Chief Minister Mamata Banerjee today inaugurated a slew of projects for Malda district during a public programme at DSA Stadium. She also laid the foundation stones of several projects.
Among the projects inaugurated were electricity substations, an ITI, anganwadi centres, polytechnic college laboratory building, drinking water supply network, new roads, a model school, a veterinary health centre, a students’ hostel, etc.
Foundation stones were laid for a mini Mother and Child Hub, Karma Tirtha, deep tube-well, rebuilding of a bridge, set of lamp posts for LED lights, Harmony Centres (Sadbhab Mandap), etc.
Besides these, Mamata Banerjee distributed the benefits of schemes like Kanyashree, Samaj Sathi and Gatidhara, tractors, Kisan Credit Cards, etc.
Several senior ministers and local leaders were present during the function.
Highlights of the Chief Minister’s speech at the programme:
- We have distributed direct government benefits to over 10,000 people today in Malda district.
- I had visited Malda during the floods last year. We have given Rs 1,200 crore compensation to affected farmers.
- We give a sapling to the parents of a newborn baby. When they grow up, this tree can be sold for financial benefits. This is called ‘Sabuj Shree’ scheme.
- We have increased Kanyashree stipend from Rs 750 to Rs 1,000. We have extended the scheme to university students also.
- We provide Siksha Shree scholarship to 57 lakh SC/ST students. We have distributed scholarships to 1 crore minority students.
- We have distributed 70,000 cycles to students. They are the backbone of the society. The more they study, the better the prospects of the nation.
- From April, a new scheme will be launched, named ‘Ruposhree’. We will give Rs 25,000 to help poor families in the marriage of their daughters. Application process will begin on March 20.
- We do not want parents to consider their daughters as burden. They should treat their daughters as assets. Girls must be allowed to stand on their feet.
- Farmers’ old age pension has been increased to Rs 1,000. People with 50% disability will get pension under ‘Manobik’ scheme.
- More than 1.9 lakh folk artistes receive monthly stipends and perform at government functions.
- BJP-ruled Centre stopped funds for ASHA project. Our government gives monthly remuneration of Rs 2,000 to ASHA workers. CPI(M) government never took such an initiative. They have stopped 90% of funds for ICDS project also.
- Centre is not doing any favour to us by giving us funds. The money they get from our revenue is given back to us.
- Contractual workers will have job security till 60 years of age. No other State has done this.
- Self-help groups, civic volunteers, casual workers, home guards, contractual workers have been brought under health insurance scheme ‘Swasthya Sathi’. We have started ‘Mabhoi’ scheme for journalists.
- We have started pension scheme for construction workers, bidi workers, auto drivers and other workers.
- We even provide financial assistance to poor families for cremation/burial.
- CPI(M) incurred huge debts. We have to pay Rs 48,000 crore as instalments. Yet we are providing funds for all the schemes.
- Instead of cooperating with the States, the Centre is bulldozing the federal structure, denying funds to the State.
- We have abolished khajna tax on agricultural land. Mutation fees on agricultural land has also been abolished.
- 12,000 farmers have committed suicide in India. Yet, the Centre has not waived farm loans. While, some people are running away from the country with crores of rupees.
- Small scale industry is suffering due to GST.
- People’s money in the banks is not safe. Rate of interest on PF, small savings, fixed deposit is being reduced. Centre is burdening the common people to compensate for the loot by a few people. People are suffering.
- Fuel prices are rising. Prices of essential commodities is rising every day. The benefit of the fall in fuel prices in the international market has not been passed on to people.
- I respect Gau Mata, but cows are safer than humans in India now. People are being denied their rights for the want of Aadhaar. Country is under the reign of looters.
- Self-help groups are not getting loans. Farmers are not getting loans. And a few special people are running away with crores of money.
- We have demanded that FRDI Bill must be withdrawn. Govt has to ensure safety of people’s savings in the banks.
- People cannot be denied basic rights for Aadhaar.
- Bengal is always vocal against injustice. We will always protest against anti-people policies.
- I ask the CPI(M) and the Congress to stop criticising Mamata Banerjee and step up their criticism of the BJP.
- BJP is boasting about their new party office. How does it matter to the common people? A political party is there to serve the people. A political party is not a corporate company driven by their own profit. They only believe in giving big speeches on TV and creating divisions between people.
- Bengal will become the best in the world. I want my youths and students to lead the way for the world.
- We have to defeat the divisive forces. A few political parties divide people on communal lines whenever elections approach.
- CPI(M) destroyed Bengal for 34 years. Congress has been strong in Malda and Murshidabad for decades. What have they done for the development of the region?
- We do not seek votes in return of development. We serve people because we consider it our responsibility. We work for all.
- Four years have passed since a new government was formed at Centre. Now they have to give answers to people. হিসেবে চাই, হিসেবে দাও। নইলে গদি ছেড়ে দাও।
- We believe in Sarva Dharma Samannay. We respect all religions equally. We respect Ram not Ravan.
রাজ্যের অধিকারের টাকা দেয় কেন্দ্র, দয়া করে না: মুখ্যমন্ত্রী
আজ মালদা জেলার ডিএসএ স্টেডিয়ামে পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিভিন্ন প্রকল্পের শিলান্যাসও করেন।
মুখ্যমন্ত্রী যে সকল প্রকল্পের উদ্বোধন করেন, তার কয়েকটি হল, সাব স্টেশন, আইটিআই, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, পলিটেকনিক ল্যাব বিল্ডিং, জল স্প্রবরাহ প্রকল্প, নতুন রাস্তা, মডেল স্কুল, প্রাণী স্বাস্থ্য কেন্দ্র, ছাত্রাবাস ইত্যাদি।
তিনি যে সকল প্রকল্পের শিলান্যাস করেন, তার কয়েকটি হল, মিনি মাদার অ্যান্ড চাইল্ড হাব, কর্মতীর্থ, গভীর নলকূপ, ব্রিজের পুনর্নির্মাণ, এলইডি আলোকবাটি স্তম্ভ স্থাপন, সদ্ভাব মণ্ডপ ইত্যাদি।
এছাড়াও তিনি কন্যাশ্রী, সবুজসাথী, সমাজসাথী, গতিধারা, ট্র্যাক্টর, কিষাণ ক্রেডিট কার্ড ইত্যাদি পরিষেবা প্রদান করেন।
এখানে উপস্থিত ছিলেন আরও অনেক মন্ত্রী ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
তাঁর বক্তব্যের কিছু অংশঃ-
- মালদা জেলার প্রায় ১০ হাজার মানুষের কাছে সরকারী পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে।
- গত বছর বন্যার সময় আমি মালদা জেলায় এসেছিলাম। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আমরা ১২০০ কোটি টাকা ক্ষতিপূরণ দিয়েছি।
- নবজাতকদের জন্মের পর তাদের বাবা-মায়েদের একটা করে চারাগাছ দেওয়া হচ্ছে। বড় হয়ে যাতে তারা সেই গাছ বিক্রি করে আর্থিক সহায়তা পেতে পারে। এটা ‘সবুজশ্রী’ প্রকল্প।
- কন্যাশ্রীর মেয়েদের ভাতা ৭৫০ টাকা থেকে বারিয়ে ১০০০ টাকা করা হয়েছে। এখন থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরও কন্যাশ্রীর আওতায় আনা হয়েছে।
- ‘শিক্ষাশ্রী’ প্রকল্পের আওতায় ৫৭ লক্ষ SC/ST ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেওয়া হয়েছে। এছাড়াও ১ কোটিরও বেশি সংখ্যালঘু ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেওয়া হয়েছে।
- ‘সবুজ সাথী’ প্রকল্পের আওতায় ৭০ লক্ষ সাইকেল দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীরাই সমাজের মেরুদণ্ড। ওরাই আমাদের ভবিষ্যৎ। ওরা যত এগিয়ে যাবে ততই এই সমাজের কল্যাণ হবে।
- এপ্রিল মাস থেকে আমরা নতুন প্রকল্প চালু করব। এর নাম ‘রূপশ্রী’। গরীব পরিবারের মেয়েদের বিবাহের জন্য ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। আগামী ২০ মার্চ থেকে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হবে।
- আমি চাই না বাবা মায়েরা চিন্তা করুক বা তাদের নিজেদের বোঝা ভাবুক। প্রত্যেকে যেন ভাবে তাদের মেয়েরা তাদের ঘরের লক্ষ্মী। আমি চাই মেয়েরা নিজেদের পায়ে দাঁড়াক।
- কৃষকদের পেনশন ৭৫০ টাকা থেকে বারিয়ে ১০০০ টাকা করা হয়েছে। যাদের প্রতিবন্ধকতা ৫০% বা তার বেশি রয়েছে তাদের পেনশন দেওয়া হবে ‘মানবিক’ প্রকল্পের আওতায়।
- ১ লক্ষ ৯৪ হাজার লোকশিল্পীকে প্রতি মাসে আর্থিক সহায়তা দেয় রাজ্য সরকার। পাশাপাশি তাদের সরকারী অনুষ্ঠানেও কাজের সুযোগ দেওয়া হয়।
- কেন্দ্রের বিজেপি সরকার ‘আশা’ প্রজেক্টের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। তারপর আমাদের সরকার আশার কর্মীদের ১৫০০ টাকা আর্থিক সাহায্য দেওয়া শুরু করে এখন তা বাড়িয়ে ২০০০ টাকা করা হয়েছে। সিপিএম সরকার এরকম কোন পদক্ষেপ নেয়নি। কেন্দ্রীয় সরকার আই সি ডি এস এর যে টাকা দিত তার ৯০% টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে।
- কেন্দ্র আমাদের থেকে ট্যাক্স এর টাকা কেটে নিয়ে যায় আর সেই টাকা থেকে কিছু টাকা আমাদের দেয়। আমাদের অধিকারই আমাদের দিত, দয়া করত না।
- চুক্তি ভিত্তিক কর্মীদের চাকরির বয়স ৬০ বছর পর্যন্ত করে দেওয়া হয়েছে – আর কোন রাজ্যে পাবেন না।
- স্বনির্ভর গোষ্ঠী, সিভিক ভলেন্টিয়ার, হোম গার্ড, চুক্তি ভিত্তিক কর্মীদের ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের আওতায় আনা হয়েছে। সাংবাদিকদের জন্য ‘মাভৈ’ প্রকল্প চালু করা হয়েছে।
- বাড়ি নির্মাণকারী শ্রমিক, বিড়ি শ্রমিক, অটো চালক সহ বাকি শ্রমিকদের জন্যও পেনশন প্রকল্প চালু করা হয়েছে।
- গরীব লোকেরা যাতে তাদের আত্মীয়দের মৃতদেহ সৎকার করতে পারে সেই জন্য তাদের ২০০০ টাকা আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে ‘সমব্যাথী’ প্রকল্পের আওতায়।
- সিপিএম ৩৪ বছরে ইচ্ছেমতো দেনা করেছে, সেই দেনা আমদের শোধ করতে হচ্ছে। কেন্দ্রীয় সরকার ৪৮ হাজার কোটি টাকা কেটে নিয়ে যাচ্ছে। তা সত্ত্বেও আমরা সব প্রকল্প চালিয়ে যাচ্ছি। আমরা মাথা নত করি না।
- রাজ্যকে সাহায্য করার পরিবর্তে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ভেঙে দিচ্ছে। রাজ্য যে সব টাকা পায় সেগুলো দেওয়া বন্ধ করে দিয়েছে।
- আমরা কৃষিজমিতে খাজনা মুকুব করে দিয়েছি। কৃষিজমির কেনা বেচায় কোনও মিউটেশন ফি লাগবে না।
- ভারতবর্ষে ১২০০০ কৃষক আত্মহত্যা করেছে। ঋণ শোধ করতে না পাড়ার জন্য অনেকে আত্মহত্যা করেছে। তাও, তাদের ঋণ মকুব করা হয় না। আর দু তিন জন লোক লক্ষ লক্ষ কোটি টাকা লুট করে নিয়ে যাচ্ছে।
- ক্ষুদ্র শিল্প জিএসটির জন্য ক্ষতিগ্রস্ত।
- স্বল্প সঞ্চয়ে সুদের হার কমানো হচ্ছে, প্রভিডেন্ট ফান্ডে সুদ কমানো হচ্ছে, এফডি, পিপিএফে সুদ কমছে, আমজনতার টাকা লুঠ করা হচ্ছে, কোথায় টাকা রাখবেন মানুষ? ব্যাঙ্কে মানুষের সঞ্চিত টাকা নিরাপদ নয়। ঋণখেলাপিদের পালানোর সুযোগ করে দিচ্ছে বিজেপি সরকার। এফআরডিআই বিল বাতিলের দাবি জানাচ্ছি।
- তেলের দাম বাড়ছে। জিনিসের দাম বাড়ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও সাধারণ মানুষ কোনও সুবিধে পেল না। আধারের নামে পরিষেবা দিচ্ছে না মানুষকে। দেশে লুঠেরাদের সরকার চলছে।
- আমি গোমাতাকে ভালবাসি, কিন্তু, তাও, গোরুর নিরাপত্তা আছে, জনগণের নেই। গোরুর আধার কার্ডে গোরুর নিরাপত্তা থাকবে আর মানুষের আধার কার্ডে ব্যাঙ্ক লুট করে নিয়ে যাবে, এই দুটো হতে পারে না। আধার কার্ড না থাকলে বলছে তুমি বিনাপয়সায় চিকিৎসা পাবে না। আজ লুটেরাদের রাজত্ব চলছে কেন?
- স্বনির্ভর গোষ্ঠীকে ব্যাঙ্ক টাকা দিতে চায় না। অথচ যাদের ফাঁকি দিয়ে নেওয়ার, তারা ঠিক টাকা নিয়ে বেরিয়ে যাচ্ছে।
- বাংলা ভয় পায় না, লড়াই করে। সিপিএম ও কংগ্রেসকে বলব, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা না করে দিল্লীর এই অবিচারের বিরুদ্ধে কিছু করুন।
- বিজেপি ভারতবর্ষের সবথেকে ধনীদের পার্টি। বলছে, এইরকম পার্টি অফিস সারা বিশ্বে নেই। তাতে জনগণের কিছু যায় আসে না। একটা রাজনৈতিক দল ও কর্পোরেট অফিসের মধ্যে পার্থক্য আছে। রাজনৈতিক দল শুধু টিভিতে ভাষণ দেবে? কিছু হলেই বলবে আগুন লাগিয়ে দাও।
- বাংলা যেকোনো জায়গার থেকে বিশ্বসেরা। বাংলার ছাত্র-যৌবন বিশ্বকে পথ দেখাবে। বাংলার মাটি সোনার চেয়েও খাঁটি।
- হিংসা, সন্ত্রাস, ভাগাভাগি, ভেদাভেদ আর নয়। নির্বাচন এলেই হিন্দু মুসলমান ভাগাভাগি করে কয়েকটা রাজনৈতিক দল।
- সিপিএমএর লজ্জা ঘেন্না ভয় নেই, ৩৪ বছর বাংলাটাকে শেষ করেছে। কংগ্রেস চিরকাল মালদা, মুর্শিদাবাদ পেয়েছে, কিছু করেছে মালদার জন্য?
- তৃণমূল কংগ্রেস সারা বাংলার জন্য অনেক করেছে ও করবে, পরিবর্তে কিছু চায়নি।
- দিল্লীতে সরকারের তো প্রায় ৪ বছর হয়ে গেল। ব্যাঙ্কের টাকা লুঠ হয়ে যাচ্ছে, হিসেব দাও। হিসেব চাই, হিসেব দাও, নইলে গদি ছেড়ে দাও।
- আমরা চাই সর্ব ধর্ম সমন্বয়। আমরা সব ধর্মকে সমান ভাবে সম্মান করি, রাবনকে না।