Bengal Govt to set up infrastructure for firefighting from waterways

The State Fire and Emergency Department is gearing up to start firefighting operations from waterways, especially on the Hooghly. For this, a separate unit is going to be created. This will help in tackling fire in places adjacent to the river in a more effective way

The idea is to have a vessel-like thing on the river with firefighting equipment. There are a number of warehouses of Kolkata Port Trust adjacent to the river.

A committee has been formed with police officials and officials from the Fire Department to create a blueprint of the model, according to which the department will move.

While on the Fire Department, it needs to be mentioned that the department is on the fast track to further development. Fifty support vehicles for rapidly carrying equipment and personnel to the site of a fire have been procured.

Fire operators (FO) and auxiliary fire operators (AFO), numbering 1,500 each, would be recruited by June 2018.

জলপথে অগ্নি নির্বাপনের পরিকাঠামো তৈরী করবে রাজ্য সরকার

 

অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা দপ্তর জলপথে অগ্নিনির্বাপনের পরিকাঠামো তৈরী করবে, বিশেষ করে হুগলী নদীতে। এর জন্য আলাদা একটি বিভাগ তৈরি করা হবে। এর মাধ্যমে নদীর লাগোয়া কোনও স্থানে আগুন লাগলে, তা তাড়াতাড়ি আয়ত্বে আনা যাবে।

অগ্নিনির্বাপনের যন্ত্রপাতি সম্বলিত একটি জলজানের তৈরীর পরিকল্পনা আছে রাজ্যের। দমকল দপ্তর খুব শীঘ্র এই ইউনিট তৈরী করতে চায়। এই উদ্দেশ্যে ৫০টি জলযান জোগাড় করা হয়েছে। ২০১৮ সালের জুন মাসের মধ্যে ১৫০০ ফায়ার অপারেটর এবং ১৫০০ অক্সিলিয়ারি ফায়ার অপারেটর নিয়োগ করা হবে।

এই উদ্যোগের জন্য একটি ব্লু-প্রিন্ট তৈরী করতে পুলিশ আধিকারিক ও দমকল দপ্তরের আধিকারিকদের নিয়ে একটি টিম তৈরি করা হয়েছে।

Source: Millennium Post

WB CM inaugurates irrigation, water and healthcare projects

West Bengal Chief Minister Ms Mamata Banerjee inaugurated irrigation, water and healthcare projects at in New Town today.

Five projects under the Irrigation & Waterways Department were inaugurated: a concrete bridge over Tolly Nullah (Adi Ganga), beautification of both sides of Keshtopur Canal adjoining VIP Road, dredging of Tolly Nullah from Garia station to Shamukpota, construction of another pump house in Sonarpur and construction of concrete bridges over storm water and drain water channels in Ghunimeghi mouza, the last three being in South 24-Parganas district.

Chief Minister Mamata Banerjee also inaugurated a 100 MGD (millions of gallons per day) drinking water supply project. The first phase of the project is of 20 MGD capacity, for supplying water in New Town. The rest would cover the civic areas of Bidhannagar, Nabadiganta Township, South Dum Dum and Haroa.

Along with these, some major healthcare projects were inaugurated, too. Superspeciality hospitals in Bolpur and Metiabruj are part of the grand project of 41 superspeciality hospitals in the State. The other projects inaugurated were: critical care unit (CCU) at NRS Medical College and Hospital, dialysis unit at Bishnupur District Hospital, and digital X-Ray units at Gangarampur Subdivisional Hospital, Sagar Dutta Medical College and Hospital and RG Kar Medical College and Hospital.

 

নিউটাউনে সেচ ব্যবস্থা, জল সরবরাহ এবং স্বাস্থ্যবিভাগের বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আজ নিউটাউনে সেচ ব্যবস্থা, জল সরবরাহ এবং স্বাস্থ্যবিভাগের বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়।

সেচ ও জলপথ বিভাগের ৫ টি প্রকল্পের উদ্বোধন হল এদিন। গৃহীত প্রকল্পগুলি হল কালীঘাট মন্দিরের নিকট আদি গঙ্গার (টালি নালা) উপরে পারাপারের পাকা সেতু নির্মাণ, ভি.আই.পি রোড সংলগ্ন কেষ্টপুর খালের উভয় পাড় সৌন্দর্যায়ন, দক্ষিণ ২৪ পরগনার গড়িয়া স্টেশন থেকে শামুকপোতা পর্যন্ত আদি গঙ্গার (টালি নালা) ১৩ কিমি দৈর্ঘ্যে ও বিদ্যাধরী খালের ১২ কিমি দৈর্ঘ্যে পুনঃখনন, সোনারপুরে পাম্প হাউস নির্মাণ, ভাঙ্গর থানার ঘুনিমেঘি মৌজায় এস.ডব্লিউ.এফ ও ডি.ডব্লিউ.এফ চ্যানেলের ওপর পাকা সেতু নির্মাণ।

নিউটাউনে ১০০ MGD ভূ-পৃষ্ঠ জল সরবরাহ প্রকল্প উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী। প্রথম পর্যায়ে ২০ MGD জল সরবরাহ করবে নিউ টাউনে, দ্বিতীয় পর্যায়ে ৮০ MGD জল সরবরাহ করবে বিধাননগর, নবদিগন্ত, দক্ষিণ দমদম এবং হাড়োয়া এলাকায়।

এর সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য প্রকল্পেরও উদ্বোধন হল। এগুলি হল – বোলপুর এবং মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতাল, এন.আর.এস মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ক্রিটিক্যাল ইউনিট, বিষ্ণুপুর জেলা হাসপাতালের ডায়ালিসিস ইউনিট, গঙ্গারাম মহকুমা হাসপাতাল, সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, আর.জি.কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডিজিটাল এক্স-রে।