Centre should learn from Bengal: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today inaugurated and laid the foundation stones for several schemes and projects at Nadia district.

The CM also launched the construction work of 12,000 km of roads across the State from the stage. By 2019, 35,000 rural roads would be constructed in the State.

Some of the projects inaugurated by the CM today include blood component separation units, blood banks, power sub-stations, bridges, youth hostels, schools etc. She laid the foundation stones for power sub-stations, water supply projects, biogas plant, fisheries project, jetties among others.

The Chief Minister also distributed benefits under schemes like Kanyashree, Sabuj Sathi, Anandadhara, Gatidhara, and gave away land pattas, Kisan Credit Cards and other benefits.

 

Highlights of her speech:

  • Nadia district was neglected during the 34 years of Left Front rule. Now there is a tide of development.
  • Khajna tax on agricultural land has been abolished in Bengal. We have given compensation worth Rs 1200 crore for crops destroyed in floods
  • We have created a fund of Rs 100 crore so that farmers do not have to resort to distress selling.
  • Old age pension of farmers has been hiked to Rs 1000. Additional 34,000 farmers will receive the pension.
  • We have set up a Muslin Tirtha in Nadia district.
  • Tourism push in Nadia – Nabadwip heritage city and Mayapur World Heritage Centre.
  • 90% people of the State receive direct benefits from the State.
  • Construction of 12,000 km of roads have been flagged off today.
  • Our government never takes any decision which is against the interests of the people.
  • Our students are our pride.
  • We have increased the amount of Kanyashree scholarship to Rs 1000. University students have also been brought under the scheme.
  • We have started a merit scholarship for students to pursue higher education.
  • We have distributed 70,000 cycles to students of classes IX-XII.
  • We have started a new scheme ‘Ruposhree’ to help families, with annual income less than 1.5 lakh, in marrying their daughters off.
  • The Centre loves to beat their own drums. They have a scheme ‘Beti Bachao Beti Padhao’. Budget for the entire country is Rs 100 crore. In Bengal, we have spent Rs 5000 crore for Kanyashree.
  • The government is planning to bring FRDI Bill. Your savings will no longer be safe in banks. This will give rise to chit funds. Where will the poor people go? What will farmers, labourers, workers do?
  • In the name of demonetisation they have destroyed the economy. Small traders are suffering because of GST.
  • 12,000 farmers have committed suicide all over the country; mostly in BJP-ruled States.
    They are talking about doubling farmers’ income. How will they do it?
  • They announced a health insurance scheme without allocating money. Now they are saying States have to pay 40% cost. How can they force the States?
  • Bengal is a model in healthcare. Treatment is free at hospitals. Our Swasthya Sathi scheme covers 50 lakh people.
  • We have social security schemes for the unorganised sector.
  • We give rice and wheat at Rs 2/kg.
  • The Left Front Govt left behind a huge debt burden and the Centre takes away most of our revenue to pay off the instalments.
  • From birth to death, we have schemes for all phases of life.
  • We have reduced the interest rate on loans for self-help groups. We provide 30% subsidy on the loans.
  • স্বনির্ভর গোষ্ঠীগুলি যাতে ঋণ নিতে পারেন তাই আমরা সুদের হার কমিয়ে দিয়েছি
  • The Centre has stopped funds for ICDS and ASHA workers. But now we are running these projects with our own funds.
  • We have provided scholarships to more than 1.7 crore minority students. 57 lakh SC/ST students have received scholarships.
  • We will hand over land pattas to refugees very soon.
  • Some parties incite Hindu-Muslim tension, stoke communal fire to put hurdles in the path of development.
  • Do not pay heed to the BJP. We have to maintain communal harmony. I appeal to everyone to ensure peace.
  • Hinduism brings everyone together. The religion is centuries old. BJP, which was formed in the 1980s, stands an aberration in the name of Hinduism.
  • Our youths and students must strive to make Bengal the best in the world.

 

 

বাংলাকে দেখে শেখা উচিত কেন্দ্রের: মুখ্যমন্ত্রী

আজ নদীয়া জেলার পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিভিন্ন প্রকল্পের শিলান্যাসও করেন।

আজ নদীয়া জেলা থেকে মুখ্যমন্ত্রী ১২০০০ কিঃমিঃ নতুন গ্রামীণ সড়ক নির্মাণের কাজ উদ্বোধন করেন। রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী ২০১৯ সালের মধ্যে ৩৫০০০ গ্রামীণ সড়ক নির্মাণ সম্পূর্ণ হবে।

মুখ্যমন্ত্রী যে সকল প্রকল্পের উদ্বোধন করেন, তার কয়েকটি হল, ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিট, ব্লাড ব্যাঙ্ক, ডিজিটাল এক্সরে মেশিন, চক্ষু অপারেশনের জন্য বায়মেট্রিক মেশিন, ৩৩/১১ কে ভি সাব স্টেশন, চুর্নি নদীর ওপর সেতু, যুব আবাস, বিদ্যালয় ভবন, উচ্চ বাতিস্তম্ভ স্থাপন ইত্যাদি।

তিনি যে সকল প্রকল্পের শিলান্যাস করেন, তার কয়েকটি হল, ১৩২/৩৩ কে ভি সাব স্টেশন, ১০টি কর্মতীর্থ, ভাগীরথী নদীর জল পরিশ্রুতকরণ কেন্দ্র, ভাগীরথী নদীর তীরে পাড় বাঁধানো, মৎস্য প্রকল্প, ১৭টি বায়োগ্যাস প্ল্যান্ট, ২১০২ টি তাঁতঘর, বন্যাত্রান শিবির, স্থায়ী জেটি ইত্যাদি।

এছাড়াও তিনি কন্যাশ্রী, সবুজসাথী, গতিধারা, পাট্টা, কিষাণ ক্রেডিট কার্ড ইত্যাদি পরিষেবা প্রদান করেন।

 

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ:

  • সিপিএমের আমলে নদিয়া জেলা অনেক অবহেলিত হয়েছে। এখন সেখানে উন্নয়নের জোয়ার।
  • বাংলায় কৃষকদের সব ঋণ মুকুব করে দেওয়া হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ১২০০ কোটি টাকা ক্ষতিপূরণ দিয়েছে সরকার।
  • কৃষকদের যাতে অভাবী ফসল বিক্রি করতে না হয় তার সহায়ক মূল্য হিসেবে একটি তহবিল তৈরি করা হয়েছে। এর জন্য বরাদ্দ করা হয়েছে ১০০ কোটি টাকা।
  • কৃষকদের পেনশন ৭৫০ টাকা বারিয়ে ১০০০ টাকা করা হয়েছে। আরও প্রায় ৩৪ হাজার কৃষক এই সুবিধার আওতায় নিয়ে আসা হবে।
  • নদিয়া জেলায় মসলিন তীর্থ তৈরী করা হয়েছে।
  • আগামী দিন নবদ্বীপ হেরিটেজ সহ মায়াপুর ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে গড়ে তোলা হবে। এর ফলে নদিয়া জেলার পর্যটন অনেক উন্নত হবে।
  • রাজ্যের সব জেলায় প্রায় ৯০ শতাংশ মানুষের কাছে সরকারী পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে।
  • ১২,০০০ কিলোমিটার রাস্তা নির্মাণ করা হবে। আজ শুভ সূচনা হল।
  • আমাদের সরকার মা মাটি মানুষের সরকার। এই সরকার জনগণের বিরুদ্ধে কোন কাজ করে না। মা মাটি মানুষের সরকারের কথার দাম খুব বেশি।
  • আমাদের ছাত্র সমাজ আমাদের গর্ব।
  • কন্যাশ্রী স্কলারশিপের টাকা ৭৫০ টাকা থেকে বারিয়ে ১০০০ টাকা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরও এই স্কলারশিপের আওতায় আনা হয়েছে।
  • ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য আমরা মেরিট স্কলারশিপ চালু করা হয়েছে।
  • নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের বিনামূল্যে প্রায় ৭০ লক্ষ সবুজ সাথী সাইকেল দেওয়া হয়েছে।
  • নতুন প্রকল্প ‘রূপশ্রী’ চালু করা হয়েছে। বার্ষিক ইনকাম ১.৫ লক্ষ টাকা হলে সেই পরিবারের মেয়েদের ১৮ বছর বয়সের পর বিবাহের জন্য ২৫০০০ টাকা আর্থিক সহায়তা দেবে সরকার।
  • দিল্লির সরকার মুখে বড় বড় কথা বলে। ওদের একটি প্রোগ্রাম আছে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’, তার বাজেট মাত্র ১০০ কোটি টাকা আর বাংলার কন্যাশ্রী প্রকল্পে আমরা ৫০০০ কোটি টাকা খরচ করেছি।
  • কেন্দ্রীয় সরকার FRDI বিল আনার পরিকল্পনা করছে। এর ফলে জনগণের টাকা ব্যাঙ্কের দরকার মতো ব্যাঙ্ক নিয়ে নেবে জনগণকে জিজ্ঞেস না করেই। মানে সাধারণ মানুষ ব্যাঙ্কে টাকা রেখে নিশ্চিন্ত হতে পারবে না। গরীব মানুষ, কৃষক, শ্রমিক কোথায় রাখবে? এটা কালা কানুন। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি। দরকার হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব।
  • নোটবন্দীর নামে মানুষের লক্ষ্মীর ভাঁড়গুলো কেড়ে নিয়েছ, জিএসটির জন্য একটা দোকান চলছে না ভালো করে।
  • ১২০০০ কৃষক সারা দেশে আত্মহত্যা করেছে, তাঁর মধ্যে সবচেয়ে বেশী যেখানে বিজেপির শাসন আছে। এখন বলছে কৃষকদের আয় বাড়াবো, কোথা থেকে বাড়াবে?
  • কেন্দ্র মিথ্যে কথা বলে দিল, আমরা হেলথ স্কিম করব, কোথা থেকে করবে? টাকা কোথায়? এখন বলছে রাজ্যকে ৪০ ভাগ দিতে হবে, কেন রাজ্য দেবে? রাজ্যের ক্ষমতা থাকলে, নিজে করবে।
  • বিনা পয়াসায় চিকিৎসা দিই আমরা। বিনা পয়সায় হাসপাতালে চিকিৎসা দিই আমরা। স্বাস্থ্য সাথী প্রকল্পে আমাদের ৫০ লক্ষ লোক আছে।
  • অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য আমাদের প্রকল্প আছে।
  • ২ টাকা কিলো চাল, গম আমরাই একমাত্র দিই।
  • সিপিএমের দেনা করে গেছে আর বিজেপির সরকার আমাদের থেকে কেটে ৪৮০০০ কোটি টাকা নিয়ে যায়।
  • জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, শিশুসাথী থেকে সমব্যাথী, প্রকল্প আছে আমাদের।
  • স্বনির্ভর গোষ্ঠীগুলি যাতে ঋণ নিতে পারেন তাই আমরা সুদের হার কমিয়ে ২% করে দিয়েছি, ৩০% সাবসিডি দিই আমরা।
  • কেন্দ্রীয় সরকার আইসিডিএস, আশা প্রোজেক্ট বন্ধ করে দিয়েছে, এখন আমরা নিজেরা টাকা দিয়ে এই প্রোজেক্ট চালু রেখেছি।
  • ১.৭১ কোটি সংখ্যালঘু, তফসিলি ও আদিবাসীদের ৫৭ লক্ষ ছেলেমেয়েরা স্কলারশিপ পেয়েছে।
  • যারা এন্টাইটেল্ড রিফিউজি তাদের পাট্টা দেওয়া হচ্ছে, ১৩ হাজার রেডি আছে পাট্টা।
  • যারা কাজ করে না, ধর্ম নিয়ে রাজনীতি করে, শুধু হিন্দু মুসলমান লাগিয়ে দেয়, গাড়ি জ্বালিয়ে দেয়, তাদের সমর্থন করি না।
  • সাম্প্রদায়িক দাঙ্গায় কেউ যাবেন না, বিজেপির কথা শুনে কেউ ঘর ভাঙবেন না, ওদের মতো সর্বনাশা দল কম আছে।
  • আমরা হিন্দুধর্মের লোক, আমরা হিন্দুকেও ভালবাসি, মুসলমানকেও ভালবাসি। বিজেপি একটা রাজনৈতিক দল, ১৯৮৪ সালে জন্ম, ওরা আমায় জ্ঞান দেবেন, আজ নতুন করে ওরা আমাদের হিন্দুধর্ম শেখাবে? ওরা হিন্দুধর্মকে অপমান করে।
  • ছাত্র যৌবন স্বপ্ন দেখুন এই বাংলাকে বিশ্বসেরা করে তোলার।

 

Bengal Govt to produce chicken for broiler meat, to reduce price

Haringhata Meat, a unit of the State Animal Resources Development Department, has decided to rear chickens for selling the meat. Earlier, only eggs used to be sold.

With this increased supply of meat, the government is confident that the price of chicken would come down to be within the reach of most people in the state.

Varieties of chicken having tasty meat are being reared at a farm in Jalpaiguri spread over 22 acres. It is an air-conditioned (AC) farm having some of the latest technologies, built at a cost of Rs 12 crore.

West Bengal Livestock Development Corporation Limited is behind the maintenance, selling and marketing of this meat, to be sold under the brand name of Haringhata Meat.

Cobb-400 chicken has been bought to prepare the broiler meat. They are costly as well as their maintenance. At the AC farm in Jalpaiguri, there is space for 30,000 chickens to be reared. Government sources say that the facility can produce up to 50 lakh hatchlings per year. Availability of so much chicken would naturally lower the prices all over the state.

 

এসি ঘরে মুরগি চাষ করবে হরিণঘাটা মিট

বর্তমানে মুরগি চাষের জন্য রাজ্য সরকারের হাতে ২৭টি ফার্ম আছে। প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের আওতায় সেসব মুরগি চাষ হয় রাজ্যের নানা প্রান্তে। কিন্তু সেই মুরগিগুলি পালন করা হয় শুধু ডিম দেওয়ার জন্য। তাদের মাংস বেচে তেমন আয় হয় না সরকারের।

তাই মাংস উৎপাদনে এবার বিশেষ উদ্যোগ নিচ্ছে সরকারি সংস্থা হরিণঘাটা মিট। সুস্বাদু মাংস পাওয়া যাবে, এমন মুরগির চাষ করতে জলপাইগুড়িতে ২২ একর জমি নেওয়া হয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে ১২ কোটি টাকা খরচে মুরগি চাষ করবে হরিণঘাটা মিট। এই উদ্যোগে বাজারে মুরগির দাম কমবে বলে দাবি তাদের।

যে মুরগি মূলত মাংসের জন্য চাষ হয়, তাকে বলা হয় ব্রয়লার চিকেন। এখনও কোনও সরকারি পরিকাঠামো নেই, যেখানে ব্রয়লার চিকেন পাওয়া যেতে পারে। সেই উদ্যোগটিই এবার নিচ্ছে হরিণঘাটা মিট।

ওয়েস্ট বেঙ্গল লাইভ স্টক ডেভেলপমেন্ট কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর বলেন, জলপাইগুড়ির জেটিয়াখালিতে ২২ একর জায়গা নেওয়া হয়েছে। ‘কব ৪০০’ প্রজাতির মুরগি কেনা হয়েছে মহারাষ্ট্রের পুনে থেকে। তা যেমন দামি, তার লালনপালনও কঠিন কাজ। ৩০ হাজার মুরগি চাষ করার জন্য বিশেষ ঘর তৈরি হবে। সেখানে শুধু তাপমাত্রা নিয়ন্ত্রিত হবে না, এর পাশাপাশি ঘরে বাতাসের জলীয় বাষ্প এবং বাতাসের অভিমুখও নিয়ন্ত্রণ করা হবে। এই প্রথম সরকারি উদ্যোগে সেখানে কৃত্রিম প্রজনন হবে মুরগির। প্রজননের পর ডিমগুলি নিয়ে হ্যাচারিতে বাচ্চা ফোটানো হবে। সেগুলি ব্যবহার করা হবে ব্রয়লার চিকেন উৎপাদনের জন্য।

Source: Bartaman

Part 1 of 2018 Budget Session: Relevant issues raised by Trinamool, on the Budget and during the Motion of Thanks

The first part of the 2018 Budget Session was a short session of eight days. The Budget was presented on February 1.

MPs from Trinamool Congress presented well-appreciated replies on the President’s Address and the Union Budget.  Questions were asked on relevant issues like manual scavenging, advertisement of junk food, etc.

Controversy erupted when a part of the telecast of Derek O’Brien’s speech during the Motion of Thanks on the President’s Address was disrupted by Rajya Sabha TV. Opposition parties supported the AITC on its view that the full speech must be telecast. Ultimately it was re-telecast on February 9.

 

LOK SABHA

Question Hour

Saugata Roy asked a Question on subscribers of BSNL & MTNL.

Ratna De Nag asked a Question on evaluation of prominent/major schemes.

Partha Pratim Roy asked a Question about advertisement of junk food.

 

Motion of Thanks on the President’s Address

Kalyan Banerjee spoke during the Motion of Thanks on the President’s Address.

Kakoli Ghosh Dastidar spoke during the Motion of Thanks on the President’s Address.

 

Union Budget

Saugata Roy spoke on the Union Budget.

Dinesh Trivedi spoke on the Union Budget.

 

RAJYA SABHA

 

Zero Hour

Derek O’Brien spoke during Zero Hour on the Government’s plan to remove eight railway routes in Bengal and thus deprive the state, and on fuel price hike.

Vivek Gupta spoke on the demand for national holidays on Swami Vivekananda and Netaji Subhas Chandra Bose’s birthdays.

Manish Gupta spoke on manual scavenging in India.

 

Question Hour

Manish Gupta asked a Question on production of honey

Sukhendu Sekhar Roy asked Supplementary Questions on welfare measures for small and marginal farmers.

 

Point of Order

Sukhendu Sekhar Roy made a Point of Order on disruption by treasury benches.

Derek O’Brien made a Point of Order regarding disruption in the House.

Sukhendu Sekhar Roy made a Point of Order on disorder in the House.

 

Interventions

Derek O’Brien made an intervention on the muzzling of Opposition voices in the Rajya Sabha.

Derek O’Brien protested the stoppage of broadcast of a Trinamool Congress speech in the Rajya Sabha on RSTV.

Derek O’Brien made an intervention regarding the proper running of the House.

 

Motion of Thanks on the President’s Address

Sukhendu Sekhar Roy spoke during Motion of Thanks on the President’s Address.

Derek O’Brien spoke during the Motion of Thanks on the President’s Address.

 

Union Budget

Manas Bhuniya spoke on the Union Budget.

Derek O’Brien spoke on the Union Budget.

Derek O’Brien asked questions during the Minister’s reply on the Union Budget.

 

It was a session during which, because of Trinamool Congress’ efforts, several issues of national importance came to the fore.

 

Derek O’Brien makes an intervention regarding the proper running of the House

FULL TRANSCRIPT

The Hon’ble Chairman of the Rajya sabha gives us enough opportunities to discuss any grievance we have with him. Going with these issues we can always talk to the Chairman in confidence. We do not need to go to any part of the social media to express ourselves. We want to tell you this clearly.

We want Zero hour, we want the Budget Discussion. Please protect us Sir. Oppositions want to speak in Zero hour and in Budget discussion.

Budget discussion and Zero Hours are serious issues. We all are waiting. Yesterday one member was named, we are all waiting to discuss.

 

Bengal narrows child mortality gender gap, on top-five list

The gap between male and female child mortality rates has reduced considerably in Bengal, propelling the state to the list of the best five states in terms of this key developmental index.

The latest Sample Registration Survey (SRS 2016) has found 28 deaths per 1,000 among girl children in the 0-4 age group, and 27 among boys. This is a huge improvement: the 2011 figure was 40 and 37 respectively.

The narrowing-down of the gap is a boost to the larger goal of gender equality. This is very good not only in terms of social consciousness, but also in terms of preparing a gender-equal strong workforce. The figures speak of a growing consciousness – that girl children are no more outcasts.

 

শিশু মৃত্যুর হার হ্রাসে নয়া নজির বাংলার

শিশু মৃত্যুর হারে লিঙ্গ-বৈষম্যের ব্যবধান উল্লেখযোগ্য ভাবে কমল বাংলায়। এই সূচকের নিরিখে দেশে প্রথম পাঁচটি রাজ্যের অন্যতম পশ্চিমবঙ্গ।

সাম্প্রতিক স্যাম্পেল রেজিস্ট্রেসন সার্ভে ২০১৬ তে দেখা গেছে ০-৪ বছর পর্যন্ত বয়সের মেয়েদের মধ্যে মৃত্যুর হার প্রতি হাজারে ২৮। একই ভাবে,০-৪ বছর পর্যন্ত বয়সের ছেলেদের মধ্যে মৃত্যুর হার প্রতি হাজারে ২৭। এই পরিসংখ্যানটি ২০১১ তে ছিল যথাক্রমে ৪০ ও ৩৭।

এই পরিসংখ্যানের মাধ্যমে বোঝা যায় ছেলে-মেয়ের সংখ্যার ভারসাম্য নিয়ন্ত্রণে কতটা এগিয়ে এ রাজ্য। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রাজ্যে সচেতনতা বাড়ছে এবং লিঙ্গ ভারসাম্য বজায় রাখতে অনেকটাই সফল হয়েছে রাজ্য।

উল্লেখ্য, বাংলায় সামগ্রিক শিশু মৃত্যুর হার ছয় বছরে (প্রতি হাজারে) ৪২ থেকে কমে ২৫ হয়েছে।

 

Source: The Times of India

 

Put an end to the politics of bandh: Mamata Banerjee in Darjeeling

Chief Minister Mamata Banerjee attended the prize distribution ceremony of the Himal-Tarai-Dooars Sports Festival today in Darjeeling. The festival was organised by the Youth Affairs and Sports Department.

A total of 805 clubs and 18,500 athletes (both men and women) participated in martial arts, archery, football and volleyball tournaments.

Sportspersons from the districts of Darjeeling, Alipurduar, Jalpaiguri and Kalimpong along with those from the areas under the jurisdiction of Siliguri Police Coimmissionerate participated in the festival.

 

Highlights of her speech:

  • My heartiest congratulations to all the participants. Successful participants will be inducted as civic volunteers.
  • Bengal Government does not interfere in the workings of the GTA. We respect people of all castes, creed, communities and religion.
  • GTA was created for the development of the region. Local leaders are running the GTA and Bengal Government is providing all the cooperation.
  • We have to maintain peace in the region. If tourists do not come to the Hills, how will the economy of the region prosper?
  • Put an end to the politics of bandh. You can always make your demands.
  • During the Left Front rule, the Chief Ministers hardly visited the Hills. But I visit Darjeeling every 2-3 months.
  • I do not come to only seek votes. I work for the people.
  • You must maintain peace in the region for a better future, for the youth, for students, for everyone.
  • Darjeeling is a popular tourist destination all over the world.
  • Unrest in Darjeeling benefits Sikkim. Sections with vested interests do not want people of Darjeeling to be happy.
  • Whenever we work for the development of the Hills, someone creates violence and the process is pushed back by 10 years.
  • No one can buy-out Darjeeling with money power. You have to win hearts.
  • I believe Darjeeling has a potential to become an industry hub, an IT hub. There is potential in horticulture also.
  • We want development of the Hills. We want welfare of the people. We do not want votes. We want peace. We want jobs for the youth.
  • We will set up a university in the Hills. We have already sanctioned ITI, polytechnic and other drinking water projects for the Hills.
  • We do not want divide-and-rule politics.
  • Thank you to all the people for restoring peace in the Hills. Tourists are coming back. This is a good sign.
  • Let Kanchenjunga keep smiling.

 

বনধের খেলা বন্ধ হওয়া উচিত, দার্জিলিঙে বললেন মুখ্যমন্ত্রী

দীর্ঘ ৭ মাস পর পাহাড়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল তিনি রোহিণীতে সুভাষ ঘিসিং মার্গের নামকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আজ তিনি উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের সহযোগিতায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেট তথা দার্জিলিং জেলা পুলিশ আয়োজিত হিমল তরাই ডুয়ার্স ক্রীড়া উৎসব ২০১৮-র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে।

এই উৎসবে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট আওতাধীন এলাকা সহ দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলার মোট ৮০৫টি ক্লাব ও ১৮৫০০ জন যুবক-যুবতী মার্শাল আর্ট, তিরন্দাজি, ফুটবল ও ভলিবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

 

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ:

  • উপস্থিত সকলকে আমার ধন্যবাদ। সফল খেলোয়াড়দের প্রতি বছর আমরা পুরস্কার বিতরণ করি। যারা সফল হয়েছেন তাদের সিভিক ভলেন্টিয়ারের পদে নেওয়া হবে।
  • বাংলার সরকার কখনও দার্জিলিঙের ব্যাপারে হস্তক্ষেপ করে না। আমরা সব ধর্ম, জাতি, শ্রেণী ও বর্ণের মানুষকে শ্রদ্ধা করি।
  • আপনার দার্জিলিং আপনাকেই সামলাতে হবে, সেইজন্যই সকলে মিলে জিটিএ তৈরি হয়েছে। বাংলার সরকার তাদের সব রকম সহযোগিতা করে।
  • আমাদের শান্তি রক্ষা করতে হবে। আপনারা ভালো থাকুন, শান্তিতে থাকুন। দার্জিলিঙে পর্যটকরা না এলে আপনাদের অর্থনীতি চলবে কি করে?
  • বনধের খেলা বন্ধ হওয়া উচিত। আপনাদের যা দাবি আপনারা নিশ্চয়ই তা চাইতে পারেন।
  • বাম আমলে মুখ্যমন্ত্রী পাহাড়ে আসতেন না। অথচ আমি ২-৩ মাস পর পরই পাহাড়ে আসি।
  • আমি ভোট পাওয়ার জন্য আসি না। আমি মানুষের জন্য কাজ করি।
  • আপনাদের ভবিষ্যতের জন্য শান্তিতে দার্জিলিং সামলানো উচিত। ছাত্র-যুব, মা, ভাই-বোনেদের জন্য আপনাদের শান্তি বজায় রাখা উচিত।
  • দার্জিলিং বাংলার অঙ্গ। দার্জিলিং পর্যটনের জন্য সারা বিশ্বে বিখ্যাত।
  • সিকিমে পর্যটক গেলে সিকিমের লাভ বেশি, দার্জিলিঙে সমস্যা হলেও সিকিমের লাভ হয়। কিন্তু ওরা টাকা দিয়ে দার্জিলিং এর শান্তি নষ্ট করতে চায়। সিকিমের তুলনায় দার্জিলিঙের সৌন্দর্য কম নয়।
  • যখনই আমরা পাহাড়ের জন্য উন্নয়ন করি তখনই ওরা এসে আমাদের লোকসান করে দিয়ে যায়। এর ফলে আমরা ১০ বছর পিছিয়ে পরি। আমরা এটা চাই না।
  • টাকা দিয়ে দার্জিলিং কে কেনা যাবে না। দার্জিলিং কে মন দিয়ে জয় করতে হবে।
  • আমি বিশ্বাস করি দার্জিলিং-এ ভালো শিল্প হাব, পর্যটন হাব, আইটি হাব হতে পারে। অর্কিড, ফুলের চাষ ভালোভাবে হতে পারে।
  • আমরা পাহাড়ের উন্নয়ন চাই। আমরা পাহাড়ের মানুষের প্রগতি চাই। পাহাড়ের জন্য চাকরি চাই।
  • পাহাড়ে আমরা বিশ্ববিদ্যালয় তৈরি করব। আমরা ইতিমধ্যেই আই টি আই, পলিটেকনিক ও জল সরবরাহ প্রকল্পের কাজ শুরু করেছি।
  • আমরা বিভেদের রাজনীতি চাই না।
  • দার্জিলিঙে শান্তি ফিরিয়ে আনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। পর্যটকরা এখানে ফিরে আসছেন। এটা খুব ভালো লক্ষণ। দার্জিলিঙে আরও অগ্রগতি হোক।
  • আমরা চাই কাঞ্চনজঙ্ঘার হাসি যেন অমলিন থাকে।

Kakoli Ghosh Dastidar speaks on the Motion of Thanks on the President’s Address

FULL TRANSCRIPT

Madam, I stand on behalf of the All India Trinamool Congress to speak on the Motion of Thanks in gratitude towards the Hon’ble Rashtrapati ji for addressing a joint session of the Houses.

Madam, I am bemused at his self-contradictions. Whereas I agree to his statement on line number 12 of the printed speech that political democracy cannot survive without social and economic democracy, and I agree again with his last sentence when he stresses on equality and fraternity. But what I am confused about, along with many of my countrymen, my brothers and sisters, is whether the contradiction is in the rule of his government today, in the democracy at the personal level, at the social level, and at the economic and micro-economic levels that exist in today’s India. Doesn’t our Constitution grant each of us freedom of speech, and social, economic and political justice, gives us freedom of thought, expression, belief, faith and worship, equality of status and opportunity, of fraternity, assuring us dignity of the individual?

But it is challenged in his rule today. The President, in his speech, invokes Swami Vivekananda often. ‘Bohuroope shommukhe tomar chari katha khunjiche ishwar/ Jeebe prem kore jeijon sheijon shebiche ishwar’. Why are you searching for god in the temples, in the openly armed processions or in the rituals? God is in humanity, god is within you, god is in the human being in front of you. So isn’t it contradictory when Swamiji is quoted but not followed?

Naren, as was he was to be called when he was young, at the age of five or six, he pulled the hukkah meant for Muslims in his house to see whether that would make him lose his ‘dharma’ or religion or jaat. At the end he concluded, that, ‘dharma’ or caste is not such a vanity that would be lost so easily. Ramakrishna Paramhansa Deb is specifically quoted to have said that you practice religion in temples and mosques alike; and he found no difference in reaching God.

Today’s India is different.
Today’s India is difficult.
Today’s India is contradictory.
Today’s India is shortsighted.
Today’s India is myopic.
Today’s India is intolerant.

Honourable Rashtrapatiji has asserted his commitment to weaker sections. But let us define weakness. Who is weak? What is weakness? Whether the weakness is physical, whether the weakness is mental, whether the weakness is social, religious, demographic or ethnic. Which weakness is he talking about in today’s India? The weak have become more vulnerable.

Children are to be protected as they are not yet strong enough, they have not grown up. But everyday children are being kidnapped, sexually harassed, abused, tormented and most important is that their budgetary allocation has been slashed as per the mid-day meal proposals.

Women are our pride and physically less strong. So we can say that they are the weaker sex, as we used to say so. But today, as honourable ministers have been saying that as BSF jawans, they have shown formations during the Republic Day parade, they have flown fighters, so they are not weak anymore. But, everyday they are being raped. Acid is thrown at them. They are molested. But there is no concern as it is shown that only Rs 1 crore has been increased in the Beti Bachao Beti Padhao scheme. Whereas, in our State, our Chief Minister Mamata Banerjee, has empowered 45 lakh girl children through the Kanyashree scheme.

The Adivasis are not getting their dues; their right over their land, their jungles, their water bodies are being snatched and their language is not being given recognition as per the schedule.

And most importantly minorities are trembling in trepidation. Madam, if you don’t believe me ask the families of Pehlu Khan and Mohammad Akhlaq.

Where is dharma today, where is God? He is here in my heart. Where is God, where is dharma? He is here in my mind, in my brain, in my soul, in my thought – that is Hinduism. To take everybody along as we go forward, not maime, not kill, not hurt, abuse as is happening in today’s India.

About economic growth. Equality is not there. If it were there then the large defaulters would not have been let scott-free and the poor depositors dealt with punitive actions for not having minimum balance in their bank accounts; it is not dharma.

The farmers and fishermen are suffering; there is farmer suicide everyday in the country. 12000 farmers have committed suicide, though in our state of Bengal, the tax for the agricultural land has been done away with. The one time deposit money to take electric connection for irrigation in the agricultural land has been done away with. But what about Bundelkhand? What about Vidarbha? What about States like Rajasthan, Madhya Pradesh, Maharashtra, Jharkhand? Minimum Support Price is not in support of the farming community. The farmers are committing suicide – four out of every hundred farmers are committing suicide everyday.

The fishermen are not getting the benefit of what the scientists are doing. The scientists are doing good job in the country. They had forecasted the Cyclone Okhi that had occurred very recently, but, when they could forecast the whole path, the information that it was going to hit these fishermen out in the sea, could not be reached. We have lost many seamen, many fishermen.

We have to look after the farmers, we have to look after the fishermen, the OBCs, the minorities.

In the recent Budget, Bengal’s Railway projects have been slashed, only two lines have been doubled but extension of metro, even in my constituency Barasat, they have been overlooked it looks like, vindictive political agenda is high. The use of central agencies also very high.

And about the security Madam, hamare desh ka 22000 km se bhi jyada international borders hain, koi friendly country, koi not so friendly country, aur jo wahan jawan pehre mein rehte hain, kisi ke pati hain, kisi ke pita, lekin wo sabhi hamare santan hain, and the Government is not looking after them well enough.

The question is, at Rs 90 per day… ek hatta katta jawan jo wahan baithe rehte hain, hamare suraksha ke liye, chain ke liye, jab hum baithe hain gharon mein, jhel lete hain goli hamare liye. Unite liye sirf 90 rupees per day for their ration is not enough. Who is thinking about this? The medical facility for them is not enough, so who is looking after them? This government is not looking after them.

India today is wild with the delirium of hatred, which is contradictory to the rosy picture propagated. We must try to be more tolerant. It is time to ask have we lost our dharma, Madam?

Thank You.

 

Bengal Govt planning online platform for folk artistes

After the hugely successful Lok Prasar Prakalpa, comes another initiative by the Bengal Government for folk artistes – an online platform, using which one can easily approach the government to engage artistes who are enrolled under the Lok Prasar Prakalpa.

Chief Minister Mamata Banerjee had introduced the scheme, Lok Prasar Prakalpa to extend support to folk artistes across the state and to revive many art forms on the verge of extinction. In the first year itself, as many as 84,720 folk artistes were brought under the scheme, and gradually around 2 lakh artistes have been brought under its purview.

The online platform would be made accessible via a link in the official portal of the Bengal Government, Egiye Bangla.

Clicking on the link will take the user to another webpage, on which the details regarding the programme for which artistes enrolled under the Lok Prasar Prakalpa have been sought, need to be typed in. After going through the details of the programme, concerned State Government officials will take the required steps.

At present, one needs to approach district authorities for engaging the artistes enrolled under the scheme. With the introduction of the online platform, engaging them would be possible from any part of the globe.

The plan is to introduce the online platform during the next financial year, that is, 2018-19.

 

লোকশিল্পীদের জন্য ওয়েবসাইট আনছে রাজ্য

লোক প্রসার প্রকল্পের বিপুল সাফল্যের পর রাজ্য সরকার লোকশিল্পীদের জন্য নিল আরও এক উদ্যোগ – একটি নতুন ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে লোক প্রসার প্রকল্পে শিল্পীদের অন্তর্ভুক্ত করতে যে কেউ আবেদন করতে পারবেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোক প্রসার প্রকল্পের সূচনা করেন রাজ্যের লোক শিল্পীদের সাহায্য করতে। পাশাপাশি, বিভিন্ন লোকশিল্প যা বর্তমানে বিলুপ্তির পথে, সেগুলিকে পুনরুজ্জীবিত করাও উদ্দ্যেশ্য এই প্রকল্পের। ২ লক্ষ লোকশিল্পীকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে।

লোকশিল্পীদের ওয়েবসাইটটিতে রাজ্য সরকারের ওয়েব পোর্টাল ‘এগিয়ে বাংলার’ মাধ্যমে ঢোকা যাবে।

এগিয়ে বাংলার ওয়েবসাইটের ওই বিশেষ লিঙ্কটিতে ক্লিক করলে একটি ভিন্ন ওয়েবপেজ খুলবে যেখানে বিভিন্ন অনুষ্ঠানের তালিকা থাকবে। যে অনুষ্ঠানের জন্য শিল্পী নিজের নাম নথিভুক্ত করতে চান, তা টাইপ করতে হবে। এর পর ওই অনুষ্ঠানের ব্যাপারে বিশদে জানার পর, ওই সংক্রান্ত সরকারি আধিকারিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এই মুহূর্তে এই নাম নথিভুক্ত করার জন্য জেলা কর্তৃপক্ষকে জানাতে হয়। ওয়েবসাইট উদ্বোধনের হলে এই কাজ পৃথিবীর যে কোনো প্রান্তে বসে করা সম্ভব হবে।

Source: Millennium Post

People have rejected the Opposition: Mamata Banerjee in Assembly

Bengal Chief Minister Mamata Banerjee today delivered a speech in the State Assembly during a discussion on the Governor’s address.

During her speech, she highlighted the major achievements of the government. The CM also took a dig at the Opposition, who, she said, do not feel proud is anything good happens in the State.

She also criticised the Union Budget and said it was a flop-show.

 

Highlights of her speech:

  • The Opposition lacks the courage to listen to us. The people of Bengal have rejected them.
  • Why did the Left Front Govt not hike the honorarium of ASHA, ICDS workers? Centre has stopped funds for these projects. We are providing them incentives from our coffers. Is this my crime?
  • They left behind a huge debt burden. We are facing a legacy. We work with limited resources. 45% of borrowings are spent on development in Bengal.
  • In Bengal, CPI(M) and Congress are made for each other. This is nothing new.
  • How much loss was incurred due to demonetisation? How much black money has been recovered? A white paper must be released. GST has negatively impacted the economy.
  • Opposition is obsessed with criticising the Trinamool. They do not feel proud about Bengal. Look at our achievements in social sector.
  • They blame us for everything. Will they next blame us for cloudy weather or lack of rainfall or if the sun does not come out?
  • Congress is helpless without Trinamool in Parliament. And in Assembly they do not show any courtesy.
  • The Opposition even politicises accidents. What did the previous government do when boats capsized in Kakdwip and Kolaghat?
  • Why were rescue forces not allowed to go near the accident site? Who prevented them?
  • Yesterday’s Union budget was hopeless, flop, bluff budget. Funds have been slashed for National Health Mission. SC/ST welfare has not been looked into.
  • The Centre talks about doubling farmers’ income. We have already done that. Income of farmers in Bengal has increased from Rs 93,000 to Rs 2,39,000 in six years.
  • I would urge the Centre to waive off loans of farmers.
  • I am happy to see the MLAs of Darjeeling present in the House. I will visit Darjeeling on February 6. We want the progress of Hills.
  • We have included 34,000 additional farmers in pension scheme. The pension amount has also been increased.
  • Kanyashree girls are our pride. We have hiked their monthly stipend. We have extended the scheme to university. The scheme has been adjudged the best among 63 nations by the UN.
  • We have given scholarships to 57 lakh SC/ST students. We have distributed 70 lakh cycles. The whole process was carried out by e-tendering.
  • From birth to life – we have schemes for all phases of life. We have introduced a new scheme ‘Ruposree’. Six lakh girls will benefit from the scheme.
  • We have started a new scheme ‘Manobik’ wherein 2 lakh physically challenged people will get monthly pension of Rs 1000.
  • 1.3 lakh farmers have been trained. We have decided to abolish mutation fee for the farmers. We have abolished cess on tea. We have formed a fund of Rs 100 crore for the welfare of tea garden workers.
  • Load Sheddings have become a thing of the past. Has the Left forgotten about the dark days? We are trying to solve the problem of low voltage but sections with vested interests are not allowing a power grid at Bhangor.
  • We have been providing free healthcare for the last two years. We already have Swasthya Sathi insurance scheme. We have Mabhoi scheme for journalists. And Centre has now come up with health insurance scheme.
  • For employment generation, we will set up Silicon Valley Asia in Rajarhat.
  • 108 new Police Stations have been created. Out of proposed 73 Women Police Stations, 48 have already been made functional. Number of departments have been reduced from 63 to 52.
  • NCRB report regarding women trafficking in Bengal was misleading. We have sent a letter to the NCRB asking for a corrigendum to be issued.
  • We will start a pension scheme for journalists from April, 2018. We will soon bring a law to give 10% relief to senior citizens in municipal tax.
  • Trinamool believes in communal harmony. Congress-CPI(M) must remember courts give permission to RSS rallies, not us.

 

 

মানুষ বিরোধীদের বয়কট করেছেঃ বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী

আজ বিধানসভায় রাজ্যপালের ভাষণের ওপর একটি আলোচনার জবাবী ভাষণ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তার বক্তৃতায় তিনি সরকারের প্রধান সাফল্যগুলি তুলে ধরেন। বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন, কখনো তারা রাজ্যের জন্য গর্ব করেন না।

কেন্দ্রীয় বাজেটের সমালোচনা করে তিনি বলেন যে এটি একটি ফ্লপ-শো ছিল।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

  • রাজ্যপালের ভাষণের জন্য তাঁকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।
  • শুধু হিংসা করলেই হয় না। বিরোধীরা আমার বক্তৃতার সময় উপস্থিত থাকে না। ওরা সরকারের উত্তর শুনতে ভয় পায়।
  • কেন বাম সরকার আই সি ডি এস ও আশা কর্মীদের মাইনে বাড়ায়নি?কেন্দ্রীয় সরকার এই প্রকল্প বন্ধ করে দিয়েছে। আমি ওদের ১৫০০ টাকা আর্থিক সাহায্য করেছি। এটা কি অপরাধ?
  • রাজ্যকে দেনায় জর্জরিত করেছে সিপিএম। আমরা সেই ঋণের বোঝা বহন করছি। আমাকে সীমিত টাকার মধ্যে কাজ করতে হয়। যে টাকা আমরা ধার করি তার ৪৫% টাকা উন্নয়নের জন্য খরচ করি বাকিটা দেনা শোধ করি।
  • বাংলায় চিরকাল সিপিএম-কংগ্রেস এক। এটা নতুন কিছু নয়। মানুষ ওদের বয়কট করেছে।
  • নোট বাতিলের ফলে কত ক্ষতি হয়েছে? কত কালো টাকা ফেরত এসেছে? আজও অজানা। এখনও এর কোন স্বেতপত্র প্রকাশ করা হয়নি। জিএসটির ফলে অর্থনীতি ভেঙে পড়েছে।
  • যত তৃণমূল কংগ্রেসের অন্ধ বিরোধিতা করছেন তত মানুষ তাদের দূরে সরিয়ে দিচ্ছে। বাংলা নিয়ে কখনো ওরা গর্ব করে না। আমাদের আর্থ সামাজিক ক্ষেত্রে বাংলার উন্নতি নিয়ে কথা বলে না।
  • সব কিছুর জন্য ওরা তৃণমূলকে দায়ী করে। শুধু কুৎসা ও অপপ্রচার করে আর টিভিতে ভাষণ দেওয়া ছাড়া আর কোন কাজ নেই। এরপর বলবে রোদ উঠেছে কেন? তৃণমূল জবাব দাও। বৃষ্টি হচ্ছে না কেন? তৃণমূল জবাব দাও। সূর্য উঠছে না কেন? তৃণমূল জবাব দাও। সব কিছুর একটা লিমিত থাকে।
  • মানুষকে অবজ্ঞা করবেন না। মানুষের গণতান্ত্রিক অধিকারকে অশ্রদ্ধা করবেন না।
  • দিল্লিতে তৃণমূলকে ছাড়া কংগ্রেসের চলে না, সংসদ চলে না। আর বিধানসভায় আপনারা কি ব্যবহার করেন। শুধু নোংরা কথা বলা আর dirty game খেলা।
  • একটা দুর্ঘটনা ঘটেছে সেটা নিয়েও রাজনীতি করছে বিরোধীরা। কাকদ্বীপ, কোলাঘাটে যখন নৌকাদুবি হয়েছিল আগের সরকার কি ব্যবস্থা নিয়েছিল? কত ক্ষতিপূরণ দিয়েছিল?
  • গতকাল কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়ছে।এটা একটা হোপলেস, সুপার ফ্লপ, ব্লাফ বাজেট। না ঘরকা না ঘাটকা বাজেট। ১০০ দিনের কাজের টাকা, ন্যাশনাল হেলথ মিশনের টাকা কমিয়ে দিয়েছে। SC/ST দের জন্য টাকা সেভাবে বরাদ্দ করা হয়নি। সংখ্যালঘুদের টাকা ৪০০০ কোটি টাকা থেকে কমিয়ে ১০০০ কোটি টাকা করা হয়েছে।
  • কৃষকদের আয় নাকি দেড় গুণ বাড়ানো হবে। অথচ আমরা ইতিমধ্যেই তাদের আয় আড়াই গুন বাড়িয়ে দিয়েছি। ৯১ হাজার টাকা থেকে তা বেড়ে দাঁড়িয়েছে বার্ষিক ২,৩৯,০০০ টাকা।
  • কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করব কৃষকদের সব ঋণ মুকুব করে দেওয়ার জন্য।
  • দার্জিলিং এর বিধায়করা এখানে উপস্থিত আমি খুব খুশি, দার্জিলিঙে শান্তি ফিরে এসেছে। আমরা চাই উন্নয়ন হোক। আগামী ৬ ফেব্রুয়ারী আমি দার্জিলিং যাব।
  • কৃষকদের পেনশন ৭৫০ টাকা থেকে বারিয়ে ১০০০ টাকা করে দেওয়া হচ্ছে। আরও ৩৪,০০০ কৃষক এই প্রকল্পের আওতায় আসবেন।
  • কন্যাশ্রী আমাদের গর্ব। ওদের স্কলারশিপ বৃদ্ধি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়েও এই স্কিম চালু করেছি। ৬৩ টি প্রকল্পের মধ্যে কন্যাশ্রীকে প্রথম পুরস্কার দিয়েছে রাষ্ট্রসংঘ।
  • ৫৭ লক্ষ SC/ST ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেওয়া হচ্ছে। আমরা ৭০ লক্ষ সবুজ সাথী সাইকেল বিতরণ করেছি। সম্পূর্ণ প্রক্রিয়া হচ্ছে ই-টেন্ডারের মাধ্যমে।
  • জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা প্রকল্প চালু করেছি। আমরা একটি নতুন প্রকল্প চালু করেছি যার নাম – রূপশ্রী। এর মাধ্যমে ৬ লক্ষ মেয়ে উপকৃত হবে।
  • আরও একটি নতুন প্রকল্প চালু করা হল যার নাম – মানবিক। এর মাধ্যমে ২ লক্ষ প্রতিবন্ধীদের মাসে ১০০০ টাকা করে পেনশন দেওয়া হবে।
  • ১.৩ লক্ষ কৃষকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কৃষকদের কৃষি জমি মিউটেশন ফি মুকুব করা হয়েছে। আগামী আর্থিক বছরে চা পাতা উৎপাদনের ওপর সেস মকুব করার প্রস্তাব রাখা হয়েছে। কৃষকরা যাতে দ্রব্যের ন্যায্য মূল্য পান সেজন্য বিশেষ তহবিল গঠন করা হবে। এর জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করা হবে।
  • লোডশেডিং আজ বাংলার ইতিহাস। বাম সরকার সেই সব অন্ধকার দিনগুলি ভুলে গেলেন?আমরা লো ভোল্টেজের সমস্যা সমাধান করার চেষ্টা করছি।
  • গত ২ বছর ধরে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে বাংলায়। ইতিমধ্যেই স্বাস্থ্য সাথী প্রকল্প চালু হয়েছে। সাংবাদিকদের জন্য মাভৈ প্রকল্প চালু করেছি। কেন্দ্র এতদিন পর স্বাস্থ্য প্রকল্প আনল।
  • কর্মসংস্থানের জন্য আমরা রাজারহাটে সিলিকন ভ্যলি এশিয়া তৈরি করব।
  • আমরা ১০৮ টি নতুন থানা গড়েছি। ৭৩ টি প্রস্তাবিত মহিলা থানার মধ্যে ৪৮ টি কাজ করা শুরু করে দিয়েছে। সরকারী দপ্তরের সংখ্যা ৬৩ থেকে কমিয়ে ৫২ করা হয়েছে।
  • রাজ্যে নারী পাচার নিয়ে বিভ্রান্তিমূলক রিপোর্ট দিয়েছে NCRB। আমরা ওদের চিঠি দিয়ে বলেছি সংশোধনী আনতে।
  • সাংবাদিকদের জন্য আমরা এপ্রিল থেকে নতুন পেনশন প্রকল্প চালু করব। প্রবীণ নাগরিকদের পুরসভা করে ১০% ছাড় দেওয়া হবে।
  • একতা ও সম্প্রীতি তৃণমূলের চোখের মণি। আরএসএস-এর সভার অনুমতি কোর্ট দেয় আমরা নই এটা সিপিএম কংগ্রেসের মনে রাখা উচিত।

10 major features of Bengal Budget 2018

Bengal Finance Minister Dr Amit Mitra today presented the State Budget for the year 2018-19 at the West Bengal Legislative Assembly.

The Budget laid stress on social welfare as well as employment generation. From farmers to tea garden workers, people with disabilities to women empowerment, there were several major announcements.

Ruposhree and Manobik were two new schemes announced in the Budget today.

 

Here are the key features of Bengal Budget 2018-19:

  • To provide relief to common people as well as the real estate sector – stamp duty reduced by 1% on properties (rural as well as urban) up to Rs 1 crore. Stamp duty will be reduced to 6% from existing 7%.
  • Tea sector is facing a lot of hardship. They have not been able to recuperate from the problems. In the FY 2018-19 and 2019-20, the Finance Minister proposed to abolish agricultural income tax in tea gardens completely. The Government will also abolish cess on tea industry. Twenty-five lakh tea workers will be benefited.
  • Due to the absence of banks, the economy in rural areas is mostly cash-dependent. Due to demonetisation, the farmers of Bengal faced a lot of hardships. We have already abolished khajna tax on agricultural land. The Government has decided to abolish mutation fee on agriculture also. This will benefit lakhs of farmers.
  • The State has made great strides in agriculture. It has created new records in food-grain production. The State is No. 1 in the production of vegetables, and No. 2 in potato production. To ensure farmers get the right price for their produce, the Government will create a special fund of Rs 100 crore for farmers.
  • The State provides old-age pension to farmers. The Finance Minister proposed to increase the monthly pension from Rs 750 to Rs 1000. The number of beneficiaries will increase from 66,000 farmers to one lakh farmers. Additional 34,000 farmers will hence benefit from this scheme.
  • For the empowerment of girls in Bengal, the Chief Minister launched the Kanyashree scheme. The state spends Rs 1,250 crore per annum for this scheme. This is a great step towards social reform. The annual stipend is proposed to be increased from Rs 750 to Rs 1000. Lakhs of girls will be benefitted.
  • A lot of families face hardship arranging money for the marriage of their daughters. The State wants to stand by these families. Families with annual income less than Rs 1.5 lakh, will get Rs 25,000 to facilitate the marriage of their daughters after they attain the age of 18. This scheme will be called Ruposhree. Rs 1,500 crore allocated for this scheme. Six lakh families will benefit.
  • Persons with 40% disabilities or more will receive a monthly pension of Rs 1,000. The scheme will be called Manobik. Rs 250 crore for this scheme allocated for this scheme.
  • Budget proposal worth Rs 2,14,958.75 crore presented for FY 2018-19.
  • Despite the hurried implementation of GST and demonetisation, the State has created 8,92,000 jobs in the last fiscal year.

 

 

২০১৮-১৯ অর্থবর্ষের বাজেটের উল্লেখযোগ্য ১০ টি প্রস্তাব

আজ বিধানসভায় ২০১৮-১৯ অর্থবর্ষের বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র।

বাজেটে সামাজিক কল্যাণ ও কর্মসংস্থান সৃষ্টি থেকে কৃষক, চা বাগান কর্মী, নারী ক্ষমতায়ন, প্রতিবন্ধী মানুষ সহ সকলের জন্য বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আজ বাজেটে ‘মানবিক’ ও  ‘রূপশ্রী’ এই দুই নতুন প্রকল্পের ঘোষণা করলেন অমিত মিত্র।

 

বাজেটের উল্লেখযোগ্য কিছু প্রস্তাবঃ

  • গৃহ নির্মাণ শিল্পের ক্ষেত্রে ৪০ লক্ষ টাকা থেকে ১ কোটি টাকা অবধি সম্পত্তি মূল্যের ওপর স্ট্যাম্প ডিউটি ১% হারে ছাড় দেওয়ার প্রস্তাব রাখছি। গ্রামাঞ্চলে স্ট্যাম্প ডিউটি বর্তমানে ৬% থেকে কমে ৫% হবে এবং শহরাঞ্চলে ৭% থেকে কমে ৬% হবে। এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষ ও গৃহ নির্মাণ শিল্প বিশেষ ভাবে উপকৃত হবে।
  • ছোট চা বাগান অনেক সমস্যার সম্মুখীন হয়েছে, যার প্রভাব এখনও সম্পূর্ণ কাটেনি। আগামী ২০১৮-১৯ ও ২০১৯-২০ অর্থবর্ষে কৃষি আয়কর সম্পূর্ণ ছাড় দেওয়ার প্রস্তাব রাখছি। এর ফলে ২৫ লক্ষ চা শ্রমিক উপকৃত হবেন। আগামী আর্থিক বছরে চা পাতা উৎপাদনের ওপর সেস মকুব করার প্রস্তাব রাখা হচ্ছে।
  • গ্রামাঞ্চলে ব্যাঙ্কিং পরিষেবার অভাবে কৃষি অর্থনীতি নগদ টাকা লেনদেনের ওপর নির্ভরশীল। নোট বাতিলের সিদ্ধান্তের জন্য কৃষি অর্থনীতি ভেঙে পড়েছে। কৃষকদের প্রদেয় খাজনা মুকুব করা হয়েছে। তাদের আরও আর্থিক সহায়তা দেওয়ার জন্য কৃষিজমি  মিউটেশন ফি মুকুব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে লক্ষ লক্ষ কৃষক ভাইবোনেরা উপকৃত হবে।
  • বিগত ৬ বছরে আমরা কৃষিতে অনেক উন্নতি করেছি। খাদ্যশস্য উৎপাদনে আমরা নতুন নজির গড়েছি। শাক সবজি উৎপাদনে দেশের মধ্যে প্রথম স্থান ও আলু উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকার করেছে বাংলা। কৃষকরা যাতে দ্রব্যের ন্যায্য মূল্য পান সেজন্য বিশেষ তহবিল গঠন করা হবে। এর জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করা হবে।
  • বয়স্ক কৃষক ও তাদের পরিবারের সাহায্যের জন্য রাজ্য বার্ধক্য ভাতা প্রদান করে। বর্তমানে গড়ে ৬৬০০০ কৃষক ভাই-বোনেরা এই প্রকল্পে মাসে ৭৫০ টাকা পেনশন পান। এই পেনশন ৭৫০ থেকে বাড়িয়ে ১০০০ করার প্রস্তাব দেওয়া হচ্ছে। এছাড়া এই ভাতা প্রাপকদের সংখ্যা ৬৬০০০ থেকে বাড়িয়ে ১ লক্ষ করার প্রস্তাব দিচ্ছি। ফলে আরও ৩৪০০০ কৃষক এই পেনশন লাভ করবে।
  • বাংলার মেয়েদের শিক্ষার উন্নতি, প্রশস্তি ও প্রগতির জন্য মুখ্যমন্ত্রীর একান্ত নিজস্ব উদ্যোগে কন্যাশ্রী প্রকল্প এগিয়ে চলেছে। এই প্রকল্পে রাজ্য বছরে ১২০০ কোটি টাকা ব্যয় করে। সমাজ সংস্কার গঠনের ক্ষেত্রে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। কন্যা সন্তানদের শিক্ষা আরও উন্নতির লক্ষ্যে তাদের বার্ষিক বৃত্তির পরিমাণ ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ১০০০ টাকা করার প্রস্তাব করা হচ্ছে। এর ফলে রাজ্যের লক্ষ লক্ষ মেয়ে উপকৃত হবে।
  • অনেক গরীব পরিবার মেয়ের বিবাহের খরচ জোগাড় করতে অসুবিধায় পড়েন। আমাদের সরকার সেইসব অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের ভার লাঘব করতে অঙ্গীকারবদ্ধ। যে সকল পরিবারের বার্ষিক আয় দেড় লক্ষ টাকার কম তাদের মেয়েদের ১৮ বছর বয়সের পর বিবাহ হলে আরও একাকালীন ২৫০০০ টাকা সহায়তা পাবে। মাননীয়া মুখ্যমন্ত্রীর এই স্বপ্নের প্রকল্পের নাম ‘রূপশ্রী’। এই প্রকল্পের জন্য ১৫০০ কোটি টাকা বরাদ্দ করা হল। এর মাধ্যমে ৬ লক্ষ পরিবার উপকৃত হবে।
  • যাদের প্রতিবন্ধকতা ৪০% বা তার বেশি রয়েছে তাদের মাসে ৭৫০ টাকা পেনশন দেওয়া হয়, এদের কথা ভেবে নতুন পেনশন প্রকল্প চালু করা হল। এই প্রকল্পের নাম ‘মানবিক’। এই প্রকল্পে ২ লক্ষ মানুষকে ১০০০ টাকা মাসিক পেনশন দেওয়া হবে। এই প্রকল্পের জন্য ২৫০ কোটি টাকা বরাদ্দ করা হল। এটি মুখ্যমন্ত্রীর নিজস্ব পরিকল্পনায় সৃষ্টি।
  • ২০১৮-২০১৯ অর্থবর্ষের জন্য ২,১৪,৯৫৮.৭৫ কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
  • মা মাটি মানুষের সার্বিক উন্নয়নের প্রধান লক্ষ্য আরও বেশি কর্মসংস্থান সৃষ্টি। ২০১৭-২০১৮ অর্থবর্ষে পরিকল্পনাহীন ও তাড়াহুড়ো করে চালু করা জিএসটি ও নোট বাতিলের ধাক্কা সত্ত্বেও আমরা রাজ্যে ৮,৯২,০০০ কর্মসংস্থান সুনিশ্চিত করতে পেরেছি।