Bengal CM targets Centre over the development of tea gardens

Bengal Chief Minister Mamata Banerjee on Wednesday made a scathing attack on the Centre for not taking up the issue of the tea gardens. She was speaking at the administrative review meeting of three districts — Alipurduar, Cooch Behar and Jalpaiguri — at Uttarkanya on Wednesday afternoon.

“What have they done to the tea gardens? Central ministers had assured before the election that seven tea gardens would be taken over. They won the polls but did not keep their word. We always keep our promises. We spent Rs 40,000 crore to repay loans. But despite financial constraint, we have taken up so many projects and successfully implemented them,” she said.

Mamata Banerjee asked the officials to take measures to end drinking water scarcity at the tea gardens. “We have always stood beside the tea garden workers and will continue to do so in future,” she maintained.

Two state ministers, Subrata Mukherjee (Panchayat and Rural Development) and Aroop Biswas (PWD and Youth Services and Sports) along with Chief Secretary and two additional Chief Secretaries along with a host of principal secretaries were present at the meeting. The Director General of Police and senior officials of these three districts and MLAs, Sabhadhipatis and Panchayat pradhans also attended the meeting.

চা বাগানের উন্নয়ন নিয়ে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর

গতকাল উত্তরকন্যায় তিনটি জেলার – আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কুচবিহার – আধিকারিকদের নিয়ে একটি প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে চা বাগানের উন্নয়ন নিয়ে কেন্দ্রকে আক্রমণ করেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, চা বাগানগুলির জন্য কি করেছে কেন্দ্র? নির্বাচনের আগে কেন্দ্রীয় মন্ত্রীরা বলেছিলেন সাতটি চা বাগান তারা অধিগ্রহণ করবেন। সেই প্রতিশ্রুতি তারা পূরণ করেননি। আমরা কথা দিয়ে কথা রাখি। বাম সরকারের ঋণ শোধ করতে আমাদের ৪০০০০ কোটি টাকা কেটে নিয়ে গেছে। কিন্তু আমরা কোনও প্রকল্প বন্ধ করিনি, উন্নয়নের কাজও বন্ধ হয়নি।

তিনি আধিকারিকদের নির্দেশ দেন চা বাগানে পানীয় জলের সমস্যা মেটানোর জন্য। “আমরা চা বাগানের কর্মীদের পাশে ছিলাম, এবং তাদের উন্নয়নের জন্য ভবিষ্যতেও কাজ করব,” বলেন মুখ্যমন্ত্রী।

এদিনকার বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস, মুখ্যসচিব, বিভিন্ন দপ্তরের আধিকারিকরা, রাজ্যের ডিজি, তিন জেলার বিধায়ক, পঞ্চায়েত প্রধান, সভাধিপতি প্রমুখ।

Tourism Festival in Darjeeling in December: Bengal CM

Bengal Chief Minister Mamata Banerjee today chaired an all-party meeting at Pintail Village in Darjeeling district regarding the development of Hills.

She said that the next date for an all-party meeting will be communicated to all very soon.
She addressed the media following the meeting.

Excerpts from her speech:

Peace has returned to the Hills. We are overwhelmed by the positive reply from the people. We want to congratulate everyone for restoration of normalcy in Darjeeling. Many thanks to the people.

In today’s meeting we have decided that a tourism festival will be organised by the GTA in Darjeeling in the last week of December (or early January). Darjeeling Gold Cup will also be revived.

The Sports and Youth Affairs Department will organise Vivek Festival (to commemorate birth anniversary of Swami Vivekananda), Subhas Festival (to commemorate the birth anniversary of Netaji), Chhatra-Jubo Utsab in January. Science fairs will also be organised.

We have also decided to provide compensation to the families of those who lost their lives during the protests in the Hills. Rs 2 lakh will be given to the family of deceased; the injured will receive a compensation of Rs 50,000. GTA will also provide employment to a family member of those who lost their lives.

We request all teachers to take extra classes and complete the syllabus for this session so that students do not face any difficulties. We will pay them salaries for the time period when schools were shut due to protests. Other employees will get half-day leaves for three months and extra 15 days’ leave to compensate for the period of protests.

We have decided to waive all penalties imposed during the time of protests.

The Government will develop Pintail Village. We have asked the GTA to draw up a comprehensive development plan for Kurseong and Kalimpong. They will also renovate the tourism centres in Mirik. We are building a 100-bedded hospital in Mirik.

We want peace. We want progress. We want the Hills to prosper and develop.

 

ডিসেম্বরে দার্জিলিঙে হবে পর্যটন উৎসব: মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের আজ দ্বিতীয় দিন। আজ পিনটেল ভিলেজে তিনি পাহাড়ের উন্নয়ন ও শান্তি প্রক্রিয়া নিয়ে একটি সর্বদলীয় বৈঠক করেন। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। তিনি জানান খুব শীঘ্রই পরবর্তী সর্বদল বৈঠক হবে।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

দার্জিলিঙে শান্তি ফিরে এসেছে। সাধারণ মানুষ সহ পাহাড়ের সব রাজনৈতিক দল আমাদের সহযোগিতা করেছে। সকলকে ধন্যবাদ।

আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, ডিসেম্বরের শেষ সপ্তাহে GTA পর্যটন উৎসবের আয়োজন করবে। দার্জিলিং গোল্ড কাপ আবার শুরু হবে।

ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর বিবেক উৎসব (বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে), সুভাষ উৎসব (সুভাষ চন্দ্রের জন্মদিন উপলক্ষে) ও ছাত্র-যুব উৎসবের আয়োজন করবে জানুয়ারি মাসে। বিজ্ঞান মেলারও আয়োজন করা হবে।

আজকের বৈঠকে উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। পাহাড়ে আন্দোলন করতে গিয়ে যারা মারা গেছেন তাদের ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে ও তাদের পরিবারের সদস্যকে গ্রুপ ডি তে চাকরি দেবে GTA। গুরুতর আহত দের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে ।

আমরা শিক্ষকদের অনুরোধ করেছি অতিরিক্ত ক্লাস নিয়ে সিলেবাস শেষ করতে, যাতে পাহাড়ের ছাত্রছাত্রীরা কোন সমস্যায় না পরে।  আন্দোলনের সময় যারা কাজ করেছে তাদের ১৫ দিন ছুটি দেওয়া হবে। বাকিরা ৩ মাস মেডিকেল ছুটি হিসেবে হাফ ডে পাবেন এবং ১৫ দিন বাড়তি ছুটি পাবেন। এর মাধ্যমে তারা ২ মাসের মাইনে পেয়ে যাবে।

যে পেনাল্টি ইমপোজ করা হয়েছিল তা দিতে হবে না, শুধু  ট্যাক্স দিলেই হবে।

আমরা পিনটেল ভিলেজের উন্নয়ন করব। কালিম্পং ও কার্শিয়াং এ থাকার জায়গা তৈরি হবে । মিরিকে ১০০ বেডের হাসপাতাল, বাস স্ট্যান্ড তৈরি হচ্ছে । মিরিকের পর্যটন কেন্দ্রগুলিরও উন্নয়ন করা হবে।

সমতল ও পাহাড় সবাইকে নিয়ে আমরা একসাথে কাজ করব এটাই আমাদের প্রতিজ্ঞা দার্জিলিঙে শান্তি ফিরে এসেছে । উন্নয়ন নিয়ে কোনও সমঝোতা করব না ।