Bengal to create branding of Darjeeling tea for international markets

The state government is all set to create a branding of Darjeeling tea with the objective of getting a niche market and tapping the international export market in a greater way.

“We are working upon a strategy to have Darjeeling tea packaged and branded in Bengal itself. Now, Darjeeling tea is exported in bulk to many states and also to a number of foreign countries. If we can increase the brand value, we are hopeful that the tea industry will be getting higher premium,” Managing Director of West Bengal Industrial Development Corporation (WBIDC) said on the sidelines of a CII conference on ‘Rebuild East, Invest in Development’ on March 17.

The WBIDC is in the process of developing a strategy for the branding and will have a separate budget for the new project. “We will be inviting buyers across the globe to come and visit the tea gardens and get in touch with the tea garden authorities on their own in the form of B2B (Business to Business) meetings,” a senior WBIDC official added, elaborating on the state’s plan The idea of branding Darjeeling tea has cropped up at the two-day business summit in the Hills that concluded on March 14.

It may be mentioned that Darjeeling tea enjoys the coveted GI tag and is liked by tea connoisseurs across the world. Darjeeling annually produces 8.7-9 million kg of tea, the majority of which is exported.

 

দার্জিলিঙের চা বিদেশের বাজারে ব্র্যান্ডিং করতে উদ্যোগী রাজ্য

যে কোনও দ্রব্যের বাজার ধরতে চাই ভালো ব্র্যান্ডিং। এবার সেই পথে দার্জিলিং চা। আগামী দিনে দেশ বিদেশের বাজারে দার্জিলিং চায়ের জনপ্রিয়তা বাড়াতে ব্র্যান্ডিং করার উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। তার জন্য তৈরী হতে চলেছে নির্দিষ্ট স্ত্র্যাটেজি।

ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর জানিয়েছেন, দার্জিলিঙের চা ব্যবসার এমনিতে বাজার রয়েছে। কিন্তু, সেই বাজারটিকে আরও বেশী জনপ্রিয় করে তুলতে প্রয়োজন ব্র্যান্ডিং। গুরুত্ব দেওয়া হবে প্যাকেজিঙে। চা মালিক এবং বিভিন্ন দেশ বিদেশের কোম্পানিগুলির সঙ্গে আরও বেশী সংযোগ সাধন করতে চায় রাজ্য সরকার। রাজ্য সরকারের আর্থিক বাজেটেও ব্র্যান্ডিং বাবদ অর্থ বরাদ্দ করা হয়েছে।

চা বাগানগুলিতে দেশ বিদেশের ক্রেতাদের দেখতে নিয়ে আসা, চা বাগানের মালিক এবং কোম্পানির সঙ্গে আলোচনার আয়োজন করা। সব মিলিয়ে বাজারে দার্জিলিং চায়ের গুরুত্ব আরও বাড়াতে তৎপর রাজ্য সরকার।

দার্জিলিঙের চা ইউরোপ, আমেরিকা, এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানি হয়। মূল ক্রেতা জার্মানি, জাপান, ব্রিটেন, আমেরিকা। আন্তর্জাতিক স্তরে সেই চাহিদা বাড়াতেই উদ্যোগী হল রাজ্য সরকার।

প্রসঙ্গত, সম্প্রতি ছোট বাগানের চা বিক্রী করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এর জন্য উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্ষুদ্র চা চাষিদের সংগঠিত করতে চায় রাজ্য সরকার। কয়েক বছর ধরেই উত্তরবঙ্গে ছোট চা বাগান তৈরীর প্রবণতা বেড়েছে। তথ্য অনুযায়ী, দার্জিলিং বাদে উত্তরবঙ্গের অন্যত্র যতটা চা উৎপাদন হয় তার ৫৩ শতাংশ আসে ক্ষুদ্র চা বাগান থেকে।

এবার রাজ্য সরকার ব্র্যান্ডিঙে উদ্যোগী হওয়ায় চা শিল্পের সঙ্গে জড়িত কর্মী এবং মালিকদের আরও উৎসাহ বাড়বে। পাশাপাশি আরও চারটি ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরী করতে চলেছে রাজ্য সরকার। হাওড়া, হলদিয়া, রঘুনাথপুর ও হরিণঘাটায় ২৫০০ একর জমিতে তৈরী হবে এই শিল্পতালুক।

Bengal Govt to set up new jewellery park for 25,000 demonetisation-hit gold artisans

The humane nature of Bengal Chief Minister Mamata Banerjee was once again prominent with her intention to working out an alternative plan for workers who have lost their jobs due to demonetisation. In an effort to create jobs for the gold artisans who have lost their jobs, the state is coming up with a new jewellery park — the third of its kind — beside Belgharia Expressway in Howrah.

The West Bengal Industrial Development Corporation (WBIDC), has come up with a new plan to develop a jewellery park on an eight-acre plot beside Belgharia Expressway. The Bengal Chief Minister has asked WBIDC officials to submit a detailed report on the project at the earliest. The place has road links to Kolkata, Howrah, Kharagpur and Durgapur and is 12 km from the central business district. The airport is 22 km away from the proposed site.

After the implementing agency finalizes the plan, they will submit it before the cabinet. Once the approval is obtained, there is plan to complete construction within two years.

 

নোটবাতিলে ক্ষতিগ্রস্ত অলংকার কারিগরদের জন্য নতুন জুয়েলারি পার্ক গড়তে চলেছে রাজ্য

নোটবাতিলের ফলে যারা কর্মহীন হয়েছেন তাদের জন্য একটি বিকল্প ব্যবস্থার পরিকল্পনা করছে রাজ্য সরকার। এর মাধ্যমে আবারও একবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত সরকারের মানবিক মুখ স্পষ্ট। যারা কর্মহীন হয়েছেন তাদের কর্মসংস্থানের জন্য হাওড়ার বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের পাশে একটি জুয়েলারি পার্ক তৈরি করা হচ্ছে।

পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন কর্পোরেশন এই জুয়েলারি পার্ক তৈরির পরিকল্পনা করেছে। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ওপর ৮ একর জমিতে এই পার্ক তৈরি হবে। কর্মকর্তাদের দ্রুত এই প্রকল্পের ওপর একটি প্রতিবেদন জমা করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এখান থেকে কলকাতা, হাওড়া, খড়গপুর ও দুর্গাপুরের রাস্তার যোগাযোগ আছে। প্রস্তাবিত এই স্থানটি থেকে মাত্র ২২ কিমি দূরেই রয়েছে বিমানবন্দর।

রূপায়ণকারী সংস্থা এই পরিকল্পনা চূড়ান্ত করার পর তা মন্ত্রিসভার সামনে পেশ করা হবে। একবার অনুমোদন পেয়ে গেলে, দু-বছরের মধ্যে নির্মাণ কাজ সম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে।

 

 

Amul set to invest Rs 200 crore in Bengal

Amul, a brand owned by Kaira District Cooperative Milk Producers’ Union is all set to invest in Bengal. The company will set up a ‘Centralised Milk Processing Plant’ at Sankrail Food Park in Howrah.

The project is worth about Rs 200 crore. Work on the plant would start in 2017 and is expected to be completed by 2018-end. The proposed plant will manufacture UHT milk, yoghurt and ghee besides normal milk.

The Kandua Food Park, at Howrah’s Sankrail, has been developed by WBIDC to cater to the needs of manufacturers and producers of food and agro products, in which dairy is an important inclusion. The Park, built on an industrial cluster concept, is an attempt to bring different agro processing units and their support facilities to a specific location where all users can benefit from shared infrastructure.

According to Food Agriculture Integrated Development Action (FAIDA) report of McKinsey, Bengal is one of the three leading states in India in the food and agro-processing sector.

 

আমুল বাংলায় বিনিয়োগ করবে ২০০ কোটি টাকা

 কাইরা ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ মিল্ক প্রোডিউসার্স এর কোম্পানি আমুল বাংলায় বিনিয়োগ করতে চলেছে। তারা হাওড়া জেলার সাঁকরাইলের ফুড পার্কে একটি দুগ্ধ প্রক্রিয়াকরন কেন্দ্র খুলতে চলেছে।
প্রকল্পটিতে আনুমানিক বিনিয়োগ হবে ২০০ কোটি টাকা। ২০১৭ সালে প্রকল্পের কাজ শুরু হয়ে ২০১৮ সালের শেষের দিকে এই প্রকল্পটি সম্পূর্ণ হওয়ার কথা। সাধারন দুধের পাশাপাশি ইউএইচটি দুধ, ঘী, দইও তৈরি হবে এখানে।
সাঁকরাইলের কেন্দুয়া ফুড পার্ক তৈরি করা হয়েছে খাদ্য ও কৃষিজাত পন্য তৈরি ও বিপণনের জন্য, যার মধ্যে ডেয়ারী শিল্প খুব গুরুত্বপূর্ণ। এই পার্কটি শিল্পাঞ্চলের আদলে তৈরি করা হয়েছে।
মাকিন্সের রিপোর্ট অনুযায়ী বাংলা এই মুহূর্তে দেশের মধ্যে কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরনে অগ্রণী রাজ্যগুলির মধ্যে একটি।

Bengal Global Business Summit 2017 to emphasize on port, mining and MSME

Port, mining and MSME will be the key areas to focus at Bengal Global Business Summit (BGBS) 2017.

Eyeing the third edition of BGBS, set to stage in on January 20-21, the Bengal Government is ready to proclaim mega investment proposals, a sizeable portion of which will come from private players in these sectors, the officials of industry and commerce department believe.

The Government recently framed a Maritime Policy with the help of global analytical company Crysil. With that, the government has also opened opportunities to widen ‘port based industrialisation’ to add a sharp edge in Bengal’s trade scenario.

Displaying the State as the possessor of third largest mineral resources across the nation, the State Government will look forward to get investment in mining sector as well. However, the commerce and industry department will promote sectors like textile, gems and jewellery, leather, jute, forging, casting, apparel and handicraft under MSMEs. The state government has already announced an investment to the tune of Rs 16,000 crore and 10,000 direct job creations in Tajpur Port and in the port-led industrial circuit there. The department has initiated Adani Ports and Essar Ports for investment there.

The development of robust infrastructure in ports, exploring various opportunities in consultation with global analytical firms and development of inland waterways to optimally leverage its maritime advantages are already underway. Now, West Bengal Industrial Development Corporation Limited (WBIDC) is ready to promote deep sea port at Tajpur, Sagar Island and new port with ship building facility at Kulpi.

The State will also talk about the coal reserves of Deocha Pachmi in West Bengal, second largest in the world, at 2,00,000 million tonne, alone can create many jobs. The Deucha Panchmari Dewangunj coalmines project will be implemented jointly by West Bengal Mineral Development Corporation and Bengal Birbhum Coalfields Ltd. The project is likely to be operational in 2019 and will employ about one lakh people.

The Geological Survey of India (GSI) have indicated that Bengal has untapped reserves of iron ore, dolomites, tungsten, fireclay, granite and sand.

The State has tied up with Kudremukh Iron Ore Company (KIOCL) for iron ore deposit exploration. Recently, Kudremukh, a public sector company, has joined hands with the West Bengal Mineral Development and Trading Corporation (WBMDTC) to start a joint venture of Rs 850 crore.

MSMEs are undoubtedly the area which will get most of the attention in the upcoming BGBS. Handicraft, textile, jute, gems and jewellery have huge prospect in this state as adequate land is ready for making industrial parks.

The facts that would be showcased are various facilities and advantages of port-based industrialisation. The deep sea port at Bhor Sagar, which is a joint venture between the Centre and state government, will cost around Rs 16,000 crore. The work is under process in equity participation by Kolkata Port Trust and the state government. The project is also looking for a concessionaire through public private partnership (PPP). The requirement of land is 347 acre which is already in possession.

The green field port at Tajpur is going to be constructed in a revenue share model, as the state government is not looking for a joint venture with the Centre here. The state will build the main infrastructure and invite private players for the rest of the infrastructure. Revenue share model will be followed for the business.

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ২০১৭য় গুরুত্ব দেওয়া হবে বন্দর, খনি, ক্ষুদ্র শিল্পকে

বন্দর, খনি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে ২০-২১ জানুয়ারি ২০১৭তে অনুষ্ঠিত হতে চলা বিশ্ব বঙ্গ বানিজ্য সম্মেলনে।

বিশ্ব বঙ্গ বানিজ্য সম্মেলন এবার তৃতীয় বর্ষে। বড় বিনিয়োগ টানতে তৈরী রাজ্য সরকার। শিল্প ও বানিজ্য দপ্তরের বিশ্বাস এই বিনিয়োগের একটি বড় অংশ আসবে বেসরকারি বিনিয়োগকারীদের থেকে।

রাজ্য সরকার ইতিমধ্যেই একটি সামুদ্রিক নীতি (মেরিটাইম পলিসি) তৈরি করেছে বিশ্ব বিখ্যাত প্রতিষ্ঠান ক্রিসিলের সহযোগিতায়। বন্দর ভিত্তিক শিল্পের জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্যের তরফে।

দেশের তৃতীয় সর্ববৃহৎ খনিজ সম্পদের অধিকারি রাজ্য হওয়ার কারনে রাজ্য সরকার খনিতেও অনেক লগ্নি আনতে সচেষ্ট । শিল্প ও বানিজ্য দপ্তর ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অন্তর্গত বস্ত্র, রত্ন, গয়না, চামড়া, পাট, কামারশিল্প, ঢালাই ও হস্তশিল্পকেও তুলে ধরবে।

Chinese delegation eyes investment in 7 sectors in Bengal

A 21-member Chinese trade delegation on Monday expressed their interest to invest in seven different industrial sectors in the state. The delegation – consisting of chief executive officers, vice-presidents and managing directors of 13 different companies met the local business fraternities on a ‘Business to Business’ gathering to discuss trade and investments in Bengal.

On Monday, Bengal Commerce and Industries Minister Dr Amit Mitra met the Chinese delegates. “They are interested to invest in the sectors of coal machinery and equipments, metallurgy, mining, electrical, chemical productions, pharmaceutical and medical equipments, biological equipments, hydropower and real estate materials,” Dr Mitra said.

The Chinese delegation is interested in manufacturing, infrastructure, real estate and heavy machinery. The scenario of Bengal is business friendly and conducive for investment, the delegation thinks..

The Chinese Vice-President Li Yuanchao had met Chief Minister Mamata Banerjee in November 2015, and assured her to send a business delegation to the state.

“Chinese Vice-President had met Chief Minister Mamata Banerjee and at the time had assured her to send a business delegation. With a focus on investment, the 13 companies from China have come to explore business opportunities in Bengal, whose aggregated turnover is USD 10 billion,” said Dr Mitra, adding that a delegation comprising top bosses of ‘Fortune 500’ companies is set to visit the state in November this year.

Additionally, the Chinese delegation will have discussions with Bengal Industrial Development Corporation (WBIDC) and also visit a manufacturing zone at Burdwan’s Panagarh to get exact knowledge of investment opportunities in the state.

“The Chinese delegation will visit the Matix factory at Panagarh. It will give them genuine knowledge of industrialisation in the state. As the first phase of its Panagarh urea plant is ready for commissioning, Matix Fertilizers plans to invest Rs 6,500 Cr in the second phase of the project,” the State Commerce and Industries minister said.

Dr Mitra said the Chinese companies have also shown their interest in the Micro, Small and Medium Enterprises (MSME) sector, which will be given support on behalf of the state government as per the industrial policy. The state has 6,000 acre of land in 23 industrial estates. “The huge trade deficit shows us that we should do more business with China,” Mitra added.

“We have invited the Chinese delegation to attend the Bengal Global Business Summit and I hope they will take a firm decision on investments in the state. Chinese do not take much time. Many countries take time to research, Chinese are not like those. They are always quick to grab the opportunities,” Dr Mitra said.

 

বাংলায় বিনিয়োগে আগ্রহী চিনের প্রতিনিধি দল

গতকাল চিন থেকে ২২ জনের একটি শিল্প প্রতিনিধি দল অমিত মিত্রের সঙ্গে বৈঠক করতে আসেন। বাংলায় শিল্পে বিনিয়োগের আদর্শ পরিবেশ তৈরী হয়েছে মমতা বন্দোপাধ্যায়ের আমলেই, জানালেন শিল্প বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখতে আসা চীন প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা প্রতিনিধিরা।
চিন থেকে আসা প্রতিনিধিরা  জানান যে পশ্চিমবঙ্গ ক্রমশ উন্নতি করেছে। আগের অবস্থার পরিবর্তন ঘটিয়ে রাজ্য বিনিয়োগের উপযুক্ত হয়ে উঠেছে।  রাজ্যের বিভিন্ন শিল্প সম্ভাবনা খতিয়ে দেখতে এসেছেন তারা।  রাজ্যের শিল্পমন্ত্রী  ডঃ অমিত মিত্র এই সভার প্রতিনিধিত্ব করেন। উপস্থিত ছিলেন অর্থ দফতরের বিভিন্ন আধিকারিকরা। চিন থেকে আসা প্রতিনিধি দলের পশ্চিমবঙ্গ সফর নিয়ে উত্সাহী রাজ্যের শিল্পপতি মহল।
ধাতু বিদ্যা, খনিজ সরঞ্জাম এবং উত্পাদন বিষয়ক বিভিন্ন খাতে বিনিয়োগের ইচ্ছা প্রকাশ করেছেন দলটি।বাংলায় শিল্প বিনিয়োগের রূপরেখা তৈরী করতে তুমুল উত্সাহী  চিন। এই প্রতিনিধি দলকে উপযুক্ত জমি দেখতে পানাগড় নিয়ে যাওয়া হয়।দুদিন ব্যাপী এই সফরে তাদের চাহিদা অনুযায়ী ল্যান্ড ব্যাংকে থাকা বাকি জমিও দেখানো হবে। ১৩টি শিল্প সংস্থার ১৯ জন প্রতিনিধি এখানে আসেন। এই ১৩টি সংস্থার বার্ষিক আয় ১০০০ কোটি ডলারের বেশি। ফরচুন ৫০০ নথিভুক্ত কয়েকটি চীনা সংস্থাকে নিয়ে আগামী অক্টোবর মাসে এই প্রতিনিধিদল আবার আসবেন। সাংজি এনার্জি গ্রুপের পক্ষ থেকে জলবিদ্যুৎতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করা হয়েছে।
সিচুয়ান চানকে ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে রাজ্যের সঙ্গে মৌ সাক্ষরে আগ্রহ প্রকাশ করা হয়েছে। ক্রাউন ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে রিয়েল এস্টেটে স্থানীয় শিল্পপতিদের সঙ্গে চুক্তিতে আগ্রহ প্রকাশ করা হয়েছে।

 

Bengal decides to widen port-based industrialisation

The state Cabinet led by Chief Minister Mamata Banerjee has decided to widen the port based industrialisation adding sharp edge in the business scenario in the state.

The development of robust infrastructure, exploring various opportunities in consultation with global analytical firms and development of inland waterways to optimally leverage its maritime advantages are already underway by the state commerce and industry department and West Bengal Industrial Development Corporation Limited (WBIDC) in deep sea port at Tajpur, major deep sea port at Sagar island and new port with ship building facility at Kulpi.

The state government has already announced a thumping Rs 16,000 crore of investment and 10,000 direct job creations at Tajpur port and port led industry circuit.

 

 

পোর্ট ভিত্তিক শিল্পায়নের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভা রাজ্যের ব্যবসার বিস্তীর্ণ করার জন্য পোর্ট ভিত্তিক শিল্পায়নের সিদ্ধান্ত নিয়েছে।

পরিকাঠামো উন্নয়ন এবং অন্তর্দেশীয় জলপথ সন্তোষজনক করার জন্য ইতিমধ্যে গভীর সমুদ্র বন্দর তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। বাণিজ্য ও শিল্প বিভাগ এবং পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন কর্পোরেশন লিমিটেড (WBIDC) ইতিমধ্যেই তাজপুরে গভীর সমুদ্র বন্দর, সাগর দ্বীপে সমুদ্র বন্দর এবং কুলপিতেও জাহাজ নির্মাণ সংস্থাসহ গভীর সমুদ্রবন্দর তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে।

রাজ্য সরকার ইতিমধ্যেই তাজপুরে ১৬,০০০ কোটি টাকার প্রকল্প ঘোষণা করেছে। প্রথম দফায় ১০,০০০ কোটি টাকা এবং দ্বিতীয় দফায় ৬,০০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। এই প্রকল্পের মাধ্যমে প্রায় ১০,০০০ কর্মসংস্থান হবে।

 

 

WB Govt to tap 1 lakh acres of government land for industry

West Bengal is planning to tap over one lakh acres of land available with the government in a bid to woo investors to the state.

State Finance, Industries and Commerce Minister Dr Amit Mitra said: “We are pro-poor and pro-business. Bengal is one case where reality is significantly better than perception. The question of land acquisition doesn’t arise. The government and its various departments have over one lakh acres of ready land, which we have decided to give to business houses to set up industries.“

Dr Mitra was in Mumbai for a road show to promote ‘Bengal Global Business Summit 2016’ to be held in Kolkata in January 2016.

“Land will not be a problem in West Bengal. WBIDC has 4,400 acres of ready land under its possession for industrial development. This is apart from the land for 6 townships in the state. Another 4000 acres of land will be made available soon,” the finance minister said.

The rest of its land bank is available with various government departments spread all over the state.

“Come and make money, come where the rising curve is happening,” said Dr Mitra, highlighting the growth benefits of investing in the state.

Among the key features offered to investors include land for greenfield projects, industrial parks and smart public administration.

Group of Ministers constituted to identify and reclaim closed industry land

The West Bengal Government has decided to step up its efforts to reclaim 285 acres of land acquired by public sector firm Cycle Corporation of India, at Asansol.

The decision was taken at the third meeting of the Group of Ministers (GoM) constituted to identify and reclaim land acquired by closed industrial units.

As per the findings of the GoM, of the 49,000 acres of land acquired by closed industrial units in Bengal, only about 7,500 acres are deemed non-litigant (not mired in litigations) by the Board for Industrial and Financial Reconstruction (BIFR).

As per preliminary findings of the panel, the land held by the Cycle Corporation of India does appear to be litigation-free.However, to be absolutely certain that the piece of land in question isn’t mired in litigation problems, the GoM, today (Thursday), set up a separate panel comprising directors, commissioners or joint secretaries of five state government departments, namely law, land, industrial reconstruction, agriculture and labour.

The panel will probe the current status of the land held by the Cycle Corporation of India and submit its report (to the GoM) on September 29, 2015,” the cabinet member said.

 

The image is a representative one

Amit Mitra leads Team Bengal at China

State finance and industries minister Amit Mitra is in China today to attract investment for Bengal as well as strengthen the much talked about Kolkata-Kunming connectivity.

Dr Mitra is accompanied by an Indian Chamber of Commerce delegation. Dr Mitra said that India will be the partner country of the 3rd China South Asia Expo in Kunming, and Bengal will be the focus state.

Bengal had a 450 sq m stall at the venue with 28 stalls displaying the potential of Bengal. On Friday, Dr Mitra will address the joint opening ceremony of the expo. “There will be a special cultural programme from Bengal,” he added.

There will be business-to-business meetings with Chinese counterparts as well.

Investment Bengal

Projects worth Rs 91000 Cr started in Bengal in 2015: Amit Mitra

Rejecting the opposition’s allegations of deteriorating and slow industrial growth in the state, West Bengal Finance Minister Amit Mitra Monday said projects worth Rs 91,230 crore have been started in the four months of 2015.

Of the total projects initiated, Rs 32,000 crore is in power sector and Rs 47,000 crore in manufacturing and transport, Mitra informed the Assembly during his reply for approval of grants for Commerce and Industry department.

The projects had started within four months of the Global Bengal Summit where MoUs worth Rs 2.34 lakh crore were signed, he added.

Informing the House on the ongoing previously announced projects, he said 435 industrial projects had been either implemented or under implementation.

He added that 224 investment proposals are in the pipeline, entailing an investment of Rs 1.14 lakh crore.

Opposition members of the House had leveled allegations of slow industrial progress under the current government, contradicting industrial output data besides charging the government of being a mute spectator to closing of jute mills and tea gardens, among others.