Chief Minister Mamata Banerjee attended a function of the Minority Affairs and Madrasah Education Department at Netaji Indoor Stadium today, giving out scholarships to children.
Salient points of her speech:
Five lakh children from minority communities were presented scholarships today. In 2011, the annual budget of the Minorities Development & Finance Corporation was Rs 472 crore. In six years, the budget has been increased nearly eight times to Rs 3717 crore (and this despite having to pay Rs 40,000 crore per year, the debt legacy of the CPM).
During the last six years, 1.71 crore children have received scholarships, which is a record. The Centre takes money due as taxes from us, but does not give us what is our due. It has stopped funding minorities’ scholarships. The State Government is giving it from its own treasury.
The State Government has allotted Rs 258 crore for giving pension to 2.5 lakh people.
Those who have no work the whole day sit in front of televisions. Their aim is to devise ways to instigate people.
We have given education loans worth Rs 63 crore to more than 18,000 children belonging to the minority communities. Loans for starting businesses have been given to 7 lakh youths. Opportunities to pursue higher education have been given to 1.65 lakh people. People from the minority community are becoming doctors and engineers now.
Burial places and cremations grounds have been renovated. Minority Bhavans have been constructed in every district. We have set up Aliah University, Haj Houses, hostels for the minority communities, ITIs and polytechnic colleges.
All the people of Bengal are our pride. We do not see Hindus and Muslims as being different, we all belong together. This is what humanity is all about. We have to take everyone along, including the Dalits, Adivasis and minorities, on the road to progress.
In some areas, certain people are trying to divide the communities and instigating conflagration. These people are inciting others by bribing them with money. Do not give any importance to them. If you see such people, inform the authorities immediately.
What has happened at GD Birla School is not correct. Teachers are our pride, they are our guardians. Only a few teachers may be bad, but that doesn’t mean the teaching profession should be denigrated. Along with the schools, the teachers should also take up more responsibilities.
I also appeal to the media to follow their responsibilities properly. Some of them publish the wrong news. Those who commit a crime would be punished; there would be no compromise on that. Guardians have the right to protest; but at the same time it has to be kept in mind that children must not miss school.
A person who can take everyone along is a leader. The one who divides a country can never become any sort of leader, let alone lead a country. People do not remember them.
The spirit of Hinduism is about unity; it takes everyone along. It does not teach to divide. We do not agree with those who want to follow only their own rules of religion. Hinduism teaches people to love those from other religions too.
What is the harm in taking everyone along? Some persons ask who do I work for and support? Well, I work for everyone. The evil elements in society – those who spread hatred and rumours, conspire and plot – want to divide people. But the influence of such people is temporary. Keep faith. We ourselves are our biggest strength.
সবাইকে নিয়ে চলার নাম মানবিকতাঃ মুখ্যমন্ত্রী
আজ নেতাজি ইনডোরে সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে সংখ্যালঘু ছেলেমেয়েদের হাতে স্কলারশিপ তুলে দেন মুখ্যমন্ত্রী।
তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ
৫ লক্ষ সংখ্যালঘু ছেলেমেয়েকে আজ স্কলারশিপ দেওয়া হল। ২০১১ সালে সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের বাজেট ছিল ৪৭২ কোটি টাকা, ৬ বছরে এই বাজেট ৮ গুণ বাড়িয়ে ৩৭১৭ কোটি টাকা করা হয়েছে (সিপিএমের ৪০ হাজার কোটি টাকা দেনা শোধ করেও)।
এই ৬ বছরে ১ কোটি ৭১ লক্ষ ছেলেমেয়ে স্কলারশিপ পেয়েছে যা রেকর্ড। বাংলা থেকে কর আদায় করে নিয়ে যায় অথচ পাওনা টাকা দেয় না। সংখ্যালঘুদের স্কলারশিপের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। রাজ্য নিজের কোষাগার থেকে তাদের স্কলারশিপের টাকা দিচ্ছে।
রাজ্য সরকার ২৫৮ কোটি টাকা বরাদ্দ করেছি আড়াই লক্ষ লোককে পেনশন দেওয়ার জন্য।
যাদের কোন কাজ নেই সকাল থেকে টিভির সামনে বসে পড়ে ছবি তোলার জন্য। কোন কাজ করে না, শুধু আগুন লাগায়।
১৮ হাজারের বেশি সংখ্যালঘু ছেলেমেয়েকে আমরা শিক্ষা ঋণ দিয়েছি ৬৩ কোটি টাকা। ৭ লক্ষ ছেলেমেয়েকে ব্যবসা করার জন্য ঋণ দিয়েছি। আমরা ওবিসি রিজার্ভেশন করেছি। ১ লক্ষ ৬৫ হাজারের বেশি ছেলেমেয়েরা উচ্চ শিক্ষার সুযোগ পেয়েছে।
কবরস্থান, শশ্মান ঘাটগুলির ও সংস্কার করা হচ্ছে। সব জেলায় মাইনরিটি ভবন তৈরি হয়েছে। আলিয়া বিশ্ববিদ্যালয়, হজ, হোস্টেল, আইটিআই, পলিটেকনিক কলেজ নির্মাণ করা হয়েছে।
বাংলার সব মানুষ আমাদের গর্ব। আমরা হিন্দু-মুসলমান ভাগাভাগি করি না, সকলে একসাথে চলি। সবাইকে নিয়ে চলার নাম মানবিকতা, সর্বধর্ম। দলিত,আদিবাসী, সংখ্যালঘু সবাইকে ভালবেসে এগিয়ে যেতে হবে।
বিভিন্ন এলাকায় কেউ কেউ বন্ধু সেজে মানুষের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, ভাগাভাগি করার চেষ্টা করছে। এইসব অজানা অচেনা লোক টাকার থলি নিয়ে বসে আছে, এদের গুরুত্ব দেবেন না। এরকম লোক দেখতে পেলে সাথে সাথে পুলিশের কাছে অভিযোগ জানাবেন।
সংবাদমাধ্যমকে আমার অনুরোধ তারা সঠিকভাবে যেন তাদের ভূমিকা পালন করেন। কেউ কেউ বাজে ঘটনাকে প্রচার করে। অপরাধ করলে তার শাস্তি হবে, সেখানে কোনরকম কম্প্রোমাইজ করা হবে না।
যে দেশের সবাইকে নিয়ে চলবে সেই হবে দেশ নেতা। যারা দেশকে ভাঙ্গে তারা দেশের নয়, কোন চেয়ারের নেতাও হতে পারে না। তাদের কোন স্থায়িত্ব থাকে না।
হিন্দুধর্ম সর্বজনীন, সবাইকে গ্রহণ করে। হিন্দু ধর্ম ভাগাভাগি করতে শেখায় না। কেউ যদি নিজের ইচ্ছেমতো ধর্ম পালন করে তাঁর সঙ্গে আমরা একমত নই। নিজের ধর্মের সঙ্গে সঙ্গে অন্য ধর্মকেও ভালোবাসতে শেখায় হিন্দু ধর্ম।
সবাইকে নিয়ে চললে আপত্তিটা কোথায়? ওরা আমায় বলে আমি কাদের জন্য কাজ করব, কাদের সঙ্গে কথা বলব? আমি সবার জন্য কাজ করি। যারা সমাজের দুষ্টু লোক, যারা কুৎসা, চক্রান্ত, ষড়যন্ত্র ও চক্রান্ত করে তারা ভাগাভাগি চায়। এটা সাময়িক, ভরসা রাখুন। আমরা নিজেরাই আমাদের সবচেয়ে বড় ভরসা।