Bengal CM announces setting up of AIFF Centre of Excellence in Kolkata

Chief Minister Mamata Banerjee announced recently that the All India Football Federation (AIFF), the governing body of Indian football, would establish its Centre of Excellence in Kolkata.

The Chief Minister has promised to allot 15 acres of land in Rajarhat for the purpose. The announcement was made at a gala dinner at Eco Park held the day before the final of the FIFA Under-17 World Cup, in the presence of the FIFA president and his council members.

The tournament has been a huge success, and FIFA itself has acknowledged the fact, being the best-attended Under-17 World Cup ever. On top of that, with due credit to Mamata Banerjee and her active part in making the tournament a huge success in Kolkata, Kolkata has seen, by far, the highest average attendance for the matches.

As Mamata Banerjee announced through a Facebook message, out of the 13.47 lakh spectators in India who watched the matches, Kolkata had 6.08 lakh watching them at Vivekananda Yuba Bharati Krirangan. This is  more than 45 per cent of the total spectator count. Furthermore, the per match average spectator count in India was 25,906, while in Kolkata it was 55,345 – which is more than double.

Source: xtratime.in

 

দেশের প্রথম ফুটবল সেন্টার রাজারহাটে

ফুটবলে দেশের প্রথম সেন্টার অফ এক্সেলেন্সের জন্য রাজারহাটে ১৫ একর জমি দেবে রাজ্য সরকার৷ শুক্রবার ইকো পার্কে ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনোর সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করার পর সর্বভারতীয় ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট বলেন, প্রস্তাবিত সেন্টার অফ এক্সেলেন্স কলকাতায় হবে৷ ফিফা প্রেসিডেন্টকে মুখ্যমন্ত্রী অনুরোধ করেন, ‘অনূর্ধ্ব ২০ বিশ্বকাপ এখানে হলে রাজ্য সরকার পূর্ণ সহায়তা করবে৷’

কলকাতায় ফাইনাল করার জন্য ফিফা প্রেসিডেন্টকে ধন্যবাদ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ গালা ডিনারে ফেডারেশনের প্রেসিডেন্ট বলেন, ‘এখানে ফিফা কাউন্সিল মিটিং করার জন্য ফিফা প্রেসিডেন্টকে ধন্যবাদ৷ রাজারহাটে সেন্টার করার জন্য মুখ্যমন্ত্রীর জমি দেওয়ার প্রতিশ্রুতিতে খুশি আমরা৷ জমি পেলে খুব তাড়াতাড়ি সেন্টারের কাজ শুরু করব৷’

ফিফা প্রেসিডেন্ট বললেন, ‘মুখ্যমন্ত্রীর কথা আমার হূদয় ছুঁয়ে গেল৷ এ ভাবে সবাই ফুটবলের জন্য কিছু করলে ভারতে ফুটবল পিছিয়ে থাকবে না৷ বিশ্বের ছয় ভাগ লোকের এক ভাগ লোকের বাস ভারতে৷ এখানে ফুটবল যদি গুরুত্ব পায়, তা হলে ভারত একদিন বিশ্ব ফুটবলে শাসন করবে৷ অন্য দেশগুলোর কাছে ভারত একটা উদাহরণ হয়ে থাকবে৷’

FIFA president writes to Bengal CM, showers accolades

Congratulating her for successfully hosting the Under-17 Football World Cup, FIFA President Giovanni Vincenzo Infantino wrote to Chief Minister Mamata Banerjee on Friday assuring assistance for the projects taken up for development of football. It may be mentioned that he had earlier appreciated the role of the Mamata Banerjee-government for developing an international standard infrastructure for the FIFA Under-17 Football World Cup. FIFA president reached Zurich on Friday and wrote to the Chief Minister.

The letter reads: “The FIFA delegation has now returned to Zurich with a host of unforgettable memories and having made many warm hearted new friendships during our stay in Kolkata for the final matches of the FIFA Under-17 Football World Cup in India and the FIFA Council meeting.” He further stated in the letter that: “Herewith, I would like to congratulate your government on its role in your country’s successful hosting of the FIFA Under-17 Football World Cup. I would also like to thank you on behalf of the entire FIFA delegation for affording us such a cordial welcome and warm hospitality as well as the all the moments shared together at the wonderful All India Football Federation (AIFF) gala dinner at the Eco Park and during the exciting final match between England and Spain last Sunday which I was very pleased and honoured to attain by your side at the Vivekananda Yuva Krirangan in Kolkata. The talks we had were marked by sincere friendship and mutual respect…about your vision of the important role that football plays in breaking down cultural and social barriers making the game accessible to all.”

It may be mentioned the Chief Minister had announced that the state government will be giving 15 acre land at new Town to AIFF to set up a national level football academy. In this connection, FIFA president wrote: “Herewith, I would also like to praise the remarkable work and efforts of the AIFF, who implements new plans for development of our sport in your country…and the construction of the AIFF National Centre of Excellence which will be realised on the 15 acres of land your government has kindly decided to give AIFF. I would like to thank you for this strong contribution towards supporting football development and promoting the values of our sport in your country. I can assure you that our stay in your country has given the fresh determination to provide any assistance from FIFA and the international football community that could be helpful in the realization of these development projects.”

 

 

রাজারহাটে ফুটবল উৎকর্ষ কেন্দ্র গড়তে ৭১ কোটি টাকা দিচ্ছে ফিফা, আয়োজনের প্রশংসা করে চিঠি দিল ফিফা

 

বাংলার আতিথেয়তায় মুগ্ধ ফিফা চিঠি পাঠালো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাজ্যে ফুটবল উৎকর্ষ কেন্দ্র গড়তে ১১ মিলিয়ন ডলার দেওয়ার কথা জানিয়েছে ফিফা। শুক্রবার মুখ্যমন্ত্রীকে চিঠির মাধ্যমে একথা জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ানি ইনফ্যান্টিনো। ফাইনাল সহ যে কটি ম্যাচ যুবভারতীতে হয়েছে, তার জন্যও উচ্ছ্বসিত প্রশংসা করেছেন তিনি। ফুটবলের উন্নতির জন্য যেকোনোও সাহায্যে সব সময় পাশে থাকবে ফিফা, এটাও জানিয়েছেন।

জুরিখ থেকে পাঠানো চিঠিতে তিনি মমতার প্রতি অকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছেন। ইকো পার্কের গালা ডিনার এবং রাজ্যের সংস্কৃতি ও মুখ্যমন্ত্রীর আন্তরিকতাকে ফিফা সভাপতি অবিস্মরণীয় বলে উল্লেখ করেছেন। রাজারহাটে উৎকর্ষ কেন্দ্র তৈরির জন্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে (এ আই এফ এফ) ১ টাকার বিনিময়ে লিজে ১৫ একর জমি দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই ‘এ আই এফ এফ ন্যাশানাল ফুটবল সেন্টার ফর এক্সেলেন্স’ তৈরি হবে নিউটাউনের অ্যাকশন এরিয়া ২-তে। পরিকাঠামো তৈরির পুরো খরচ, যা হল ৭১ কোটি টাকা, দেবে ফিফা।

এই উৎকর্ষ কেন্দ্রে প্রশিক্ষণ কেন্দ্র তৈরির পাশাপাশি একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়ামও তৈরি হবে। বিভিন্ন তথ্য থেকে দেখা গেছে, অনুর্দ্ধ-১৭ বিষ কাপে

মাঠে খেলা দেখতে যাওয়া দর্শকের সংখ্যায় সর্বোচ্চ স্থানে ছিল কলকাতা। কলকাতার প্রতিটি খেলায় মাঠে হাজির হয়েছেন ৫৫ হাজারেরও বেশি দর্শক – পুরো দেশের নিরিখে ৪৫ শতাংশ।

Bengal CM Mamata Banerjee launches Kolkata host city logo for FIFA U-17 World Cup India 2017

The Under 17 Football World Cup is staring on October 8. The final match is scheduled for October 28. Kolkata is one of the venues of this mega event; the World Cup Final will be held in the City of Joy.

The organisers of the Football World Cup today called on the Chief Minister at Nabanna. Addressing the press after the meeting, the Chief Minister sought cooperation from all quarters to make this event a huge success.

“This is a big event, an important event. We all must cooperate to make it a success. We have got an opportunity to project Kolkata in front of the world and we must do so with earnest effort.”
She thanked the organisers for selecting Kolkata as one of venues. “We are deeply honoured,” she said.

“Over 500 TV channels, radio channels and other media will be present here. Representatives from different countries will be here. It is our duty and responsibility to make them feel at home. Rabindranath Tagore had writer, “Esho esho, amar ghore esho, amar ghore” (you are most welcome to my home),” the CM said.

She announced that the government has decided that the President of the (U-17 Football World Cup) Board will be the ‘State Guest’.

 

আমরা FIFA-র কাছে কৃতজ্ঞ যে তারা অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ আয়োজন করার সুযোগ দিয়েছেঃ মমতা বন্দ্যোপাধ্যায়

অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ প্রতিযোগিতা শুরু হচ্ছে ৮ই অক্টোবর। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮শে অক্টোবর। এই ফাইনাল অনুষ্ঠিত হবে আমাদের গর্বের শহর কলকাতায়।

আজ নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন ফিফার প্রতিনিধিরা। তাদের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন, এই বিশাল সুযোগকে ভালো করে কাজে লাগাতে সকল স্তরের সহযোগিতা চাই।

“এটা একটা বড় ব্যাপার, এটা একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট। আমরা প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে যেন সহযোগিতা করি, যে সুযোগটা আমরা পেয়েছি, সেই সুযোগটাকে আমরা যেন কাজে লাগাতে পারি।”

কলকাতাকে এই সুযোগ দেওয়ার জন্য তিনি ফিফা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান, “আমরা FIFA-র কাছে কৃতজ্ঞ যে তারা এটা অরাগানাইস করার সুযোগ দিয়েছে। Really we are honoured, we are deeply honoured।”

“২১১টা দেশ আসছে এবং প্রায় ৫০০র ওপর টিভি চ্যানেলস এবং নানারকম রেডিও চ্যানেল থেকে শুরু করে সব মিডিয়া পুজোর আগে থেকেই তারা আসতে শুরু করবেন অনেকেই। অনেক দেশ আসছে, এবং চিলি, মেক্সিকো, ইউকে সহ সকলেই আসছেন। সুতরাং আমাদের দায়িত্ব আমাদের অতিথিরা যারা আসবেন, তাদের, ‘এসো আমার ঘরে এসো আমার ঘরে’ এই স্লোগানের সঙ্গে খাপ খাইয়ে তাদের সুন্দর করে আতিথেয়তা করতে হবে” মুখ্যমন্ত্রী বলেন।

মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ফিফার চেয়ারম্যান ও বোর্ড প্রেসিডেন্টকে ‘স্টেট গেস্ট’ করা হবে।