Trinamool Chairperson Mamata Banerjee today addressed the party workers at an extended core committee meeting of the party at Nazrul Mancha. At the meeting, she gave directions to the party to fight the BJP at the Centre, and also prepare for the upcoming Panchayat Polls.
Here’s what the Chairperson said:
- Some parties claim they are the true representatives of Hinduism. Hindu religion is ancient, much before BJP was formed.
- We believe in Swami Vivekananda, Ramakrishna Paramhansa. Not the ideology of BJP.
- Do not use loudspeakers during board exams. We must ensure peace for the sake of students.
- Ram Navami rallies should be held in peaceful manner, without arms. Board exams will be going on at that time.
- A core group of Subrata Bakshi, Partha Chatterjee, Abhishek Banerjee and Aroop Biswas must ensure old workers of Trinamool are not neglected.
- Workers are our assets. Party is above all. There is no place for individualism.
- Digital platforms are of significance today. We must motivate our younger generation to use social media seriously. BJP spends crores on digital propaganda. We must counter them effectively.
- There was a time when tribals in Jangalmahal used to survive on insect eggs. Now 8 crore people receive rice at Rs 2/kg. This is a matter of pride.
- 45 lakh Kanyashree scholarships, 57 lakh SC/ST scholarships, and 1.71 crore minority scholarships have been distributed.
- 30 lakh ‘Banglar Bari’ have been constructed, 3 lakh land pattas have been distributed. 70 lakh cycles have been given to students.
- We had promised to construct 50 lakh water bodies under Jal Dharo Jal Bharo scheme. We have constructed 15 lakh water bodies.
- We have increased the honorarium for ICDS scheme. Retirement age of contractual and casual workers has been set at 60 years.
- Car drivers, auto drivers, construction workers, kendu leaf collectors, bidi workers have been brought under social security scheme.
- We have to pay instalments worth Rs 48,000 crore for the debt incurred by the Left. We have not imposed any burden on people. Instead, we have waived off khajna tax on agricultural land.
- We have increased pension of farmers. We give monthly stipend to nearly 2 lakh folk artistes. We have started a new pension scheme for the handicapped.
- We have started a new scheme called ‘Ruposhree’. Poor families with income upto Rs 1.5 lakh receive Rs 25,000 for the wedding of their daughters (18 years and older).
- They are talking of ‘Achhe Din’. But in reality, people are in great pain. Their savings are not safe in banks.
- They won in Tripura by merely 0.3% and they are behaving as if they won the world. Had some people not betrayed us, we would have won in Tripura. They used money and muscle power to win. I feel there was an understanding between CPI(M) and Congress.
- CPI(M), Congress and BJP will unite during Panchayat polls to defeat us.
- We will never ally with BJP. There was a semblance of liberal thinking during Atal Ji’s time. The discourse has reached its lowest ebb now. Look at the kind of language they use. They only appear on TV to grab eyeballs.
- TDP, an alliance partner of BJP, has resigned from Union Govt. TRS has decided to go its own way. Shiv Sena has also left the BJP. Even their allies do not trust them anymore.
- This fight is not trivial. UP will fight its own way. Bihar will fight its own way. Odisha will fight its own way. Rajasthan will fight its own way. Bengal will fights its own way.
- They have spent crores on their party office. Don’t they have any shame?
- Majority of the bank frauds happened during demonetisation. Agencies are being used to intimidate opponents. We are not afraid of the fear tactics.
- Chit funds were formed during CPI(M) rule. But our people were harassed.
- After a history of riots they captured power in Delhi. And now they are clearing their names. Today they are in office. Tomorrow they may not have power. We believe in politics of culture and courtesy. Our courtesy is not our weakness.
- We will give our lives, but we will never bow our heads.
- You have to be strong. You have to be cool. You have to be straight-forward.
- Du hajar unish (2019), BJP finish. Aage Dilli samla, tarpor dekhbi Bangla (First manage Delhi, then focus on Bengal).
- We came to power after 34 years of struggle. But our fight is not over. Centre does not cooperate with us. We have a huge debt burden. They treat different States differently.
- Centre wants to send two officials to oversee our finances. How can they do so in federal structure? We are also democratically elected like them.
- There is super-emergency in the country. People are not safe. Someone has to bell the cat. We want all Opposition parties to work together to defeat BJP.
- The party has to focus on Panchayat elections. I will focus on Lok Sabha elections.
- New frontal organisation will be formed ‘Adivasi Trinamool Congress’. James Kujur will be the President. Bachchu Hansda, Sandhya Tudu, Shrikanta Mahato and others will be members.
লক্ষ্য পঞ্চায়েত ভোট, কোর কমিটি বৈঠকে বললেন তৃণমূলনেত্রী
আজ দলের বর্ধিত কোর কমিটির বৈঠকে কর্মীদের পঞ্চায়েত ভোটের জন্য প্রস্তুতি নিতে বলেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নজরুল মঞ্চে এই বৈঠকে তিনি দলের কর্মীদের বার্তা দেন বিজেপির অপশাসনের বিরুদ্ধে সরব হতে।
ওনার বক্তব্যের কিছু অংশ:
- কেউ কেউ মনে করে তারাই হিন্দু ধর্মের দায়িত্ব নিয়ে বসে আছে। তাদের কে দায়িত্ব দিয়েছে কেউ জানে না। বিজেপি দল তৈরির অনেক আগেই হিন্দু ধর্মের জন্ম হয়েছিল।
- আমরা স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেবকে মানি। অন্য কাউকে মানি না।
- পরীক্ষা চলবে তাই রাম নবমীর মিছিল শান্তিপূর্ণভাবে করবেন। পরীক্ষার সময় ছাত্রছাত্রীদের যাতে কোনরকম অসুবিধা না হয় সেদিকে আমাদের নজর রাখতে হবে। মাইক, অস্ত্র ছাড়া শান্তিপূর্ণভাবে মিছিল করবেন।কারণ সেই সময় বোর্ডের পরীক্ষা চলবে।
- সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অরূপ বিশ্বাসকে নিয়ে একটি কোর গ্রুপ গঠন করা হয়েছে। তারা লক্ষ্য রাখবেন যাতে আমাদের পুরনো কর্মীরা (যারা দীর্ঘদিন ধরে তৃণমূল করছেন) কোনভাবেই বঞ্চিত না হয়।
- কর্মীরাই আমাদের সম্পদ। কোন একজনের কথামতো নয়, দলের কথামতো দল চলবে। তৃণমূল মা মাটি মানুষের দল।
- আজ সোশ্যাল নেটওয়ার্ক, ডিজিটাল প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের যুব সমাজকে সোশ্যাল মিডিয়ায় আরও সক্রিয় হতে হবে। বিজেপি এর পিছনে হাজার হাজার কোটি টাকা খরচ করে। আমাদের সেই টাকা নেই, তাই আমাদের পরিশ্রম করে সেই কাজটা করতে হবে যাতে একতরফা মিথ্যে কথা, কুৎসা, অপপ্রচার না হয়।
- একটা সময় ছিল যখন এই বাংলায় জঙ্গলমহলের মানুষরা পিঁপড়ের ডিম খেয়ে বেঁচে থাকত। আজ এই রাজ্যের ৮ কোটি লোক ২ টাকা কেজি চাল পায়। এটা গর্বের বিষয়।
- ৪৫ লক্ষ মেয়েকে কন্যাশ্রী স্কলারশিপ, ৫৭ লক্ষ SC/ST ছেলেমেয়েদের এবং ১.৭১ কোটি সংখ্যালঘু ছেলেমেয়েদের স্কলারশিপ দেওয়া হয়েছে।
- ৩০ লক্ষ ‘বাংলার বাড়ি’ নির্মাণ করা হয়েছে। ৩ লক্ষ লোককে জমির পাট্টা দেওয়া হয়েছে। ৭০ লক্ষ ‘সবুজ সাথী’ সাইকেল দেওয়া হয়েছে।
- ‘জল ধরো, জল ভরো’ প্রকল্পে আমরা ৫০ লক্ষ পুকুর কাটার প্রতিশ্রুতি দিয়েছিলাম। ইতিমধ্যেই ১৫ লক্ষ পুকুর কাটার কাজ সম্পূর্ণ হয়ে গেছে।
- আমরা আইসিডিএস কর্মীদের মাইনে বাড়িয়েছি। চুক্তিভিত্তিক কর্মীদের চাকরির বয়স ৬০ বছর পর্যন্ত করে দেওয়া হয়েছে।
- কেন্দুপাতা সংগ্রহকারী, গাড়ির ড্রাইভার, অটোর ড্রাইভার, কন্সট্রাকশন কর্মী, বিড়ি কর্মীদের স্বাস্থ্যসাথী প্রকল্পে আনা হয়েছে।
- সিপিএম-এর করা দেনার ফলে আমাদের বছরে ৪৮০০০ কোটি টাকা শোধ করতে হচ্ছে। জনগণের ওপর কোনও বোঝা বাড়ানো হয়নি। বরং, কৃষিজমির খাজনাও মুকুব করে দেওয়া হয়েছে।
- আমরা কৃষকদের বার্ধক্য ভাতা বাড়িয়েছি, ১ লক্ষ ৯২ হাজার লোকপ্রসার শিল্পীকে ১০০০ টাকা করে পেনশন দিই। কন্যাশ্রী স্কলারশিপের টাকা বাড়ানো হয়েছে। ২ লক্ষ প্রতিবন্ধীকে ১০০০ টাকা করে দেব বলে ঠিক করা হয়েছে।
- রুপশ্রী পরিকল্পনা চালু হচ্ছে ১লা এপ্রিল থেকে, যে মেয়েদের ১৮ বছর বা তার বেশী বয়স, কিন্তু, বাবা মা’রা বিয়ে দিতে পারবে না, ১.৫ লক্ষ টাকার কম বছরে আয় যাদের, তারা আবেদন করলে সরকার ২৫০০০ টাকা করে তাদের মেয়ের বিয়েতে দেবে।
- দিল্লীর স্লোগান আচ্ছে দিন, এমন আচ্ছে দিন জনগণকে বাদ দিন। বিজেপি আনল আচ্ছে দিন, জনগণের টাকা লুটে নিন।
- ত্রিপুরায় জিতেছে ০.৩% ভোটে। এমন করছে যেন পৃথিবী জয় করে ফেলেছে। কিছু লোক গদ্দারি করেছে, নয়তো ত্রিপুরাটা আমরাই জিততাম। তৈরী জায়গায় টাকা ঢেলেছে আর সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে টাকা ডিস্ট্রিবিউশন করিয়ে জিতেছে, সিপিএম আত্মসমর্পণ করেছে। এটা মনে হয়ে সিপিএম বিজেপির বোঝাপড়া।
- সিপিএম, কংগ্রেস, বিজেপি আমাদের বিরুদ্ধে এক হয়ে যায়, পঞ্চায়েতেও হবে।
- একমাত্র তৃণমূল কংগ্রেস বলতে পারে, বিজেপির সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। আমরা ওদের সাম্প্রদায়িক রাজনৈতিক দল মনে করি। অটল বিহারী বাজপেয়ীর সময় আমরা ওদের কিছুটা লিবারাল দেখেছিলাম। এখনকার বিজেপি দল সাম্প্রদায়িকতার নিম্নতম স্তরের দল। ভাষার কোনও সৌন্দর্য নেই, যা ইচ্ছে বলে যাচ্ছে। রোজ টিভিতে মুখ দেখাতে হয় আর ভাষণ দিতে হয়।
- টিডিপি দল একসময় বিজেপিকে সাপোর্ট দিত, মিনিস্ট্রি থেকে রিজাইন করেছে। টিআরএস ও বলছে আমরা আলাদা হব। শিবসেনা বলছে আমরা দরকার হলে একা লড়ব। কোনও জোটসঙ্গী ওদের সাথী নেই।
- দেশের রাজনৈতিক মানচিত্র দ্রুত বদলাচ্ছে । ইউপি ইউপির মতো, বিহার বিহারের মতো, ওড়িশা ওড়িশার মতো লড়বে। বাংলা বাংলার মতো লড়বে।
- পার্টি অফিস তৈরী করেছে ৬০০ কোটি টাকা দিয়ে। লজ্জা করে না?
- আমি আজও বলছি, ব্যাঙ্কের যত কোরাপশান হয়েছে, তার বেশিরভাগটাই নোটবন্দির সময় হয়েছে। এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে। মনে রাখবেন, আমরা ভয় পাই নি।
- চিট ফান্ড তৈরি হয়েছে সিপিএম-র আমলে অথচ আমাদের লোকেদের অনেক হেনস্থা হতে হয়েছে।
- দাঙ্গা করে, হত্যা করে, মানুষ মেরে আজকে ওরা বসে আছে দিল্লীর গদিতে। নিজেদের কেস গুলো ক্লীয়ার করছে আর অন্যদের পেছনে এজেন্সি লাগিয়ে দিয়ে অ্যারেস্ট করছে। আগামীদিন কী হবে? আমি মনে করি রাজনীতিতে একটা সৌজন্যতা থাকা উচিত, একটা সীমাবধ্যতা থাকা উচিত, একটা লক্ষ্মণের গন্ডী থাকা উচিত। আমার হাতেও অনেক কেস আছে, তা সত্ত্বেও ভদ্রতা রক্ষা করি, কিন্তু ভদ্রতাটা দুর্বলতা নয়।
- আমরা মরে যাব তাও মনে রাখবেন আমাদের মাথা কোনদিন বিক্রী হবে না।
- আপনাদের শক্ত হতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে এবং এগিয়ে যেতে হবে।
- দু হাজার উনিশ, বিজেপি ফিনিশ। আগে দিল্লী সামলা, তারপর দেখবি বাংলা।
- আমরা ক্ষমতায় এসেছি ৩৪ বছরের সংগ্রামের পর। আজও লড়াই চলছে আমাদের। দিল্লী পয়সা দেয় না। কেন্দ্র আমাদের সাহায্য করে না। আমাদের টাকা কেটে নিয়েছে বছরের পর বছর। একেক রাজ্যের জন্য একেক রকম নিয়ম।
- কেন্দ্র হঠাৎ বলল আমার ফাইনান্সিয়াল লোকেরা এসে তোমার ফাইনান্স ডিপার্টমেন্ট দেখবে।যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় তা কি করে তা সম্ভব? তুমিও ইলেকটেড, আমরাও ইলেকটেড, যাও তুমি তোমার কাজ কর।
- সম্পুর্ণভাবে একটা অরাজকতা চলছে দেশে। মানুষের নিড়াপত্তা নেই। কৃষক, শ্রমিকদের জীবনের নিরাপত্তা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে, কাউকে না কাউকে বিড়ালের গলায় ঘন্টা বাঁধতে হবে। আমরা চাই সবাই এক হয়ে কাজ করুক।
- পঞ্চায়েতটা আপনারা করবেন আর দিল্লীটা আমি করব।
- আমি ‘আদিবাসী তৃণমূল কংগ্রেস’ তৈরী করে দিচ্ছি। সভাপতি হবেন জেমস কুজুর; বাচ্চু হাঁসদা, সন্ধ্যা টুডু, শ্রীকান্ত মাহাতো এবং অন্যদের রাখা হবে।