100 Days’ Work: Bengal much ahead of the rest

Bengal is the best when it comes to the MGNREGA scheme, commonly known as the 100 Days’ Work Scheme, according to the latest official data of the Union Government.

In reply to a question asked in the Rajya Sabha, dated March 3, 2018, as on February 24, Bengal is the leading state in terms of the number of man-days generated and consequently, in terms of the total expenditure for the scheme.

Bengal generated a total of 2821.72 man-days, which is 13.94 per cent of the total number of man-days covering all the states. With respect to the expenditure incurred (as a result of the payments for the work done, mostly by people in the rural regions of the state), the amount is Rs 7,35,231.98 lakh, which is 13.06 per cent of the total expenditure of all the states.

 

১০০ দিনের কাজে দেশের সেরা বাংলাই

কেন্দ্রীয় রিপোর্টে ১০০ দিনের কাজে সেরার স্বীকৃতি মিলল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। প্রশংসিত হল পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। আজ রাজ্যসভায় একটি প্রশ্নের জবাবে গ্রামোন্নয়ন মন্ত্রক লিখিত ভাবে জানিয়েছে, একশো দিনের কাজের প্রকল্পে গত আর্থিক বছরে বরাদ্দ টাকা সমস্ত রাজ্যের মধ্যে সবচেয়ে বেশী খরচ করতে পেরেছে পশ্চিমবঙ্গ। এই প্রকল্পের অধীনে সবচেয়ে বেশী শ্রমদিবস তৈরি করার ক্ষেত্রেও শীর্ষে রয়েছে রাজ্য।

একশো দিনের কাজের পাশাপাশি কন্যাশ্রী প্রকল্প, গ্রামীণ সড়ক, আবাসন, মহিলা স্বনির্ভর যোজনার মতো বিষয়গুলিতেও রাজ্য প্রশাসনের সাফল্যকে তুলে ধরার পরিকল্পনা নেওয়া হয়েছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী বলেন, “শুধুমাত্র কেন্দ্র নয়, ইউনেস্কোর মতো আন্তর্জাতিক সংগঠনগুলি থেকেও পশ্চিমবঙ্গের কাজ প্রশংসিত হচ্ছে। সবাই স্বীকার করতে বাধ্য হচ্ছেন, গ্রামীণ যোজনাগুলির ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে। ধারে-কাছে কেউ নেই। সেটা শৌচাগার নির্মাণই হোক অথবা মহিলাদের স্বনির্ভর করা।”প্রসঙ্গত, ইউপিএ জমানাতেও তৎকালীন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী একাধিক চিঠিতে এই দপ্তরের কাজের প্রশংসা করেছিলেন।

তৃণমূল সাংসদ একটি লিখিত প্রশ্নে গ্রামোন্নয়ন মন্ত্রকের কাছে জানতে চান, ‘মহাত্মা গাঁধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্প’(মনরেগা)-এ বরাদ্দ অর্থ কোন রাজ্য কতটা খরচ করতে পেরেছে? পশ্চিমবঙ্গের অবস্থান এ ক্ষেত্রে কোথায়? জবাবে মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রত্যেকটি রাজ্যের খরচের বিস্তারিত হিসাব দেন। ২০১৭ থেকে ২০১৮ (২৪ ফেব্রুয়ারি পর্যন্ত) সময়সীমায় দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গ খরচ করেছে ৭ হাজার ৩৫২ কোটি ৩১ লক্ষ টাকা, যা দেশের সর্বোচ্চ।

Ratna De Nag speaks on the need for subsidies for potato growers

FULL TRANSCRIPT

Thank you very much Sir.

Potato growers in Bengal and some other States like Uttar Pradesh and Bihar are facing difficulties as their produce is sold at half the price. With the result they are incurring huge losses; they are not deriving any profit in spite of toiling in the farm to produce potatoes. There is an urgent need to provide subsidy to the potato growers as the Union Government extended subsidy to the rice growers.

To give an example how potato growers is undertaking hard times: 1 bigha of land = 1600 square yards; whatever they are spending they are not able earn profit. On the other hand they are losing Rs 2000 to Rs 10000. If efforts are not taken by the Central Government they would find it difficult to make both ends meet.

I would like to ask the Union Government to make measures to come to the rescue of the potato growers at this hour of despair and helplessness.

 

Kanyashree empowering girls: Archers, footballers from Jangalmahal

Kanyashree Scheme is one of the best things to have happened to West Bengal. One of West Bengal Chief Minister Mamata Banerjee’s pet schemes, Kanyashree was conceived to empower girls of the State.

The scheme has won acclaim both from home and abroad, from the Government of India and from UNESCO.

One of the primary aims of Kanyashree is, through providing for educational funding, to make girls self-sufficient. And the seeds of self-reliance that the scheme has planted in the minds of girls have borne rich fruits.

Girls in the Jangalmahal region are feeling empowered. Take the girls of Kartik Oraon Notungram Sareshkanali Sammilani Adivasi High School, in Onda block in Bankura district, for example. A few years back this school in the Jangalmahal region decided that girls from the institution, most of whom are Adivasis, would be trained in archery, something for which Adivasis have a natural bent.

According to the coach, gradually, Kanyashree has inspired more and more to take up the sport in the school. Many of them have already performed commendably in various State-level competitions.

As a part of the Kanyashree Scheme, the State government has started a football competition for girls of classes 6 to 10 in Purulia. The girls are visibly happy to be able to get a chance to play, and thus prove their worth in something.

Especially in the regions of Raghunathpur, Manbazar and Baghmundi the interest in football among girls has increased exponentially. Currently 300 girls are being trained in the sport. Authorities are very hopeful of the number increasing rapidly. As the girls themselves say, seeing them, their sisters, other relatives and friends are also getting inspired and joining them.

Not just empowering girls, the State government also expects that from within these girls, players would come up who would represent the State at all levels. A girls’ football academy is soon going to be set up too by the State government in Kashipur in Purulia district.

The Kanyashree Scheme has done so much for the betterment of girls in such a short period of time. And it’s only the beginning. Chief Minister Mamata Banerjee’s dream of empowering girls all over the State has a golden run.

 

কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে মেয়েদের স্বনির্ভর করার উদ্যোগ

পশ্চিমবঙ্গকে স্বনির্ভর করতে বাংলার মানুষের জন্য নানারকম প্রকল্প চালু করেছে মমতা বন্দোপাধ্যায়ের সরকার। এমনই একটি সফল প্রকল্পের নাম কন্যাশ্রী।

এই প্রকল্প ভারত সরকারের কাছ থেকে এবং ইউনেস্কোর কাছে যথেষ্ট প্রশংসিত হয়েছে।

তবে শুধু স্বনির্ভর করাই নয়, সবদিক থেকে মেয়েদের পারদর্শী করে তোলা কন্যাশ্রী প্রকল্পের মূল লক্ষ্য। এজন্য এই প্রকল্পের আওতায় খেলাধুলোরও আয়োজন করেছে রাজ্য সরকার।

এবার কন্যাশ্রীদের জাতীয় ও আন্তর্জাতিক স্তরের অ্যাথলিট করারও উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার।

সরকারের এই উদ্যোগকে সফল করতে এক্ষেত্রে পথ দেখাচ্ছে বাঁকুড়ার একটি স্কুল। ১৫ জন আদিবাসী কিশোরীকে নিয়ে শুরু হয়েছে পথ চলা। কন্যাশ্রীর আওতায় এই ১৫ জন কিশোরী  শিখছে তীরন্দাজি । ভবিষ্যতে হয়ত এদের বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক স্তরে দেখা যাবে।

কন্যাশ্রী প্রকল্পের আওতায়, রাজ্য সরকার পুরুলিয়ায় ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রীদের জন্য ফুটবল প্রতিযোগিতা শুরু করেছে। স্বাভাবিকভাবেই খেলাধুলার সুযোগ পেয়ে খুব খুশি ছাত্রীরা।

এই প্রকল্পের মাধ্যমে পুরুলিয়ার বাগমুণ্ডি, মানবাজার এলাকার ছাত্রীদের খেলাধুলোর প্রতি উৎসাহ আরও বেড়েছে। এখনও পর্যন্ত প্রায় ৩০০ জন ছাত্রী ফুটবলে প্রশিক্ষণ নিচ্ছে। ভবিষ্যতে সংখ্যাটা আরও বেড়ে যাবে।

এই কন্যাশ্রী ফুটবল প্রতিযোগিতার মধ্য দিয়ে নানা সামাজিক প্রতিবন্ধকতাকে অতিক্রম করেছে। ভবিষ্যতে মহিলা ফুটবল অ্যাকাডেমি তৈরি করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। খুব শীঘ্রই কাশিপুরে মহিলা ফুটবল অ্যাকাডেমির ভিত্তি প্রস্তর স্থাপন হবে।

বিভিন্ন প্রতিভা তুলে আনার জন্য ও কন্যাশ্রী প্রকল্পের আরও ভালো প্রচারের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের মেয়েদের স্বাবলম্বী করে তোলার জন্য মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে সারা রাজ্যে বাস্তবায়িত হয়েছে।

WB CM writes to PM for financial aid for the flood-hit districts of Bengal

West Bengal Chief Minister Mamata Banerjee has written to Prime Minister about the Union Government not complying with the request for financial aid for the flood-hit districts of the state.

The West Bengal Chief Minister has been protesting time and again regarding the non-cooperation of the Union Government, said that the State Government has not received any intimation about any financial assistance despite a central team having surveyed the flood-affected areas two months ago. In fact, soon after the floods, the West Bengal Chief Minister had met the Prime Minister in Delhi and apprised him of the flood situation in the state along with the extent of damage.

The State Government considers this to be an insult since it has neither received any intimation from Delhi on the financial assistance nor has it been informed about the outcome of the survey conducted by the central team. Moreover, the state government is going through an acute financial crisis and is in a dire need of central assistance.

The West Bengal Chief Minister had placed a demand for financial assistance amounting to Rs.23,000 crore out of which Rs.1,100 crore was earmarked for agriculture sector alone. The assistance was meant to be used for compensating farmers whose crops were damaged in the floods. A major portion of the assistance was also earmarked for repairing roads that were damaged in the floods.

The floods damaged crops in over 10 lakh hectares, which in turn had affected around 72 lakh farmers.

The West Bengal Chief Minister had declared 12 districts flood hit on 5 August. A month later, a central team visited the state to survey the extent of damage in the areas affected by flood.

Despite the financial crunch, the state government has sanctioned Rs.1000 crore for compensating farmers, of which Rs.600 crore has already been disbursed, with distribution of the remaining amount slated to start soon. However, the amount is much less compared to the total extent of damage and there is an urgent need for the Central aid.