Net Neutrality – A big win for those who use the internet, says Mamata Banerjee

Reacting to the white paper by TRAI, upholding net neutrality, Bengal Chief Minister Mamata Banerjee posted a tweet saying, “We welcome today’s news on net neutrality. Trinamool was the very first party to raise this issue strongly in Parliament & on all platforms. A big win for all who use internet.”

Trinamool was the first party to raise the issue of net neutrality on the floor of the Parliament, way back in 2015. Leader of the party in Rajya Sabha, Derek O’Brien had raised a Calling Attention Motion, which led to the Union telecom minister to take a stand in favour of net neutrality on the floor of the House.

Trinamool has also vocally supported net neutrality in various meetings of the Parliament standing committee on IT and telecom.

 

 

নেট নিউট্রালিটি – ইন্টারনেট ব্যবহারকারীদের বিশাল জয়, বললেন মুখ্যমন্ত্রী

 

নেট নিউট্রালিটি সংক্রান্ত যে শ্বেতপত্র আজ ট্রাই প্রকাশ করেছে, তার পরিপ্রেক্ষিতে আজ মুখ্যমন্ত্রী টুইট করে বলেন, “নেট নিউট্রালিটি নিয়ে আজকের সিদ্ধান্তকে স্বাগত জানাই। সংসদের ভেতরে ও বাইরে তৃণমূলই প্রথম বিষয়টি নিয়ে সরব হয়। যারা ইন্টারনেট ব্যবহার করেন, তাদের জন্য এটি বিরাট জয়।”

তৃনামূলই দেশের প্রথম রাজনৈতিক দল যারা সংসদের ভেতরে ও বাইরে এই বিষয়টি নিয়ে সরব হয়। রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা ডেরেক ও’ব্রায়েন ২০১৫ সালে ‘কলিং এটেনশন মোশন’ আনেন, যার প্রত্যুত্তরে টেলিকম মন্ত্রীকে সংসদে নেট নিউট্রালিটির পক্ষে বিবৃতি দিতে হয়।

আইটি ও টেলিকম বিষয়ক সংসদীয় স্ট্যান্ডিং কমিটির বিভিন্ন মিটিংয়েও তৃণমূল নেট নিউট্রালিটির পক্ষে জোরালো সওয়াল করে।

 

Ease of doing business – Bengal rose from rank 30 to rank 3: Mamata Banerjee at Horasis Asia meet

Bengal Chief Minister Mamata Banerjee today addressed a special international session at the 2017 edition of Horasis Asia Meeting, Asia’s foremost gathering of senior leaders from businesses and governments.

It is being co-hosted by the Bengal Government and the Indian Chamber of Commerce (ICC).

This is the first time that this prestigious business summit is being held in India. Horasis is a Zurich-based think tank. About 350 delegates from 65 countries, other than from India are participating in the event.

Highlights of the Chief Minister’s speech:

Bengal is progressing like never before. It is emerging as the industrial destination.

Six and half years ago, the 34-year old Left Front rule came to an end. During their rule, perception about Bengal was not good; but now it has changed.

Our work culture has changed. Earlier, the mandays lost was about 78 lakh. Now it is absolutely zero. There are no strikes in Bengal. We maintain best of relations with the industry, working class and the people at large.

In Bengal, we have our own infrastructural facilities. We have built flyovers, bridges, power stations. From social sector to health, education sector to youth, agriculture to industry sector – we are surging ahead.

You will be happy to know, in the parameter of ‘ease of doing business’, Bengal was earlier ranked 30. Three years ago, the rank improved to 15. Now, we are third in India. Out of 372 parameters, we have fulfilled 336 and in a few months we will fulfill the rest.

We are facing a legacy and it takes time to undo it. I believe, there is no substitute to hard work, dedication, devotion, sincerity, punctuality. We have the vision, the mission and we show it in our action.

We met the Chairman of Horasis in Munich and they had made a commitment to come to India. But why will you choose Bengal? Strategically, geographically, economically, politically, Bengal is safe and sound.

Bengal is a gateway to south-east Asia. From here you can expand your business to Bangladesh – our neighbouring country, who we love so much. From Bengal you can expand to the eight north-eastern States. You can reach Bhutan and Nepal also. They are just half-an-hour away via flight from Bengal. There is easy access to Thailand, Malaysia and Kuala Lumpur.

Bengal believes in unity and togetherness – people of all castes, creed, religions live here in peace. We believe there can never be any geographical boundary for art or culture.

Advantage of Bengal is our skill, our talented young generation. The new generation is our asset. I am proud of our young generation. In skill development, we are No. 1 for four years. In small scale industries, we are No. 1 in India. We have started e-services in every sphere.

Our industrial growth is not bad. We are trying. GDP growth rate of India for 2016-17 was 7.1%. The GSDP growth of Bengal was 9.1%. In the industry sector also, India’s growth rate was 5.6%, and that of Bengal was 7.2%.

Bengal has the potential. We have lent investable capital to the tune of Rs 1.82 lakh crore. When we came in our GDP was 4.5 lakh crores. It has doubled. Our revenue earnings has doubled now. We have created 81 lakh new employment in six years and more than 100 crore mandays.

Bengal has several advantages – a strategic location, geographical advantage, peaceful situation in the State. We have best of relations with bordering countries. In Bengal, we are all united. We do not believe in divisive politics.

We have the land bank. We do not capture land forcefully. We have land map and land use policy. We have a surplus power bank. We give all facilities and support to the industry.

We have recently hosted the Under-17 FIFA World Cup football. The quarter final, semi final and final matches were held in Kolkata. FIFA showered us with praises for the superb and excellent arrangement.

In Bengal, we are committed to social empowerment also. Ninety per cent people in the State receive direct benefits from the State. We take care of the poor and disadvantaged people. This year, our flagship ‘Kanyashree’ scheme for the empowerment of girls, received the first prize at UN Public Service Award.

We have set up 46 new multi super speciality hospitals within six years. We have set up Mother and Child Hubs. We give free cycles, books and scholarships to the students.

If you want to invest, enough scope is there in every sector – engineering, jute, textile, servicing, IT, mining, transportation, agricultural marketing, manufacturing. We have deep forests, deep sea, even the Hills. There is enough scope for tourism. If you invest in Bengal, you will definitely go for re-investment.

I will request all the delegates present here to come and join the Bengal Global Business Summit on 16-17 January 2018. More than 30 countries are coming to this summit. We have set up an international convention centre, an eco-tourism park. Even a Financial Hub has been set up.

We believe in sweet relations with the industry. Our captains of industry will tell you the advantages of doing business in Bengal. We can take concrete decisions for investments in Bengal at the Bengal Global Business Summit in January.

My earnest request to you is that do not forget Bengal. Make this State your ultimate destination.

 

শিল্প গড়ার সুবিধা – ৩০ থেকে ৩ নম্বরে উঠে এসেছে বাংলা: মুখ্যমন্ত্রী

শিল্পের বিষয়ে সুইজারল্যান্ডের আন্তর্জাতিক ‘থিঙ্ক ট্যাঙ্ক’, হোরাসিস ভারতে তাদের প্রথম এশিয়া সম্মেলন করছে। এই সম্মেলন শুরু হয় কাল। এই বৈঠক হচ্ছে কলকাতায়, যা নিঃসন্দেহে রাজ্যের শিল্পে লগ্নি সম্ভাবনার ক্ষেত্রে এক বিরাট উদ্দীপকের কাজ করবে। বিশেষ করে আর দেড় মাস পরেই যখন বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন।

সম্মেলনের দ্বিতীয় দিনে আজ একটি বিশেষ সেশনে মূল বক্তা ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই সম্মেলনে ৬৫টি দেশের ৩৫০র বেশী কর্পোরেট লিডাররা যোগ দিচ্ছেন, যারা প্রতিষ্ঠাতা, মালিক, ম্যানেজিং ডিরেক্টর, প্রেসিডেন্টের মত মর্যাদাসম্পন্ন।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ:

বাংলায় এখন পরিবর্তন এসেছে। শিল্পের গন্তব্য হয়ে উঠেছে বাংলা – এখানে রয়েছে শিল্পের জন্য উন্নততর পরিকাঠামো।

৩৪ বছরের বাম শাসনের পর বাংলায় পরিবর্তন এসেছে। বাম আমলে শিল্প নিয়ে দৃষ্টি ভঙ্গিতে গলদ ছিল, এখন তার পরিবর্তন হয়েছে।

আমাদের কর্মসংস্কৃতির পরিবর্তন হয়েছে। আগে ৭৮ লক্ষ শ্রম দিবস নষ্ট হয়েছে, এখন এই সংখ্যা শূন্য। এখন বাংলায় কোন বনধ হয়না। আমরা শিল্পপতি থেকে শ্রমিক – সব শ্রেণির মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলি।

বাংলায় আমাদের সবরকম পরিকাঠামো রয়েছে। আমরা ফ্লাইওভার, সেতু, পাওয়ার স্টেশন নির্মাণ করেছি। সামাজিক খাত থেকে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, শিল্প – সব ক্ষেত্রেই আমরা এগিয়ে চলেছি।

শিল্প গড়ার সুবিধার মাপকাঠিতে(ease of doing business) দেশের মধ্যে আগে বাংলার স্থান ছিল ৩০ নম্বরে। তিন বছর আগেও বাংলার স্থান ছিল ১৫ নম্বরে। আপনারা জেনে খুশি হবেন, এখন দেশের মধ্যে বাংলার স্থান তৃতীয়। ৩৭২টি প্যারামিটারের মধ্যে আমরা ৩৩৬টি পূরণ করেছি, কয়েক মাসের মধ্যেই আমরা বাকিগুলোও পূরণ করব।

আমি বিশ্বাস করি কঠোর পরিশ্রম, ডেডিকেশন, নিষ্ঠা, আন্তরিকতার কোন বিকল্প হয় না। আমাদের ভিশন ও মিশন আমরা আমাদের কাজের মাধ্যমে দেখাই।

আমরা মিউনিখে হোরেসিসের সভাপতির সাথে সাক্ষাত করেছিলাম এবং তারা ভারতে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কেন আপনারা বাংলাকে বেছে নেবেন? কারণ, কৌশলগতভাবে, ভৌগোলিকভাবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে বাংলা সেফ অ্যান্ড সাউণ্ড।

বাংলার দক্ষিণ-পূর্ব এশিয়ার গেটওয়ে। এখান থেকে বাংলাদেশে ব্যবসা প্রসারিত করতে পারবেন। বাংলা থেকে উত্তর পূর্বের ৮ টি রাজ্যে ব্যবসা প্রসারিত করতে পারবেন। এমনকি নেপাল ও ভুটানেও ফ্লাইটের মাধ্যমে মাত্র আধ ঘণ্টায় পৌঁছে যাওয়া যায়। বাংলা থেকে থাইল্যান্ড, মালয়েশিয়া এবং কুয়ালালামপুরে সহজেই পৌঁছে যেতে পারবেন।

বাংলা একতা ও ঐক্যবদ্ধতায় বিশ্বাস করে – সকল সম্প্রদায়ের মানুষ এখানে শান্তিতে বাস করে। আমরা বিশ্বাস করি শিল্প বা সংস্কৃতির কোনও ভৌগোলিক সীমানা নেই।

দক্ষতা বিকাশে এক নম্বরে বাংলা। বাংলায় অনেক মেধা আছে। তরুণ প্রজন্ম আমাদের সম্পদ, ওদের জন্য আমি গর্বিত। গত ৪ বছরে দক্ষতা বিকাশে বাংলা ১ নম্বরে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বাংলা ১ নম্বরে। আমরা প্রতিটি ক্ষেত্রে ই-পরিষেবা চালু করেছি।

আমাদের ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ খারাপ নয়। আমরা চেষ্টা করছি। ২০১৬-১৭ তে ভারতের জিডিপি বৃদ্ধির হার ছিল ৭.১% আর বাংলার জিএসডিপি বৃদ্ধির হার ছিল ৯.১%। শিল্পের ক্ষেত্রেও, ভারতের বৃদ্ধির হার ছিল ৫.৬% এবং বাংলার বৃদ্ধির হার ছিল ৭.২%।

বাংলায় প্রচুর সম্ভাবনা রয়েছে। আমরা ১.৮২ লক্ষ কোটি টাকা বিনিয়োগযোগ্য মূলধন ঋণ দিয়েছি। আমরা যখন ক্ষমতায় আসি, রাজ্যের জিডিপি ছিল ৪.৫ লক্ষ কোটি টাকা, এখন তা দ্বিগুন হয়েছে। আমাদের রাজস্ব আয় দ্বিগুন বেড়েছে। আমরা ৬ বছরে ৮১ লক্ষ নতুন কর্মসংস্থান তৈরি করেছি, ১০০ কোটির বেশী শ্রমদিবস তৈরি করেছি।

বিনিয়োগের জন্য বাংলার অনেক সুবিধা আছে – অবস্থানগত এবং ভৌগলিক সুবিধা, শিল্পবান্ধব ও শান্তিপূর্ণ পরিবেশ, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক। আমরা বিভাজনের রাজনীতিতে বিশ্বাসী না।

আমাদের ল্যান্ড ব্যাঙ্ক আছে। আমরা বলপূর্বক জমি অধিগ্রহণ করি না। আমাদের ল্যান্ড ম্যাপ ও সুনির্দিষ্ট জমি নীতি আছে। আমাদের অতিরিক্ত বিদ্যুৎ ব্যাঙ্ক আছে। আমরা পরিকাঠামোগত সবরকম সাহায্য করতে প্রস্তুত।

কিছুদিন আগেই ফিফার অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হল কলকাতায়। কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল ও ফাইনাল ম্যাচ কলকাতায় হয়। ফিফা কর্তৃপক্ষ আমাদের আয়োজনের ভূয়সী প্রশংসা করেছেন।

শিল্পের পাশাপাশি বাংলায় আমরা সামাজিক ক্ষেত্রেও নজর দিই। রাজ্যের ৯০ শতাংশ মানুষ বিভিন্ন প্রকল্পের সরাসরি সুবিধা পান। গরীব ও পিছিয়ে পড়া মানুষদের উন্নয়নের প্রতি আমরা দায়বদ্ধ। মেয়েদের উন্নয়নের জন্য আমাদের চালু করা কন্যাশ্রী প্রকল্প এবছর জন পরিষেবার জন্য রাষ্ট্রসংঘের প্রথম পুরস্কার পেয়েছে।

গত ৬ বছরে ৪৬টি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল গড়েছি আমরা। মাদার ও চাইল্ড হাব তৈরী করেছি। আমরা বিনামূল্যে সাইকেল, বই দিই ছাত্রছাত্রীদের। বিভিন্ন স্কলারশিপের সুবিধাও পায় তারা।

এখানে উপস্থিত সকল অতিথিকে আগামী ১৬-১৭ই জানুয়ারী ২০১৮য় অনুষ্ঠিত হতে চলা বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে আসার জন্য আহ্বান জানাচ্ছি। ৩০টিরও বেশি দেশ থেকে অতিথিরা আসবেন। আমরা একটি আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার গড়েছি। একটি ইকো-ট্যুরিজম পার্ক তৈরী হয়েছে এখানে। একটি ফিনান্সিয়াল হাবও তৈরী করা হয়েছে।

বাংলায় বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা বিপুল। কারিগরি, পাট, বস্ত্র, পরিষেবা, তথ্যপ্রযুক্তি, খনি, পরিবহন, কৃষি বিপণন – সব ক্ষেত্রেই অনেক সম্ভাবনা। আমাদের জঙ্গল, সমুদ্র, পাহাড় – সব আছে। পর্যটন ক্ষেত্রেও বিশাল সুযোগ। একবার বাংলায় বিনিয়োগ করলে, নিজেরাই পুনরায় বিনিয়োগ করবেন।

আমরা শিল্পপতিদের সাথে সুসম্পর্ক রেখে চলি। এখানে উপস্থিত আমার ‘ক্যাপ্টেন্স অফ ইনডাস্ট্রি’রাই আপনাদের বলবেন তাদের বাংলায় ব্যবসা করার অভিজ্ঞতা। আগামী বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে আসুন, সেখানেই বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।

আপনাদের প্রতি আমার আবেদন, বাংলাকে ভুলবেন না। বাংলায় আসুন, শিল্প গড়ুন। বাংলাই হোক বিনিয়োগের গন্তব্য।

 

15 things Mamata Banerjee said at Conclave East 2017

1. Bengal is back on the map. We are growing in every sector, whether it is GDP, ease of doing business, agriculture or industry. Despite a legacy of 34 years, we are moving ahead.

2. Historically, irrespective of which party is in power, the Centre has given priority to western Indian States. We are not begging. We want what is rightfully ours. On the one hand, there is a State with 47 ports while our request for permission to build two ports in Bengal is falling on deaf ears.

3. There is no cooperative federalism in the country now. It is ‘super emergency’ now. The Centre is telling industrialists not to invest in Bengal. Democracy is finished.

4. Industrialists are under threat. More than 12,000 farmers have died. The media is under the scanner and cannot raise its voice. In fact, a section of the Delhi-based media has become His Master’s Voice for the BJP.

5. I do not have any personal vendetta against anyone. It is our responsibility to collectively fight for issues concerning the people. We must work together for the greater interest.

6. The BJP has no chance in Bengal. They only have a propaganda machinery and sponsored social media. They believe in divide and rule. They incite riots because they cannot fight us politically.

7. When I am on the chair, I work for all. It is wrong to say there is appeasement of minorities in Bengal. It is a propaganda by the BJP and a section of the national media. I am proud of the people of Bengal. The festive season passed off peacefully without any untoward incident.

8. We inherited a huge legacy of debt from the Left. Yet, we doubled our GDP and revenue earnings. We are running so many social schemes despite the debt. I have personally met the Prime Minister and the Finance Minister for the restructuring of debt of not just Bengal but other States too.

9. Narendra Modi is behaving like Tughlaq. They listed three targets for demonetisation – recovering black money, stopping terrorist activities and bringing in transparency. They have failed on all three counts. Even GST was passed hurriedly. Amit Mitra’s voice was not heard in the GST Council.

10. They conducted elections in Bengal by imposing curfew and Section 144. In Gujarat, Central forces, state forces and various agencies are all working together.

11. I have not changed at all. Politics is not a piece of cloth that you change three times a day. I am always with the people. Their trust matters the most in a democracy.

12. Today, union ministers are busy in expanding their party in different States. There is no development. This government believes only in bhashan, not action. They gave funds towards flood relief to BJP-ruled States but Bengal did not receive a penny.

13. The Centre, with their MP from the region, played a dirty game in the Hills. A conspiracy was hatched based on a rumour. Now peace has returned to the Hills.

14. Our ideology has always been pro-people, come what may. We are ready to go to jail; we won’t do any ‘understanding’ with them (BJP).

15. In Bengal, the income of farmers has doubled in six years. We have given employment to 81 lakh people. More than 100 crore man-days have been created. Despite non-cooperation by the Centre, we are focussed on growth in infrastructure. Bengal will lead the country in future.

 

 

কনক্লেভ ইস্ট ২০১৭’য় কি বললেন মুখ্যমন্ত্রী? দেখে নিন

 

১. উন্নয়ন ও প্রগতির পথে এগোচ্ছে বাংলা। জিডিপি থেকে শুরু করে ease of doing business, শিল্প, কৃষি সবেতেই এগিয়ে বাংলা। গত ৫-৬ বছরে বাংলার অভূতপূর্ব উন্নতি হয়েছে।

২. রাজনৈতিক দল নির্বিশেষে কেন্দ্র পশ্চিম ভারতীয় রাজ্যগুলিকে প্রাধান্য দিয়েছে। আমরা কেউ ভিক্ষা চাইছি না। আমরা আমাদের অধিকার দাবি করছি। একটা রাজ্যে ৪৭ টি বন্দর রয়েছে আর আমরা ২ টি বন্দর গড়তে অনুমতি চাইছি, কিন্তু ওরা পাত্তাই দিচ্ছে না।

৩. দেশে এখন ‘সুপার এমারজেন্সি’ চলছে। কেন্দ্র শিল্পপতিদের বাংলায় বিনিয়োগ করতে বারণ করছে। দেশের গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে।

৪. শিল্পপতিদের ভয় দেখানো হচ্ছে। ১২০০০ এর বেশি কৃষক প্রাণ হারিয়েছে। সংবাদমাধ্যমও চাপের মধ্যে রয়েছে যাতে ওরা কথা বলতে না পারে। এমনকি, সংবাদমাধ্যমের একাংশ বিজেপির মুখপাত্রতে রূপান্তরিত হয়েছে।

৫. ব্যক্তিগতভাবে আমার কারো ওপর কোন রাগ নেই। মানুষের স্বার্থে আমাদের একসাথে কাজ করতে হবে। বৃহত্তর স্বার্থে আমাদের একজোট হতে হবে।

৬. বিজেপি বাংলায় কোন জায়গা করে নিতে পারবে না। ওরা শুধু সোশ্যাল মিডিয়ায় কুৎসা ও অপপ্রচার করে। ওরা বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে। ওরা আমাদের সঙ্গে রাজনৈতিকভাবে লড়াই করতে পারে না তাই ওরা দাঙ্গা লাগায়।

৭. আমি যেহেতু মুখ্যমন্ত্রীর চেয়ারে বসি আমার দায়িত্ব সকলের জন্য কাজ করা। বাংলায় সংখ্যালঘুদের তোষণ করা হচ্ছে এটা ভুল ধারণা। এটা বিজেপি এবং সংবাদমাধ্যমের একটা অংশের অপপ্রচার। আমি বাংলার মানুষের জন্য গর্বিত। কোনও রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই উত্সবের দিনগুলো শান্তিপূর্ণভাবে কেটেছে।

৮. বাম আমলের বিপুল ঋণের বোঝা আমাদের ওপর। তা সত্ত্বেও আমরা আমাদের জিডিপি ও রাজস্ব দ্বিগুন করেছি। বিপুল আর্থিক বোঝা থাকা সত্ত্বেও আমরা সব সামাজিক প্রকল্পগুলি চালু রেখেছি। আমি ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেছি এবং
শুধু বাংলা নয় অন্য রাজ্য গুলির বিপুল ঋণের বোঝা লাঘব করার কথা বলেছি।

৯. নরেন্দ্র মোদী মহম্মদ বিন তুঘলকের মতন আচরণ করছেন। নোট বাতিলের তিনটি উদ্দেশ্য ছিল – কালো টাকা ফেরত আনা, সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ এবং স্বচ্ছতা। সব ক্ষেত্রেই ওরা ব্যর্থ হয়েছে। এমনকি জি এস টি তাড়াহুড়ো করে পাশ করানো হয়েছে। জি এস টি কাউন্সিল বৈঠকে অমিত মিত্রর বক্তব্য কেউ শোনেনি।

১০. ওরা ১৪৪ ধারা জারি করে নির্বাচন করিয়েছে বাংলায়। গুজরাতে কেন্দ্রীয় বাহিনী, রাজ্যের বাহিনী এবং বিভিন্ন সংস্থাগুলি একসঙ্গে কাজ করছে।

১১. আমি একদমই বদলাইনি। রাজনৈতিক আদর্শ জামাকাপড়ের মত সকাল, বিকেল, সন্ধ্যে বদলানো যায় না। আমি মানুষের পাশে আছি। তাদের আস্থা জয় করাটাই আমার কর্তব্য।

১২. কেন্দ্রীয় মন্ত্রীরা উন্নয়নের কাজ না করে রাজ্যে রাজ্যে নিজেদের দলের বিস্তার করে বেড়াচ্ছেন। এই সরকার কাজ করে না, শুধু ভাষণ দেয়। ওরা বিজেপি শাসিত রাজ্যগুলিকে বন্যাট্রনের জন্য টাকা দিল, কিন্তু বাংলা কানাকড়িও পেল না।

১৩. পাহাড়ে কেন্দ্র, ও তাদের ওখানকার সাংসদ, নোংরা রাজনীতি করেছে। গুজব রটিয়ে পাহাড়ে আগুন লাগানোর চক্রান্ত হয়েছে। এখন পাহাড়ে শান্তি ফিরে এসেছে।

১৪. মানুষের পক্ষে থাকাটাই আমাদের আদর্শ। আমরা জেলে যেতেও প্রস্তুত কিন্তু ওদের সাথে কোনও আপস করব না।

১৫. গত ছয় বছরে বাংলার কৃষকদের যায় দ্বিগুন হয়েছে। আমরা ৮১ লক্ষ কর্মসংস্থান করেছি। ১০০ কোটি শ্রমদিবস সৃষ্টি করা হয়েছে বাংলায় আমাদের আমলে। কেন্দ্রের চরম অসহযোগিতা সত্ত্বেও আমরা পরিকাঠামো উন্নয়নে জোর দিচ্ছি। আগামী দিনে বাংলাই দেশ কে পথ দেখাবে।

 

Calculated plan to destroy freedom of expression: Bengal CM on Padmavati row

Bengal Chief Minister Mamata Banerjee today charged that the controversy over Sanjay Leela Bhansali’s Padmavati was a “calculated plan” of a political party to destroy freedom of expression.

She urged film industry members to come out in support of Bhansali and his film.

“The Padmavati controversy is not only unfortunate but also a calculated plan of a political party to destroy the freedom to express ourselves.

“We condemn this super emergency. All in the film industry must come together and protest in one voice,” she said in a tweet.

 

 

পদ্মাবতী বিতর্ক নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

 

পদ্মাবতী বিতর্ক নিয়ে সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ছবি নিয়ে এই বিতর্ককে দুর্ভাগ্যজনক আখ্যা দিলেন মুখ্যমন্ত্রী।

আজ একটি টুইট করে মুখ্যমন্ত্রী জানালেন, একটি রাজনৈতিক দলের স্বার্থ সিদ্ধির জন্য সুপরিকল্পিতভাবে মত প্রকাশের স্বাধীনতাকে এভাবে ধ্বংস করা হচ্ছে।

এই ‘সুপার এমারজেন্সি’র কড়া নিন্দা করেছেন তৃণমূলনেত্রী। সারা দেশের চলচ্চিত্র মহলের এক হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত বলে মনে করেন তিনি।

 

Museum coming up inside Bengal Assembly

On November 20, Chief Minister Mamata Banerjee is going to lay the foundation stone of a museum inside the Assembly premises. The museum will depict the rich history of the Legislative Assembly, and through it, the immense contribution of Bengal to the freedom struggle of the country.

It will be housed inside a five-storied building, which will have, among other facilities, a state-of-the-art auditorium.

The history of the Bengal Legislature can be traced back to January 18, 1862 when, under the Indian Councils Act of 1861, a twelve-member Legislative Council for Bengal Presidency was established by the Governor-General of British India, with the Lt Governor of Bengal and some nominated members.

Under the provisions of the Government of India Act 1935, the Bengal Provincial Legislature, as it was named later, was made bicameral – housing the Legislative Council and the Legislative Assembly.

The Legislative Council was abolished in 1969 through the enactment of the West Bengal Legislative Council (Abolition) Act.

At present, the Legislative Assembly has 295 members, which includes 294 members directly elected from single-seat constituencies and one nominated from the Anglo-Indian community. Its term is five years, unless sooner dissolved.

Source: Millennium Post

রাজ্য বিধানসভায় তৈরী হচ্ছে একটি সংগ্রহশালা

পশ্চিমবঙ্গ বিধানসভায় এবার তৈরী হবে একটি সংগ্রহশালা। ২০শে নভেম্বর বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনই শিলন্যাস করবেন।

রাজ্য বিধানসভার সোনালী ইতিহাসের সরণি হয়ে উঠবে এই সংগ্রহশালা। দেশের স্বাধীনতা সংগ্রামে পশ্চিমবঙ্গ বিধানসভার যে ভূমিকা ছিল তাও ধরা থাকবে এই সংগ্রহশালায়।

একটি পাঁচতলা ভবনে তৈরী হবে এই সংগ্রহশালাটি। এখানে থাকবে একটি প্রেক্ষাগৃহও।

রাজ্যের বিধানসভার সূচনা হয় ১৮৬২ সালের ১৮ই জানুয়ারী। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট ১৮৬১ অনুসারে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল, লেফট্যানেন্ট গভর্নর অফ বেঙ্গল ও কিছু মনোনীত সদস্যদের নিয়ে একটি ১২ সদস্যের বিধানপরিষদ গঠন করা হয়।

গভর্মেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ১৯৩৫ অনুসারে বেঙ্গল প্রভিন্সিয়াল লেজিসলেচারকে দ্বিকাক্ষিক করা হয় (বিধানসভা ও বিধানপরিষদ)। ১৯৬৯ সালে অবশ্য রাজ্যের বিধানপরিষদকে তুলে দেওয়া হয় ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ (অ্যাবলিশন) অ্যাক্টের মাধ্যমে।

এই মুহূর্তে বিধানসভার সদস্য সংখ্যা ২৯৫ (২৯৪ জন নির্বাচিত এবং ১ জন মনোনীত সদস্য থাকেন আংলো ইন্ডিয়ান সম্প্রদায় থেকে)। বিধানসভার মেয়াদ ৫ বছর।

Ham Radio

State Govt to sign MoUs for bringing in foreign investment in fish cultivation

The Bengal Government is signing memoranda of understanding (MoUs) with various companies to bring in investment in the sector of fish farming.

The idea behind these joint ventures with the State Government is to make Bengal self-sufficient in terms of fish requirement and bring down imports from other states, as well as to increase the export of fish to other states and also countries.

Already, over the last three years, agreements worth Rs 1,285 crore have been signed with 44 companies (with 12 in 2015, 14 in 2016 and 18 in 2017), of which 20 have started operating. The rest would start operating soon.

While some are engaged in producing fish food, others in production of prawns and shrimps, and still others in bhetki. In a separate development, the State Government has selected seven districts for the cultivation of big fishes like rohu, catla and mrigel. The districts are Cooch Behar, Nadia, Malda, Purba and Paschim Bardhaman, Hooghly and Dakshin Dinajpur. Cultivation of certain big fishes has also started in Purba Medinipur.

The government is training over 1,000 fish cultivators in these districts in the latest techniques, and is also providing them hatchlings and fish food for free.

Source: Anandabazar Patrika

মাছ চাষে লগ্নি টানতে মউ

শিল্পে বিনিয়োগের জন্য দেশ-বিদেশে সফর করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রসনাতৃপ্তিতেও লগ্নি টানতে ঝাঁপাচ্ছে রাজ্য সরকার। মাছে-ভাতে বাঙালি। সেই মাছের যাতে কোনও ঘাটতি না-হয়, তার জন্য লগ্নি টানতে বিভিন্ন সংস্থার সঙ্গে ‘মউ’ বা সমঝোতাপত্র স্বাক্ষর করছে রাজ্য সরকার।

মাছ চাষের সঙ্গে যুক্ত ৪৪টি কোম্পানির সঙ্গে ইতিমধ্যেই মউ স্বাক্ষরিত হয়েছে। প্রস্তাবিত লগ্নির পরিমাণ ১২৮৫ কোটি টাকা। ২০টি সংস্থা উৎপাদন শুরু করে দিয়েছে। তাদের লগ্নির পরিমাণ প্রায় ৩৪০ কোটি টাকা। অন্য কোম্পানিগুলির বিনিয়োগের কাজও এগোচ্ছে বলে দাবি মৎস্যমন্ত্রীর।

মুখ্যমন্ত্রী চান মাছে স্বনির্ভর হোক বাংলা, বাংলার গ্রামে গ্রামে মাছ চাষ বাড়ুক। সেই দিকে লক্ষ্য রেখে গত তিন বছরে মাছ চাষের উৎপাদন বাড়াতে ৪৪ টি মউ সই করেছে মৎস্য দফতর। তার মধ্যে ২০১৫ সালে ১২টি, ২০১৬ সালে ১৪টি এবং ২০১৭ সালে ১৮টি চুক্তি স্বাক্ষর করেছে মৎস্য দপ্তর।

কোনও সংস্থা মাছের খাদ্য তৈরি করছে, কেউ চিংড়ি চাষ করছে, কেউ বা করছে ভেটকি চাষ। বড় বড় রুই, কাতলা, মৃগেল মাছ উৎপাদনের জন্য ছ’টি জেলাকে বেছে নেওয়া হয়েছে। সেখানেই বড় মাছের চাষ হবে। এর জন্য এক হাজার মৎস্যজীবীকে মাছ চাষের আধুনিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সরকার থেকে দেওয়া হচ্ছে মাছের খাবার, মাছের চারা।

কোচবিহার, নদিয়া, মালদহ, বর্ধমান, হুগলি ও দক্ষিণ দিনাজপুরে সাড়ে তিন হাজার জলা আছে। সেখানে বড় রুই-কাতলা-মৃগেল চাষ করা হবে। পূর্ব মেদিনীপুরে বড় মাছ চাষ শুরু হয়েছে, বলেন মৎস্যমন্ত্রী।

Bengal to become an ODF state by August 2018

Mission Nirmal Bangla, an internationally awarded scheme for removing the scourge of open defecation from Bengal, is going to reach a major milestone next August when Bengal would become an open defecation-free (ODF) state.

Under the scheme, which is a brainchild of Mamata Banerjee, 67 lakh rural households in Bengal would have been equipped with toilets by August 2018. These facts were stated by State Panchayat and Rural Development Minister, Subrata Mukherjee at a recent workshop on sanitation held at Sector V in Salt Lake, Kolkata.

It may be mentioned that Nadia was the country’s first district to achieve ODF status. The other districts that have become ODF in Bengal are North and South 24 Parganas, Purba Medinipur, Hooghly, Purba and Paschim Bardhaman, Cooch Behar, Malda and Howrah.

The minister said that Birbhum, Murshidabad, Paschim Medinipur and Dakshin Dinajpur will achieve the target by the end of December. Further, the districts of Alipurduar, Uttar Dinajpur and Jalpaiguri will be declared ODF by March 2018.

 

২০১৮র আগস্ট মাসের আগেই নির্মল হবে বাংলা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ২০১৩ সালে শুরু করেছিল মিশন নির্মল বাংলা। আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত এই প্রকল্প পৌঁছাবে তার শিখরে ২০১৮ সালের আগস্ট মাসে।

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী জানিয়েছেন আগামী বছরের মধ্যেই নির্মল হবে বাংলা। এই প্রকল্পর লক্ষ্য ছিল ২০১৮র মধ্যে ৬৭লক্ষ গ্রামীণ পরিবারের জন্য শৌচাগার নির্মাণ করা।

প্রসঙ্গত, নদীয়া জেলাকে দেশের প্রথম নির্মল জেলা ঘোষণা করা হয়েছিল ২০১৫ সালে। বাকি যে সকল জেলা ‘নির্মল জেলা’ হয়েছে, সেগুলি হল: উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলী, কোচবিহার, মালদা ও হাওড়া।

মন্ত্রী বলেন, ডিসেম্বর মাসে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুরকেও ‘নির্মল জেলা’ ঘোষণা করা হবে। এরপর আলিপুদুয়ার, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি জেলা নির্মল জেলা হিসেবে ঘোষিত হবে ২০১৮ সালের মার্চ মাসে।

 

 

Bengal Govt to buy 7 crore jute bags from state’s jute manufacturers

The Bengal Government, through its Food and Supplies Department, has decided to buy 7 crore jute bags from the state’s jute manufacturers, through the Jute Corporation of India.

These bags would be supplied to the state’s rice mills, for them to supply rice to the government.

Jute is a traditional industrial sector of Bengal, which has been neglected for long by the Central Government despite repeated requests by the Bengal Government to help the jute farmers and manufacturers.

This latest move by the State Government is the result of Chief Minister Mamata Banerjee forming a Group of Ministers to look into ways of ameliorating the condition of those involved with the jute industry, be they jute farmers, jute mill workers or others.

Of the 7 lakh jute bags to be bought, the government would buy 1.2 lakh for transporting the rice from the kharif growing season, at a cost of Rs 300 to 325 crore.

রাজ্যের পাটশিল্প বাঁচাতে ৭ কোটি বস্তা কিনবে খাদ্য দপ্তর

রাজ্যের পাটশিল্প ও পাটচাষিকে উৎসাহিত করতে খাদ্য ও খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর নয়া পদক্ষেপ নিতে চলেছে। রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তর রাজ্য জুড়ে মিলগুলিকে ৭কোটি পাটের ব্যাগ (বস্তা) সরবরাহ করতে চলেছে। এই ব্যাগগুলিতেই রাজ্য সরকারকে চাল সরবরাহ করবে মিলগুলি।

পাটশিল্পকে উৎসাহিত করতে ও এই শিল্পের একটা দীর্ঘমেয়াদি সমাধান সূত্র বার করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রসঙ্গত, লক্ষ লক্ষ মানুষের জীবিকার সঙ্গে যুক্ত সেক্টরগুলির পুনরুজ্জীবনে নয়া কৌশল অবলম্বন করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি মন্ত্রী গোষ্ঠী তৈরি করেছেন। এই গ্রুপ অফ মিনিস্টার্স এই অভিনব সিদ্ধান্ত নিয়েছে।

রাজ্য সরকার শীঘ্রই খারিফ মরশুমে চাল সংগ্রহের জন্য ৩০০ থেকে ৩২৫ কোটি টাকা ব্যয়ে ১.২ লক্ষ চটের বস্তা কিনতে চলেছে।

Source: Khabar 365 Din

 

State Govt to set up hydroelectric power station in the Hills region

The Bengal Government would start the construction of a batch of small hydroelectric power stations in the Hills region.

The one at Ragnu in Darjeeling district, worth 6 megawatt (MW) has already been approved and work is in progress. Surveys are going on for setting up others in Rimbik, Nagrakata, Mirik and other places.

Hydroelectric power stations are much less pollution, hence the decision for setting up these in an ecologically sensitive region like the Darjeeling district has been taken.

Currently, 1076 MW of electricity is produced in Bengal using the hydroelectric method.

Source: Bartaman

 

পাহাড়ে জলবিদ্যুৎ কেন্দ্র তৈরির কাজে ঝাঁপাচ্ছে রাজ্য

পাহাড়ে নতুন করে একগুচ্ছ নয়া জলবিদ্যুৎ কেন্দ্র তৈরির কাজ করতে চায় রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানি। সেই মতো রিম্বিক, নাগরাকাটা, মিরিক সহ একাধিক জায়গায় সমীক্ষার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। দার্জিলিং জেলার রগনুতে ছ’মেগাওয়াটের আরও একটি জলবিদ্যুৎ কেন্দ্র তৈরির পরিকল্পনা চলছে। সমীক্ষার জন্য গত মাসের শেষের দিকে টেন্ডার ডাকা হয়েছে।

বর্তমানে রাজ্যে জলবিদ্যুৎ ক্ষেত্র থেকে ১০৭৬ মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হয়। তার মধ্যে ৯০০ মেগাওয়াটের পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রকল্পও রয়েছে। বাকিগুলি হল, তিস্তা ক্যানাল প্রকল্প (৬৭.৫ মেগাওয়াট), রাম্মাম প্রকল্প (৫১ ,মেগাওয়াট), জলঢাকা প্রকল্প (৪৪ মেগাওয়াট) সহ অন্যান্য কেন্দ্র। রাজ্য চাইছে দার্জিলিংয়ে ছোট (কমবেশি ৫ মেগাওয়াট) জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে।

জলবিদ্যুতের ক্ষেত্রে দূষণের সমস্যা কম থাকে। তার ওপর এইসব কেন্দ্র তৈরি হয়ে যাওয়ার পর বিদ্যুৎ উৎপাদনের খরচ তুলনামুলকভাবে অনেক কম হয়। পাহাড়ে জলবিদ্যুতের পাশাপাশি পুরুলিয়ায় তুর্গা পাম্প স্টোরেজ প্রকল্প (১০০ মেগাওয়াট) রুপায়ন করার সিদ্ধান্ত হয়েছে।

তাপবিদ্যুতের পাশাপাশি এবার অচিরাচরিত শক্তির উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ বৃদ্ধিতে জোর দেওয়া হয়েছে। অচিরাচরিত শক্তির ক্ষেত্রে সৌরবিদ্যুৎ, জলবিদ্যুৎ, বায়োমাসসহ অন্যান্য উৎস রয়েছে। তাঁর মধ্যে পাখির চোখ করা হচ্ছে সৌরবিদ্যুৎ ও জলবিদ্যুৎকেই।

State Govt planning to set up eco-industrial parks

The Bengal Government is seriously exploring the possibility of setting up eco-industrial parks, which includes the creation of a sustainable model for future units, as the State Government is committed to anything that is green, clean and sustainable.

Towards that end, it would soon initiate discussions with the United Nations Industrial Development Organization (UNIDO) and the Confederation of Indian Industry (CII).

An eco-industrial park is a community of manufacturing and service businesses located together on a common property. It is also an initiative for a valid approach for scaling up resource efficiency and cleaner production in industrial zones. It is one of the practical ways for transition to green industry and achieving resource efficiency.

Over the last six years, the Trinamool Congress Government has proved its commitment towards the development of environment-friendly methods, processes and programmes, be it the setting of a target of generating about 3,000 MW through alternative sources of energy or the recently-taken decision to introduce 20 electric buses for Kolkata and its surrounding areas or setting up solar lights in parks or the countless other measures

Source: Millennium Post

ইকো-ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়তে উদ্যোগী রাজ্য সরকার

উন্নয়নের সাথে সাথে পরিবেশ রক্ষার প্রতিও দায়বদ্ধ রাজ্য সরকার। ‘ক্লিন এন্ড গ্রীন’ উন্নয়নের মডেলকেই পাখির চোখ করেছে রাজ্য। তাই এবার ইকো-ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ার ভাবনা রাজ্য সরকারের।

এই লক্ষ্যে রাজ্য সরকার আলোচনা করছে ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ও কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি’র সঙ্গে।

একই জায়গায় একসাথে অনেকগুলি ম্যানুফ্যাকচারিং ও পরিষেবামূলক ব্যাবসায়িক প্রতিষ্ঠান মিলে তৈরী হয় একটি ইকো-ইন্ডাস্ট্রিয়াল পার্ক। এর ফলে একদিকে যেমন সম্পদ ব্যাবহারের কার্যকারিতা বৃদ্ধি হয়, পাশাপাশি কারখানায় উৎপাদনও অনেকটাই পরিবেশ-বান্ধব হয়।

বিগত ছয় বছরে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার বিভিন্ন পরিবেশ বান্ধব পরিকল্পনার মাধ্যমে প্রকৃতির প্রতি দায়বদ্ধতা প্রমাণ করেছে। বাংলায় অচিরাচরিত শক্তির মাধ্যমে ৩০০০ মেগা ওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। খুব শীঘ্রই ২০ টি ইলেকট্রিক বাস চলবে কলকাতার রাজপথে। বিভিন্ন পার্কগুলিতে সৌরআলো উৎপাদনও হচ্ছে।