The state Power department has decided to set up around 177 sub-stations across the state to provide high quality electricity and also to address low voltage problems that still persist in some areas.
State Power minister Sobhandeb Chattopadhyay on Thursday said that around 177 sub-stations of varied capacities will be constructed in the next two years. The main purpose of this initiative is to provide quality electricity to people. Setting up of new sub-stations will also solve the problems of low voltage in some parts of the state.
The minister also reminded that around 44 sub-stations were being constructed in 2016-17, many of which have already been constructed. Altogether, 640 sub-stations have so far been set up in the state.
After coming to power, the Mamata Banerjee-government has done a great deal of work to construct sub-stations so that problems related to electricity, which were a major cause of concern during the Left Front government, could be mitigated. It may be mentioned here that Bengal was the first among the other states to complete the project of rural electrifications. Apart from a few villages, all villages across the states were already brought under the coverage of electricity.
It may be mentioned here that the number of customers of West Bengal State Electricity Distribution Company Limited (WBSEDCL) has gone up to 170 lakh from 85 lakh of 2011.
আগামী দুবছরে ১৭৭টি নতুন বিদ্যু९ সাব–স্টেশন তৈরী করবে রাজ্য
রাজ্য জুড়ে লো-ভোল্টেজের সমস্যা মেটাতে এবং মানুষকে উ९কৃষ্ট মানের বিদ্যু९ সরবরাহ করার লক্ষ্যে ১৭৭টি নতুন বিদ্যু९ সাব-স্টেশন তৈরী করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিদ্যু९ দপ্তর।
বৃহস্পতিবার বিদ্যু९ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, আগামি দুবছরে মোট ১৭৭টি সাব স্টেশন তৈরী হবে রাজ্যে। এগুলি তৈরী করার প্রধান উদ্দেশ্য হল মানুষকে উ९কৃষ্ট মানের বিদ্যু९ জোগান দেওয়া। এই প্রকল্পগুলির কাজ শেষ হলে লো-ভোল্টেজের সমস্যাও অনেকটা আয়ত্তে আসবে।
মন্ত্রী আরও জানান, ২০১৬-১৭ সালে প্রায় ৪৪টি সাব স্টেশন নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যার মধ্যে অনেকগুলি ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। সব মিলিয়ে রাজ্যে ৬০৪টি সাব স্টেশন নির্মিত হয়েছে।
ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত সরকার সাব স্টেশনের পরিকাঠামো বদল করার একটি চুক্তি করেছিল। বাম আমলে সবচেয়ে বড় সমস্যা এখন অনেকটাই সমাধান হয়েছে। উল্লেখ করা যেতে পারে, গ্রামীণ বিদ্যুতায়নের ক্ষেত্রে বাংলা সব রাজ্যের তুলনায় এগিয়ে। কয়েকটি গ্রাম ছাড়া রাজ্যের অধিকাংশ জায়গায় বিদ্যু९ পৌঁছে গেছে।
এটা উল্লেখযোগ্য যে ২০১১ সালে পশ্চিমবঙ্গ বিদ্যু९ নিগমের (WBSEDCL) গ্রাহক সংখ্যা ছিল ৮৫ লক্ষ বর্তমানে এই সংখ্যা ১৭০ লক্ষ।