Record turnout for U-17 World Cup in Kolkata, Bengal CM congratulates all

Chief Minister Mamata Banerjee congratulated people from different walks of life, from administration to police as well as the spectators for making the recently concluded Under-17 World Cup tournament a grand success.

She tweeted on Monday: “Kolkata achieves a unique position in the U-17 World Cup. Out of 13 lakh 47 thousand spectators in India who watched the U-17 matches in all the venues, Kolkata is the highest with 6 lakh 8 thousand watching it at the Vivekananda Yuba Bharati Krirangan. This is more than 45% of the total spectator count. Next highest is Delhi with 19.78%. The per match spectator average in India is 25,906, while in Kolkata it is 55, 345- more than double. It is all about our passion for football and the excellent arrangements at the Yuba Bharati Krirangan. My best wishes to all.”

It may be mentioned that FIFA officials who had visited Kolkata had praised the stadium and the infrastructure. Chief Minister Mamata Banerjee took a personal interest and held a series of meetings with senior officials of different departments to make the U-17 World Cup a grand success.

Bidhannagar Municipal Corporation (BMC) had kept the area outside the stadium clean. The roadside gardens were decorated and roads were brightly illuminated. The police along with BMC specified the areas where the spectators could park their vehicles.
State Transport department deployed special buses to ferry the spectators to the venue from the districts as well as from different important points in the city. After the matches were over, the department provided buses so that the spectators coming from the district could return home safely.

There was heavy deployment of policemen outside the stadium and after the matches ended after 10 pm, the police guided the spectators to the respective areas from where the state-run buses left for different areas.

Coordination among various government departments coupled with Mamata Banerjee’s constant monitoring had made the event a grand success.

 

যুব বিশ্বকাপে দর্শকের সংখ্যা বিচারেও কলকাতা অনবদ্য: মুখ্যমন্ত্রী

বিষয়টা যখন খেলা, বিশেষত ফুটবল, তখন তা নিয়ে আবেগের বিচারে সারা দেশের মধ্যে কলকাতার অবস্থান অনবদ্য, এক নম্বরে। যুব বিশ্বকাপ উপলক্ষে সেই কথাটা আরও একবার প্রমাণ হল।

সোমবার ফেসবুক পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে দেশের মধ্যে কলকাতায় সবচেয়ে বেশি দর্শক মাঠে এসেছেন। গোটা ভারতের বিভিন্ন স্টেডিয়ামে প্রায় ১৩ লক্ষ ৪৭ হাজার দর্শক মাঠে এসেছিলেন। কিন্তু, শুধুমাত্র কলকাতায় এসেছিলেন ৬ লক্ষ ৮ হাজার দর্শক। যা মোট দর্শকের প্রায় ৪৫ শতাংশ। এরপরই রয়েছে দিল্লির স্থান। দিল্লিতে মোট দর্শকের ১৯.৭৮ শতাংশ মাঠে এসেছিলেন। এছাড়াও প্রতিটি ম্যাচে গোটা দেশে গড়ে যেখানে ২৫ হাজার ৯০৬ জন দর্শক মাঠে এসেছিলেন, সেখানে কলকাতায় প্রতিটি ম্যাচে গড়ে ৫৫ হাজার ৩৪৫ জন দর্শক মাঠে এসেছেন। অর্থাৎ, দ্বিগুণেরও বেশি।

মুখ্যমন্ত্রী বলেছেন, ফুটবলের প্রতি আমাদের আবেগ এবং যুবভারতী ক্রীড়াঙ্গনের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্যই এটা সম্ভবপর হয়েছে। এজন্য সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

পরিবহণ দপ্তর সূত্রে জানা গিয়েছে, অন্যান্য খেলার দিন গড়ে ৬০০ বাস চালানো হলেও ফাইনালের জন্য ৭০০-র বেশি বাস রাস্তায় নামানো হয়েছিল। শুধু মিলনমেলা-উল্টোডাঙা বা করুণাময়ী-উল্টোডাঙা রুটে নয়, বারাসত, জোকা, বেহালা, দমদম, ডানলপসহ শহরতলির বিভিন্ন প্রান্ত থেকে দর্শকদের মাঠে এনেছে সরকারি বাস। একই সঙ্গে প্রতিটি বাসের লোকেশন ‘পথদিশা’ অ্যাপে দেওয়ায় যাত্রীদের সুবিধা হয়েছে বলেই অনেকে মনে করছেন।

Bengal CM attacks Opposition over dengue politics

Bengal Chief Minister Mamata Banerjee today attacked the Opposition on the dengue issue.

She said, “We do not have a control over diseases. We have to remain alert and maintain cleanliness. We must take care. Chairmen and councilors of various municipalities must visit their areas regularly. Awareness drives must be conducted.”

She added, “Instead of standing by the people at this point of time, they are indulging in politics. Let them share the statistics of the States ruled by them first.”

She stated the number of deaths in 2017 due to vector-borne diseases and swine-flu in different States:

  • Maharashtra – 685
  • Gujarat – 434
  • Rajasthan – 230
  • Uttar Pradesh – 165
  • Madhya Pradesh – 141
  • Tamil Nadu – 120
  • Kerala – 111
  • Odisha – 83
  • Assam – 87
  • Bengal – 34

 

The CM said that special anti-Dengue drives were undertaken in Bengal since January, or else the casualty figures would have been higher. She also added that Bengal has set up several dengue detection centres.

ডেঙ্গু ইস্যুতে বিরোধীদের আক্রমণ মুখ্যমন্ত্রীর

আজ বর্ধিত কোর কমিটি মিটিংএ বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডেঙ্গু ইস্যুতে কড়া ভাষায় আক্রমণ করেন বিরোধীদের।

তিনি বলেন, “রোগ আপনার আমার হাতে নেই, কিন্তু, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, সঠিক সময়ে সঠিক কেয়ার নিতে হবে। মিউনিসিপালিটির চেয়ারম্যানরা কাউন্সিলরদের নিজের এলাকায় বারবার ভিজিট করতে বলুন। জেলা পরিষদরাও ভিজিট করবেন। কাউন্সিলর, এমপি, এমএলএরা প্রশাসনকে সাথে নিয়ে সচেতনতা প্রোগ্রাম করুন। নিজেদের এলাকা ভালো রাখুন, সজাগ থাকুন।“

মুখ্যমন্ত্রী আরও বলেন, “সিপিএম কংগ্রেস বিজেপি মানুষের পাশে না দাঁড়িয়ে চিৎকার করতে শুরু করেছে, নিজের রাজ্যের হিসেবটা ফার্স্ট নিতে বলুন।”

তিনি পরিসংখ্যান দিয়ে বলেন কন রাজ্যে ২০১৭ সালে Vector-Borne Diseases & Swine Flu-র কারণে কত মৃত্যু হয়েছেঃ

  • মহারাষ্ট্র – ৬৮৫
  • গুজরাট – ৪৩৪
  • রাজস্থান – ২৩০
  • উত্তর প্রদেশ – ১৬৫
  • মধ্যপ্রদেশ – ১৪১
  • তামিলনাড়ু – ১২০
  • কেরল – ১১১
  • ওড়িশা – ৮৩
  • আসাম – ৮৭
  • বাংলা – ৩৪

 

মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে জানুয়ারী মাস থেকেই ডেঙ্গুরোধের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয় নয়তো মৃত্যুর সংখ্যা আরও বেশী হতে পারত। তিনি এও বলেন এই রাজ্যের মত এতগুলো ডেঙ্গু ডিটেকশন ল্যাবোরাটরি আর কোন রাজ্যে নেই।

Bengal Govt to train medical students in martial arts

In a first-of-its-kind intuitive, the Bengal Government has decided to provide training in the 2,000-year-old martial art of taekwondo to medical students studying in the government medical colleges.

Earlier, certain all-India institutions did provide martial arts training to its students, but this is the first time that a State Government would be providing the training.

Not just medical students, any health worker, nurse or official posted in these medical colleges can attend the taekwondo classes. There are 13 medical colleges in Bengal.

Martial arts not only teaches self-defence but along with it, self-confidence, stress management, showing respect to others, communication, etc., and it is these other aspects that are being looked into as equally important lessons for the students.

These aspects are essential for becoming a well-rounded person, and service to people being the essential motto of doctors, these are of equal importance along with professional skill.

রাজ্যের সব মেডিকেল কলেজে মার্শাল আর্ট শেখানোর সিদ্ধান্ত

 

দেশের মধ্যে প্রথম রাজ্য হিসাবে বাংলার সমস্ত সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে দু’হাজার বছরের পুরানো মার্শাল আর্ট তাইকোন্ডো শেখানোর সিদ্ধান্ত নিল রাজ্য স্বাস্থ্য দপ্তর।

এর আগে ভারতের সেরা স্বাস্থ্য প্রতিষ্ঠান অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এইমস) ছাড়াও আইআইটি কানপুর, আইএসআই কলকাতা, আইআইটি রুরকি সহ দেশের একাধিক শীর্ষ মেধা প্রতিষ্ঠানে তাইকোন্ডো শেখানো শুরু হলেও, দেশের কোনও রাজ্য সরকার সুর্নির্দিষ্টভাবে নিজের কোনও দপ্তরের অধীনস্থ সব প্রতিষ্ঠানে এটি শেখানোর সিদ্ধান্ত নেয়নি। যা প্রথম নিল বাংলা। শুধু চিকিৎসক বা হবু ডাক্তাররাই নন, চাইলে রাজ্যের ১৩টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের যে কোনও স্বাস্থ্যকর্মী, নার্স, প্রশাসনিক কর্তা- সকলেই শিখতে পারবেন এই মার্শাল আর্ট।

এ ধরনের মার্শাল আর্টে আত্মরক্ষার কৌশল শেখানো হয় ঠিকই, পাশাপাশি আত্মবিশ্বাস, স্ট্রেস ম্যানেজমেন্ট, অপরকে সৌজন্য দেখানো, সম্মান প্রদর্শন, জনসংযোগ ইত্যাদিও শেখানো হয়। এগুলি আজকের দিনে একজন যথার্থ মানুষ ও চিকিৎসক হয়ে ওঠার পক্ষে খুবই জরুরি।
Source: Bartaman

Fashion connoisseurs pour in accolades for Bengal’s muslin-khadi produce

Muslin-khadi material produced by weavers of Howrah has received widespread accolades from fashion designers and connoisseurs from the country. West Bengal Khadi and Village Industries Board (WBKVIB) has tied up with Udaynarayanpur Pancharul North Harishchandrapur Khadi and Village Development Organisation to unite the weavers.

After coming to power in 2011, Chief Minister Mamata Banerjee took initiatives to revive muslin and those weavers whose financial condition had gone from bad to worse. After the revival of muslin, the weavers were given training.

Accordingly, the weavers of Udaynarayanpur began to carry out experiments with khadi and muslin respectively. It is for the first time in the state when the unique muslin-khadi material is being produced in the state for the first time and probably in the country.

The muslin produced by the weavers has received international appreciation. Apart from sarees, shirts, kurtas, kurtis and bed linen and pillow covers made of muslin are being sold through different outlets of Biswa Bangla. Even costume jewellery made of muslin has received appreciation from the buyers from abroad.

In view of the success of muslin, it is hoped that the mixed material will have a very good market both in the country and abroad, said a senior state government official. Various schemes taken up by the state government have helped over 6,000 weavers in Howrah district to become financially stable. Artisan Welfare Trust has been set up to look after the interests of the weavers.

Under Janashree scheme, children of the weavers studying in Classes IX and X are getting a monthly stipend of Rs 1,200. The family of the weavers who die while working get Rs 3,000. The weavers can also take loans from the trust in times of need. As the financial condition of the weavers has improved manifold, they are working hard to improve the quality of their produce.

 

 

ফ্যাশন প্রেমীরা বাংলার মসলিন-খাদি মিশ্রিত বস্ত্রের প্রশংসায় পঞ্চমুখ

দেশের ফ্যাশন ডিজাইনার ও ফ্যাশন প্রেমীদের প্রশংসা পাচ্ছে হাওড়া জেলার মসলিন-খাদি বস্ত্রের শিল্পীরা।

২০১১ সালে ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নেন মসলিন শিল্প পুনরুজ্জীবিত করার। শিল্পীদের দেওয়া হয় প্রশিক্ষণ। উদয়নারায়নপুরের শিল্পীরা এখন খাদি ও মসলিন নিয়ে বিভিন্ন পরীক্ষামূলক কাজ করছে। সম্ভবত দেশে এই প্রথম খাদি-মসলিন মিশ্রিত বস্ত্র তৈরি হয়েছে।

মসলিন শিল্পীরা পেয়েছে আন্তর্জাতিক প্রশংসা। মসলিনের তৈরি শাড়ি, শার্ট, কুর্তা, কুর্তি, বিছানার চাদর, বালিশের ওয়াড় বিশ্ব বাংলার অনেক দোকানে পাওয়া যায়। এমনকি মসলিনের তৈরি গয়নাও প্রশংসা পেয়েছে বিদেশে।

মসলিনের এই জনপ্রিয়তা দেখে আশা করা যায় মসলিন-খাদি মিশ্রিত বস্ত্রও জনপ্রিয়তা অর্জন করবে বিশ্বজুড়ে।

হাওড়ার ৬০০০ শিল্পীদের আর্থিকভাবে সহায়তা করতে রাজ্য সরকার চালু করেছে একাধিক প্রকল্প। আর্টিসান ওয়েলফেয়ার ট্রাস্ট তৈরি করা হয়েছে শিল্পীদের সাহায্যার্থে।

যেসকল শিল্পীদের সন্তান অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীতে পাঠ্যরত তাদের সরকারের তরফে দেওয়া হয় মাসিক ১২০০ টাকা। এই প্রকল্পের নাম জনশ্রী। প্রয়াত শিল্পীদের পরিবারদের দেওয়া হয় ৩০০০ টাকা। শিল্পীরা নিজেদের প্রয়োজনে ওই ট্রাস্ট থেকে ঋণ নিতে পারেন।

যেহেতু আগের তুলনায় শিল্পীদের অর্থনৈতিক উন্নতি হয়েছে, তারা আরও ভালো মানের কাজ করতে চেষ্টা করছেন।

 

Digha to get its own convention centre in 2018

New Digha will soon have a first-of-its-kind convention centre with facilities for organising international conventions, exhibitions and business meet to promote tourism, commerce, trade and industry in the state’s coastal areas. The project work has already begun.

Chief minister Mamata Banerjee had laid the foundation stone of the project in July 11, 2017.

The project has been planned on a 5.5 acre land in New Digha comprising a 1000 sq/mt exhibition centre, a 300 capacity seminar hall, a conference room and a modern auditorium with a seating capacity of 1000 people. It will be a four-storey building with each floor planned to have an area of 1722 sq/mt.

 

২০১৮-য় দিঘায় কনভেনশন সেন্টার

নিউটাউনের পাশাপাশি সৈকত নগরী দিঘাতেও আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার তৈরি করছে রাজ্য সরকার। যা আগামী বছর উদ্বোধন হবে।

বাণিজ্য ও পর্যটনের মেলবন্ধন ঘটিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বণিকমহলকে আরও একটি কনভেনশন সেন্টার উপহার দিতে চান। নিউটাউনের অত্যাধুনিক কনভেনশন সেন্টারের পর এটি হবে আরও একটি চমক। এই সেন্টারটি তৈরি করতে খরচ হচ্ছে আনুমানিক ৩৫০ কোটি টাকা। আনুমানিক ১০০০ জনের বসার জায়গা থাকবে।

কার্যত বাণিজ্যিক সম্মেলনের দরজা খুলে দিতেই পূর্ব মেদিনীপুর জেলার পর্যটননগরীতে এমন প্রাসাদপ্রমাণ বাণিজ্য সেন্টার খোলা হচ্ছে, যা রাজ্যের উন্নয়নের সঙ্গে সঙ্গে লগ্নিকারীদেরও আকর্ষণ করবে।

Mamata Banerjee performs Kali Puja at her Kalighat home

Bengal Chief Minister Mamata Banerjee performed Kali Puja at her residence at Kalighat last night.

The CM, who was fasting during the day and prepared ‘bhog’, played host to a large number of guests including VVIPs, cabinet colleagues, politicians and commoners last night.

The puja has been performed at her house for several decades now.

 

কালীঘাটের বাড়িতে কালীপুজো করলেন মুখ্যমন্ত্রী

কালীঘাটে নিজের বাড়িতে কালীপুজো করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহুদশক ধরে তার বাড়িতে হয়ে আসছে এই পুজো। এবারেও কোনো অন্যথা হয়নি।

মুখ্যমন্ত্রী পুজো উপলক্ষে সারাদিন উপোস করেন এবং ভোগও রান্না করেন। কালীপুজো উপলক্ষে তার বাড়িতে সমাগম হয় বহু মানুষের।

মন্ত্রী থেকে সাধারণ মানুষ – অভ্যাগত অতিথিদের আপ্যায়নে কোনও খামতি রাখেননি মুখ্যমন্ত্রী।

 

 

I hate those who indulge in communal politics: Mamata Banerjee

On Tuesday, Chief Minister Mamata Banerjee inaugurated a number of Kali Puja pandals. Speaking on the occasion, she once again communal politics of the BJP.

She said that the BJP is doing communal politics and is trying to divide people on the basis of religion, something which the people of Bengal won’t tolerate. The BJP is doing this because it does not have any acceptance here.

She said she has nothing but hate for those who use others’ religious beliefs to hold on to their existence. It is a personal matter as to who wants to follow which religion; nobody can force a belief on another person. It is the duty of those in power to unite people, not divide them.

Many people intentionally keep beef inside temples and then spread the rumour that someone has done it hurt religious beliefs. One of them was caught red-handed and had admitted that he was a BJP member. Therefore the Chief Minister asked everyone not to fall into the trap of communal misinformation.

She said that the colour of the blood of both Hindus and Muslims was the same – red. In Bengal, people of different religious denominations and beliefs stay in unity. Hence, she appealed to everyone to stay together in peace.

 

যারা ধর্ম বিক্রি করে তাদের আমি ঘৃণা করিঃ মমতা বন্দ্যোপাধ্যায়

মঙ্গলবার শহরে একাধিক কালীপুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে আরও একবার কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী।

ধর্মের নামে ভেদাভেদের রাজনীতি করছে বিজেপি যা বাংলায় বরদাস্ত করা হবে না। বিজেপির কোন গ্রহণযোগ্যতা নেই তাই ওরা গুরুত্ব পেতে ভাগাভাগির রাজনীতি করছে। তাঁর কথায়, “যারা নিজেদের অস্তিত্ব বজায় রাখতে ধর্মকে বিক্রি করে তাদের আমি ঘৃণা করি। কে কোন ধর্ম পালন করবে সেটা তাঁর ব্যক্তিগত বিষয়। কেউ চাইলেই কিছু চাপিয়ে দিতে পারে না। চেয়ারে যারা থাকে মানুষের মধ্যে ভেদাভেদ তাদের মানায় না, সকলকে একজোট করে রাখতে হবে”।

“অনেকে মন্দিরে গরুর মাংস ফেলে যায়। আবার নিজেরাই তার প্রচার করে অশান্তি ছড়ায়। একজন হাতে নাতে ধরা পড়েছিল এবং সে যে বিজেপির সদস্য তাও স্বীকার করেছিল।” তাই মুখ্যমন্ত্রীর সতর্কবার্তা কোনও প্ররোচনায় পা দেবেন না।

তাঁর কথায়, “হিন্দু মুসলমান সকলের রক্তই এক। বাংলায় বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের মানুষ বাস করে”। তাই সবাইকে নিয়ে একসাথে চলার আবেদন করেন মুখ্যমন্ত্রী।

Bengal Govt organises fish festival on the occasion of U-17 World Cup

Football fever is peaking in Bengal, what with the FIFA Under-17 World Cup being organised in Kolkata, which is one of the six venues across India, and also the venue for the final. Along with football, fish is another favourite of Bengalis.

Giving occasion to celebrate the combination of favourites – football and fish – the West Bengal Fisheries Development Corporation (WBFDC) is organising a fish festival across all its restaurants in Kolkata. The festival has been named after Gostho Paul, the first Bengali football icon of the country.

According to an official of WBFDC, the World Cup special menu has been named Football Fever and will be available from October 8 to 28 at select stalls, including the restaurants at Nalban, Eco Park, the State Secretariat, Nabanna and other places. It is priced at Rs 399 per plate.

The Football Fever thali (platter) comprises special jeera rice, googlie (a kind of pond snail) dribble, cooked in the style of fish kabiraji, googlie chop, crab crossbar, prawn malaikari and another prawn preparation named after football, Venmai penalty, which is prawn cooked with parsley leaves and lemon. Another dish, a variation of a Middle Eastern preparation, is also available and is called Ombuck Mustard Kick. To round it off, a dessert in the form of a sandesh named after the apex world football body, FIFA, has been added.

 

অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ উপলক্ষে মৎস্য উৎসবের সূচনা রাজ্য সরকারের

ভারতের আর ৬টি শহরের মত কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফুটবল। কলকাতায় অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল, তৃতীয় স্থান ও ফাইনালের মতো উল্লেখযোগ্য খেলা। তাই, ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে এই শহরে এখন টান টান উত্তেজনা।

ফুটবলের মত বাঙালির আরেক প্রিয় জিনিস হল মাছ। বিশ্বকাপকে মাথায় রেখে রাজ্য সরকারের মৎস্য দপ্তর আয়োজন করেছে মৎস্য উৎসবের। মৎস্য দপ্তর রাজ্যে তাদের সব রেস্তোরাঁগুলোতে এই উৎসবের আয়োজন করেছে। এই উৎসবের নাম রাখা হয়েছে ভারতের প্রথম বাঙালী ফুটবলের প্রাণপুরুষ গোষ্ঠ পালের নামে।

বিশ্বকাপের জন্য যে স্পেশ্যাল মেনু করা হয়েছে, তার নাম রাখা হয়েছে ‘ফুটবল ফিভার’। এই মেনুর খাবার পাওয়া যাবে অক্টোবরের ২৮ তারিখ পর্যন্ত। এই রেস্তরাঁগুলো আছে নলবনে, ইকো পার্ক, স্টেট সেক্রেটারিয়েট, নবান্নে ও অন্যান্য স্থানে। এই স্পেশ্যাল মেনুর খাবারের দাম রাখা হয়েছে ৩৯৯ টাকা প্রতি প্লেট।

এই স্পেশ্যাল থালিতে থাকছে, জিরা রাইস, ফিস কবিরাজির আদলে রান্না করা গুগলি, গুগলির চপ, কাঁকড়ার একটি পদ, চিংড়ির মালাইকারি, আরেকটি চিংড়ির পদ যার নাম ফুটবলের নামে রাখা হয়েছে, ভেনমাই পেনাল্টি।

আরেকটি মধ্যপ্রাচ্যের থালি তৈরি করা হয়েছে, নাম দেওয়া হয়েছে ওম্বাক মাস্তার্ড কিক। এই দুটি থালির শেষেই থাকবে একটি বিশেষ ধরনের সন্দেশ, যার নাম রাখা হয়েছে, ফিফা।

Source: The Statesman

Water pouches for spectators at World Cup matches

The Bengal Government has arranged for water pouches free of cost for the spectators going to the Vivekananda Yuva Bharati Krirangan (VYBK) to watch the FIFA Under-17 World Cup matches. The pouches are available at ‘May I Help You’ kiosks inside the stadium.

Another measure taken by the government for the ease of spectators is allowing them to carry raincoats, since there is prediction of rain during the duration of the tournament.

These measures are among the many which have made the World Cup a much pleasurable experience for all concerned.

 

যুবভারতীতে দর্শকদের জলের পাউচ দেবে রাজ্য

ফিফা অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে বিনা পয়সায় জলের পাউচ বিলি করবে রাজ্য সরকার। স্টেডিয়ামের ভিতরে ‘মে আই হেল্প ইউ’ কিয়স্ক থেকে সেই পাউচ সংগ্রহ তৈরি করতে পারবেন খেলা দেখতে আসা দর্শকরা।

খেলার দিনগুলিতে বৃষ্টির পূর্বাভাষ থাকায় ম্যাচ দেখতে আসা দর্শকদের যাতে কোনওরকম অসুবিধা না হয়, সেই দিকে তাকিয়ে মাঠে বর্ষাতি নিয়ে প্রবেশ করার ছাড়পত্র মিলছে দর্শকদের।

 

Source: Sangbad Pratidin

 

Do not panic or spread rumours about dengue: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee held a meeting at the State secretariat, Nabanna today to take stock of the State’s preparedness to combat dengue and other diseases which have been occurring recently.

After the meeting she held a press conference, where she asked the district authorities as well as the people to be alert. She said that at the meeting she came to know that in Deganga only one person had died due to dengue. But news reports give the impression that there has been a death parade, and people are running away from their homes.

“If there is an outbreak of a disease, it is our duty to take preventive measures. But one should not spread canards. Spreading rumours is a crime,” the CM added.

The Chief Minister also shared statistics on deaths due to dengue in various States in the last few months:

  • In Gujarat 430 people died due to swine flu
  • In Tamil Nadu 642 people died due to swine flu and 40 died due to dengue
  • In Maharashtra, 437 people died due to swine flu
  • In Kerala, 36 people have died due to dengue.
  • In Lucknow, 141 people and in Delhi, 21 people have died due to dengue.
  • In Bengal, 14 people have died due to dengue in recent times and during the last seven to eight months, 30 people in all have died due to dengue.

 

She also said that two people in Bidhannagar died due to dengue. However, she clarified that these incidents took place in areas where construction for the metro railway is going on, and where a lot of garbage had accumulated. The areas are under the control of Central Government and they are not allowing the local bodies to clean them.

The CM reiterated, “We organised this meeting today because even one death is something to take note of. Our duty is to ensure that people do not get scared, that they get access to proper treatment.”

 

 

ডেঙ্গু নিয়ে অপপ্রচার করে মানুষকে ভয় দেখাবেন নাঃ মমতা বন্দ্যোপাধ্যায়

আজ নবান্নে ডেঙ্গু ও অজানা জ্বরের মোকাবিলা করার জন্য একটি পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষকে সতর্ক থাকার, নিজেদের যত্ন নেওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,অপপ্রচার করা হচ্ছে, মানুষকে ভয় দেখানো হচ্ছে।

তিনি আরও বলেন, “মিটিং করতে গিয়ে দেখলাম সংবাদমাধ্যমের একাংশ বলছে দেগঙ্গায় মৃত্যুর মিছিল শুরু হয়েছে। মানুষ নাকি ঘর ছেড়ে চলে যাচ্ছে। রোগ হলে তা প্রতিকার করা আমাদের দায়িত্ব কিন্তু অপপ্রচার করে মানুষকে ভয় দেখানো ঠিক নয়। গুজব ছড়াবেন না। এটা একটা অপরাধ।”

গত কয়েক মাসের পরিসংখ্যান দিয়ে মুখ্যমন্ত্রী বলেন:

  • গুজরাতে ৪৩০ জন সোয়াইন ফ্লু-তে মারা গেছে
  • তামিলনাড়ু তে ৬৪২ জন সোয়াইন ফ্লু তে ও ৪০ জন ডেঙ্গুতে মারা গেছে,
  • মহারাষ্ট্রে ৪৩৭ জন মারা গেছে সোয়াইন ফ্লু-তে
  • কেরালায় ৩৬ জন মারা গেছে ডেঙ্গুতে
  • লখনৌ তে ১৪১ জন মারা গেছেন ডেঙ্গুতে
  • দিল্লিতে ২১ জন মারা গেছেন ডেঙ্গুতে
  • বাংলায় সম্প্রতি ১৪ জন এবং গত ৭-৮ মাসে মোট ৩০ জন মারা গেছেন ডেঙ্গুতে

 

তিনি আরও বলেন, “বিধাননগরে ২ জন ডেঙ্গুতে মারা গেছেন কারণ ওখানে মেট্রোর কাজ হচ্ছে, ময়লা জমা হচ্ছে। ওই এলাকা কেন্দ্রীয় সরকারের আওতায়, ওরা পরিষ্কার করতে দেয় না।”

মুখ্যমন্ত্রী আবারও বলেন, “একজনের মৃত্যুটাও খারাপ, তাই আমাদের এই পর্যালোচনা বৈঠক। মানুষ যাতে ভয় না পায়, সঠিক চিকিৎসা পায় সেদিকে নজর দেওয়াই আমাদের কর্তব্য।”