Kanyashree – Transforming lives of girls in Bengal

The Bengal Government’s landmark Kanyashree Scheme won the prestigious UN Public Service Award. Chief Minister Mamata Banerjee received the award at UN Public Service Day celebrations at The Hague on 23 June.

Chief Minister Mamata Banerjee launched the scheme on October 1, 2013. From 2014 onwards, August 14 has been celebrated as Kanyashree Dibas.

Kanyashree Prakalpa is a peerless initiative by the West Bengal Government. It is the State’s flagship project for the girl child. Nearly 40 lakh girls have been brought under this scheme. The scheme was introduced to arrest the drop-out rate in schools and prevent early marriage among girl students.

The scheme is end-to-end IT-enabled and completely transparent, and hence easily accessible to beneficiaries. The popularity of the scheme has grown manifold since its inception due to this ease of access and focus on empowering young girl and building their confidence and self-esteem.

The scheme has garnered recognitions at major international and national forums. The scheme was represented as one of the ‘best practices’ at the Girl Summit 2014, organised by Department for International Development, UK and UNICEF in London in July 2014.

It has also received the Manthan Award 2014 for e-governance in the category of ‘Women and Empowerment’ covering South Asia and Asia Pacific region. At the national level, it won a silver prize in the National Award for e-Governance 2014-15 under the category of ‘Outstanding Performance in Citizen-Centric Service.’

 

মেয়েদের উন্নয়নে বাংলার যুগান্তকারী প্রকল্প ‘কন্যাশ্রী’

পশ্চিমবঙ্গ সরকারের একটি যুগান্তকারী প্রকল্প হল ‘কন্যাশ্রী’ প্রকল্প। প্রায় ৪০ লক্ষ মেয়েদের এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। এর ফলে কমেছে স্কুলছুটের সংখ্যা, কমানো গেছে অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়ার প্রবণতাও।

শুধু স্বনির্ভর করাই লক্ষ্য নয়। সবদিক থেকেই পারদর্শী হবে কন্যাশ্রীর কন্যারা। পিছিয়ে থাকবে না খেলাধূলা থেকেও।

কন্যাশ্রীর সাফল্যের জন্য ইউকে এবং ইউনিসেফের আন্তর্জাতিক উন্নয়ন দফতর আয়োজিত ‘গার্ল সামিট’-এ সেরা নির্বাচিত হয়েছে কন্যাশ্রী। মন্থন পুরস্কারও পেয়েছে এই প্রকল্প। রাষ্ট্রসংঘের তরফে বাংলাকে দেওয়া হয়েছে পাবলিক সার্ভিস আওয়ার্ডে ফার্স্ট প্রাইজ। ৬৩টি দেশের ৫৫২ প্রকল্পকে হারিয়ে প্রথম স্থান পেয়েছে বাংলার কন্যাশ্রী।

১৪ই আগস্ট রাজ্য সরকার কন্যাশ্রী দিবস হিসেবে পালন করে। প্রতি বছর এই দিনটি পালন করে রাজ্য সরকার।

Mamata Banerjee’s Netherlands visit at a glance

On Friday, Chief Minister Mamata Banerjee accepted the United Nations Public Service Award on behalf of the West Bengal Government. Kanyashree Scheme was adjudged the best in the category of Reaching the Poorest and Most Vulnerable through Inclusive Services and Participation. During the ceremony, the CM highlighted to the whole world, the achievements of the Bengal Government in the social sector.

This award is a very important award given by the United Nations. To win in its category, Kanyashree had to beat 552 other projects from 62 countries. More than 500 important delegates from around the world attended this programme.

Mamata Banerjee had reached the Netherlands on June 19. On June 21, the Bengal Government had signed a memorandum of understanding (MoU) with the Royal Netherlands Football Association to facilitate exchange programmes for football players and coaches between that country and Bengal.

She joined the United National convention on June 21.

On June 23, the Chief Minister participated in a seminar attended by leading industrialists of the Netherlands. There, she highlighted the achievements the achievements of Bengal in various fields during the last six years and invited the Dutch to invest in Bengal.

She said, “Overcoming a 34-year legacy of negativity, Bengal is marching ahead. There are lot of opportunities in the state. From the MSME sector to agriculture – Bengal is now the leading state in India on various fronts. Our government is a responsible one and we have the goodwill to carry the state forward”.

She also attended a programme organised by ‘Probashi Bengalis’ of Netherlands.

 

একনজরে মুখ্যমন্ত্রীর নেদারল্যান্ডস সফর

শুক্রবার দ্য হেগের ওয়ার্ল্ড অডিটোরিয়ামে ‘পাবলিক সার্ভিস ডে, ২০১৭’ অনুষ্ঠান উপলক্ষে রাষ্ট্রসংঘের মঞ্চে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সারা বিশ্বের জনপ্রতিনিধিদের সামনে তুলে ধরলেন গত ছয় বছরে বাংলার প্রগিতর কথা। উঠে আসে কন্যাশ্রীর প্রসঙ্গ, খাদ্য সাথী ও সবুজ সাথির সাফল্যের কথা। পাশাপাশি ছিল অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের কথাও।

রাষ্ট্রপুঞ্জের এই সম্মান বাংলার কাছে অন্যতম। দেশের অন্য কোনও মুখ্যমন্ত্রী যা আগে পাননি। গোটা পৃথিবী থেকে প্রায় ৫০০ গুরুত্বপূর্ণ ব্যাক্তি এই অনুষ্ঠানে যোগ দেন।

গত ১৯ জুন নেদারল্যান্ডস পৌঁছোন মুখ্যমন্ত্রী। ২০ জুন নেদারল্যান্ডস রয়্যাল অ্যাসোসিয়েশনের সঙ্গে একটি মউ স্বাক্ষর করে রাজ্য সরকার।
২১ জুন রাষ্ট্রসংঘের কনভেনশনে যোগ দিতে নেদারল্যান্ডে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৩জুন সেই দেশের শিল্পপতিদের সাথে এক বৈঠক করেন দ্য হেগ শহরে। মুখ্যমন্ত্রী তার বক্তব্যে তুলে ধরেন গত ৬ বছরে বাংলার সাফল্যের কাহিনী। তিনি আহ্বান জানান শিল্পপতিদের বাংলায় লগ্নি করতে।

তিনি বার্তা দেন, “৩৪ বছরের দীর্ঘ ‘লেগাসি’ ঘুচিয়ে বাংলা এখন এগিয়ে চলেছে। বাংলায় অনেক সম্ভাবনা আছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প থেকে শুরু করে কৃষি ক্ষেত্র – সবেতেই বাংলা এগিয়ে। আমাদের সরকার দায়িত্বশীল এবং আমাদের বিশ্বাসযোগ্যতা আছে।”

এছাড়াও প্রবাসী বাঙালিদের এক অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী।

Bengal shines at UN: Didi receives first prize for public service

Today, Chief Minister Mamata Banerjee received the United Nations Public Service Award in the category of Reaching the Poorest and Most Vulnerable through Inclusive Services and Participation for the Kanyashree Prakalpa at a UN event in The Hague. Out of 552 projects from 63 countries selected, Kanyashree came first. The award was given in recognition of the West Bengal Government’s innovation and excellence in public services supporting the implementation of the 2030 Agenda for Sustainable Development.

Mamata Banerjee spoke on the occasion, before the award was handed out. Today happens to be Public Service Day, celebrated worldwide by the United Nations.

Mamata Banerjee spoke about the developmental projects that have brought about a new era for public service in Bengal. It is indeed a matter a pride that this has been recognised at the highest level – by the United Nations.

Here is the speech she gave on the occasion:

Thank you so much. I think public service is service for all; and public means people – government of the people, by the people, for the people. I come from West Bengal in India, home to 100 million people. But public service also means continuous monitoring, and providing regular service for the people.

I have attended more than 300 administrative review meetings where we meet all the public representatives including block-level officials. Because of the accountability, transparency and sustainable developmental work, we achieve 100 per cent of our goals.

You will be happy to know that out of our state’s 100 million people, we offer direct benefits to 90 per cent of them, making them very happy. We empower the girl child through the Kanyashree project. We help everyone, including the minorities and the other backward classes (OBCs), and at every stage of a person’s life – from a newborn to a senior citizen. When a baby is born, we give each one a plant. Student scholarships are given to 20 million people. We have given free bicycles, which is a green transportation, to about 7 million students. Senior citizens get pensions and other benefits. Rural people are guaranteed 100 days’ work; we thus ensure job opportunities for the poor. Free food grains are also given to the people. The poor are also happy because we give free healthcare, from kidney transplantation to heart transplantation to many other things.

Thus, we provide help throughout the life of a person. We feel we must help the downtrodden people, so we ensure that benefits reach the people at the grassroots. The benefits have reached so many people because we ensure continuous monitoring, and because of the administrative review meetings and the administrative calendar.

There must be commitment, dedication and determination. If you have a dream, you have to achieve it. What is needed is for the leader to lead the people. We lead the people. Thank you so much.

 

জগৎসভায় বাংলার জয়পতাকা

বিশ্বের দরবারে বাংলাকে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাষ্ট্রপুঞ্জে জনপরিষেবা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে মমতার স্বপ্নের প্রকল্প ‘‌কন্যাশ্রী’‌ প্রথম পুরস্কার পেল। বিশ্বের দরবারে ইতিহাস হয়ে থাকল মমতার কন্যাশ্রী। পুরস্কার পাওয়ার পর মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া, ‘‌আমি গর্বিত। এই পুরস্কার রাজ্য ও দেশকে উৎসর্গ করলাম। কন্যাশ্রীর জন্য রাষ্ট্রপুঞ্জ আমাদের সম্মান দিয়েছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।‌ রাষ্ট্রপুঞ্জ তথ্য নিয়ে জেনেছে বাংলা কীভাবে বিভিন্ন জেলায় উন্নয়নমূলক কাজ করছে। এই পুরস্কার পাওয়ার পর প্রতিটি কন্যাশ্রীর গর্ব হবে।’‌

বিশ্বের ১১টি দেশ তাদের বিভিন্ন সমাজসেবামূলক কাজ নিয়ে অনুষ্ঠানে এসেছিল। তাদের মধ্যে প্রথম হয় মমতার বাংলা। রাষ্ট্রপুঞ্জের নেদারল্যান্ডসের সদর দপ্তরে এদিন অনুষ্ঠান হয়।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌আমরা ক্ষমতায় এসে প্রথম মনে করেছি, সরকার হচ্ছে মানুষের। মানুষের কণ্ঠস্বরকে আমরা গুরুত্ব দিয়েছি। আজও দিচ্ছি। আমি মনে করি, মানুষ ছাড়া কিছুই হতে পারে না। তাদের অভাব–অভিযোগ শুনতে হবে। সেইমতো কাজ করতে হবে। তবেই একটা সরকার এগিয়ে যেতে পারে। মানুষের পরিষেবা যখন ঠিক পথে পৌঁছে দেওয়া যায়, তখনই মনে হয় একটা ভাল সরকার চলছে। সরকারের স্বচ্ছতা, গ্রহণযোগ্যতাই বড় ব্যাপার। সরকারে এসে জেলায় জেলায় প্রশাসনিক বৈঠক করেছি। পৌঁছে যাচ্ছি মানুষের কাছে। গরিবদের পাশে আমরা আছি, থাকব।’‌

মুখ্যমন্ত্রী এদিন কন্যাশ্রী, সবুজসাথী, সমব্যথী, খাদ্যশ্রী–সহ বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘‌আমরা গ্রামে গিয়ে স্কুলপড়ুয়াদের হাতে সাইকেল তুলে দিয়েছি। আরও সাইকেল দেওয়া হবে। যাতে তারা স্কুলে পড়তে আসতে পারে। আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য অনেক কাজ করেছি। তাদের কথা আমরা সবসময় ভাবি। তাদের জন্য আরও কাজ করছি।’‌

তিনি আরও বলেন, ‘‌আমি উন্নয়নের ওপর সবচেয়ে বেশি জোর দিয়েছি। বাংলায় একসঙ্গে আমরা কাজ করি। দারিদ্র‌্য দূর করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’‌

ভারতের এই প্রথম একজন মুখ্যমন্ত্রী আন্তর্জাতিক মঞ্চে এসে রাজ্যের কথা তুলে ধরলেন।

 

Key schemes of Bengal appreciated at UN

Kanyashree, Sabuj Sathi, Sabuj Shree, Khadya Sathi and several other flagship schemes of the Bengal Government were appreciated at the United Nations on Thursday as Finance Minister Dr Amit Mitra delivered an address. These schemes have already brought in immense social change and development in the State and now many foreign nations showed their interest in them.

Representatives from countries like Britain, Kenya and Argentina were extremely excited and wonder-struck as they listened to Dr Mitra. From Kanyashree which has helped in empowerment of girls to Khadya Sathi that provides rice at Rs 2/kg to 8.5 crore people – every scheme was met with appreciation at the UN.

Principal Secretary of the Department of Women and Child Development highlighted how Kanyashree scheme has brought change in the grassroots level, leading to a drop in number of child marriages and a reduction in the rate of dropout of girl students in schools.

Chief Minister Mamata Banerjee is going to address the United Nations at The Hague today.

বাংলার সাফল্যের গল্প শুনল রাষ্ট্রসংঘ

বৃহস্পতিবার রাষ্ট্রসংঘের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছ বছরের কার্যকলাপের সাফল্যের কথা তুলে ধরেন অর্থমন্ত্রী অমিত মিত্র। সরকারের উদ্যোগে কীভাবে বিনামূল্যে সকলের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া গিয়েছে, ন্যায্যমূল্যের ওষুধের দোকানের মাধ্যমে কম দামে ওষুধ কিনতে পারছেন সাধারণ মানুষ—এসবই মঞ্চে তুলে ধরেন অর্থমন্ত্রী।

রাজ্যের প্রান্তিক এলাকার মানুষ বা পিছিয়ে পড়া জনগণ যাতে অনাহারে না থাকেন, সেজন্য ২ টাকা কিলো দরে তাদের চাল দেওয়ার কর্মসূচির কথা জানান তিনি। একইসঙ্গে তুলে ধরেন ক্ষুদ্র উদ্যোগপতিদের ব্যাংক ঋণ পেতে সহযোগিতা করার কথা, কৃষকদের কিষাণ ক্রেডিট কার্ড দেওয়ার কথা, লাল ফিতের ফাঁস আলগা করে সরকারি কর্মসূচিতে স্বচ্ছতা আনার কথা।

এইসব প্রকল্প, কর্মসূচির মাধ্যমে গরিবি দূর করতে রাজ্য সরকার কীভাবে এগিয়ে চলেছে, অর্থমন্ত্রীর প্রতিটি বয়ানে ছিল তার খতিয়ান। গরিবি দূর করার পাশাপাশি যার সঙ্গে জড়িত স্বাস্থ্যও। তাকে সমর্থন করে ভারতীয় সম্প্রদায়ের অনুষ্ঠানে মমতা বলেন, ‘গরিবরা যাতে বঞ্চিত না হন, সেদিকে রাজ্য সরকার সজাগ দৃষ্টি রাখছে। কারণ আবেগ না থাকলে বিবেকের জন্ম হয় না।’

নারী ও শিশু কল্যাণ দপ্তরের সচিব এদিন কন্যাশ্রী প্রকল্পের সাফল্যের কথাও জানান। এই প্রকল্প চালু হওয়ায় বাংলায় বাল্যবিবাহ, স্কুল থেকে ড্রপ আউটের বিষয় অনেক কমে গেছে। মেয়েদের উচ্চ শিক্ষার পথ আরও প্রশস্ত হয়েছে।

আজ রাষ্ট্রসংঘের মঞ্চে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

‘Bondhu Application’ launched by Kolkata Police

In an attempt to access the scope of digitisation in the law and order space, Kolkata Police has launched its ‘Bondhu Application’ this week. The app, a first in Bengal, aims to make filing general diaries (GD) for theft, communication with the Kolkata Police headquarters (Lalbazar) and other such functions easier and more time-efficient for both citizens and the police.

With the feature to create personal login accounts with telephone details, users will have access to sixteen features provided by the Kolkata Police. This step is being seen by many as a welcome move towards changing the way law and order procedures are seen.

The app will also act as a platform to disseminate information about traffic rules, penalties for traffic violations and overall safety measures. It will also facilitate citizens to send photographic and documental evidences to the police against crimes that have been witnessed.

Interaction and engagement through the digital space using applications and virtual platforms such as these are facilitating institutions such as the police to broaden their reach and register complaints as well as act on them effectively.

In a speedy surge towards digitisation it becomes imperative for organs of the government to be technology-ready and adept with e-mediums of communication and awareness-spreading. This is especially relevant in urban spaces like Kolkata, which placed third in the number of internet users in a 2014 survey.

To download the Bondhu app from Google Play store, click here

 

কলকাতা পুলিশের নতুন অ্যাপ ‘বন্ধু’

এখন থেকে কোনরকম অভিযোগ জনাতে সাধারণ মানুষকে আর থানায় ছুটে যেতে হবে না। দীর্ঘদিনের এই সমস্যা মেটাতে এবার বাজারে এল কলকাতা পুলিশের নিজস্ব অ্যাপ ‘বন্ধু’।

ট্রাফিক সংক্রান্ত বিভিন্ন সমস্যা থেকে শুরু করে যে কোনও রকম অপরাধের অভিযোগ জানানো যাবে এই ‘বন্ধু’ অ্যাপে। বৃহস্পতিবার এই অ্যাপটির উদ্বোধন হয়।

এদিন নগরপাল রাজীব কুমার নির্দেশ দেন,  প্রতিটি থানার কম্পিউটারের দায়িত্বপ্রাপ্ত অফিসাররা যেন এই অ্যাপটির ওপর নজর রাখেন এবং এখানে আসা অভিযোগগুলি পেয়ে যেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয়।

গুগুল প্লে স্টোর থেকে এই অ্যাপ ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন 

 

 

 

 

 

 

Banglashree: Biswa Bangla puts stories from Sahaj Path on handloom sarees

Biswa Bangla stores are going to get another addition – Banglashree – which is a line of handloom sarees with designs based on stories from Rabindranath Tagore’s ever popular children’s book, Sahaj Path.

The nomenclature is by none other than the Chief Minister, Mamata Banerjee, whose contribution to creating names and logos of various Government schemes and products have been widely appreciated.

The designer sarees are going to hit the stores before or during this Durga Puja. Plans are also afoot to export these sarees.

The Research and Development Wing of the Biswa Bangla Marketing Corporation Limited and the craftsmen are consulting and trying out the designs to be used for the final products. The Chief Minister is also taking an active interest in the designing process.

Designs other than those based on Sahaj Path are going to be incorporated into this new line of sarees.

Craftspeople in the State have welcomed this new concept, and are excited about its prospects. They are also being encouraged to come up with newer concepts by Biswa Bangla Corporation.

Biswa Bangla, another of Mamata Banerjee’s many contributions, has done a yeomen’s service in popularising worldwide traditional goods from Bengal – be it textile items or handicrafts or foods.

 

 

Image: biswabangla.in

 

 

‘বাংলাশ্রী’ – সহজপাঠ এবার বাংলার তাঁতের শাড়িতে

বাংলার শাড়িতে এবার মিলবে রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার তৈরী শাড়ির নাম দিয়েছেন ‘বাংলাশ্রী’।পুজোর আগে বা পুজোর সময়ে এই শাড়ি বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। দেশ–বিদেশেও পাঠানো হবে এই শাড়ি।

বিশ্ব বাংলা নিগমের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট উইংয়ের অফিসাররা ইতিমধ্যেই তাঁতশিল্পীদের সঙ্গে কথা বলে তাঁদের শাড়ির নকশা দেখছেন এবং নিজেরাও নানান নকশা বলে দিচ্ছেন। মুখ্যমন্ত্রীকেও বেশ কিছু ডিজাইন দেখানো হয়েছে। জোর দেওয়া হয়েছে গুণগতমানের ওপর। সহজপাঠ ছাড়াও নানান নকশার কথা ভাবা হচ্ছে।

বাংলার শিল্পীরা মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, এর মাধ্যমে তারা নতুন শিল্পসৃষ্টির অনুপ্রেরণা পেয়েছেন। তাদের শিল্পনৈপুণ্য পৌঁছে যাচ্ছে বিশ্বের দরবারে।

 

Pathadisha app and transport card increasing popularity of State Govt’s AC buses

Calculations by the Bengal Transport Department have shown that the Pathadisha app and the transport card – both initiatives by the State Government – have resulted in increased popularity and hence, earnings for the Government-run AC buses.

The Pathadisha app has enabled people to know the real-time location of the buses, therefore, they now know exactly how long to wait or when to leave home. Therefore, more people are availing of the buses. The transport card has helped too, as people no longer need to have ready cash.

Both the initiatives are first-of-its-kind initiatives by the Bengal Government, and people are benefitting a lot. Because of the intense summer, more and more people are travelling on these buses.

Currently, CSTC runs 234 AC buses, earning from which in May 2017 stood at Rs 4,77,79,000, up from Rs 4,13,75,000 in April 2017, which was an improvement too from the previous month’s Rs 3,55,83,000, which combine to Rs 12,47,37,000. The earning from the same three months in 2016 was Rs 10,50,59,000. Therefore, there has been an increase of 18.37 per cent.

The department has further plans to improve on the aspects which have led to this increase in earnings.

অ্যাপ ও ট্রান্সপোর্ট কার্ডের দৌলতে সরকারি এসি বাস থেকে আয় বাড়ছে

সরকারের এসি বাসে টিকিট বিক্রি বাড়িয়ে দিয়েছে অ্যাপ এবং ট্রান্সপোর্ট কার্ড। চলতি গরমে এসি বাসগুলি থেকে আয় কত হল, তা নিয়ে গত কয়েকদিন ধরে হিসাব চলছিল পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমে।
নিগম সূত্রে জানা গিয়েছে, গত মার্চ থেকে তুলনামূলকভাবে প্রতি মাসেই বেড়েছে এসি বাসের আয়। এবারের গরমে মোট আয় গত বছরের থেকেও অনেকটাই বেশী।

পথদিশা অ্যাপ চালু এবং ট্রান্সপোর্ট কার্ডের জনপ্রিয়তা বাড়তে থাকাতেই গরমে এসি বাসের আয়ের গ্রাফ ঊর্ধ্বমুখী বলে মনে করছেন কর্তাদের অনেকেই।অ্যাপের মাধ্যমে বাসের খবর যাত্রীরা আগাম জানতে পারায় সরকারি বাসের উপরে নির্ভরতা বেড়েছে আরও। তাতে বেড়েছে যাত্রী সংখ্যাও। তারই প্রভাব পড়েছে আয়ের উপরে।

গত মার্চ মাসে এসি বাসগুলি থেকে মোট আয় হয়েছে ৩কোটি ৫৫লক্ষ ৮৩হাজার টাকা। এপ্রিল মাসের হিসেবে দেখা যাচ্ছে, বাসগুলি থেকে আয় বেড়ে হয়েছে ৪ কোটি ১৩লক্ষ ৭৫হাজার টাকা। মে মাসে এসি বাসগুলি থেকে আয় বেড়েছে আরও। ওই মাসে এই খাতে মোট ৪কোটি ৭৭লক্ষ ৭৯হাজার টাকা আয় হয়েছে। সব মিলিয়ে চলতি গরমে শুধু এসি বাস থেকেই মোট আয় হয়েছে ১২কোটি ৪৭লক্ষ ৩৭হাজার টাকা।

গত বছরের তুলনায় এ বছর এসি বাসের সংখ্যায় কোনও হেরফের হয়নি। তা সত্ত্বেও গত বছরের গরমের তিন মাসের তুলনায় এবার আয় অনেকটাই বেড়েছে। গত বছরে এই তিন মাসে মোট আয় হয়েছিল ১০কোটি ৫০লক্ষ ৫৯হাজার টাকা অর্থাৎ শতাংশের হিসাবে এবারে আয় বৃদ্ধি পেয়েছে ১৮.৩৭ শতাংশ।

প্রসঙ্গত, গত মার্চ মাসের মাঝামাঝি সময়ে বিশেষ এই অ্যাপটির সূচনা করেছিলেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। অ্যাপ ছাড়াও ট্রান্সপোর্ট কার্ড চালু করাকেও আয়বৃদ্ধির অন্যতম কারণ হিসাবে দেখা হচ্ছে। গত মার্চ মাস থেকে নয়া কার্ড চালু হয়ে যাওয়া এবং ক্রমে তার জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়াও এসি বাসের আয়বৃদ্ধির অন্যতম কারণ।

 

 

Bengal Govt’s Bharsa Scheme to create a pool of professional care-givers for the aged

The Bengal Government is starting another social scheme – Bharsa – to create a pool of professional care-givers for senior citizens of the State. The scheme would be implemented through the State Women and Child Welfare Department.

As part of the scheme, youths would be given training as care-givers for the aged. The four-month training programmes would start from coming July.

The fundamental idea behind the scheme is the fact that young men and women as friends-cum-care-givers are much more appealing to the aged. The training would focus on the care and health management as well as on the aspect of developing empathy for senior citizens.

In the initial batch, 50 people would be provided the training to become professional care-giving. Importantly, keeping in view the security of senior citizens, all those to be provided training would have to undergo a thorough police verification.

 

বয়স্ক বাবা-মায়েদের পরিচর্যায় রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘ভরসা’

বয়স্ক বাবা-মায়েদের পরিচর্যায় নতুন মানবিক প্রকল্প আনতে চলেছে মা মাটি মানুষের সরকার । নতুন প্রকল্পের নামকরণ করা হয়েছে ‘ভরসা’।

এই প্রকল্পের অভিনবত্ব হল বয়স্কদের যত্ন নেওয়ার জন্য যুবক-যুবতীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হবে আগামী জুলাইয়ের শুরু থেকেই।

এই প্রশিক্ষণের পেছনে মৌলিক ধারণা হল, বয়স্কদের কাছে যুবকদের বন্ধু হিসেবে গড়ে তোলা। বয়স্কদের বিশেষ চিকিৎসাগত পরিষেবা, যত্ন এবং সহানুভূতি সম্পর্কেও বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে যুবকদের।

নারী ও শিশু কল্যাণ দপ্তর সূত্রে খবর, আপাতত চার মাসের এই বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। ৫০জনকে প্রশিক্ষণ দেওয়া হবে দুটি ব্যাচে। যারা প্রশিক্ষণ নেবেন, তাঁরা অবশ্যই পুলিশ ভেরিফিকেশনের পরে অংশ গ্রহণ করতে পারবেন।

 

Bengal Govt organising Aam Mela in Delhi

The Bengal Government is organising Aam Mela in New Delhi. It started on June 16 and would continue till June 30.

Last year it was a big hit and so, the Government is aiming to double the sales this year – from 20,000 kg or 20 tonnes to 40,000 kg or 40 tonnes.

This year, most of the mangoes being sold at the fair have been sourced from Malda district, including some of the most well-known varieties like himsagar, langra and laxmanbhoig. New varieties of mango are also available at the fair – like the chatujje-mukhujje and sarikhas from Hooghly district.

 

দিল্লিতে শুরু হল রাজ্যের আম মেলা

গতবারের তুলনায় দ্বিগুণ বিক্রির লক্ষ্যমাত্রা নিয়ে আজ থেকে দিল্লিতে শুরু হল পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত ‘আম মেলা’। চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

উল্লেখ্য, গতবারের মেলায় প্রায় ২০ টন (২০ হাজার কেজি) আম বিক্রি করেছিল রাজ্য। এবার ৪০ হাজার কেজি আম বিক্রির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এবারের মেলায় মালদহ থেকেই সবথেকে বেশি আম এসেছে।

মেলায় উপস্থিত মালদহ জেলার ভারপ্রাপ্ত উপ-কৃষি অধিকর্তা (ফল) রাহুল চক্রবর্তী বলেন, আপাতত আমরা সাড়ে তিন টন আম এনেছি। সব মিলিয়ে মালদহ জেলা থেকে প্রায় ২০ টন আম আনার পরিকল্পনা রয়েছে। হুগলি জেলার চাটুজ্জে-মুখুজ্জে, সরিখাসের মতো বিভিন্ন নয়া প্রজাতির আম এই মেলা আলো করে থাকলেও প্রাধান্য রয়েছে হিমসাগর, ল্যাংড়া, লক্ষ্মণভোগ ইত্যাদি আমেরও।

 

 

Bengal Govt setting up eastern India’s first organ bank

The Bengal Government is soon going to launch the first organ bank in the eastern region.

A seven-storey purpose-built building is almost complete inside the SSKM Hospital campus. The Health Department is spending a total of Rs 142 lakh.

The organ bank at SSKM would function as both the Regional Organ and Tissue Transplant Organisation (ROTTO) and the State Organ and Tissue Transplant Organisation (SOTTO).

This bank would play a major role in the coming days in preserving organs, including of brain-dead persons.

 

অঙ্গ সংরক্ষণ ব্যাঙ্ক চালু হতে চলেছে রাজ্যে

পূর্ব ভারতের প্রথম অঙ্গ সংরক্ষণ ব্যাঙ্ক চালু হতে চলেছে এ রাজ্যে। এসএসকেএম হাসপাতালে এই অঙ্গ সংরক্ষণ ব্যাঙ্ক তৈরীর জন্য সাততলা ভবনের কাজ প্রায় শেষের পথে। এই ব্যাঙ্কটি পুরোদমে চালু হলে আগামী দিনে কোনও ব্রেন ডেড ব্যাক্তির অঙ্গ সংরক্ষণ করে রাখা যাবে অনেকদিন।

বৃহস্পতিবার স্বাস্থ্যভবনে অঙ্গদান ও প্রতিস্থাপন নিয়ে এক সচেতনতামূলক অনুষ্ঠানে একথা জানিয়েছেন রাজ্যের অতিরিক্ত স্বাস্থ্য অধিকর্তা। এসএসকেএমে অঙ্গ সংরক্ষণ ব্যাঙ্ক চালু হলে হার্ট থেকে শুরু করে অন্যান্য সমস্ত অঙ্গই সংরক্ষণ করা যাবে.

এর পাশাপাশি এসএসকেএমে তৈরী হবে রিজিওনাল এবং স্টেট অর্গ্যান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্ল্যান্ট অর্গানাইজেশন (রোটো এবং সোটো)।