Jhargram will have a university soon: Bengal CM

Bengal Chief Minister inaugurated a slew of developmental projects at a public meeting in Jhargram today. She also laid the foundation stones for numerous projects and distributed benefits of various government schemes.

The CM announced that from students can pursue education in Ol-Chiki medium till graduation. She also said a university will be set up in Jhargram district. She also thanked everyone for maintaining peace and harmony during the festive season.

 

Highlights of the CM’s speech:

  • Jhargram is a new district. We have fulfilled a long-standing demand of the people. We are taking every measure possible for the development of this region.
  • Three multi-super-speciality hospitals have been formed in Jhargram, Gopiballavpur and Nayagram.
  • A nursing centre has also been opened along with a unit for children.
  • Three colleges have been set up. We have set up three it is at Binpur I, Binpur II and Nayagram blocks. Foundation stones have been laid for three more ITIs.
  • Our actions speak louder than words.
  • There was a time when fear ruled in this region because of the Maoists. In my tenure as Chief Minister, I I have come to Jangalmahal many times and restored peace.
  • Girls and youths have been empowered. Youths are taking interest in sports. We have started the Jangalmahal Cup; we are encouraging many cultural events in the region.
  • We are empowering folk artistes; we are giving them all cooperation. Our Lok Prasar Prakalpa covers 1.84 lakh folk artistes.
  • We celebrate Tusu Utsav and Karam Puja with equal fervour, like other festivals.
  • Now you can take the West Bengal Civil Service (WBCS) examination in Santhali language.
  • Textbooks in Ol Chiki script are available till class X. From now, we will allow Ol-Chiki to be the medium of instruction till graduation. In the future, a university would be opened where the medium of instruction will be Ol Chiki.
  • We will set up a university in Jhargram district soon.
  • We give loans worth Rs 20 lakh to students to pursue higher education in foreign countries.
  • We have initiated the Kanyashree Scheme which has empowered 41 lakh girls. My best wishes to all girl children on the occasion of International Day of the Girl Child.
  • Under Sabuj Sathi Scheme, 70 lakh bicycles will be distributed by the end of this year.
  • Among other schemes for the young, we have Yuvashree, Sabujshree and Chishyshree.
  • People receive the benefits of various schemes of our government are irrespective caste, creed and religion.
  • 60 lakh families have received direct benefits today. In this district, 90 per cent people have received some form of direct benefit from the government.
  • We have also hiked the remuneration for ICDS health workers even though the Centre had stopped funds for this scheme.
  • We have secured jobs for even contractual workers and have included them in the health insurance scheme, Swasthya Sathi.
  • I had conducted a ‘Janasanjog Yatra’ from Belpahari in 1993. I had seen people so poor that they ate insect eggs. After coming to power, we started giving rice at Rs 2 per kg to people.
  • Students in primary schools receive school uniforms, textbooks, exercise books, shoes and school bags for free.
  • We have the Sabujshree Scheme for newborn babies and on the other, Baitarani Scheme for conducting the last rites/burials of the deceased.
  • We are doing everything possible despite our heavy debt burden. Still some people engage in slander and conspiracies.
  • Where were they when people were afraid to even step out of their homes? Where were they when people didn’t have food to eat?
  • Constructive criticism is welcome, not negativity and slander.
  • Peace has been restored in the Hills. We won’t tolerate attempts to stoke up violence.
  • Students are our assets for the future. We must bring Adivasis to the mainstream. They have a role to play in getting Bengal back its glory, in making Bengal famous all over the world.
  • The administration must focus on reaching out to people. Listen to them and take their feedback, and serve them well.
  • I was always with you. I am with you. And I will continue to be on your side.

 

 

ঝাড়গ্রামে নতুন বিশ্ববিদ্যালয় হবেঃ মমতা বন্দ্যোপাধ্যায়

 

নতুন জেলা ঝাড়গ্রাম সফরের দ্বিতীয় দিনে আজ এক জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রামের রাজ কলেজ মাঠের এই জনসভা থেকে নানা প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন তিনি।

মুখ্যমন্ত্রী আজ সবুজ সাথী সাইকেল প্রদানও করেন। এছাড়াও, কন্যাশ্রী, যুবশ্রী, বাংলার আবাস যোজনা, লোকপ্রসার সহ আরও অনেক পরিষেবা প্রদান করবেন।

 

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশঃ-

  • ঝাড়গ্রাম নতুন জেলা হয়েছে এপ্রিল মাসে, মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই জেলা।
  • এখানে হাসপাতাল, আই টি আই, ৩ টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে,লালগড়ে নার্সিং সেন্টার, ৩ টি নতুন কলেজ তৈরি হয়েছে, ঝাড়গ্রাম রাজ মহিলা কলেজে পড়াশুনা শুরু হয়েছে। আজ প্রায় ৪৫০-৫০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করা হল।আমাদের সরকার কথা কম বলে কাজ করে বেশি।
  • আগে মানুষ জঙ্গলমহলে আসতে ভয় পেত, আমি নিজে আসতে চাইলে প্রশাসন থেকে বারণ করা হত। বলা হত মাওবাদিরা আছে মেরে ফেলবে।বিপদের দিনে যখন এখানে কেউ ছিল না তখন আমি এখানে বারবার এসেছি।
  • আমরা বলেছিলাম, আমাদের সরকার এলে আমরা শান্তি ফেরাব, আজ ঝাড়গ্রামে শান্তি ফিরে এসেছে। আজ ছাত্র ছাত্রীরা পড়াশোনা করে খেলাধুলো করে, নিরাপদে ঘুরে বেড়াতে পারে। আমরা জঙ্গলমহল কাপ শুরু করেছি। আদিবাসীদের জন্য এখন বিভিন্ন অনুষ্ঠান হয়।
  • আমরা টুসু, ভাদু, করম সব উৎসবই পালন করি। আদিবাসীদের আমরা পেনশন দিই যা আর কোন রাজ্যে দেওয়া হয় না। কেন্দু পাতা সংগ্রহকারীরা ৬০ বছর বয়স হলে পেনশন পায়। আদিবাসীদের ধামসা মাদল দেওয়া হয়েছে। সাঁওতালি ভাষায় পড়ানো হচ্ছে,অল চিকি ভাষা স্কুলে পড়ানো হয়। এখন থেকে স্নাতক স্তর পর্যন্ত অল চিকি ভাষাও পড়ানো হবে।
  • অনেকে অনেক কথা বলেছে, কিন্তু কোন কাজ করেনি। শিক্ষাশ্রী, কন্যাশ্রী, সবুজ সাথী, যুবশ্রী প্রকল্প চালু হয়েছে
  • ৭০ লক্ষ সাইকেল দেওয়া হয়ে গেছে বিনামূল্যে।
  • আজ আন্তর্জাতিক শিশুকন্যা দিবস। সব কন্যা সন্তানদের অভিনন্দন জানাচ্ছি তারা আরও এগিয়ে যাক। প্রায় ৬০ হাজার পরিবার আজ বিভিন্ন সুবিধা পাবে, এই জেলার ৯০ ভাগ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিয়েছে এই সরকার।
  • কেন্দ্র আইসিডিএস, আশা’র টাকা বন্ধ করে দিয়েছে। ১৯৯৩ সালে বেলপাহাড়ি থেকে জন সংযোগ যাত্রা করেছিলাম, তখন মানুষের খাবার ছিল না। আমাদের সরকার ক্ষমতায় আসার পর ২ টাকা কিলো চাল দিচ্ছে, বাচ্চা জন্মালে তাকে একটা গাছ দেওয়া হচ্ছে সবুজশ্রী প্রকল্পে।
  • বিনামূল্যে জুতো,ব্যাগ,খাতা, ড্রেস দেওয়া হচ্ছে।সিপিএমের লক্ষ লক্ষ টাকার দেনা শোধ করতে হয় তা সত্ত্বেও আমরা এত কাজ করেছি। লোক শিল্পীদের কাজ দেওয়া হয়, তারা আর্থিক সাহায্য পায়।
  • বৈতরনি প্রকল্পে শেষকৃত্যের জন্য ২০০০ টাকা দেওয়া হচ্ছে, শশ্মান গুলির সংস্কার করা হচ্ছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্প চালু করেছে এই সরকার। আজ মানুষের নুন্যতম প্রয়োজন সরকার মেটাচ্ছে।
  • তা সত্ত্বেও কিছু লোক মিথ্যা বলে, চক্রান্ত করে, কুৎসা করে। যখন মানুষ রাস্তায় বেরোতে পারেনি, মানুষ খেতে পেত না, তখন এনারা কোথায় ছিলেন?
  • গুজরাটে দলিতরা গিয়েছিল নাচ দেখতে তাদের পিটিয়ে মারা হয়েছে।
  • বাংলায় আদিবাসী দলিত ও সংখ্যালঘু সাধারণ মানুষদের আমরা বুকে আগলে রাখি, এখানে কোন ভেদাভেদ নেই।
  • আপনাদের এখানকার শান্তি রক্ষা করতে হবে আমি আপনাদের পাশে থাকব বন্ধু হিসেবে
    পাহাড় ও জঙ্গল মহল সব জায়গায় আমি যাই।
  • দিল্লির উস্কানিতে পাহাড় অশান্ত হয়েছিল, এখন পাহাড় শান্ত।
  • উস্কানি দিয়ে শান্তি নষ্ট করা যাবে না, আমরা তা মেনে নেব না।
  • আমি মনে করি আদিবাসী ছাত্রছাত্রীদের গুরুত্ব দিয়ে দেখা দরকার।
  • কাউকে চরিত্রহীন বলা, বদনাম করা, কুৎসা করা ঠিক নয়।
  • এই বাংলা মাথা নত করে না, মাথা উঁচু করে চলে; আজ সারা বিশ্বে আপনাদের কদর বেড়েছে এটা আমাদের গর্ব।
  • জঙ্গলমহলের ছেলেমেয়েরা সারা পৃথিবীকে এগিয়ে নিয়ে যাবে; সেজন্য শান্তি চাই, অশান্তি নয়।
  • ভারতে একটা নতুন রাজনৈতিক দল এসেছে, গৈরিক পতাকা নিয়ে মানুষে মানুষে ভেদাভেদ করছে, হিন্দু মুসলমান আলাদা করছে। আদিবাসীদের জমি কেড়ে নিচ্ছে ঝাড়খণ্ডে।
  • মানুষের কাছে অনুরোধ কোনরকম সমস্যায় পড়লে প্রশাসন কে জানাবেন, প্রশাসনকে মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে হবে।
  • যারা কাজ করে না তারা শুধু বড় বড় কথা বলে। কাজ করাটাই আমাদের কাজ।
  • সকল পুজো কমিটি সহ বাংলার সকল মানুষকে আমি ধন্যবাদ জানাচ্ছি কারণ তারা শান্তিপূর্ণ ভাবে পুজো ও মহরম পালন করেছে, সকলকে
  • শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা।
  • ঝাড়গ্রামে খুব তাড়াতাড়ি একটি বিশ্ববিদ্যালয় তৈরি করবে রাজ্য সরকার।
  • আমি সব সময় আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকব।

 

Trinamool Congress supporters take part in huge protest marches across Bengal

A state-wide protest was organised today by the Trinamool Congress against the politics of negativity being carried on by the BJP, including causing riots and indulging in destructive activities.

Kolkata as well as the major towns and cities across Bengal saw huge protest marches, led by senior party leaders. In Kolkata, leaders like Partha Chatterjee, Subrata Mukherjee and others led protests at multiple locations in Kolkata like Behala, Gariahat, Hazra, etc.

At Behala, Partha Chatterjee addressed the crowd of marchers. He said that these protests are the people’s way of expressing their disgust for the way the BJP has been trying to create trouble in Bengal.

He said that Trinamool has information that the BJP is trying to create trouble in the Hills. The things their leaders are saying and doing shows that they do not want to abide by the Constitution. The way they are trying to support the GJM proves that. The people of Bengal have rejected Bimal Gurung as well as BJP. Partha Chatterjee said that Bimal Gurung needs to be arrested immediately.

“Let them (BJP) start a democratic protest against us, and we will counter that. But the way Mamata Banerjee’s image is being insulted in the most malicious manner, is not expected. We will give our lives but will not allow any disrespect to Mamata Banerjee.”

He further said that BJP may want to turn to violence, but Trinamool wants to point towards the development it has brought to Bengal.

“Today, we have been forced to bring out this protest march. Day after they, they have been threatening us with dire consequences. But then that is the only thing they can do. Neither do they have the support of the people nor any message of development. They are marching with tridents (trishul), swords and other weapons.”

“We led a long, hard democratic movement to remove a 34-year-old government from power, and we are continuing to work in a democratic manner, abiding by the rule of law. Hence, I want to congratulate everyone who has joined this protest today on behalf of Mamata Banerjee.”

“They brought anti-people measures like demonetisation. They did not pay heed to the problems pointed out by us before implementing GST. We had predicted that the country’s economy would be hampered badly because of demonetisation, and we have been proved true.”

“That BJP is a violent party has been proved over time; their mask of civility has been torn apart. It was proved again by yesterday’s incidents in Kolkata what kind of party it is.”

He ended by saying that Trinamool Congress was, is and will continue to be with the people of Bengal, who have given a huge thumbs-up to Mamata Banerjee’s message of growth and development.

রাজ্য জুড়ে বিশাল বিক্ষোভ প্রদর্শন করল তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা

 

বিজেপি যে দাঙ্গা, বিভাজন ও ধ্বংসের রাজনীতি রাজ্যে চালাচ্ছে তার বিরুদ্ধে আজ রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচী পালন করে তৃণমূল কংগ্রেস। বর্ষীয়ান নেতারা কলকাতা সহ সারা রাজ্যে বিভিন্ন শহরে এই বিক্ষোভ কর্মসূচীর অঙ্গ হিসেবে আয়োজিত পদযাত্রার নেতৃত্ব দেন। অগণিত তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থকেরা এইসব পদযাত্রায় অংশ নেন। কলকাতায় পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায় ও অন্যান্য নেতৃত্বেরা কলকাতার বিভিন্ন অঞ্চলে যেমন বেহালা, গড়িয়াহাট, হাজরায় প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন।

বেহালায় পার্থ চট্টোপাধ্যায় মিছিলে অংশ নেওয়া মানুষদের উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি বলেন, “বিজেপি কোনও কোনও অংশে সাম্প্রদায়িক বিষ ছড়াচ্ছে। গুরুংকে প্রত্যাখান করেছে বাংলার মানুষ, পাহাড়ে গিয়ে গুরুঙ্গের সঙ্গে কথা বলছে। যে গুরুংকে রাষ্ট্রদোহিতার আইনে খোঁজা হচ্ছে। এমপি যিনি দার্জিলিং থেকে জিতেছেন, গুরুংদের ভরসায় তিনি যে ধরনের কথা বলছেন, তাঁকে ও গুরুংকে আলাদা করা যায় না। যিনি সংবিধানের শপথ নিয়েছেন, তিনি সংবিধানকে লঙ্ঘিত করছেন। গণতান্ত্রিক ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আন্দোলন করুক, কিন্তু যে কায়দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে বিকৃত করা হচ্ছে, অসম্মান জানানো হচ্ছে, আমাদের ব্লকের সভাপতি তার জবাব দেবেন। আমরা সরাসরি নরেন্দ্র মোদী ও অমিত শাহ’কে জানিয়ে দিতে চাই, ঘাস ফুলকে কাটবেন না, যতই কাটে তৃণমূল ততই বাড়ে। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অসম্মান হবে, আমরা প্রাণ দোবো জান দোবো, তবু পদ্মফুলে ছাপ দিয়ে ডেকে আনবো না কুমিরকে। এরা আগুন লাগাতে চায়, আমরা গণতান্ত্রিক ভাবে লড়তে চাই। এরা বোমা ছুঁড়ে ক্ষমতা দখল করতে চায়, আমরা উন্নয়ন দেখিয়ে মানুষের মন জয় করতে চাই।”

তিনি আরও বলেন, “যখন উন্নয়নের বাণী নেই, তখন অস্ত্র নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। ৩৪বছরের অপশাসনকে অপসারিত করে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করেছেন। সংবিধান মেনে রাজ্যের হাতে যে ক্ষমতা আছে, আমরা তার মধ্যে থেকেই কাজ করতে চাইছি। যারা গণ্ডগোল করছেন, তাদের বলতে চাই বাংলার মাটি দুর্জয় ঘাঁটি। আজ আমরা শুধু এই প্রতিবাদে পথে নামলাম। জিএসটি-তে আমাদের কথা শোনা হচ্ছে না, নোটবন্দিতে বলেছিলাম আর্থিক অবস্থা খারাপ হবে, আজ তা খারাপ হয়েছে। বিজেপি যে গুণ্ডাবাজ, দাঙ্গাবাজ আজ সেই মুখোশ খুলে পড়েছে। আমরা উন্নয়নের মাধ্যমে বাংলার মানুষের সাথে আছি।”

 

Huge improvement in sports infrastructure in Bengal

The sports infrastructure in Bengal during the last six years, under the leadership of Chief Minister Mamata Banerjee has improved significantly.

The Department of Youth Services and Sports has undertaken a lot of programmes on the education, health, employment and holistic mental and physical development of students and the youth.
Development of playgrounds: Financial assistance given to 331 institutions/ organisations

Setting up of multi-gyms: Financial assistance given to 2,244 institutions / organisations

Construction of mini indoor games facilities: Financial assistance given to 635 institutions/ organisations

Tournaments: Organisation of Annual Youth Festivals and Jangalmahal Cup, and financial assistance to police authorities for conducting the Sunderban Cup and Himal-Tarai Dooars Sports Festival.

Mountaineering and adventure sports: Encouraging the youth to take up mountaineering and adventure sports activities under the aegis of the West Bengal Mountaineering and Adventure Sports Foundation (WBMASF). During the last six years, 18 mountaineers from the state have conquered Mt Everest (compare this to only 4 from 1947 to May 2011). Stringent rules have been framed to select the climbers for Mt Everest and other 8000 metres above peaks. Through the department, rock climbing courses, coastal trekking, mountaineering expeditions, mountaineering courses at the Himalayan Mountaineering Institute (HMI) in Darjeeling, assistance to mountaineering clubs, etc. are organised. Radhanath Sikdar and Tenzing Norgay Adventure Awards and Chhanda Gayen Bravery Award have been introduced, and are given every year.

Bangla Yuba Kendra: To create a healthy socio-cultural ambience, a three-tier organisation (block-level, district-level and state-level) named Bangla Yuba Kendra has been set up to coordinate the different programmes of this department.

Budgetary allocation: The Plan Expenditure has increased by multiple times in the last six years – from Rs 5.52 crore during 2010-11 to Rs 185.3 crore during 2016-17 in the case of Youth Services and from Rs 29.29 crore during 2010-11 to Rs 237.21 crore during 2016-17 in the case of Sports.

Building of stadiums and sports complexes: Stadiums in Nayagram (Jhargram district), Salboni (Paschim Medinipur district), Memari and Bhatar (Purba Bardhaman district), Onda (Bankura district), Islampur (Uttar Dinajpur) and Uluberia (Howrah district), Archery Academy in Jhargram district, swimming pools in Baruipur and Canning (South 24 Parganas district), sports academy (including stadium) in Khatra (Bankura district), sports complexes (including stadiums) in Barrackpore and Naihati (North 24 Parganas district), and sports complex at Tala Park in Kolkata.

Renovation and modernisation of sports infrastructure: Flood lighting and renovation of the Mohun Bagan, East Bengal and Mohammedan Sporting grounds in Kolkata, flood lighting of Kanchenjungha Stadium in Siliguri, renovation of Lebong Stadium in Darjeeling, the indoor stadium at Rajbati Stadium Complex in Cooch Behar, Howrah Municipal Corporation Stadium, Eastern Ground in Chinsura, the swimming pool in Barijhati (both in Hooghly district) and Jhargram Stadium, upgradation and renovations of Bolpur and Suri Stadiums (Birbhum district), Ranaghat, Shantipur, Krishnagar,Kalyani and Nabadwip Stadiums (Nadia district), and Spandan Sports Ground at Kalna Aghorenath Park Stadium (Purba Bardhaman), construction of Balurghat Indoor Sports Complex (Dakshin Dinajpur district), construction and renovation of stadiums in Diamond Harbour Sports Complex and Kultali Dr BR Ambedkar College (South 24 Parganas district), renovation of Aurobindo Stadium (Purba Medinipur district), construction of Rakhal Memorial Sports Complex (Purba Medinipur district) and indoor stadium and sports hostel in Purulia and Kashipore Stadium (Purulia district), and the development of DSA Stadium, Brindabani Park and Satya Chowdhuri Indoor Stadium in Malda.

Management and monitoring of sporting activities: Management and monitoring of sporting activities in the districts to achieve the goals of district and sub-divisional sports councils.

Awards: Khel Samman to 89 present sportspersons, Banglar Gourab awards to 114 retired sportspersons, Kriraguru Sammans to 34 eminent coaches and Lifetime Achievement Awards to eight eminent sports personalities.

FIFA Under-17 World Cup: Vivekananda Yuba Bharati Krirangan (VYBK) has been upgraded and beautified for the FIFA Under-17 World Cup matches to be held there.

 

 

ছ’বছরে ক্রীড়াক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি বাংলার

 

২০১১ সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকেই যুগান্তকারী পরিবর্তন এসেছে বাংলার ক্রীড়ার চিত্রপটে। শুধু খেলোয়াড়দের সম্বর্ধনা দেওয়া নয়, গড়ে উঠছে খেলোয়াড় তৈরি হবার পরিকাঠামো। খুলে গেছে আরও নতুন খেলার দিক।

জেলার খেলাধুলোর পরিচালন ও নজরদারিতে যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তর গুরুত্ব দিয়েছে এবং লক্ষ্য অর্জনে জেলা ও মহকুমা স্পোর্টস কাউন্সিলগুলিকে পুনর্গঠন ও কার্যকরী করে তুলেছে।

অতীত এবং বর্তমান কৃতী ক্রীড়া ব্যাক্তিত্বদের কৃতিত্ব অর্জনের স্বীকৃতি জানানো রাজ্যের যুব কল্যাণ এবং এবং ক্রীড়া বিভাগের পরিকল্পনায় রয়েছে। ‘খেল সম্মান’ দ্বারা ৮৯ জন বর্তমান খেলোয়াড়, ‘বাংলার গৌরব’ সম্মানে ১১৪ জন অতীত খেলোয়াড়, ‘ক্রীড়াগুরু’ সম্মানে ৩৪ জন প্রখ্যাত কোচ এবং ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে’ ৮ জন প্রখ্যাত ব্যাক্তিত্বকে এই সময়কালের ভিতর সম্মাননা জ্ঞাপন করা হয়েছে।

রাজ্যের ৮৩৬৩ ক্লাবকে যুব কল্যাণ এবং ক্রীড়া বিভাগ খেলাধুলা এবং স্থায়ী সম্পদের জন্য আর্থিক সহায়তা দান করেছে। রাজ্য পর্যায়ের স্পোর্টস অ্যাসোসিয়েশনগুলিকে প্রত্যেক খেলাধুলোর জন্যও ৫লক্ষ টাকা হারে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তর সুন্দরবন কাপ, হিমাল-তরাই ডুয়ার্স ক্রীড়া উৎসব আয়োজনের জন্যও পুলিশ কর্তৃপক্ষকে আর্থিক সহায়তা দান করেছে.

এই বছরে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ আয়োজিত হবে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে। তাই, আন্তর্জাতিক মানের সঙ্গে সমন্বয় রেখে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন এবং তার সংশ্লিষ্ট এলাকার উন্নয়ন ও সৌন্দর্যায়ণ হয়েছে। আন্তর্জাতিক প্রতিযোগিতা পর্যায়ের সঙ্গে সঙ্গতি রেখে সম্পূর্ণ শ্রীবৃদ্ধিসাধন, খেলার মাঠ, আলোর ব্যবস্থা, অভ্যাসের জায়গা সহায়ক সুবিধার ব্যবস্থা করা হয়েছে।

আর্থিক কর্মসম্পাদন যা ২০১০-১১ সালে ছিল ২৯.২৯ কোটি টাকা, তা আজ ২০১৬-১৭ সালে বেড়ে হয়েছে ২৩৭.২১ কোটি টাকা।

নতুন করে তৈরি হয়েছে:-

১. ঝাড়গ্রামের নয়াগ্রাম স্টেডিয়াম

২. ঝাড়গ্রামের আর্চারি আকাদেমি

৩. পশ্চিম মেদিনীপুরে শালবনি স্টেডিয়াম

৪. পূর্ব বর্ধমানে মেমারি স্টেডিয়াম

৫. পূর্ব বর্ধমানে ভাতার স্টেডিয়াম

৬. দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরে সুইমিং পুল

৭. দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং-এ সুইমিং পুল

৮. বাঁকুড়ার খাতরা’য় স্পোর্টস আকাদেমি এবং স্টেডিয়াম

৯. উত্তর ২৪ পরগণার বারাকপুরে স্পোর্টস কমপ্লেক্স ও স্টেডিয়াম

১০. উত্তর ২৪ পরগণার নৈহাটিতে স্পোর্টস কমপ্লেক্স ও স্টেডিয়াম

১১. হাওড়ায় উলুবেড়িয়া স্টেডিয়াম

১২. কলকাতার টালাপার্কে স্পোর্টস কমপ্লেক্স

১৩. উত্তর দিনাজপুরের ইসলামপুরে স্টেডিয়াম

১৪. বাঁকুড়ায় ওন্দা স্টেডিয়াম

বিদ্যমান ক্রীড়া পরিকাঠামোর ব্যাপক সংস্কার, আধুনিকীকরণ-এর রূপায়ণ বা সূচনা:-

১. কলকাতার মোহন বাগান, ইস্টবেঙ্গল, মহামেডান স্পোর্টিং ক্লাব মাঠে ফ্লাড লাইটিংয়ের ব্যবস্থা এবং পরিকাঠামোর সংস্কার

২. দার্জিলিং-এ লেবং স্টেডিয়ামের সংস্কার এবং কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম, শিলিগুড়ি, দার্জিলিং-এ ফ্লাড লাইটিং-এর ব্যবস্থা

৩. কোচবিহারে ইনডোর স্টেডিয়াম, রাজবাটি স্টেডিয়াম কমপ্লেক্সের মেরামতি/সংস্কার

৪. দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ইনডোর স্পোর্টস কমপ্লেক্স

৫. মুর্শিদাবাদের বহরমপুর স্টেডিয়াম কমপ্লেক্সের কাঁটাতারের বেড়াসহ সীমানা প্রাচীর নির্মাণ

৬. মালদায় বৃন্দাবনি পার্কের ডিএসএ স্টেডিয়াম এবং সত্য চৌধুরি ইনডোর স্টেডিয়ামের উন্নয়ন

৭. বীরভূমে বোলপুর স্টেডিয়াম এবং সিউড়ি স্টেডিয়াম উন্নয়ন এবং সংস্কার

৮. নদিয়ার রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর, কল্যাণী, নবদ্বীপ স্টেডিয়ামের উন্নয়ন ও সংস্কার এবং বিভুতি ক্লাব খেলার মাঠ (বীরনগর)-এ ক্লাব হাউস তথা গ্যালারির নির্মাণ কাজ

৯. দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ড হারবার স্পোর্টস কমপ্লেক্স এবং কুলতলি এবং ডাঃ বি আর আম্বেদকর কলেজ স্টেডিয়াম নির্মাণ ও সংস্কার

১০. পূর্ব মেদিনীপুরে রাখাল মেমোরিয়াল স্পোর্টস কমপ্লেক্স এবং অরবিন্দ স্টেডিয়ামের সংস্কার

১১. পুরুলিয়ায় ইনডোর স্টেডিয়াম, স্পোর্টস হোস্টেল এবং কাশীপুরের কাশীপুর স্টেডিয়াম, পুরুলিয়া

১২. হাওড়ার হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন স্টেডিয়ামের সংস্কার

১৩. হুগলিতে ইস্টার্ন গ্রাউন্ড, চুঁচুড়া ও বারিজহাটিতে সুইমিং পুলের সংস্কার

১৪. পূর্ব বর্ধমানে স্পন্দন স্পোর্টস গ্রাউন্ড, কালনা অঘোরনাথ পার্ক স্টেডিয়াম-এর সংস্কার ও উন্নিতকরণ

১৫. ঝাড়গ্রামে ঝাড়গ্রাম স্টেডিয়াম সংস্কার

Mamata Banerjee pens promo song for U-17 World Cup

Bengal Chief Minister Mamata Banerjee has penned a promo song for the FIFA Under-17 World Cup; it was launched on September 20.

The World Cup started from October 6. The Vivekananda Yuba Bharati Krirangan in Kolkata will host 10 matches, including the final, from October 8 to October 28.

The song reflects the excitement and feelings associated with football. At the same time, the message of communal harmony has also been given through the song. The song has been launched in audio format, and a video format will come out soon.

The song will be distributed among Durga Puja organisers and it will be played in many Durga Puja mandaps.

The Chief Minister takes a keen interest in the development of sports in the state and taken a number of measures including setting up infrastructure, starting tournaments, and giving awards and monetary aids to sportspersons and clubs.

 

অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের প্রোমো সং লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়

গত ২০সে সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ফিফা অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের প্রোমো সং-এর উদ্বোধন হল।

এই বিশ্বকাপ শুরু হবে ৬ই অক্টোবর। কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে মত ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে আছে ফাইনালও। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮সে অক্টোবর।

এই খেলায় মানুষের যে ভালোবাসা ও আবেগ জড়িয়ে আছে, সেটি গানে আছে। সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাও আছে, এই গানটির অডিওটি প্রকাশিত হয়েছে, ভিডিওটি প্রকাশিত হবে খুব শীঘ্রই।

দুর্গা পুজো আয়োজকদের এই গানটি বিতরণ করা হবে ও এটি মণ্ডপগুলিতে চালানো হবে।

মুখ্যমন্ত্রী ২০১১ সাল থেকেই ক্রীড়া জগতকে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছেন। অনেক পদক্ষেপ নিয়েছেন যার মধ্যে পরিকাঠামো উন্নয়ন থেকে, টুর্নামেন্ট শুরু করা, ক্লাব ও খেলোয়াড়দের পুরস্কার ও অর্থনৈতিক অনুদানও আছে।

Source: Millennium Post

 

 

 

Bengal Tourism Dept to train students to act as guides during World Cup

‘Atithi Bandhu’ or ‘Friend of Guest’ – around 200 students studying Hospitality and Tourism Management courses in Kolkata have been trained to act as such during the days of the FIFA Under-17 World Cup in Kolkata. Ten matches, including the final would be played in the city.

They would be guides to some of the approximately 3,000 foreign tourists expected to be in the city daily during the duration of the World Cup. This number is expected to become 10,000 per day around the days of the final.

The Bengal Tourism Department is involved in getting these students trained in Spanish, Portuguese and German – languages other than English which are expected to be the mother tongues of most of the foreign tourists – at the Ramakrishna Mission Institute of Culture, as well as giving them other necessary training to turn them into effective tourist guides.

Kolkata is one of the favourite cities with foreign tourists and the grand sporting occasion is expected to act as a major boost to the number. Be it Victoria Memorial, India Museum, Kalighat Temple or the other historical and cultural sites of Kolkata, or the places linked to the lives of Mother Teresa, Rabindranath Tagore and Satyajit Ray – the three most-recognised personalities from the City of Joy – these ‘Atithi Bandhus’ or ‘Friends of Guests’ would be the ideal people to interpret the significance of these places and guide tourists through them.

Details regarding the identities of these guides – like names, e-mail addresses, etc. – as well as the cost of hiring them would be available on the website of the State Tourism Department. Tourists can contact the guides directly through the website.

This is not a one-off project though. The State Government, through the Tourism Department, is going to make ‘Atithi Bandhu’ an ever-continuing project, for foreign tourists arrive in Kolkata throughout the year; and Christmas is the next big occasion.

Source: Anandabazar Patrika

 

অতিথিকে ফুটবলের শহর চেনাবে বন্ধু

 

ফুটবল-মহোৎসব দেখার পাশাপাশি এবার ফুটবলের শহরটাও ঘুরে দেখবেন বিদেশি অতিথিরা। ‘পুজোর শহর’ বদলে যাচ্ছে ‘যুব বিশ্বকাপ ফুটবলের শহরে’। ফুটবল দেখতে দেখতে কলকাতাকে দেখার ইচ্ছে হলে কোনও চিন্তা নেই। আপনাকে শহর ঘুরিয়ে দেখাবে অতিথি-বন্ধু।

চিলে, ইংল্যান্ড, ইরাকের ফুটবলারেরা ইতিমধ্যেই কলকাতায় হাজির। মেক্সিকোও দু’এক দিনের মধ্যে এসে পড়বে। চার দেশের ফুটবলারদের সঙ্গেই আসছেন কয়েক হাজার সমর্থক। এই বিদেশিদের কাছে টেনে কলকাতার পর্যটনকে জনপ্রিয় করতে এখন মরিয়া রাজ্য সরকার।

রাজ্যের নতুন অস্ত্র— ‘অতিথি-বন্ধু’। এরা আসলে হসপিটালিটি এবং ট্যুরিজম ম্যানেজমেন্টের বাছাই করা শ’দুয়েক পড়ুয়া। যাদের তৈরি করা হয়েছে বিশেষ প্রশিক্ষণ দিয়ে। ‘অতিথি-বন্ধুরা বিদেশি পর্যটকদের নিয়ে যাবেন তাঁদের পছন্দসই সাবেক কলকাতার নানা জায়গায়।

অতিথি-বন্ধুরা সকলেই ইংরেজিতে স্বচ্ছন্দ। গোলপার্ক রামকৃষ্ণ মিশন থেকে স্প্যানিশ, পর্তুগিজ ও জার্মান ভাষায় কথা বলার প্রাথমিক পাঠও তাঁদের দেওয়া হয়েছে। নাম, ই-মেল আইডি-সহ অতিথি-বন্ধুদের যাবতীয় তথ্য দেওয়া থাকছে রাজ্য পর্যটন দফতরের ওয়েবসাইটে। সেখানেই যোগাযোগ করে কথাবার্তা আগাম সেরে রাখতে পারবেন বিদেশিরা। গোটা বন্দোবস্তের অবশ্যই কিছু খরচ রয়েছে। একই ভাবে সাম্মানিক পাবেন অতিথি-বন্ধুরাও।

গ্রুপ পর্বের খেলা চলার সময়ে কলকাতায় দৈনিক গড়ে ৩ হাজার পর্যটক থাকবেন। ফাইনালের সময়ে তা ১০ হাজার ছাড়াবে। এদের থাকার জন্য শহরের পাঁচতারা হোটেলগুলি সহ ধর্মতলার আশপাশের হোটেলগুলিকেও তৈরি রাখা হচ্ছে। বিশ্বকাপ শেষ হলেও অতিথি-বন্ধুদের কাজ ফুরোবে না। কলকাতায় বিদেশিদের আনাগোনা লেগেই থাকে। বড়দিনে তা আরও বাড়বে।

 

 

Park for Kanysashree bravehearts in Murshidabad

They have endured taunts, insults, threats and even physical attacks. Yet they never strayed from their path of working for the welfare of the girl child.

During the last two years, these ‘Kanyashree Yodhas’, or ‘Kanyashree warriors’, as they have been named, of Hariharpara in Murshidabad district have managed to stop 39 child marriages, and most of these children are now back in school.

These bravehearts are among the beneficiaries the of the Bengal Government’s landmark, internationally-feted Kanyashree Scheme, the brainchild of Chief Minister Mamata Banerjee.

To celebrate their achievements, and to encourage more and more girls to emulate these brave Kanyashrees, the local panchayat samity has built a park specially for them. It has been named ‘Kanyashree Yoddha Park’, and is spread over 5,000 square metres.

It was inaugurated recently in the presence of 85 such ‘Kanyashree Yodhas’ and their guardians by the block development officer (BDO) of Hariharpara, who is the driving force behind this initiative.

Here, they would learn and practice karate, play football and do other physical activities. In the park, there is also a room with computers. It is meant to be a meeting room as well as a place for the girls to discuss and exchange news related to their activities and development from across the world through the internet.

 

কন্যাশ্রী যোদ্ধাদের জন্যই পার্ক মুর্শিদাবাদে

কোথাও জুটেছে গালি, কোথাও শারীরিক নিগ্রহ, কখনও পথে-ঘাটে হুমকি, কটূক্তি। ওরা হার মানেনি। দু’বছরে রুখেছে অন্তত ৩৯ জন নাবালিকার বিয়ে। যে মেয়েদের অনেকেই ফিরেএসেছে স্কুলে।
যাদের দৌলতে নাবালিকা বিয়ে রোখায় অন্যতম অগ্রণী মুর্শিদাবাদের হরিহরপাড়া, সেই কন্যাশ্রী যোদ্ধাদের জন্যই গড়া হল পার্ক। সেখানে তারা ক্যারাটে শিখবে, ফুটবল খেলবে, লাগোয়া ঘরে বসে বিনিময় করবে খবরাখবর, মিটিং করবে। কম্পিউটার ঘেঁটে জানবে দেশ-বিদেশের তথ্য, অনলাইন আবেদনও করতে পারবে।

হরিহরপাড়া ব্লক অফিসের সামনে পঞ্চায়েত সমিতির প্রায় পাঁচ হাজার বর্গমিটার জমি ঘিরে গড়ে তোলা সেই ‘কন্যাশ্রী যোদ্ধা পার্ক’-এর উদ্বোধন হল। ঘাসে ছাওয়া পার্ক ঘিরে রকমারি গাছ। পাঁচ জন বসতে পারে এমন ছাউনি দেওয়া আটটি বেঞ্চ চারদিকে ছড়ানো, সঙ্গে দোলনা। সকা‌ল থেকে বিকেল ৫টা পর্যন্ত এই পার্ক থাকবে কন্যাশ্রীদের দখলে।

উদ্বোধনে হাজির ছিল ৮৫ জন কন্যাশ্রী যোদ্ধা আর তাদের অভিভাবকেরা।

 

Source: Anandabazar Patrika

উন্নয়ন ও দায়িত্ব-কর্তব্য

দীর্ঘ সংগ্রামের পর বাংলায় পরিবর্তন এসেছিল। জনতার সমুদ্রে ভর দিয়ে জননেত্রী মমতা বন্দোপাধ্যায়ের হাত ধরে বাংলায় এক নতুন সূর্য উঠেছিল সেদিন। আর এই সূর্যোদয়ের পেছনে ছিল কয়েক হাজার তৃনমূল নেতা- কর্মীর আত্মবলিদান।

গনতন্ত্রের পথ ধরে যে বাংলা সেদিন নেত্রী হাতে পেয়েছিলেন তা ছিল পুরোপুরি নিঃস্ব-রিক্ত। ৩৪ বছরের অনুন্নয়নের ধাক্কায়  ঝাঁঝড়া হয়ে গিয়েছিল বাংলার স্বপ্ন। প্রায় ২ কোটি বেকার, কেন্দ্রের ঘরে প্রায় ২ লক্ষ কোটি টাকা ঋণ রেখে বাংলা থেকে বিদায় নিয়েছিল বামফ্রন্ট। কোষাগার ছিল পুরোপুরি শুন্য।ঠিকাদাররাজ, দালালরাজ থেকে শুরু করে বেআইনি কর্মকান্ডের গর্ভগৃহ হয়ে উঠেছিল সরকারি অফিসগুলি। দিনের শেষে সরকারি দফতরে মিছিল-আন্দোলন কর্মসূচি পাওনা ছিল রাজ্যবাসীর। অধিকাংশ কারখানার গেটে তখন তালা ঝুলছে, শ্রমিক-মহল্লায় হাহাকার। গরিব কৃষকের জমি কেড়ে নিয়ে শিল্পপতিদের কার্যত জলের দরে দিয়ে দিয়েছিল আলিমুদ্দিনের শাসকরা। শিক্ষাঙ্গনে রাজনীতির বিষবাষ্প সুকোলমতি পড়ুয়াদের মেধা-বুদ্ধি-বৃত্তিকে পুরোপুরি অকেজো করে দিয়েছিল। উন্নয়ন ভুলে গিয়ে শুধুমাত্র ভোট লুঠ করে ক্ষমতায় বসেছিলেন চেচেস্কুর উত্তরসূরিরা।

সিঙ্গুর, নন্দিগ্রাম শুধু নয়, নেতাইয়ের মতো কলঙ্কজনক ঘটনা ঘটিয়ে একের পর এক গণহত্যা চালিয়ে যাচ্ছিল সিপিএম নেতারা। জমি বাঁচাতে গিয়ে তাপসী মালিকের মতো অনেক নারীর সম্ভ্রমের পাশাপাশি প্রাণও গিয়েছে। কয়েক ডজন শিশু-কিশোর হারিয়ে গিয়েছে নন্দীগ্রামের লড়াইয়ের সাক্ষী হলদি নদীর জলে।সেদিনের স্মৃতি মনে পড়লে আজও আঁতকে উঠতে হয়। নেত্রীর নির্দেশে আমাদের মতো সৈনিকরা তখন দিনরাত এক করে মানুষকে সঙ্গে নিয়ে জুলুমবাজির সরকারের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিলাম। এই দীর্ঘ সংগ্রামে বেশ কয়েকবার নেত্রীর জীবন বিপন্ন হয়েছে। কোনওক্রমে প্রানে বেঁচে গিয়েছিলেন আমাদের সকলের প্রিয় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরের বিডিও অফিসে রাতের অন্ধকারে আলো নিভিয়ে দিয়ে পুলিশের রাইফেলের কুঁদো দিয়ে গুঁতিয়ে নেত্রীকের হত্যার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে বাম সরকারের পুলিশ। যত তাঁর উপর আঘাত এসেছে ততই আরও জোরদার আন্দোলন করে মানুষের দাবিকে প্রতিষ্ঠার চেষ্টা চালিয়েছেন।

এভাবেই একদিন মানুষকে সঙ্গে নিয়ে গণতন্ত্রের বেদিমূলে অর্ঘ্য দিয়ে সরকারে পৌঁছে দিয়েছেন জননেত্রী। কিন্তু দায়িত্ব নিয়েই মহাকরণে বসে দেখতে পেয়েছেন বাম জমানার রেখে যাওয়া প্রশাসনে তখন শুধুই দলবাজি। কর্মসংস্কৃতির পুরোপুরি বিসর্জন হয়ে গিয়েছে রাজনীতির গঙ্গায়। পুলিশ এবং প্রশাসনের কর্তা-ব্যক্তিরা সাধারণ মানুষের পরিবর্তে লাল পার্টির নেতাদের অঙ্গুলিহেলনে ওঠাবসা করেছিলেন।মানুষের উপকার দুরের কথা নুন্যতম দায়িত্ব ও কর্তব্য ভুলে গিয়েচগিলেন প্রশাসনিক ব্যক্তিত্বরা। সব মিলিয়ে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় যে ভয়াবহ- ভগ্নদশা অবস্থায় বাংলাকে পেয়েছিলেন তা বোধ করি বিশবের অন্য কোনও প্রশাসক পেলে দায়িত্ব নিতেন না। কিন্তু মানুষের উন্নয়নে ২৪ ঘন্টা কাজ করতে অঙ্গীকারবদ্ধ অগ্নিকন্যা রীতিমতো চ্যালেঞ্জ নিয়ে বাংলার প্রশাসনিক দায়িত্ব নিয়েছিলেন। আর এই দায়িত্ব তাঁকে যে বিশবসভায় বাংলাকে পৌঁছে দেওয়ার শপথ নিতে সাহায্য করেছে তাঁর প্রমাণ কন্যাশ্রী এখন বিশ্বশ্রী। গর্বিত বাংলা,গর্বিত আমি তাঁর সরকারের একজন সহকর্মী হয়ে কাজ করার সুযোগ পেয়ে। অবশ্যই গর্বিত বাংলার তৃনমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা, যারা সরকারের নানা প্রকল্প ও পরিষেবাকে জনতার কাছে পৌঁছে দিচ্ছেন। জেলায় জেলায় নানা চক্রান্ত ও বিরোধিদের ষড়যন্ত্র উপেক্ষা করে মুখ্যমন্ত্রীর ঘোষিত সমস্ত প্রকল্প এবং পরিষেবা সাধারণ মানুষের জন্য বাস্তবায়িত করে চলেছেন।

কিন্তু কেন তিনি এমন একটা সবদিক থেকে দেউলিয়া সরকারের দায়িত্ব নিলেন? কীভাবে ও কোন পথে কেন্দ্রীয় সরকারের লাগাতার বঞ্চনা এবং পক্ষপাতিত্ব উপেক্ষা করে এভাবে বিপুল উন্নয়নে কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন? বিদেশের প্রতিনিধিরা যখন কলকাতায় আমাদের সঙ্গে দেখা করতে আসেন, তখন সকলেরই এই দুটি প্রশ্ন অবধারিত করে থাকেন। দিন কয়েক আগে কলকাতার মার্কিন দুতাবাসের এক শীর্ষ আধিকারিক আমার কাছে জানতে চেয়েছিলেন, মাত্র তিন মিনিটে রাষ্ট্রসংঘের মঞ্চে দাঁড়িয়ে কীভাবে কন্যাশ্রী প্রকল্পের সাফল্য তুলে ধরলেন বাংলার মুখ্যমন্ত্রী? বিশ্বস্বাস্থ্য সংস্থার শীর্ষকর্তারা কলকাতায় এসে অবাক বিস্ময়ে অনুসন্ধান করেছেন কোন জাদুমন্ত্র বলে ন্যায্যমূল্যের দোকানে এত বিপুল ছাড় দিয়ে ওষুধ বিক্রি হচ্ছে। বলতে পারেন, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মিরাকেল। মুখ্যমন্ত্রী উদ্ভাবনী শক্তির সঙ্গে প্রতিযোগিতা করে কেউ যে পারবে না, তা নিশ্চিত হয়ে গিয়েছেন দেশ- বিদেশের নানা সামাজিক প্রকল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিত্বরা।

বাংলার প্রশাসনের দায়িত্ব নিয়ে জননেত্রী দেখেছিলেন সামাজিক প্রকল্প ও পরিষাবার ক্ষেত্রে বিপুল শুন্যতা। রেশন দোকানের নাম করে যে সমস্ত ডিলাররা চাল-গম সংগ্রহ করতেন,তাঁর অধিকাংশই গ্রামের মানুষের কাছে পৌঁছাত না। গড়িব মানুষের নাম করে সরকারি তহবিল থেকে কোটি কোটি টাকা ঘুরপথে পৌঁছে যেত সিপীম-এর পার্টি অফিসগুলিতে। স্কুল-কলেজে শিক্ষকদের একটা বড় অংশই শিক্ষাঙ্গনকে রাজনীতির ক্রিড়াঙ্গনে পরিনত করেছিলেন। মাসের পর মাস শিক্ষা প্রতিষ্ঠানে না এলেও বেতন নিয়ে চলে যেতেন একদল রাজনীতি-সর্বসব লালপার্টির নেতারা। হাসপাতালে রোগী ভর্তি হতে এসে দালালচক্রের হাতে সমস্ত খুইয়ে বাড়ি ফিরেছিলেন। এমন অবস্থায় মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক সামাজিক প্রকল্প চালু করার পাশাপাশি বিপুল কর্মসংস্থানের ব্যবস্থা করলেন।

এতদিন বাংলার মানুষ জানতেন যে মুখ্যমন্ত্রী মানে মহাকরণের অলিন্দে থাকা একটা ক্ষমতাশালী মানুষ। স্বাধীনতার পর কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতি মাসে জেলায় জেলায় ঘুরে উন্নয়ন নিয়ে প্রশাসনিক বৈঠক করেছেন, এমন নজির শুধু দেশ কেন, গোটা বিশ্বে নেই। অথচ তৃনমূল নেত্রী গত ছ’বছরের বেশি সময় সেটাই অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করে চলেছেন। মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর প্রথম সফর ছিল জঙ্গলমহল। এরপর পাহাড়, সুন্দরবন সর্বত্রই ঘুরে ঘুরে সরেজমিনে উন্নয়নের নানা প্রকল্পের বাস্তবায়নের দেখেছেন তিনি। পরখ করেছেন প্রতিট প্রকল্পের সরকারি ব্যয়ের খুঁটিনাটি। আসলে জনগণের প্রতিটি পাইপয়সার হিসাব অত্যন্ত নিখুঁতভাবে দেখে রাখতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। বস্তুত এই কারণে তিনি প্রায়ই বলেন “আমি জনগণের পাহারাদার।” শুধু উন্নয়ন নয়, দুর্গাপুজো থেকে মহরম, ইদ থেকে বড়দিন, নববর্ষ থেকে নিউইয়ার, উৎসবে যখন বাংলার কোটি কোটি মানুষ মগ্ণ থাকেন, তখন প্রশাসনকে সঙ্গে নিয়ে কড়া নজরদারি চালিয়ে যান জনতার নেত্রী।

অশান্তির ঘুর্ণিঝড় বিধ্বস্ত করে দিয়েছিল জঙ্গলমহল। ফেরালেন শান্তি। সঙ্গে সঙ্গে বিপথে যাওয়া জঙ্গলমহলের যুবকদের জীবনে এনে দিলেন কর্মসংস্থানের অক্সিজেন। এখানেই শেষ নয়, সমস্ত আদিবাসীদের জন্য দু’টাকা কিলো চাল-আটা চালু করলেন। সবুজ সাথী সাইকেল থেকে শুরু করে কন্যাশ্রী, যুবশ্রী, মাতাশ্রী-র মতো নানা প্রকল্প আজ শুধু বাংলায় নয়, গোটা দেশেই বিভিন্ন রাজ্য অনুকরণ করছে। কন্যাশ্রী প্রকল্প শুধুমাত্র নারীশিক্ষায় আলো আনেনি, বাল্যবিবাহ থেকে শুরু করে নারী পাচার অনেকটাই বন্ধ করে দিয়েছে আমাদের রাজ্যে। আর সেই কারণেই রাষ্ট্রসংঘ কন্যাশ্রী প্রকল্পের প্রবক্তা বাংলার নবরুপকার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে বিশ্বসম্মান তুলে দিয়েছে। বাংলা হয়েছে সত্যি সত্যি বিশ্ববাংলা।

দেশের এক অস্থির সময়ের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। মানুষে মানুষে ভেদাভেদ তৈরি করে সাম্প্রদায়িকতার বিষবাষ্পে শ্বাসরোধ হওয়ার উপক্রম হয়েছে আমাদের। সামাজিক সম্প্রীতি আজ মরুভূমিতে পরিণত হতে চলেছে। দেশে চরম অসহিষ্ণুতা গ্রাস করতে চলেছে। এমন প্রেক্ষাপটে দেশবাসীর কাছে একটাই মরূদ্যান- বাংলার মুখ্যমন্ত্রী, মা-মাটি-মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি থেকে পাটনা, সর্বত্রই তাঁকে সামনে রেখেই দেশের সমস্ত বিরোধী রাজনৈতিক নেতারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ের শপথ নিচ্ছেন। স্বভাবতই বাংলার তৃনমূল কর্মীদের দায়িত্ব পড়েছে মা-মাটি-মানুষের নেত্রীর উপর। তাই একদিকে যেমন নেত্রীর চালু করা সমসত প্রকল্প ও পরিষেবা আরও বেশি করে জনতার কাছে পৌঁছে দিতে হবে, অন্যদিকে সাম্প্রদায়িকতা-বিরোধী লড়াইকে আরও জোরদার করতে হবে। দলকে করতে হবে আরও শক্তিশালী। দলীয় কর্মিদের মনে রাখতে হবে, দলীয় সংগঠন যত শক্তিশালী হবে, নেত্রীর হাত ততই মজবুত হবে। আর দেশের নেতৃত্ব দিতে আরও সহজ এবং সাবলীল পথ হয়ে উঠবে আমাদের প্রিয় নেত্রীর। মনে রাখতে হবে, সেদিন আর বেশি দূরে নেই, যেদিন মা-মাটি মানুষের নেত্রীর হাত ধরেই বিভাজনের রাজনীতিকে গুড়িয়ে দিয়ে দেশে মুক্তির নতুন সূর্য উঠবে। নতুন ভারত গড়ে উঠবে, স্বপ্ন সফল হবে মা-মাটি মানুষের।

Mamata Banerjee inaugurates several community Durga Puja pandals

Chief Minister Mamata Banerjee inaugurated several community Durga Pujas this week. She started inaugurating from the day before Mahalaya.

The Chief Minister inaugurated Ekdalia Evergreen, Hindustan Park, Behala Natun Dal, Ajay Sanhati, Naktala Udayan Sangha, Jodhpur Park 95 Pally, Ahiritola Durgotsav, Santoshpur Sarbajonin, Sreebhumi Sporting Club and several other pandals.

Like every year, this year too she drew the eyes of Ma Durga – called ‘chokkhudan’ (‘gifting the eyes’) in Bengali, which is a crucial ritual of Durga Puja – at Chetla Agrani Club.

The Chief Minister has appealed to the Puja committees to maintain tight security at the pandals so that people can enjoy the sights and sounds in an orderly and peaceful manner.

 

 

 

বিভিন্ন পুজো মণ্ডপের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

এই সপ্তাহে বিভিন্ন পুজো প্যান্ডেলের উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহালয়ার আগের দিন থেকে পুজো উদ্বোধনে ব্যস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
একডালিয়া এভারগ্রিন, হিন্দুস্তান পার্ক, বেহালা নতুন দল, অজয় সংহতি, নাকতলা উদয়ন সংঘ, যোধপুর পার্ক ৯৫পল্লী, ঐতিহ্যবাহী আহিরিটোলা দুর্গোৎসব, সন্তোষপুর সর্বজনীন, শ্রীভুমি স্পোর্টিং ক্লাব সহ আরও অনেক পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

প্রতি বছরের মত, এবারও তিনি চেতলা অগ্রণী ক্লাবে মা দুর্গার চক্ষুদান করেন।

উৎসবের দিনগুলোতে পুজো প্যান্ডেলগুলিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য পুজো কমিটিগুলোকে বিশেষ আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধন করা কিছু প্রতিমার ছবি দেওয়া হলো, বর্ণানুক্রমিক ভাবে সাজানো (ওনার ফেসবুক পেজ থেকে সংগৃহীত)

 

41 Pally (4)

41 Pally

95 Pally (4)

95 Pally

ABANTI 3

Abanti

Ahiritola (1)

Ahiritola

BABUBAGAN 2

Babubagan

Ballygaunge Culture (1)

Ballygunge Cultural Association

Barisha Club (1)

Barisha Club

BOKULBAGA 1

Bakulbagan

Bosepukur (2) - Copy

Bosepukur Sitalamandir

Chetla Agroni (3)

Chetla Agrani

Ekdalia Evergreen

Ekdalia Evergreen

garia hat hindusthan club 1_Ed

Hindustan Club

Hindusthan Park (1)

Hindustan Park

jodhpur park 3

Jodhpur Park

Kalighat Milan Sangha

Kalighat Milan Sangha

Naktala Udayan Sangha (1) - Copy

Naktala Udayan Sangha

Samaj Sebi (2)

Samajsebi

Shelimpur Palli 18

Selimpur Pally

Shiv Mandir (4)

Shiv Mandir

Sreebhumi (3) - Copy

Sreebhumi Sporting

Tridhara (2)

Tridhara Sammilani

Tea garden workers should be given Puja bonuses: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee held a media interaction at Nabanna today after a meeting between the State Government and representatives of Gorkha Janmukti Morcha (GJM). The meeting was called by the State’s Chief Secretary to discuss issues regarding the tea gardens in the hills.

The Government has asked all concerned parties, including the garden owners, the unions and tea associations, to reopen the tea gardens and pay the workers the bonus due to them. Another meeting would be held on September 21 in Siliguri with the Labour Commissioner to finalise these issues.

The Chief Minister said the government wanted to know from the Hill leaders how the people in the Hills were faring. She said the situation in the region had improved now. The State Government has always wanted development and peace in the Hills. She wished her brothers and sisters in the Hills well.

Mamata Banerjee also offered her greetings to the people on the occasion of Durga Puja. The inauguration of various pandals started from today.

 

 

চা বাগানের শ্রমিকদের পুজোর বোনাস দেওয়া হোকঃ মমতা বন্দ্যোপাধ্যায়

 

আজ নবান্নে গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পর সাংবাদিক দের মুখোমুখি হয়ে তিনি জানান, “আজ মুখ্য সচিব একটি বৈঠক ডেকেছেন। গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বৈঠকে। চা বাগান নিয়ে আলোচনা হয়েছে”।

চা বাগান খুলে দিতে ও শ্রমিকদের বোনাস দিতে বলা হয়েছে। আগামী ২১ তারিখ একটি বৈঠক হবে এবং সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, “আমরা জানতে চেয়েছি পাহাড়ের মানুষজন কেমন আছেন। পাহাড় এখন অনেক স্বাবাভিক হয়ে গেছে। আমরা পাহাড়ের উন্নয়ন চাই, শান্তি চাই। পাহাড় অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। পাহাড়ের ভাই বোন ভালো থাকুক”।

তাঁর কথায়, “কোনরকম সন্ত্রাসবাদী কার্যকলাপ আমরা বরদাস্ত করব না, সরকার তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে”।

Bengal to spend Rs 12,180 cr more on infra push: Bengal CM

In a major push to infrastructure development in Bengal, the Trinamool Congress Government has decided to spend Rs 12,180 crore in addition to the Rs 20,155 crore allocated in this year’s budget for the purpose.

This was stated by Chief Minister Mamata Banerjee at a media interaction at the state secretariat, Nabanna yesterday. The amount, she said, would be spent for the construction of roads, bridges, flyovers, water and electrification projects, and warehouses for the storage of foodgrains in the next two to three years. A committee has been formed under the chief secretary for monitoring them.

As many as 12 flyovers will be built along with a complete overhaul of the power distribution system, bridges, flyovers and various other projects. She further said that the government had sent a proposal to the Railway Ministry for a bullet train linking Andal to Kolkata.

The government is allocating Rs 6,195 crore extra to the State Public Works Department (PWD) and an additional Rs 2,862 crore to the Urban Development and Municipal Affairs Department. Rs 850 crore will be given to West Bengal Warehouse Corporation for constructing warehouses to store foodgrain.

The projects that will be taken up by the PWD include four-laning of the Kalyani Expressway and Belgharia Expressway connectivity, Bankura-Durgapur Road and Kolkata-Basanti Road up to Ghatakpukur, and flyovers at Manicktala crossing along AJC Bose Road, over Ganesh Chandra Avenue, at New Market towards MG Road crossing and from Tartala to Jadavpur Phanri via Prince Anwar Shah Road.

Work to be undertaken by the Urban Development Department includes the construction of a giant wheel at the riverside Millenium Park in Kolkata, and trans-municipal water supply schemes for Dankuni, Uttarpara, Konnagar, Rishra, Sreerampore and Baidyabati.

In the power sector, the government is allocating as much as Rs 2,273 crore, including for three units of the Kolaghat Thermal Power Station, which will be renovated and modernised along with two units of Sagardighi and Kolaghat (Unit 1).

Bengal is developing Andal Airport in Durgapur to take a part of the load off the airport in Kolkata. The Chief Minister said that the State Government had sent a proposal to the Centre for a bullet train connecting Andal with the city. A passenger from the Andal airport can commute within 45 minutes to the city by a bullet train.

She maintained that Bengal has been marching ahead despite financial constraints. She said that development cannot take place without infrastructure. Once these projects are complete, Bengal will attain the golden era, she added.

 

Source: Millennium Post

 

 

পরিকাঠামো উন্নয়নে আরও ১২,১৮০ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার

 

রাজ্যে পরিকাঠামো উন্নয়নের ওপর আরও জোর দিতে অতিরিক্ত ১২ হাজার কোটি টাকা বরাদ্দ করল সরকার। শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠক করে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ২০১৭-১৮ অর্থবর্ষে পরিকাঠামো উন্নয়নে আরও ১২,১৮০ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার।
এদিন মুখ্যমন্ত্রী জানান, অন্ডাল বিমানবন্দর থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত বুলেট ট্রেন চালু করার জন্য রাজ্য সরকার একটি প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠিয়েছে। তিনি বলেন, “রাজ্যে পরিকাঠামো বাড়লে বিনিয়োগ বাড়বে। গত ছ’‌বছরে বাংলা অনেক এগিয়ে গেছে। ভারত সেরা থেকে বিশ্ব সেরা হয়েছে। আর্থিক সমস্যা রয়েছে। তবু রাজ্য জুড়ে খাদ্য, বিদ্যুৎ, রাস্তাঘাট, পানীয় জল–সহ সবক্ষেত্রেই আরও উন্নত পরিকাঠামো গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী তিন বছরে এই প্রকল্পগুলি শেষ হয়ে গেলে বাংলায় স্বর্ণযুগ আসবে”।
সড়ক প্রকল্পে উন্নয়ন:

মিলেনিয়াম পার্কে কলকাতা আই প্রকল্পের জন্য ২৯০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া ইএম বাইপাস থেকে নিউ টাউন পর্যন্ত এলিভেটেড ক‌রিডর,গড়িয়াহাট রোড দক্ষিণে উড়ালপুল, কল্যাণী এক্সপ্রেসওয়ের ৪২ কিলোমিটার এবং বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সংযোগকারী চার কিলোমিটার রাস্তা চার লেন, কলকাতা–বাসন্তী রোডের ঘটকপুকুর পর্যন্ত ২৫ কিলোমিটার রাস্তা চার লেন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
নতুন ফ্লাইওভারঃ

  • তারাতলা থেকে টালিগঞ্জ ও আনোয়ার শাহ রোড হয়ে যাদবপুর ফাঁড়ি পর্যন্ত ফ্লাইওভার – প্রকল্পে খরচ ২৭০ কোটি টাকা
  • সুকান্ত সেতু থেকে সেলিমপুর পর্যন্ত ফ্লাইওভার – প্রকল্পে খরচ ২৪৮ কোটি টাকা
  • শিয়ালদহ ব্রিজ থেকে স্টেশন পর্যন্ত ফ্লাইওভার- প্রকল্পে খরচ ২১ কোটি টাকা
  • সেক্টর ফাইভ কলেজ মোড় থেকে রাজারহাট পর্যন্ত ফ্লাইওভার- প্রকল্পে খরচ ৬৮ কোটি টাকা
  • মানিকতলা ক্রসিং থেকে এজেসি বোস রোড পর্যন্ত ফ্লাইওভার – প্রকল্পে খরচ ৩৫০ কোটি টাকা
  • গণেশচন্দ্র অ্যাভিনিউ থেেক এমজি রোড পর্যন্ত ফ্লাইওভার- প্রকল্পে খরচ ৩৭৫ কোটি টাকা
  • সৈয়দ আমির আলি অ্যাভিনিউ থেকে মা ফ্লাইওভার পর্যন্ত ফ্লাইওভার
  • ভাগীরথী নদীর ওপর কালনায় সেতু তৈরি। পাচশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে

 

পরিকাঠামোয় অতিরিক্ত বরাদ্দঃ

আগে বরাদ্দ ছিল ২০,১৫৫.৬১ কোটি টাকা। অতিরিক্ত ১২,১৮০ কোটি টাকা বরাদ্দ করা হল।
পানীয় জল প্রকল্পঃ

জলের সমস্যার কথা মাথায় রেখে ১৩৬৮ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। এর ফলে ডানকুনি, উত্তরপাড়া, কোন্নগর, রিষড়া, শ্রীরামপুর, বৈদ্যবাটি,চাপদানি পুরসভা এবং তার সংলগ্ন এলাকায় পানীয় জলের সমস্যা মিটবে।
বিদ্যুৎ:

বিদ্যুতের সমস্যা সমাধান করতে ২২৭৩ কোটি টাকার অতিরিক্ত বাজেট বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পে সাগরদিঘি তিন এবং চার নম্বর ইউনিট, কোলাঘাটের এক নম্বর ইউনিট সংস্কার করা হবে। নিউ টাউনে উন্নত বিদ্যুৎ পরিষেবা দেওয়া হবে।

এছাড়াও বেহালা, বালুরঘাট, কোচবিহার, মালদায় ছোট ছোট বিমানবন্দরগুলি ঢেলে সাজা হচ্ছে। ইতিমধ্যে ২৬টি হেলিপ্যাডও তৈরি করা হয়েছে। খাদ্যশস্য মজুত করতে গুদাম তৈরির জন্য ৮৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সমস্ত প্রকল্প শেষ হলে রাজ্যে সুবর্ণযুগ আসবে। বাড়বে বিনিয়োগ।