The Bengal Government is seriously exploring the possibility of setting up eco-industrial parks, which includes the creation of a sustainable model for future units, as the State Government is committed to anything that is green, clean and sustainable.
Towards that end, it would soon initiate discussions with the United Nations Industrial Development Organization (UNIDO) and the Confederation of Indian Industry (CII).
An eco-industrial park is a community of manufacturing and service businesses located together on a common property. It is also an initiative for a valid approach for scaling up resource efficiency and cleaner production in industrial zones. It is one of the practical ways for transition to green industry and achieving resource efficiency.
Over the last six years, the Trinamool Congress Government has proved its commitment towards the development of environment-friendly methods, processes and programmes, be it the setting of a target of generating about 3,000 MW through alternative sources of energy or the recently-taken decision to introduce 20 electric buses for Kolkata and its surrounding areas or setting up solar lights in parks or the countless other measures
Source: Millennium Post
ইকো-ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়তে উদ্যোগী রাজ্য সরকার
উন্নয়নের সাথে সাথে পরিবেশ রক্ষার প্রতিও দায়বদ্ধ রাজ্য সরকার। ‘ক্লিন এন্ড গ্রীন’ উন্নয়নের মডেলকেই পাখির চোখ করেছে রাজ্য। তাই এবার ইকো-ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ার ভাবনা রাজ্য সরকারের।
এই লক্ষ্যে রাজ্য সরকার আলোচনা করছে ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ও কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি’র সঙ্গে।
একই জায়গায় একসাথে অনেকগুলি ম্যানুফ্যাকচারিং ও পরিষেবামূলক ব্যাবসায়িক প্রতিষ্ঠান মিলে তৈরী হয় একটি ইকো-ইন্ডাস্ট্রিয়াল পার্ক। এর ফলে একদিকে যেমন সম্পদ ব্যাবহারের কার্যকারিতা বৃদ্ধি হয়, পাশাপাশি কারখানায় উৎপাদনও অনেকটাই পরিবেশ-বান্ধব হয়।
বিগত ছয় বছরে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার বিভিন্ন পরিবেশ বান্ধব পরিকল্পনার মাধ্যমে প্রকৃতির প্রতি দায়বদ্ধতা প্রমাণ করেছে। বাংলায় অচিরাচরিত শক্তির মাধ্যমে ৩০০০ মেগা ওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। খুব শীঘ্রই ২০ টি ইলেকট্রিক বাস চলবে কলকাতার রাজপথে। বিভিন্ন পার্কগুলিতে সৌরআলো উৎপাদনও হচ্ছে।