Chief Minister Mamata Banerjee today presented awards and felicitated eminent sportspersons and athletes at a function at the Netaji Indoor Stadium. The programme was organised by the Department of Youth Services and Sports under the aegis of its Khelashree scheme. “Awards were conferred to distinguished sports personalities for outstanding contribution in sports at a ceremony at the Indoor Stadium today,” she said.
“Sports is an essential part of life and contributes to maintaining good health. Keeping this in mind, we have given due importance to this activity. In 2011, when we first came to power, the sports department budget was Rs 74 crore. This allocation has now increased almost six times to Rs 477 crore,” she pointed out.
“Football has always been a popular sport in our State. We have organised tournaments in the Jungle Mahal and backward areas of the State like Jhargram, the Terai and Dooars, the Sunderbans. The good players have been given jerseys and Rs 1,500 in financial aid,” she said.
In addition, nearly 15,000 clubs were given financial assistance on the occasion so that they could to develop infrastructure and encourage sports throughout the state. “We want our brothers and sisters to excel in sports and bring more honour for the country and the state in the days ahead,” she told the gathering.
Indicating the stellar athletes and players of yesteryears who were present on the occasion, she said, “Our veterans also have a great role to play in encouraging the younger generations.” She again stressed that “our government is committed to extend all assistance for developing sports infrastructure and sports talent in the state.”
Amidst applause and cheering, the Chief Minister announced, “My Government has decided to extend health insurance benefits under the ‘Swasthya Sathi’ scheme to former players.
Some former and some still playing athletes and sportspersons were conferred with Khel Samman, Banglar Gaurav, Jiban Kriti Samman and Krira Guru awards at the programme.
বাংলাই হবে বিশ্বসেরাঃ মমতা বন্দ্যোপাধ্যায়
আজ নেতাজি ইনডোরে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে রাজ্যের কৃতী ক্রীড়াবিদদের সম্মাননা জ্ঞাপন করা হল।পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে খেলাশ্রী প্রকল্পের আওতায় রাজ্যের খেলাধুলা ও ক্রীড়া পরিকাঠামো উন্নয়নের জন্যও আর্থিক অনুদান প্রদান করা হয়।
তাঁর বক্তব্যের কিছু অংশঃ
খেলাই খেলোয়াড়দের জীবনের গৌরব।চিরকালই বাংলায় ফুটবল খেলা খুব জনপ্রিয়। ২০১১ সালে যখন আমরা ক্ষমতায় আসি তখন ক্রীড়া দপ্তরের বাজেট ছিল ৭৪ কোটি টাকা এখন তা প্রায় ৬ গুণ বেড়ে হয়েছে ৪৭৭ কোটি টাকা করা হয়েছে।
খেলাধুলা মানুষের জীবন গড়ে, প্রাণের উন্মাদনা তৈরি করে। আমরা ক্ষমতায় আসার পর প্রায় ১৫ হাজার ক্লাবকে ৫ লক্ষ টাকা করে দিয়েছি তাদের পরিকাঠামো বৃদ্ধির জন্য।ইতিমধ্যেই আমরা এর জন্য ৬০০ কোটি টাকা ব্যয় করেছি।
ঝাড়গ্রাম, তরাই ডুয়ার্স সুন্দরবনে আমরা প্রতিযোগিতার আয়োজন করি। কৃতি খেলোয়াড়দের আমরা জার্সি সহ ১৫০০ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়। ক্লাবগুলিকে ২৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়।
এবার কলকাতায় ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হল।ফিফা আমাদের আয়োজনের অনেক প্রশংসা করেছে। এবার ডুরাণ্ড কাপ ও হবে কলকাতায়।
আমরা একটা স্পোর্টস পলিসি তৈরি করব। যে সব খেলোয়াড়রা অবসর নিয়েছেন তাদের স্বাস্থ্য সাথীর আওতায় আনা হবে।
৪৮ হাজার কোটি টাকা আমাদের ঋণ শোধ করতে হয়।
নোটবন্দি ও জি এস টির ফলে যা ইনকাম ছিল তাও বন্ধ হয়ে গেছে। অনেক ব্যবসা বন্ধ হয়ে গেছে।
সাড়ে ৮ কোটি মানুষ ২ টাকা কিলো দরে চাল ও গম পায়।
কন্যাশ্রী, শিক্ষাশ্রী, সংখ্যালঘুদের স্কলারশিপ, সবুজ সাথী সহ অনেক প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। বিনামূল্যে চিকিৎসা পাওয়া যায় বাংলায়।
আমাদের সরকার জন্ম (সবুজশ্রী) থেকে মৃত্যু (সমব্যাথী) পর্যন্ত প্রকল্প চালু করেছে।
এই ৬ বছরে ১৯ টি স্টেডিয়াম, ২২ টি যুব আবাস তৈরি করা হয়েছে। এছাড়া মাল্টি সুপার হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজ সব কিছুই তৈরি করা হয়েছে।
বাংলাই হবে বিশ্বসেরা। বিশ্ববাংলাই আমাদের স্বপ্ন।
আমাদের ছাত্র যুবদের ওপর অনেক দায়িত্ব কারণ তারাই সমাজের বক্তব্য। বাংলা যা পারে অন্য কেউ তা পারে না। ইয়ুথ মানে উন্নত চরিত্র গঠন করা, মানসিক ভাবে তৈরি হওয়া, সমাজ ও জাতিকে পথ দেখানো। কোন বিদ্বেষ, ঘৃণা ও উষ্মা নয়।
বাংলা মানে সভ্যতা, বাংলা মানে কৃষ্টি, বাংলা মানে সংস্কৃতি। বাংলার মেধা জগৎ বিখ্যাত।
৬ বছরে আমরা ৮১ লক্ষ চাকরি দিয়েছি, ১০০ দিনের কাজে বাংলা ১ নম্বরে। আগামী দিনে বাংলাই পথ দেখাবে।
গড়ব, লড়ব, জিতব, পথ দেখাব এবং এগিয়ে চলব এটাই আমাদের শপথ, এটাই আমাদের স্লোগান.
২০১৭-১৮ সালের পুরস্কার প্রাপকরাঃ
খেল সম্মান প্রাপকঃ
মনিকা সরেন, স্বপ্না বর্মণ, ভাস্কর মুখার্জি, অরিন্তপ দাশগুপ্ত, ইন্দ্রজিৎ পাল, প্রিয়াঙ্কা রায়, সঙ্গীতা বাস্ফোর, দেবাশিস সেন, অঙ্কুর দাস, শুভঙ্কর প্রামাণিক, রিমো সাহা।
বাংলার গৌরবঃ
আশিস মণ্ডল, অপর্ণা ঘোষ, পলাশ নন্দী, মিঠু মুখার্জি, মিনতি রায়, তনুময় বসু, তরুণ ডে, অভিজিৎ দেবনাথ, রুপালী পাণ্ডে, ইনাম উর রহমান, গৌরী ঘোষ, দিলিপ কুমার সেন, ফ্রান্সিস গোমেজ,।
ক্রীড়া গুরুঃ
সুবাস সরকার
জীবনকৃতি সম্মানঃ
রীতা সেন, অরুণ ঘোষ।
বিশেষ সম্মানঃ
ঝুলন গোস্বামী, সৌরভ কোঠারি, সৌম্যজিৎ ঘোষ, সায়নী দাস, তৃষা দেব, অতনু দাস, অর্পিতা মুখার্জি, মেহুলি ঘোষ, প্রাঞ্জল ব্যানার্জি, রহিম আলি, অভিজিৎ সরকার, জিতেন্দ্র সিং, ৭১ তম সন্তোষ ট্রফি জয়ী বাংলা ফুটবল দল