Learn different languages but never forget your mother language: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee paid homage to the language martyrs on International Mother Language Day today. She paid her tributes during a public function at Gangarampur in Dakshin Dinajpur district. Programmes on this occasion are being held across Bengal, down to every block, to observe the day in a befitting manner.

After coming to power, Mamata Banerjee had taken the initiative to construct a memorial for the language martyrs at Desapriyo Park. Another memorial was built near Birla Planetarium in Maidan.

The CM said, “Bangladesh is our neighbour and our friend. India-Bangladesh have long standing ties. I had been to Bangladesh in 2015 on the occasion of 21 February.”

She added, “Bengali is the second most spoken language in Asia, and fifth in the world. We must learn all languages. But we must never forget the importance of our mother languages.”

The CM maintained that Bengal Government had given official recognition to given official recognition to Nepali, Santhali, Hindi, Urdu, Gurmukhi, Rajbongshi, Kamtapuri, and Kuruk languages.

 

সব ভাষাই শিখবো কিন্তু মাতৃভাষাকে ভুলবো না: মুখ্যমন্ত্রী

আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, অমর ২১শে। রাজ্যের প্রতিটি জেলা ও মহকুমায় মর্যাদার সাথে পালিত হচ্ছে মাতৃভাষা দিবস।

আজ দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “আজ আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস।কলকাতার দেশপ্রিয় পার্কে একটি কাঠামো তৈরি করে আমরা প্রথম ভাষা আন্দোলনের অনুষ্ঠান শুরু করেছিলাম। বিড়লা প্ল্যানেটরিয়ামের বিপরীতে ভাষা শহীদদের জন্য একটি মেমেন্টো তৈরি করা হয়েছে, সেখানেও আজ অনুষ্ঠান হবে।”

মুখ্যমন্ত্রী আরও বলেন, “বাংলাদেশ আমাদের বন্ধু রাষ্ট্র। ভারত এবং বাংলাদেশের সম্পর্ক চিরকালের। একবার ২১ শে ফেব্রুয়ারি আমি বাংলাদেশে গিয়েছিলাম। ভাষা আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছিলেন তাদের আমার শ্রদ্ধা।”

“বাংলা ভাষা আজ আন্তর্জাতিক ভাষা হিসেবে পরিচিত এজন্য আমরা গর্বিত। আমরা সব ভাষাকে সম্মান করি। আমরা সব ভাষাই শিখবো কিন্তু মাতৃভাষাকে কোনওদিন ভুলবো না” বলেন তিনি।

Centre not doing favour by giving us funds: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee today inaugurated a slew of projects for Malda district during a public programme at DSA Stadium. She also laid the foundation stones of several projects.

Among the projects inaugurated were electricity substations, an ITI, anganwadi centres, polytechnic college laboratory building, drinking water supply network, new roads, a model school, a veterinary health centre, a students’ hostel, etc.

Foundation stones were laid for a mini Mother and Child Hub, Karma Tirtha, deep tube-well, rebuilding of a bridge, set of lamp posts for LED lights, Harmony Centres (Sadbhab Mandap), etc.

Besides these, Mamata Banerjee distributed the benefits of schemes like Kanyashree, Samaj Sathi and Gatidhara, tractors, Kisan Credit Cards, etc.

Several senior ministers and local leaders were present during the function.

 

Highlights of the Chief Minister’s speech at the programme:

  • We have distributed direct government benefits to over 10,000 people today in Malda district.
  • I had visited Malda during the floods last year. We have given Rs 1,200 crore compensation to affected farmers.
  • We give a sapling to the parents of a newborn baby. When they grow up, this tree can be sold for financial benefits. This is called ‘Sabuj Shree’ scheme.
  • We have increased Kanyashree stipend from Rs 750 to Rs 1,000. We have extended the scheme to university students also.
  • We provide Siksha Shree scholarship to 57 lakh SC/ST students. We have distributed scholarships to 1 crore minority students.
  • We have distributed 70,000 cycles to students. They are the backbone of the society. The more they study, the better the prospects of the nation.
  • From April, a new scheme will be launched, named ‘Ruposhree’. We will give Rs 25,000 to help poor families in the marriage of their daughters. Application process will begin on March 20.
  • We do not want parents to consider their daughters as burden. They should treat their daughters as assets. Girls must be allowed to stand on their feet.
  • Farmers’ old age pension has been increased to Rs 1,000. People with 50% disability will get pension under ‘Manobik’ scheme.
  • More than 1.9 lakh folk artistes receive monthly stipends and perform at government functions.
  • BJP-ruled Centre stopped funds for ASHA project. Our government gives monthly remuneration of Rs 2,000 to ASHA workers. CPI(M) government never took such an initiative. They have stopped 90% of funds for ICDS project also.
  • Centre is not doing any favour to us by giving us funds. The money they get from our revenue is given back to us.
  • Contractual workers will have job security till 60 years of age. No other State has done this.
  • Self-help groups, civic volunteers, casual workers, home guards, contractual workers have been brought under health insurance scheme ‘Swasthya Sathi’. We have started ‘Mabhoi’ scheme for journalists.
  • We have started pension scheme for construction workers, bidi workers, auto drivers and other workers.
  • We even provide financial assistance to poor families for cremation/burial.
  • CPI(M) incurred huge debts. We have to pay Rs 48,000 crore as instalments. Yet we are providing funds for all the schemes.
  • Instead of cooperating with the States, the Centre is bulldozing the federal structure, denying funds to the State.
  • We have abolished khajna tax on agricultural land. Mutation fees on agricultural land has also been abolished.
  • 12,000 farmers have committed suicide in India. Yet, the Centre has not waived farm loans. While, some people are running away from the country with crores of rupees.
  • Small scale industry is suffering due to GST.
  • People’s money in the banks is not safe. Rate of interest on PF, small savings, fixed deposit is being reduced. Centre is burdening the common people to compensate for the loot by a few people. People are suffering.
  • Fuel prices are rising. Prices of essential commodities is rising every day. The benefit of the fall in fuel prices in the international market has not been passed on to people.
  • I respect Gau Mata, but cows are safer than humans in India now. People are being denied their rights for the want of Aadhaar. Country is under the reign of looters.
  • Self-help groups are not getting loans. Farmers are not getting loans. And a few special people are running away with crores of money.
  • We have demanded that FRDI Bill must be withdrawn. Govt has to ensure safety of people’s savings in the banks.
  • People cannot be denied basic rights for Aadhaar.
  • Bengal is always vocal against injustice. We will always protest against anti-people policies.
  • I ask the CPI(M) and the Congress to stop criticising Mamata Banerjee and step up their criticism of the BJP.
  • BJP is boasting about their new party office. How does it matter to the common people? A political party is there to serve the people. A political party is not a corporate company driven by their own profit. They only believe in giving big speeches on TV and creating divisions between people.
  • Bengal will become the best in the world. I want my youths and students to lead the way for the world.
  • We have to defeat the divisive forces. A few political parties divide people on communal lines whenever elections approach.
  • CPI(M) destroyed Bengal for 34 years. Congress has been strong in Malda and Murshidabad for decades. What have they done for the development of the region?
  • We do not seek votes in return of development. We serve people because we consider it our responsibility. We work for all.
  • Four years have passed since a new government was formed at Centre. Now they have to give answers to people. হিসেবে চাই, হিসেবে দাও। নইলে গদি ছেড়ে দাও।
  • We believe in Sarva Dharma Samannay. We respect all religions equally. We respect Ram not Ravan.

 

রাজ্যের অধিকারের টাকা দেয় কেন্দ্র, দয়া করে না: মুখ্যমন্ত্রী

 

আজ মালদা জেলার ডিএসএ স্টেডিয়ামে পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিভিন্ন প্রকল্পের শিলান্যাসও করেন।

মুখ্যমন্ত্রী যে সকল প্রকল্পের উদ্বোধন করেন, তার কয়েকটি হল, সাব স্টেশন, আইটিআই, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, পলিটেকনিক ল্যাব বিল্ডিং, জল স্প্রবরাহ প্রকল্প, নতুন রাস্তা, মডেল স্কুল, প্রাণী স্বাস্থ্য কেন্দ্র, ছাত্রাবাস ইত্যাদি।

তিনি যে সকল প্রকল্পের শিলান্যাস করেন, তার কয়েকটি হল, মিনি মাদার অ্যান্ড চাইল্ড হাব, কর্মতীর্থ, গভীর নলকূপ, ব্রিজের পুনর্নির্মাণ, এলইডি আলোকবাটি স্তম্ভ স্থাপন, সদ্ভাব মণ্ডপ ইত্যাদি।

এছাড়াও তিনি কন্যাশ্রী, সবুজসাথী, সমাজসাথী, গতিধারা, ট্র্যাক্টর, কিষাণ ক্রেডিট কার্ড ইত্যাদি পরিষেবা প্রদান করেন।

এখানে উপস্থিত ছিলেন আরও অনেক মন্ত্রী ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

 

তাঁর বক্তব্যের কিছু অংশঃ-

  • মালদা জেলার প্রায় ১০ হাজার মানুষের কাছে সরকারী পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে।
  • গত বছর বন্যার সময় আমি মালদা জেলায় এসেছিলাম। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আমরা ১২০০ কোটি টাকা ক্ষতিপূরণ দিয়েছি।
  • নবজাতকদের জন্মের পর তাদের বাবা-মায়েদের একটা করে চারাগাছ দেওয়া হচ্ছে। বড় হয়ে যাতে তারা সেই গাছ বিক্রি করে আর্থিক সহায়তা পেতে পারে। এটা ‘সবুজশ্রী’ প্রকল্প।
  • কন্যাশ্রীর মেয়েদের ভাতা ৭৫০ টাকা থেকে বারিয়ে ১০০০ টাকা করা হয়েছে। এখন থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরও কন্যাশ্রীর আওতায় আনা হয়েছে।
  • ‘শিক্ষাশ্রী’ প্রকল্পের আওতায় ৫৭ লক্ষ SC/ST ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেওয়া হয়েছে। এছাড়াও ১ কোটিরও বেশি সংখ্যালঘু ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেওয়া হয়েছে।
  • ‘সবুজ সাথী’ প্রকল্পের আওতায় ৭০ লক্ষ সাইকেল দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীরাই সমাজের মেরুদণ্ড। ওরাই আমাদের ভবিষ্যৎ। ওরা যত এগিয়ে যাবে ততই এই সমাজের কল্যাণ হবে।
  • এপ্রিল মাস থেকে আমরা নতুন প্রকল্প চালু করব। এর নাম ‘রূপশ্রী’। গরীব পরিবারের মেয়েদের বিবাহের জন্য ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। আগামী ২০ মার্চ থেকে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হবে।
  • আমি চাই না বাবা মায়েরা চিন্তা করুক বা তাদের নিজেদের বোঝা ভাবুক। প্রত্যেকে যেন ভাবে তাদের মেয়েরা তাদের ঘরের লক্ষ্মী। আমি চাই মেয়েরা নিজেদের পায়ে দাঁড়াক।
  • কৃষকদের পেনশন ৭৫০ টাকা থেকে বারিয়ে ১০০০ টাকা করা হয়েছে। যাদের প্রতিবন্ধকতা ৫০% বা তার বেশি রয়েছে তাদের পেনশন দেওয়া হবে ‘মানবিক’ প্রকল্পের আওতায়।
  • ১ লক্ষ ৯৪ হাজার লোকশিল্পীকে প্রতি মাসে আর্থিক সহায়তা দেয় রাজ্য সরকার। পাশাপাশি তাদের সরকারী অনুষ্ঠানেও কাজের সুযোগ দেওয়া হয়।
  • কেন্দ্রের বিজেপি সরকার ‘আশা’ প্রজেক্টের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। তারপর আমাদের সরকার আশার কর্মীদের ১৫০০ টাকা আর্থিক সাহায্য দেওয়া শুরু করে এখন তা বাড়িয়ে ২০০০ টাকা করা হয়েছে। সিপিএম সরকার এরকম কোন পদক্ষেপ নেয়নি। কেন্দ্রীয় সরকার আই সি ডি এস এর যে টাকা দিত তার ৯০% টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে।
  • কেন্দ্র আমাদের থেকে ট্যাক্স এর টাকা কেটে নিয়ে যায় আর সেই টাকা থেকে কিছু টাকা আমাদের দেয়। আমাদের অধিকারই আমাদের দিত, দয়া করত না।
  • চুক্তি ভিত্তিক কর্মীদের চাকরির বয়স ৬০ বছর পর্যন্ত করে দেওয়া হয়েছে – আর কোন রাজ্যে পাবেন না।
  • স্বনির্ভর গোষ্ঠী, সিভিক ভলেন্টিয়ার, হোম গার্ড, চুক্তি ভিত্তিক কর্মীদের ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের আওতায় আনা হয়েছে। সাংবাদিকদের জন্য ‘মাভৈ’ প্রকল্প চালু করা হয়েছে।
  • বাড়ি নির্মাণকারী শ্রমিক, বিড়ি শ্রমিক, অটো চালক সহ বাকি শ্রমিকদের জন্যও পেনশন প্রকল্প চালু করা হয়েছে।
  • গরীব লোকেরা যাতে তাদের আত্মীয়দের মৃতদেহ সৎকার করতে পারে সেই জন্য তাদের ২০০০ টাকা আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে ‘সমব্যাথী’ প্রকল্পের আওতায়।
  • সিপিএম ৩৪ বছরে ইচ্ছেমতো দেনা করেছে, সেই দেনা আমদের শোধ করতে হচ্ছে। কেন্দ্রীয় সরকার ৪৮ হাজার কোটি টাকা কেটে নিয়ে যাচ্ছে। তা সত্ত্বেও আমরা সব প্রকল্প চালিয়ে যাচ্ছি। আমরা মাথা নত করি না।
  • রাজ্যকে সাহায্য করার পরিবর্তে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ভেঙে দিচ্ছে। রাজ্য যে সব টাকা পায় সেগুলো দেওয়া বন্ধ করে দিয়েছে।
  • আমরা কৃষিজমিতে খাজনা মুকুব করে দিয়েছি। কৃষিজমির কেনা বেচায় কোনও মিউটেশন ফি লাগবে না।
  • ভারতবর্ষে ১২০০০ কৃষক আত্মহত্যা করেছে। ঋণ শোধ করতে না পাড়ার জন্য অনেকে আত্মহত্যা করেছে। তাও, তাদের ঋণ মকুব করা হয় না। আর দু তিন জন লোক লক্ষ লক্ষ কোটি টাকা লুট করে নিয়ে যাচ্ছে।
  • ক্ষুদ্র শিল্প জিএসটির জন্য ক্ষতিগ্রস্ত।
  • স্বল্প সঞ্চয়ে সুদের হার কমানো হচ্ছে, প্রভিডেন্ট ফান্ডে সুদ কমানো হচ্ছে, এফডি, পিপিএফে সুদ কমছে, আমজনতার টাকা লুঠ করা হচ্ছে, কোথায় টাকা রাখবেন মানুষ? ব্যাঙ্কে মানুষের সঞ্চিত টাকা নিরাপদ নয়। ঋণখেলাপিদের পালানোর সুযোগ করে দিচ্ছে বিজেপি সরকার। এফআরডিআই বিল বাতিলের দাবি জানাচ্ছি।
  • তেলের দাম বাড়ছে। জিনিসের দাম বাড়ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও সাধারণ মানুষ কোনও সুবিধে পেল না। আধারের নামে পরিষেবা দিচ্ছে না মানুষকে। দেশে লুঠেরাদের সরকার চলছে।
  • আমি গোমাতাকে ভালবাসি, কিন্তু, তাও, গোরুর নিরাপত্তা আছে, জনগণের নেই। গোরুর আধার কার্ডে গোরুর নিরাপত্তা থাকবে আর মানুষের আধার কার্ডে ব্যাঙ্ক লুট করে নিয়ে যাবে, এই দুটো হতে পারে না। আধার কার্ড না থাকলে বলছে তুমি বিনাপয়সায় চিকিৎসা পাবে না। আজ লুটেরাদের রাজত্ব চলছে কেন?
  • স্বনির্ভর গোষ্ঠীকে ব্যাঙ্ক টাকা দিতে চায় না। অথচ যাদের ফাঁকি দিয়ে নেওয়ার, তারা ঠিক টাকা নিয়ে বেরিয়ে যাচ্ছে।
  • বাংলা ভয় পায় না, লড়াই করে। সিপিএম ও কংগ্রেসকে বলব, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা না করে দিল্লীর এই অবিচারের বিরুদ্ধে কিছু করুন।
  • বিজেপি ভারতবর্ষের সবথেকে ধনীদের পার্টি। বলছে, এইরকম পার্টি অফিস সারা বিশ্বে নেই। তাতে জনগণের কিছু যায় আসে না। একটা রাজনৈতিক দল ও কর্পোরেট অফিসের মধ্যে পার্থক্য আছে। রাজনৈতিক দল শুধু টিভিতে ভাষণ দেবে? কিছু হলেই বলবে আগুন লাগিয়ে দাও।
  • বাংলা যেকোনো জায়গার থেকে বিশ্বসেরা। বাংলার ছাত্র-যৌবন বিশ্বকে পথ দেখাবে। বাংলার মাটি সোনার চেয়েও খাঁটি।
  • হিংসা, সন্ত্রাস, ভাগাভাগি, ভেদাভেদ আর নয়। নির্বাচন এলেই হিন্দু মুসলমান ভাগাভাগি করে কয়েকটা রাজনৈতিক দল।
  • সিপিএমএর লজ্জা ঘেন্না ভয় নেই, ৩৪ বছর বাংলাটাকে শেষ করেছে। কংগ্রেস চিরকাল মালদা, মুর্শিদাবাদ পেয়েছে, কিছু করেছে মালদার জন্য?
  • তৃণমূল কংগ্রেস সারা বাংলার জন্য অনেক করেছে ও করবে, পরিবর্তে কিছু চায়নি।
  • দিল্লীতে সরকারের তো প্রায় ৪ বছর হয়ে গেল। ব্যাঙ্কের টাকা লুঠ হয়ে যাচ্ছে, হিসেব দাও। হিসেব চাই, হিসেব দাও, নইলে গদি ছেড়ে দাও।
  • আমরা চাই সর্ব ধর্ম সমন্বয়। আমরা সব ধর্মকে সমান ভাবে সম্মান করি, রাবনকে না।

 

Bengal ahead of neighbouring states in procuring foodgrains

There is another good news for the State Government: according to a Union Food Processing Industries Ministry report, Bengal is ahead of its neighbours in foodgrain procurement and foodgrain storage infrastructure.

As per the report, Bengal has a lot of potential in the field of paddy procurement. Hence, while the procurement during the 2016-17 kharif season was 40 lakh metric tonnes, the target set for the 2017-18 season by the State Government is 52 lakh metric tonnes.

After the Trinamool Congress Government came to power in 2011, the state has stopped procuring foodgrains from neighbouring states for distribution through the public distribution system, that is, ration shops, which is a big achievement.

On the other hand, Bengal is selling foodgrains to its neighbouring states for distribution through the PDS. Jharkhand, for example, is buying 5 lakh metric tonnes from Bengal. Not just that, the Centre now wants Bengal to supply to Tamil Nadu and Kerala too.

Additionally, as per the report, the Centre now wants Bengal to join the elite list of states which supply foodgrains to other states to make up for their shortfall. Hence, Bengal would soon join states like Andhra Pradesh, Punjab, Chhattisgarh, Uttar Pradesh and Haryana.

 

সরকারি উদ্যোগে ধান সংগ্রহে প্রতিবেশী রাজ্যগুলির থেকে অনেক এগিয়ে বাংলা

প্রতিবেশী রাজ্যগুলির থেকে সরকারি উদ্যোগে ধান সংগ্রহের পরিকাঠামো ও পরিমাণের নিরিখে এগিয়ে পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের ডাকা বৈঠকের রিপোর্ট থেকেই এটা পরিষ্কার।

চলতি খরিফ মরশুম শুরু হওয়ার পরেই কেন্দ্রীয় খাদ্যমন্ত্রক পশ্চিমবঙ্গ, বিহার, অসম, ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশে ধান সংগ্রহের প্রস্তুতি নিয়ে বিশেষ বৈঠক ডেকেছিল। খাদ্যমন্ত্রকের যুগ্মসচিবের সভাপতিত্বে হওয়া এই বৈঠকের বিস্তারিত রিপোর্টে দেখা যাচ্ছে, চাল সংগ্রহের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের অবস্থা সব থেকে ভালো।

পশ্চিমবঙ্গ সম্পর্কে বলা হয়েছে, ধান সংগ্রহে এ রাজ্যে বিরাট সম্ভাবনা রয়েছে। তাই ২০১৬-১৭ খরিফ মরশুমে ৪০ লক্ষ টন ধান সংগ্রহ হলেও, ২০১৭-১৮ মরশুমে তা আরও বাড়ানোর সুযোগ রয়েছে। প্রসঙ্গত, চলতি খরিফ মরশুমে রাজ্য সরকার ৫২ লক্ষ টন ধান সংগ্রহের লক্ষ্যামাত্রা ধার্য করেছে। ফেব্রুয়ারি মাসের শুরুতে সরকারি উদ্যোগে ধান সংগ্রহ ১৬ লক্ষ টন ছাড়িয়ে গিয়েছে

কেন্দ্রের রিপোর্টে দেখা যাচ্ছে, অন্তত ৩৭ লক্ষ টন ধান ওই রাজ্যকে কিনতে বলা হয়েছে। প্রসঙ্গত, ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে গত প্রায় পাঁচ বছর ধরে পশ্চিমবঙ্গে রেশনে ভিন রাজ্যের চাল সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে।

উল্লেখ্য, ঝাড়খণ্ড সরকার ওই রাজ্যের রেশনে সরবরাহ করার জন্য পশ্চিমবঙ্গ থেকে চাল নিতে আগ্রহী। ঝাড়খণ্ড, তামিলনাড়ু ও কেরলে চাল সরবরাহ করুক এই রাজ্য, কেন্দ্র এটাই চাইছে।

Source: Anandabazar Patrika

PNB fraud is tip of the iceberg, money laundering happened during demonetisation: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee on Sunday took a swipe at Modi government over the Punjab National Bank fraud saying, money laundering happened during demonetisation.

State-owned PNB has been rocked by the fraud involving billionaire diamond jeweler Nirav Modi who allegedly acquired fraudulent Letters of Undertaking (LoUs) from a branch in Mumbai to secure overseas credit from other Indian lenders.

“This is just the tip of the iceberg. This big banking fraud was fuelled at the time of Demonetisation. Big money laundering happened during DeMo,” she said in a tweet.

She further claimed that key bank officials were changed. “Who are these people put in? There are more banks involved. The full truth must come out,” she said.

 

নোটবাতিলের সময় বেড়ে যায় ব্যাঙ্ক দুর্নীতি: মমতা বন্দ্যোপাধ্যায়

পিএনবি দুর্নীতি নিয়ে আবারও সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তিনি বলেন নোটবাতিলের সময় টাকা তছরুপ হয়েছিল।

একটি টুইটে মুখ্যমন্ত্রী বলেন, এটা তো হিমশৈলের চুড়ো (the tip of the iceberg) মাত্র। নোটবাতিলের সময় এই ব্যাঙ্ক দুর্নীতি আরও বেড়ে গেছিল। নোটবন্দির সময় প্রচুর টাকা তছরুপ হয়েছিল।

তিনি আরও দাবি করেন ওই সময় উচ্চপদস্থ ব্যাঙ্ক অফিসারদের বদল করা হয়। তিনি দাবি জানান তাদের পরিচয় জনসমক্ষে আসুক। “আরও অনেক ব্যাঙ্ক জড়িত। সম্পূর্ণ সত্য প্রকাশ হোক” বলেন মুখ্যমন্ত্রী।

Now, get a ‘machh-bhaat’ meal for Rs 21 at govt stalls

Bengal Government is going to provide low-cost meals for citizens.

Ekushe Annapurna, named after the typically Bengali lunch of dal, rice and fish curry that will come at a princely sum of Rs 21, will start as a pilot project at five places in the city from March. The final plan envisages having a total of a hundred such stalls across the state.

Initially this pilot project will be rolled out at five places – the Ruby crossing, Gariahat, DLF in New Town, Shyambazar and Salt Lake — in Kolkata, where people will get their lunch at Rs 21 only. This will start from March. There will be a hundred stalls across the state from May.

The meals will be available at a specific time to start with but, at a later stage, there are plans to make this an all-day affair.

 

চালু হচ্ছে ‘একুশে অন্নপূর্ণা’ প্রকল্প, ২১ টাকাতেই মাছ-ভাত

কথায় বলে মাছে ভাতে বাঙালি। যত‌ই বিরিয়ানি বা চাউমিন দিয়ে উদরপূর্তি করা হোক না কেন, সারাদিনে একবার জমিয়ে মাছ ভাত না খেলে, বাঙালির যেন দিনের খাওয়া সম্পূর্ণ হয় না। কিন্তু মাছের যা দাম তাতে বাজারে গেলে আঁতকে উঠতে হয়। তবে রাজ‍্য মৎস্য দপ্তরের নতুন পাইলট প্রজেক্টের মাছ ভাতের জন‍্য আর হাপিত্যেশ করতে হবে না আম বাঙালিকে। ‘একুশে অন্নপূর্ণা’ নামের এই প্রকল্পে মাত্র ২১ টাকায় পাওয়া যাবে ৫০ গ্রাম মাছ, ভাত, ডাল ও সবজি।

পাইলট প্রকল্প হিসাবে বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগের এই প্রকল্প আপাতত চালু হয়েছে সল্টলেকের ডিএল‌এফ, রুবি, গড়িয়াহাট, শ‍্যামবাজার এলাকায়। আপাতত জেলার ডিএম অফিসের সামনে বিক্রি হবে। ব্যাটারিচালিত গাড়িতেই খাবার নিয়ে বিক্রেতারা পৌঁছে যাবেন এসব এলাকায়।

পরবর্তীকালে ১ মে থেকে রাজ‍্যের সব জেলার জেলাশাসকের দপ্তরের সামনে ও বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ‘একুশে অন্নপূর্ণা‘র স্টল দেওয়া হবে। এই প্রকল্পর কথা নবান্ন সূত্রে আগেই ঘোষণা করা হয়েছিল। এবার তারই পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে শহরে। এমন আয়োজনে বড়সড় সাড়া মিলবে বলেই আশা প্রকল্পের সঙ্গে যুক্ত স্বনির্ভর গোষ্ঠীগুলিরও।

সস্তায় মাছ, ভাত খাওয়ার এমন সুবর্ণ সুযোগ করে দেওয়ায় সাধারণ মানুষের যে দারুণ সুবিধা হতে চলেছে, তা বলাইবাহুল্য। প্রত্যেকেই তাকিয়ে রয়েছেন, এই পরিষেবা কবে থেকে চালু হবে সেদিকে।

Common people denied loans while some getting crores: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee today expressed her anguish at the denial of loans to common people by banks, while some special people were getting crores of rupees.

In a tweet, the CM said: “Those who have Kisan Credit Cards and are entitled to loans are being denied loans. And yet some VIP bank customers are looting this country.”

She added that the self-help groups, those who run small businesses, and other commoners, are deprived of loans. And yet, special people are being given thousands of crores of rupees.

“Why this fraud? Why this fraud?” she commented.

 

 

সাধারন মানুষ ঋণ পাচ্ছে না, কেউ কোটি কোটি টাকা আত্মসাৎ করছেঃমমতা বন্দ্যোপাধ্যায়

 

পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের বিপুল দুর্নীতি নিয়ে আজ আবারও সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ ঝাড়গ্রাম জেলার এক প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী উষ্মা প্রকাশ করেন, যে সাধারন মানুষ ব্যাঙ্ক থেকে সহজে ঋণ পাচ্ছে না।

তিনি বলেন, “মানুষকে ঋণ দিচ্ছে না, চাষিকে ঋণ দিচ্ছে না, স্বনির্ভর গোষ্ঠীগুলি ঋণ পাচ্ছে না, যদিও ব্যাঙ্ক এই ঋণ ফেরত পাবে। (কিন্তু) এমন এমন (লোককে) ঋণ দিচ্ছে, (যারা) টাকা গুলো মেরে দিয়ে চলে যাচ্ছে… হাজার হাজার কোটি টাকা। এটাকে পারস্যু করতে হবে, ব্যাঙ্কারদের মিটিংয়ে আবার তুলতে হবে ব্যাপারটা।”

প্রসঙ্গত, গতকাল তিনি বেলপাহাড়ির জনসভায় পিএনবি দুর্নীতি ইস্যুতে বলেন, এর তদন্ত না করা পর্যন্ত ছাড়ব না৷ পিএনবিতে সাড়ে এগারো হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে৷ কেলেঙ্কারির তদন্ত করতে হবে৷ কে ঋণ দিল? কে নিল? সামনে আনতে হবে৷ তদন্ত না করা পর্যন্ত ছাড়ব না৷

Mamata Banerjee demands time-bound probe into PNB fraud

Bengal Chief Minister Mamata Banerjee today demanded a thorough and time bound investigation into the fraud in state-owned Punjab National Bank.

She said that a scam of over Rs 11,000 crore has taken place and the people’s savings are not safe.

“Look what happened at Punjab National Bank. A scam of more than Rs 11,000 crore. People’s savings are not safe. There must be a thorough, time bound enquiry,” she said in a tweet.

In what could be the biggest banking fraud in India, PNB had yesterday said that it has detected a USD 1.77 billion (about Rs 11,400 crore) scam in which billionaire jeweller Nirav Modi allegedly acquired fraudulent letters of undertaking from one of its branches for overseas credit from other Indian lenders.

 

 

পিএনবি দুর্নীতির তদন্ত চাই: মমতা বন্দ্যোপাধ্যায়

 

পাঞ্জাব ন্যাশানাল ব্যাংকের হাজার হাজার কোটি টাকার প্রতারণার অভিযোগে উত্তাল গোটা দেশ৷ এবার সেই দুর্নীতির তদন্ত চেয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এর তদন্ত না করা পর্যন্ত ছাড়ব না৷

আজ বেলপাহাড়ির একটি প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী বলেন, পিএনবিতে সাড়ে এগারো হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে৷ কেলেঙ্কারির তদন্ত করতে হবে৷ কে ঋণ দিল? কে নিল? সামনে আনতে হবে৷ তদন্ত না করা পর্যন্ত ছাড়ব না৷

বুধবার পিএনবি কর্তৃপক্ষ জানায় তাদের মুম্বইয়ের একটি শাখায় ১১ হাজার ৪০০ কোটি টাকা জালিয়াতি হয়েছে৷সিবিআইয়ের কাছে পিএনবি-র তরফে কোটিপতি ব্যবসায়ী নীরব মোদীর নামে অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর।পাশাপাশি একটি জুয়েলারি সংস্থার নামেও অভিযোগ করা হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, কেন্দ্র যে এফআরডিআই বিল আনতে চাই সেটা তাদের প্রত্যাহার করতে হবে৷ বিল প্রত্যাহার করার জন্য দু-দুবার কেন্দ্রকে চিঠি দিয়েছি৷ দ্বিতীয়বার অনেক কড়া করে বলেছি৷ ওরা ব্যাংকের সব টাকা কেড়ে নেওয়ার চেষ্টা করছে৷

The surge of development in Jangalmahal will continue: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today inaugurated and laid the foundation stones for several schemes and projects at Nadia district.

Some of the projects inaugurated by the CM today include Anganwadi centres, Gramin Haat, road projects, new police station, solar-powered lamp posts among others.

The Chief Minister also distributed benefits under schemes like Kanyashree, Sabuj Sathi, Anandadhara, Gatidhara, and gave away land pattas, Kisan Credit Cards and other benefits.

 

Highlights of her speech:

  • My connection with Jangalmahal goes back a long way. I had started my Jana Sanjog Jatra in 1993 from Belpahari.
  • There was a time when my Adivasi brothers and sisters survived on insect eggs.
  • There was a time when there was a reign of violence in Jangalmahal. Tourists did not come to this region.
  • After coming to power, we started giving rice at Rs 2/kg to the tribals in Jangalmahal.
  • My best wishes and greetings to the people of Jangalmahal for restoring peace in the region.
  • We have made Jhargram a new district, fulfilling a long-standing demand of the people.
  • A university will be set up in Jhargram.
  • Stipend for Kanyashree girls has been increased. The old age pension of farmers has also been increased.
  • Kanyashree scheme has been extended to universities.
  • We have created a special fund to desist farmers from distress selling.
  • We have started pension scheme for kendu leaf collectors.
  • Girls are our assets. We have launched a new scheme ‘Ruposhree’ to help in the marriage of girls from poor families.
  • Nearly 1.9 lakh folk artistes receive monthly stipends and perform at government functions.
  • Those who received prizes during Jangalmahal Sports Festival, they will be recruited as civic volunteers.
  • We have started Jala Tirtha project worth Rs 500 crore to augment irrigation facilities.
  • We have started many eco-tourism projects for Jangalmahal.
  • We have written to the Centre to enlist the Kurmi community under Scheduled Tribe list.
  • We are bringing Bills to give recognition to Kuruk and Kurmali languages.
  • We have already come up with a dictionary in Ol Chiki script.
  • We have constructed 25 lakh houses for the poor. We have started construction of 13,000 km of rural roads.
  • I have written again to the Centre against the FRDI Bill. They have to withdraw the draconian bill.
  • Look what happened at Punjab National Bank? A scam of more than 11,000 crore. People’ savings are not safe. There must be a thorough enquiry.
  • Some parties are trying to incite violence and disturb law and order. Do not pay heed to their provocations.
  • The surge of development in Jangalmahal will continue. For that we need your cooperation.
  • Our government is Maa, Mati, Manush government. We always work for the people.
  • We have created 81 lakh jobs in six years. This year we will create 10 lakh additional jobs.
  • We are No. 1 in creating rural employment.
  • Centre had stopped funds for ICDS and ASHA projects. Despite our financial constraints, we are running these projects with our own funds.
  • We will always stay beside the people. I have no personal agenda. I have always struggled for the rights of the people. S long as I am alive, I will work for them.

 

 

জঙ্গলমহলের উন্নয়ন চলবে: বেলপাহাড়িতে মুখ্যমন্ত্রী

আজ ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়িতে পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিভিন্ন প্রকল্পের শিলান্যাসও করেন।

মুখ্যমন্ত্রী যে সকল প্রকল্পের উদ্বোধন করেন, তার কয়েকটি হল, আঙ্গনওয়াড়ি কেন্দ্র, গ্রামীণ হাট, হোমিওপ্যাথি ডিসপেনসারি, রাস্তার উন্নতিকরন, কমিউনিটি হল, ডিপ টিউবওয়েল, সৌরচালিত বাতিকেন্দ্র, সৌর পানীয় জল প্রকল্প, নতুন থানা ইত্যাদি।

তিনি যে সকল প্রকল্পের শিলান্যাস করেন, তার কয়েকটি হল, স্বাস্থ্যকেন্দ্রে ওপিডি কমপ্লেক্স, ইকো-ট্যুরিস্ম পার্ক, কালচারাল সেন্টার, জল সরবরাহ প্রকল্প, ক্ষুদ্র গভীর নলকূপ, প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার ও নতুন ভবন, খাল সংস্কার প্রকল্প ইত্যাদি।

এছাড়াও তিনি কন্যাশ্রী, সবুজসাথী, সমাজসাথী, গতিধারা, ট্র্যাক্টর, কিষাণ ক্রেডিট কার্ড ইত্যাদি পরিষেবা প্রদান করেন।

 

তাঁর বক্তব্যের কিছু অংশঃ-

  • জঙ্গলমহলের সঙ্গে আমার সম্পর্ক অনেক দিনের। ১৯৯৩ সালে আমি বেলপাহাড়ি থেকেই জনসংযোগ যাত্রা করেছিলাম।
  • আগে একটা সময় ছিল যখন এলাকার আদিবাসী ভাই বোনেরা পিঁপড়ের ডিম খেয়ে জীবনধারণ করতো।
  • আগে জঙ্গলমহলের দিকে কেউ তাকিয়েও দেখত না।
  • আমরা ক্ষমতায় আসার পর আমরা প্রথম জঙ্গলমহলের আদিবাসীদের ২ টাকা কেজি দরে চাল দেওয়া শুরু করেছি।
  • জঙ্গলমহলে আবার শান্তি ফিরে এসেছে। আপনারা ভালো থাকুন, আমার অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল।
  • ঝাড়গ্রাম নতুন জেলা তৈরি করা হয়েছে – এটা ঝাড়গ্রামের মানুষের অনেক দিনের ইচ্ছা ছিল।
  • ঝাড়গ্রামে একটি নতুন বিশ্ববিদ্যালয়ও নির্মাণ করা হবে।
  • কন্যাশ্রী প্রকল্পের ভাতা ৭৫0 টাকা থেকে বারিয়ে ১০০০ টাকা করা হয়েছে। কৃষকদের পেনশন বৃদ্ধি করা হয়েছে।
  • কন্যাশ্রী প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আনা হয়েছে।
  • অভাবী কৃষকদের রক্ষার্থে আমরা ১০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল তৈরি করেছি।
  • কেন্দু পাতা সংগ্রহকারীদের জন্য পেনশন প্রকল্প চালু করা হয়েছে।
  • মেয়েরা আমাদের সম্পদ, আমাদের মর্যাদা। গরীব পরিবারের মেয়েদের বিবাহের খরচ বাবদ আর্থিক সহায়তা দেওয়া হবে সেজন্য আমরা নতুন প্রকল্প ‘রূপশ্রী’ চালু করেছি।
  • প্রায় ১.৯ লক্ষ লোক শিল্পীদের প্রত্যেক মাসে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে এবং তারা সরকারী অনুষ্ঠানে অংশগ্রহনের সুযোগ পাচ্ছেন।
  • জঙ্গলমহলে যারা ভালো খেলাধুলো করে চ্যাম্পিয়ন হয়েছে তাদের সিভিক পুলিশে চাকরি দেওয়া হবে।
  • আমরা জল তীর্থ প্রকল্প চালু করেছি, এর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
  • জঙ্গলমহলে আমরা ইকো – ট্যুরিজম প্রকল্প চালু করেছি।
  • কেন্দ্রীয় সরকারকে বারবার করে রিকুয়েস্ট করেছি কুর্মি কমিউনিটিকে তাড়াতাড়ি শিডিউল্ড ট্রাইব লিস্টে ঢোকানোর জন্য।
  • কুরুক ভাষার বিল পাস হয়ে গেছে, কুরমালি ভাষারও আমরা বিল আনছি।
  • অলচিকি ভাষায় ইতিমধ্যে ডিক্সনারিও করা হয়েছে।
  • আমরা প্রায় ২৫ লক্ষ পরিবারকে বাড়ি তৈরী করে দিয়েছি। নতুন আরও ১৩০০০ কিঃমিঃ রাস্তা তৈরীর ব্যবস্থা করে দিয়ে এলাম।
  • আমি চিঠি লিখেছি এফআরডিআই বিল উইথড্র করতে। আমরা বিজেপিকে বলেছি এই বিল উইথড্র কর।
  • কি হয়েছে পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কে? ১১০০০ কোটি টাকার কেলেঙ্কারি। জনগণের টাকা কে খেল? এই সমস্ত দুর্নীতির তদন্ত করতে হবে।
  • মানুষ ভালো আছে, শান্তিতে আছে, এটা ওদের সহ্য হয় না, জঙ্গলমহলেও আগুন লাগানোর চেষ্টা করবে, একদম শুনবেন না।
  • জঙ্গলমহলের উন্নয়ন যেন থেমে না যায়। আপনাদের কাছে এই আবেদন থাকল।
  • ৯০% মানুষের কাছে আমাদের সরকারের কোনও না কোনও পরিষেবা পৌঁছে যায়। মা মাটি মানুষের সরকার এটাই।
  • ৬ বছরে প্রায় ৮১ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি, এ বছরেও ১০ লক্ষ কর্মসংস্থান হবে।
  • গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে ভারতবর্ষে আমরা নাম্বার ওয়ান।
  • কেন্দ্র আইসিডিএস, আশার টাকা বন্ধ করে দিয়েছে। আমরা এত অসুবিধের মধ্যেও সব প্রকল্প নিজের টাকায় চালিয়ে যাচ্ছি, মাইনেও বাড়িয়ে দেওয়া হয়েছে।
  • আমাদের সরকার সবসময় মানুষের পাশে থাকে, আমার নিজস্ব কোনও অ্যাজেন্ডা নেই, আমার জীবন সংগ্রামী জীবন, যতদিন বাঁচব, মানুষের জন্য কাজ করব।

 

Bengal Govt to encourage farmers to cultivate Chandramukhi potato for superior chips

The Chandramukhi variety of potato is well-known as being suitable for making superior variety of chips.

Hence, the Bengal Government’s Agriculture Department has taken up a project to encourage farmers, through the giving of subsidies, to cultivate the Chandramukhi variety of potato. At present, the variety is cultivated over 10 hectares in the state.

To achieve a higher production of the Chandramukhi variety, the department is also considering setting up soil testing centres in every subdivision. Currently, there are 18 soil testing laboratories in the state, of which 12 belong to the State Government.

The government would also set up workshops to educate farmers on this aspect, including training them on the aspects of cultivation.

 

চিপস তৈরীতে চন্দ্রমুখী আলু

চিপস তৈরীতে চাই চন্দ্রমুখী। সেই আলুর চাষ বাড়াতে তাই কৃষকদের ভর্তুকি দেওয়ার কথা ভাবছে রাজ্য সরকার। গোটা রাজ্যে চন্দ্রমুখী আলুর উৎপাদন হয় ১০ হেক্টর মতো জমিতে। এই পরিস্থিতিতে চিপসের উৎপাদন বাড়াতে অনেক প্রস্তাব আসছে। জ্যোতি আলু চাহিদামতো সেই জোগান দিতে পারছে না, পাল্লা দিতে চাষিরাও চন্দ্রমুখীর ওপর ভরসা করছে।

এতে আখেরে লাভ চাষিদেরই, পাশাপাশি চিপস তৈরী করে খাদ্য উৎপাদনে জোগান বাড়িতে সরকারও রাজস্ব বাড়াতে আগ্রহী। তাই, প্রয়োজনে চাষিদের ভর্তুকি দিয়ে চন্দ্রমুখী আলু চাষে সহযোগিতার কথা জানিয়েছে রাজ্য সরকার।

মাটি ও চন্দ্রমুখী আলুর বীজ পরীক্ষাকেন্দ্র তৈরী করা হবে রাজ্য, জানিয়েছেন মন্ত্রী। এই মুহূর্তে রাজ্যে ১৮টি মাটি পরীক্ষাকেন্দ্র আছে, যার মধ্যে ১২টি সরকারি। মন্ত্রীর কথায়, প্রতি মহকুমায় একটি করে মাটি পরীক্ষাকেন্দ্র তৈরী করে চন্দ্রমুখী আলুর বাড়ন্ত চাহিদার সঙ্গে পাল্লা দেওয়ার কথা ভাবা হয়েছে। কর্মশালায় চাষিদের এনে উৎসাহ ও প্রশিক্ষণের পাশাপাশি প্রয়োজনে দেওয়া হবে ভর্তুকিও।

Source: Sangbad Pratidin

Exhibitions to showcase projects of polytechnic & ITI students

The State Technical Education Department, in a bid to encourage students of polytechnic colleges and industrial training institutes (ITI) students to churn out innovative models or projects, has decided to hold exhibitions for showcasing their work.

The department is planning to hold the first exhibition soon at the Kudghat ITI in Tollygunge in Kolkata.

The Technical Education, Training and Skill Development minister, while announcing the decision recently, said that these exhibitions would give the students to a platform to display their projects for which they put in a lot of hard work. The best projects would be awarded.

At present, there are 240 ITIs and more than 162 polytechnic colleges in Bengal, both numbers including State Government-run and private institutes.

According to an official of the department, it is also pushing for the reintroduction of apprentices in industries across the state; for example, he said, opportunity exists in the nearly 65 jute mills in the state.

 

পলিটেকনিক/আইটিআই পড়ুয়াদের কারিগরী তুলে ধরতে প্রদর্শনী

পলিটেকনিক ও আইটিআই পড়ুয়াদের উৎসাহিত করতে তাদের তৈরী বিভিন্ন প্রোজেক্ট নিয়ে এবার থেকে একটি প্রদর্শনীর আয়োজন করবে রাজ্য কারিগরী শিক্ষা দপ্তর।

প্রথম প্রদর্শনীটি আয়োজিত হবে টালিগঞ্জের কুদ্ঘাটের আইটিআই কলেজে।

কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও ক্ষমতা উন্নয়ন মন্ত্রী বলেন, পড়ুয়াদের কষ্ট করে তৈরী করা বিভিন্ন মডেল জনসমক্ষে তুলে ধরতে একটি মঞ্চ তৈরী করে দেবে এই ধরনের প্রদর্শনী।

এই মুহূর্তে রাজ্যে সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ২৪০টি আইটিআই ও ১৬২টি পলিটেকনিক কলেজ আছে।