World Bicycle Day being observed in Kolkata

Housing Infrastructure Development Corporation (HIDCO) is observing the first-ever World Bicycle Day in Newtown today. The United Nations has declared June 3 as World Bicycle Day this year and it will be celebrated globally.

In Newtown, the celebration is more significant as it is the only place in India where the Cycle Sharing Scheme has been introduced and it has become extremely popular.

Housing and Urban Development Corporation (HUDCO) under the ministry of Housing and Urban Affairs had awarded the scheme introduced by New Town Kolkata Development Authority (NKDA) in the Urban Transport category at a function in New Delhi in April.

To mark today’s occasion, cycles have been kept in front of the golf course off Eco Park to be used by the enthusiasts. The ride is free and cycle lovers can take a ride to popularise cycling. Eco Park has a special zone where people come and do cycling and duo cycling as well and it is extremely popular among visitors.

New Town has graded cycle paths and the Cycle Sharing Scheme is becoming popular.

 

Image source: Twitter

Replicas of ‘Seven Wonders of the World’ inaugurated at Eco Park

State Urban Development minister inaugurated the replicas of the Seven Wonders of the World at Eco Park on Saturday.

It may be mentioned that Chief Minister Mamata Banerjee had urged the Housing Infrastructure Development Corporation (HIDCO) authorities to set up replicas of the Seven Wonders which will be appreciated by those who love to travel. The replicas have come up on a three acre land.

The park houses the replicas of Taj Mahal, Christ — the Redeemer, the Colosseum, the Great Wall of China, the Easter Island statues, the Petra Jordan and the Pyramid. The facia of all the structures are made of fibre reinforced polymer which have been fixed on RCC and steel frames.

 

পৃথিবীর সাত আশ্চর্যের প্রতিলিপি এবার ইকো পার্কে

শনিবার নিউটাউনের ইকো পার্কে পৃথিবীর সাত আশ্চর্যের প্রতিলিপি উদ্বোধন করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী।

ইকো পার্কে তিন একর জমিতে গড়ে তোলা হয়েছে এই পপ্রতিলিপিগুলি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই প্রকল্পটি শুরু করে হিডকো।

প্রতিলিপিগুলির মধ্যে রয়েছে আগ্রার তাজ মহল, ব্রাজিলের ক্রাইস্ট দ্য রিডিমার, রোমের কলোসিয়াম, ইস্টার আইল্যান্ডের মূর্তিসমূহ, পেত্রা জর্দান, এমং মিশরের পিরামিড।

স্টিলের ফ্রেমের ওপর বসানো পলিমার-যুক্ত ফাইবারের তৈরী এই প্রতিলিপিগুলি দেখতে দর্শকদের ৩০ টাকা প্রবেশমূল্য দিতে হবে।

Bengal Govt to conserve Durga Puja artwork

HIDCO, the State Government agency which has already undertaken the mammoth task of beautifying New Town, will begin conservation of handicrafts and artworks that were created by various Durga Puja organisers.

It will also display the beautiful handicrafts and artworks across Eco Park in New Town.

While artworks made out of fibreglass, stone, steel and similar materials will be kept outdoors at Eco Park, those made out of wood, cotton and earth will be kept indoors.

For outdoor installations, a brick and cement foundation with spotlights and fencing would be built by HIDCO. For indoor objects, an air-conditioned facility would be set up at Mother’s Wax Museum-II, which is to be commissioned shortly: till then, these are to be kept in storage rooms within Eco Park.

 

দুর্গাপুজো মণ্ডপগুলির শিল্প সংরক্ষণে উদ্যোগী রাজ্য

রাজ্য সরকারী সংস্থা হিডকো নিউ টাউনে নানা দুর্গাপুজো মণ্ডপগুলির শিল্প–নিদর্শন সংরক্ষণের ব্যবস্থা করবে। নিউ টাউনের ইকো পার্কে দুর্গাপুজো মণ্ডপগুলির বিভিন্ন হস্তশিল্প এবং কারুকার্য প্রদর্শন করা হবে।

ফাইবার গ্লাস, পাথর, ইস্পাত এবং অনুরূপ উপকরণ দিয়ে তৈরি হস্তশিল্পগুলি রাখা হবে ইকো পার্কের বাইরের অংশে। আর কাঠ, কাপড় এই জাতীয় হস্তশিল্পগুলি স্থান পাবে প্রদর্শনশালার ভিতরের অংশে।

বাইরে  ইনস্টলেশনের জন্য, স্পটলাইট এবং বেড়া দিয়ে একটি ইট ও সিমেন্ট ভিত্তিপ্রস্তর নির্মাণ করবে হিডকো। ভেতরের শিল্প–নিদর্শন মাদার অয়াক্স মিউজিয়াম -II তে একটি শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে রাখা হবে। যতদিন না এগুলো ইকো পার্কের অন্য কোন স্থানে পাঠানো হচ্ছে ততদিন পর্যন্ত এগুলো ওখানেই রাখা থাকবে।

Bagjola canal to get facelift with floating market

The banks of Bagjola canal, located near the upcoming international convention centre at New Town, is set for a facelift, complete with a floating market in the waters.

This is part of the beautification plan that the Housing Infrastructure Development Corporation (HIDCO), along with the irrigation department, has taken up for the 2 km stretch along the canal. The irrigation department will carry out a survey to look into the quality of the water and ways to improve it.

HIDCO authorities will take help of an architect from the Indian Institute of Architects implement the project, which is likely to include landscaping, flower gardens, walkways and places to sit down and take in the view. Suggested by the CM, the authorities will look into the possibility of starting a market, where merchandise will be sold on boats, like those in Srinagar, Thailand and Indonesia.

 

The image is representative (Source)

 

বাগজোলা খাল সংস্কারের উদ্যোগ, চালু হবে ভাসমান বাজারও

নিউ টাউনের কনভেশন সেন্টারের কাছাকাছি বাগজোলা খালের পাড় সংস্করণ করা হবে এবং এখানে চালু হবে ভাসমান বাজার।

শহরের সৌন্দর্যায়নের জন্য ২ কিলোমিটার বিস্তৃত এই খালের ওপর হিডকো এবং কৃষি দপ্তরের যৌথ উদ্যোগে এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জলের মান পরীক্ষা করার জন্য এবং কিভাবে  সমগ্র প্রক্রিয়াটিকে আরও উন্নত করা যায় সেজন্য কৃষি দপ্তর একটি সমীক্ষা করবে।

এই প্রকল্পের নকশা তৈরির জন্য ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ আর্কিটেক্টের একজন স্থপতির সাহায্য নেবে হিডকো। নকশার মধ্যে থাকবে ফুলের বাগান, সাধারণ মানুষের হাঁটার ও বসার জন্য নির্দিষ্ট জায়গা। মুখ্যমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী শ্রীনগর, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার মতো নৌকার ওপর ভাসমান বাজার চালু করবে কর্তৃপক্ষ। নৌকাগুলিতে নিত্যপ্রয়োজনীয় ও সাংসারিক প্রয়োজনীয় সমস্ত পণ্য বিক্রি করবেন বিক্রেতারা।

Bengal Fisheries Dept set to open ‘All Fish’ outlets

The State Fisheries department will open its food stall “All fish” before the Pujas. The West Bengal Housing and Infrastructure Development Department will handover 100 hectare of water-bodies in New Town to the State Fisheries Department Corporation.

A space in Eco Park’s Heliconia garden will also be given to SFDC to set up its stall “All Fish.” The decision to hand over the water bodies was based upon a directive of the Chief Minister Mamata Banerjee that different departments should hand over water bodies to the fisheries department for fish farming at a meeting presided over by her on June 3 in the Town Hall.

Accordingly, the water bodies at Upasanashthal (8.74 hectare), water treatment plant (30 hectare), Eco Urban village (15 hectare), SWM area (30 hectare), Diler bheri (17 hectare) were identified to be handed over to SFDC on a 50: 50 profit sharing basis after a moratorium of one year.

The SFDC would try to open the “All fish” stall in Eco Park by October 2.  HIDCO would source its fish requirements for Café Ekante from SFDC as much as possible. SFDC already runs a stall in Nalban. The All Fish stall will be a star attraction at Prakriti Tirtha as the tourists from other states and countries would love to taste the various preparations of fish, staple to Bengali cuisine.

As the “All fish” stall will be opened before the Pujas it is likely to grab attention. A similar stall is also being opened opposite Nabanna, the State Secretariat.

 

মৎস্যপ্রেমী বাঙালির রসনা তৃপ্তিতে রাজ্যের নতুন উদ্যোগ

রাজ্য মৎস্য বিভাগ পুজোর আগেই সব জায়গায় মাছের দোকান খুলবে যেখানে সব রকম মাছ পাওয়া যাবে। রাজ্যের স্বরাষ্ট্র ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট প্রায় ১০০ হেক্টর জলাশয় রাজ্য মৎস্য দপ্তরকে দিয়েছে।

ইকো পার্কের হেলিকনিয়া গার্ডেন SFDC -কে একটি জায়গা দেবে এই স্টল তৈরি করার জন্য। মুখ্যমন্ত্রীর নিদেশেই এই জলাশয়গুলি হস্তান্তর করা হচ্ছে। মাছ চাষ করার জন্য বিভিন্ন দপ্তরের উচিত মৎস্য বিভাগকে জলাশয় হস্তান্তর করা। এই উপলক্ষে গত ৩ জুন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে টাউন হলে একটি বৈঠক হয়।

উপাসনাস্থল (৮.৭৪ হেক্টর), ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট (৩০ হেক্টর), SWM এলাকা (৩০ হেক্টর), দিলের ভেরি (১৭ হেক্টর) এগুলি চিহ্নিত করা হয়েছে হস্তান্তর করার জন্য।

আগামী ২ অক্টোবরের মধ্যে ইকো পার্কে এই স্টল চালু করার চেষ্টা করছে SFDC। HIDCO  তার কফি হাউসের জন্য  SFDC থেকে যতটা সম্ভব মাছ সংগ্রহ করতে পারবে। ইতিমধ্যেই নলবনে একটি দোকান চালু করেছে  SFDC । রাজ্যের ও বাইরে থেকে আসা প্রকৃতি তীর্থের সব পর্যটকদের কাছে এই স্টলগুলি বেশ আকর্ষণীয় হবে। এর মাধ্যমে তারা মাছের বিভিন্ন পদের আস্বাদ গ্রহণ করতে পারবেন।

যেহেতু সব স্টল গুলিই পুজোর আগে খোলা হবে সেজন্যএর ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। একই ধরনের একটি স্টল (রাজ্য সচিবালয়) নবান্নের বিপরীতেও খোলা হবে।

Second phase of Mother’s Wax Museum to be inaugurated after Puja

West Bengal Housing and Infrastructure Development Corporation (WBHIDCO) will inaugurate the second phase of Mother’s Wax Museum in New Town after the Puja. Chief Minister Mamata Banerjee inaugurated the only museum of its kind in the state at a function at Netaji Indoor Stadium on Nov 10, 2014.

Over a period of time, the Wax Museum has become an important tourist destination. There will be a Hollywood section where the wax statues of great stars of recent past will be kept. The visitors will be able to go to the new arena after visiting the existing museum.

Taking selfies with friends and acquaintances in the backdrop of some importance person, scenes, statues of famous persons, historical monuments or buildings has become quite popular among the youth.

There will be a zone where there will be statues of great personalities of Bengal in the 19th and 20th century. Then there will be a children’s section where there will be statues of Harry Potter, Mr Bean which are very popular among children.

There will be a zone for aliens like the characters created by famous film director Steven Spielberg in series of films like Close Encounters of the third kind or ET.

There will be a scary zone or screaming zone where a visitor can suddenly find a figure appearing beside them. There will be special light effects and the ambience will be artificially created for the zone. The visitor can also have a wax casting of their hands.

 

মাদার্স ওয়াক্স মিউজিয়ামের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন পুজোর পর

দুর্গাপুজোর পরেই হিডকো নিউটাউনে মাদার্স ওয়াক্স মিউজিয়ামের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করবে। ২০১৪ সালের ১০ই নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে এই মিউজিয়ামটির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটি রাজ্যের প্রথম ওয়াক্স মিউজিয়াম।

অল্প সময়ের মধ্যেই মিউজিয়ামটি খুবই জনপ্রিয়  হয়ে উঠেছে। এবার এখানে হলিউডের বিখ্যাত অভিনেতাদের মোমের প্রতিকৃতিও থাকবে।

যে নতুন অংশ উদ্বোধন হবে সেখানে  বাংলার বিখ্যাত মনিষীদের প্রতিকৃতি থাকবে।  শিশুদের জন্য থাকবে জনপ্রিয় চরিত্রদের প্রতিকৃতি, যেমন-  মিস্টার বিন, হ্যারি পটার ও স্পিলবার্গের বিখ্যাত ET। লোকেরা এখানে সেলফিও তুলতে পারবে।

এছাড়াও কৃত্রিম ভৌতিক পরিবেশও তৈরি করা হবে এই মিউজিয়ামে।

এছাড়াও থাকবে নিজের হাতের তৈরি ‘wax casting’ করার সুযোগ।

 

 

A cleaner and greener New Town

New Town is a popular destination where, apart from commercial establishments, many residential flats have come up. The area is also gaining popularity as a cultural and tourist hub, where thousands come on weekends and holidays.

In view of this, it is extremely crucial that the area is kept clean and green. To inculcate good habits amongst the residents, it was decided at a recent joint meeting of West Bengal Housing Infrastructure Development Corporation (WBHIDCO) and New Town Kolkata Development Authority (NKDA) that the employees of employees of Solid Waste Management (SWM) scheme in New Town would be used to create awareness amongst the people through posters and leaflets.

New Town will be divided into 165 clusters of 500 sq m each, and one officer either from WBHIDCO or NKDA would be responsible for looking after the cleanliness drives in a particular area.

The residents would be requested to use bins and not to throw solid waste on the road. The number of bins would be increased from 150 to 450. The number of sweeping groups will be increased and they would be properly monitored through GPS. There are plans to create a robust market framework for buying municipal waste.

The residents would also be made aware of the penal measures which might be needed to be invoked in order to make the scheme effective.

People would be encouraged to do rooftop organic farming and to compost household waste into fertilizers.

The area under New Town would be divided and given to two agencies to foster healthy competition over keeping their respective areas clean. Special attention will be given to areas where markets, food stalls and hotels are situated.

Among the plans proposed at the meeting are a fine of Rs 100 for littering in the open and a fine of Rs 5,000 per day for delay in removal of construction materials from roads.

 

সবুজে সাজানো হবে নিউ টাউনকে

শহরের সৌন্দর্য ও সবুজায়ন চান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ মাথায় রেখেই ছোট ছোট শহরে সবুজায়ন করার পরিকল্পনা নিয়েছে পুর ও নগরোন্নয়ন দফতর।

বর্তমানে কলকাতায় বাণিজ্য ক্ষেত্রের একটি জনপ্রিয় গন্তব্য নিউ টাউন, তার পাশাপাশি এখানে বেশ কিছু আবাসনও তৈরি হচ্ছে। এখানে একটি সাংস্কৃতিক ও পর্যটন হাব তৈরি হয়েছে যা অল্প সময়ের মধ্যেই খুব জনপ্রিয়তা অর্জন করেছে। ছুটির দিনে প্রায় হাজার খানেক মানুষের গন্তব্যস্থল এই জায়গাগুলি।

এই পরিপ্রেক্ষিতে, অধিবাসীদের মধ্যে ভাল অভ্যাস তৈরি করার জন্য WBHIDCO এবং NKDA যৌথভাবে পোস্টার ও লিফলেটের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার পরিকল্পনা নিয়েছে।

৫০০ বর্গ মিটার জায়গার মধ্যে ১৬৫ টি ক্লাস্টারে ভাগ করা হবে নিউ টাউনকে। WBHIDCO বা NKDA থেকে একজন করে কর্মকর্তা ওই এলাকাগুলির পরিচ্ছন্নতার দায়িত্বে থাকবে।

ময়লা রাস্তায় না ফেলে ডাস্টবিনে ফেলার জন্য অনুরোধ করা হবে এলাকাবাসীদের। ডাস্টবিনের সংখ্যা ১৫০ থেকে বাড়িয়ে ৪৫০ করা হবে। ঝাড়ুদারদের সংখ্যাও বাড়াতে হবে এবং GPS এর মাধ্যমে তাদের ওপর নজর রাখা হবে। পৌরসভা এই সব বর্জ্য কিনবে সেজন্য একটি কাঠামো তৈরি করার পরিকল্পনা রয়েছে।

বাসিন্দাদের এব্যাপারে সচেতন করা হবে এবং নিয়ম মেনে না চললে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বাড়ির ছাদে জৈব পদ্ধতিতে চাষ করা এবং বাড়িতেই জৈব সার তৈরি করার জন্য মানুষকে উৎসাহিত করা হবে।

নিউ টাউন অধীনের এলাকাগুলিকে ভাগ করা হবে এবং তাদের নিজ নিজ এলাকার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব দুটি সংস্থার ওপর দেওয়া হবে। যেসব জায়গায় বাজার, খাবারের দোকান, হোটেল রয়েছে সেগুলির ওপর বিশেষ মনোযোগ দেওয়া হবে।

 

 

 

Branded mishti hub to come up near Eco Park in New Town

There’s good news for the residents of New Town and the domestic and foreign flyers who want to buy branded sweets for their near and dear ones.

The West Bengal Housing and Infrastructure Development Corporation (WBHIDCO) has planned to open a hub to sell mouth watering traditional Bengali sweets in the area.

The proposed cluster of shops set up as per the “shop in shop” concept will come up near the gate number I of Prakriti Tirtha also known as Eco Park. The hub has not yet been named and Chief Minister Mamata Banerjee will be approached to give it a suitable name.

On the first floor, there will be an open terrace where people can sit and taste Bengali sweets and snacks and enjoy the beautiful environment surrounding Prakriti Tirtha. Best quality traditional Bengali sweets will be available in the shops along with their history.

As sweet is an integral part of Bengal’s culture which Chief Minister Mamata Banerjee wants to project globally through Biswa Bangla, the centre is likely to gain popularity soon after it is inaugurated.

 

নিউটাউনে ব্র্যান্ডেড মিষ্টি হাব তৈরি হচ্ছে

নিউটাউনের বাসিন্দারা যারা ব্র্যান্ডেড মিষ্টি কিনতে চান তাদের জন্য সুখবর। WBHIDCO নিউটাউনে বাংলার মিষ্টি  হাব খোলার পরিকল্পনা করছে।

প্রস্তাবিত ক্লাস্টারটি কেনাকাটার দোকান হিসেবে তৈরি হবে। এটি তৈরি হবে প্রকৃতি তীর্থর (যা ইকো পার্ক নামেও পরিচিত) ১ নম্বর গেটের কাছাকাছি। হাবটির নামকরণ এখনও করা হয়নি। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নামকরণ করবেন।

এই মিষ্টি হাবে একটি খোলা জায়গা থাকবে যেখানে মানুষ বসে বাংলার বিভিন্ন মিষ্টি ও অন্যান্য খাবারের স্বাদ গ্রহণ করতে পারবেন এবং সঙ্গে প্রকৃতি তীর্থর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। শ্রেষ্ঠ মানের সব রকম ঐতিহ্যবাহী বাংলার মিষ্টি এই দোকানে পাওয়া যাবে সঙ্গে এই সব মিষ্টির ইতিহাসও বর্ণিত থাকবে।

মিষ্টি বাংলার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ, যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ব বাংলার মাধ্যমে তুলে ধরতে চান। হাবটি উদ্বোধন হওয়ার পর জনপ্রিয়তা পাবে বলেই আশা করা যায়।