Bengal Govt to start karimeen fish cultivation in Haldia

Within eight to nine months, Bengalis in the state would be getting to enjoy a new tasty fish: karimeen. This favourite of Kerala is going to be cultivated in Haldia with the help of the Fisheries Department.

The fishes are going to be cultivated by fisherwomen of Haldia block, in Purba Medinipur district. The Fisheries Department has trained about 50 fisherwomen for one-and-a-half months at one of its farms.

Though cultivated in sweet water in Kerala, this fish can also thrive in brackish water. Hence these fishes would be cultivated in farms in the coastal regions of Haldia block.

 

হলদিয়ায় হচ্ছে কারিমীন মাছের চাষ

আগামী শারদ উৎসবে মৎস্য প্রিয় বাঙ্গালিকে উপহার হিসেবে নতুন মাছের স্বাদ দিতে উদ্যোগী হল রাজ্যের মৎস্য দপ্তর।

কেরলের অতি প্রিয় কারিমীন মাছ আগামী ৮/৯ মাসের মধ্যে আট থেকে আশি বছর বয়সের বাঙালির খাবার পাতে জায়গা করে নিতে চলেছে। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া ব্লকের মহিলা মৎস্যজীবীদের হাত ধরে প্রথম বাংলায় আগমন ঘটতে চলেছে এই রাজ্যে।

হলদিয়ার মৎস্য দপ্তরের ফিশারি ফার্মে দেড় মাস ধরে প্রশিক্ষণ দেওয়ার পর ৫০ জন মৎস্যজীবীর হাতে বিনামূল্যে তুলে দেওয়া হয় মাছের পোনা।

কেরলের কারিমীন একটি আদিবাসী পর্যায়ের মাছ। যা প্রধানত মহাদেশীয় উপদ্বীপের পূর্ব ও দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় উপকুল ভাগ বরাবর পাওয়া যায়। এই মাছের বিজ্ঞানসম্মত নাম ইট্রোপ্লাস সুরেটেনসিস, ইংরিজিতে পার্ল স্পট ফিশ; সারা গা জুড়ে সাদা সাদা দাগ থাকে বলে এর নাম মুক্ত গোছা।

কেরলে শুধুমাত্র মিষ্টি জলে চাষ হলেও, এই মাছ ঈষৎ নোনা জলেও চাষ করা যায়। এর ফলে রাজ্যের মৎস্যজীবীরা বাড়তি উপার্জনের সুবিধা পাবে।

 

Source: Khabar 365 Din

The image is representative (source)

Bengal plans GI tag for Kalonunia and Randhunipagal rice

The State Government is planning to apply for a geographical (GI) tag, which is a marker for the geographical uniqueness of a product, for the Kalonunia and Randhunipagal varieties of rice, two of the indigenous varieties of aromatic fine rice from Bengal, according to the State Agriculture Minister. While Kalonunia is grown in the northern region of the state, Randhunipagal is grown in the western region.

Kalonunia is cultivated in the districts of Jalpaiguri, Cooch Behar, Alipurduar and Darjeeling (plains regions of the district). Randhunipagal is cultivated in the districts of Birbhum, Pruba Bardhaman, Paschim Bardhaman, Bankura and Hooghly.

Gobindobhog and Tulapanji have already received the GI status, and the term ‘Bengal Aromatic Rice’ has been included in official documentation registered with the patent office. Kalonunia and Randhunipagal would fall under the same label.

Gobindobhog and Tulapanji are primarily grown in the Damodar River basin and in the districts of north Bengal, respectively.

Getting a GI tag helps a product to be marketed as exclusively from the geographical region it hails from, be it a food product, a beverage, a fruit, a handicraft, a handloom product or any other regionally exclusive entity. The Bengal Government has been actively patenting various products in order to market them internationally too.

The demand would naturally also help in saving these indigenous varieties of rice, which are nutritionally rich, but many of which are facing extinction as a result of the cultivation of only the commercially viable varieties. In fact, the State Government is carrying on research work with 41 such varieties.

Kalonunia, a medium-sized blackish grain, is produced at the rate of 2.2 to 2.4 tonnes per hectare of cultivated paddy, while the small-sized Randhunipagal is produced at the rate of 2.3 to 2.5 tonnes per hectare of cultivated paddy. These are eaten as plain rice or as an alternative to Basmati (in the case of Kalonunia) and as the principal component of payesh, pithe and khichuri bhog for pujas.

According to officials of the State Science and Technology Department, preparation of the documentation to be presented by the state to the patenting authority is almost complete.

 

কালোনুনিয়া ও রাঁধুনিপাগল চালের জন্য জিআই তকমা চাইবে বাংলা

শুরু হয়েছিল গোবিন্দভোগকে দিয়েই। জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই-তকমাকে হাতিয়ার করে বাংলার বিভিন্ন সুগন্ধী চালকে সংরক্ষণ করতে এ বার উদ্যোগী হচ্ছে রাজ্য।

এবছর অক্টোবর মাসেই গোবিন্দভোগ ও তুলাইপাঞ্জি চালের জিআই তকমা পেয়েছে রাজ্য। চাল দু’টির এই স্বীকৃতির চিহ্ন বা লোগোতে ‘বেঙ্গল অ্যারোমেটিক রাইস’ বা বাংলার সুগন্ধী চাল পরিচয়টুকুও এখন নথিভুক্ত। আরও কয়েকটি সুগন্ধী চালকে চিহ্নিত করার কাজও জোরকদমে চলছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী।

এ রাজ্যের বিভিন্ন উৎকর্ষ জিআই-নথিভুক্ত করার প্রক্রিয়ায় জড়িত বিজ্ঞান-প্রযুক্তি বিভাগের অধিকর্তাদের দাবি, রাঁধুনিপাগল ও কালো নুনিয়ার মতো আরও দু’টি সুগন্ধী চালের সবিস্তার নথি এখন কার্যত তৈরি। এর ভিত্তিতে দ্রুত জিআই-এর আবেদন করা হবে।

জিআই-তকমার মানে এই চালগুলি শুধু বাংলাতেই উৎপাদিত হয়। রাঁধুনিপাগল, কালোনুনিয়ার মতো ঐতিহ্যশালী চালকে জিআই-এর মাধ্যমে পরিচয় করিয়ে বিশ্ববাজারে মেলে ধরার কথা বলছেন কৃষিমন্ত্রী। উচ্চ ফলনশীল ধানের চাপে কোণঠাসা বহু সাবেক ধানের চালের সঙ্গেই জড়িয়ে সাংস্কৃতিক গরিমাও। মন্ত্রীর দাবি, ৪১টি ধানের বীজ নিয়ে তার বিস্তারের চেষ্টা চলছে রাজ্যে।

 

Source: The Statesman, Anandabazar Patrika

The image is representative (source)

Bengal Khadi Board giving fillip to the rakhi industry

To help the rakhi-making industry carve out a niche for itself, the West Bengal Khadi and Village Industries Board (WBKVIB), has come forward with necessary financial and technical assistance to give it a new lease of life. WBKVIB is under the Bengal Government’s Micro, Small and Medium Enterprises (MSME) and Textiles Department.

Rakhi-making is a well-known cottage industry in Kalna in Purba Bardhaman district. At present, 30,000 people are engaged in the rakhi industry; about 260 women are part of the industry as well.

WBKVIB has helped in the setting up a Common Facility Centre (CFC) at Rs 75 lakh for offering technical know-how to make the industry viable. A result of the help by the government has been, according to the Weavers and Artisans Society secretary, the supplying of 3.9 lakh rakhis to the State Government in 2017.

The board is also providing working capital and online support. The latter has helped the association immensely in promoting its products.

 

রাখি শিল্পীদের পাশে দাঁড়ালো খাদি ও গ্রামোদ্যোগ বোর্ড

রাখি শিল্পকে উজ্জীবিত করতে উদ্যোগী হল West Bengal Khadi and Village Industries Board (WBKVIB)। এই শিল্পের সাথে যুক্ত সমস্ত মানুষকে প্রয়োজনীয় আর্থিক ও কারিগরি বা কৌশলগত সহায়তা করবে তারা। WBKVIB রাজ্য সরকারের কুটির, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র শিল্প দপ্তরের অধীনস্থ একটি সংস্থা।

পূর্ব বর্ধমানের কালনা জেলার ৩০,০০০ মানুষ রাখি তৈরীর শিল্পের সাথে যুক্ত। এর মধ্যে মহিলা আছেন ২৬০ জন। এ রাজ্যে কালনার রাখির চাহিদা সবসময় তুঙ্গে থাকে।

WBKVIB ৭৫ লাখ টাকা ব্যয়ে একটি কমন ফেসিলিটি সেন্টার গড়বে। এই সেন্টারে রাখি তৈরীর সমস্ত আধুনিক প্রযুক্তি শেখানো হবে যা শিল্পীদের সহায়তা করবে। উল্লেখ্য, ২০১৭ সালে রাজ্য সরকারকে ৩.৯ লক্ষ রাখি পাঠিয়েছে কালনার শিল্পীরা।

ব্যবসা প্রসার করতে WBKVIB শিল্পীদের আর্থিক সহায়তা যেমন করছে, তেমনই অনলাইনে বিপণন সংক্রান্ত সাহায্যও প্রদান করছে তারা।

 

Source: The Statesman

The image is representative (source)

We will announce a new IT Policy at BGBS 2018: Bengal CM at Infocom

Bengal Chief Minister Mamata Banerjee today attended the inaugural ceremony of Infocom 2017. She announced that the new IT Policy of the State will be unveiled at Bengal Global Business Summit, 2018.

The CM highlighted the role played by Bengal in driving the digital transformation in India. She spoke at length about e-governance initiatives of the State. Mamata Banerjee invited industrialists to invest in Bengal.

 

Highlights of Mamata Banerjee’s speech:

  • Bengal is the flag-bearer of digital transformation in India. This transformation began six years ago. Bengal has shown the way to the rest of the country, and for that has won the first prize from the Central Government.
  • E-governance and e-taxation have been started. Bengal was the first state to integrate online customisation in work related to customs, for which we have received awards. Bengal is doing a lot of work but silently, and leading the country in various aspects.
  • The previous government was not interested in implementing IT processes. On the other hand, we have been stressing on that from day one. Many companies are opening up facilities in the state; they are doing good work.
  • We have set up a IIIT in Kalyani. Other IT parks have been set up in Siliguri, Rajarhat and Sonarpur.
  • We will announce a new IT Policy at Bengal Global Business Summit, 2018, which will be held on 16-17 January, 2018.
  • Bengal is now a global destination. There is ideal condition to set up industry. Come, invest in Bengal; we will provide all necessary help. Bengal is a digital platform.
  • Bengal is the destination for investment in the future. Economically, geographically, politically – in all aspects – Bengal is stable.
  • We are proud of our youths. They are very talented. The youth are our driving force. Bengal’s talent is famous worldwide.
  • We have doubled our revenue income in six years. 80 lakh mandays were lost due to bandhs in the past; now the number is zero. We do not support bandhs.
  • Bengal is ahead of the national average in terms of GDP growth, agricultural growth, industrial growth. We have created 81 lakh employment in six years.
  • Our actions speak louder than words. We believe in doing rather than making empty promises.

 

 

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ঘোষণা হবে বাংলার নুতুন আই টি পলিসিঃ মুখ্যমন্ত্রী

 

আজ ইনফোকম -২০১৭ র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ঘোষণা হবে বাংলার নুতুন আই টি পলিসি (তথ্যপ্রযুক্তি নীতি) ঘোষিত হবে।

এদিন শিল্পপতিদের বাংলায় বিনিয়োগের আহ্বান জানান মুখ্যমন্ত্রী।

 

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

  • ডিজিটাল ট্রান্সফরমেশনের পথিকৃৎ বাংলা। ৬ বছর আগে বাংলায় এই প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাই সকলকে পথ দেখিয়েছে এবং ডিজিটাল ট্রান্সফরমেশনে বাংলা ভারতের মধ্যে প্রথম পুরস্কার পেয়েছে।
  • ই–গভর্ন্যান্স, ই-ট্যাক্সেশন প্রক্রিয়া চালু হয়েছে। আবগারি দপ্তরও আমাদের পুরস্কার দিয়েছে। সারা ভারতবর্ষে বাংলা একমাত্র রাজ্য যারা প্রথম এই প্রক্রিয়া শুরু করে। বাংলা নীরবে কাজ করে যাচ্ছে। বাংলাই দেশকে পথ দেখিয়েছে।
  • আগের সরকার এই বিষয়ে উৎসাহী ছিল না। কিন্তু আমরা আসার পর এই নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছি। বিভিন্ন শিল্প সংস্থা রাজ্যে একের পর এক ভালো কাজ করে যাচ্ছে।
  • আমরা কল্যাণীতে ট্রিপল আই টি চালু করেছি। এছাড়া শিলিগুড়ি, বর্ধমান, রাজারহাট, সোনারপুরে আই টি সেক্টর রয়েছে।
  • আগামী জানুয়ারি মাসের ১৬-১৭ তারিখে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে, আমরা সিদ্ধান্ত নিয়েছি সেখানে আমরা নতুন আই টি পলিসি ঘোষণা করব।
  • বাংলা এখন শিল্পের গন্তব্যস্থল। বাংলায় শিল্পের অনুকূল পরিবেশ রয়েছে। আসুন বাংলায় বিনিয়োগ করুন, আমরা আপনাদের সব রকম সহযোগিতা করব। বাংলা একটি ডিজিটাল প্ল্যাটফর্ম।
  • বাংলাই ভবিষ্যতে বিনিয়োগের ঠিকানা। অর্থনৈতিক, ভৌগোলিক, রাজনৈতিক সব দিক থেকে বাংলা স্টেবল।
  • আমরা আমাদের যুব সপ্রদায়ের জন্য গর্বিত, তারা খুবই মেধাবী এবং তারাই আমাদের শক্তি। বাংলার প্রতিভা সারা বিশ্বে স্বীকৃত।
  • ৬ বছরে আমাদের রাজ্যস্ব দ্বিগুন বৃদ্ধি পেয়েছে। আগে ৮০ লক্ষ শ্রম দিবস নষ্ট হতো এখন সেই সংখ্যা শূন্য । আমরা বনধ সমর্থন করি না।
  • ভারতের তুলনায় বাংলার জি ডি পি গ্রোথ অনেক ভালো, আর্থিক বৃদ্ধি দ্বিগুন হয়েছে। এছাড়া কৃষি, শিল্প সবেতেই বৃদ্ধি বেশ ভালো হয়েছে। এই ৬ বছরে ৮১ লক্ষ কর্মসংস্থান হয়েছে।
  • আমরা অনেক কাজ করছি। আমি কথায় নয়, কাজে বিশ্বাস করি।

Model farm by MSME Dept to help tribal population in Jhargram

The State Micro, Small and Medium Enterprise (MSME) Department is going to set up a model farm in Jhargram district to help the tribal population there gain financial independence. The over-20-acre farm will produce vetiver, lemongrass and essential oils. A distillation unit will also be established there.

Over 50,000 people are already associated with the aroma industry in this district. This venture will be a blueprint for more such ventures, which will help in employment generation as well as in making many of the tribals self-sufficient. The State Government will actively encourage and provide financial and technical help for setting up the farms.

Chief Minister Mamata Banerjee has done a lot since she came to power in 2011 to help the tribal population of the Jangalmahal region get back on their feet. She also made Jhargram into a separate district in order to bring about focussed developmental activities.

 

আদিবাসীদের উন্নয়নে ঝাড়গ্রামে তৈরী হবে মডেল ফার্ম

রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প দপ্তর নবনির্মিত ঝাড়গ্রাম জেলায় তৈরী করতে চলেছে একটি মডেল ফার্ম। এই ফার্মটি তৈরি করা হবে আদিবাসীদের আর্থিকভাবে আরও স্বচ্ছল করে তোলার লক্ষ্যে। ২০ একর জমির ওপর গড়ে উঠবে এই ফার্ম। এখানে উৎপাদন করা হবে ভেটিভার, লেমনগ্রাস ও অন্যান্য তেল। পরিশোধন ব্যবস্থাও থাকবে এখানে।

এই অঞ্চলের প্রায় ৫০,০০০ মানুষ সুগন্ধি শিল্পের সঙ্গে জড়িত। এই মডেল ফার্মের উদ্যোগের ফলে এলাকায় কর্মসংস্থান বাড়ার সঙ্গে সঙ্গে আদিবাসীরা আর্থিক ভাবেও স্বনির্ভর হবেন। এই ফার্ম তৈরীতে রাজ্য সরকার আর্থিক ও প্রযুক্তিগত সবরকম সাহায্য করবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সালে শাসনভার গ্রহণ করার পর থেকেই আদিবাসীদের উন্নয়নের লক্ষ্যে অনেক পদক্ষেপ নিয়েছেন। ঝাড়গ্রামকে পৃথক জেলার স্বীকৃতিও দিয়েছেন তিনি।

 

Source: Millennium Post

Handicraft artisans witness marked growth under the Trinamool Congress Govt

Chief Minister Mamata Banerjee’s zeal for taking Bengal back to its glory days is bearing fruit. Minister of State for Micro, Small and Medium Enterprises (MSME) Department recently said that the Trinamool Congress Government has brought about a marked growth in the socio-economic condition of handicrafts artisans in the rural reaches of the state by giving them platforms to sell their items. He was speaking at the prize-distribution ceremony of the State Handicrafts Expo in New Town.

As many as 40 handicrafts and handloom fairs are organised by the Trinamool Congress Government at various locations every year. During the previous Left Front Government, only 12 such fairs used to be held.

The minister followed it up with another comparison – from the various fairs, handicraft items worth nearly Rs 40 crore are sold every year, compared to Rs 18 crore during the previous government’s rule. Not just that, many of the handicraft items have found a market abroad, courtesy again, the current State Government.

The government is also bearing the travel expense of the artisans who bring their products from far-off districts and showcase them at the fairs. To ensure that the artisans do not face any difficulties, the MSME Department is also waiving the entry fees for the participants.

 

তৃণমূলের আমলে হস্তশিল্পের প্রসার ঘটেছে

রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা হস্তশিল্পীদের তৈরী সামগ্রী নিয়ে বিগত বাম শাসনে সারা রাজ্যে মেলা হত মাত্র ১২টি। আর ২০১১ সালে রাজ্যে শাসনভার বদলানোর পর তা বেড়ে হয়েছে ৪০টি। সেই আমলে সব মেলা মিলিয়ে সর্বোচ্চ বিক্রি হয়েছিল ১৮ কোটি ৭৪ লক্ষ টাকার। সেখানে গত বছরই ৪০টি মেলায় ৪৫ কোটি টাকার বেশী বিক্রি হয়েছে।

এবার হস্তশিল্প মেলা হচ্ছে নিউটাউনের ইকো পার্কে। সেখানে ১০ ডিসেম্বর পর্যন্ত মেলা চলবে। ইতিমধ্যেই ১১ কোটি ৫৪ লক্ষ টাকার জিনিস বিক্রি হয়েছে। এভাবেই রাজ্যের বর্তমান সরকার হস্তশিল্পীদের তৈরী করা নানা সামগ্রী বিপণনের সুযোগ ও সম্ভাবনা বাড়িয়েছে।

এই পরিসংখ্যান দিয়ে রাজ্য সরকারের সাফল্য ব্যাখ্যা করেন ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প মন্ত্রী। ইকো পার্কে এদিন রাজ্য পর্যায়ে হস্তশিল্প প্রতিযোগিতায় শ্রেষ্ঠ ৭৫ জনকে আর্থিক পুরস্কার ও মানপত্র তুলে দেন তিনি।

Source: Millennium Post

Investments in north Bengal worth Rs 2,345.82 Cr: Dr Amit Mitra

The 5th North Bengal Conclave has turned out to be a big boost to industry in the region. Dr Amit Mitra, Bengal’s Finance and Industry & Commerce Minister, said at the day-long summit on December 5, which he had inaugurated, that the region has received investments worth Rs 2,345.82 crore over the last two years.

He explained the figure thus: Expressions of interest worth Rs 888 crore were signed at the conclave, and during the Agro Synergy in May 2017, it was approximately Rs 600 crore. Combining these with the work undertaken in 2015, and proposed investments and new projects, the figure comes to a staggering Rs 2,345.82 crore.

He also said that this is just an indicative figure, implying that more is to come adding that there is huge potential in north Bengal, and the State Government will do everything to attract investments in the region.

 

উত্তরবঙ্গে বিনিয়োগের ইচ্ছা প্রকাশ শিল্পপতিদের

শিল্প সম্মেলনের মধ্যে দিয়ে উত্তরবঙ্গে বিনিয়োগের ইচ্ছা প্রকাশ করলেন শিল্পপতিরা।

শিলিগুড়ির দার্জিলিং মোড় এলাকায় সিআইআই শিল্প সম্মেলনের আয়োজন করেছিল। বাংলাদেশ ও ভুটান থেকেও শিল্পপতিরাও এখানে আসেন। এ ছাড়া উত্তরবঙ্গের আট জেলার শিল্পপতিরাও অংশ নেন। বাংলাদেশের শিল্পপতিরা উত্তরবঙ্গের পর্যটন শিল্পে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি বাংলাদেশ আবেদন করে ভারতের শিল্পপতিদের বাংলাদেশে শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ করতে।

উত্তরবঙ্গে বিনিয়োগে অনেক সুযোগ, পাহাড় থেকে সমতলে সব জায়গায় বিনিয়োগ করা যায়। শিলিগুড়ি সংলগ্ন গাজোলদবায় ভোরের আলোতে পর্যটন হাব তৈরী হচ্ছে। সেখানেও বিনিয়োগ করা যায়।

মুখ্যমন্ত্রীর উদ্যোগে প্রতি জেলায় ল্যান্ড ব্যাঙ্ক তৈরী হয়েছে। শিল্পের সমস্ত প্রয়োজনে রাজ্য সরকার সাহায্য করে। বাগডোগরা থেকে বাংলাদেশ পর্যন্ত বিমান চালানোর চেষ্টা করা হচ্ছে। শিক্ষাক্ষেত্রে ১৭০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে।

Source: Millennium Post

‘Ahare Bangla’ food festival to begin today

The food festival of Bengal Government ‘Ahare Bangla’ is going to start from December 8 and continue till December 11. People can visit the festival on all the days between 12 noon to 9 PM. The inauguration of the festival will be held on December 7 evening.

Representatives from four foreign countries will be participating in ‘Ahare Bangla’ this year, which starts from December 8 at New Town Mela Ground. Representatives from China, Japan, Russia and Nepal will be present at the food festival to give the residents of city of joy a taste of their cuisine.

There will be enough space in the mela ground where an arrangement for more than 2000 people will be made.

‘Ahare Bangla’ is the brainchild of Chief Minister Mamata Banerjee. It may be recalled that in 2016 there was a staggering footfall of 1.5 lakh people in just five days at the annual food festival, while it was around 65,000 in 2015.

 

‘আহারে বাংলা’ খাদ্য উৎসবের উদ্বোধন আজ

পশ্চিমবঙ্গ সরকারের আয়োজিত বঙ্গীয় খাদ্য উৎসব ‘আহারে বাংলার’ উদ্বোধন হবে আজ। কাল থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে উৎসব প্রাঙ্গন। ৮ই ডিসেম্বর থেকে ১১ই ডিসেম্বর অবধি নিউটাউন মেলা প্রাঙ্গনে চলবে এই খাদ্য উৎসব। রোজ দুপুর বারোটা থেকে রাত ৯টা অবধি চলবে ‘আহারে বাংলা’ খাদ্য উৎসব।

এবারের খাদ্য উৎসবে চীন, জাপান, রাশিয়া, নেপাল সহ নানা দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। উৎসব প্রাঙ্গনে একসাথে ২০০০ লোকের জন্য জায়গার ব্যবস্থা থাকবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিস্কপ্রসূত এই খাদ্য উৎসব শুরু হয় ২০১৫ সালে। এবছর ৬৫০০০ লোক এই মেলায় এসেছিলেন। ২০১৬ সালে ‘আহারে বাংলা’ তে হয় বিপুল জনসমাগম। ১.৫ লক্ষেরও বেশি মানুষ রসনাতৃপ্তির জন্য এই খাদ্য উৎসবে এসেছিলেন।

The State of communal harmony in India

The Constitution enshrines as a fundamental right, held essential to the core of the democratic values of India, the religious equality and protection of vulnerable minorities. While there is a deafening silence on action taken for the protection and against the violators of these fundamental rights, there is also a noticeable outsourcing of terror by the Government in office to the many local right-wing affiliates of the ruling party and the mob.

On communal harmony, or its disruption thereof, the indifference of this Government is becoming clearer with each passing incident of lynching and/or rioting. True, law and order is the jurisdiction of the State. This is where it becomes important to note the findings of the Minority Rights Groups International (MRG) on communal violence in India, based on data from the Ministry of Home Affairs.

RIOTING AND THE ROLE OF THE BJP

There has been a sharp upward rise in incidents of communal violence, between 2014 and 2016: 644 (2014), 751 (2015) and 703 (2016) which are concentrated in eight states. Over 85 per cent of recorded communal violence cases in the last 5 years have been from 2013 to 2016. Six out of the eight states showing concentrated violence have governments that are formed by the ruling party at the centre. So far, in three years and five months to May 2017, 322 persons have been killed and 7,398 have been injured in communal violence.

The rapid rise of communal violence is reflected in the spurt of it during the election campaign and the subsequent increase in violence against minorities in the case of UP, from 2017 itself. Up to 20% of all communal violence nationwide over the first five months of 2017 occurred in Uttar Pradesh, according to this reply to the Lok Sabha (lower house of Parliament) by the ministry of home affairs on August 8, 2017, where the BJP gained stronghold through the spread of vitriol and a fear of the “other”.

A Yale survey (“Do parties matter for ethnic violence? Evidence from India”) also points to the definite political gains, in the favour of the BJP, post a riot, given that it leads to further marginalisation and intimidation of the minorities while it strengthens the sentiments of fear that the party capitalises on for electoral dividends. Why UP becomes a case study to this effect is because of the repeated increase in communal violence incited as a tool, by the BJP before elections; patterns repeated in 2013, 2014 as well as in 2017.

Riots almost announced the arrival of the NDA and has since become a key political tool of the many cells of the BJP is glaring. While the then State Governments, and especially State Governments formed by opposition parties, are attacked for not being able to contain the volatility, what is noteworthy is the glaring involvement of the local BJP leaders and a repetition of this pattern of othering around hyper-masculinity and an overt sense of majority persecution that is fueled by the rising shakhas of agencies such as RSS and Durga Vahini. 2015 data identifies that in the five years preceding it, the RSS grew by 61% in shakhas that are designed to organise on local levels and are in a number of occasions those that the riot related rumour mongering can be traced back to.

Here let us take into account the riots that in the North 24 Paraganas of Bengal and the involvement of the JP IT cell secretary of Asansol who had uploaded a fake video of Muslim police officer beating a Hindu man on social media. The fake narrative was also strengthened by the spread of Bhojpuri film footage as acts of violation and sexual harassment by Muslim men over Hindu women. This along with the legitimising retweets of so many such fake new pieces by members high up in the rungs of the BJP declares the direct involvement of the party in worsening the law and order situation while the State Government worked effectively to limit it.

INCIDENTS OF LYNCHING AND STOKING COLLECTIVE RAGE

Addressing the matter of mob violence and lynching of minorities in the name of cow protections, research suggests Muslims were the target of 51% of violence centred on bovine issues over nearly eight years (2010 to 2017) and comprised 86% of 28 Indians killed in 63 incidents. As many of 97% of these attacks were reported after Prime Minister Narendra Modi’s government came to power in May 2014, and about half the cow-related violence – 32 of 63 cases – were from states governed by the Bharatiya Janata Party (BJP) when the attacks were reported, revealed our analysis of violence recorded until June 25, 2017. While this data is alarming, they are not merely numbers.

Mob violence and cow terrorism has taken the lives of a 52 year old man in Dadri, of a sixteen year old boy in Okhla, a 55 year old in Alwar, those whose houses were burnt down in Chattisgarh and these are merely from among these that get media coverage. An analysis of 62 incidents of communal violence between Hindus and Muslims during 2016 covered in mainstream media outlets found that Muslims appeared to have been most affected.

The case of the Government on cow slaughter can be made through a reading of Article 48 of Part IV of the Constitution (as the Finance Minister readily did on the floor of the Rajya Sabha this Monsoon Session), but there is no part of the Constitution that directs the Government to terrorise its citizens through the politics of food and through the active widening of existing fissures. There also can be a defense of the Union Government given riots are State Subjects. Whether in Malda, Fatehpur, in Vadodara or in Basirhat the ruling party of the centre and its reluctance to curb communal sentiments is prominent. Regular baiting of populism while breaking down local law and order in states that pose any opposition is also undeniable.

There is no one way to end an argument on the pressing need to protect minorities against prejudice induced crimes of the most heinous kind. The ideals of equality, liberty and secularism and the idea of pluralism are built into the democratic fabric of India. The current Government’s failing attempts at upholding these values and their active tactics to bore holes into this fabric then become exceedingly conspicuous. To protect the principles that have been the foundational base of post-colonial, emancipated India its people and their fundamental rights must at all cost be protected, even if it is from the elected representatives of the State.

Construction of Kolkata Eye to start early next year

Construction of the landmark Kolkata Eye, a giant ferris wheel, is to start early next year, at the Millennium Park on the bank of the river Hooghly in Kolkata.

This is a dream project of Chief Minister Mamata Banerjee, who had conceived of the idea after her London business visit a few years back. Global tenders for the project will be opened on December 11.

The Kolkata Eye, modeled on the famous London Eye on the river Thames, will be like a giant vertical merry-go-round, with capsules located at the ends of the spokes of the ferris wheel for people to get into and enjoy exhilarating bird’s-eye views of both Kolkata and parts of Howrah, on the other side of the river. Each rotation would take 45 minutes.

The wheel would be 135 metres (m) in height and the total width of the structure (including the area around it) 120 m. A cafeteria would also come up on the site.

The giant wheel is expected to become a major tourist attraction not just in Kolkata, but in the whole country, as no other place in India has such a tourist attraction.

 

কলকাতা আই-এর কাজ শুরু নতুন বছর থেকেই

নতুন বছরে শুরু হতে চলেছে মিলেনিয়াম পার্কে ‘‌কলকাতা আই’–‌‌এর কাজ। দরপত্র আহ্বানের প্রক্রিয়াও শেষ হয়েছে। এ কথা বললেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী।

বিধানসভায় মন্ত্রী জানান, এই প্রকল্প রূপায়ণের প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে। ৯ ডিসেম্বর বিশ্ব দরপত্র ডাকা শুরু হবে। ১১ ডিসেম্বর দরপত্র খোলা হবে। অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে তৈরি হবে কলকাতা আই।

প্রসঙ্গত, লন্ডন আইয়ের আদলে তৈরি হবে কলকাতা আই। এর উচ্চতা হবে ১৩৫ মিটার। ১২০ মিটার চওড়া। মিলেনিয়াম পার্কে ওই জায়ান্ট হুইল তৈরি করা হবে। একবার ঘুরতে সময় লাগবে ৪৫ মিনিট। যেখান থেকে পুরো কলকাতা শহরকে দেখা যাবে। থাকবে বিনোদন পার্ক, ক্যাফেটেরিয়া। শহরবাসীর কাছে এক নতুন আকর্ষণ হয়ে উঠবে এটি।

আশা করা হচ্ছে, ২৪ মাসের মধ্যে কলকাতা আই নির্মাণের কাজ শেষ করে ফেলা যাবে।‌‌‌

 

Source: Aajkal