PhD and MPhil scholars to get monthly stipend from the State Govt

The Bengal Government has decided to start a monthly stipend for PhD and MPhil scholars for the full duration of the period of their research work in the various State Government institutions. The stipend is meant for those who have not qualified for the Central Government’s NET Research Fellowship.

This is yet another step by Chief Minister Mamata Banerjee to make Bengal a major centre of academic research. The grant would be given as a part of the Swami Vivekananda Merit-cum-Means Scholarship Scheme.

MPhil scholars would get Rs 5,000 per month for a period of two years while PhD scholars would get Rs 8,000 per month for a period of two years. The amount would be directly debited into the bank accounts of the scholars by the Higher Education Department.

Further information about the scheme would be available on the website of the Bengal Higher Education Department.

 

 

উচ্চশিক্ষায় গবেষকদের মাসিক ভাতা দেবে রাজ্য সরকার

পশ্চিমবঙ্গকে উচ্চশিক্ষার প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তুলতে নতুন পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে পূর্ণ সময়ের জন্য এমফিল এবং পইএইচডি স্কলারদের আর্থিক সাহায্য করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষায় গবেষণাকে উৎসাহ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস্‌ স্কলারশিপ স্কীমের অধীনে দেওয়া হবে এই আর্থিক সাহায্য।

পূর্ণ সময়ের গবেষকদের বিজ্ঞান, হিউম্যানিটিস ও সোশ্যাল সায়েন্সে আর্থিক সাহায্য প্রদাণ করবে রাজ্য সরকার। সরকারি-পোষিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে গবেষণা করলেই মিলবে এই স্কলারশিপ পাওয়ার সুযোগ।

নেট রিসার্চ ফেলোশিপ-এ অনুত্তীর্ণ এমফিল এবং পিএইচডি স্কলারদের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এমফিল স্কলারদের জন্য প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে। অন্যদিকে পিএইচডি স্কলাররা পাবেন মাসিক আট হাজার টাকা ভাতা। দুই ক্ষেত্রেই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। পিইএইচডি স্কলারদের জন্য সেই সময়সীমা চার বছর এবং এমফিল স্কলারদের জন্য দুই বছর।

State Govt creates low-voltage map to better serve remote parts of Bengal

The State Government has created a ‘low-voltage map’ to better serve the remote parts of the State.

Bengal is on the threshold of achieving 100 per cent electrification of the State. The only roadblock towards achieving that is the low voltage prevalent in some remote parts of the State.

One of the reasons for this is the fact that a electric cables need to be drawn over long distances from power stations due to a lack of adequate number of transformers to distribute the power.

The low-voltage map that the Government has prepared hinges on six major points. They are as follows:

  • Setting up 175 substations
  • Increasing the distributing power of old substations
  • Setting up new feeder stations
  • Replacing thinner cables with thicker high-tension cables over a total distance of 32,000 km
  • Setting up 30,000 transformers
  • Separating electric lines on the basis of household use and farm use

The detailed project report (DPR) regarding this has already been sent to Chief Minister Mamata Banerjee by the State Power Department, and implementation is to begin soon.

 

প্রত্যন্ত অঞ্চলে আরও ভালো পরিষেবা দিতে তৈরী হল লো-ভোল্টেজ ম্যাপ

প্রত্যন্ত অঞ্চলে আরও ভালো পরিষেবা দিতে রাজ্য সরকার তৈরি করলেন লো-ভোল্টেজ ম্যাপ।বাংলা ১০০ শতাংশ বিদ্যুতিকরনের প্রায় শেষ পর্যায়ে। সেই পথে একমাত্র বাধা হল আজও রাজ্যের কিছু প্রত্যন্ত অঞ্চলে থেকে গেছে লো-ভোল্টেজের সমস্যা।

এর প্রধান কারণ হল সাধারণত বহুদুরের বিদ্যুৎ কেন্দ্র থেকে তারের মাধ্যমে এই বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়, যেখানে পর্যাপ্ত পরিমানে ট্রান্সফরমারের অভাব আছে।

লো-ভোল্টেজ ম্যাপে যে ৬টি বিষয় উঠে এসেছে, সেগুলি হলঃ-

  • ১৭৫টি নতুন সাবস্টেশন তৈরী করা
  • পুরনো সাবস্টেশনগুলির বিতরনের ক্ষমতা বাড়ানো
  • নতুন ফিডার স্টেশন তৈরি করা
  • ৩২,০০০ কিঃ মিঃ অঞ্চলে সরু তার বদলে মোটা হাই টেনশন তার লাগানো
  • ৩০,০০০ ট্রান্সফরমার বসানো
  • গৃহস্থালির ও শিল্পের বিদ্যুতের লাইন আলাদা করা

 

বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে ইতিমধ্যেই ডিপিআর মুখ্যমন্ত্রীকে পাঠানো হয়েছে, এই প্রকল্পের কাজ শীঘ্রই শুরু হবে।

 

 

 

I will stop at all costs efforts to divide the State in the name of religion: Mamata Banerjee

“A lot of politics is happening in the name of religion. But you all know that Didi is partial to no religion. You all remain as you are” – this was the message given by Chief Minister Mamata Banerjee at the Iftaar party organised by Kolkata Municipal Corporation.

A few hours earlier, at a public melting after the administrative review meeting in Bhangar, she had said, “Just like Eid, there is Rath Yatra coming up. Celebrate both in an atmosphere of peace and unity”. Commenting on the killings of Dalits in Uttar Pradesh, she said, “Some people are trying to set up a riot between Hindus and Muslims”.

“Many people ask me why I attend Ramzan celebrations. My answer is, why not? I participate in Hindu festivals too. As long as I am alive, I will go wherever I please”.

She further said, “Hindus, Muslims, Sikhs, Christians, we all love to stay together. This is our India. We do not want riots. We do not support riots”.

 

রাজনীতির স্বার্থে ধর্মের নামে চক্রান্ত মেনে নেব নাঃ মুখ্যমন্ত্রী

“অনেকে ধর্ম নিয়ে রাজনীতি করছে। কিন্তু আপনারা জেনে রাখুন দিদি প্রত্যেক ধর্মের সঙ্গে রয়েছে। আপনারা সবাই নিজের মত থাকুন”। সোমবার কলকাতা পুরসভার দাওয়াত এ ইফতার এ অংশ নিয়ে সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন ভাঙড়ে প্রশাসনিক বৈঠক করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সামনেই যেমন খুশির ঈদ রয়েছে তেমনই রয়েছে রথযাত্রা। ফলে সকলে মিলে শান্তিপূর্ণ ভাবে সম্প্রীতির পরিবেশের মধ্য দিয়ে তা পালন করুন”। উত্তরপ্রদেশের দলিত হত্যার নিন্দা করে মুখ্যমন্ত্রী বলেন, “এখন হিন্দু-হিন্দুতে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে কিছু মানুষ”।

“অনেকে আমায় প্রশ্ন করেন কেন মুসলিমদের রমজানে যাই। কেন যাব না? হিন্দুদের অনুষ্ঠানে যাই। যত বছর বাঁচব, আমার যেখানে যাওয়ার সেখানেই যাব। কেউ আমায় আটকাতে পারবে না”।

তিনি আর বলেন, “হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান আমরা সবাই একসঙ্গে থাকতে ভালোবাসি। এটাই আমাদের ভারতবর্ষ। লড়াই, দাঙ্গা আমার পছন্দ নয়, আমি এসব সমর্থন করি না”।

 

 

Bengal Govt plans to install water ATMs in district-level hospitals

After the city’s medical colleges, under another project of the Bengal Health Department, water ATMs are going to be installed in the district-level hospitals in the State. The project will immensely benefit a large number of people who visit the out-patient departments (OPDs) of these hospitals. The project will be implemented by the Public Health Engineering (PHE) Department.

Especially during the hot summers, there is a crisis of water in many hospitals in the districts. The project would be implemented in phases.

In the first phase, water ATMs will be installed in various district hospitals where there is a crisis of purified drinking water. As per the plan, the sub-divisional hospitals and the block-level hospitals will also get these machines.

Chief Minister Mamata Banerjee, who is also in charge of the Health Department, had instructed the senior officials of the department to solve the drinking water crisis at various State-run hospitals, following which a survey was conducted. The present scheme is a result of that survey.

 

জেলা হাসপাতালগুলিতে জলের এটিএম মেশিন বসানোর পরিকল্পনা রাজ্য সরকারের

শহরের মেডিক্যাল কলেজগুলোয় জলের এটিএম মেশিন বসানোর পর রাজ্য স্বাস্থ্য দপ্তর পরিকল্পনা নিয়েছে জেলা হাসপাতালগুলিতে জলের এটিএম মেশিন বসানোর।

এই প্রকল্পে উপকৃত হবেন বহু মানুষ যারা জেলা হাসপাতালের ওপিডি তে আসেন। এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্তে আছে জন স্বাস্থ্য কারিগরি দপ্তর।

বিশেষত গ্রীষ্মকালে জেলার বহু হাসপাতালে জলাভাব দেখা দেয়। এই পুরো প্রকল্পটি কয়েকটি পর্যায়ে সম্পন্ন করা হবে। প্রথম পর্যায়ে জলের এটিএম মেশিন বসানো হবে সেই সমস্ত জেলায় যেখানে হাসপাতালে বিশুদ্ধ পানীয় জলের অভাব আছে। পরিকল্পনা অনুসারে মহকুমার হাসপাতাল ও ব্লক স্তরের হাসপাতাল গুলিও এই মেশিন পাবে।

মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য দপ্তরের সকল উচ্চ আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন, রাজ্য সরকার পরিচালিত সকল হাসপাতালে জলের সমস্যা দূর করতে। যার ফলস্বরূপ সকল হাসপাতালের জলের সমস্যার ওপর একটি সমীক্ষা করা হয় ও বর্তমানে এই প্রকল্প গ্রহণ করা হয়।

 

Bengal Govt to grant scholarships to poor, meritorious students

Chief Minister Mamata Banerjee has always encouraged students to go for better education. To ensure that various scholarship schemes are available for various categories of students across the State.

Now the State Government is set to start another scholarship scheme for poor, meritorious students. Under this scheme, Rs 10,000 is going to be given to such students.

The criteria with respect to marks are above 65 per cent for Madhyamik and above 60 per cent for Higher Secondary.

The list is being prepared from data collected from the various districts as well as from the reports on such students published in various newspapers.

On June 13, Mamata Banerjee had felicitated toppers of all boards – Madhyamik, Higher Secondary, ICSE, ISC, CBSE – as well as of the Joint Entrance Examination at a function at Uttirna Mukta Mancha in Alipore, Kolkata.

 

গরিব মেধাবীদের আর্থিক সাহায্য দেবে রাজ্য সরকার

মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকসহ বিভিন্ন পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনার রেওয়াজ শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার গরিব অথচ মেধাবী ছাত্রছাত্রীদের পাশেও দাঁড়াচ্ছে রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গরিব কিন্তু মেধাবী ছাত্রছাত্রীদেরও আর্থিকভাবে সাহায্য করা হবে। তার জন্য তালিকা তৈরির কাজ শুরু হয়েছে।

সিদ্ধান্ত হয়েছে, গরিব পরিবারের প্রত্যেক মেধাবী ছাত্রছাত্রীকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। সেই টাকায় ছাত্রছাত্রীদের পড়াশুনায় অনেক সুবিধা হবে। দরিদ্র পরিবারের যেসব ছেলেমেয়ে মাধ্যমিক পরীক্ষায় ৬৫ শতাংশের বেশি এবং উচ্চ মাধ্যমিকে ৬০ শতাংশের বেশি নম্বর পাবেন, তাঁরাই ওই টাকা পাবেন।

মমতা বন্দ্যোপাধ্যায় চান, পয়সার অভাবে যেন কারও পড়াশুনা বন্ধ না হয়। সে কারণেই স্বামী বিবেকানন্দের নামে স্কলারশিপ চালু করেছেন মুখ্যমন্ত্রী।

সেই স্কলারশিপ পাওয়ার জন্য ছাত্রছাত্রীরা আবেদন জমা দেয়। যার জন্য নবান্নে লাইনও পড়ে যায়। সেই স্কলারশিপের টাকা সরাসরি ছাত্রছাত্রীদের কাছে চলে যায়। মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী প্রকল্প চালু করেছেন। যে প্রকল্প শুধু দেশ নয়, বিশ্বের দরবারেও প্রশংসিত হয়েছে। যার জেরে রাষ্ট্রসংঘের পাবলিক সার্ভিস ডে’তে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

যেসব গরিব পরিবারের ছেলেমেয়েরা খুব ভালো ফল করেছে তাঁদের আর্থিক সাহায্য করার জন্য এগিয়ে এসেছে সরকার। এই ধরনের ক্ষেত্রে সাহায্য দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর সচিবালয়ে আলাদা টিম রয়েছে। গত ছ’বছরে বহু ছাত্রছাত্রী ও রোগী মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সাহায্য পেয়েছে।

 

 

 

We are all proud of our youth and students: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee today felicitated the students who have fared well in the various board examinations at a function at Uttirna Mukta Mancha in Alipore, Kolkata.

Students who have passed their class 10 and class 12 students were felicitated, comprising the boards of Madhyamik, Higher Secondary, ICSE, ISC and CBSE. WBJEE star performers were also awarded.

On the occasion, the Chief Minister gave a speech, whose salient points are given below.

  • Students of ICSE and CBSE will be included in the purview of Swami Vivekananda Scholarship.
  • We have distributed 40 lakh Sabuj Sathi bicycles.
  • 40 lakh girls are registered under the Kanyashree Scheme.
  • We have set up 16 universities and 7 medical colleges.
  • 4.5 lakh seats have been created in the higher education sector.
  • We have published a book called Bengal Excels.
  • You will have careers, travel to foreign lands. But never forget your roots, your motherland.
  • Talents from Bengal are respected worldwide. We are all proud of our youths and students.
  • Bengal is number one in terms of talent and merit. We are top of the top.
  • Bankura has a lot of talent. That is why we have set up a university there.

 

 

দশম, দ্বাদশ ও জয়েন্ট এন্ট্রান্সে কৃতিদের সম্বর্ধনা জানালেন মুখ্যমন্ত্রী

যেকোনো ক্ষেত্রে কৃতি ও গুণীদের কদর করতে সবসময় তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের রাজ্য সরকার। সে কৃষকদের কৃষি রত্ন প্রদান করাই হোক বা বিভিন্ন ক্ষেত্রে গুণীদের বঙ্গভূষণ বা বঙ্গবিভূষণ প্রদানই হোক।

রাজ্য সরকারের স্কুল শিক্ষা দপ্তরের আয়োজনে আজ কলকাতার আলিপুরে উত্তীর্ণ মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হল সম্মাননা প্রদান অনুষ্ঠান। ২০১৭ সালের দশম ও দ্বাদশ শ্রেণির মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, আইসিএসই, আইএসসি, সিবিএসই এবং ডব্লুবিজেইই পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্র ছাত্রীদের সম্মাননা প্রদান করা হয়। এই সম্মাননা প্রদান করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তাঁর বক্তব্যের বিশেষ কিছু অংশঃ

  • ICSE ও CBSE ছাত্র ছাত্রীদের স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপের আওতায় আনা হবে।
  • আমরা ৪০ লক্ষ সবুজ সাথী সাইকেল দিয়েছি। ৪০ লক্ষ মেয়েদের কন্যাশ্রীর আওতায় আনা হয়েছে।
  • গত ৬ বছরে ১৬ টি বিশ্ববিদ্যালয়, ৭ টি মেডিকেল কলেজ তৈরী করেছি আমরা।
  • উচ্চশিক্ষার ক্ষেত্রে আমরা নতুন ৪.৫ লক্ষ আসন তৈরী করেছি।
  • Bengal Excels নামে একটি নতুন বই পাবলিশ করা হয়েছে।
  • অনেকে হয়তো পড়ার জন্য বিদেশে যাবে, বাংলা থেকেই তোমরা সমগ্র বিশ্বকে কন্ট্রোল করতে পারবে।
  • একদিন বাংলার কাছে সকলে ছুটে আসবে, বাংলার প্রতিভার এতটাই জোর। আমাদের ছাতছাত্রীরাই আমাদের গর্ব।
  • মেধা ও উৎকর্ষে বাংলা এক নম্বর। আমরা top of the top।
  • বাঁকুড়ার ছেলেমেয়েরা খুব মেধাবী। আমরা তাই বাঁকুড়ায় একটি বিশ্ববিদ্যালয় তৈরী করে দিয়েছি।

 

 

India’s largest e-blood bank coming up in New Town

India’s largest e-blood bank is coming up in New Town, on the outskirts of Kolkata. This would be another state-of-the-art infrastructural addition to New Town, one of the designated smart cities by the Bengal Government.

The idea behind an e-blood bank is that any person would be able to get detailed information on the availability and types of blood through the internet. This would be a big boon for the people of not only New Town, but across the State.

The project, coming up on 3 acres, is going to be executed by the State Health Department. The blood bank would be located beside Tata Medical Centre.

 

নিউ টাউনে তৈরী হবে দেশের বৃহত্তম ই-ব্লাড ব্যাঙ্ক

দেশের বৃহত্তম ই-ব্লাড ব্যাঙ্ক তৈরী হবে কলকাতার নিউ টাউনে। প্রায় ৩ একর জমিতে তৈরী হবে এই ব্লাড ব্যাঙ্ক। টাটা মেডিকেল সেন্টারের পাশে হবে এই ব্লাড ব্যাঙ্ক।

এই ব্লাড ব্যাঙ্ক গড়ে তোলা হলে যে কোন মানুষ ইন্টারনেটের মাধ্যমেই ঘরে বসে দেখে নিতে পারবেন ওই ব্লাড ব্যাঙ্কে তার প্রয়োজনীয় রক্ত পাওয়া যাবে কিনা।

আগামী দিনে এই ব্লাড ব্যাঙ্কের চাহিদা নিউ টাউন তথা সারা রাজ্যের মানুষের কাছে অনেকটা বেড়ে যাবে।

 

 

 

Bengal CM inaugurates construction of 18,000 rural roads from Bhangor

Bengal Chief Minister Mamata Banerjee inaugurated the construction of 18,000 rural roads covering 25000 km across the State from Bhangar in South 24 Parganas today. The Bengal CM had earlier announced this at the administrative review meeting of South 24 Parganas held in Pailan last Friday.

The Chief Minister also inaugurated a host of developmental projects like State Government offices, bridges, parks, hostels, irrigation projects, etc. and State Government services like Kanyashree, Sikshashree, Sabujshree, Sabujsathi, Khadyasathi and Swasthyasathi. She laid the foundation stones of numerous projects.

Another important announcement by the Chief Minister would be the declaration of South 24 Parganas as an open defecation-free (ODF) district.This is the sixth district in Bengal to be declared an ODF district. Nadia was India’s first district to be declared as such. Since then, four other districts have joined the list – North 24 Parganas, Hooghly, Purba Medinipur and Cooch Behar.

The State Government has decided to construct toilets in all rural homes in the state by 2019.

This declaration is another step in the campaign to make Bengal free from open defecation – Mission Nirmal Bangla. Mission Nirmal Bangla has been one of the pet projects of Mamata Banerjee, another endeavour towards making Bengal stand out in the world. Stopping defecation in the open is one of the essential aspects of a clean, healthy environment.

To celebrate the achievements of the project, April 30 is celebrated as Nirmal Bangla Dibas (Nirmal Bangla Day) in Bengal – the date in 2015 when the Chief Minister declared Nadia the country’s first ODF district.

 

Excerpts of her speech:

  • We have inaugurated 18000 km of roads today across every block in Bengal
  • Today I am in Bhangor. Last time, we launched 10000 km of rural road. I was present in Jangalmahal then
  • We are setting up a medical college in Bhangor
  • South 24 Parganas has been declared OFD today. This is the 6th district to be declared ODF in Bengal
  • We are the only State in to waive off any tax on agricultural land
  • Our Govt is always with the farmers. We give away Krishi Ratna awards
  • Bengal has received Krishi Karman awards five years in a row. Credit goes to farmers
  • Rath Yatra is approaching. Eid is around the corner. I extend my greetings
  • All communities, castes and creed are our family. Unity is harmony. We are all one

 

আজ ভাঙড়ে ১৮ হাজার কিলোমিটার রাস্তার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আজ ভাঙড়ে রাজ্য জুড়ে ১৮০০০ কিলোমিটার নতুন রাস্তার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাস্তা উদ্বোধনের পাশাপাশি পুলিশের জনসংযোগ বাড়াতে প্রীতি ম্যাচের পুরস্কার বিতরণ করেন মুখ্যমন্ত্রী। সুন্দরবন কাপ ও সম্প্রীতি কাপ পুরস্কার তুলে দেন।

এর পাশাপাশি মুখ্যমন্ত্রী দক্ষিণ ২৪ পরগণাকে নির্মল জেলা হিসেবেও ঘোষণা করেন। এই জেলা নিয়ে রাজ্যের ষষ্ঠ জেলা নির্মল জেলা হিসেবে ঘোষিত হল। পশ্চিমবঙ্গের নদীয়া জেলা ছিল দেশের প্রথম নির্মল জেলা। এর পর আরও চারটি জেলা ঘোষিত হয় নির্মল জেলা হিসেবে উত্তর ২৪ পরগণা, হুগলী, পূর্ব মেদিনীপুর ও কোচবিহার।

রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে ২০১৯ সালের মধ্যে রাজ্যের সমস্ত গ্রামে শৌচালয় নির্মাণ করার। নির্মল বাংলা করার লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্রকল্পটিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত মস্তিষ্ক প্রসূত। এই প্রকল্পের মাধ্যমে তিনি বাংলাকে তুলে ধরতে চান বিশ্বের দরবারে। পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর আবহাওয়ার জন্য উন্মুক্ত শৌচকর্ম পরিপন্থী।

এই সাফল্য উদযাপনের জন্য প্রতি বছর রাজ্যে ৩০শে এপ্রিল নির্মল বাংলা দিবস পালন করা হয়-২০১৫ সালের যেদিন মুখ্যমন্ত্রী নদীয়া জেলাকে দেশের প্রথম নির্মল জেলা হিসেবে ঘোষণা করেছিলেন।

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ

  • আজকের দিনটি ঐতিহাসিক দিন, আজ বাংলার ব্লকে ব্লকে ১৮০০০ কিমি রাস্তা উদ্বোধন করা হল
  • আজ আমি ভাঙড়ে। গতবার আমরা রাজ্যজুড়ে ১০০০০ কিমি রাস্তা উদ্বোধন করেছিলাম। আমি জঙ্গলমহলে ছিলাম
  • ভাঙড়ে আমরা একটি মেডিকেল কলেজ তৈরী করছি
  • আজ দক্ষিণ ২৪ পরগনা জেলাকে নির্মল জেলা ঘোষণা করা হল। এটি রাজ্যের ষষ্ঠ নির্মল জেলা
  • কৃষিজমির ওপর ঋণ মুকুব করে দিয়েছে রাজ্য সরকার
  • আমাদের সরকার কৃষকদের যথাসাধ্য সাহায্য করে, আমরা কৃষকদের কৃষি রত্ন পুরস্কার দিই
  • পরপর ৫ বার কৃষি কর্মণ পুরস্কার পেয়েছে রাজ্য, এর কৃতিত্ব কৃষকদের
  • সামনেই রথ যাত্রা। ঈদও আসছে। সবাইকে শুভেচ্ছা জানাই
  • সব জাতি, সব সম্প্রদায়ের মানুষ এক বিরাট পরিবার। একতাই সম্প্ৰীতি

 

 

 

The law will take its own course: Mamata Banerjee in Darjeeling

Chief Minister Mamata Banerjee spoke to the media today at Uttarkanya, the secretariat for North Bengal in Siliguri.

She reiterated that peace has returned to the Hills, and said, “Let the Hills people be happy”.

About bringing the situation in Darjeeling under control, Mamata Banerjee said, “The law will take its own course”.

Heeding a long-standing demand of transporters and tourists, the Chief Minister said, the State Government has decided to allow cars registered in Darjeeling to be driven to the other districts in North Bengal, which was not the case till now

She said, for the sake of the stranded tourists, “we are continuing with the free bus services from Darjeeling for another 24 hours”.

Since tourism is the main industry in the Hills, it should never be affected by any untoward incidents, she said. “Trade, commerce and tourism need to be strengthened”

She reassured everyone that “I am continuing to monitor the situation from here”.

She said, “Bandh has been declared illegal by the court. Only those who can’t do anything else take recourse to bandhs; it is simply harassment of the people. Hope they realise their mistakes”. Later, on the same topic, she said, “We are not in favour of bandhs; during CPI(M) rule, 78 lakh man-days were lost”. Further, “We will declare the bandh called on June 13 by the tea workers illegal”.

About dealing with the situation through negotiations, Mamata Banerjee said, “There have been enough compromises; enough is enough. Compromise can happen for the sake of living a peaceful life, for the sake of negotiations. But compromise can’t happen when threatened with bombs and lathis”.

“We will bring complete peace and normalcy. In politics, you have to take the people along with you, not deceive them”. “There may be a few bad apples, but most are good”.

About the GTA elections, she said, “GTA elections can be held any time now; the new Board has to take oath before August 2. What work has been done during the last five years, the people will give their opinion on them”.

She reiterated, “I love the Hills, so I will come here again and again, whatever anyone says”; the reason also being that she has to “think about the whole State”. “I come to the Hills every month to know the situation first-hand, which never happened before”.

She said, “The CPI(M), Congress and BJP are doing negative politics”.

About the tea gardens, she criticised the BJP, saying, “Before the elections, the BJP had said the Centre would take over seven tea gardens, but even after one year, nothing has been done”.

On the other hand, she said, “Our Government has provided a lot of benefits to the tea gardens. We have helped the tea workers by giving them three months’ wages, rice at Rs 2 per kg and mobile ambulances. What we have done for the tea gardens, none had done before us”.

She warned that “if the tea industry closes down due to politics of hate, the CPI(M), Congress and BJP have to take responsibility. The State Government wants to negotiate while keeping the tea gardens working open”.

“I am in favour of trade unions in general, not for any particular union”.

About the army’s presence in Darjeeling, she said, “How long the Army stays, the administration will decide”

She also announced the dates of a few administrative review meetings – “for Bardhaman on June 30 and for Medinipur, on July 2 or 3”

 

 

আইন আইনের মতো চলবেঃ মমতা বন্দ্যোপাধ্যায়

শিলিগুড়ির উত্তরকন্যায় সাংবাদিকদের মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সকলকে আশ্বস্ত করে বলেন, আমরা বারবার বলছি, পাহাড়ে শান্তি ফিরে এসছে, পাহাড় শান্ত থাকুক, ভালো থাকুক। যারা দোষ করেছে, তারা শাস্তি পাবে। আইন আইনের মতো চলবে, প্রশাসন প্রশাসনের কর্তব্য পালন করবে।

আটকে পড়া পর্যটকদের ব্যাপারে তিনি বলেন, যেহেতু অনেক রাস আছে, আগামী ২৪ ঘন্টা আরও ফ্রি বাস সার্ভিস থাকবে।

দার্জিলিঙের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আজ ওখানের এসপি চেঞ্জ হয়েছে, অখিলেশ চতুর্বেদীকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি রওনা হয়েছেন। এ ছাড়া হাইয়ার অফিসিয়াল জাভেদ শামিম, অজয় নন্দা ও সিদ্ধিনাথ গুপ্তা ওখানেই দায়িত্বে আছেন। বরুন রায়কে অ্যাডিশানাল চার্জ দিয়ে জিটিএ’র দায়িত্ব দেওয়া হয়েছে। আমি এখান থেকে পরিস্থিতির ওপর নজর রাখছি। সেনা কতদিন মোতায়েন থাকবে, তা প্রশাসন সিদ্ধান্ত নেবে।

উন্নয়নের স্বার্থে ও পাহাড়বাসি ও পর্যটক, পর্যটন শিল্পে যুক্ত মানুষদের সুবিধার্থে তিনি বলেন, বাম আমলের জারি করা বিধি নিষেধ ছিল, ওখানকার ট্রান্সপোর্টার ও পর্যটকদের দীর্ঘদিনের অভিযোগ মেনে ওখানকার গাড়ি সব জায়গায় যাওয়ার আনুমাতি দেওয়া হলো।

পাহাড়বাসির উদ্দেশ্যে তিনি বলেন, ট্যুরিসম একটি বড় শিল্প, পাহাড়ে ট্যুরিসম মূল শিল্প। ট্রেড, কমার্স, ট্যুরিসম এই জায়গাটাকে আমাদের আরও শক্তিশালী করতে হবে। কয়েকজন খারাপ হতে পারে, কিন্তু, ভালো মানুষের ওপর ভরসা রাখতে হবে।

বিচ্ছিন্নতাবাদীদের ব্যাপারে বলেন, নিজে কিছু করতে পারছি না বলে, বার বার বনধ ডেকে মানুষের ক্ষতি করব, এটা ঠিক নয়। আশা করি শুভ বুদ্ধির উদয় হবে। কম্প্রোমাইসের ধাক্কা খেতে খেতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। কম্প্রোমাইস হয় শান্তির স্বার্থে, নেগসিয়েসানের স্বার্থে, ভালো থাকার স্বার্থে। কিন্তু, কম্প্রোমাইস সবসময় হয় না, কম্প্রোমাইস কখনও বোমা দিয়ে লাঠি দিয়ে হয় না। সম্পূর্ণ শান্তি রক্ষা করেই আমরা সবাই চলব। রাজনীতিতে মানুষকে ভুল বুঝিয়ে নয়, মানুষকে সাথে নিয়ে চলতে হয়। ওরা ব্লক নিয়ে চিন্তা করে, আমি পুরো বাংলা নিয়ে চিন্তা করি। আমি পাহাড়ে রোজ যাব, পাহাড়কে আমি খুব ভালবাসি, পাহাড়ে আমরা সিএমও-ও করছি। পাহাড়ও আমার প্রিয়, জঙ্গলও প্রিয়, পুরো বাংলাই আমার প্রিয়। পাহাড়ে আমি প্রতি মাসে আসি, তাতে অনেকের রাগ, আগে কেউ যেত না, লুটেপুটে খেত।

জিটিএ নির্বাচন নিয়ে তিনি বলেন, ৫বছরে কি কাজ করেছে, এটা জনতা ঠিক করবে। ২রা অগস্ট-এর মধ্যে নতুন বোর্ডকে শপথ নিতে হবে, তার আগে নির্বাচন হয়ে যাবে। পাহাড় হাস্তে রহে, পাহাড় মে শান্তি রহে।

অন্যান্য রাজনৈতিক দল যারা পরোক্ষ ভাবে পাহাড়কে অশান্ত করতে চাইছে, তাদের ব্যাপারে বলেন, সিপিএম কংগ্রেস বিজেপি নোংরা রাজনীতি করছে। ইলেকশনের আগে বিজেপি বলেছিল সাতটা চা বাগান অধিগ্রহণ করবে, এক বছর হয়ে গেছে, একটাও করেনি। নোংরা রাজনীতিতে চা শিল্প বন্ধ হলে তার দায়িত্ব সিপিএম, কংগ্রেস, বিজেপিকে নিতে হবে। যদি চা বাগান বন্ধ হয়ে যায়, চা বাগান শ্রমিকরা ছেড়ে কথা বলবে না।

চা শিল্পের ব্যাপারে বলেন, আমরা চা শিল্পে সাহায্য করছি, তারা তিন মাসে টাকা পায়, দু’টাকা কিলো চাল পায়, মোবাইল আম্বুলেন্স দিয়ি। এই সরকার অনেক সুবিধে বাড়িয়েছে। আমরা চা বাগানের জন্য যা করেছি, কেউ এর আগে করেনি।

আগামী ১৩ তারিখের বন্ধের ব্যাপারে বলেন, সরকার বন্ধের পক্ষে নয়, খোলা রেখে আলোচনা করতে পারে। সিপিএম আমলে ৭৮ লক্ষ ম্যানডেজ নষ্ট হয়েছে। আমরা ১৩তারিখের বনধকে সাপোর্ট করব না ও বেআইনি ঘোষণা করব। হাই কোর্টও বনধকে বেআইনি ঘোষণা করেছেন।

তবে ট্রেড ইউনিয়নগুলিকে আশ্বস্ত করে বলেন, আমি ট্রেড ইউনিওনের পক্ষে কিন্তু কাউর একার ট্রেডের পক্ষে না। আমি ক্ষমতায় আছি বলেই নিজেকে সুপারপাওয়ার ভাবা উচিত না।

বৈঠকের শেষে তিনি ঘোষণা করেন, বর্ধমানে প্রশাসনিক বৈঠক হবে ৩০সে জুন, মেদিনীপুরে হবে ২রা বা ৩রা জুলাই।

 

What happened in Darjeeling yesterday is so abhorrent that it cannot be described in words: Bengal CM

Chief Minister Mamata Banerjee today interacted with the media in Darjeeling, in the aftermath of the senselessly violent protests in Darjeeling yesterday.

Mamata Banerjee told the press that the bandh has not had much effect in the Government offices. Attendance in the SDO and BDO offices in Kalimpong, Kurseong, Darjeeling and Mirik were 98-99 per cent.

She said, “Some shops are closed because of fears of damages being caused by miscreants”; however, “the situation is under control and it’s peaceful now” and wished “the people of the Hills remain happy and peaceful”.

Many tourists are still enjoying here the sights of Darjeeling

She loathed the incidents that happened yesterday: “What happened in Darjeeling yesterday is so abhorrent that it cannot be described in words. One can only stage such protests during the prime tourist season if one is bereft of good ideas”. Yesterday, for one-and-a-half to two hours, there was senseless destruction; the protesters had illegally accumulated arms and stones.

This year more than a lakh tourists have come to Darjeeling – both from other States and other countries. The Chief Minister said, “The protesters don’t realise that if anything happens to a foreign tourist, it is India that would get a bad name”.

For this reason, people are very angry with such protests, she said.

Tourism is the mainstay here. “Without tourism, there would be no income for the people, and without vehicles (many of which were burnt down), no trade or tourism”.

“Those who are doing this cannot do anything themselves, so create trouble whenever elections come every five years”. She said that the real reason for the protests was “the loss suffered by GJM in the recent municipal polls”, and that “Bengali being made a compulsory subject in schools was a complete non-issue”.

Mamata Banerjee said that all arrangement have been made to help stranded tourists. The State Government has set up a helpline for tourists as well as for others. It has arranged, at its own cost, special AC buses and Tata Sumos for transporting tourists back. The Government has also requested the Railways to provide additional trains and additional coaches. Airlines have also been requested to provide additional flights since many tourists are stranded in Bagdogra Airport.

The protesters didn’t even spare women, the Chief Minister said. Sixty to 70 police personnel were beaten up; tourists and media personnel were harassed too.

However, Mamata Banerjee said, “the Hills are peaceful now”. “We have shown a lot of restraint since we want peace to reign in the Hills”.

She further said, “We don’t want to encourage any separatist movements; those who do, do not love the State. For us, the whole State is like a family”.

The people of Bengal attach a lot of sentiment is the Hills; the people of the Hills too work all over the State. So everyone should live together happily.

“Hence, I appeal to everyone to maintain peace”

She made another important point, “Let politics have its own place, let people not link personal issues with politics”

Mamata Banerjee warned that “both the Left Front Government and the Centre had compromised, but there is a laxman rekha to compromising too”. “We will take suitable measures to bring the law and order situation under control; the law will take its own course”.

She also stressed that Trinamool supporters were not involved in any untoward activity.

About the CPI(M)’s criticism of the Government’s actions, she said, “The CPI(M) should look at themselves first before criticising us – how they neglected the Hills during their rule”

“The Government’s job is to protect the common people of the Hills, and not to encourage protesters. The police and the Army are now in control of the situation”.

She also thanked the media for portraying the reality.

 

 

কাল যা ঘটেছে তার নিন্দার কোনও ভাষা নেই: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

 

দার্জিলিঙে সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমেই তিনি তথ্যও তুলে ধরে জানান, এই বনধ-এ সরকারি দপ্তরে কোনও সাড়া মেলেনি। কালিম্পঙ এসডিও-বিডিও অফিসে উপস্থিতির হার ছিল ৯৮%, কার্শিয়ং এসডিও অফিসে উপস্থিতি ৯৯%, দার্জিলিঙে ৯৯%, মিরিকে ১০০%।

তিনি বলেন, এখানের বেশির ভাগ দোকান যাদের তাঁরা লিঙ্গুইস্টিক মাইনোরিটি, তারা মূলত ইট, ঢিল ছোঁড়া বা আগুন লাগিয়ে দেওয়ার ভয়ে দোকান বন্ধ রেখেছে। পাহাড়বাসী ও পর্যটক কেউ অশান্তি চায় না, মানুষ ভয় পেয়ে দোকান বন্ধ রাখে।

এক পর্যটকের পরিবার, যারা রাজস্থান থেকে এসেছেন তাদের এক শিশুর পা ভেঙ্গেছে খাট থেকে পড়ে, তারা ওই শিশুকে নিয়ে হাসপাতাল যাচ্ছিলেন। তাদের দেখামাত্র গাড়িতে তুলে হাসপাতালে পৌঁছে দেন মুখ্যমন্ত্রী।

গতকালের দার্জিলিঙের অশান্তি সম্পর্কে তিনি বলেন, মহিলা পুলিশকর্মীদের জামা পুড়িয়ে দেওয়া হয়েছে, আমরা তাদের সাহায্য করার চেষ্টা করছি। আমরা জানি কাল যা ঘটেছে তার নিন্দার কোনও ভাষা নেই। তা সত্ত্বেও দার্জিলিং ভালো আছে, দার্জিলিং ভালো থাক, বাংলা ভালো থাক, দেশ ভালো থাক।

জনগণকে বিশেষ করে আটকে পড়া পর্যটকদের আশ্বস্ত করে তিনি বলেন, আমরা হেল্পলাইন খুলেছি, আমরা এসি বাস ও টাটা সুমো করে মানুষদের পৌঁছে দিচ্ছি সম্পূর্ণ বিনামুল্যে, রেল কর্তৃপক্ষকে অনুরোধ করেছি অতিরিক্ত বগি ও ট্রেন দেওয়ার জন্য। বাগডোগরায় প্রচুর মানুষ আটকে আছেন, তাই কিছু প্লেন কোম্পানিকে অনুরোধ করেছি অতিরিক্ত প্লেন দিতে। পুরোপুরি শান্তিপূর্ণ ভাবে পুরো অবস্থা নিয়ন্ত্রণে আছে, অনেক পর্যটক এখনও নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছেন, উপভোগ করছেন।

তিনি আরও বলেন, বিভিন্ন দেশ ও রাজ্য থেকে লক্ষাধিক পর্যটক এবার দার্জিলিং এসেছে, এইরকম পরিস্থিতি তৈরি করে যারা মানুষকে বিপদে ফেলছে তারা নিজেকেই দেউলিয়া করা ছাড়া কিছু করছে না। মুখ্যমন্ত্রী বলেন, সাধারন মানুষ ও পাহাড়ের মানুষ খুব রেগে আছেন। পর্যটকরা লক্ষ্মী, লক্ষ্মী না থাকলে আয় হবে কোথা থেকে? ট্রেড না থাকলে ট্রেড অ্যান্ড কমার্স চলবে কোথা থেকে? পর্যটক না থাকলে ট্রেড, কমার্স, ট্রান্সপোর্ট চলবে কি করে?

বিচ্ছিন্নতাবাদীদের উদ্দেশ্যে তিনি বলেন, স্কুলে বাংলা ভাষাটা কোনও ইস্যুই নয়, পাঁচ বছরে যারা কিচ্ছু করতে পারে নি, তাই ভোটের আগে মনে পড়ে কিছু বিচ্ছিন্নতাবাদী স্লোগান দিই। কাল ঘণ্টা দেড় দুই যাচ্ছেতাই করেছে হঠাত করে, আগের থেকে বন্দুক বোমা, পাথর জমায়েত করে রেখেছিল। পুলিশের প্রায় ৬০-৭০ জন গুরুতর আহত, মেয়েদের পিটিয়েছে, পুলিশকে মেরেছে, সাংবাদিকদেরও তেড়ে যাওয়া হয়েছে। আমরা কোনও বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করতেও চাই না, প্রশ্রয় দিতেও চাই না। ৯ লক্ষ পাহাড়বাসী ও পর্যটকদেরকে নিরাপত্তা দেওয়া সরকারের কাজ, কোনও চোর, গুণ্ডাকে নয়। এই নির্বাচনে মানুষের রায় দেখে ভয় পেয়ে গেছে, ৫ বছর কিছু করে নি। রাজনীতি রাজনীতির কারনে হোক, কোনও হঠকারী রাজনীতি নয়। আগের সরকার ও দিল্লীর সরকার কম্প্রমাইস করে এদের এত বাড়িয়েছে, লক্ষণ রেখা অতিক্রম করলে আইন আইনের পথে চলবে। আইনের যা যা সিদ্ধান্ত নেওয়ার শান্তির স্বার্থে মানুষের স্বার্থে যা যা করার সরকার করবে। যারা সাপোর্ট করছে তাদের বোঝা উচিত বিদেশী পর্যটকদের গায়ে একটু টাচ লাগলেও বাংলা নয় ইন্ডিয়া হিসেবে গ্রাহ্য হবে। যে সকল রাজনৈতিক দল পরোক্ষ ভাবে উস্কানি দিচ্ছে, তাদের তিনি বলেন, যেখানে ঘটনা ঘটেছে সেখানে তৃণমূলের কেউ ছিল না। ঘোলা জলে মাছ ধরতে না নেমে নিজেদের দিকে তাকান একটু, ৩৪ বছর কিছু উন্নয়ন করেনি পাহাড়ে শুধু কম্প্রমাইস করা ছাড়া।

পুলিশ, সেনা ও সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, কাল এত কিছুর পরেও পুলিশ অনেক সহনশীলতা দেখিয়েছে, পুলিশ ও আর্মিকে ধন্যবাদ পরিস্থিতি ২ ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে আনার জন্য। মিডিয়াকে থ্যাংকস জানাই নিজের চোখে দেখে সব করেছে বলে।

সবশেষে তিনি বলেন, আমি চাই পাহাড় শান্তিপূর্ণ থাকুক, ভালো থাকুক। সারা পৃথিবীটাই সবার জন্য এক বাংলার মানুষ পাহাড়কে খুব ভালবাসে; পাহাড়ের মানুষও রাজ্যের বিভিন্ন জায়গায় কাজ করেন। সবটাই সবার দেশ, সবাই ভালো থাকুক। সমস্ত জায়গা শান্ত আছে, সবাই ভালো আছে ও সবাইকে শান্তি রক্ষা করার জন্য আবেদন করছি।