The Bengal Government has decided to set up a mega cluster for Banarasi carpet weavers at Malgaon village in Kaliaganj block in Uttar Dinajpur district. The State Government’s Directorate of Textiles is setting up the mega cluster.
These hand-woven carpets are being made there since the middle of the 1980s. So much so, that the village has earned the nickname, ‘Carpet Gram’ (meaning ‘carpet village).
Besides weaving woolen carpets, the facility will have arrangements for training of workers, designing of carpets and marketing of the products. As of now, around 300 women weave carpets on the village.
উত্তর দিনাজপুর জেলায় বেনারসী কার্পেটের মেগা ক্লাস্টার
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকে মালগাঁও গ্রামে এবার বেনারসী গালিচা বা কার্পেটের মেগা ক্লাস্টার তৈরী হবে। রাজ্য সরকারের ডিরেক্টরেট অফ টেক্সটাইল এই ক্লাস্টার তৈরী করবে।
এই হাতে বোনা গালিচা এখানে ৮০-র দশকের মাঝামাঝি থেকে তৈরী হয়। এর জন্য এই গ্রাম ‘কার্পেট গ্রাম’ তকমা পেয়েছে।
এখানে শ্রমিকদের প্রশিক্ষণ দেওয়া হবে। কার্পেটের ডিজাইন করা এবং বিপণনও করা হবে এখানে। বর্তমানে ৩০০ জন মহিলা এখানে এই শিল্পের সঙ্গে যুক্ত।
Source: The Asian Age