Chief Minister Mamata Banerjee has written a new slogan for Van Mahotsav, the week-long forest festival to be celebrated by the Government all over the state from July 14.
The slogan – ‘Sabuj Bangla, Biswa Bangla/ Mayer hate chara-gach, poth dekhabe Bangla aaj’ – pays tribute to the greenery of Bengal and how it will help Bengal show the way.
The festival, which will continue till July 20, will be centred around two places – Malbazar in the north of the state and Jhargram in the south. Both places are situated in the midst of forested regions and so are ideal for celebrating Van Mahotsav.
According to the State Forest Minister, 50 lakh saplings would be planted all over the state as part of this festival. All types of trees would be planted. He also said that the aim of the State Government was to plant 3 crore trees in the state every year.
The Forest Department has appealed to schools, colleges, universities, hospitals and health centres to plant trees to enable a green resurgence across the state.
MLAs would be given 1,000 saplings each for distribution among the people of their respective regions. Each person would get five saplings for planting. Those who plant trees and look after them properly would be rewarded as part of the festival by the West Bengal Forest Development Corporation Limited, with first, second and third prize-winners to be given Rs 1 lakh, Rs 75,000 and Rs 50,000 respectively.
During the festival week, State Government forestry products like haldi, triphala, citronella oil, honey, among other items, would be available at a 10 per cent discount.
With global warming occurring all over the world, it is specially important to lay stress on the planting and taking care of trees, which are effective combat weapons against ozone depletion. The State Government is also laying a lot of stress on solar power.
Source: Aajkal
বনমহোৎসবের স্লোগান লিখলেন মুখ্যমন্ত্রী
বনমহোৎসবের স্লোগান লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৪ জুলাই রাজ্যে পালন করা হবে বন মহোৎসব। উৎসব চলবে আগামী ২০ জুলাই পর্যন্ত।
স্লোগানটি হল-‘সবুজ বাংলা, বিশ্ব বাংলা। মায়ের হাতে চারা গাছ, পথ দেখাবে বাংলা আজ।’ দুটি অনুষ্ঠানের একটি হবে উত্তরবঙ্গের মালবাজারে, অন্যটি হবে নতুন জেলা ঝাড়গ্রামে।
বনমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী গোটা রাজ্যকে সবুজের মলাটে ঢেকে দিতে চান। এই বন মহোৎসবে আমরা রাজ্যজুড়ে ৫০ লক্ষ গাছ লাগাব। এখানে ফল, ফুল–সহ বিভিন্ন ধরনের গাছ থাকছে। যেখানে গাছ কম সেখানে বেশি করে লাগানো হবে। লক্ষ্য রাজ্যে এই বছরে তিন কোটি গাছ লাগানো।
স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র যাদের জায়গা আছে তারা গাছ লাগানোর জন্য বন দপ্তরে আবেদন করতে পারেন।
প্রত্যেক বিধায়ককে ১ হাজার করে গাছের চারা দেওয়া হচ্ছে। প্রতি চারার দাম নেওয়া হবে ২ টাকা। ১৪ থেকে ২০ জুলাই, বনজ জিনিসের ওপর ১০ শতাংশ ছাড় দেওয়া হবে। হলুদ, ত্রিফলা, সিট্রেনোলা অয়েল–সহ আরও নানান জিনিস। যারা ভাল গাছ লাগাবেন এবং পরিচর্যা করবেন তাঁদের পশ্চিমবঙ্গ বনোন্নয়ন নিগম পুরস্কৃত করবে। প্রথম পুরস্কার ১ লাখ টাকা। দ্বিতীয় পুরস্কার ৭৫ হাজার। তৃতীয় পুরস্কার ৫০ হাজার। সঙ্গে দেওয়া হবে একটি স্মারক।
বিশ্ব উষ্ণায়নের প্রভাবে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। ফলে গোটা দুনিয়া গাছ লাগানোর ওপর ও সৌরবিদ্যুৎ ব্যবহারের ওপর বিশেষ জোর দিয়েছে। রাজ্য সরকারও এই পদক্ষেপ ইতিমধ্যেই নিয়ে ফেলেছে।