চলার আবেদন করেন মুখ্যমন্ত্রী।

BJP conspiring to divide Bengal: Mamata Banerjee

Bengal CM Mamata Banerjee today held an all-party meeting with Hill parties at Nabanna. Addressing the media after the meeting, she said it was constructive and positive. The next meeting will be held at Pintail Village (in Darjeeling district) on 21 November at 4 PM.

Excerpts of her statement:

We all want peace and normalcy to be restored in Darjeeling. We are working towards finding a permanent solution. Darjeeling is an inseparable part of Bengal.

The Centre unilaterally decided to withdraw central forces from Darjeeling, without even informing the State. We were not consulted. This is unfortunate and shocking.

There were 11 companies in Darjeeling earlier; after the order of honourable Calcutta High Court, they sent 4 more. Out of these, 7 companies are being withdrawn. This is a violation of court’s order. This decision is bad both politically as well as administratively. We must extend all cooperation to the people of the Hills.

BJP is stoking tension in Darjeeling. Does the Centre not want normalcy to be restored in the Hills? One leader of the BJP went to Darjeeling and then came this decision. I think this decision was taken based on BJP’s party report. This was a political decision of BJP, not an administrative decision of the Centre. This is political game plan, a conspiracy to divide Bengal.

Few neighbouring countries and states, some insurgent groups from the North Eastern States are aiding these people in inciting violence in Darjeeling. We have all the evidence. We lost one of our officers of the Bengal Police; the BJP did not offer any condolence.

I have written to the Prime Minister and the Home Minister on this issue. I hope justice will be done. The number of central forces deployed in Bengal is much lesser than other States:

Jammu & Kashmir: 402 companies
Chhatisgarh: 252 companies
Jharkhand: 144 companies
NE States: 120 (excluding Army)
Delhi: 50 companies
Odisha: 84 companies
Bihar: 48 companies
Bengal: 15 coils of which 7 are withdrawn

Why is Bengal being discriminated against? Just because we speak against the BJP? How many central forces were given to Haryana during the violence by Gurmeet Ram Rahim supporters? Is it not the duty of the Centre to provide forces when States seek them?

This is an insult to Bengal. This is an insult to the people of the Hills. They want justice. They want peace. They want unity. They want integrity.

 

 

বাংলা ভাগের চক্রান্ত করছে বিজেপি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

 

আজ পাহাড়ের সব দলগুলি নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান আজকের বৈঠক ইতিবাচক ও গঠনমূলক হয়েছে। পরবর্তী বৈঠক ২১ নভেম্বর বিকেল ৪ টেয় দার্জিলিং জেলার পিনটেল ভিলেজে হবে।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ:

অশান্তি নয় আমরা দাজিলিং এর উন্নয়ন শান্তি চাই। এই সমাধান করার চেষ্টা করছি এবং আমরাই এর সমাধান করব । দার্জিলিং বাংলার অবিচ্ছেদ্য অংশ।

কেন্দ্রীয় সরকার রাজ্যকে না জানিয়ে কেন্দ্রীয় বাহিনী তুলে নিয়েছে, আমরা এই ঘটনায় হতবাক, এটা অপ্রত্যাশিত । রাজ্যের সঙ্গে কোনও রকম আলোচনা করেনি। আমরা এই ঘটনায় আমরা খুশি নই, এটা দুর্ভাগ্যজনক।

দার্জিলিঙে আগে ১১ টি বাহিনী ছিল; কোর্ট নির্দেশ দেওয়ার পর সব মিলিয়ে মোট ১৫ টি বাহিনী দিয়েছিল কেন্দ্র। তাঁর মধ্যে ৭ টি বাহিনী প্রত্যাহার করে নিয়েছে। রাজনৈতিক ও প্রশাসনিকভাবে এটা খারাপ সিদ্ধান্ত। এর মাধ্যমে আদালতের অবমাননা করা হয়েছে। আমাদের উচিত পাহাড়বাসীর সাথে সহযোগিতা করা।

বারবার বিজেপি দার্জিলিঙে অশান্তি ছড়াচ্ছে। কেন্দ্র কি চায় না দার্জিলিং এ শান্তি ফিরে আসুক? আমার মনে হয় এটা বিজেপির দলীয় সিদ্ধান্ত, সরকারি সিদ্ধান্ত নয়। আমরা এই সিদ্ধান্ত মানব না। এটা পলিটিকাল গেম প্ল্যান , বাংলাকে ভাগ করার চক্রান্ত।

বিজেপি-র এক নেতা দার্জিলিং গেলেন আর তারপরে সেখানে কি কি হল সবাই দেখেছেন। ওখানে কিছু প্রতিবেশি দেশ ও রাজ্য থেকে মদত দেওয়া হচ্ছে। উত্তর-পূর্ব ভারতের কিছু বিচ্ছিন্নতাবাদী সংগঠন মদত দিচ্ছে, অস্ত্র সরবরাহ করছে। আমাদের কাছে সমস্ত তথ্যপ্রমাণ আছে।

আমরা আমদের মাথা নত দেব না। আমাদের অফিসার মারা গেছেন ওরা কোনও সমবেদনা জানায় নি। আমি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছি, ব্যাপারটি গুরুত্ব দিয়ে দেখার জন্য আবেদন জানিয়েছি। আশা করি আমরা সঠিক বিচার পাব।

অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা অনেক কম:
জম্মু ও কাশ্মীর – ৪০২ কোম্পানি
ছত্রিশগড় – ২৫২ কোম্পানি
ঝাড়খণ্ড – ১৪৪ কোম্পানি
উত্তর পূর্ব ভারত – ১২০ কোম্পানি (অতিরিক্ত সেনা বাহিনী)
দিল্লি – ৫০ কোম্পানি
ওড়িশা – ৮৪ কোম্পানি
বিহার – ৪৮ কোম্পানি
বাংলা – ১৫ কোম্পানি (৭ টি প্রত্যাহার করা হয়েছে)

বাংলার প্রতি কেন এই বঞ্চনা? অন্য রাজ্য থেকে থেকে কেন কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহার করা হচ্ছে না? রাজ্যের সাহায্য দরকার হলে তাকে সাহায্য করা কি কেন্দ্রীয় সরকারের কর্তব্য নয়?

রাম রহিমের সময় হরিয়ানাকে কত কোম্পানি দিয়েছিলি? যেহেতু বাংলা বিজেপির বিরুদ্ধে কথা বলে তাই এত বঞ্চনা? এটা বাংলার বড় অপমান, বাংলার পাহাড়ের মানুষের অপমান। পাহাড়ের মানুষ ন্যায় চায়, শান্তি চায়, একতা চায়।