Bengal CM announces bravery awards for 57 Kanyashree clubs

Chief Minister Mamata Banerjee, during the inauguration programme of Mati Utsav on January 2 announced bravery awards for 57 Kanyashree clubs in Purba Bardhaman district that helped stop around 116 child marriages in the last five months.

She also handed over appreciation certificates to 10 such clubs.

According to district administration officials, the Kanyashree beneficiaries played a crucial role in combating child marriage in the district.

Clubs have been formed in 781 schools in the district. The members, who are all girls, act as the eyes and ears of the district administration and alert the authorities whenever a child marriage is about to happen. They also help the officials counsel the parents of minors against child marriages.

Source: The Times of India

 

১১৬টি নাবালিকা বিয়ে আটকে মুখ্যমন্ত্রীর প্রশংসা পেল কন্যাশ্রী ক্লাব

পূর্ব বর্ধমানে মাটি উৎসব উদ্বোধনের মঞ্চে জেলায় পাঁচ মাসে ১১৬টি নাবালিকা বিয়ে আটকানোর জন্য কন্যাশ্রী ক্লাবের সদস্যদের প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কত সাহস নিয়ে কন্যাশ্রীর মেয়েরা বাল্যবিবাহ রুখেছে। ওদের প্রতি আমার ভালবাসা ও আশীর্বাদ রইল। পুলিশকে ওদের সাহসিকতার জন্য পুরস্কার দিতে বলব।”

আগে পড়াশোনা, পরে বিয়ে— পুরুলিয়ার রেখা কালিন্দী, বীণা কালিন্দী, আফসানা খাতুনদের এই লড়াই এখন ছড়িয়ে পড়েছে রাজ্যে। এই সব মেয়েদের হাত আরও শক্ত করছে স্কুলে-স্কুলে গড়ে ওঠা ‘কন্যাশ্রী ক্লাব’। সহপাঠীরা সবাই স্কুলে আসছে কি না, নিয়মিত খোঁজ রাখে পূর্ব বর্ধমানের কন্যাশ্রী ক্লাব। কেউ টানা দিন কয়েক না এলেই বাড়িতে হাজির হয় তারা।

এই কাজের জন্য এ দিন দশটি কন্যাশ্রী ক্লাবের সভানেত্রীর হাতে শংসাপত্র তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী প্রকল্পের পূর্ব বর্ধমান জেলা আধিকারিক বলেন, “আমাদের চোখ ও কান হচ্ছে কন্যাশ্রী মেয়েরা। সহপাঠীর বিয়ে রোখার পাশাপাশি, কন্যাশ্রীরা সংশ্লিষ্ট অভিভাবকদের কাউন্সেলিংও করছে।”

মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ২০১৩ সালের ১লা অক্টোবর এই প্রকল্প চালু হয়। এই প্রকল্পের উদ্দেশ্য বাল্যবিবাহ রোধ করা। রাজ্যের প্রতি অঞ্চলের প্রায় ১৫,৫০০ প্রতিষ্ঠান–প্রথা বহির্ভূত বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ, মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বিশ্ব বিদ্যালয় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, শিল্প প্রশিক্ষণ, এমনকি ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রের প্রায় ৪০লক্ষ কিশোরীকে এই প্রকল্পের অধীনে আনা হয়েছে।

৫০০০-এরও বেশী মেয়েকে আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রাষ্ট্রপুঞ্জে জনপরিষেবা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে বাংলার প্রকল্প ‘কন্যাশ্রী’ প্রথম পুরস্কার পায়। ৬৩টি দেশের ৫৫২ প্রকল্পকে হারিয়ে সেরার শিরোপা পায় কন্যাশ্রী। এর ফলে অসাধারন ভাবে কমেছে স্কুলছুটের হার। এখন স্কুল ও কলেজের গণ্ডী পেরিয়ে বিশ্ববিদ্যালয়েও পাড়ি দিয়েছে কন্যাশ্রী।

Bengal CM to distribute 5 lakh houses to the poor under Banglar Bari

Chief Minister Mamata Banerjee, at a public meeting after the inauguration of Mati Utsav on January 2, announced that the State Government would construct five lakh houses (for five lakh families) for economically weaker sections (EWS) under the Banglar Bari Scheme.

Banglar Bari is a scheme meant for financially weaker families in municipal areas, who are homeless and whose monthly income is less than Rs 10,000, and is implemented through the building of four-storey apartments, where a flat is given to each such homeless family.

This project for five lakh houses would be formally inaugurated by the Chief Minister during a programme at Netaji Indoor Stadium, Kolkata on January 5. Simultaneously, it would be inaugurated in all the blocks too.

She also announced the increasing of State Government spending for construction of houses under Bangla Awas Yojana to Rs 1.2 lakh, from Rs 75,000, and the inauguration of the Banglar Bari Scheme for North 24 Parganas and Howrah districts on February 4.

The Bengal Government also runs the Gitanjali Scheme for building houses for economically weaker sections in rural regions. Rs 70,000 is spent for a house in the plains and Rs 75,000 for a house in the Hills (forest villages in Jalpaiguri district) and the Sundarbans and in Jangalmahal. From May 2011 to May 2017, 2,98,745 families have benefitted, and the aim is to build 1 lakh units during financial year 2017-18.

 

৫ লক্ষ পরিবারের হাতে এবার ‘বাংলার বাড়ি’ তুলে দেবেন মুখ্যমন্ত্রী

রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ, দু’টাকা কেজি চাল-গমের সঙ্গে কন্যাশ্রী, সবুজশ্রী আর সবুজসাথীর মতো একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের সফল রূপায়ণের পর এবার দুঃস্থ-গরিব মানুষের জন্য ‘মাথার ছাদ’-এর সংস্থান।

বাংলা আবাস যোজনার অন্তর্গত আবাসন প্রকল্পে পাঁচ লক্ষ পরিবারের জন্য ‘বাংলার বাড়ি’ তৈরী করাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৯ জানুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে গৃহহীন মানুষের আবাস সংক্রান্ত এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন তিনি নিজেই।

মঙ্গলবার বর্ধমানে ষষ্ঠ মাটি উৎসবের উদ্বোধনী মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, গোটা রাজ্যেই তৈরী হবে বাংলার বাড়ি। ওইদিন কলকাতায় এই অনুষ্ঠানের সূচনা যেমন হবে, তেমনই ব্লক স্তরেও তার শুভারম্ভ হবে সংশ্লিষ্ট জেলাশাসক এবং জনপ্রতিনিধিদের উপস্থিতিতে।

তিনি জানান, আগে আবাসন প্রকল্পে সরকারি ভর্তুকির পরিমাণ ছিল ৭৫ হাজার টাকা। এই টাকায় কিছুই হয় না! তাই এখন থেকে বাড়ি পিছু ১ লক্ষ ২০ হাজার টাকা পাবেন উপভোক্তারা। মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচন শেষ হলে, উত্তর ২৪ পরগনা আর হাওড়া জেলায় আগামী ৪ ফেব্রুয়ারি ‘বাংলার বাড়ি’ প্রকল্পের সূচনা হবে।

আর্থিকভাবে দুর্বল শ্রেণীর মানুষের জন্য বাড়ি তৈরী করে দিতে রাজ্যের নতুন প্রকল্প ‘গীতাঞ্জলী’ চালু হয়েছে। এই প্রকল্পে সমতল এলাকায় সুবিধাপ্রাপকদের একক প্রতি ৭০ হাজার টাকা দেওয়া হয়। পাহাড়, সুন্দরবন ও জঙ্গলমহল এলাকায় অতিরিক্ত পাঁচ হাজার টাকা দেওয়া হয়। ২০১১র মে মাস থেকে শুরু করে ২,৯৮,৭৪৫টি পরিবার উপকৃত হয়েছে। ২০১৭-১৮ অর্থবর্ষে এই লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ১ লক্ষ ইউনিট।

Distorting historical facts is a crime: Mamata Banerjee at Indian History Congress

Bengal Chief Minister Mamata Banerjee today attended the Indian History Congress being held at Kolkata. Speaking on the occasion she asserted the importance of taking lessons from history for a better future.

The CM also slammed the current trends of distorting and rewriting history by certain sections. She called it a crime. She expressed dismay at the attempts to portray Godse as a patriot while questioning the patriotism of Mahatma Gandhi.

Mamata Banerjee also announced the formation of West Bengal State Records Commission, on the lines of Indian History Records Commission.

Highlights of her speech:

  • The Indian History Congress is a remarkable platform for exchanging ideas.
  • We must never forget our history. History is our guiding light for the future. If we are aware of our past, we can work for the betterment of our future.
  • History is truth. Reality and truth are the inspirations for history. Truth cannot be misguided. Once history is recorded after research, it should not be distorted.
  • History is nothing but examples of good practice that we must follow and bad practice that we must avoid.
  • I am aware that many historians are unhappy about the current situation prevailing in the country. I may or may not be in power, but I must abide by my Constitutional obligations.
  • There is a growing tendency to rewrite history. What will researchers do? What are historians there for?
  • Distorting historical facts is a big crime. Sometimes there is a calculated motive. Some sections are raising questions about the patriotism of Mahatma Gandhi and calling Godse a patriot.
  • Bengal has a rich heritage. Every aspect of our national, social and political history was born in Bengal. Our history cannot be completed without Bengal’s contribution – from social reforms to freedom movement.
  • From Rabindranath to Raja Rammohan Roy to Ishwar Chandra Vidyasagar – so many icons were born in Bengal. Several renowned historians were also born in Bengal.
  • Our main strengths are unity in diversity, our federal structure and the multi-party democracy.
  • A certain political party has started rewriting the history of India. Historians must speak the truth. Distorting history for political vendetta is endangering the future of the country.
  • I feel ashamed when I see my country bleeding due to caste war or religious strife.

 

ইতিহাস বিকৃত করা একটি অপরাধ, ইতিহাস কংগ্রেসে মন্তব্য মুখ্যমন্ত্রীর

কলকাতায় অনুষ্ঠিত ভারতীয় ইতিহাস কংগ্রেসে আজ উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ গড়ার কথা বলেন তিনি।

এক শ্রেণীর মানুষ যেভাবে ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে, তার বিরুদ্ধেও সোচ্চার হন তিনি। ইতিহাস বিকৃত করার প্রবণতাকে অপরাধ আখ্যা দেন তিনি। কিছু মানুষ যে ভাবে গান্ধীজীর দেশপ্রেম নিয়ে সন্দেহ করে গডসেকে দেশপ্রেমীর আখ্যা দিচ্ছে, সে বিষয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।

এর পাশাপাশি, ইন্ডিয়ান হিস্ট্রি রেকর্ড কমিশনের আদলে তিনি ওয়েস্ট বেঙ্গল রেকর্ডস কমিশন গঠনের কথা ঘোষণা করেন।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশঃ-

  • ভারতীয় ইতিহাস কংগ্রেস ঐতিহ্যময়। চিন্তা ভাবনা আদানপ্রদানের জন্য এক অসাধারন মঞ্চ।
  • আমাদের নিজেদের ইতিহাস ভোলা উচিত না, ইতিহাস আমাদের ভবিষ্যতের পাথেয়। আমরা যদি নিজেদের ইতিহাস জানি, তবেই আমরা উন্নত ভবিষ্যৎ তৈরী করতে পারব।
  • ইতিহাসই একমাত্র সত্যি। সত্য এবং বাস্তবই ইতিহাসের প্রেরণা। সত্যকে বিকৃত করা উচিত না। গবেষণা করে যে ইতিহাস নথিভুক্ত হয়, তাকে বিকৃত করা ঠিক না।
  • ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। যেটা ভালো সেটা গ্রহণ করুন, খারাপতাকে বর্জন করুন।
  • আমি জানি বেশিরভাগ ইতিহাসবিদরাই দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। আমি ক্ষমতায় থাকি বা না থাকি, আমার কর্তব্য সংবিধানকে সম্মান করা।
  • ইতিহাসকে নতুন করে লেখার এক প্রবণতা দেখা যাচ্ছে। তারাই যদি ইতিহাস লিখবেন তো গবেষণার দরকার কি? ইতিহাসবিদরা কি জন্য আছেন?
  • পরিকল্পনামাফিক ভাবে ইতিহাস বিকৃত করা হচ্ছে। কিছু মানুষ গান্ধীজীর দেশপ্রেম নিয়ে সন্দেহ করে আর গডসেকে দেশপ্রেমী আখ্যা দিচ্ছে।
  • বাংলার ঐতিহ্য গৌরবময়। দেশের জাতীয়, সামাজিক ও রাজনৈতিক ইতিহাসের জন্ম এখানেই। সমাজ সংস্কার হোক বা স্বাধীনতা সংগ্রাম, বাংলার অবদান ছাড়া ইতিহাস অসম্পূর্ণ।
  • আমাদের প্রধান শক্তি হল, বৈচিত্রের মধ্যে একতা, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ও বহুদলীয় গনতন্ত্র।
  • একটি রাজনৈতিক দল ইতিহাসকে নতুন করে লেখা শুরু করেছে। ইতিহাসবিদরা চুপ করে থাকবেন না, যা সত্যি তাই বলুন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে ইতিহাস বিকৃত করলে দেশের ভবিষ্যৎ বিপন্ন হবে।
  • জাতি ও ধর্ম বিদ্বেষের কারণে যখন আমার দেশে আগুন জ্বলে, আমি লজ্জিত বোধ করি।

If music and culture grow, civility and society too grow: Mamata Banerjee

Music in all its forms is the unifying force, a means by which peace and harmony can prevail in diversity. Music has been behind many successful movements in the world. It awakens, unifies, and carries forward all struggles. It is the very breath, the very life of the people.

It was with these words that Bengal Chief Minister Mamata Banerjee set the mood of the eight-day Bangla Sangeet Mela and the Biswa Bangla Loksanskriti Utsav during their inaugurations today at Uttirno, the new open-air theatre in Alipore.

“The very name Uttirno means exemplary, as the many artists who will be awarded today and who will participate during the festival are in their skills. Rabindrasangeet, Nazrulgeeti, Bhawali, Bhatiyali, Kirtan … there are so many forms. All have their own types of songs and music, and all are good in their own respective fields,” she said. Musicians too play different types of instruments. “But all subscribe to melody and harmony,” she pointed out.

About 1,500 artists from all over Bengal will be performing at five venues – Rabindra Sadan, Madhusudan Mancha, Sisir Mancha, Fanibhushan Mancha and Rabindra Okakura Bhavan – during the festival. The State government has decided that this year, more people should be involved and enjoy the various forms of music. For three days (December 25, 29 and 30), the performances will begin at 9am, while on the other days, it will begin at 5 pm.

After the advent of the Trinamool Congress government, a large number of folk-singers and musicians and even those who make musical instruments have been given assistance in various ways, including monthly stipends and awards so that there songs continue to be in the mainstream. “We have increased the number of artists receiving assistance from 1 lakh to 1.94 lakh this year. These singers and musicians will get an opportunity to perform and be utilized by the Government in advertisements and other work where the message is through music,” she said.

“If music and culture grows, civility and society grows. Many instruments are needed for a successful song, for an artist to be created. And many people from different walks of life are needed for improvement and progress,” she pointed out.

But it is unfortunate that the harmony and unity that we wanted to portray in the Republic Day parade tableau was not accepted by the Central government. They did not approve of the harmony that we wanted to show through culture, she said.

সব সঙ্গীতকে একজায়গায় তুলে নিয়ে এসে যে সঙ্গীত হয়, তাঁর নাম একতাই সম্প্রীতি: মমতা বন্দ্যোপাধ্যায়

প্রতি বছরের মত এবছরেও রাজ্য সরকার আয়োজন করেছে বার্ষিক সঙ্গীত মেলার। আজ থেকে শুরু হল এ’বছরের সঙ্গীত মেলা, চলবেআগামী ৩০শে ডিসেম্বর পর্যন্ত। এই বার্ষিক গানের উৎসবের অনুপ্রেরণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অন্যান্য বছরের তুলনায় আরও বেশী মানুষকে এই উৎসবের মাধ্যমে আনন্দ দিতে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে ৩ দিন (২৫, ২৯ ও ৩০শেডিসেম্বর) এই উৎসব শুরু করা হবে সকাল ৯টা থেকে। অন্যান্য দিন এই অনুষ্ঠান শুরু হবে বিকেল ৫টায়।

শিল্পীরা পাঁচটি প্রেক্ষাগৃহে সঙ্গীত পরিবেশন করবেন: রবীন্দ্র সদন, মধুসূদন মঞ্চ, শিশির মঞ্চ, ফণীভূষণ মঞ্চ এবং রবীন্দ্র ওকাকুরা ভবন।সারা রাজ্যের সঙ্গীত শিল্পীরা এই উৎসবে সঙ্গীত পরিবেশন করবেন। এই আটদিন ব্যাপী অনুষ্ঠানে রাজ্যের প্রায় ১৫০০ শিল্পী অংশ নেবেন।
এছাড়া শহরের কোনায় কোনায় সঙ্গীতকে পৌঁছে দিতে থাকছে বিশেষ আকর্ষণ ‘পাড়ায় পাড়ায় সঙ্গীত মেলা’।

তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকেই বাংলার লোকশিল্পীদের সাহায্য করার জন্য নিয়েছে নানা পদক্ষেপ। লোকপ্রসার প্রকল্পের মাধ্যমে২ লক্ষ শিল্পীকে দেওয়া হয় মাসিক ভাতা। সম্মানের সাথে গান গেয়ে এই শিল্পীরা এখন সমাজের মূলস্রোতে বিরাজমান।

এবার সঙ্গীত মহাসম্মান পেলেন, অভিজিৎ ভট্টাচার্য ও জিৎ গাঙ্গুলি। এছাড়া যারা সম্মান পেলেন, তারা হলেন, শুভঙ্কর ব্যানার্জি (তবলা), তরুন ভট্টাচার্য (সন্তুর), দেবাশিস ভট্টাচার্য (গিটার), স্বপন বসু (লোকগীতি), রেজওানা চৌধুরী (রবীন্দ্র সঙ্গীত), বিমলা দেবী (ঝুমুর), স্বর্ণ চিত্রকর (পটগান), খাইবার ফকীর (ফকীরি গান)।

সঙ্গীত সম্মানে ভূষিত হলেন, পরিমল ভট্টাচার্য, গৌতম মিত্র (রবীন্দ্র সঙ্গীত), অমিত চৌধুরী (ক্ল্যাসিকাল শিল্পী), স্বপন সেন (গিটার), ইমন চক্রবর্তী (আধুনিক গান), বাকুয়া লোধ (পারকিন্সন), অমিত ব্যানার্জি (সঙ্গীত পরিচালক), দুর্বাদল চ্যাটার্জি (ভায়োলিন), গৌতম দাস বাউল (বাউল গান), ক্ষুদিরাম দাস (কাঠি ঢোল), মায়ারানী পোদ্দার (কীর্তন), সুলেখা রায় (ভায় গান), নিমাই সোরেন (সাঁওতালি গান)।

উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিশেষ কিছু অংশঃ-

  • সঙ্গীত আমাদের প্রাণ, সঙ্গীত ছাড়া জীবন সাধনা সম্পূর্ণ হয় না, সঙ্গীত অফুরন্ত প্রাণের স্পন্দন, সঙ্গীত জীবনের উন্মাদনা, সব সঙ্গীতকে একজায়গায় তুলে নিয়ে এসে যে সঙ্গীত হয়, তাঁর নাম একতাই সম্প্রীতি।
  • মানুষের মধ্যে যেমন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, শিখ, সঙ্গীতেও তেমন রবীন্দ্র সঙ্গীত, দ্বিজেন্দ্র সঙ্গীত, অতুলপ্রসাদী গান, রজনীকান্তের গান, লোকগান, ভাটিয়ালি গান। সমস্ত প্রাণ যদি একজায়গায় তৈরী হয়, তাকেই বলা হয় গান, এটাই সংস্কৃতি, সম্প্রীতি।
  • সঙ্গীতের মধ্যে দিয়ে আপনারা আগামীদিনে বিপ্লব আনুন। সঙ্গীতের মধ্যে দিয়ে পৃথিবীর অনেক বিপ্লব, ভালো কাজ, জাগরন, আন্দোলন, সংস্কৃতি চেতনা হয়েছে। সঙ্গীত যত তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছায়, অন্য কিছু পৌঁছায় না। সঙ্গীত, কথা, সুর তৈরী করার মধ্যে দিয়ে তৈরী হয় স্রষ্টা। সঙ্গীত সাধনা সবচেয়ে বড় মুক্তির, জুক্তির, তর্ক-বিতর্কের পথ। সঙ্গীত পারে পুরো দেশকে, সারা বিশ্বকে ঐক্যবদ্ধ করতে।
  • নতুন শিল্পীরা খুব খুশি হন যদি স্বর্ণযুগের শিল্পীরা তাদের পাশে দাঁড়িয়ে একটু কথা বলেন। নতুন পুরাতনের মেল্বন্ধনে সংহতি ফিরে আসে বাংলা মায়ের কাছে, বাংলা তীর্থে।
  • প্রায় ১লক্ষ লোকশিল্পী আছেন, লোকপ্রসার প্রকল্পের মাধ্যমে যাদের আমরা মাসে ১হাজার টাকা করে ভাতা দিয়ি। গভর্নমেন্টের বিজ্ঞাপনে কাজ করাই, যাতে তারা আরও রোজগার করতে পারে। আমি তাদের কাছে কৃতজ্ঞ। আরও ৯৪ হাজার লোকশিল্পী আমরা নতুন করে যুক্ত করেছি। শুধু খবরের কাজে বা টিভি বিজ্ঞাপন না, এই শিল্পীরা গান বেঁধে বিভিন্ন গ্রামে গ্রামে চলে যান, সরকারি প্রোগ্রামগুলো গানের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরেন। এটা খুব বড় কাজ।
  • একতাই সম্প্রীতি, কেন্দ্রীয় সরকার আমাদের ট্যাবোলোতা বারন করে দিলেন, আমি কিন্তু, সংস্কৃতির মধ্যে সম্প্রীতি দেখাতে চেয়েছিলাম। সেটা তাদের পছন্দ হয়নি।

 

Bengal Fisheries Dept releases hatchlings of small fishes

To save several varieties of small fish, the State Government has taken to releasing their hatchlings across Bengal. One quintal of hatchlings was released by the Fisheries Minister at Sindrani in Bagda block in North 24 Parganas district, in the presence of almost 3,000 fishermen in November.

Among the varieties in danger are mourola, kholse, tangra, pnuti, folui, koi, singi, magur, lyatha, chang, etc.

These fishes grow naturally in water bodies like streams and lakes. But over-fishing in places is leading to their depletion. Hence, the department has also started programmes to educate fishermen to not to over-fish and to not to fish during two months of the rainy season to give the time for the fishes to grow.

 

লুপ্তপ্রায় ছোট মাছ বাঁচাতে উদ্যোগী রাজ্য মৎস্য দপ্তর

লুপ্তপ্রায় দেশী ছোট মাছ বাঁচাতে রাজ্যজুড়ে বিভিন্ন জলাশয়ে এলাকাভিত্তিক দেশী মাছের চারা ছাড়ার উদ্যোগ নিয়েছে রাজ্য মৎস্য দপ্তর। এরই অঙ্গ হিসেবে উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের সিন্দ্রানী এলাকায় প্রায় ১ কুইন্টাল দেশী মাছের চারা ছাড়া হল। এরপর বাকি ৩২ টি সমবায় সমিতির জলাশয়ে ৪৮ হাজার দেশী মাছের চারা ছাড়া হবে।

মৌরলা, খলসে, ট্যাংরা, পুঁটি, ফলুই, কই, শিঙি, মাগুর, ল্যাঠা, চ্যাং ইত্যাদির মত অঞ্চলভিত্তিক দেশী মাছ (স্থানীয়ভাবে যেগুলো রাণী মাছ হিসেবে পরিচিত) প্রায় হারিয়ে যেতে বসেছে। এই মাছ আলাদা করে চাষ করা যায় না, প্রাকৃতিকভাবে জলাশয়গুলিতে বেড়ে ওঠে।

এলাকাভিত্তিক এই মাছগুলির উৎপাদন বাড়াতে রাজ্যের প্রতি জেলার খাল বিল ও চুনোপুঁটি মেলার আয়োজনের মাধ্যমে এইসব মাছের চারা জলাশয়গুলিতে ছাড়া হচ্ছে। ছোট ইলিশ ধরার ক্ষেত্রে আইন করে বিধিনিষেধ আরোপ করে যেভাবে কিছুটা ফল পাওয়া গেছে, এক্ষেত্রেও আগামীদিনে ফল পাওয়া যাবে বলে মৎস্য দপ্তর আশাবাদী।

Source: Aajkal

Mamata Banerjee opposes bank deposit bill

Bengal chief minister Mamata Banerjee has asked Union finance minister Arun Jaitley to withdraw the proposed Financial Resolution and Deposit Insurance Bill, 2017.

Trinamool Congress has decided to oppose the ‘draconian bill’ both inside and outside Parliament.

Mamata Banerjee wrote that the proposed bill would compromise the financial security and safety of common people on four counts: it would forcibly convert their deposits into equity shares of the bank; it could change the nature of the deposits from one class to another, leading to a change in interest rates or deposit tenures; it could impose a stay on the right to withdraw deposits before maturity; if the Centre wants, it can impose a moratorium on payment of interest and repayment of deposits.

In her 2-page letter, Mamata Banerjee said the bill would take away the savings of common people entrusted to banks. “The common people are anguished at what the bill could do to ruin their lives through the activities of the proposed Financial Resolution Corporation,” she added.

 

এফআরডিআই বিলের বিরোধিতায় মুখ্যমন্ত্রী

আর্থিক ক্ষেত্রের খসড়া বিলের বিরোধিতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের সাধারণ মানুষের স্বার্থে অবিলম্বে তা প্রত্যাহারের আর্জি জানালেন তিনি।

চিঠিতে ওই বিল নিয়ে সাধারণ মানুষের উদ্বেগের কথা তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। লিখেছেন, ফিনান্সিয়াল রেজলিউশন অ্যান্ড ডিপোজিট ইনশিওরেন্স (এফআরডিআই) বিল শেষ পর্যন্ত আইন হলে, তা হবে গরিব ও মধ্যবিত্ত মানুষের আর্থিক সুরক্ষায় বড় ধাক্কা।

তাঁর যুক্তি, সে ক্ষেত্রে দেউলিয়া ঘোষণার মুখে দাঁড়ানো ব্যাঙ্কে গচ্ছিত টাকা ফেরত পাওয়ার বিষয়ে আর একশো শতাংশ নিশ্চিত থাকতে পারবেন না সাধারণ মানুষ। ফলে ব্যাঙ্কিং পরিষেবার উপর আমজনতার বিশ্বাস ভেঙে চুরমার হবে।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, কিছু লোকের স্বার্থরক্ষা করতে গিয়ে সাধারণ মানুষের সারা জীবনের সঞ্চিত অর্থ কাড়ার বন্দোবস্ত রয়েছে এই বিলে।

খসড়া বিলে প্রস্তাব, কোনও ব্যাঙ্ক দেউলিয়া ঘোষণার মুখে থাকলে, ঘুরে দাঁড়ানোর চেষ্টা হিসেবে গ্রাহকের আমানতের টাকা তাঁদের অনুমতি না-নিয়েই বাড়তি সময় আটকে রাখতে পারবে তারা। প্রয়োজনে তা বদলে দিতে পারবে শেয়ার, ডিবেঞ্চার, বন্ড ইত্যাদিতে। এই বিষয়গুলি নিয়ে চিঠিতে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী।

1000 new Matri Jaans flagged off by Bengal CM

Chief Minister Mamata Banerjee, on December 11, inaugurated 1,000 Matri Jaan ambulances for the service of people across Bengal from Kanksa in Paschim Bardhaman district, where she had gone to attend an administrative review meeting.

These ambulances are meant for transporting pregnant and lactating women, and children to hospitals, especially those staying in rural regions. With these 1,000 new Matri Jaan ambulances in service, a large area of Bengal has now been covered. Being meant for the rural populace, the cost of availing these ambulances is paid by the State Government.

The infrastructure of the new Matri Jaan ambulances has also been enhanced. A health worker would be present inside every Matri Jaan to assist the patient and the patient’s family members. Life-saving medicines would be available so that emergency medical help can be given.

 

হাজারটি নতুন মাতৃযান উপহার মুখ্যমন্ত্রীর

গ্রামের গরীব মানুষদের জন্যে বিনামূল্যে অ্যাম্বুল্যান্স পরিষেবাতে আরও জোর দিতে চাইছে রাজ্য সরকার।

কাঁকসার বনকাঠির রঘুনাথপুর জঙ্গলমহল মাঠে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যের জন্য নতুন ১০০০টি মাতৃযান চালুর কথা ঘোষণা করেন।

এই পরিষেবা বাড়ানোর পাশাপাশি এই যানগুলির পরিকাঠামো বাড়ানো হচ্ছে। একজন চালক ছাড়াও থাকবে একজন স্বাস্থ্যকর্মী। এছাড়া থাকবে জীবনদায়ী ওষুধ। মাঝরাস্তায় অসুস্থকে যাতে ন্যুনতম চিকিৎসা দেওয়া যায়, তার জন্যই এই ব্যবস্থা। সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবার মাধ্যমে গ্রামের গরীব মানুষদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়া হবে।

 

Source: Sangbad Pratidin

mamata banerjee sagar island

Bengal CM oversees Gangasagar Mela preparations, announces Rs 5 lakh insurance cover

Besides making all arrangements for the safety and security of the people visiting the Gangasagar Mela in January to take the holy dip at the confluence of River Ganga and the Bay of Bengal, the Bengal Government has also decided to bring them under an insurance scheme of Rs 5 lakh each.

A high-level meeting headed by Chief Minister Mamata Banerjee held at Nabanna on December 8 also discussed the preparations and other aspects about the annual pilgrimage. In 2018, it will be held from January 10 to 16.

A senior IPS officer and a senior administrative officer, both with vast experience on overseeing the Gangasagar Mela during previous years, have been assigned to supervise the preparations and the fair itself. Directions have been given to set up a permanent bus stand and also to ensure that no unnecessary congestion takes place.

There will be sufficient number of vessels to ensure that people do not face trouble in reaching Sagar Island by crossing the Muriganga river from the mainland. RO-RO (roll on-roll off) services would be introduced by the government for that purpose, so that both vehicles and their owners can cross.

Live every year, closed-circuit television (CCTV) system will be used to maintain video surveillance at the fair site, and at a few other areas. This year, though, a new aspect has been introduced – live tracking. The real-time monitoring system, with feed from the CCTV system, will enable all senior administrative and police officers to watch live footages of all the transit and other crucial points on their mobile phones.

The State Irrigation Department has also been directed to carry out dredging at different locations on Muriganga to ensure easy movement of vessels. The State Civil Defence Department will place speed boats and other arrangements to combat any untoward situation, if they arise.

In a bid to keep the fairground clean and green, the concerned officials have been asked to take necessary steps to keep the island free from open defecation. Women-friendly toilets will also be set up. There will be volunteers to urge people to use dustbins.

 

গঙ্গাসাগরে যাত্রী–বীমা ৫ লক্ষের

আগামী বছর গঙ্গাসাগর মেলা যাঁরাই যাবেন তাঁদের প্রত্যেককে ৫ লক্ষ টাকার বীমার আওতায় আনা হবে।

নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ১০ থেকে ১৬ই জানুয়ারি সাগরমেলা চলার সময় যাঁরাই মেলায় আসবেন তাঁদের প্রত্যেককে রাজ্য সরকারের তরফ ৫ লক্ষ টাকার বীমা করিয়ে দেওয়া হবে। অর্থাৎ মেলা চলাকালীন তীর্থযাত্রী–‌সহ যাঁরা মেলায় উপস্থিত থাকবেন, তাঁরা যদি কোনও রকম দুর্ঘটনার কবলে পড়েন, তাহলে তাঁর পরিবার ৫ লক্ষ টাকা পাবেন।

সাগর মেলা শুরু হওয়ার আগেই কচুবেড়িয়ায় ৫টি জেটি সংস্কারের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মেলা জুড়ে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা তো থাকছেই, পাশাপাশি ৩জি, ৪জি অপটিক্যাল ফাইবার পেতে মোবাইল অ্যাপের সাহায্যে নজরদারি চলবে।

মেলা প্রাঙ্গণের দায়িত্ব দেওয়া হয়েছে পূর্তমন্ত্রী, পঞ্চায়েত মন্ত্রী, সাগরের বিধায়ক, সাংসদ মণীশ গুপ্তকে। কলকাতা থেকে মেলায় ঢোকার আগে পর্যন্ত তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে সেচমন্ত্রী, পুরমন্ত্রী, কলকাতার মহানাগরিক এবং সুন্দরবন উন্নয়ন মন্ত্রীকে।

মেলা ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার ওপর কড়া নজর থাকছে।

 

Source: Millennium Post

Politics of divisiveness will not be tolerated by the people of Bengal: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee today embarked on a tour of Paschimanchal districts. Today she addressed a public meeting at Kanksa in Paschim Bardhaman district. She inaugurated and laid the foundation stones for a slew of projects on the occasion.

Highlights of her speech:

A bridge over the River Ajay at Shibpur in Kanksa block will soon be completed, at a cost of Rs 164 crore. The foundation stones for the construction of two more bridges have been laid.

Eleven ambulances, called Matri Jan, were distributed for transporting pregnant women and young children to hospitals free of cost. The ambulances will contain all life-saving medicines and equipment. All across Bengal, 1,000 such ambulances are being distributed.

Agriculture and industry co-exist in Bengal. We have abolished khajna tax on agricultural land. We have provided help to farmers affected by the floods.

We have set up an airport in Andal, 6,000 micro and small enterprise units, Panagarh Industrial Park, IT Park, Deucha-Pachami coal mine project.

Projects worth Rs 2,668 crore have been taken up for controlling floods and for irrigation, as a result of which 30 lakh families will benefit.

Several steps have been taken for the welfare of Adivasis. A separate department for the Adivasis was set up by the Trinamool Congress Government in 2013.

Shikshashree Scholarship is being given to 57 lakh SC, ST and Adivasis children. The State Government is also helping Adivasi artistes.

We have distributed scholarships to 1.71 crore students belonging to minority communities. We give a loan of Rs 10 lakh for for pursuing higher education in the country and Rs 20 lakh for foreign education.

Santhali language has been given recognition through the teaching and propagation of the Ol Chiki script.

Our aim is to work for everybody. We do not differentiate on the basis of religion.

A man was burnt to death in Rajasthan. Why should this happen?

Trinamool does not follow the culture that the BJP speaks of. We do not like that culture. We will fight politically. Let others speak ill, we will not.

The Ma-Mati-Manush Government is a government for everyone. Every human being is equal to me.

We give rice at Rs 2 per kg to 8.5 crore people, electricity free of cost, scholarships, bicycles to school-going children. Our government has schemes to cover the whole lifespan of a person. We do real work for the people, not indulge in empty talk.

We have started Matrisneha Scheme at the PG Hospital in Kolkata. We have started Samabyathi and Baitarini Schemes. We have introduced a lot of social schemes. Subsidies to farmers, artistes and for jute cultivators are being give.

The Centre is taking away all our earnings in the name of servicing debts.

We provide shoes, uniforms, mid-day meal to primary school students. We are providing nutritious food to malnourished kids. This is our social responsibility.

We gave Rs 50,000 to the families of workers who lost their jobs in other States due to demonetisation. We want them to stand on their feet, even if they open a tea stall.

A lot of people from other States work in Bengal. We consider them our own. Our people will go to other places, people from other States will come to Bengal – isn’t this normal? We cannot drive others away from Bengal. We love them.

A Dalit man was killed in Gujarat because he went to a dandiya festival. They did not allow Padmavati to release. An innocent man was burned alive in Rajasthan. How long can we allow these incidents to continue?

This is the land of Rabindranath and Nazrul. We respect Ambedkar, Gandhiji, Swami Vivekananda, Maulana Abul Kalam Azad. We will not allow divisive politics in Bengal. Those who indulge in divisiveness, people will teach them a lesson politically.

They cannot stand the fact that we oppose their (anti-people) policies. So they want to stop all funds to Bengal. We were affected by floods but did not receive a single penny. But Assam and Bihar (both BJP-ruled States) receives Centre assistance.

There are attempts to cause riots by spreading falsehoods and peddling lies. They kill Adivasis and Dalits but feed lies to Adivasis here. I urge you all not to believe their canards.

There was a time when Adivasis in Jangalmahal used to survive by eating ants. Now we provide rice at Rs 2/kg to them. They live with dignity now. They receive healthcare for free; we provide them dhamsa-madol, education. We have also initiated a pension scheme for kendu leaf collectors.

Kanyashree girls will show the way to the rest of the country. They are our pride. Kanyashree – the name is famous all over the world. One day, Sabuj Sathi and Sabuj Shree will also become renowned.

Our government is with the common people, the poor people, labourers, farmers. More than 12,000 farmers committed suicide in Maharashtra. We want our farmers to remain safe and sound. We provide all assistance in times of their need. They are our pride.

We have created 81 lakh jobs in the last six years. We have appointed 1 lakh civic volunteers. We have distributed 3 lakh land pattas and built 3 lakh homes. We will create more. We have created 45,000 flats for the people of Asansol. We will set up 25,000 more.

Do not pay heed to lies and slander. Some people peddle lies to besmirch our characters, to incite violence and riots. Bengal will never tolerate these conspiracies.

I am always with the people and for the people. People are our pride. My best wishes and humble thanks to all.

Stay healthy, stay safe. Advance wishes for Christmas. Celebrate Nabanna in a befitting manner. May the new year bring peace and prosperity for all.

 

 

বাংলায় বিভেদের রাজনীতি মানুষ মেনে নেবে নাঃ মুখ্যমন্ত্রী

 

আজ কাঁকসায় একটি জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।0

 

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

1শীঘ্রই কাঁকসার শিবপুরে অজয় নদীর ওপর ১৬৫ কোটি টাকা ব্যয়ে নতুন সেতু নির্মাণ করা হবে। এছাড়া আরও ২ টি সেতুর শিলান্যাস করা হল।

গর্ভবতী, প্রসূতি মহিলা ও বাচ্চাদের বিনাপয়সায় হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এই জেলায় ১১ টি অ্যাম্বুলেন্স দেওয়া হচ্ছে যার নাম দেওয়া হচ্ছে ‘মাতৃ যান’। তাতে সবরকম জীবনদায়ী ওষুধও থাকবে। সমগ্র বাংলায় ১০০০ টি নতুন অ্যাম্বুলেন্স দেওয়া হচ্ছে।

শিল্প ও কৃষির সহাবস্থান বাংলায়। আমাদের সরকার কৃষিজমির খাজনা মুকুব করে দিয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের আমরা সবরকম সহায়তা করেছি।

অণ্ডাল বিমানবন্দর, ৬০০০ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ইউনিট, পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক, আই টি পার্ক, দেউচা পাচামি কয়লা প্রকল্প ইত্যাদি তৈরি করা হয়েছে।

বন্যা নিয়ন্ত্রন ও সেচের কাজে উন্নয়নের জন্য ২৬৬৮ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে, এর ফলে ৩০ লক্ষ পরিবার উপকৃত হবেন।

আদিবাসীদের উন্নয়নের জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। ২০১৩ সালে আদিবাসী দপ্তর তৈরি করা হয়েছে। ৫৭ লক্ষ SC/ST ও আদিবাসী ছেলেমেয়েরা শিক্ষাশ্রী প্রকল্পে স্কলারশিপ পাচ্ছে। আদিবাসী শিল্পীদেরও সহায়তা করছে রাক্য সরকার।

১ কোটি ৭১ লক্ষ সংখ্যালঘু ভাইবোনেরা স্কলারশিপ পেয়েছে। এখানে উচ্চ শিক্ষার জন্য ১০ লক্ষ এবং বাইরে পড়াশোনার জন্য ২০ লক্ষ টাকা স্কলারশিপ দেওয়া হচ্ছে।

অল চিকি ও সাঁওতালি ভাষাকে আমরা স্বীকৃতি দিয়েছি।

সকলের জন্য কাজ করতে হবে এটাই আমাদের লক্ষ্য। আমরা ধর্মে ধর্মে কোন ভেদাভেদ করি না। সব মানুষ আমার আপনজন।

রাজস্থানে একজনকে পুড়িয়ে মেরে ফেলা হল। কেন এটা হবে?

বিজেপি যে কালচারে কথা বলে তৃণমূল কংগ্রেসের কালচার সেটা নয়। আমরা এই কালচার আমরা পছন্দ করি না। আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। অন্য কেউ খারাপ কথা বললেও আমরা বলব না।

মা-মাটি-মানুষের সরকার সকলের জন্য। আমার কাছে সব মানুষ সমান।

সাড়ে ৮ কোটি মানুষকে আমরা ২ টাকা কিলো চাল দিই, বিনামূল্যে চিকিৎসা, স্কলারশিপ, সাইকেল দেয় আমাদের সরকার।

স্বাস্থ্য সাথী প্রকল্প, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্প করেছে আমাদের সরকার। কথায় নয় আমরা কাজে করে দেখাই।

পি জি হাসপাতালে আমরা ‘মাতৃস্নেহ’ প্রকল্প চালু করেছি। ‘সমব্যাথি’ ও ‘বৈতরনী’ প্রকল্প চালু করেছি। আমরা অনেক সামাজিক কর্মসূচি পালন করি। আমাদের সব টাকা কেটে নিওয়ে যাচ্ছে কেন্দ্র। তবুও আমরা কৃষক ভাতা, শিল্পী ভাতা, পাট্টা সহ বিভিন্ন সুবিধা দিচ্ছি। দেনায় রাজ্যটাকে বিক্রি করে সিপিএম চলে গেছে। কেন্দ্রের সরকার, পয়সা তো দেয় না, পয়সা কেড়ে নেয়।

প্রাইমারি স্কুলের বাচ্চারা জুতো পাচ্ছে, ড্রেস পাচ্ছে, মিডডে মিল পাচ্ছে, অপুষ্টিজনিত শিশুরা খাবার জিনিস পাচ্ছে, এগুলোই তো সামাজিক কর্মসূচী।

যখন নোটবন্দি করা হল, অনেক লোক বিভিন্ন রাজ্যে কাজ করত, তাদের কাজ চলে গেল। আমাদের সরকার একমাত্র সরকার, প্রত্যেক পরিবারকে ৫০০০০ টাকা করে দিয়েছি, যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে।

আমি এখনও বলি, মোটা ভাত খাওয়াবার, মোটা কাপড় দেওয়ার ক্ষমতা আমাদের আছে। বাইরে থেকে কেউ কাজ হারিয়ে এখানে ফিরে এলে তাকে অন্তত ৫০০০০ টাকা দিয়ে ১টা চায়ের দোকান খোলানোর ক্ষমতা আমরা রাখি।

আমাদের এখানে অনেক বাইরের লোক কাজ করেন, আমরা তাদের বাইরের লোক মনে করি না, ঘরের বলে মনে করি। বাইরের ছেলেরা বাংলায় আসবে, বাংলার ছেলেরা বাইরে যাবে, এটাই তো স্বাভাবিক। বিহারের যারা এখানে থাকেন, তাদের আমরা বলতে পাড়ি না আপনারা এখান থেকে চলে যান। আমি তাদের ভালবাসি।

এক দলিত ভাই গুজরাটে গেছিল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পদ্মাবতী সিনেমা নিয়ে একজন প্রতিবাদ করেছিল, তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হল। রাজস্থানে একটি ছেলে অন্যায় কাজ করতে গেছিল, তাকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হল। কতদিন চলবে এই জিনিস?

বাংলার মাটি রবীন্দ্রনাথের মাটি, নজরুলের মাটি। আম্বেদকর, গান্ধীজীকে, বিবেকানন্দকে, মৌলনা আবুল কালাম আজাদকে আমরা সম্মান করি। বাংলার মাটিতে ভাগাভাগির খেলা হবে না। আর কেউ করতে চাইলে, বাংলার মানুষ তাকে একদম রাজনৈতিক ভাবে তাড়িয়ে দিন।

ওরা ভাবে, বাংলা কেন আমাদের বিরুদ্ধে বলে? বাংলাকে ভাতে মারো। বন্যায় কৃষকদের জমি দুবে গেছে, আসাম, বিহারকে টাকা দিয়েছে, বাংলাকে দেয়নি।

নানা রকম, দাঙ্গা, কুৎসা, অপপ্রচার, চক্রান্ত করার চেষ্টা করা হয়। আর মিথ্যে বলা হয়। আদিবাসীদের পরিবারকে হত্যা করা হয়। দলিত পরিবারকে হত্যা করা হয়। আর এখানে আদিবাসী ভাই বোনেদের কাছে গিয়ে মিথ্যে বলা হয়। ওদের কথা একদম বিশ্বাস করবেন না। ওরা ভীষণ মিথ্যে কথা বলে, অপপ্রচার করে। টাকা নিয়ে কুৎসা করে।

আগে আদিবাসীরা পিঁপড়ে খেয়ে বেঁচে থাকত। আমি ২ টাকা কিলো চাল দেওয়া শুরু করেছি। এখন মানুষ সম্মান পায়, বিনা পয়সায় চিকিৎসা পায়, ধামসা মাদল পায়, শিক্ষা পায়, সব ব্যাপারে সাহায্য করি আমরা। যারা কেন্দু পাতা তোলে, তাদের সাহায্য করি, ৬০ বছর হয়ে গেলে পেনশন দিই।

কন্যাশ্রীর মেয়েরা আগামীদিন ভারতবর্ষকে পথ দেখাবে। এরা আমাদের গর্ব। সারা পৃথিবীর কাছে কন্যাশ্রী একটা নাম। আগামী দিন সবুজ সাথী একটা নাম হবে। সবুজশ্রীও একটা নাম হবে।

আমাদের সরকার, সাধারন মানুষের, গরীব মানুষের, খেটে খাওয়া মানুষের, ক্ষেত মজুরদের, কৃষকদের পক্ষে। মহারাষ্ট্রে ১২,৬০০ কৃষক মারা গেছে না খেতে পেয়ে। আমি চাই আমাদের কৃষকরা ভালো থাকুন, তাদের ফসল নষ্ট হলে, সঙ্গে সঙ্গে আমরা তাদের সাহায্য করি। কারো কাছে তাদের হাত পাততে না হয়, কৃষকরা আমাদের গর্ব।

গত সাড়ে ৬ বছরে ৮১ লক্ষ ছেলে মেয়েদের চাকরি দিয়েছি। এক লক্ষ সিভিক ভলেন্টিয়ার নেওয়া হয়েছে। আরও নেওয়া হবে। তিন লক্ষ লোককে পাট্টা দিয়েছে আমাদের সরকার। তিন লক্ষ লোককে বাড়ি তৈরী করে দিয়েছি। আরও অনেককে আমরা করে দেব। রানিগঞ্জের মানুষকে আমরা আবেদন করব, আমরা ৪৫০০০ ফ্ল্যাট করে দিয়েছি, আরও ২৫০০০ করব।

যদি কেউ উল্টোপাল্টা বলে মিথ্যে কথা রটায়, কুৎসা রটায়, চরিত্র হনন করে, অপপ্রচার করে, দাঙ্গা লাগায়, ভয় পাবেন না, বাংলার মাটি দাঙ্গাকে, কুৎসাকে, চক্রান্তকে, ষড়যন্ত্রকে প্রশ্রয় দেয় না।

জনগণের পক্ষে আমরা ছিলাম, আছি, থাকব। মা মাটি মানুষকে, ধন্যবাদ, জিন্দাবাদ জানাই। আপনারাই সমাজের গর্ব, সমাজের ভবিষ্যৎ।

ভালো থাকুন, সুস্থ থাকুন। বড় দিনের উৎসবের অভিনন্দন জানিয়ে যাই। নতুন ধান নিয়ে নবান্ন উৎসবে গর্ববোধ করবেন। নতুন বছরে আপনাদের ঘোরে ঘোরে মঙ্গল শঙ্খ বাজুক।

We will announce a new IT Policy at BGBS 2018: Bengal CM at Infocom

Bengal Chief Minister Mamata Banerjee today attended the inaugural ceremony of Infocom 2017. She announced that the new IT Policy of the State will be unveiled at Bengal Global Business Summit, 2018.

The CM highlighted the role played by Bengal in driving the digital transformation in India. She spoke at length about e-governance initiatives of the State. Mamata Banerjee invited industrialists to invest in Bengal.

 

Highlights of Mamata Banerjee’s speech:

  • Bengal is the flag-bearer of digital transformation in India. This transformation began six years ago. Bengal has shown the way to the rest of the country, and for that has won the first prize from the Central Government.
  • E-governance and e-taxation have been started. Bengal was the first state to integrate online customisation in work related to customs, for which we have received awards. Bengal is doing a lot of work but silently, and leading the country in various aspects.
  • The previous government was not interested in implementing IT processes. On the other hand, we have been stressing on that from day one. Many companies are opening up facilities in the state; they are doing good work.
  • We have set up a IIIT in Kalyani. Other IT parks have been set up in Siliguri, Rajarhat and Sonarpur.
  • We will announce a new IT Policy at Bengal Global Business Summit, 2018, which will be held on 16-17 January, 2018.
  • Bengal is now a global destination. There is ideal condition to set up industry. Come, invest in Bengal; we will provide all necessary help. Bengal is a digital platform.
  • Bengal is the destination for investment in the future. Economically, geographically, politically – in all aspects – Bengal is stable.
  • We are proud of our youths. They are very talented. The youth are our driving force. Bengal’s talent is famous worldwide.
  • We have doubled our revenue income in six years. 80 lakh mandays were lost due to bandhs in the past; now the number is zero. We do not support bandhs.
  • Bengal is ahead of the national average in terms of GDP growth, agricultural growth, industrial growth. We have created 81 lakh employment in six years.
  • Our actions speak louder than words. We believe in doing rather than making empty promises.

 

 

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ঘোষণা হবে বাংলার নুতুন আই টি পলিসিঃ মুখ্যমন্ত্রী

 

আজ ইনফোকম -২০১৭ র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ঘোষণা হবে বাংলার নুতুন আই টি পলিসি (তথ্যপ্রযুক্তি নীতি) ঘোষিত হবে।

এদিন শিল্পপতিদের বাংলায় বিনিয়োগের আহ্বান জানান মুখ্যমন্ত্রী।

 

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

  • ডিজিটাল ট্রান্সফরমেশনের পথিকৃৎ বাংলা। ৬ বছর আগে বাংলায় এই প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাই সকলকে পথ দেখিয়েছে এবং ডিজিটাল ট্রান্সফরমেশনে বাংলা ভারতের মধ্যে প্রথম পুরস্কার পেয়েছে।
  • ই–গভর্ন্যান্স, ই-ট্যাক্সেশন প্রক্রিয়া চালু হয়েছে। আবগারি দপ্তরও আমাদের পুরস্কার দিয়েছে। সারা ভারতবর্ষে বাংলা একমাত্র রাজ্য যারা প্রথম এই প্রক্রিয়া শুরু করে। বাংলা নীরবে কাজ করে যাচ্ছে। বাংলাই দেশকে পথ দেখিয়েছে।
  • আগের সরকার এই বিষয়ে উৎসাহী ছিল না। কিন্তু আমরা আসার পর এই নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছি। বিভিন্ন শিল্প সংস্থা রাজ্যে একের পর এক ভালো কাজ করে যাচ্ছে।
  • আমরা কল্যাণীতে ট্রিপল আই টি চালু করেছি। এছাড়া শিলিগুড়ি, বর্ধমান, রাজারহাট, সোনারপুরে আই টি সেক্টর রয়েছে।
  • আগামী জানুয়ারি মাসের ১৬-১৭ তারিখে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে, আমরা সিদ্ধান্ত নিয়েছি সেখানে আমরা নতুন আই টি পলিসি ঘোষণা করব।
  • বাংলা এখন শিল্পের গন্তব্যস্থল। বাংলায় শিল্পের অনুকূল পরিবেশ রয়েছে। আসুন বাংলায় বিনিয়োগ করুন, আমরা আপনাদের সব রকম সহযোগিতা করব। বাংলা একটি ডিজিটাল প্ল্যাটফর্ম।
  • বাংলাই ভবিষ্যতে বিনিয়োগের ঠিকানা। অর্থনৈতিক, ভৌগোলিক, রাজনৈতিক সব দিক থেকে বাংলা স্টেবল।
  • আমরা আমাদের যুব সপ্রদায়ের জন্য গর্বিত, তারা খুবই মেধাবী এবং তারাই আমাদের শক্তি। বাংলার প্রতিভা সারা বিশ্বে স্বীকৃত।
  • ৬ বছরে আমাদের রাজ্যস্ব দ্বিগুন বৃদ্ধি পেয়েছে। আগে ৮০ লক্ষ শ্রম দিবস নষ্ট হতো এখন সেই সংখ্যা শূন্য । আমরা বনধ সমর্থন করি না।
  • ভারতের তুলনায় বাংলার জি ডি পি গ্রোথ অনেক ভালো, আর্থিক বৃদ্ধি দ্বিগুন হয়েছে। এছাড়া কৃষি, শিল্প সবেতেই বৃদ্ধি বেশ ভালো হয়েছে। এই ৬ বছরে ৮১ লক্ষ কর্মসংস্থান হয়েছে।
  • আমরা অনেক কাজ করছি। আমি কথায় নয়, কাজে বিশ্বাস করি।