Over the past three years, Bengal Global Business Summit has emerged as one of the foremost business summits in India. Some of the top industrialists have participated in these summits, along with several international companies.
The summits have brought substantial investments too, something that was unimaginable during the Left Front rule. Chief Minister Mamata Banerjee’s vision of industrial growth and prosperity for Bengal is bearing fruit.
The first edition of this summit was organised on January 7 and 8, 2015. The summit received participation from 20 countries and regions including the UK, Japan, USA, Singapore, Australia, China, Malaysia, Taiwan, Israel, Spain, Belarus, Czech Republic, Korea, Luxembourg and the neighbouring countries of Bangladesh, Nepal and Bhutan. Captains of Indian industry and global entrepreneurs were invited to share their experiences and their future business plans for the state. Investment proposals worth Rs 2.4 lakh crore were received.
The second edition of the summit was held on January 8 and 9, 2016. It has plenary sessions addressed by dignitaries from India and abroad and national and international speakers who shared their thoughts and experiences. The summit also focused on B2B (business-to-business) and G2B (government-to-business) interactions. BGBS 2016 had the presence of industry leaders, senior ministers from India and abroad, heads of business, and government leaders from 26 countries including USA, UK, Italy, Spain, Germany, Japan, China, Korea, Bhutan, Bangladesh, etc. participated in the Summit. Living up to the tagline of ‘Bengal Surging Ahead’, BGBS 2016 concluded on a very high and optimistic note. Rs 2.50 lakh crore of business announcements, business document exchanges, expressions of interest and investment proposals were received at the summit.
The third edition of the summit, held on January 21 and 22, 2017, resulted in expressions of interest and investment proposals worth Rs 2.35 lakh crore. It was inaugurated by Pranab Mukherjee, the President of India, and plenary sessions were addressed by dignitaries and business leaders, from both India and abroad. There was participation by over 4,000 delegates from across India and 29 other countries. Japan, Poland, Italy & Germany were the partner countries.
ফিরে দেখা বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ২০১৫-১৭
গত তিন বছরে দেশের অন্যতম সফল বাণিজ্য সম্মেলন হিসেবে আত্মপ্রকাশ করেছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। অনেক শীর্ষস্থানীয় শিল্পপতি ও আন্তর্জাতিক সংস্থা এই সম্মেলনে অংশ নিয়েছে। এসেছে বিপুল বিনিয়োগ। এই শিল্পমুখী পরিস্থিতি বাম আমলে ছিল কল্পনার অতীত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই সুফল এসছে।
প্রথম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন হয় ২০১৫ সালের ৭ ও ৮ জানুয়ারি। অংশ নেয় ২০টি দেশ: ব্রিটেন, জাপান, আমেরিকা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, চিন, মালয়েশিয়া, তাইওয়ান, ইসরায়েল, স্পেন, বেলারুস, চেক রিপাবলিক, কোরিয়া, লুক্সেম্বরগ এবং প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, নেপাল ও ভূটান। ভারতের পাশাপাশি বিদেশের নামী শিল্পপতিরা উপস্থিত ছিলেন এই সম্মেলনে। ২.৪ লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব আসে।
দ্বিতীয় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ৮ ও ৯ জানুয়ারি। দেশ বিদেশের অতিথিরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন এই সম্মেলনে। এই সম্মেলনে জোর দেওয়া হয়েছিল বিজনেস টু বিজনেস ও গভার্ন্মেন্ট টু বিজনেস আলোচনার ওপর। এই সম্মেলনে ২৬টি দেশ অংশ নেয়: আমেরিকা, ব্রিটেন, ইতালি, স্পেন, জার্মানি, জাপান, চিন, কোরিয়া, ভূটান, বাংলাদেশ ও অন্যান্য দেশ। সম্মেলনের ট্যাগ লাইন ছিল ‘বেঙ্গল সার্জিং অ্যাহেড’। এই সম্মেলনে ২.৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব আসে।
তৃতীয় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৭ সালের ২১ ও ২২ জানুয়ারি। ২.৩৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব আসে। ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রনব মুখোপাদ্ধ্যায় উদ্বোধন করেন এই সম্মেলন। দেশ বিদেশের শিল্পপতিরা বক্তব্য রাখেন। ২৯ টি দেশ থেকে ৪০০০ এরও বেশী প্রতিনিধি অংশ নেন এই সম্মেলনে। জাপান, পোল্যান্ড, ইতালি ও জার্মানি ছিল সম্মেলনের পার্টনার দেশ।