We must march ahead together for the sake of humanity: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee attended a function of the Minority Affairs and Madrasah Education Department at Netaji Indoor Stadium today, giving out scholarships to children.

Salient points of her speech:

Five lakh children from minority communities were presented scholarships today. In 2011, the annual budget of the Minorities Development & Finance Corporation was Rs 472 crore. In six years, the budget has been increased nearly eight times to Rs 3717 crore (and this despite having to pay Rs 40,000 crore per year, the debt legacy of the CPM).

During the last six years, 1.71 crore children have received scholarships, which is a record. The Centre takes money due as taxes from us, but does not give us what is our due. It has stopped funding minorities’ scholarships. The State Government is giving it from its own treasury.

The State Government has allotted Rs 258 crore for giving pension to 2.5 lakh people.

Those who have no work the whole day sit in front of televisions. Their aim is to devise ways to instigate people.

We have given education loans worth Rs 63 crore to more than 18,000 children belonging to the minority communities. Loans for starting businesses have been given to 7 lakh youths. Opportunities to pursue higher education have been given to 1.65 lakh people. People from the minority community are becoming doctors and engineers now.

Burial places and cremations grounds have been renovated. Minority Bhavans have been constructed in every district. We have set up Aliah University, Haj Houses, hostels for the minority communities, ITIs and polytechnic colleges.

All the people of Bengal are our pride. We do not see Hindus and Muslims as being different, we all belong together. This is what humanity is all about. We have to take everyone along, including the Dalits, Adivasis and minorities, on the road to progress.

In some areas, certain people are trying to divide the communities and instigating conflagration. These people are inciting others by bribing them with money. Do not give any importance to them. If you see such people, inform the authorities immediately.

What has happened at GD Birla School is not correct. Teachers are our pride, they are our guardians. Only a few teachers may be bad, but that doesn’t mean the teaching profession should be denigrated. Along with the schools, the teachers should also take up more responsibilities.

I also appeal to the media to follow their responsibilities properly. Some of them publish the wrong news. Those who commit a crime would be punished; there would be no compromise on that. Guardians have the right to protest; but at the same time it has to be kept in mind that children must not miss school.

A person who can take everyone along is a leader. The one who divides a country can never become any sort of leader, let alone lead a country. People do not remember them.

The spirit of Hinduism is about unity; it takes everyone along. It does not teach to divide. We do not agree with those who want to follow only their own rules of religion. Hinduism teaches people to love those from other religions too.

What is the harm in taking everyone along? Some persons ask who do I work for and support? Well, I work for everyone. The evil elements in society – those who spread hatred and rumours, conspire and plot – want to divide people. But the influence of such people is temporary. Keep faith. We ourselves are our biggest strength.

 

সবাইকে নিয়ে চলার নাম মানবিকতাঃ মুখ্যমন্ত্রী

 

আজ নেতাজি ইনডোরে সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে সংখ্যালঘু ছেলেমেয়েদের হাতে স্কলারশিপ তুলে দেন মুখ্যমন্ত্রী।

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ

৫ লক্ষ সংখ্যালঘু ছেলেমেয়েকে আজ স্কলারশিপ দেওয়া হল। ২০১১ সালে সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের বাজেট ছিল ৪৭২ কোটি টাকা, ৬ বছরে এই বাজেট ৮ গুণ বাড়িয়ে ৩৭১৭ কোটি টাকা করা হয়েছে (সিপিএমের ৪০ হাজার কোটি টাকা দেনা শোধ করেও)।

এই ৬ বছরে ১ কোটি ৭১ লক্ষ ছেলেমেয়ে স্কলারশিপ পেয়েছে যা রেকর্ড। বাংলা থেকে কর আদায় করে নিয়ে যায় অথচ পাওনা টাকা দেয় না। সংখ্যালঘুদের স্কলারশিপের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। রাজ্য নিজের কোষাগার থেকে তাদের স্কলারশিপের টাকা দিচ্ছে।

রাজ্য সরকার ২৫৮ কোটি টাকা বরাদ্দ করেছি আড়াই লক্ষ লোককে পেনশন দেওয়ার জন্য।

যাদের কোন কাজ নেই সকাল থেকে টিভির সামনে বসে পড়ে ছবি তোলার জন্য। কোন কাজ করে না, শুধু আগুন লাগায়।
১৮ হাজারের বেশি সংখ্যালঘু ছেলেমেয়েকে আমরা শিক্ষা ঋণ দিয়েছি ৬৩ কোটি টাকা। ৭ লক্ষ ছেলেমেয়েকে ব্যবসা করার জন্য ঋণ দিয়েছি। আমরা ওবিসি রিজার্ভেশন করেছি। ১ লক্ষ ৬৫ হাজারের বেশি ছেলেমেয়েরা উচ্চ শিক্ষার সুযোগ পেয়েছে।

কবরস্থান, শশ্মান ঘাটগুলির ও সংস্কার করা হচ্ছে। সব জেলায় মাইনরিটি ভবন তৈরি হয়েছে। আলিয়া বিশ্ববিদ্যালয়, হজ, হোস্টেল, আইটিআই, পলিটেকনিক কলেজ নির্মাণ করা হয়েছে।

বাংলার সব মানুষ আমাদের গর্ব। আমরা হিন্দু-মুসলমান ভাগাভাগি করি না, সকলে একসাথে চলি। সবাইকে নিয়ে চলার নাম মানবিকতা, সর্বধর্ম। দলিত,আদিবাসী, সংখ্যালঘু সবাইকে ভালবেসে এগিয়ে যেতে হবে।

বিভিন্ন এলাকায় কেউ কেউ বন্ধু সেজে মানুষের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, ভাগাভাগি করার চেষ্টা করছে। এইসব অজানা অচেনা লোক টাকার থলি নিয়ে বসে আছে, এদের গুরুত্ব দেবেন না। এরকম লোক দেখতে পেলে সাথে সাথে পুলিশের কাছে অভিযোগ জানাবেন।

সংবাদমাধ্যমকে আমার অনুরোধ তারা সঠিকভাবে যেন তাদের ভূমিকা পালন করেন। কেউ কেউ বাজে ঘটনাকে প্রচার করে। অপরাধ করলে তার শাস্তি হবে, সেখানে কোনরকম কম্প্রোমাইজ করা হবে না।

যে দেশের সবাইকে নিয়ে চলবে সেই হবে দেশ নেতা। যারা দেশকে ভাঙ্গে তারা দেশের নয়, কোন চেয়ারের নেতাও হতে পারে না। তাদের কোন স্থায়িত্ব থাকে না।

হিন্দুধর্ম সর্বজনীন, সবাইকে গ্রহণ করে। হিন্দু ধর্ম ভাগাভাগি করতে শেখায় না। কেউ যদি নিজের ইচ্ছেমতো ধর্ম পালন করে তাঁর সঙ্গে আমরা একমত নই। নিজের ধর্মের সঙ্গে সঙ্গে অন্য ধর্মকেও ভালোবাসতে শেখায় হিন্দু ধর্ম।

সবাইকে নিয়ে চললে আপত্তিটা কোথায়? ওরা আমায় বলে আমি কাদের জন্য কাজ করব, কাদের সঙ্গে কথা বলব? আমি সবার জন্য কাজ করি। যারা সমাজের দুষ্টু লোক, যারা কুৎসা, চক্রান্ত, ষড়যন্ত্র ও চক্রান্ত করে তারা ভাগাভাগি চায়। এটা সাময়িক, ভরসা রাখুন। আমরা নিজেরাই আমাদের সবচেয়ে বড় ভরসা।

Three universities to be set up in Bengal

Three Bills were passed this week in the Bengal Assembly for the creation of three universities – The West Bengal Green University Bill, The Purba Medinipur University Bill and The Jhargram University Bill. All three universities would be State Government-funded.

West Bengal Green University would be set up in Hooghly district. It would be a centre of excellence for studies and research in subjects related to environment, surface management, bio-diversity, etc. Both graduate and postgraduate courses would be conducted here. The courses would be job-oriented. All types of pollution – land, water, surface and noise – would be studied here. This would be the first state university here.

The Chief Minister Mamata Banerjee-led Trinamool Congress Government has taken several steps for facilitating the holistic development of the education sector. Seventeen universities have already been set up over the last six years, five more are in process, as a result of which many more students have been able to go for higher education.

 

Source: Millennium Post

 

 

বাংলা পাবে আরও তিনটি নতুন বিশ্ববিদ্যালয়

পশ্চিমবঙ্গ বিধানসভায় পাস হল রাজ্যে তিনটি নতুন বিশ্ববিদ্যালয় গড়ার জন্য প্ৰয়োজনীয় বিল। এই নতুন বিশ্ববিদ্যালয় হল, ওয়েস্ট বেঙ্গল গ্রিন ইউনিভার্সিটি, ঝাড়গ্রাম ইউনিভার্সিটি, ও পূর্ব মেদিনীপুর ইউনিভার্সিটি। তিনটি বিশ্ববিদ্যালয়ই হবে সরকারি।

হুগলীতে তৈরি হতে চলা ওয়েস্ট বেঙ্গল গ্রিন ইউনিভার্সিটিতে বিভিন্ন শাখায় পড়াশোনা ও গবেষণার সুযোগ থাকবে। এই বিশ্ববিদ্যালয়টি হবে একটি সেন্টার ও এক্সসেলেন্স। এখানে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করা যাবে। হুগলী জেলার প্রথম সরকারি বিশ্ববিদ্যালয় এটি।

পাশাপাশি নব নির্মিত জেলা ঝাড়গ্রাম ও পূর্ব মেদিনীপুর জেলাও পেতে চলেছে নতুন বিশ্ববিদ্যালয়। এছাড়াও, সিস্টার নিবেদিতার নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ও গড়ে উঠছে রাজ্যে।

শিক্ষাব্যবস্থার উন্নয়নে ক্ষমতায় আসার পর থেকেই উদ্যোগী মুখ্যমন্ত্রী। গত ছয় বছরে ১৭টি বিশ্ববিদ্যালয় তৈরী হয়েছে রাজ্যে; আরও ৫টি নির্মাণের পথে। নতুন বিশ্ববিদ্যালয় তৈরী হলে রাজ্যের আগামী প্রজন্ম উপকৃত হবে বিপুলভাবে।

Source: Millennium Post

River-side park of international standard to come up in Diamond Harbour

The State Government has decided to build a park in line with those seen in many well-known tourist places at Diamond Harbour in South 24 Parganas district.

The park will stretch along the bank of the Hooghly River, and will be a stretch of refreshing green.

The park will have steps going down to the river along the entire stretch of the park, with adequate safety measures like security personnel to keep watch. There will be two separate parks for children within the park.

Trees of various species will cover the whole area, including a row of palms. Manicured gardens will be set up at places. There will also be sculptures to beautify the park.

A large lake will be dug up in the middle of the park. There will be two entrance-cum-exits, connected to paths crisscrossing the entire park. Special viewpoints and benches for sitting will be constructed.

Four special picnic zones are part of the blueprint, so that the whole park does not become strewn with plates and other refuse. Last but not the least, there will be toilets located at convenient points inside the park.

 

Source: Bartaman

 

বিদেশের আদলে ডায়মন্ডহারবারে গড়ে উঠবে পার্ক, পিকনিক এরিনা

 

শীতের গোড়াতেই পর্যটক ও পিকনিক পার্টিদের জন্য সুখবর। একেবারে বিদেশি বিনোদন পার্কের আদলে এবার ডায়মন্ডহারবারে শ্রীহীন গঙ্গার ধার ও সংলগ্ন এলাকাকে একেবারে আধুনিক ছাঁচে ঢেলে সাজানো হবে।

প্রায় দু’কিমি এলাকা জুড়ে গঙ্গাতটে ফুল ও ফলের গাছগাছালির মধ্যে হাঁটার রাস্তার পাশাপাশি বসার জায়গা ছাড়াও পিকনিক স্পটের ব্যবস্থা থাকবে। যাতে অতিথিরা শহরে ঢোকার পর সেখানে দু’দণ্ড বসে নদীর স্পর্শ পেয়ে চোখ ও মনের তৃপ্তি পেতে পারেন। সকল বয়সিদের মনোরঞ্জনের কথা ভেবে সেই অনুসারে পরিকাঠামো তৈরি করা হবে। বিশেষত শিশুদের বিনোদনের জন্য রোপওয়ে করারও পরিকল্পনাও নেওয়া হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, ডায়মন্ডহারবার মহকুমা আধিকারিকের অফিসের ঠিক উল্টো দিকে নদীর ধার ধরে সৌন্দর্যায়নের কাজ শুরু হবে। তা শেষ হবে কেল্লার মাঠে গিয়ে। নদীর ধার ঘেঁষে পুরো অংশ কংক্রিটের ঢালাই করা হবে। সেখানে নদীর জল পর্যন্ত পর পর সিঁড়ি থাকবে। যাতে কেউ মনে করলে নদীর একেবারে কাছে চলে যেতে পারেন। কেউ চাইলে সেখানে বসতেও পারেন। কোথাও কোথাও নদীর উপর কিছুটা বাড়িয়ে ঝুলবারান্দার মতো করে দেওয়া হবে। সেখানে আলাদা করে বসার জায়গা থাকবে। পার্কের ভিতর দিয়ে হাঁটার আলাদা রাস্তা করে দেওয়া হবে। পার্কে থাকবে শৌচাগার, পানীয় জলের ব্যবস্থা এবং স্নানার্থীদের জন্য পোশাক পালটানোর ঘরও। খাওয়ার জন্য বাইরে যেতে হবে না। ভিতরেই থাকবে মোবাইল ফুড স্টল।

বাচ্চাদের জন্য আলাদা করে খেলার জায়গা করা হচ্ছে। এর সঙ্গে যুক্ত করা হচ্ছে কেল্লার মাঠকে। পুরো জায়গাকে পিকনিক করার উপযোগী করে তৈরি গড়ে তোলা হবে। সব মিলিয়ে পাঁচটি পিকনিক এরিনা করা হবে। এছাড়া বোটিংয়ের জন্য ব্যবস্থা হবে। পাশাপাশি একটি রোপওয়ে তৈরি করা হবে। ডায়মন্ডহারবার ব্যায়ামাগারের থেকে কেল্লার মাঠ পর্যন্ত রোপওয়েটি করা হবে।

সব মিলিয়ে, ডায়মন্ডহারবারকে সাজিয়ে তোলার এই উদ্যোগ এলাকার পর্যটনের বিকাশ ঘটাবে বলেই আশা করা যায়।

South Korea set to open up big investment opportunities for Bengal

A new avenue for investment in Bengal is going to open up soon, with the ambassador of South Korea to India meeting Chief Minister Mamata Banerjee on November 27, on the sidelines of the Horasis Asia Summit held in Kolkata.

After the meeting, the ambassador said that South Korea is appreciative of the fact that the Chief Minister has shown a lot of interest in strengthening the economic engagement between Bengal and his country. She also agreed to provide all possible help in setting up industries in the state.

Mamata Banerjee has invited investment in manufacturing and tourism, as well as showed a keen interest in cultural exchanges.

The ambassador said that Bengal was chosen because of the fact that the state has a vibrant market. Secondly, the state serves as a gateway to countries like Bhutan and Thailand. On top of these, Bengal has a glorious tradition in many fields.

Another welcome news is that KOTRA (Korea Trade-Investment Promotion Agency), the South Korean Government’s trade and investment promotion organisation, is opening an office in Kolkata in December, to help in the coordination of trade and investment opportunities and partnerships between the governments and industries of South Korea and Bengal.

Recently, for the first time in Kolkata, the Government of South Korea organised the Korean Caravan, a unique forum where representatives of Korean companies got the opportunity to interact with officials of industrial houses in Bengal. Officials of West Bengal Industrial Development Corporation (WBIDC) and Federation of Indian Chambers of Commerce and Industry (FICCI) were also present there.

 

Source: Aajkal

 

 

দক্ষিণ কোরিয়া বিনিয়োগ করবে রাজ্যে

 

কলকাতায় অনুষ্ঠিত হোরাসিস সম্মেলন থেকে প্রাপ্তি হিসেবে এল বিনিয়োগের বার্তা। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে একথা জানান।

ওই সম্মেলনে রাজ্য থেকে যে প্রতিনিধি দল অংশ নিয়েছিল, সরকারি বেসরকারি ক্ষেত্র থেকে, তারা এ রাজ্যে বিনিয়োগে প্রবল সম্ভাবনার কথা তুলে ধরেন। এছাড়াও সরকারের উৎসাহের ফলে এখানে সফল কি কি শিল্প তৈরি হয়েছে, তাও তুলে ধরা হয়।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বলেন, মুখ্যমন্ত্রী এ রাজ্যের সঙ্গে তার দেশের অর্থনৈতিক যোগাযোগ তৈরীতে যে পরিমাণ আগ্রহ দেখিয়েছেন, তাতে তিনি অভীভুত। এছাড়া মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন রাজ্য সরকার সব রকম সহায়তা করবে এ রাজ্যে শিল্প করতে চাইলে।

মমতা বন্দ্যোপাধ্যায় নির্মাণ শিল্প ও পর্যটনের পাশাপাশি সাংস্কৃতিক আদানপ্রদানেও খুব উৎসাহ দেখিয়েছেন।

রাষ্ট্রদূত বলেন তারা বাংলাকে বেছে নিয়েছেন কারণ, এখানের বাজার খুব আকর্ষণীয়। এছাড়া এরাজ্যকে ভুটান বা থাইল্যান্ডের মতো দেশগুলির গেটওয়ে বলা যায়। এছাড়া বাংলার ঐতিহ্যবাহী ইতিহাস আছে নানা ক্ষেত্রে।

এছাড়াও, ডিসেম্বর মাসে দক্ষিণ কোরিয়ার সরকারের বাণিজ্য ও বিনিয়োগের প্রোমোশান সংস্থা কলকাতায় তাদের অফিস খুলছে। এই দপ্তরটি দক্ষিণ কোরিয়ার ও বাংলার, সরকার ও শিল্পকে নানারকম সাহায্য করবে।

এই প্রথম দক্ষিণ কোরিয়ার সরকার কলকাতায় আয়োজন করে করিয়ান কারাভান-এর। এটি একটি আলোচনার জায়গা যেখানে কোরিয়ান কোম্পানিগুলির প্রতিনিধিরা রাজ্যের শিল্পের আধিকারিকদের সঙ্গে আলোচনার সুযোগ পাবে। ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের আধিকারিকরা ও ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স-এর আধিকারিকরাও উপস্থিত ছিলেন।

State Govt setting up shankha, shola, jewellery hub in Ashoknagar

The traditional handicrafts and cottage industry of Bengal are quite well-known, even outside India.

Over the last six years, the Trinamool Congress Government has made extensive efforts to promote these arts and crafts, both inside and outside the country, through trade fairs, craft hubs, online marketing and selling, etc.

The latest craft hub – for objects made of shells (shankha), shola (pith of the shola plant) and jewellery box – is coming up in Ashoknagar in North 24 Parganas district. It is coming up an area of 5 acres, and is being set up by Micro, Small and Medium Enterprises Department of the Bengal Government.

The area for the hub has been identified and work is on in full swing. It would be inaugurated within the next few months.

Shankha and shola objects are required for many pujas, and are in high demand especially during the Durga Puja season. Almost every idol-maker in and around Kolkata, the nerve centre of the Durga Puja market, acquire shola jewellery for adorning the idols.

Jewellery boxes made in and around Ashoknagar by rural artisans has demand even in West Asia, besides of course in the domestic markets. But demand is not commensurate with supply.

To ensure proper supply and to enable artisans to earn a respectable living from practicing their age-old crafts, the State Government has thought of this hub.

 

Source: Khabar 365 Din

 

শঙ্খ, শোলা ও গয়নার বাক্স তৈরীর হাব হবে অশোকনগরে

 

পশ্চিমবঙ্গের চিরাচরিত হস্তশিল্প ও কুটির শিল্প শুধু দেশ বা রাজ্য না, সারা বিশ্বে জনপ্রিয়। গত ছয় বছরে এই হস্তশিল্পকে দেশ ও বিদেশে তুলে ধরতে তৃণমূল সরকার প্রচুর পদক্ষেপ নিয়েছে। আয়োজন করেছে শিল্প মেলা, তৈরী করেছে হস্তশিল্প হাব, ব্যবস্থা করেছে অনলাইন বিপণনের।

এই উদ্যোগে সাম্প্রতিকতম সংযোজন শঙ্খ ও শোলা দিয়ে তৈরি বিভিন্ন জিনিস ও গয়নার বাক্সর হাব, যা গড়া হবে উত্তর ২৪ পরগনার অশোকনগরে। এই হাবটি হবে ৫ একর জমির ওপর। এই হাবটি তৈরী করছে রাজ্য সরকারের ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প দপ্তর।

এই হাবের জমি চিহ্নিত হয়েছে ও পুরোদমে কাজ চলছে। আগামী কয়েক মাসের মধ্যে এটির উদ্বোধন হবে।

বিভিন্ন পুজোতে শঙ্খ ও শোলা দিয়ে তৈরি বিভিন্ন জিনিসের চাহিদা থাকে, বিশেষ করে দুর্গা পুজোর সময়। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সমস্ত কুমোর শোলার তৈরি গয়না ও অন্যান্য জিনিস জোগাড় করে থাকেন। অশোকনগর ও পাশাপাশি অঞ্চলে যে গয়নার বাক্স তৈরি হয় তার চাহিদা বিপুল, শুধু রাজ্যে বা দেশে নয়, পশ্চিম এশিয়াতেও।

হস্তশিল্পীদের জীবন স্বচ্ছল করে তোলার লক্ষ্যে রাজ্য সরকারের এই হাব তৈরীর সিদ্ধান্ত।

Net Neutrality – A big win for those who use the internet, says Mamata Banerjee

Reacting to the white paper by TRAI, upholding net neutrality, Bengal Chief Minister Mamata Banerjee posted a tweet saying, “We welcome today’s news on net neutrality. Trinamool was the very first party to raise this issue strongly in Parliament & on all platforms. A big win for all who use internet.”

Trinamool was the first party to raise the issue of net neutrality on the floor of the Parliament, way back in 2015. Leader of the party in Rajya Sabha, Derek O’Brien had raised a Calling Attention Motion, which led to the Union telecom minister to take a stand in favour of net neutrality on the floor of the House.

Trinamool has also vocally supported net neutrality in various meetings of the Parliament standing committee on IT and telecom.

 

 

নেট নিউট্রালিটি – ইন্টারনেট ব্যবহারকারীদের বিশাল জয়, বললেন মুখ্যমন্ত্রী

 

নেট নিউট্রালিটি সংক্রান্ত যে শ্বেতপত্র আজ ট্রাই প্রকাশ করেছে, তার পরিপ্রেক্ষিতে আজ মুখ্যমন্ত্রী টুইট করে বলেন, “নেট নিউট্রালিটি নিয়ে আজকের সিদ্ধান্তকে স্বাগত জানাই। সংসদের ভেতরে ও বাইরে তৃণমূলই প্রথম বিষয়টি নিয়ে সরব হয়। যারা ইন্টারনেট ব্যবহার করেন, তাদের জন্য এটি বিরাট জয়।”

তৃনামূলই দেশের প্রথম রাজনৈতিক দল যারা সংসদের ভেতরে ও বাইরে এই বিষয়টি নিয়ে সরব হয়। রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা ডেরেক ও’ব্রায়েন ২০১৫ সালে ‘কলিং এটেনশন মোশন’ আনেন, যার প্রত্যুত্তরে টেলিকম মন্ত্রীকে সংসদে নেট নিউট্রালিটির পক্ষে বিবৃতি দিতে হয়।

আইটি ও টেলিকম বিষয়ক সংসদীয় স্ট্যান্ডিং কমিটির বিভিন্ন মিটিংয়েও তৃণমূল নেট নিউট্রালিটির পক্ষে জোরালো সওয়াল করে।

 

Natya Mela begins today

The 17th edition of Natya Mela will be inaugurated today at 5 pm at Rabindra Sadan. With the inspiration of Chief Minister Mamata Banerjee, this event is being organised by the Information and Cultural Affairs Department of the Bengal Government.

The plays will be staged at: Rabindra Sadan, Madhusudan Mancha, Girish Mancha, Sisir Mancha, Minerva Theatre, Paschimbanga Natya Academy grounds and Mukto Mancha.

A special exhibition on ‘Professional Theatre Post-independence’ is being held at Rabindra Sadan on the occasion.

Natya Mela is open for all.

আজ থেকে শুরু নাট্য মেলা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের আয়োজনে আজ শুরু হচ্ছে সপ্তদশ নাট্য মেলা। এই মেলাতে পরিবেশিত হবে পূর্ণ দৈর্ঘ্যের নাটক, স্বল্প দৈর্ঘ্যের নাটক, অন্তরঙ্গ থিয়েটার, নাটকের গান, মূকাভিনয়, লোকনাট্য ও পুতুল নাটক।

মেলা চলবে আগামী ৪ঠা ডিসেম্বর পর্যন্ত। যে যে প্রেক্ষাগৃহে এই নাট্য মেলার নাটকগুলি পরিবেশিত হবে, সেগুলি হল: রবীন্দ্রসদন, মধুসূদন মঞ্চ, গিরিশ মঞ্চ, শিশির মঞ্চ, মিনার্ভা থিয়েটার, তৃপ্তি মিত্র নাট্যগৃহ, পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি প্রাঙ্গণ ও মুক্তমঞ্চ।

আজ এই মেলার উদ্বোধন হবে বিকেল ৫টায়, রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে। এই মেলার অংশ হিসেবে রবীন্দ্রসদনে আয়োজন হয়েছে একটি প্রদর্শনীরও। বিষয় হল, স্বাধীনতা-উত্তর পেশাদার রঙ্গমঞ্চ।

এই মেলায় জনসাধারণের প্রবেশ অবাধ।

 

Museum coming up inside Bengal Assembly

On November 20, Chief Minister Mamata Banerjee is going to lay the foundation stone of a museum inside the Assembly premises. The museum will depict the rich history of the Legislative Assembly, and through it, the immense contribution of Bengal to the freedom struggle of the country.

It will be housed inside a five-storied building, which will have, among other facilities, a state-of-the-art auditorium.

The history of the Bengal Legislature can be traced back to January 18, 1862 when, under the Indian Councils Act of 1861, a twelve-member Legislative Council for Bengal Presidency was established by the Governor-General of British India, with the Lt Governor of Bengal and some nominated members.

Under the provisions of the Government of India Act 1935, the Bengal Provincial Legislature, as it was named later, was made bicameral – housing the Legislative Council and the Legislative Assembly.

The Legislative Council was abolished in 1969 through the enactment of the West Bengal Legislative Council (Abolition) Act.

At present, the Legislative Assembly has 295 members, which includes 294 members directly elected from single-seat constituencies and one nominated from the Anglo-Indian community. Its term is five years, unless sooner dissolved.

Source: Millennium Post

রাজ্য বিধানসভায় তৈরী হচ্ছে একটি সংগ্রহশালা

পশ্চিমবঙ্গ বিধানসভায় এবার তৈরী হবে একটি সংগ্রহশালা। ২০শে নভেম্বর বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনই শিলন্যাস করবেন।

রাজ্য বিধানসভার সোনালী ইতিহাসের সরণি হয়ে উঠবে এই সংগ্রহশালা। দেশের স্বাধীনতা সংগ্রামে পশ্চিমবঙ্গ বিধানসভার যে ভূমিকা ছিল তাও ধরা থাকবে এই সংগ্রহশালায়।

একটি পাঁচতলা ভবনে তৈরী হবে এই সংগ্রহশালাটি। এখানে থাকবে একটি প্রেক্ষাগৃহও।

রাজ্যের বিধানসভার সূচনা হয় ১৮৬২ সালের ১৮ই জানুয়ারী। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট ১৮৬১ অনুসারে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল, লেফট্যানেন্ট গভর্নর অফ বেঙ্গল ও কিছু মনোনীত সদস্যদের নিয়ে একটি ১২ সদস্যের বিধানপরিষদ গঠন করা হয়।

গভর্মেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ১৯৩৫ অনুসারে বেঙ্গল প্রভিন্সিয়াল লেজিসলেচারকে দ্বিকাক্ষিক করা হয় (বিধানসভা ও বিধানপরিষদ)। ১৯৬৯ সালে অবশ্য রাজ্যের বিধানপরিষদকে তুলে দেওয়া হয় ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ (অ্যাবলিশন) অ্যাক্টের মাধ্যমে।

এই মুহূর্তে বিধানসভার সদস্য সংখ্যা ২৯৫ (২৯৪ জন নির্বাচিত এবং ১ জন মনোনীত সদস্য থাকেন আংলো ইন্ডিয়ান সম্প্রদায় থেকে)। বিধানসভার মেয়াদ ৫ বছর।

Bengal to become an ODF state by August 2018

Mission Nirmal Bangla, an internationally awarded scheme for removing the scourge of open defecation from Bengal, is going to reach a major milestone next August when Bengal would become an open defecation-free (ODF) state.

Under the scheme, which is a brainchild of Mamata Banerjee, 67 lakh rural households in Bengal would have been equipped with toilets by August 2018. These facts were stated by State Panchayat and Rural Development Minister, Subrata Mukherjee at a recent workshop on sanitation held at Sector V in Salt Lake, Kolkata.

It may be mentioned that Nadia was the country’s first district to achieve ODF status. The other districts that have become ODF in Bengal are North and South 24 Parganas, Purba Medinipur, Hooghly, Purba and Paschim Bardhaman, Cooch Behar, Malda and Howrah.

The minister said that Birbhum, Murshidabad, Paschim Medinipur and Dakshin Dinajpur will achieve the target by the end of December. Further, the districts of Alipurduar, Uttar Dinajpur and Jalpaiguri will be declared ODF by March 2018.

 

২০১৮র আগস্ট মাসের আগেই নির্মল হবে বাংলা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ২০১৩ সালে শুরু করেছিল মিশন নির্মল বাংলা। আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত এই প্রকল্প পৌঁছাবে তার শিখরে ২০১৮ সালের আগস্ট মাসে।

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী জানিয়েছেন আগামী বছরের মধ্যেই নির্মল হবে বাংলা। এই প্রকল্পর লক্ষ্য ছিল ২০১৮র মধ্যে ৬৭লক্ষ গ্রামীণ পরিবারের জন্য শৌচাগার নির্মাণ করা।

প্রসঙ্গত, নদীয়া জেলাকে দেশের প্রথম নির্মল জেলা ঘোষণা করা হয়েছিল ২০১৫ সালে। বাকি যে সকল জেলা ‘নির্মল জেলা’ হয়েছে, সেগুলি হল: উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলী, কোচবিহার, মালদা ও হাওড়া।

মন্ত্রী বলেন, ডিসেম্বর মাসে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুরকেও ‘নির্মল জেলা’ ঘোষণা করা হবে। এরপর আলিপুদুয়ার, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি জেলা নির্মল জেলা হিসেবে ঘোষিত হবে ২০১৮ সালের মার্চ মাসে।

 

 

State Govt to set up hydroelectric power station in the Hills region

The Bengal Government would start the construction of a batch of small hydroelectric power stations in the Hills region.

The one at Ragnu in Darjeeling district, worth 6 megawatt (MW) has already been approved and work is in progress. Surveys are going on for setting up others in Rimbik, Nagrakata, Mirik and other places.

Hydroelectric power stations are much less pollution, hence the decision for setting up these in an ecologically sensitive region like the Darjeeling district has been taken.

Currently, 1076 MW of electricity is produced in Bengal using the hydroelectric method.

Source: Bartaman

 

পাহাড়ে জলবিদ্যুৎ কেন্দ্র তৈরির কাজে ঝাঁপাচ্ছে রাজ্য

পাহাড়ে নতুন করে একগুচ্ছ নয়া জলবিদ্যুৎ কেন্দ্র তৈরির কাজ করতে চায় রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানি। সেই মতো রিম্বিক, নাগরাকাটা, মিরিক সহ একাধিক জায়গায় সমীক্ষার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। দার্জিলিং জেলার রগনুতে ছ’মেগাওয়াটের আরও একটি জলবিদ্যুৎ কেন্দ্র তৈরির পরিকল্পনা চলছে। সমীক্ষার জন্য গত মাসের শেষের দিকে টেন্ডার ডাকা হয়েছে।

বর্তমানে রাজ্যে জলবিদ্যুৎ ক্ষেত্র থেকে ১০৭৬ মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হয়। তার মধ্যে ৯০০ মেগাওয়াটের পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রকল্পও রয়েছে। বাকিগুলি হল, তিস্তা ক্যানাল প্রকল্প (৬৭.৫ মেগাওয়াট), রাম্মাম প্রকল্প (৫১ ,মেগাওয়াট), জলঢাকা প্রকল্প (৪৪ মেগাওয়াট) সহ অন্যান্য কেন্দ্র। রাজ্য চাইছে দার্জিলিংয়ে ছোট (কমবেশি ৫ মেগাওয়াট) জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে।

জলবিদ্যুতের ক্ষেত্রে দূষণের সমস্যা কম থাকে। তার ওপর এইসব কেন্দ্র তৈরি হয়ে যাওয়ার পর বিদ্যুৎ উৎপাদনের খরচ তুলনামুলকভাবে অনেক কম হয়। পাহাড়ে জলবিদ্যুতের পাশাপাশি পুরুলিয়ায় তুর্গা পাম্প স্টোরেজ প্রকল্প (১০০ মেগাওয়াট) রুপায়ন করার সিদ্ধান্ত হয়েছে।

তাপবিদ্যুতের পাশাপাশি এবার অচিরাচরিত শক্তির উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ বৃদ্ধিতে জোর দেওয়া হয়েছে। অচিরাচরিত শক্তির ক্ষেত্রে সৌরবিদ্যুৎ, জলবিদ্যুৎ, বায়োমাসসহ অন্যান্য উৎস রয়েছে। তাঁর মধ্যে পাখির চোখ করা হচ্ছে সৌরবিদ্যুৎ ও জলবিদ্যুৎকেই।