Singur Now – A hub of agricultural productivity

A year ago today – on August 31, 2016 – the Supreme Court of India passed the historic judgment t declaring that the land acquisition made by the erstwhile Left Front Government in Singur was illegal and unconstitutional. It asked the present Trinamool Government led by Mamata Banerjee to return the lands to its owners. Thus the 10-year struggle of Mamata Banerjee against illegal land acquisition ended in a victory for the farmers.

Bengal Chief Minister Mamata Banerjee had hailed the Supreme Court’s decision and said she had “tears of joy”. On September 2, 2016, Singur Utsav was observed in every block of the State today to commemorate the Supreme Court decision quashing land acquisition in Singur. Rallies were taken out by Trinamool activists and supporters in various parts of the State. Cultural programmes were held too. ‘Singur Vijay Diwas’ was observed at Vidhan Sabha, too.

On September 14, Mamata Banerjee handed over land parchas (land deeds) and compensation cheques to farmers in Singur. Around 9,117 land deeds were handed over. Around 800 compensation cheques – to unwilling farmers – were handed over by the Chief Minister and her Cabinet colleagues. “In the first lot 9,117 parchas were given. All land will be returned in cultivable form within eight weeks,” she said during her visit to Singur.

The CM said that the government will be setting up check dams and small tube wells for irrigation in Singur. She added that soil testing is going on and all fertilisers for making the land fertile and cultivable will be provided to farmers.

On October 17, the Bengal CM said that the process of giving physical possession of land in Singur will begin on October 20 and will be completed in 15-20 days.

On October 20, Chief Minister Mamata Banerjee formally re-commenced farming on the plots of land in Singur which were given away to Tata Motors’ Nano project by the Left Front government, by sowing seeds of mustard on those plots.

By November 2016, the land was returned and by January 2017, the 300 or so farmers whose land had not been affected by the steel and concrete structures had already begun producing crops of the golden skin potatoes that farmers in Bengal’s Singur are renowned for. Rabi and Boro crops have also been grown in Singur. The Government also encouraged the use of organic fertilisers in Singur.

About 230 acres of paddy fields sown in early February using new, low-water techniques have produced knee-high crops. Sesame, maize, cucumbers and banana have also been planted. A new power network now runs 63 freshly drilled wells for dry season irrigation and sprinklers and drips are in use. The state government had also provided farmers with high-yielding seeds, fertilizer and Rs 10,000 toward new farm equipment and extra workers to help with labour.

With all these steps taken, Singur will be a model in agriculture and horticulture sectors.

 

সিঙ্গুর ফিরেছে শস্যের ভাণ্ডারে

ঠিক এক বছর আগে অর্থাৎ ৩১শে আগস্ট ২০১৬ তারিখে মহামান্য সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে পূর্বতন বামফ্রন্ট সরকারের সিঙ্গুরের জমি অধিগ্রহণকে ‘অবৈধ ও অসাংবিধানিক’আখ্যা দেন। মহামান্য আদালত বর্তমান তৃণমূল সরকারকে নির্দেশ দেন কৃষকদের জমি ফিরিয়ে দিতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ ১০ বছরের অক্লান্ত সংগ্রামের এক মধুর সমাপতন ঘটে।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহামান্য সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানান। তিনি আবেগপ্রবণ হয়ে ঘোষণা করেন রাজ্যের সব ব্লকে সিঙ্গুর উৎসব পালিত হবে। ২রা সেপ্টেম্বর রাজ্যের প্রান্তে প্রান্তে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা মিছিল বার করেন, বিভিন্নি সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। বিধান সভায়ও ‘সিঙ্গুর বিজয় দিবস’ পালন করা হয়।

সেপ্টেম্বরের ১৪ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় চাষিদের হাতে জমির পরচা ও ক্ষতিপূরণের চেক তুলে দেন। প্রায় ৯১১৭টি পরচা তুলে দেওয়া হয়। প্রায় ৮০০ জন অনিচ্ছুক কৃষকদের ক্ষতিপূরণের চেক প্রদান করেন মুখ্যমন্ত্রী ও মন্ত্রীসভার অন্যান্য মন্ত্রীরা। সিঙ্গুরের জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, “প্রথম দফায় ৯১১৭টি পরচা তুলে দেওয়া হয়, আগামী আট সপ্তাহের মধ্যে জমি চাষযোগ্য করে ফেরত দেওয়া হবে। সরকার চেক বাঁধ ও ছোট টিউবওয়েলের ব্যবস্থা করছে সিঙ্গুরে সেচের জন্য।” তিনি আরও বলেন, জমি পরীক্ষার কাজ চলছে এবং এই জমিকে উর্বর ও চাষযোগ্য করে তুলতে যা সার লাগে, সব চাষিদের প্রদান করা হবে।

১৭ই অক্টোবর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, জমি হস্তান্তরের প্রক্রিয়া ২০ই অক্টোবর থেকে শুরু করা হবে ও ১৫-২০ দিনের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ হয়ে যাবে। ২০শে অক্টোবর যে জমি বামফ্রন্ট সরকার কেড়ে নিয়েছিল, সেই জমিতে সরিষার বীজ ছড়িয়ে পুনরায় চাষ করা শুরু করেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

নভেম্বর মাসের মধ্যে জমি হস্তান্তরের কাজ শেষ হয়। জমিতে আলু উৎপাদন হয় ২০১৭ সালের জানুয়ারি মাসেই। এই আলুর জন্যই সিঙ্গুর বিখ্যাত সারা বিশ্বে।

২০১৭ সালের ফেব্রুয়ারী মাসে প্রায় ২৩০ একর ধান জমিতে ফলন হয়েছিল। তিল, ভুট্টা, শসা ও কলার চাষও শুরু হয়েছে। রবি ও বোরো শস্যও ফলন হচ্ছে সিঙ্গুরে। জৈব সার ব্যবহার করতেও উৎসাহ দিচ্ছে রাজ্য সরকার। রাজ্য সরকার বীজ ও সার দিয়েছিল কৃষকদের। এছাড়া, নতুন যন্ত্রপাতি কেনা ও চাষের সহযোগিতা করতে অতিরিক্ত লোকের জন্য ১০,০০০ টাকা করে প্রদান করা হয়েছিল।

রাজ্য সরকারের এই সকল পদক্ষেপের মধ্যে দিয়ে সিঙ্গুর আবারও শস্যের ভাণ্ডারে নিজের জায়গা ফিরে পেয়েছে।

 

 

Trinamool announces the names of candidates for bypolls

Secretary General of Trinamool Congress Partha Chatterjee today announced the names of candidates for the by-elections to be held on 19 November.

Dibyendu Adhikary will be the candidate from Tamluk Lok Sabha constituency while Saikat Panja will be fighting from Monteswar Vidhan Sabha constituency. The name of the candidate for Coochbehar Lok Sabha seat will be announced soon, Partha Chatterjee said adding that Mamata Banerjee had given her approval to the names of the candidates.

Tamluk Lok Sabha seat fell vacant after sitting MP Suvendu Adhikari contested and won the Vidhan Sabha polls from Nandigram. Cooch Behar Lok Sabha seat fell vacant due to the passing of MP Renuka Sinha. The death of Sajal Panja, MLA of Monteswar, necessitated bypoll to the Assembly constituency.

 

১৯ নভেম্বরের উপনির্বাচনের প্রার্থী ঘোষণা তৃণমূলের

আজ ১৯ নভেম্বরের উপনির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করলেন পার্থ চট্টোপাধ্যায়।  সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, আসন্ন উপনির্বাচনের প্রার্থীদের নামে অনুমোদন  দিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

২টি লোকসভা কেন্দ্রে এবং ১টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে আগামী ১৯ নভেম্বর। ভোট গণনা হবে ২২ নভেম্বর।

তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী হবেন দিব্যেন্দু অধিকারী। মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হবেন সৈকত পাঁজা। কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম কয়েক দিনের মধ্যে ঘোষণা করা হবে।

তমলুক লোকসভা আসনের সাংসদ শুভেন্দু অধিকারী বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং  জয়ী হওয়ার পর ওই আসনটি খালি হয়ে যায়। কোচবিহারের সাংসদ রেণুকা চৌধুরী এবং মন্তেশ্বরের বিধায়ক সজল পাঁজার মৃত্যুর কারণে এই লোকসভা ও বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে।

 

West Bengal Assembly set to be WiFi enabled

WB Assembly is set to be the first Assembly in the Country to be WiFi enabled.

Keeping with technology, the Assembly is also digitising its records. The members will immensely benefit once the Assembly will be fully equiped with these facilities and in full function.

During the launch of 4G enabled WiFi service in Park Street earlier this month, WB CM Ms Mamata Banerjee had announced that Kolkata will be fully WiFi service enabled within the next two months.

Kolkata is the first metro city with a 4G enabled high-speed internet service. As per the Chief Minister, once the installation work is complete, Kolkata will turn into a networked society — smart, simple and secure.