Trinamool Congress’ ‘watermelon theory’ attacking the CPI(M)-Congress alliance has gone viral on the internet.
Drawing parallels between a watermelon and the Congress’ condition in West Bengal, the Trinamool Congress today alleged that the grand old party has formed a ‘shameless alliance’ with CPI(M) in the State which goes to the polls next month.
According to Trinamool Congress’ Chief National Spokesperson and Leader of the Party, Rajya Sabha, Derek O’Brien, “The Congress Party in Bengal is like a watermelon. They are green from the outside and red inside. They have got this alliance with CPI(M), which is a shameless alliance. We all know they have always been together like watermelons.”
Image: medicalnewstoday.com
সোশ্যাল মিডিয়ায় ‘ভাইরাল’ হল তৃণমূলের ‘তরমুজ তত্ত্ব’
কংগ্রেসকে তরমুজের সঙ্গে তুলনা করে আজ তৃণমূল সিপিএম-কংগ্রেস জোটকে ‘নির্লজ্জ’ আখ্যা দেয়।
তৃণমূলের এই তুলনা ভিডিওটি ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে।
তৃণমূলের জাতীয় মুখপাত্র ও রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন জানান, “পশ্চিমবাংলায় কংগ্রেস পার্টি ঠিক তরমুজের মত।তরমুজের বাইরের অংশটা যেমন সবুজ এবং ভেতরের অংশটা লাল ঠিক তেমন। কংগ্রেস ও সিপিএম-এর যে জোটটি হচ্ছে তা নির্লজ্জ জোট। আমরা সকলেই জানি যে কংগ্রেস এবং সিপিএম সবসময় তরমুজের মত এক”।