Master Plan for drinking water in arsenic-affected areas

The Bengal Government has taken numerous measures to make drinking water available in every part of the State, and efforts are on towards implementing these measures. Piped Water Supply Schemes (PWSS) have been taken up across the State to make for healthy and happy lives.

The Public Health Engineering (PHE) Department Minister, in his departmental budget for financial year (FY) 2018-19, has outlined a number of measures to achieve self-sufficiency in generation, storage and distribution of drinking water.

Over 94 per cent population in affected areas covered

Till date, as a part of the Master Plan for supplying arsenic-free water, the State Government has been able to provide drinking water to a rural population of 157.05 lakh, which amounts to 94.3 per cent of the population in arsenic-affected blocks. All the arsenic-affected villages shall be provided with water within March 2019.

The Habra-Gaighata surface water-based water supply scheme in North 24 Parganas district has been sanctioned at a cost of Rs 578.94 crore for a population of 18.04 lakh in 327 mouzas. It will be commissioned by June 2018.

Of the 338 Piped Water Supply Schemes (PWSS) under the Master Plan, 329 have been commissioned. As a part of these piped water schemes, 165 arsenic-removal plants working on breakthrough indigenous technology are being installed.

The PHE Department is implementing the setting up of 385 Community Purification Plants, 58 Arsenic and Iron Removal Plants (AIRP) and 138 water ATMs in schools to provide arsenic-free drinking water, to be completed by June 2018. Water ATM is an innovative concept – an ATM will dispense 1 litre of purified water at a time.

 

আর্সেনিক নির্বাহে রাজ্য সরকার

 

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় ২০১১ সাল থেকেই তৃনমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গ সরকার সবার জন্য জল সরবরাহে বদ্ধপরিকর।

পানীয় জল যাতে এই রাজ্যের সমস্ত প্রান্তে সুলভে পাওয়া যায় তার জন্য রাজ্য সরকার প্রচুর প্রকল্প শুরু করেছে।

জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী সুব্রত মুখোপাধ্যায় তার দপ্তরের ২০১৮-১৯ সালের বাজেটে পানীয় জল উৎপন্ন করা,তা সংরক্ষণ করা এবং সঠিক ভাবে বন্টন করার জন্য নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিবরণ দিয়েছেন।

 

আর্সেনিক প্রভাবিত এলাকায় জল সরবরাহ ব্যবস্থার মাস্টার প্ল্যান

  • এখনও পর্যন্ত রাজ্য সরকার মোট ১৫৭ লক্ষ গ্রামীণ জনজাতির জন্য আর্সেনিক-মুক্ত পানীয় জলের ব্যবস্থা করতে পেরেছে যা কিনা মোট আর্সেনিক প্রভাবিত এলাকার প্রায় ৯৫%। ২০১৯ সালের মার্চ মাসের মধ্যে রাজ্যের প্রত্যেক প্রান্তে আর্সেনিক-মুক্ত পানীয় জল পৌঁছে দেওয়া হবে।
  • ২০১৮ সালের জুন মাসের মধ্যে হাবড়া- গাইঘাটা জল সরবরাহ পরিকল্পত ব্যবস্থার কাজ শুরু হয়ে যাবে, যা কিনা ৩২৭ টি মৌজার প্রায় ১৮ লাখ মানুষের উপকারে আসবে।
  • ৩৩৮ টি পাইপ-জাত জল সরবরাহ পরিকাঠামোর মধ্যে ৩২৯-টির কাজ শুরু হয়ে গেছে। এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় প্রযুক্তির সাহাজ্য নিয়ে ১৬৫ টি আর্সেনিক নিষ্কাশন কেন্দ্র স্থাপন করা হয়েছে.
  • জনস্বাস্থ্য কারিগরি দপ্তর ৩৮৫ টি জল পরিশোধন কেন্দ্র, ৫৮ টি আর্সেনিক ও লোহা নিষ্কাশন কেন্দ্র এবং ১৩৮ টি বিদ্যালয়ে পানীয় জলের এটিএম আগামী জুন মাসের মধ্যে স্থাপন করবে। এক একটি পানীয় জলের এটিএম থেকে প্রতিবারে ১ লিটার করে জল পাওয়া যাবে।

 

State Govt proposes to supply piped water to arsenic-affected areas

The state Public Health Engineering department has submitted a proposal worth Rs. 5,000 crore for supplying piped water in Arsenic-affected areas.

The Centre is examining the proposal and is likely to give its nod in the near future. Steps have also been taken to supply piped water in Fluoride-affected areas.

According to a survey conducted by the state government in 2005, water in nine districts is severely affected by Arsenic, another fiver are mildly affected and give other are safe from Arsenic.

Water would be taken from rivers and purified. Subsequently, the purified water will be supplied to households through pipeline.

The PHE has installed 200 water ATMs in the affected areas and work is on to install more. Most of the ATMs are in schools. A senior government official has stated that elaborate plans have been made to tackle the problem of Arsenic and Fluoride contamination. It may be mentioned that the PHE has chalked out a scheme to supply filtered water in all villages in the state by 2020 at an estimate Rs 8,000 crore.

 

আর্সেনিক কবলিত এলাকায় পানীয় জল সরবরাহ করবে রাজ্য সরকার

আর্সেনিক প্রবন এলাকায় পানীয় জল সরবরাহ করবে রাজ্য সরকার। রাজ্য জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগ এই পাইপ লাইনের জন্য ৫০০০ কোটি টাকা বরাদ্দ করেছে।

কেন্দ্রের কাছে এই প্রস্তাব পেশ করা হয়েছে। এছাড়াও ফ্লোরাইড affected  এলাকায়ও পানীয় জল সরবরাহ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

২০০৫ সালের সমীক্ষা অনুযায়ী, রাজ্যের ৯ টি জেলা ভীষণভাবে আর্সেনিক কবলিত। বাকি ৫ টি জেলাতে আর্সেনিকের প্রভাব অল্প রয়েছে। বাকি জেলাগুলি আর্সেনিক মুক্ত।

নদী থেকে জল নিয়ে তা পরিশোধন করা হবে। এরপর সেই জল পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি সরবরাহ করা হবে।

জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগ অইসব এলাকায় মোট ২০০ টি জলের এ টি এম বসিয়েছে এবং আরও এ টি এম বসানোর কাজ চলছে। অধিকাংশ এ টি এম বসানো হয়েছে স্কুলগুলিতে।

সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন যে আর্সেনিক এবং ফ্লোরাইড দূষণ সমস্যা মোকাবেলা করার জন্য বিশদ পরিকল্পনা তৈরি করা হয়েছে।উল্লেখ করা যেতে পারে যে গ্রামে গ্রামে পরিশোধিত পানীয় জল সরবরাহ করার জন্য আগামী ২০২০ সালের মধ্যে ৮০০০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প চালু করবে জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগ।

 

Bengal PHE department steps up to provide drinking water to drought prone areas

The state Public Health Engineering department (PHE) is chalking out a plan to provide drinking water in drought prone and arsenic hit areas at an estimated cost of Rs 2,500 crore.

The PHE has also been preparing a plan to supply filtered water in arsenic-hit areas. It may be mentioned that the department has taken a Rs 8,000 crore plan to provide drinking water in the rural areas in the state. All the water supply projects are likely to be commissioned by 2018.

Under the ADB project, water supply project will be set up for Bankura district on a priority basis. Fourteen blocks in the district are getting water under the Backward Region Grant Fund (BRGF). The remaining four blocks would be covered under the project.

 

খরাপ্রবণ এলাকায় পানীয় জল সরবরাহ করার পরিকল্পনা জনস্বাস্থ্য কারিগরি বিভাগের

রাজ্যের খরাপ্রবণ ও আর্সেনিক আক্রান্ত এলাকাগুলিতে পানীয় জল সরবরাহের জন্য ২,৫০০ কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা নিয়েছে রাজ্য জনস্বাস্থ্য কারিগরি বিভাগ।

জনস্বাস্থ্য কারিগরি বিভাগ আর্সেনিক কবলিত এলাকায় পরিশোধিত পানীয় জল সরবরাহ করার পরিকল্পনা গ্রহণ করেছে। উল্লেখ করা যেতে পারে যে দপ্তর রাজ্যের গ্রামাঞ্চলে পানীয় জল সরবরাহের জন্য ৮০০০ কোটি টাকা প্রদান করার পরিকল্পনা গ্রহণ করেছে। সব পানীয় জল সরবরাহ প্রকল্প ২০১৮ দ্সালের মধ্যে অনুমোদন পেয়ে যাবে।

এডিবি প্রকল্পের আওতায় অগ্রাধিকার অনুযায়ী বাঁকুড়া জেলায় পানীয় জল সরবরাহ প্রকল্প চালু করা হবে। BRGF (Backward Region Grant Fund)এর অধীনে ১৪টি ব্লক পানীয় জল পাচ্ছে। বাকি ৪টি ব্লককেও এই প্রকল্পের অধীনে আনা হবে।

 

PHE department aims to install 40 water ATMs before Pujas

The state Public Health Engineering department has decided to install 40 units of water ATMs in different parts of Kolkata. One has already been installed near Ekdalia in South Kolkata.

With an endeavor to provide safe drinking water to all at a bare minimum price, it has been decided to install the same at different parts of the state. But as pilot project it will be first set up in Kolkata and its adjoining areas.

Before, Puja it will come up in two places in Dum Dum, Victoria Memorial Hall, Indian Museum and near Nakhoda Masjid and 40 other places. The locations have been identified based on the footfall.

One just needs to put a Rs 2 coin into the machine and one will get a bottle containing 1 litre of cold safe drinking water. This is the first time when such an initiative has been taken by the state government.

The state PHE department has plans to install 200 such water ATMs across the state and steps to identify the location would take place after the success of the project in Kolkata and its surrounding areas.