The State Power Department has decided to introduce an underground cable system for power supply in 77 urban townships to further augment sustainable and uninterrupted power. The total cost of the project has been estimated at Rs 4,809 crore.
According to the Power Minister, 2025 has been set as the target year for the completion of the entire project. On an average, 11 townships a year would be taken up for completion. Once the underground connections are in place, the overhead electric wires will be uninstalled.
The Department has already completed the laying of cables at Nabadwip in Nadia district and Bolpur in Birbhum.
The advantages of the underground system, according to the Power Minister, are its ability to withstand inclement weather conditions like a storms and heavy rainfall, and protection from power theft due to hooking.
Power generation has considerably increased during the Trinamool Congress Government. Thermal and hydroelectric power is being successfully augmented by solar power and biomass power. Tidal energy projects are also being explored by the Government.
বাংলার ৭৭টি পুরসভা অঞ্চলে ভূগর্ভস্থ তারের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ
রাজ্যের মানুষকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা দিতে বাংলার ৭৭টি পুরসভা অঞ্চলে ভূগর্ভস্থ তারের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিদ্যুৎ দপ্তর।
ইতিমধ্যেই বিদ্যুৎ দপ্তর বীরভূম জেলার বোলপুরে এবং নদীয়া জেলার নবদ্বীপে মাটির তলা দিয়ে বিদ্যুতের তার বসানোর কাজ শেষ করেছে।
বিদ্যুৎ মন্ত্রী বলেন, ২০২৫ সালের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করা হবে। এই প্রকল্পের খরচ পড়বে ৪৮০৯ কোটি টাকা।
প্রাকৃতিক দুর্যোগের ফলে অএঙ্ক সময় ওভারহেড তার ক্ষতিগ্রস্ত হয় এবং এর ফলে বিদ্যুৎ সংযোগ প্রায়ই ব্যাহত হয়। ভূগর্ভস্থ তারের মাধ্যমে বিদ্যুৎ সংযোগে এই সমস্যা দূর হবে। সাথে, বিদ্যুৎ চুরির প্রবণতাও কমবে।
প্রসঙ্গত, গত ছয় বছরে রাজ্যে উল্লেখযোগ্য ভাবে বেড়েছে বিদ্যুৎ উৎপাদন। এবং ভবিষ্যতে যাতে এই উৎপাদন আরও বাড়ানো যায়, সেই জন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। বিকল্প শক্তি ব্যবহারেও জোর দেওয়া হচ্ছে।
Source: Millennium Post