Submission of license forms & fees for agri-business goes online

The submission of forms for getting license, and the payment of fees, for a starting an agricultural business can now be done online. This would make the whole process hassle-free as one would be able to apply from anywhere.

Another advantage, according to an official of the Agricultural Marketing Department, which issues such licenses through its market committees, is that the process, be it for issuing new licenses or renewing licenses, would become quicker and hence many more licenses can be issued. The department is targeting 20,000 licenses per year.

A pilot project for implementing this new mechanism would soon be started in the Krishak Bazaar of Bishnupur-2 block in the district of South 24 Parganas.

Among the licenses to be issues online are for more than 50 types of businesses including paddy, pulses, eggs, paddy-cutting machine, vegetables, fruits, fish, betel leaves (paan), honey, and also plywood factories, hotels and malls.

Source: Bartaman

Night market to open in Kolkata

On August 14, a new type of market is going to be inaugurated in Kolkata – night market. The idea for such a market has come from the popular night markets in Malaysia, Hong Kong and Singapore.

Kolkata Municipal Development Authority (KMDA) is in charge of constructing and maintaining the place. It will come up near Abhishikta Crossing, stretching from the area near a private hospital in Kasba on EM Bypass up to Kalikapur.

According to a senior official of KMDA, the place will remain open from 6pm to 1am or from 10pm to 3am, on Fridays and Saturdays; it has not been finalised yet.

To popularise it, the market will be kept open for four continuous from the day of inauguration – August 14. On these four days, there will be cultural performances as well.

As per plans, there will be 75 stalls. All sorts of goods of daily needs (both grocery and vegetables) as well as handicrafts from across Bengal will be available at the night market. In fact, the KMDA official said, the latter will form the major attraction of the market.

There will also be readymade food stalls with dinner arrangements, along with arrangements for resting after shopping. All in all, it is expected to be a novel experience.

This will be the second unique marketing experience for the city-dwellers after the floating market in Patuli. Like with the Patuli market, the night market too is part of efforts to rehabilitate hawkers removed for widening of the EM Bypass.

Source: Millennium Post

Now kochur loti from Bengal to capture European markets

Soon, another vegetable is going to be added to Bengal’s export list – yam stem, or kochur loti in Bengali.

A popular vegetable among Bengalis, kochur loti has managed to create a certain market in Europe. Taking advantage of that, the State Government has decided to facilitate large-scale export of the vegetable.

The Government is encouraging growers to grow more yams. It is also planning to construct more modern packhouses so that the exportable items can be properly stored, as the standards for exports are very high.

Already yams (the roots, which are also popular as foods) are being exported to USA in record quantities. Efforts are now also being made by the Government to get permission for the export of yam stems to that country.

With the help of some major initiatives, the Trinamool Congress Government has made Bengal a major source for the export of fruits, vegetables and fish across the world – Europe, USA, the Gulf countries, south-east Asia, Japan, etc.

The exports of fruits and vegetables together have increased by 57 per cent. Taking only vegetables, exports have increased by 67 per cent.

Source: Sangbad Pratidin

Image source

Urban ‘haat’ near Nalban from Poila Baisakh

The State Fisheries Department has decided to set up a daily market (or ‘haat’) on the field beside the lake in Nalban. This venue will be used for selling fish, meat, poultry, vegetables as well as handicrafts, to be sold by the manufacturers themselves.

The handicrafts stalls will be run by women belonging to self-help groups (SHGs). These SHGs get financial aid under the State Government’s Anandadhara Scheme, which entails making and selling handicrafts and other items.

This city haat, or market, is expected to become famous the same way the Sonajhuri Haat in Santiniketan, Mangala Haat in Howrah and the Hari Sahar Haat in Shyambazar, Kolkata, have become.

The spot is ideal for a haat as it is quite near the IT hub of Sector V, where thousands come every day to work. Already a few snacks outlets and restaurants have opened up at Nalban, including by the State Fisheries Development Corporation (SFDC).

 

পয়লা বৈশাখ থেকে নলবনে ঝিলের পাড়ে বসবে শহুরে হাট

 

খোদ কলকাতায় দৈনন্দিন গেরস্থালির যাবতীয় উপকরণ নিয়ে হাট বসতে চলেছে। সৌজন্যে মৎস্য দপ্তর। এখানে একদিকে মাছ-মাংস, সব্জি তো বিক্রি হবেই, অন্যদিকে হাতের কাজের বিভিন্ন সম্ভার নিয়ে হাজির হবেন প্রত্যন্ত গ্রামের শিল্পীরা। নলবনের জলাশয়ের পাড়ে খোলা মাঠে ঘুরতে ঘুরতে কেনাকাটা করবেন শহরের বাসিন্দারা।

শান্তিনিকেতনে সোনাঝুরির হাট, হাওড়ার মঙ্গলা হাট বা হরি সাহার হাটের মতো এখনও শহর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে বহু হাট রয়েছে। কিন্তু, এর অনেকগুলিরই পুরনো ঐতিহ্য এখন অনেকটাই ম্লান। তাই এবার সেই হাটের ঐতিহ্য এবং ব্যবসায়িক গুরুত্বকে বোঝাতেই নলবনে ভেড়ির পাশে বসবে নগরায়িত হাট। মৎস্য দপ্তরের অধীনস্থ মৎস্য উন্নয়ন নিগমের পক্ষ থেকে এই হাট বসানো হচ্ছে।

নলবনের কাছেই তথ্যপ্রযুক্তি তালুক। এখানে প্রচুর মানুষ কাজ করতে আসে। সপ্তাহান্তে যদি তাঁরা জলাশয়ের পাশে একটু ‘স্ন্যাক্স’ খেতে খেতে জরুরি সমস্ত সামগ্রী পেয়ে যান, তাহলে অনেকেই হাটে আসতে চাইবেন। সেই কথাকে মাথায় রেখেই সপ্তাহান্তের বিকেলে এই হাট বসানো হবে। পয়লা বৈশাখ থেকে বসবে এই হাট।

প্রসঙ্গত, নলবনের ওই মাঠে ইতিমধ্যে একাধিক বাঙালি-কন্টিনেন্টাল খাবারের রেস্তরাঁ আগে থেকেই রয়েছে। পাশাপাশি নিগমের পক্ষ থেকে কাঁচা প্যাকেটজাত মাছ বিক্রি করা হচ্ছে। সেই সঙ্গে রান্না মাছের বিভিন্ন পদও বিক্রি করা শুরু হয়েছে। হরিণঘাটা থেকে কাঁচা মাংস সহ বিভিন্ন পদ বিক্রি করা হচ্ছে। সুফল বাংলাও ইতিমধ্যে দোকান দিয়েছে সেখানে। ফলে কাঁচা সব্জি থেকে আরও বিভিন্ন রান্নার সামগ্রী সেখানে বিক্রি করা হবে।
সেই তালিকায় এবার নতুন সংযোজন হাতের কাজের সম্ভার। আনন্দধারা প্রকল্পের অধীনে যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠী রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে, তাদের নলবনের হাটে আনা হবে। প্রত্যেক সপ্তাহে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সেখানে এসে নিজেদের হাতে তৈরি বড়ি, আচার, পাঁপড় ছাড়াও হাতের কাজের বিভিন্ন ব্যাগ, শৌখিন ঘর সাজানোর জিনিস বিক্রি করতে পারবেন। এর মাধ্যমে গ্রামীণ মহিলারা যেমন নিজেদের সামগ্রী বিক্রির একটা নতুন জায়গা খুঁজে পাবেন, সেই সঙ্গে শহুরে ক্রেতারাও বিভিন্ন সামগ্রী কিনতে পারবেন নিজের হাতে দেখে নিয়ে।

সর্বোপরি জলাশয়ের পাড়ে ঘুরতে ঘুরতে একেবারে গ্রামীণ পরিবেশেই ‘হাটে’র মজা নিতে পারবেন কলকাতাবাসী।

Image Source: TripAdvisor

Bengal Govt to export vegetables to Europe and USA

After success with export to the Middle East, the Bengal Government has now decided to move ahead and expand the market for its vegetables, to include Europe and USA.

The Food Processing and Horticulture Department had started exporting vegetables to the Middle East, which includes the Gulf countries, in August 2016. There has been a big success with respect to lady’s fingers, beans, chillies and ridge gourds.

The best of these is grown in Bankura district, and that too, organically, that is, without the use of any chemical fertilizers. More areas in the western part of Bengal have been identified for growing vegetables with high potential for export. Whatever help in the form of irrigation and the requirement of organic fertilizers is required would be provided by the State Government.

Every day, about 2.5 tonnes are exported over flights to the Middle East, but even that is not enough to satisfy the demand, such is the quality of the vegetables. Chief Minister Mamata Banerjee is trying her best to get airlines to start direct flights between Bengal and Europe, and when that happens, vegetables would be exported to Europe.

Bengal is soon coming out with a food processing policy, so that definite rules and opportunities are created for people wanting to invest in this high-demand sector. The government is providing subsidies to those investing in the construction of packhouses and cold storages, which are crucial logistical components for export to be a success.

 

মধ্য প্রাচ্যের পর বাংলা এবার ইউরোপ, আমেরিকাতেও রপ্তানি করবে আনাজ

 

মধ্য প্রাচ্যে আনাজ রপ্তানি করে ব্যপক সাড়া মেলার পর এবার বাংলা আনাজ রপ্তানি করবে ইউরোপ, আমেরিকাতেও। খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দপ্তর এই উদ্যোগ শুরু করে গত বছর আগস্ট মাসে মধ্য প্রাচ্যের জন্য। এখন তারা কৃষি, কৃষি-বিপণন ও আগ্রো ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেড-এর সঙ্গে কাজ করছে এই আনাজ হিমঘরে রাখার পরিকাঠামো উন্নয়নে।

উদ্যানপালন দপ্তর লাউ, ঝিঙ্গে, বরবটি, ঢেঁড়স, উচ্ছে, পটল, লঙ্কা রপ্তানি করছে গত বছর থেকে। সব থেকে বেশী চাহিদা দেখা গেছে ঢেঁড়স, বরবটি, লঙ্কা ও ঝিঙ্গের। যত জেলাতে উৎপাদন হয়, সব থেকে উৎকৃষ্ট আনাজ হয় বাঁকুড়া জেলাতে। এই আনাজগুলোতে কোনও রাসায়নিক ও কীটনাশক ব্যবহৃত হয় না।

রাজ্য কৃষি দপ্তর রাজ্যের পশ্চিম দিকে আরও কিছু নতুন জমি চিহ্নিত করেছে আরও আনাজ উৎপাদনের জন্য। অল্প সেচ ও জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে এই জমিগুলিকেও চাষের যোগ্য করা হবে। শিক্ষা ও প্রশাসন দপ্তর থেকে বিশেষজ্ঞদের আনা হয়েছে এই সব জমি চাষযোগ্য কিভাবে তৈরি করতে।

প্রতিদিন আনুমানিক ২.৫টন আনাজ পাড়ি দেয় বিমানে করে মধ্য প্রাচ্যে, কিন্তু, তাতেও পুরো চাহিদা মিটছে না। কিছুদিন আগেই দপ্তরটি সমুদ্রপথে ওল, মিষ্টি আলু ও কুমড়ো রপ্তানি করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুকাল ধরে বিমান মন্ত্রকের সঙ্গে কথা বলে আসছেন কলকাতা থেকে সরাসরি ইউরোপে বিমান দাবি করে। এই দাবি মিটে গেলে খুব শীঘ্রই রপ্তানি শুরু হয়ে যাবে। বেশ কয়েক বছর ধরে রাজ্য থেকে আম রপ্তানি হয় ইউরোপিয়ান দেশগুলিতে।

রাজ্য খুব শীঘ্রই একটি খাদ্য প্রক্রিয়াকরণ নীতি আনতে চলেছে যাতে বিনিয়োগকারীরা লাভবান হবেন। খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যেতে প্যাকহাউস তৈরিতে ও হিমঘর উন্নয়নে রাজ্য দিচ্ছে ভর্তুকি।

Soon, six more new Sufal Bangla stalls to come up

Besides setting up more stalls of Sufal Bangla in the districts, the state agriculture marketing department has taken measures to let more people in the city avail the facility with six more stalls coming up at Tollygunj, Shyambazar and Ultadanga respectively.

Tapan Dasgupta, the state Agriculture Marketing minister, said: “More Sufal Bangla stalls are coming up in the city. Some including the one in Alipore and Tollygunge has already started operations. Two more in Bankura and Bishnupur are ready to let the people in the area avail the facility.” In Kolkata, total four Sufal Bangla stalls will come up at Tollygunge and its adjoining areas. One each will be set up at Shyambazar and Ultadanga. It may be mentioned that already there is one stall at Salt Lake and another one at Alipore. The Alipore stall is the first one where the facility of home delivery has been initiated.

The state Agriculture Marketing department has also introduced the service in Sufal Bangla stall at Santiniketan. The work to make the facility available in other places soon has also started. At present, one needs to call at a phone number to place the order after going through rates of different vegetables provided in the website of Sufal Bangla. In a bid to make the process easier, the state Agriculture Marketing department has taken an initiative to launch a cell phone app using the one that can easily locate a Sufal Bangla shop and place orders for home delivery. The department is having plans to set up Sufal Bangla stalls in all districts and letters were also being written to District Magistrates seeking assistance to identify lands where such stalls can be set up.

At present there are total 33 Sufal Bangla stalls including 14 mobile ones which move around in different places to let people buy fresh vegetables at the right price. With setting up of more stalls in Kolkata, the urban populace can easily buy fresh vegetables at the right price. Moreover, the home delivery system would be immensely beneficial for the urban populace as they do not have to go to market places to buy the vegetables and at present fish, eggs and different varieties of rice are also made available in Sufal Bangla stalls.

 

আরও ৬ টি সুফল বাংলা স্টল চালু করছে রাজ্য কৃষি দপ্তর

জেলায় জেলায় সুফল বাংলা স্টল তৈরীর পাশাপাশি শহরেও আরও সুফল বাংলা স্টল চালু করবে রাজ্য কৃষি দপ্তর। এই জায়গাগুলি হল কলকাতার টালিগঞ্জ, শ্যামবাজার, উল্টোডাঙ্গা। বাঁকুড়া ও বিষ্ণুপুর জেলায় ২ টি স্টল তৈরী হয়ে গেছে, সেগুলিও শীঘ্রই চালু হবে।

এর আগে আলিপুর ও সল্টলেকে সুফল বাংলা স্টল চালু হয়ে গেছে। আলিপুর স্টলটিতে প্রথম হোম ডেলিভারির সুবিধা চালু করা হয়েছে।রাজ্য কৃষি বিপণন দপ্তর শান্তিনিকেতনেও সুফল বাংলা স্টল চালু করেছে।

সুফল বাংলার ওয়েবসাইটে দেওয়া বিভিন্ন শাক সবজির মুল্য দেখে মানুষ একটি নির্দিষ্ট ফোন নম্বরের মাধ্যমে তাদের প্রয়োজনীয় জিনিস অর্ডার করতে পারবেন। প্রক্রিয়াটি সহজ করার জন্য রাজ্য কৃষি বিপণন বিভাগ একটি মোবাইল অ্যাপ চালু করেছে। এর মাধ্যমে কোথায় কোথায় স্টল আছে এবং সেখান থেকে কততা দুরত্ব পর্যন্ত হোম ডেলিভারি পাওয়া যাবে সেই সংক্রান্ত সব তথ্য পাওয়া যাবে। বর্তমানে রাজ্যের প্রায় ৩৩ টি সুফল বাংলা স্টল রয়েছে।

এই স্টল গুলিতে শাক সবজি ছাড়াও মাছ, ডিম ও বিভিন্ন রকমের চাল পাওয়া যায়। বাজারে না গিয়ে বাড়িতে বসে মানুষ যাতে সহজেই টাটকা মাছ, ডিম শাকসবজি কিনতে পারে সেইজন্যই এই উদ্যোগ।

 

 

Bengal topper in vegetable production

Bengal is the number one State in the production of vegetables. The latest data shows that the State produces around 18 per cent of the total production of vegetables in the country, or 254,66,000 metric tonnes.

This production is done on 335 acres of area across the State, which comprises 16 per cent of the total area of production in India.

In terms of production, Bengal is followed by Uttar Pradesh and Bihar.

Under the Chief Ministership of Mamata Banerjee, Bengal has seen a massive improvement in agriculture. Various farmer-friendly schemes like Amar Foshol Amar Gola, Amar Foshol Amar Gari, etc. have helped the State to steal a march over many other States in many aspects of agricultural production.

Marginal farmers get a lot of benefits now, including Kisan Credit Cards and loans on easy terms. Self-Help Groups (SHGs) have helped a lot of women earn a livelihood and thus become self-sufficient.

Kisan Bazaars set up all over the State enable farmers to quickly carry the produce to designated markets to sell at Government-notified prices, without the involvement of any middlemen, as well as store in warehouses in proper conditions.

With so many schemes and incentives, it is not surprising that Bengal is among the top producers of not only vegetables, but also various grains, pulses and fruits, as well as flowers.

 

সবজি উ९পাদনে বাংলা এখন শীর্ষস্থানে

সবজি উৎপাদনে বাংলা এখন শীর্ষস্থানে রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে মোট  সবজি উ९পাদনের প্রায় ১৮ শতাংশ অর্থা९ ২৫৪,৬৬,০০০ মেট্রিক টন উ९পাদন করে রাজ্য।

রাজ্যের প্রায় ৩৩৫ একর জমিতে এই উৎপাদন হয় যা সারা ভারতে উৎপাদনের মোট আয়তনের ১৬ শতাংশ।

উ९পাদনের নিরিখে বাংলার পরে উত্তর প্রদেশ ও বিহারের স্থান।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার কৃষিতে ব্যাপক উন্নতি দেখা দিয়েছে। বিভিন্ন কৃষি বান্ধব প্রকল্প যেমন আমার ফসল, আমার গোলা, আমার গাড়ি ইত্যাদি চালু হয়েছে যা রাজ্যকে কৃষি ক্ষেত্রে আরও উন্নতির পথে এগিয়ে নিয়ে গেছে।

কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে কৃষকরা অনেক উপকৃত হয়েছে, এর মাধ্যমে তারা এখন সহজেই ঋণ পাচ্ছেন। স্ব-নির্ভর গোষ্ঠী এখন অনেক মহিলাদের জীবিকা উপার্জন করতে এবং তাদের স্বনিরভর হতে সাহায্য করেছে।

সারা রাজ্য জুড়ে তৈরি হয়েছে কৃষক বাজার। কৃষকরা যাতে খাদ্যশস্য গুদামজাত করতে পারে, সেই সঙ্গে সথিক দামে বাজারে তা বিক্রি করতে পারে সেইসকল ব্যবস্থাও করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।

বাংলায় এখন অনেক প্রকল্প ও ইনসেনটিভ চালু হয়েছে তাই বাংলা এখন শুধুমাত্র সবজি নয়, বিভিন্ন শস্য, ডাল ও ফল, সেইসাথে ফুল উ९পাদনে প্রথম স্থান অর্জন করলেও তাতে বিস্ময়ের কিছুই নেই।

Bengal Govt making all efforts to bring down vegetable prices before Puja

State Agriculture Marketing Minister has instructed cold storage owners to sell off whatever they are storing by November in a measure to rein in prices of potatoes, onions and vegetables.

The Minister said that this will automatically cool the prices in the next few days.

According to the Minister, there are 544 cold storages across the state and in every cold storage officers will give surprise visits to take stock of the situation. At the same time, they will also visit the markets to get details of the retail price.

 

পুজোর আগেই খাদ্যদ্রব্য মূল্য নিয়ন্ত্রণে তৎপর রাজ্য সরকার

রাজ্য কৃষি বিপণন মন্ত্রী সমস্ত হিমঘরের মালিকদের নির্দেশ দিয়েছেন আগামী নভেম্বর মাসের মধ্যে তাদের হিমঘরে মজুত রাখা সব খাদ্যদ্রব্য বাজারে বিক্রি করতে হবে, যাতে আলু, পেঁয়াজ ও অন্যান্য শাকসবজির দাম নিয়ন্ত্রণে আসে।

মন্ত্রী জানান, এই পদক্ষেপের ফলে কয়েকদিনের মধ্যেই শাকসবজির দাম কিছুটা নিয়ন্ত্রণে আসবে।

মন্ত্রীর কথা অনুযায়ী এই মুহূর্তে রাজ্যে ৫৪৪টি হিমঘর আছে, যাতে সংশ্লিষ্ট আধিকারিকরা মাঝে মাঝেই ‘সারপ্রাইজ ভিসিটে’ যাবেন। সেই সঙ্গে তারা বাজারে গিয়েও মূল্যবৃদ্ধির খোঁজ নেবেন।

WB Govt to set up organic market in New Town’s Eco Park

In order to make fresh and non-toxic food items available to residents, the West Bengal Agricultural Marketing department is going to set up an organic market. The market will be established in one of the most popular places near Kolkata, the Eco Park in New Town.

An 18 cottah plot beside the township’s major arterial road was allotted by Hidco to the State Agricultural Marketing department for setting up an organic market in New Town. The market will be large since the size of the land allotted is huge.

The market will be set up at Eco Park in New Town, near the park’s gate number 4. Various products such as vegetables, rice, dal, tea, spices and other edible products, all organically grown, will be sold at this market. The state government’s idea is to reach out to people with these healthy food items. Only government approved quality organic food, grown by farmers across the State, will be sold at this particular market, therefore they will be healthy. Organic manure and organic pesticides are only used to make these products and no chemical pesticides are used.

The idea has been floated and approved as a pilot project. The project is expected to be completed in more than one year.

 

 

নিউ টাউনের ইকো পার্কে অর্গানিক মার্কেট তৈরি করছে রাজ্য সরকার  

রাজ্যবাসী যাতে টাটকা ও বিষমুক্ত খাবার পেতে পারেন তাই কৃষি বিপণন বিভাগ একটি অর্গানিক মার্কেট চালু করছে। এই বাজারটি তৈরি হবে কলকাতার কাছে জনপ্রিয় জায়গা নিউ টাউনের ইকো পার্কে।

নিউ টাউনে এর জন্য বরাদ্দ জমির পরিমান ১৮ কাঠা। ভবিষ্যতে আরও বেশি জমি পাওয়া গেলে বাজারের আয়তনও বৃদ্ধি করা হবে।

ইকো পার্কের ৪ নম্বর গেটের কাছে এই মার্কেটটি তৈরি হবে। বিভিন্ন রকমের পণ্যদ্রব্য – যেমন শাক-সবজি, ডাল, চা, মশলাপাতি – সহ আরও অনেক জৈব পদ্ধতিতে তৈরি পণ্যদ্রব্য বিক্রি হবে এই বাজারে।

রাজ্যবাসীর কাছে স্বাস্থ্যসম্মত খাবার পৌঁছে দেওয়াই রাজ্য সরকারের উদ্দেশ্য। জৈব পদ্ধতিতে রাজ্যের চাষীদের তৈরি খাদ্যশস্য যা সরকার দ্বারা অনুমোদিত দ্রব্যই বিক্রি হবে এই বাজারে।

একমাত্র জৈব সার ও জৈব কীটনাশকই ব্যবহার করা হবে এই খাদ্যশস্য উৎপন্ন করতে, কোনরকম রাসায়নিক সার ব্যবহার করা যাবে না।

এটি একটি পাইলট প্রকল্প। আগামী এক বছরের মধ্যে এই প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়ে যাবে।

 

 

Sufal Bangla: Vegetables to be delivered at doorsteps on Govt initiative

In a unique step to help people buy fresh vegetables without visiting the market, the state Agricultural Marketing department is all set to introduce home delivery of green vegetables through its Sufal Bangla project.

The shop of Sufal Bangla at New Alipore will be inaugurated today  and side by side, a phone number will be announced. A person just need to dial in that number and order vegetables worth at least Rs 500 to get it delivered free to his or her home.

The New Alipore counter of state Agriculture Marketing department is the first one to make the home delivery service available. Once the project becomes successful in new Alipore area, the same will be implemented in other parts of the city as well.

Before placing an order for home delivery, a person can easily check prices of vegetables, even of its varieties, at the website of the Sufal Bangla. One just needs to click on the “daily price list” button in the website.

Though at present only the residents of New Alipore area can avail the service, the department has plans of implementing the same in other parts of the city and sub-urban areas in the state as well.

 

‘সুফল বাংলা’-র মাধ্যমে এখন ঘরে ঘরে পৌঁছে যাবে শাকসবজি

কৃষিজমি থেকে সরাসরি শহরের রান্নাঘরে টাটকা শাক-সবজি পৌঁছে দিতে একাধিক উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার৷ রাজ্য সরকারের উদ্যোগে চালু হচ্ছে ‘সুফল বাংলা’ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী মারফত কৃষকের জমির ফসল ন্যায্য দামে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে৷

আজ নিউ আলিপুরে সুফল বাংলা স্টলের উদ্বোধন হবে এবং এর পাশাপাশি একটি ফোন নম্বরও ঘোষণা করা হবে। ক্রেতারা সেই নম্বরে ফোন করে অর্ডার দিতে পারবেন। ৫০০ টাকার বেশি জিনিস কিনলে পাওয়া যাবে ফ্রি হোম ডেলিভারি পরিষেবা।

নিউ আলিপুরে খুলবে কৃষি ও বিপণন দফতরের ‘সুফল বাংলা’র কাউন্টার৷ নিউ আলিপুরে এই প্রকল্প সফল হলে শহরের বিভিন্ন জায়গায় তৈরি হবে এই স্টল।

আজ থেকে চালু হবে এই অনলাইন পরিষেবা। অর্ডার করার আগে ব্যক্তি সুফল বাংলা ওয়েবসাইটে খুব সহজেই সব সবজির দাম দেখে নিতে পারবেন। এর জন্য ওয়েবসাইটে গিয়ে “daily price list” বোতামে ক্লিক করতে হবে।

ক্রেতা ও কৃষকদের মধ্যে সরাসরি সবজি কেনাকাটা করার ব্যবস্থাই নয়, আধুনিক পদ্ধতিতে কৃষিজ পণ্য উৎপাদন ও বিক্রির জন্য তরুণ কৃষকদের প্রশিক্ষণ দেবে রাজ্য সরকার। রাজ্য কৃষি বিপণন দফতর ২০১৭ সালের মধ্যে এক হাজারেরও বেশি যুবককে আধুনিক উপায়ে কৃষিকাজের প্রশিক্ষণ দেবে। প্রত্যেক যুবককে ৯০ দিনের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে৷ প্রতিটি জেলার দু’টি ব্লকে এই সংগঠিত হবে প্রশিক্ষণ  শিবির। ইতিমধ্যেই বীরভূম ও হুগলি জেলার দু’টি ব্লকে যুবকদের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়েছে। পরে সরকারি আবাসনেও তৈরি হবে এই সুফল বাংলা স্টল।