State Govt planning to set up eco-industrial parks

The Bengal Government is seriously exploring the possibility of setting up eco-industrial parks, which includes the creation of a sustainable model for future units, as the State Government is committed to anything that is green, clean and sustainable.

Towards that end, it would soon initiate discussions with the United Nations Industrial Development Organization (UNIDO) and the Confederation of Indian Industry (CII).

An eco-industrial park is a community of manufacturing and service businesses located together on a common property. It is also an initiative for a valid approach for scaling up resource efficiency and cleaner production in industrial zones. It is one of the practical ways for transition to green industry and achieving resource efficiency.

Over the last six years, the Trinamool Congress Government has proved its commitment towards the development of environment-friendly methods, processes and programmes, be it the setting of a target of generating about 3,000 MW through alternative sources of energy or the recently-taken decision to introduce 20 electric buses for Kolkata and its surrounding areas or setting up solar lights in parks or the countless other measures

Source: Millennium Post

ইকো-ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়তে উদ্যোগী রাজ্য সরকার

উন্নয়নের সাথে সাথে পরিবেশ রক্ষার প্রতিও দায়বদ্ধ রাজ্য সরকার। ‘ক্লিন এন্ড গ্রীন’ উন্নয়নের মডেলকেই পাখির চোখ করেছে রাজ্য। তাই এবার ইকো-ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ার ভাবনা রাজ্য সরকারের।

এই লক্ষ্যে রাজ্য সরকার আলোচনা করছে ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ও কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি’র সঙ্গে।

একই জায়গায় একসাথে অনেকগুলি ম্যানুফ্যাকচারিং ও পরিষেবামূলক ব্যাবসায়িক প্রতিষ্ঠান মিলে তৈরী হয় একটি ইকো-ইন্ডাস্ট্রিয়াল পার্ক। এর ফলে একদিকে যেমন সম্পদ ব্যাবহারের কার্যকারিতা বৃদ্ধি হয়, পাশাপাশি কারখানায় উৎপাদনও অনেকটাই পরিবেশ-বান্ধব হয়।

বিগত ছয় বছরে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার বিভিন্ন পরিবেশ বান্ধব পরিকল্পনার মাধ্যমে প্রকৃতির প্রতি দায়বদ্ধতা প্রমাণ করেছে। বাংলায় অচিরাচরিত শক্তির মাধ্যমে ৩০০০ মেগা ওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। খুব শীঘ্রই ২০ টি ইলেকট্রিক বাস চলবে কলকাতার রাজপথে। বিভিন্ন পার্কগুলিতে সৌরআলো উৎপাদনও হচ্ছে।

Water taxis for leisure rides on Hooghly river soon

Soon, water taxis would be available for leisure rides on the Hooghly river. The West Bengal Transport Corporation (WBTC) will be operating the vessels, which are akin to motor boats, from jetties in Kolkata.

Eight seats would be available in each water taxi. People can hire the whole boat too. Initially, the service would be available from the jetty at Millennium Park. According to a WBTC official, the vessels would be delivered by December 25; hence, plans are afoot to start the rides during the Christmas holidays.

Currently, WBTC operates mayurpakshi boats for one-hour leisure riders on the Hooghly every Saturday, Sunday and public holidays. This is a very popular service. The rides cost Rs 100 per passenger.

WBTC officials hope that the water taxis too would be popular.

 

এবার গঙ্গাতে ওয়াটার ট্যাক্সি নামাচ্ছে রাজ্য

এবার জলক্রীড়ার মজা মিলবে শহরেই। চাইলে বড়দিনের ছুটিতে শহরে ঘুরতে এসে গঙ্গাবক্ষে ওয়াটার ট্যাক্সিতে প্রমোদ ভ্রমণের আনন্দ উপভোগ করতে পারবেন যে কেউ। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম সূত্রের খবর, আপাতত দু’টি ওয়াটার ট্যাক্সি তৈরি করা হচ্ছে।

বর্তমানে প্রমোদ ভ্রমণের জন্য শনি, রবি এবং অন্যান্য ছুটির দিনে বাহারি নৌকা ময়ূরপঙ্খী চালায় পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম। এক ঘণ্টা করে যাত্রীদের গঙ্গায় ঘোরানো হয়। থাকে গান-বাজনার আয়োজনও। তার জন্য খরচ পড়ে জনপ্রতি ১০০ টাকা। নিগমের এই আয়োজন যাত্রী মহলে বেশ জনপ্রিয় হয়েছে। গঙ্গায় ওয়াটার ট্যাক্সি নামানোর পরিকল্পনাও পর্যটকদের মধ্যে জনপ্রিয় হবে বলে আশা নিগম কর্তাদের।

ওয়াটার ট্যাক্সিতে আটটি করে সিট থাকবে। কেউ চাইলে নিজেদের পরিবার বা বন্ধু-বান্ধবদের জন্য গোটা জলযানটিই ভাড়া নিতে পারবেন। আলাদা করে সিটের ভাড়া দেওয়ারও ব্যবস্থা থাকবে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, মিলেনিয়াম পার্কের জেটি থেকে এই জলযানগুলি চালানো হবে।

সাধারণ জলযানের তুলনায় ওয়াটার ট্যাক্সি অনেকটাই বেশি গতিতে যেতে পারে। এই জলযান গঙ্গা ভ্রমণে নয়া উৎসাহ তৈরি করবে বলে মত তাদের।

Source: Bartaman

Bengal Govt giving new homes for one-horned rhinos

The Bengal Government is setting up two new homes for the one-horned rhinoceros – Rasmati Jheel in the Patlakhawa forest area in Cooch Behar district and the Ramsai jungle near Gorumara National Park in Jalpaiguri district. With the number of rhinos rising steadily in the jungles of Gorumara and Jaldapara, this is a welcome step.

The river Torsa flows through the Patlakhawa forest. The earmarked area is a grassland, and hence an ideal habitat for the rhinoceros. The rhinos will be released in the ratio of two females for every male.

The district of Cooch Behar has many components of tourism; only wildlife tourism was missing. With the new home for rhinos this too will be fulfilled. There are plans to also develop an elephant safari in the district.

Source: Millennium Post

একশৃঙ্গ গণ্ডারদের জন্য দুটি নতুন ঠিকানা বাংলায়

জলদাপাড়া ও গরুমারা জঙ্গলে বেড়ে চলেছে একশৃঙ্গ গণ্ডারদের সংখ্যা। এবার তাদের জন্য নতুন দুটি বাসস্থানের ব্যবস্থা করছে রাজ্য সরকার। প্রথমটি হল কোচবিহার জেলার পাতলাখাওয়া জঙ্গলে রাসমতি ঝিলে; অন্যটি জলপাইগুড়ি জেলার গরুমারা জাতীয় অভয়ারণ্যের রামসাইয়ের জঙ্গলে।

পাতলাখাওয়া জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে গেছে তোর্সা নদী। এই অঞ্চলটি গণ্ডারদের পক্ষে খুব আদর্শ বাসস্থান হতে চলেছে। এখানে ২টি মহিলা পিছু ১টি পুরুষ – এই অনুপাতে গন্ডার ছাড়া হবে।

কোচবিহারে পর্যটনের অনেক সুযোগ, শুধু বন্যপ্রাণ কেন্দ্রিক পর্যটনের কোনও সুযোগ ছিল না। সরকারের এই উদ্যোগের ফলে তাও পূরণ হয়ে যাবে। পরিকল্পনা আছে এই জেলায় একটি হাতির সাফারিও শুরু করার।

#Nov8BlackDay Trinamool to observe ‘Black Day’ to mark DeMonetisation anniversary

Today, on the occasion of the first anniversary of the announcement of demonetisation, the Trinamool Congress Government would be organising ‘Black Day’ or ‘Kaala Dibas’ through a series of protest marches from 2 to 3 pm in Kolkata as well as in all the districts.

In Kolkata, the marches would take place in Sealdah, Dharmatala, Hazra, Jadavpur, Behala, Garia and other places.

Also, till December 15, Trinamool will organise mass-contact programmes across the state.

Demonetisation has been a disaster for the country. Lakhs of people, more in the informal sector, lost their jobs, and tragically, more than 120 people were killed while standing in queues outside banks, trying to exchange demonetised currency or withdraw money in the newly-introduced currency.

 

নোট বাতিলের বর্ষপূর্তি-কালা দিবসে তৃণমূল কংগ্রেসের কর্মসূচী

৮ই নভেম্বর ২০১৬ সালে হঠকারী ভাবে সন্ধ্যাবেলা কেন্দ্রীয় সরকার ঘোষণা করে ৫০০ ও ১০০০ টাকার সমস্ত নোট বাতিল করা হল।কারণ হিসেবে বলা হয়, এই নোট বাতিলের ফলে দেশে আর কোনও কালো টাকা থাকবে না, হবে না কোনও সন্ত্রাসবাদী কার্যকলাপ, দেশ উন্নতির পথে এগিয়ে যাবে।

আজ সেই সিদ্ধান্তের বর্ষপূর্তিতে এসে দেখা যাচ্ছে, রিজার্ভ ব্যাঙ্ক বাতিল হওয়া নোটের ৯৯শতাংশ ফেরত পেয়েছে, কিন্তু, ধরা পরেনি কোনও কালো টাকা। সন্ত্রাসবাদী কার্যকলাপ এখনও পুরোমাত্রায় চলছে। দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে বীভৎস ভাবে। মানুষ কর্মহীন হয়ে পড়েছে প্রচুর পরিমানে। অসংগঠিত ক্ষেত্রের কর্মী, ছোট ব্যাবসায়ী আজ চূড়ান্ত দৈন্যদশায় জীবন নির্বাহ করছে।

২০১৬–র ৮ নভেম্বর নোট বাতিলের এই সিদ্ধান্ত ঘোষণা হওয়ার এক ঘণ্টার মধ্যে প্রথম প্রতিক্রিয়া দিয়ে দেশের মধ্যে প্রথম এর বিরুদ্ধে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ নোট বাতিলের বর্ষপূর্তিকে দেশের কালা দিবস হিসেবে পালন করবে তৃণমূল কংগ্রেস। রাজ্যের প্রতি ব্লকে মিছিল হবে। মিছিলে অংশ নেওয়া প্রতি কর্মী সমর্থক কালো পতাকা হাতে নেবেন। স্লোগান দেবেন যে, নোটবাতিল দেশের সব থেকে বড় দুর্নীতি।

উত্তর কলকাতার মিছিলের নেতৃত্ব দেবেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। মিছিল হবে হাজরা, শিয়ালদহ, ধর্মতলা, যাদবপুর, বেহালা, গড়িয়া ও অন্যান্য জায়গায়। কলকাতার দক্ষিনে যে মিছিল হবে, তার নেতৃত্ব দেবেন সুব্রত বক্সী ও পার্থ চট্টোপাধ্যায়। এই মিছিল হবে দুপুর ২টো থেকে ৩টে পর্যন্ত।

এছাড়া, মুখ্যমন্ত্রীর আহ্বানে সোশ্যাল মিডিয়ায় সমস্ত কর্মী সমর্থকরা তাদের ডিসপ্লে ফটো কালো করে রাখবেন আজ।

আগামী ১৫ই ডিসেম্বর পর্যন্ত রাজ্য ব্যাপী জনসংযোগ কর্মসূচী পালন করবে তৃণমূল।

Bengal Govt to rope in folk artistes under Lok Prasar Prakalpa to spread dengue awareness

The Bengal Government has decided to take the help the beneficiaries of the Lok Prasar Prakalpa for spreading awareness about dengue.

The mosquito-borne disease occurs certain times of the year, ever year and the State Government has set up an effective mechanism to fight it, from employing extra doctors to setting up special blood-testing facilities to running health camps to spraying anti-mosquito medicines.

And now, it has come up with another initiative – to employ the services of the folk artistes (singers and dancers) who are beneficiaries of the Lok Prasar Prakalpa to spread awareness about the diseases through their songs, dances and street theatres throughout the state – from the big towns to the remotest of villages.

These artistes have been very successfully used till now to spread information about the various government schemes, and hence, the decision was taken to employ them for fighting dengue.

The script for the songs and poems related to fighting dengue would be written by the Health Department and these would be handed over to the folk performers.

Source: Ebela

 

রাজ্য সরকারের ডেঙ্গি সচেতনতার প্রচার করবে লোকশিল্পীরা

ডেঙ্গি সচেতনতা বাড়াতে ‘লোকপ্রসার প্রকল্পের’ শিল্পীদের কাজে লাগানোর ভাবনাচিন্তা শুরু করেছে প্রশাসন।

ইতিমধ্যেই মানুষের মধ্যে সচেতনতা প্রচারের কাজ শুরু করেছে সরকার। সচেতনতা প্রচারে বৈচিত্র্য আনতে চাইছে রাজ্য। প্রায় দু’লক্ষ লোকশিল্পীর একটি অংশকে এবার প্রচারের কাজে লাগাতে চায় রাজ্য।

স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যেই নবান্নের সঙ্গে আলোচনা করেছে। ঠিক হয়েছে, ডেঙ্গি সচেতনতার প্রচারের জন্য ছড়া-গান লিখবে স্বাস্থ্য দপ্তর। সেই ‘স্ক্রিপ্ট’ তুলে দেওয়া হবে লোকশিল্পীদের। তার পরেই শিল্পীরা নিজেদের মতো করে এলাকাভিত্তিকভাবে প্রচার করবেন। ডেঙ্গি মোকাবিলায় সাধারন নাগরিকের কি করণীয়, তাও জানাবেন তারা।

KIFF 2017: Govt making arrangements for another grand film fest

That time of the year is around the corner once again when Kolkata will play host to the grand Kolkata International Film Festival (KIFF). It is accepted by one and all that this is one of the best film festivals in India, and it is also the one with the highest prize money.

The Bengal Government has made all the arrangements to make this another successful festival. The dates this time are November 10 to 17.

All through the eight days, films will be shown at 12 auditoria – Nandan 1, 2 and 3, Rabindra Sadan, Sisir Mancha, Navina Cinema, Star Theatre, Mitra Cinema, Inox at Salt Lake City Centre 1 Mall, Purbashree Auditorium at Salt Lake EZCC, Nazrul Tirtha and PVR Mani Square.

The festival is organised by the Information and Cultural Affairs Department of the Bengal Government.

Apart from Amitabh Bachchan, Shah Rukh Khan, Kajol and famous British director Michael Winterbottom in attendance, the government has also managed another coup of sorts by getting to screen a rare Godard film. This will be the first screening of the film in India.

Titled Rise and Fall of Small Film Company, Godard made this film for television, and was screened in 1986. According to many cine buffs, this is a watershed moment for an Indian film festival.

Among the films of Winterbottom that will be screened are Trishna, On the Road and Welcome to Sarajevo.

Source: The Times of India

 

২৩ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সফল করতে উদ্যোগী রাজ্য সরকার

পুজোর মরশুম যত শেষ হওয়ার দিকে এগোয়, কলকাতার চলচ্চিত্রমোদীদের মনের উড়ুউড়ু ভাবটা ততই বাড়তে থাকে। এবার অবশ্য পুজোর মরশুম এসে পড়েছিল কিছুটা আগেই। তাই শেষও হবে আগেভাগে। কিন্তু হেমন্ত যতই এগিয়ে আসছে, ততই তার সঙ্গে কাছে এসে পড়ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবার তাঁর বয়স হবে ২৩।

প্রতিবারের মতো এবারও নভেম্বরের ১০ থেকে ১৭ তারিখ পর্যন্ত চলবে এই উৎসব। সিনেমোদীদের আগ্রহ থাকে কোন কোন নতুন পরিচালকের ছবি দেখানো হবে, কার কার রেট্রোস্পেকটিভ হবে, কোন কোন নতুন দেশের ছবি দেখা যাবে- সে সব নিয়ে। সব তথ্য পাওয়া যাবে অনলাইনে।

কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দুটি আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগ শুরু হয়েছিল আগেই। তার একটি উইমেন ডিরেক্টরস’ ফিল্মস অন্যটি ইনোভেশনস ইন মুভিং ইমেজেস। এবছর শুরু হচ্ছে আরও একটি নতুন প্রতিযোগিতা বিভাগ, ন্যাশনাল কম্পিটিশন সেকশন। এর আগে ন্যাশনাল শর্ট ফিল্ম কম্পিটিশন ও ন্যাশনাল ডকুমেন্টারি ফিল্ম কম্পিটিশন থাকলেও এই বিভাগটি ছিল না।

৮দিনে ১২টি প্রেক্ষাগৃহে উৎসবের সিনেমাগুলি দেখানো হবে। এই প্রেক্ষাগৃহগুলি হল, নন্দন ১,২,৩, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, নবীনা সিনেমা, স্টার থিয়েটার, মিত্রা সিনেমা, সল্ট লেক সিটি সেন্টারের আইনক্স, সল্ট লেক ইজেডসিসি পূর্বশ্রী অডিটোরিয়াম, নজরুল তীর্থ, মণি স্কোয়ারের পিভিআর।

অমিতাভ বচ্চন, শাহরুখ খান, কাজল ও ব্রিটিশ ডিরেক্টর উইন্টারবোটম ছাড়াও, আরও চমক থাকছে দর্শকদের জন্য। গদার্দ-এর একটি দুষ্প্রাপ্য সিনেমা ভারতে এই প্রথমবার দেখানো হবে ফেস্টিভ্যালে। ‘রাইজ অ্যান্ড ফল অফ স্মল ফিল্ম কোম্পানি’ গদার্দের এই সিনেমাটি ১৯৮৬ সালে প্রথমবার টিভি’র পর্দায় দেখানো হয়েছিল।

ব্রিটিশ ডিরেক্টর উইন্টারবোটমের ‘তৃষ্ণা’, ‘অন দা রোড’ ও ‘ওয়েলকাম তো সারাজেভো’ এই উৎসবে দেখানো হবে।

Bengal Govt’s food festival, Ahare Bangla, once again beckoning food-lovers

Over the last few years, the annual food festival, Ahare Bangla at the Milan Mela fairground has become very popular. This annual fair held at the beginning of winter has drawn droves of food-lovers to taste some wonderful delicacies.

And not just selling food, the fair has also enabled businesses to explore new avenues and has thus, generated employment opportunities. Using their massive sales at Ahare Bangla as a plank, quite a few hotels and restaurants have been able to establish bases outside Bengal.

The State Animal Husbandry Department, which organises the fair, is busy now making preparations for holding the fair. That it has been an unqualified success is apparent from another fact: the department’s budget for the fair has jumped from Rs 75 lakh in 2015 to Rs 2.24 crore in 2017. This year, along with Animal Husbandry, the departments of Fisheries, Agriculture Marketing, Micro, Small and Medium Enterprises (MSME), along with five others, are lending a helping hand in the organising of the food festival.

Last year, sales at the five-day long fair had crossed Rs 2 crore. This year, officials of the department are confident that the number will rise by a few times.

Last year, well-established restaurants and hotels from Russia, China, Japan and Bangladesh had taken part and were very happy with the response. This year too, quite a few countries would be represented. And of course, the best of Bengal is represented – be it food or restaurants.

Source: Sangbad Pratidin

 

শীতের আগে মহানগর মাতাবে আহারে বাংলা

খেয়ে খাইয়ে তুষ্টি, আবার কর্মসংস্থান ও ব্যবসা সম্প্রসারণের সুবর্ণ সুযোগ। দুয়ের জব্বর মেলবন্ধন করেছে আহারে বাংলা। রাজ্য সরকারের প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের সাড়া জাগানো পেটপুজো পার্বণ।

গত দু’বছর যাবত শীতের মুখে কলকাতায় পসরা সাজাচ্ছে আহারে বাংলা। দু’বছর আগে এই উদ্যোগের সূচনা কালে তার বাজেট ছিল ৭৫ লাখ টাকা। দু’বছর বাদে তাই বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ২ কোটি ২৪ লাখ টাকায়। গত বছর পাঁচ দিনের এই উৎসব বিকিকিনির বহর ২ কোটি টাকা ছাপিয়ে গেছিল। শুধু কদিনের মারকাটারি বিপণন নয়। আহারে বাংলার দীর্ঘমেয়াদি সুফলও বুঝতে পারা যাচ্ছে।

আহারে বাংলা’র হাত ধরেই বেশকিছু বাঙালি হোটেল, রেস্তোরাঁর রাজ্যের গন্ডি ছাড়িয়ে পড়েছে ভিন রাজ্যে। এবছরের আহারে বাংলা আশা করা যায় আগের বারের রেকর্ড ভাঙবে, জোর কদমে এখন থেকেই চলছে প্রস্তুতি।

প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের সঙ্গে হাত মিলিয়েছে মৎস্য, কৃষি বিপণন, ক্ষুদ্র ও কুটির শিল্প সহ আরও পাঁচটি দপ্তর। প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের আধিকারিকের কথায়, বর্ধমানের সীতাভোগ বা মিহিদানার সঙ্গে পাল্লা দিয়ে বিকোয় মুর্শিদাবাদের ছানাবড়া বা মেদিনীপুর নদীয়া কৃষ্ণনগরের মিষ্টি।

আগের বছর ভারতের সঙ্গে অংশ নিয়েছিল বাংলাদেশ, রাশিয়া, চীন, জাপানের বেশ কয়েকটি হোটেল, রেস্তোরাঁ। এবারও অংশ নেবে বিদেশী একাধিক সংস্থা। এবারে আহারে বাংলা ফুড ফেস্টিভালে দর্শকরাও তাদের মনপসন্দ রান্না করার সুযোগ পাবেন। শহরের সেরা শেফদের সামনে তারা তাদের রেসিপির দৌলতে জিতে নিতে পারবেন পুরস্কারও।

Bengal CM announces setting up of AIFF Centre of Excellence in Kolkata

Chief Minister Mamata Banerjee announced recently that the All India Football Federation (AIFF), the governing body of Indian football, would establish its Centre of Excellence in Kolkata.

The Chief Minister has promised to allot 15 acres of land in Rajarhat for the purpose. The announcement was made at a gala dinner at Eco Park held the day before the final of the FIFA Under-17 World Cup, in the presence of the FIFA president and his council members.

The tournament has been a huge success, and FIFA itself has acknowledged the fact, being the best-attended Under-17 World Cup ever. On top of that, with due credit to Mamata Banerjee and her active part in making the tournament a huge success in Kolkata, Kolkata has seen, by far, the highest average attendance for the matches.

As Mamata Banerjee announced through a Facebook message, out of the 13.47 lakh spectators in India who watched the matches, Kolkata had 6.08 lakh watching them at Vivekananda Yuba Bharati Krirangan. This is  more than 45 per cent of the total spectator count. Furthermore, the per match average spectator count in India was 25,906, while in Kolkata it was 55,345 – which is more than double.

Source: xtratime.in

 

দেশের প্রথম ফুটবল সেন্টার রাজারহাটে

ফুটবলে দেশের প্রথম সেন্টার অফ এক্সেলেন্সের জন্য রাজারহাটে ১৫ একর জমি দেবে রাজ্য সরকার৷ শুক্রবার ইকো পার্কে ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনোর সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করার পর সর্বভারতীয় ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট বলেন, প্রস্তাবিত সেন্টার অফ এক্সেলেন্স কলকাতায় হবে৷ ফিফা প্রেসিডেন্টকে মুখ্যমন্ত্রী অনুরোধ করেন, ‘অনূর্ধ্ব ২০ বিশ্বকাপ এখানে হলে রাজ্য সরকার পূর্ণ সহায়তা করবে৷’

কলকাতায় ফাইনাল করার জন্য ফিফা প্রেসিডেন্টকে ধন্যবাদ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ গালা ডিনারে ফেডারেশনের প্রেসিডেন্ট বলেন, ‘এখানে ফিফা কাউন্সিল মিটিং করার জন্য ফিফা প্রেসিডেন্টকে ধন্যবাদ৷ রাজারহাটে সেন্টার করার জন্য মুখ্যমন্ত্রীর জমি দেওয়ার প্রতিশ্রুতিতে খুশি আমরা৷ জমি পেলে খুব তাড়াতাড়ি সেন্টারের কাজ শুরু করব৷’

ফিফা প্রেসিডেন্ট বললেন, ‘মুখ্যমন্ত্রীর কথা আমার হূদয় ছুঁয়ে গেল৷ এ ভাবে সবাই ফুটবলের জন্য কিছু করলে ভারতে ফুটবল পিছিয়ে থাকবে না৷ বিশ্বের ছয় ভাগ লোকের এক ভাগ লোকের বাস ভারতে৷ এখানে ফুটবল যদি গুরুত্ব পায়, তা হলে ভারত একদিন বিশ্ব ফুটবলে শাসন করবে৷ অন্য দেশগুলোর কাছে ভারত একটা উদাহরণ হয়ে থাকবে৷’

FIFA president writes to Bengal CM, showers accolades

Congratulating her for successfully hosting the Under-17 Football World Cup, FIFA President Giovanni Vincenzo Infantino wrote to Chief Minister Mamata Banerjee on Friday assuring assistance for the projects taken up for development of football. It may be mentioned that he had earlier appreciated the role of the Mamata Banerjee-government for developing an international standard infrastructure for the FIFA Under-17 Football World Cup. FIFA president reached Zurich on Friday and wrote to the Chief Minister.

The letter reads: “The FIFA delegation has now returned to Zurich with a host of unforgettable memories and having made many warm hearted new friendships during our stay in Kolkata for the final matches of the FIFA Under-17 Football World Cup in India and the FIFA Council meeting.” He further stated in the letter that: “Herewith, I would like to congratulate your government on its role in your country’s successful hosting of the FIFA Under-17 Football World Cup. I would also like to thank you on behalf of the entire FIFA delegation for affording us such a cordial welcome and warm hospitality as well as the all the moments shared together at the wonderful All India Football Federation (AIFF) gala dinner at the Eco Park and during the exciting final match between England and Spain last Sunday which I was very pleased and honoured to attain by your side at the Vivekananda Yuva Krirangan in Kolkata. The talks we had were marked by sincere friendship and mutual respect…about your vision of the important role that football plays in breaking down cultural and social barriers making the game accessible to all.”

It may be mentioned the Chief Minister had announced that the state government will be giving 15 acre land at new Town to AIFF to set up a national level football academy. In this connection, FIFA president wrote: “Herewith, I would also like to praise the remarkable work and efforts of the AIFF, who implements new plans for development of our sport in your country…and the construction of the AIFF National Centre of Excellence which will be realised on the 15 acres of land your government has kindly decided to give AIFF. I would like to thank you for this strong contribution towards supporting football development and promoting the values of our sport in your country. I can assure you that our stay in your country has given the fresh determination to provide any assistance from FIFA and the international football community that could be helpful in the realization of these development projects.”

 

 

রাজারহাটে ফুটবল উৎকর্ষ কেন্দ্র গড়তে ৭১ কোটি টাকা দিচ্ছে ফিফা, আয়োজনের প্রশংসা করে চিঠি দিল ফিফা

 

বাংলার আতিথেয়তায় মুগ্ধ ফিফা চিঠি পাঠালো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাজ্যে ফুটবল উৎকর্ষ কেন্দ্র গড়তে ১১ মিলিয়ন ডলার দেওয়ার কথা জানিয়েছে ফিফা। শুক্রবার মুখ্যমন্ত্রীকে চিঠির মাধ্যমে একথা জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ানি ইনফ্যান্টিনো। ফাইনাল সহ যে কটি ম্যাচ যুবভারতীতে হয়েছে, তার জন্যও উচ্ছ্বসিত প্রশংসা করেছেন তিনি। ফুটবলের উন্নতির জন্য যেকোনোও সাহায্যে সব সময় পাশে থাকবে ফিফা, এটাও জানিয়েছেন।

জুরিখ থেকে পাঠানো চিঠিতে তিনি মমতার প্রতি অকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছেন। ইকো পার্কের গালা ডিনার এবং রাজ্যের সংস্কৃতি ও মুখ্যমন্ত্রীর আন্তরিকতাকে ফিফা সভাপতি অবিস্মরণীয় বলে উল্লেখ করেছেন। রাজারহাটে উৎকর্ষ কেন্দ্র তৈরির জন্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে (এ আই এফ এফ) ১ টাকার বিনিময়ে লিজে ১৫ একর জমি দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই ‘এ আই এফ এফ ন্যাশানাল ফুটবল সেন্টার ফর এক্সেলেন্স’ তৈরি হবে নিউটাউনের অ্যাকশন এরিয়া ২-তে। পরিকাঠামো তৈরির পুরো খরচ, যা হল ৭১ কোটি টাকা, দেবে ফিফা।

এই উৎকর্ষ কেন্দ্রে প্রশিক্ষণ কেন্দ্র তৈরির পাশাপাশি একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়ামও তৈরি হবে। বিভিন্ন তথ্য থেকে দেখা গেছে, অনুর্দ্ধ-১৭ বিষ কাপে

মাঠে খেলা দেখতে যাওয়া দর্শকের সংখ্যায় সর্বোচ্চ স্থানে ছিল কলকাতা। কলকাতার প্রতিটি খেলায় মাঠে হাজির হয়েছেন ৫৫ হাজারেরও বেশি দর্শক – পুরো দেশের নিরিখে ৪৫ শতাংশ।

Bengal Govt introduces ‘Banglar Bari’ project to provide flats to those below poverty line

The Bengal Government has introduced the ‘Banglar Bari’ project to provide flats to people living below poverty line (BPL) in municipality areas.

The government has decided to build four-storied buildings in municipal areas to ensure permanent shelter to people from financially weaker sections.

The buildings will be constructed by the State Urban Development Agency (SUDA). Priority will be given to families headed by women and financially weaker families whose monthly income is less than Rs 10,000.

The beneficiaries have to apply to SUDA to get a flat under the project. Local municipalities have to ensure that the beneficiaries are from the BPL category and that the applicants don’t have any concrete houses.

The project will immensely benefit people in the BPL category in urban areas under different municipalities.

 

 

১০ হাজার টাকা পর্যন্ত আয়ের মানুষদের পুর এলাকায় নিখরচায় ফ্ল্যাট দেবে রাজ্য

 

পুর এলাকার গরিব ও দুঃস্থ মানুষ, অর্থাৎ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া গৃহহীন অংশের (ইকোনমিক্যালি উইকার সেকশন) জন্য বহুতল আবাসন বানাচ্ছে রাজ্য সরকার। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে গৃহীত হয়েছে এই সিদ্ধান্ত।

ভূমি ও গৃহহীনদের জন্য আবাসন তৈরির এই প্রকল্পের পোশাকি নাম ‘বাংলার বাড়ি’। এখানে হবে ‘জি প্লাস থ্রি’ আবাসন। প্রতিটি ফ্ল্যাট হবে ৩৮৫ বর্গফুট কার্পেট এরিয়ার। ফ্ল্যাট পাওয়ার জন্য উপভোক্তাকে এক পয়সাও দিতে হবে না। তাই উপভোক্তা বাছাইয়ের ক্ষেত্রে ইকোনমিক্যালি উইকার সেকশন(ইডব্লুএস) নির্ধারণের উল্লেখিত শর্তাবলী কঠোরভাবে মেনে চলার সিদ্ধান্ত নিয়েছে পুর ও নগরোন্নয়ন দপ্তর।

কোনও পুর এলাকায় যে পরিবারের কোনও জমি বা বাড়ি নেই এবং যে পরিবারের মাসিক আয় ১০ হাজার টাকা পর্যন্ত, কেবলমাত্র তারাই এই আবাসনে ফ্ল্যাটের জন্য আবেদন করতে পারবে। ফ্ল্যাটের আবেদন জানাতে হবে স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি (সুডা)-এর কাছে।