Winter Session Week 1: Trinamool plays constructive Opposition

During the first week of the Winter Session of Parliament, Trinamool Congress played the responsible Opposition by participating in debates, as well as cornering the government on issues of public importance.

The week began with MPs staging a dharna inside the Parliament complex against the proposed Financial Resolution and Deposit Insurance (FRDI) Bill. Another dharna was organised on December 21 against linking of Aadhaar to various social sector schemes.

Inside the Parliament, the party MPs spoke on important issues like delaying of the introduction of the anti-people FRDI Bill, leakage of sensitive data related to Aadhaar, stubble burning in north India, renewable energy and supplementary demands for grants.

Here is a brief summary of what Trinamool Congress MPs did all through the week:

 

LOK SABHA

Question Hour

Kakoli Ghosh Dastidar asked a Supplementary Question on the importation of onions, and its quantity and price.

Aparupa Poddar asked Supplementary Questions on over-exploitation of groundwater, and cloud harvesting.

Sudip Bandyopadhyay asked a Supplementary Question on Air India.

Dinesh Trivedi asked Supplementary Questions on solar power generation.

Mumtaz Sanghamita asked Supplementary Questions on National Health Accounts.

Bills

Kalyan Banerjee spoke on the proposed shifting of the head office of the profitable Hindustan Steel Workers Construction Limited (HSCL) from Kolkata to Delhi.

Pratima Mondal spoke on the issue of manual scavenging.

Kalyan Banerjee spoke on The Repealing and Amending Bill, 2017.

Saugata Roy spoke on The Central Road Fund (Amendment) Bill, 2017.

Idrish Ali spoke on The Central Road Fund (Amendment) Bill, 2017.

Kalyan Banerjee spoke on The Requisitioning and Acquisition of Immovable Property (Amendment) Bill, 2017.

Aparupa Poddar spoke on The Indian Forest (Amendment) Bill, 2017.

Saugata Roy spoke on Supplementary Demands for Grants – Second Batch for 2017-18.

Saugata Roy spoke during a discussion on natural calamities in various parts of the country.

Zero Hour

Aparupa Poddar spoke on cyber-security issues related to Aadhaar.

Ratna De Nag spoke on the demand for reducing the criteria to avail disability pension.

Tapas Mondal spoke on groundwater management.
RAJYA SABHA

Zero Hour

Sukhendu Sekhar Roy spoke on the leakage of sensitive Aadhaar data of more than 130 million people.

Vivek Gupta spoke on pollution due to stubble burning in north India.

Question Hour

Nadimul Haque asked Supplementary Questions on the infrastructure of AIIMS and on possible actions against government hospitals for cases of medical negligence.

Bills

Vivek Gupta spoke on The Companies (Amendment) Bill, 2017.

Nadimul Haque spoke on The Indian Institutes of Management Bill, 2017.

Point of Order

Derek O’Brien made a Point of Order regarding the delaying of the introduction of the “anti-people” FRDI Bill to the Budget Session.

Sukhendu Sekhar Roy made a Point of Order, asking the government to assure the House about the setting up of special courts for those who have willfully defaulted Rs 8.5 lakh crore of public money.

Derek O’Brien made a Point of Order on blacking out of RSTV on December 21.

Special Mention

Vivek Gupta spoke on privacy issues arising due to Aadhaar.

It turned out to be a productive week for the party. It raised various issues touch the common man’s life.

 

If music and culture grow, civility and society too grow: Mamata Banerjee

Music in all its forms is the unifying force, a means by which peace and harmony can prevail in diversity. Music has been behind many successful movements in the world. It awakens, unifies, and carries forward all struggles. It is the very breath, the very life of the people.

It was with these words that Bengal Chief Minister Mamata Banerjee set the mood of the eight-day Bangla Sangeet Mela and the Biswa Bangla Loksanskriti Utsav during their inaugurations today at Uttirno, the new open-air theatre in Alipore.

“The very name Uttirno means exemplary, as the many artists who will be awarded today and who will participate during the festival are in their skills. Rabindrasangeet, Nazrulgeeti, Bhawali, Bhatiyali, Kirtan … there are so many forms. All have their own types of songs and music, and all are good in their own respective fields,” she said. Musicians too play different types of instruments. “But all subscribe to melody and harmony,” she pointed out.

About 1,500 artists from all over Bengal will be performing at five venues – Rabindra Sadan, Madhusudan Mancha, Sisir Mancha, Fanibhushan Mancha and Rabindra Okakura Bhavan – during the festival. The State government has decided that this year, more people should be involved and enjoy the various forms of music. For three days (December 25, 29 and 30), the performances will begin at 9am, while on the other days, it will begin at 5 pm.

After the advent of the Trinamool Congress government, a large number of folk-singers and musicians and even those who make musical instruments have been given assistance in various ways, including monthly stipends and awards so that there songs continue to be in the mainstream. “We have increased the number of artists receiving assistance from 1 lakh to 1.94 lakh this year. These singers and musicians will get an opportunity to perform and be utilized by the Government in advertisements and other work where the message is through music,” she said.

“If music and culture grows, civility and society grows. Many instruments are needed for a successful song, for an artist to be created. And many people from different walks of life are needed for improvement and progress,” she pointed out.

But it is unfortunate that the harmony and unity that we wanted to portray in the Republic Day parade tableau was not accepted by the Central government. They did not approve of the harmony that we wanted to show through culture, she said.

সব সঙ্গীতকে একজায়গায় তুলে নিয়ে এসে যে সঙ্গীত হয়, তাঁর নাম একতাই সম্প্রীতি: মমতা বন্দ্যোপাধ্যায়

প্রতি বছরের মত এবছরেও রাজ্য সরকার আয়োজন করেছে বার্ষিক সঙ্গীত মেলার। আজ থেকে শুরু হল এ’বছরের সঙ্গীত মেলা, চলবেআগামী ৩০শে ডিসেম্বর পর্যন্ত। এই বার্ষিক গানের উৎসবের অনুপ্রেরণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অন্যান্য বছরের তুলনায় আরও বেশী মানুষকে এই উৎসবের মাধ্যমে আনন্দ দিতে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে ৩ দিন (২৫, ২৯ ও ৩০শেডিসেম্বর) এই উৎসব শুরু করা হবে সকাল ৯টা থেকে। অন্যান্য দিন এই অনুষ্ঠান শুরু হবে বিকেল ৫টায়।

শিল্পীরা পাঁচটি প্রেক্ষাগৃহে সঙ্গীত পরিবেশন করবেন: রবীন্দ্র সদন, মধুসূদন মঞ্চ, শিশির মঞ্চ, ফণীভূষণ মঞ্চ এবং রবীন্দ্র ওকাকুরা ভবন।সারা রাজ্যের সঙ্গীত শিল্পীরা এই উৎসবে সঙ্গীত পরিবেশন করবেন। এই আটদিন ব্যাপী অনুষ্ঠানে রাজ্যের প্রায় ১৫০০ শিল্পী অংশ নেবেন।
এছাড়া শহরের কোনায় কোনায় সঙ্গীতকে পৌঁছে দিতে থাকছে বিশেষ আকর্ষণ ‘পাড়ায় পাড়ায় সঙ্গীত মেলা’।

তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকেই বাংলার লোকশিল্পীদের সাহায্য করার জন্য নিয়েছে নানা পদক্ষেপ। লোকপ্রসার প্রকল্পের মাধ্যমে২ লক্ষ শিল্পীকে দেওয়া হয় মাসিক ভাতা। সম্মানের সাথে গান গেয়ে এই শিল্পীরা এখন সমাজের মূলস্রোতে বিরাজমান।

এবার সঙ্গীত মহাসম্মান পেলেন, অভিজিৎ ভট্টাচার্য ও জিৎ গাঙ্গুলি। এছাড়া যারা সম্মান পেলেন, তারা হলেন, শুভঙ্কর ব্যানার্জি (তবলা), তরুন ভট্টাচার্য (সন্তুর), দেবাশিস ভট্টাচার্য (গিটার), স্বপন বসু (লোকগীতি), রেজওানা চৌধুরী (রবীন্দ্র সঙ্গীত), বিমলা দেবী (ঝুমুর), স্বর্ণ চিত্রকর (পটগান), খাইবার ফকীর (ফকীরি গান)।

সঙ্গীত সম্মানে ভূষিত হলেন, পরিমল ভট্টাচার্য, গৌতম মিত্র (রবীন্দ্র সঙ্গীত), অমিত চৌধুরী (ক্ল্যাসিকাল শিল্পী), স্বপন সেন (গিটার), ইমন চক্রবর্তী (আধুনিক গান), বাকুয়া লোধ (পারকিন্সন), অমিত ব্যানার্জি (সঙ্গীত পরিচালক), দুর্বাদল চ্যাটার্জি (ভায়োলিন), গৌতম দাস বাউল (বাউল গান), ক্ষুদিরাম দাস (কাঠি ঢোল), মায়ারানী পোদ্দার (কীর্তন), সুলেখা রায় (ভায় গান), নিমাই সোরেন (সাঁওতালি গান)।

উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিশেষ কিছু অংশঃ-

  • সঙ্গীত আমাদের প্রাণ, সঙ্গীত ছাড়া জীবন সাধনা সম্পূর্ণ হয় না, সঙ্গীত অফুরন্ত প্রাণের স্পন্দন, সঙ্গীত জীবনের উন্মাদনা, সব সঙ্গীতকে একজায়গায় তুলে নিয়ে এসে যে সঙ্গীত হয়, তাঁর নাম একতাই সম্প্রীতি।
  • মানুষের মধ্যে যেমন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, শিখ, সঙ্গীতেও তেমন রবীন্দ্র সঙ্গীত, দ্বিজেন্দ্র সঙ্গীত, অতুলপ্রসাদী গান, রজনীকান্তের গান, লোকগান, ভাটিয়ালি গান। সমস্ত প্রাণ যদি একজায়গায় তৈরী হয়, তাকেই বলা হয় গান, এটাই সংস্কৃতি, সম্প্রীতি।
  • সঙ্গীতের মধ্যে দিয়ে আপনারা আগামীদিনে বিপ্লব আনুন। সঙ্গীতের মধ্যে দিয়ে পৃথিবীর অনেক বিপ্লব, ভালো কাজ, জাগরন, আন্দোলন, সংস্কৃতি চেতনা হয়েছে। সঙ্গীত যত তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছায়, অন্য কিছু পৌঁছায় না। সঙ্গীত, কথা, সুর তৈরী করার মধ্যে দিয়ে তৈরী হয় স্রষ্টা। সঙ্গীত সাধনা সবচেয়ে বড় মুক্তির, জুক্তির, তর্ক-বিতর্কের পথ। সঙ্গীত পারে পুরো দেশকে, সারা বিশ্বকে ঐক্যবদ্ধ করতে।
  • নতুন শিল্পীরা খুব খুশি হন যদি স্বর্ণযুগের শিল্পীরা তাদের পাশে দাঁড়িয়ে একটু কথা বলেন। নতুন পুরাতনের মেল্বন্ধনে সংহতি ফিরে আসে বাংলা মায়ের কাছে, বাংলা তীর্থে।
  • প্রায় ১লক্ষ লোকশিল্পী আছেন, লোকপ্রসার প্রকল্পের মাধ্যমে যাদের আমরা মাসে ১হাজার টাকা করে ভাতা দিয়ি। গভর্নমেন্টের বিজ্ঞাপনে কাজ করাই, যাতে তারা আরও রোজগার করতে পারে। আমি তাদের কাছে কৃতজ্ঞ। আরও ৯৪ হাজার লোকশিল্পী আমরা নতুন করে যুক্ত করেছি। শুধু খবরের কাজে বা টিভি বিজ্ঞাপন না, এই শিল্পীরা গান বেঁধে বিভিন্ন গ্রামে গ্রামে চলে যান, সরকারি প্রোগ্রামগুলো গানের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরেন। এটা খুব বড় কাজ।
  • একতাই সম্প্রীতি, কেন্দ্রীয় সরকার আমাদের ট্যাবোলোতা বারন করে দিলেন, আমি কিন্তু, সংস্কৃতির মধ্যে সম্প্রীতি দেখাতে চেয়েছিলাম। সেটা তাদের পছন্দ হয়নি।

 

Bengal Fisheries Dept releases hatchlings of small fishes

To save several varieties of small fish, the State Government has taken to releasing their hatchlings across Bengal. One quintal of hatchlings was released by the Fisheries Minister at Sindrani in Bagda block in North 24 Parganas district, in the presence of almost 3,000 fishermen in November.

Among the varieties in danger are mourola, kholse, tangra, pnuti, folui, koi, singi, magur, lyatha, chang, etc.

These fishes grow naturally in water bodies like streams and lakes. But over-fishing in places is leading to their depletion. Hence, the department has also started programmes to educate fishermen to not to over-fish and to not to fish during two months of the rainy season to give the time for the fishes to grow.

 

লুপ্তপ্রায় ছোট মাছ বাঁচাতে উদ্যোগী রাজ্য মৎস্য দপ্তর

লুপ্তপ্রায় দেশী ছোট মাছ বাঁচাতে রাজ্যজুড়ে বিভিন্ন জলাশয়ে এলাকাভিত্তিক দেশী মাছের চারা ছাড়ার উদ্যোগ নিয়েছে রাজ্য মৎস্য দপ্তর। এরই অঙ্গ হিসেবে উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের সিন্দ্রানী এলাকায় প্রায় ১ কুইন্টাল দেশী মাছের চারা ছাড়া হল। এরপর বাকি ৩২ টি সমবায় সমিতির জলাশয়ে ৪৮ হাজার দেশী মাছের চারা ছাড়া হবে।

মৌরলা, খলসে, ট্যাংরা, পুঁটি, ফলুই, কই, শিঙি, মাগুর, ল্যাঠা, চ্যাং ইত্যাদির মত অঞ্চলভিত্তিক দেশী মাছ (স্থানীয়ভাবে যেগুলো রাণী মাছ হিসেবে পরিচিত) প্রায় হারিয়ে যেতে বসেছে। এই মাছ আলাদা করে চাষ করা যায় না, প্রাকৃতিকভাবে জলাশয়গুলিতে বেড়ে ওঠে।

এলাকাভিত্তিক এই মাছগুলির উৎপাদন বাড়াতে রাজ্যের প্রতি জেলার খাল বিল ও চুনোপুঁটি মেলার আয়োজনের মাধ্যমে এইসব মাছের চারা জলাশয়গুলিতে ছাড়া হচ্ছে। ছোট ইলিশ ধরার ক্ষেত্রে আইন করে বিধিনিষেধ আরোপ করে যেভাবে কিছুটা ফল পাওয়া গেছে, এক্ষেত্রেও আগামীদিনে ফল পাওয়া যাবে বলে মৎস্য দপ্তর আশাবাদী।

Source: Aajkal

Bengal CM inaugurates Kolkata Christmas Festival

Chief Minister Mamata Banerjee inaugurated the Kolkata Christmas Festival today at Allen Park on Park Street. The festival will continue till December 30.

The festival was inaugurated through the lighting of the Christmas tree. It was followed by the Blessing of the Crib by the Most Reverend Thomas D’Souza, Archbishop of Kolkata.

Present with the Chief Minister on stage were prominent members of the Christian community – the Most Reverend Thomas D’Souza, Archbishop of Kolkata, the Right Rev Ashoke Biswas, Bishop of Kolkata and the MLA representing the community in the State Assembly, Michael Shane Calvert.

The inauguration was followed by Christmas carols by two choirs and live music.

 

আজ কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

বড়দিন উপলক্ষে নতুন সাজে সেজেছে পার্ক স্ট্রিট। আজ অ্যালান পার্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই আলোকসজ্জার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

একই সঙ্গে ক্রিসমাস ট্রি আলোকিত করে সূচনা হল ক্রিসমাস ফেস্টিভালের। একগুচ্ছ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন খাবারের স্টলও থাকবে এই উৎসবে। উৎসব চলবে ৩০সে ডিসেম্বর পর্যন্ত। প্রত্যেক সন্ধ্যায় বিভিন্ন ব্যান্ড পারফর্ম করবে।

প্রতিদিন বিভিন্ন বিশিষ্ট ব্যাক্তিত্ব উপস্থিত থাকবেন এই উৎসব প্রাঙ্গনে।

Farmers got modern equipment worth Rs 225.8 cr, thanks to Bengal CM

Farmers in Bengal are getting modern equipment thanks to ample help provided by the State Government.

Following Chief Minister Mamata Banerjee’s special instructions, the government took up the Financial Support Scheme for Farm Mechanisation (FSSFM). Till the financial year 2016-17, under this scheme, financial support worth Rs 225.8 crore has been given to 1.82 lakh farmers to buy modern small or medium-sized tools for farming.

It is not always possible for farmers to make such huge investments to buy the different types of heavy tools that are also necessary for farming. To ensure their availability for farmers, Custom Hiring Centres (CHC) have been set up across the state, from where heavy agricultural tools can be had on rent at a much subsidised rate. From 2014 to 2017, as many as 586 CHCs have been set up.

Besides financial assistance, the department has also helped farmers in gathering knowledge about modern and updated technology for farming. It has ensured an increase in production of crops. Moreover, the farmers have started getting the right price for their yield.

Soon after coming to power, the Chief Minister had directed all concerned departments to take necessary steps to ensure farmers can make a profit. It may be mentioned that average yearly income of farmers in Bengal has gone up to Rs 2.39 lakh during the 2016-17 fiscal, from Rs 91,011 during 2010-11. Moreover, 16.55 lakh hectares of agricultural land have been brought under crop insurance over the past six years; the total area has gone up to 21 lakh hectares currently, from 4.45 lakh hectares during the 2011-12 fiscal.

মুখ্যমন্ত্রীর সহায়তায় বাংলার কৃষকরা পাচ্ছেন আধুনিক যন্ত্রপাতি

রাজ্য সরকারের ঐকান্তিক সহায়তার জন্য রাজ্যের কৃষকেরা পাচ্ছেন কৃষির আধুনিক যন্ত্রপাতি।

মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য সরকার কৃষকদের সহায়তার জন্য বিশেষ প্রকল্প চালু হয়েছে রাজ্যে, যার পোশাকি নাম ফিনান্সিয়াল সাপোর্ট স্কিম ফর ফার্ম মেকানাইজেশন। ২০১৬-১৭ অর্থবর্ষ পর্যন্ত এই প্রকল্পের অধীনে ১.৮২লক্ষ কৃষককে ২২৫.৮ কোটি টাকার আর্থিক সহায়তা করা হয়েছে কৃষি কাজের জন্য ছোট ও মাঝারি মাপের আধুনিক যন্ত্রপাতি কিনতে।

কৃষিকাজের প্রয়োজনীয় সমস্ত যন্ত্রপাতি কেনা সবসময় সকল চাষির পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তাই কৃষকরা যাতে সহজে এগুলি পেতে পারেন, সেই উদ্দেশ্যে রাজ্য জুড়ে কাস্টম হায়ারিং সেন্টার খোলা হয়েছে। এই কেন্দ্রগুলি থেকে চাষিরা তাদের প্রয়োজনীয় কৃষি যন্ত্রপাতি ভাড়ায় নিতে পারেন, তাও আবার ভর্তুকি দেওয়া দরে। ২০১৪-১৭ সালের মধ্যে ৫৮৬টি কেন্দ্র তৈরী করা হয়েছে।

আর্থিক সহায়তার পাশাপাশি কৃষি দপ্তর কৃষকদের আধুনিক যন্ত্রপাতি ও সেগুলি ব্যবহার করার প্রশিক্ষণও প্রদান করছে। এর ফলে বেড়েছে ফলন। এছাড়া চাষিরা তাদের উৎপাদনের ন্যায্য মূল্যও পাচ্ছেন।

২০১১ সালে শাসনভার গ্রহনের সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রী কৃষি সম্বন্ধিত সকল দপ্তরকে নির্দেশ দেন কৃষকদের আয় বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে। রাজ্যের কৃষকদের গড় আয় ২০১৬-১৭ অর্থবর্ষে বেড়ে হয়েছে ২.৩৯ লক্ষ টাকা, যা ২০১০-১১ সালে ছিল মাত্র ৯১,০১১ টাকা। এছাড়া ১৬.৫৫ লক্ষ হেক্টর কৃষি জমিকে ফসল বীমার আওতায় আনা হয়েছে গত ৬বছরে। এই মুহূর্তে ফসল বীমার আওতায় রাজ্যে কৃষি জমির আয়তন ২১ লক্ষ হেক্টর, যা ২০১১-১২ সাল পর্যন্ত ছিল মাত্র ৪.৪৫ লক্ষ হেক্টর।

Source: Millennium Post

State Govt to create 1,220 posts

At a recent Cabinet meeting, the Bengal Government decided to create 1,220 posts for various categories of jobs.

Five investigation centres for crimes against women would employ 94 people. Three new police stations – Narendrapur, Palashipara and Tamna – would employ 52, 37 and 42 personnel, respectively.

Fifteen posts would be created after the upgrading of the 60-bedded Kotalpur Hospital in Bishnupur to an 80-bedded one. Territory care cancer centres will come up at Burdwan Medical College and Hospital and Sagar Dutta Hospital, for which a total of 35 posts would be created. Twenty more posts have been created for the critical care unit in Frazerganj.

Besides these, many drivers for vehicles employed by the various departments and Karmabandhus (sweepers) would be given employment.

 

রাজ্যে আরও ১২২০ জনের কর্মসংস্থান

রাজ্যে ১২২০টি নয়া চাকরির সুযোগ। পুলিশ, চিকিৎসাক্ষেত্র, কর্মবন্ধু, অর্থদপ্তর মিলিয়ে রাজ্যে ১২২০টি নতুন পদ তৈরী হল। নতুন থানা বা মহিলা তদন্তকেন্দ্র তৈরীর পাশাপাশি চিকিৎসা পরিষেবার, বিশেষ করে ক্যান্সার আক্রান্তদের স্বার্থে কিছু প্রকল্প রুপায়নের জন্যই লোক নেবে সরকার।

মুখ্যমন্ত্রী মন্ত্রীসভার বৈঠকে নির্দেশ দেন গ্রামের কোনও প্রকল্প ফেলে না রাখতে, বিশেষ করে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের কাজে বাড়তি নজর দিতে বলেন।

নরেন্দ্রপুর থানার জন্য ৫২টি, পলাশি পাড়া থানার জন্য ৩৭টি, তামনা থানার জন্য ৪২টি ও নতুন পাঁচটি মহিলা তদন্তকেন্দ্রের জন্য ৯৪টি নতুন পদ তৈরী হল। বাঁকুড়ার কোতলপুর হাসপাতালকে ঢেলে সাজানো হবে, শয্যাসংখ্যা বেড়ে দাঁড়াবে ৮০তে। সেখানে চিকিৎসক ও অন্যান্য কর্মী নিযুক্ত হবে ১৫জন। বর্ধমান ও ব্যারাকপুর সাগর দত্ত মেডিক্যালে টেরিটরি ক্যান্সার সেন্টার গড়া হবে, এখানেও নিযুক্ত হবেন ১৫জন। ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দর এলাকায় ক্রিটিকাল কেয়ার ইউনিট গোঁড়ার জন্য ২০টি নতুন পদ সৃষ্টি হয়েছে। এছাড়া কর্মবন্ধু ও চালক পদে নিযুক্ত হবেন ৭৩ জন।

Source: Sangbad Pratidin

From onion prices to Aadhaar to FRDI Bill: Trinamool in Parliament today

Five Bills, four Zero Hour mentions, two Points of Order, two questions – that’s the productivity of Trinamool MPs on the third day of the Winter Session of Parliament. From onion prices to Aadhaar to FRDI Bill – Trinamool raised issues of public importance in both Houses.

Let us take a quick look at Trinamool’s day in Parliament today.

 

RAJYA SABHA

Derek O’Brien made a Point of Order regarding the delaying of the introduction of the “anti-people” FRDI Bill to the Budget Session.

Sukhendu Sekhar Roy made a Point of Order, asking the government to assure the House about the setting up of special courts for those who have willfully defaulted Rs 8.5 lakh crore of public money.

Sukhendu Sekhar Roy made a Zero Hour Mention on the leakage of sensitive Aadhaar data of more than 130 million people.

Vivek Gupta made a Zero Hour Mention on pollution due to stubble burning in north India, demanding to know from the Central Government what concrete steps it would take to prevent this from recurring.

Nadimul Haque asked Supplementary Questions on the infrastructure of AIIMS and on possible actions against government hospitals for cases of medical negligence.

Vivek Gupta spoke on The Companies (Amendment) Bill, 2017.

Nadimul Haque spoke on The Indian Institutes of Management Bill, 2017.

Vivek Gupta made a Special Mention on Aadhaar.

 

LOK SABHA

Kakoli Ghosh Dastidar asked a Supplementary Question on the importation of onions, and its quantity and price.

Kalyan Banerjee spoke on the proposed shifting of the head office of the profitable Hindustan Steel Workers Construction Limited (HSCL) from Kolkata to Delhi, and the resultant loss of employment by 100 employees.

Pratima Mondal spoke on the issue of manual scavenging – about the death of 107 manual scavengers this year, their dehumanising working conditions and the fact that the “government’s flagship programme, Swacch Bharat Abhiyaan has also failed to tackle this issue”.

Kalyan Banerjee spoke on The Repealing and Amending Bill, 2017.

Saugata Roy speaks on The Central Road Fund (Amendment) Bill, 2017.

 

Minority welfare – Bengal stands for unity in diversity

Today is Minority Rights Day. On this occasion, Chief Minister Mamata Banerjee tweeted, “We must pledge to uphold the rights of all minority communities. After all, India stands for unity in diversity.”

The Bengal Government, under the leadership of Mamata Banerjee, has been working tirelessly for the development and welfare of all sections of the society, including those belonging to the minority communities.

Here are some significant achievements of the Department of Minority Affairs in Bengal in the last six years:

Budgetary Allocation & Creation of Assets:

• Plan Budget has been increased 6 times to a record ₹ 2815 crore in 2017-18 from ₹ 472 crore in 2010-11. • More than ₹ 200 crore has been released under IMDP (Integrated Minority Development Programme) to meet critical infrastructural gaps in 31 IMDP Blocks.

• West Bengal stands first in the country with respect to drawal and utilisation of MSDP (Multi-Sectoral Development Programme) fund during the 12th Plan period. More than ₹ 2400 crore has been released to bridge critical infrastructural gaps in 151 Minority Concentrated Blocks during 2011-2017.

• Under this scheme, more than 12,000 classrooms, more than 12,000 ICDS Centres, more than 1000 Health Centres and more than 8000 drinking water facilities have been constructed during this period to augment critical infrastructure in rural areas.

Development Board:

• West Bengal Paharia Minorities Development Board has been established with an objective of more focused development of minorities of the Hill Region. An initial allotment of ₹ 10 crore has been released for this purpose.

Scholarships and Loans:

• More than 1 crore 24 lakh minority students have been awarded scholarships (an all-time record) during 2011- 2017, so far, compared to about 9 lakh scholarships awarded during 2005-2011.

• This signifies an amount of ₹ 2714 crore scholarships disbursed during 2011-2017, so far, compared to about ₹ 172 crore scholarships disbursed during 2005-2011.

• Almost 7.5 lakh minority youths & SHGs have been provided with Term Loans and Micro Credit to create sustainable employment during 2011-2017, so far, compared to about 1.5 lakh provided during 2005-2011.

• This translates to about ₹ 1054 crore Term Loans and Micro Credit disbursed during 2011-2017, so far, compared to about ₹ 230 crore disbursed during 2005-2011.

Educational Upliftment:

• State-of-the-art Aliah University has been established in New Town with an additional campus at Park Circus at a project cost of ₹ 517 crore.

• With a view to boost technical education and employability of youths, 8 new Polytechnics and 39 new ITIs are being set up in Minority Concentrated Areas. So far, 4 new Polytechnics and 22 new ITIs have been constructed.

• English medium Madrasahs are being set up all across the State to ful‑l the aspiration of younger generation for modern education. Already 9 such Madrasahs are functional, so far.

• West Bengal is among the very few States in the country to provide Digital Literacy to students in governmentaided Madrasahs. Almost 2 lakh students have been trained, so far.

• To usher in educational upliftment, 419 hostels for minority students are being set up across the State at a cost of more than ₹ 400 crore. Out of these, 147 hostels have been operationalised, so far.

Skill Development and Employment:

• Vocational and Skill Development Training Programmes have been restructured following the Modular Employability Skill (MES) norms. Almost 1.5 lakh youths have been provided training, so far. Another batch of about 30,000 youths is undergoing training at present.

• 302 ‘Karmatirthas’ (Marketing Hubs) are being set up at a project cost of more than ₹ 750 crore for providing self employment opportunities to minority youths and SHGs in Minority Concentrated Areas.

Housing:

• In order to improve the quality of life of minority communities in West Bengal and to ful‑l the commitment of the State Government of providing ‘Shelter for All’, almost 1.5 lakh housing units have been constructed under various housing schemes at a cost of ₹ 1200 crore, so far.

Promotion of Languages:

• West Bengal Officiial Language (Amendment) Act, 2012 has been enacted to provide languages like Urdu, Nepali, Gurumukhi, etc., the status of Official Languages in areas having more than 10% people speaking these languages. This legislation has in effect redressed the long pending demand of the people speaking these languages to interact in their mother tongue in government offices.

• The budgetary allocation of West Bengal Urdu Academy has been enhanced by over 5 times, during the last six years.

Minority Bhawans:

• To consolidate minority welfare activities, Minority Bhawans have been set up in every District Headquarters. So far, 19 such Bhawans are functional.

Haj Pilgrimage:

• New state-of-the-art Haj House named ‘Madinatul Hujjaj’ has been built in New Town at a cost of ₹ 100 crore.

• A record number of almost 60,000 Haj Pilgrims have performed Haj Pilgrimage, so far, during the last six years with active support from the State Government.

Boundary Walls around Graveyards:

• In order to protect the dignity of the departed, boundary walls around almost 3500 graveyards belonging to minority communities are being constructed. More than ₹ 300 crore has been released for this purpose. So far, boundary walls around 1700 graveyards have been completed.

 

সংখ্যালঘু অধিকার দিবস – বিবিধের মাঝে মিলনই বাংলার পাথেয়

আজ সংখ্যালঘু অধিকার দিবস। এই উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটের মাধ্যমে তিনি সকল সংখ্যালঘুকে শুভেচ্ছা বার্তা দেন। তিনি লেখেন, “সংখ্যালঘু অধিকার দিবসে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।”

গত ছয় বছরে রাজ্য সরকার সংখ্যালঘু উন্নয়নে নিয়েছে প্রচুর পদক্ষেপ। দেখে নেওয়া যাক গত ছয় বছরে এই সকল প্রকল্পের কিছু সফলতা।

বাজেট বরাদ্দ ও সম্পদ সৃষ্টিঃ-

· পরিকল্পিত বাজেট ২০১০-১১ তে ৪৭২ কোটি থেকে রেকর্ড পরিমাণ বেড়ে ২০১৭-১৮ তে ২৮১৫ কোটিতে দাঁড়িয়েছে।

· ৩১টি আইএমডিপি ব্লকে জরুরী পরিকাঠামোগত ঘাটতি কমানোর লক্ষ্যে আইএমডিপি-এর আওতায় ২০০ কোটিরও বেশী অর্থ ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে।

· দ্বাদশ পরিকল্পনা কালে, এমএসডিপি তহবিল কাজে লাগানোর সাপেক্ষে পশ্চিমবঙ্গ দেশে প্রথম স্থান অধিকার করেছে। ২০১১-১৭ সময়কালে ১৫১টি সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় জরুরী পরিকাঠামোগত ঘাটতি কমানোর লক্ষ্যে ২৪০০ কোটিরও বেশী টাকা দেওয়া হয়েছে।

· এই পরিকল্পনার আওতায় গ্রামীণ এলাকার জরুরী পরিকাঠামো বৃদ্ধির উদ্দেশ্যে ১২০০০-এর বেশী শ্রেণীকক্ষ, ১২০০০-এর বেশী আঙ্গনওয়াড়ি কেন্দ্র, ১০০০-এরও বেশী স্বাস্থ্যকেন্দ্র এবং ৮০০০-এর বেশী পানীয় জল পরিষেবা কেন্দ্র তৈরী করা হয়েছে।

সরকারি ক্ষেত্রে ও উচ্চশিক্ষায় সংরক্ষণঃ-

· নতুন আইন প্রণয়ন করে পশ্চিমবঙ্গে অন্যান্য অনগ্রসর শ্রেণীর তালিকা সম্প্রসারিত করে অতিরিক্ত ১০৭টি মুসলিম সম্প্রদায়কে তার অন্তর্ভুক্তকরা হয়েছে। এর ফলে রাজ্যে মুসলিম জনসংখ্যার ৯৭%-এর বেশী অনগ্রসর শ্রেণী হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং সরকারি চাকরি ও উচ্চশিক্ষার ক্ষেত্রে সংরক্ষণের যোগ্য হিসাবে বিবেচিত হয়েছে।

· সাধারনের জন্য আসন সংখ্যা না কমিয়েই পশ্চিমবঙ্গ রাজ্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান(শিক্ষায় সংরক্ষণ) আইন ২০১৩ অনুযায়ী ১৭% সংরক্ষণ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের এই উদ্যোগের ফলে সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা প্রভূত উপকৃত হয়েছে।

· অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত মানুষদের জন্য রাজ্য সরকারি চাকরিতেও ১৭% সংরক্ষণ প্রথা চালু করেছে।

উন্নয়ন পর্ষদঃ-

· পাহাড়ি অঞ্চলে বসবাসকারী সংখ্যালঘুদের উন্নয়নে আরও গুরুত্ব আরোপ করতে পশ্চিমবঙ্গ পাহাড়িয়া সংখ্যালঘু উন্নয়ন পর্ষদ প্রতিষ্ঠিত হয়েছে। এই উদ্দেশ্যে ১০ কোটি টাকা প্রাথমিকভাবে বরাদ্দ করা হয়েছে।

বৃত্তি ও ঋণঃ-

· ২০১১-১৭ সময়কালে ১ কোটি ২৪ লক্ষেরও বেশী সংখ্যালঘু ছাত্রছাত্রী বৃত্তি পেয়েছে (সর্বকালীন রেকর্ড), যা ২০০৫-১১ সময়কালের ৯ লক্ষের তুলনায় অনেক বেশী।

· ২০০৫-১১ সময়কালের ১৭২ কোটি টাকার বৃত্তির তুলনায় ২০১১-১৭ সময়কালে ২৭১৪ কোটি টাকার বৃত্তি দেওয়া হয়েছে।

· ২০০৫-১১ সময়কালের ১.৫ লক্ষের তুলনায় ২০১১-১৭ সময়কালে প্রায় ৭.৫ লক্ষ সংখ্যালঘু যুবক-যুবতী ও স্বনির্ভর গোষ্ঠী দীর্ঘ মেয়াদি কর্মসংস্থানের জন্য মেয়াদি ঋণ ও ক্ষুদ্র ঋণ পেয়েছে।

· ২০০৫-১১ সালের ২৩০ কোটির তুলনায় এখনও পর্যন্ত প্রায় ১০৫৪ কোটি টাকার মেয়াদি ঋণ এবং ক্ষুদ্র ঋণ দেওয়া হয়েছে।

শিক্ষাগত উন্নতিঃ-

· পার্ক সার্কাসে অতিরিক্ত ক্যাম্পাস-সহ নিউটাউনে অত্যাধুনিক আলিয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, যার প্রকল্প ব্যয় ৫১৭ কোটি টাকা।

· যুবক-যুবতীদের কারিগরি শিক্ষা প্রদান ও চাকুরির সুযোগ তৈরীর জন্য সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় ৮টি নতুন পলিটেকনিক ও ৩৯টি নতুন আইটিআই নির্মিত হচ্ছে। এখনও পর্যন্ত ৪টি নতুন পলিটেকনিক ও ২২টি নতুন আইটিআই তৈরী হয়েছে।

· নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষাপ্রদানের উদ্দেশ্যে সারা রাজ্যে ইংরেজি মাধ্যম মাদ্রাসা গড়ে তোলা হয়েছে। ইতিমধ্যেই এমন ৯টি মাদ্রাসা কাজ শুরু করেছে।

· সরকারি অনুদানপ্রাপ্ত মাদ্রাসার ছাত্রছাত্রীদের বৈদ্যুতিন সাক্ষরতা প্রদানের ব্যাপারে পশ্চিমবঙ্গ দেশের কতিপয় রাজ্যের অন্যতম। এখনও পর্যন্ত প্রায় ২লক্ষ ছাত্রছাত্রীকে শিক্ষা দেওয়া হয়েছে।

· শিক্ষার অগ্রগতির লক্ষ্যে ৪০০কোটি টাকারও বেশী ব্যয়ে রাজ্য জুড়ে সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য ৪১৯টি হোস্টেল তৈরী হয়েছে। এর মধ্যে এখনও পর্যন্ত ১৪৭টি হোস্টেল চালু হয়েছে গেছে।

দক্ষতা উন্নয়ন ও নিয়োগঃ-

· বৃত্তিমূলক ও দক্ষতা উন্নয়নমূলক শিক্ষন প্রকল্পকে ঢেলে সাজানো হয়েছে। মডিউলার এমপ্লয়েবিলিটি স্কিল-এর অনুসরণে এখনও পর্যন্ত প্রায় ১.৫লক্ষ যুবক-যুবতী প্রশিক্ষণ পেয়েছে। ৩০০০০ যুবক যুবতীর আর একটি দল বর্তমানে প্রশিক্ষণ পাচ্ছে।

· সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় সংখ্যালঘু যুবক যুবতী ও স্বনির্ভর গোষ্ঠীগুলির স্বনিযুক্তির সুযোগ তৈরীর জন্য ৭৫০ কোটি টাকারও বেশী ব্যয়ে ৩০২টি কর্মতীর্থ (মার্কেটিং হাব) তৈরী করা হয়েছে।

আবাসনঃ-

· পশ্চিমবঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের জীবনের মানোন্নয়নের জন্য এবং রাজ্য সরকারের ‘সবার জন্য আশ্রয়’ অঙ্গীকার পালনের লক্ষ্যে বিভিন্ন আবাসন প্রকল্পের আওতায় ১২০০ কোটি টাকা ব্যয়ে এখনও পর্যন্ত ১.৫ লক্ষ আবাসন গৃহ গড়ে তোলা হয়েছে।

ভাষার উন্নতিঃ-

· সেইসব এলাকায় যেখানে ১০%-এর বেশী মানুষ উর্দু, নেপালি, গুরুমুখি প্রভৃতি ভাষায় কথা বলেন, সেখানে এই ভাষাগুলিকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়ার জন্য ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল ল্যাঙ্গোয়েজ (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০১২ প্রণয়ন করা হয়েছে। এই আইন প্রনয়নের ফলে এইসব ভাষায় কথা বলা মানুষের সরকারি দপ্তরে নিজেদের মাতৃভাষায় আদানপ্রদানের ব্যাপারে দীর্ঘদিনের দাবীপূরণ হয়েছে।

· গত ছয় বছরে ওয়েস্ট বেঙ্গল উর্দু আকাদেমির বরাদ্দ পাঁচগুণ বাড়ানো হয়েছে।

সংখ্যালঘু ভবনঃ-

· সংখ্যালঘু কল্যাণ কার্যাবলী একীভূত করার জন্য প্রতিটি জেলা সদর দপ্তরে সংখ্যালঘু ভবন খোলা হয়েছে। এখনও পর্যন্ত ১৯টি ভবন কাজ করছে।

হজ তীর্থযাত্রাঃ-

· ১০০ কোটি টাকা খরচে নিউ টাউনে ‘মদিনাতুল হুজ্জাজ’ নামে নতুন অত্যাধুনিক হজ ভবন নির্মিত হয়েছে।

· গত ছয় বছরে রাজ্য সরকারের সক্রিয় সহায়তায় প্রায় ৬০০০০ হজযাত্রী তীর্থযাত্রা সম্পন্ন করেছেন। এটি একটি রেকর্ড।

কবরখানার সীমানা প্রাচীরঃ-

· মৃতদের মর্যাদা রক্ষার্থে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রায় ৩৫০০ কবরখানার চতুর্দিকে সীমানা পাঁচিল তৈরী করা হয়েছে। এর জন্য ৩০০ কোটি টাকারও বেশী দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত প্রায় ১৭০০ কবরখানার প্রাচীর সম্পন্ন হয়েছে।

ইমাম ও মুয়াজ্জিনদের সামাজিক কার্যকলাপঃ-

· স্কুল ও মাদ্রাসাছুট ছাত্রছাত্রীদের সংখ্যা কমানো, টীকাকরণ, শৌচ ও অন্যান্য সামাজিক বিষয়ে গণসচেতনতা তৈরীতে সরকারকে সাহায্য করার জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ ওয়াকফ এখনও পর্যন্ত প্রায় ৬৫০০০ ইমাম ও মুয়াজ্জিনকে কাজে লাগিয়েছে। তারা ওয়াকফ সম্পত্তি রক্ষা করার জন্যও বোর্ড অফ ওয়াকফকে সাহায্য করেছেন।

Mamata Banerjee opposes bank deposit bill

Bengal chief minister Mamata Banerjee has asked Union finance minister Arun Jaitley to withdraw the proposed Financial Resolution and Deposit Insurance Bill, 2017.

Trinamool Congress has decided to oppose the ‘draconian bill’ both inside and outside Parliament.

Mamata Banerjee wrote that the proposed bill would compromise the financial security and safety of common people on four counts: it would forcibly convert their deposits into equity shares of the bank; it could change the nature of the deposits from one class to another, leading to a change in interest rates or deposit tenures; it could impose a stay on the right to withdraw deposits before maturity; if the Centre wants, it can impose a moratorium on payment of interest and repayment of deposits.

In her 2-page letter, Mamata Banerjee said the bill would take away the savings of common people entrusted to banks. “The common people are anguished at what the bill could do to ruin their lives through the activities of the proposed Financial Resolution Corporation,” she added.

 

এফআরডিআই বিলের বিরোধিতায় মুখ্যমন্ত্রী

আর্থিক ক্ষেত্রের খসড়া বিলের বিরোধিতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের সাধারণ মানুষের স্বার্থে অবিলম্বে তা প্রত্যাহারের আর্জি জানালেন তিনি।

চিঠিতে ওই বিল নিয়ে সাধারণ মানুষের উদ্বেগের কথা তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। লিখেছেন, ফিনান্সিয়াল রেজলিউশন অ্যান্ড ডিপোজিট ইনশিওরেন্স (এফআরডিআই) বিল শেষ পর্যন্ত আইন হলে, তা হবে গরিব ও মধ্যবিত্ত মানুষের আর্থিক সুরক্ষায় বড় ধাক্কা।

তাঁর যুক্তি, সে ক্ষেত্রে দেউলিয়া ঘোষণার মুখে দাঁড়ানো ব্যাঙ্কে গচ্ছিত টাকা ফেরত পাওয়ার বিষয়ে আর একশো শতাংশ নিশ্চিত থাকতে পারবেন না সাধারণ মানুষ। ফলে ব্যাঙ্কিং পরিষেবার উপর আমজনতার বিশ্বাস ভেঙে চুরমার হবে।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, কিছু লোকের স্বার্থরক্ষা করতে গিয়ে সাধারণ মানুষের সারা জীবনের সঞ্চিত অর্থ কাড়ার বন্দোবস্ত রয়েছে এই বিলে।

খসড়া বিলে প্রস্তাব, কোনও ব্যাঙ্ক দেউলিয়া ঘোষণার মুখে থাকলে, ঘুরে দাঁড়ানোর চেষ্টা হিসেবে গ্রাহকের আমানতের টাকা তাঁদের অনুমতি না-নিয়েই বাড়তি সময় আটকে রাখতে পারবে তারা। প্রয়োজনে তা বদলে দিতে পারবে শেয়ার, ডিবেঞ্চার, বন্ড ইত্যাদিতে। এই বিষয়গুলি নিয়ে চিঠিতে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী।

1000 new Matri Jaans flagged off by Bengal CM

Chief Minister Mamata Banerjee, on December 11, inaugurated 1,000 Matri Jaan ambulances for the service of people across Bengal from Kanksa in Paschim Bardhaman district, where she had gone to attend an administrative review meeting.

These ambulances are meant for transporting pregnant and lactating women, and children to hospitals, especially those staying in rural regions. With these 1,000 new Matri Jaan ambulances in service, a large area of Bengal has now been covered. Being meant for the rural populace, the cost of availing these ambulances is paid by the State Government.

The infrastructure of the new Matri Jaan ambulances has also been enhanced. A health worker would be present inside every Matri Jaan to assist the patient and the patient’s family members. Life-saving medicines would be available so that emergency medical help can be given.

 

হাজারটি নতুন মাতৃযান উপহার মুখ্যমন্ত্রীর

গ্রামের গরীব মানুষদের জন্যে বিনামূল্যে অ্যাম্বুল্যান্স পরিষেবাতে আরও জোর দিতে চাইছে রাজ্য সরকার।

কাঁকসার বনকাঠির রঘুনাথপুর জঙ্গলমহল মাঠে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যের জন্য নতুন ১০০০টি মাতৃযান চালুর কথা ঘোষণা করেন।

এই পরিষেবা বাড়ানোর পাশাপাশি এই যানগুলির পরিকাঠামো বাড়ানো হচ্ছে। একজন চালক ছাড়াও থাকবে একজন স্বাস্থ্যকর্মী। এছাড়া থাকবে জীবনদায়ী ওষুধ। মাঝরাস্তায় অসুস্থকে যাতে ন্যুনতম চিকিৎসা দেওয়া যায়, তার জন্যই এই ব্যবস্থা। সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবার মাধ্যমে গ্রামের গরীব মানুষদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়া হবে।

 

Source: Sangbad Pratidin