1000 new Matri Jaans flagged off by Bengal CM

Chief Minister Mamata Banerjee, on December 11, inaugurated 1,000 Matri Jaan ambulances for the service of people across Bengal from Kanksa in Paschim Bardhaman district, where she had gone to attend an administrative review meeting.

These ambulances are meant for transporting pregnant and lactating women, and children to hospitals, especially those staying in rural regions. With these 1,000 new Matri Jaan ambulances in service, a large area of Bengal has now been covered. Being meant for the rural populace, the cost of availing these ambulances is paid by the State Government.

The infrastructure of the new Matri Jaan ambulances has also been enhanced. A health worker would be present inside every Matri Jaan to assist the patient and the patient’s family members. Life-saving medicines would be available so that emergency medical help can be given.

 

হাজারটি নতুন মাতৃযান উপহার মুখ্যমন্ত্রীর

গ্রামের গরীব মানুষদের জন্যে বিনামূল্যে অ্যাম্বুল্যান্স পরিষেবাতে আরও জোর দিতে চাইছে রাজ্য সরকার।

কাঁকসার বনকাঠির রঘুনাথপুর জঙ্গলমহল মাঠে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যের জন্য নতুন ১০০০টি মাতৃযান চালুর কথা ঘোষণা করেন।

এই পরিষেবা বাড়ানোর পাশাপাশি এই যানগুলির পরিকাঠামো বাড়ানো হচ্ছে। একজন চালক ছাড়াও থাকবে একজন স্বাস্থ্যকর্মী। এছাড়া থাকবে জীবনদায়ী ওষুধ। মাঝরাস্তায় অসুস্থকে যাতে ন্যুনতম চিকিৎসা দেওয়া যায়, তার জন্যই এই ব্যবস্থা। সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবার মাধ্যমে গ্রামের গরীব মানুষদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়া হবে।

 

Source: Sangbad Pratidin

mamata banerjee sagar island

Bengal CM oversees Gangasagar Mela preparations, announces Rs 5 lakh insurance cover

Besides making all arrangements for the safety and security of the people visiting the Gangasagar Mela in January to take the holy dip at the confluence of River Ganga and the Bay of Bengal, the Bengal Government has also decided to bring them under an insurance scheme of Rs 5 lakh each.

A high-level meeting headed by Chief Minister Mamata Banerjee held at Nabanna on December 8 also discussed the preparations and other aspects about the annual pilgrimage. In 2018, it will be held from January 10 to 16.

A senior IPS officer and a senior administrative officer, both with vast experience on overseeing the Gangasagar Mela during previous years, have been assigned to supervise the preparations and the fair itself. Directions have been given to set up a permanent bus stand and also to ensure that no unnecessary congestion takes place.

There will be sufficient number of vessels to ensure that people do not face trouble in reaching Sagar Island by crossing the Muriganga river from the mainland. RO-RO (roll on-roll off) services would be introduced by the government for that purpose, so that both vehicles and their owners can cross.

Live every year, closed-circuit television (CCTV) system will be used to maintain video surveillance at the fair site, and at a few other areas. This year, though, a new aspect has been introduced – live tracking. The real-time monitoring system, with feed from the CCTV system, will enable all senior administrative and police officers to watch live footages of all the transit and other crucial points on their mobile phones.

The State Irrigation Department has also been directed to carry out dredging at different locations on Muriganga to ensure easy movement of vessels. The State Civil Defence Department will place speed boats and other arrangements to combat any untoward situation, if they arise.

In a bid to keep the fairground clean and green, the concerned officials have been asked to take necessary steps to keep the island free from open defecation. Women-friendly toilets will also be set up. There will be volunteers to urge people to use dustbins.

 

গঙ্গাসাগরে যাত্রী–বীমা ৫ লক্ষের

আগামী বছর গঙ্গাসাগর মেলা যাঁরাই যাবেন তাঁদের প্রত্যেককে ৫ লক্ষ টাকার বীমার আওতায় আনা হবে।

নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ১০ থেকে ১৬ই জানুয়ারি সাগরমেলা চলার সময় যাঁরাই মেলায় আসবেন তাঁদের প্রত্যেককে রাজ্য সরকারের তরফ ৫ লক্ষ টাকার বীমা করিয়ে দেওয়া হবে। অর্থাৎ মেলা চলাকালীন তীর্থযাত্রী–‌সহ যাঁরা মেলায় উপস্থিত থাকবেন, তাঁরা যদি কোনও রকম দুর্ঘটনার কবলে পড়েন, তাহলে তাঁর পরিবার ৫ লক্ষ টাকা পাবেন।

সাগর মেলা শুরু হওয়ার আগেই কচুবেড়িয়ায় ৫টি জেটি সংস্কারের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মেলা জুড়ে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা তো থাকছেই, পাশাপাশি ৩জি, ৪জি অপটিক্যাল ফাইবার পেতে মোবাইল অ্যাপের সাহায্যে নজরদারি চলবে।

মেলা প্রাঙ্গণের দায়িত্ব দেওয়া হয়েছে পূর্তমন্ত্রী, পঞ্চায়েত মন্ত্রী, সাগরের বিধায়ক, সাংসদ মণীশ গুপ্তকে। কলকাতা থেকে মেলায় ঢোকার আগে পর্যন্ত তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে সেচমন্ত্রী, পুরমন্ত্রী, কলকাতার মহানাগরিক এবং সুন্দরবন উন্নয়ন মন্ত্রীকে।

মেলা ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার ওপর কড়া নজর থাকছে।

 

Source: Millennium Post

GST revenue gap may widen to Rs 85,000 crore for FY18: Amit Mitra

Expressing concern over declining goods and services tax (GST) revenue, West Bengal’s finance minister Amit Mitra on Thursday said that states are facing a revenue shortfall of Rs 39,111 crore in the four months after the July 1 roll-out.

The government had anticipated a revenue shortfall of Rs 55,000 crore, which was expected to be recovered through the compensation cess levied on luxury and sin goods, but now the revenue gap is expected to widen to Rs 80-85,000 crore for the whole financial year, Dr Mitra said.

“Revenue of Rs 43,013 crore per month was to be protected for states. For all states for four months, we needed Rs 1.72 lakh crore for revenue protection. What have we got? Rs 1.33 lakh crore. That means there is a revenue protection shortfall of Rs 39,111 crore in the (first) four months,” Dr Mitra said at the annual general meeting of FICCI.

Dr Amit Mitra was participating in a session on GST with the finance ministers of Jammu & Kashmir and Bihar.

জিএসটিতে বিদ্ধ ছোট শিল্প: অমিত মিত্র

সেপ্টেম্বরে জিএসটি থেকে আয় হয়েছিল ৯৫,১৩১ কোটি টাকা। অক্টোবরে তা নেমেছে ৮৩,৩৪৬ কোটিতে। ছোট ও মাঝারি শিল্পগুলি সমস্যায় পড়েছে বলেই এই ছবি ফুটে উঠছে বলে অভিযোগ তুললেন অমিত মিত্র।

বৃহস্পতিবার ফিকি-র বার্ষিক সাধারণ সভায় পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রীর দাবি, ‘‘জিএসটি-র রাজস্ব আয়ের পরিসংখ্যান নিয়ে স্বচ্ছতা নেই। কিন্তু বাস্তব হল, এক মাসে প্রায় ১২ হাজার কোটি টাকা আয় কমেছে। প্রক্রিয়াগত জটিলতায় ছোট-মাঝারি সংস্থাগুলি রিটার্ন ফাইল করতে পারছে না। উৎপাদনও ৪০% মার খেয়েছে।’’

অমিতবাবুর হিসেব, জিএসটি-তে রাজ্যগুলির প্রথম চার মাসে রাজস্ব আয়ে ঘাটতির পরিমাণ প্রায় ৩৯,১১১ কোটি টাকা। রাজ্যগুলি কেন্দ্রের থেকে ক্ষতিপূরণ পেয়ে যাবে। কিন্তু এর ফলে কেন্দ্রের আয় নিয়েও চিন্তার কারণ রয়েছে। তাঁর দাবি, ধরা হয়েছিল, চলতি অর্থবর্ষে ৫৫ হাজার টাকা ক্ষতিপূরণ দরকার হবে। তা প্রায় ৯০ হাজার কোটিতে পৌঁছবে।

অমিতবাবুর যুক্তি, জিএসটি-র বাইরে থেকেই রাজ্যগুলির গড়ে ৪০% আয় হয়। জিএসটি-ব্যবস্থা স্থিতিশীল না হওয়া পর্যন্ত পেট্রোল-ডিজেলকে এর আওতায় আনা উচিত নয়।

Bengal Govt comes up with an app to prevent child marriages

The Malda district administration, in collaboration with UNESCO and the Administrative Staff College of India, will launch a mobile phone app to monitor marriages of school girls. The State Education Department is also involved in the project. The Bengal Government has selected Malda as the district for the pilot project, before a statewide launch.

The app will be used to register attendance of girl students in schools. An absence of any girl for five consecutive days will alert the administration as well as the school authorities. According to officials concerned, the app will also serve many other purposes simultaneously.

Every school will be provided with the app, and a teacher of the school will register the attendance of the students through it every day. The absence of a girl will be noticed here, and then steps will be taken to address the situation.

It may be mentioned, the government’s Kanyashree Scheme has been successful in bringing down the social evil of child marriage. This app will help in further bringing down incidents further.

 

বাল্যবিবাহ রুখতে অ্যাপ আনছে রাজ্য সরকার

স্কুলছাত্রীদের বিবাহ রুখতে ইউনেস্কো এবং অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ কলেজ অফ ইন্ডিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে একটি অ্যাপ আনছে রাজ্য সরকার। মালদা জেলা প্রশাসন ও স্কুল শিক্ষা দপ্তর যুক্ত এই প্রকল্পে। সারা রাজ্যে এই অ্যাপ্লিকেশন চালু করার আগে মালদা জেলাকে বেছে নেওয়া হয়েছে পাইলট প্রোজেক্ট হিসেবে।

প্রত্যেকটি স্কুলের কর্তৃপক্ষকে এই অ্যাপটি দেওয়া হবে। এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে শিক্ষক/শিক্ষিকারা ছাত্রীদের উপস্থিতি নথিভুক্ত করবেন। কোনও ছাত্রী পরপর পাঁচদিন টানা অনুপস্থিত হলে স্কুল কর্তৃপক্ষ এবং প্রশাসনকে তৎক্ষণাৎ জানানো হবে।

প্রসঙ্গত, রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পের সুবাদে রাজ্যে বাল্যবিবাহের সংখ্যা এমনিতেই এখন অনেক কমেছে। এই অ্যাপের মাধ্যমে এই সামাজিক ব্যাধি আরও কমবে বলেই মনে করা হচ্ছে।

Source: The Statesman

State Khadi Mela begins today

Another fair is going to visit Kolkata from December 15 – the State Khadi Mela. This annual fair will continue till January 2, 2018.

The 19-day fair will be held at Taltala Maidan on 432 Prince Anwar Shah Road. It is being organised by West Bengal Khadi and Village Industries Board (WBKVIB), which is under the state’s Micro, Small and Medium Enterprises (MSME) Department.

The timings are from 1 pm to 8 pm on weekdays and from 12 pm to 8 pm on holidays. On holidays, various cultural programmes would also be held. Entry to the fair is free.

Besides clothes and dress materials, all other products sold at the WBKVIB outlets would also be sold, like handicraft items and food items like pickles, honey and the innovative nolen gur in tubes. Debit and credit cards would also be accepted at the outlets.

 

আজ শুরু হবে রাজ্য খাদি মেলা

মেলা যাদের ভালো লাগে, তাদের জন্য সুখবর। আরও একটি মেলা শুরু হতে চলেছে আজ – রাজ্য খাদি মেলা। এই মেলা চলবে আগামী বছরের ২রা জানুয়ারি পর্যন্ত।

এই মেলা অনুষ্ঠিত হবে প্রিন্স আনোয়ার শা রোডের তালতলা ময়দানে। এই মেলার আয়োজন করছে রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প দপ্তরের অধীনস্থ রাজ্য খাদি ও গ্রামোদ্যোগ বোর্ড।

সপ্তাহের ৫দিন এই মেলা চলবে দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত। শনি, রবি ও অন্যান্য ছুটির দিন মেলা শুরু হবে দুপুর ১২টায়। প্রবেশ অবাধ।
জামা কাপড় ও পোশাক তৈরীর উপকরণ ছাড়াও এখানে পাওয়া যাবে হস্তশিল্পের বিভিন্ন দ্রব্য। পাওয়া যাবে খাদ্যদ্রব্য – যেমন আচার, মধু, টিউবের মধ্যে নলেন গুড়। ডেবিট ও ক্রেডিট কার্ডও গৃহীত হবে সব দোকানে।

 

Tourism in Jhargram gets a boost

With winter almost here, the tourist season is also in full swing. In Jhargram, the Jhargram Rajbari is the focal point of tourist attraction. The palace belonged to the Malla kings of Jhargram.

Renovation of the palace is almost complete now. A few cottages are being set up around the palace.

The State Government has plans to set up a tourist circuit based in Jhargram. There are plans to create a park and build an auditorium there. The whole area is being built up to attract more tourists.

From Jhargram, tourists can visit several places like Chalkagarh, the historic Kanak Durga Temple, Jangalmahal Zoological Park, Hatibari, Jhilli Bird Sanctuary, Kankrajhore, Ghaghra, Khandarani Dam, etc.

The 23-hectare zoo is another of the prime attractions. Several animals and birds are house there like fishing cat (state animal of Bengal), various species of monkeys, deer, emu (emus are very popular there), etc. Seeing the tourist potential of the spot, the Trinamool Congress Government had increased the area of the zoological park from 14 to 23 hectares.

 

পর্যটন কেন্দ্র হিসেবে সেজে উঠছে ঝাড়গ্রাম

রাজ্যের নব্যতম জেলা ঝাড়গ্রাম। সেখানে পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি জেলাটিকে সাজিয়ে ফেলা হচ্ছে ভবিষ্যতের এক অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে।

মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ঝাড়গ্রাম রাজবাড়িকে কেন্দ্র করে সার্কিট ট্যুরিজম তৈরি করা হবে। তারই প্রথম পর্যায় হিসেবে রাজ্য পর্যটন উন্নয়ন নিগমের সহায়তায় পর্যটকদের জন্য গড়ে উঠছে বেশ কয়েকটি কটেজ রাজবাড়ি চত্ত্বরে। রঙের প্রলেপ পড়ছে রাজবাড়ির প্রধান প্রবেশদ্বারে, সংস্কার হচ্ছে এই ঐতিহাসিক মল্ল রাজাদের বাড়ি।

এরপর রাজবাড়ি সংলগ্ন এলাকায় তৈরি হবে পার্ক, অডিটোরিয়াম। পুরো এলাকাটিকেই পর্যটনের জন্য সাজিয়ে তোলার পরিকল্পনা আছে। আপাতত কটেজ ছাড়াও রাজবাড়ির ভেতরেও পর্যটকরা থাকতে পারেন। এখান থেকে অনেকেই জঙ্গলমহলের চিল্কিগড়, কনকদুর্গা, জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক, হাতিবাড়ি, ঝিল্লি পাখিরালয়, কাঁকরাঝোড়, ঘাঘরা, খাঁদারাণী বাঁধ ইত্যাদি অঞ্চলে গিয়ে থাকেন।

এদিকে এই শালে-সেগুনে ঘেরা ঝাড়গ্রামের জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে বাড়ছে এমু পাখির সংখ্যা। বাড়ছে চিতল হরিণ, নীল গাই-সহ বিভিন্ন পশু পাখির সংখ্যা। তাই এই পার্কের পশুপাখির এনক্লোজারগুলিকে স্থানান্তরিত করা হচ্ছে। পার্কের ভেতরের রেসিডেন্সিয়াল এলাকা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন এনক্লোজারগুলি।

আগে জঙ্গলমহল জুলজিক্যাল পার্ককে আগে বলা হত ঝাড়গ্রাম ডিয়ার পার্ক। সেই সময় এই পার্কের এলাকা ছিল ১৪ হেক্টর। বর্তমানে এই এলাকা ২৩ হেক্টর। পার্কের রেসিডেন্সিয়াল এলাকা ছাড়া হওয়া পশুপাখিদের মধ্যে ইতিমধ্যে ফিশিং ক্যাট, হনুমান, বাঁদরদের জন্য নতুন জায়গায় নতুন এনক্লোজার তৈরির কাজ চলছে। এখন এমুর সংখ্যা ১০। সেজন্য বড় বড় এনক্লজার তৈরি করে পার্কের নতুন এলাকায় স্থানান্তরিত করা হচ্ছে।

নির্মাণ শেষ হলে পর্যটকরা নতুন গেট দিয়ে ঢুকে খুব সহজেই এই প্রাণীদের কাছ থেকে দেখতে পারবেন। এই ২৩ একরের পার্কটিকে পুরোই ঢেলে সাজানো হচ্ছে।

Adivasi welfare in Bengal is exemplary: Mamata Banerjee in Bankura

Bengal Chief Minister Mamata Banerjee was present at a public distribution programme today at Khatra, Bankura. She has been touring the districts in Jangalmahal for the last three days.

In today’s programme, the Bengal Chief Minister inaugurated a bouquet of developmental projects including new roads, Jala Tirtha projects and beautification projects.

The Bengal Chief Minister laid foundation stones for many projects including several Karma Tirthas, a power sub-station, road projects and a bridge among others.

She distributed benefits like Kanyashree, Sikhshashree, Sabujshree, cycles under Sabuj Sathi and others to the eligible people of the district.

Highlights of her speech:

The steps that our government has taken for the welfare of Adivasi brothers and sisters are exemplary. We have created benchmarks in welfare of Adivasis in the last six years. We even created a separate department for tribal welfare.

Some people are trying to mislead you. For 34 years, Adivasis were deprived of development. Now you must stand up against those spreading lies.

This region was infamous for bloodshed in the past. Adivasis survived on insect eggs. Roads were in dismal condition. Humanity was shamed. But our government started giving rice at Rs 2/kg to the tribal people. Today, 8.5 crore out of 10 crore people of Bengal receive rice and wheat at Rs 2/kg.

We provide free healthcare at hospitals. We have allotted Rs 700 crore for water supply projects. We have opened a blood bank at Khatra, along with SNCU, HDC, fair price medicine shops, diagnostic centres. Four multi super-speciality hospitals have been set up. We have set up ITIs. We are also providing hens and ducks to people for free.

We are allotting 32 more Matri Jaan (ambulances for transporting pregnant women to hospitals for free) to Bankura district. We have provided assistance to farmers affected by floods. Projects worth Rs 2668 crore have been taken up for them. We have done away with khajna tax on agricultural land.

We have started drinking water projects worth Rs 1100 crore for this district. 18 lakh people will be benefitted. We are focussing on home tourism. We are developing check dams; this project is worth Rs 500 crore.

Our Kanyashree, Sikshashree, Sabuj Sathi students are our pride. We have distributed scholarships to 57 lakh SC/ST students. We provide loans upto Rs 10 lakh pursuing higher education in India and Rs 20 lakh for studying abroad.

We have started a pension scheme for kendu leaf collectors.

2.5 lakh widows were not getting pension from the Centre. We have allocated Rs 268 for giving them pension. Our government is always with the people.

We provide a monthly stipend of Rs 1000 to 2 lakh folk artistes. We have distributed 3 lakh land pattas. We have renovated crematoriums and burial grounds. We have distributed 70 lakh Sabuj Sathi cycles. From birth till death – we have schemes for all stages of life.

A section of people only engages in lies and spread canards. They want to harm Bengal. Do not pay heed to their words.

We have extended Kanyashree scheme to universities now. We have given recognition to Santhali, Kurmali, Ol Chiki. We have set up Rajbongshi and Santhali Academies. Our government works for all. We do not believe in divisive politics.

The students of Bankura are very talented. The youths and students are the future of the society. They are our country’s assets.

A certain political party wants to incite riots by driving a wedge between Hindus and Muslims. Do not fall into their traps. They deliberately mislead the poor people and Adivasis. Do not believe their conspiracies.

Dalits are being killed in Gujarat. Many workers from Bengal work in other States. Why are they being burned to death? We never mistreat people from other States in Bengal. Everyone is welcome in our State. We believe in culture-humanity-civility. Bengal does not approve of riots politics.

We have distributed government benefits to over 23,000 people today. We conduct administrative meetings and public distribution programmes in every district regularly.

৬ বছরে দেখিয়ে দিয়েছি আদিবাসীদের জন্য কি উন্নয়ন করা যায়: মুখ্যমন্ত্রী

আজ বাঁকুড়া জেলার খাতরাতে একটি সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত তিনদিন ধরেই তিনি পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলাসফর করছেন।

আজকের অনুষ্ঠানে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। কন্যাশ্রী, শিক্ষাশ্রী, সবুজশ্রী, সবুজ সাথী সহ নানা পরিষেবা প্রদানও করেন তিনি।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ:

আদিবাসীদের উন্নয়নের জন্য রাজ্য সরকার যে সকল পদক্ষেপ গ্রহণ করেছে তা এক কথায় প্রশংসনীয়। ৬ বছরে আমরা দেখিয়ে দিয়েছি আদিবাসীদের জন্য কি উন্নয়ন করা যায়। ২০১৩ সালে আদিবাসীদের জন্য নতুন দপ্তর তৈরি করা হয়েছে।

৩৪ বছর আদিবাসিদের কোনও উন্নয়ন হয়নি। যারা ভুল বোঝাচ্ছে তাদের কথা বিশ্বাস করবেন না এদের বিরুদ্ধে এক হয়ে দাঁড়ান।

আগে এখানে শুধু রক্ত ছিল, চারদিকে, মানুষের কোন মানবিকতা ছিল না। রাস্তাঘাটের কোন উন্নয়ন হত না। আদিবাসীরা পিঁপড়ের ডিম খেয়ে বেঁচে থাকতো। এই সরকার প্রথম আদিবাসীদের ২ টাকা কিলো দরে চাল দিয়েছে। আজ রাজ্যের ১০ কোটি মানুষের মধ্যে সাড়ে ৮ কোটি মানুষ ২ টাকা কিলো দরে চাল ও গম পায়।

এখন মানুষ হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পায়। প্রায় ৭০০ কোটি টাকা দেওয়া হয়েছে জল সরবরাহ প্রকল্পের জন্য। খাতরায় ব্লাড ব্যাঙ্ক, SNCU, HDC, ন্যায্য মূল্যের ওষুধের দোকান, ডায়াগনস্টিক সেন্টার চালু হয়েছে। মেডিকেল কলেজ , কলেজ, বিশ্ববিদ্যালয়, ৪ টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল, আই টি আই নির্মাণ করা হয়েছে। বিনামূল্যে হাঁস ও মুরগির ছানা দেওয়া হয়েছে।

বাঁকুড়াকে আরও ৩২ টি মাতৃ যান দেওয়া হচ্ছে গর্ভবতী ও প্রসূতি মহিলারা যাতে নিখরচায় হাসপাতালে যেতে পারেন। বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করছে আমাদের সরকার; এর জন্য ২৬৬৮ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। কৃষকদের কৃষি জমির ঋণ মুকুব করে দিয়েছে রাজ্য সরকার।

পানীয় জলের সমস্যা মেটানোর জন্য এই জেলায় ১১০০ কোটি টাকার জল প্রকল্প করা হয়েছে। এর মাধ্যমে ১৮ লক্ষ লোক সুবিধা পাবে। এখানে হোম ট্যুরিজম চালু করা হবে। ৫০০ কোটি টাকার চেক ড্যাম প্রকল্প চালু হয়েছে।

কন্যাশ্রী, শিক্ষাশ্রী, সবুজ সাথীর ছেলেমেয়েরা আমাদের গর্ব। ৫৭ লক্ষ SC/ST ছেলেমেয়েদের স্কলারশিপ দেওয়া হয়েছে। দেশে উচ্চ শিক্ষার জন্য ১০ লক্ষ এবং বিদেশে উচ্চ শিক্ষার জন্য ২০ লক্ষ টাকা ঋণ দেওয়া হচ্ছে।

কেন্দু পাতা সংগ্রহকারীদের জন্য পেনশন চালু করেছে রাজ্য সরকার।

দিল্লির বিজেপি সরকারের জন্য আড়াই লক্ষ লোক বিধবা ভাতা পাচ্ছিলেন না। আমাদের সরকার ২৫৮ কোটি টাকা দিয়ে তাদের জন্য বিধবা ভাতা চালু করেছে। আমাদের সরকার মানুষের পাশে আছে।

২ লক্ষ শিল্পীদের মাসে ১০০০ টাকা করে দেওয়া হয়। ৩ লক্ষ লোককে জমির পাট্টা দেওয়া হয়েছে। শ্মশান ও কবর স্থানগুলির সংস্কার করা হয়েছে। ৭০ লক্ষ সবুজ সাথীর সাইকেল দেওয়া হয়েছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা প্রকল্প চালু করেছি।

একদল লোক আছে যারা শুধু কুৎসা, অপপ্রচার ও চক্রান্ত করে বেড়ায়, তাদের কথায় কান দেবেন না, ওরা বাংলার ভালো চায় না।

বিশ্ববিদ্যালয়েও এখন কন্যাশ্রী প্রকল্প চালু করা হয়েছে। আমরা সাঁওতালি, কুর্মালি, অল চিকি ভাষাকে স্বীকৃতি দিয়েছি। সাঁওতালি ও রাজবংশী অ্যাকাডেমি তৈরি করা হয়েছে।আমাদের সরকার সবাইকে নিয়ে চলে।আমরা মানুষে মানুষে ভাগাভাগি করি না।

এই জেলার ছেলেমেয়েরা পড়াশোনায় খুব ভালো। ছাত্রছাত্রীরাই আমাদের ভবিষ্যৎ। ওরাই আমাদের দেশের সম্পদ।

দাঙ্গাকে কেউ প্রশ্রয় দেবেন না। একটা রাজনৈতিক দল হিন্দু মুসলমানদের মধ্যে ভাগাভাগি করে। গরীব, আদিবাসীদের ভুল বোঝায়। ওরা চক্রান্তকারী, ওদের কথায় কান দেবেন না।

গুজরাতে দলিতদের পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। বাংলার অনেক মানুষ বাইরে কাজ করতে গেছে। কেন তাদের আগুন দিয়ে পুড়িয়ে মারা হবে? বাংলা এ কাজ করে না। আমরা সকলকে স্বাগত জানাই। বাংলা মানবিকতা-সভ্যতা-সংস্কৃতিতে বিশ্বাস করে। বাংলা দাঙ্গা ও চক্রান্তে বিশ্বাস করে না। টাকা দিয়ে মনুষ্যত্ব কেনা যায় না।

আজ প্রায় ২৩ হাজার মানুষের কাছে সরকারী পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে। আমি জেলায় জেলায় প্রশাসনিক বৈঠকের পাশাপাশি পরিষেবা প্রদান কর্মসূচীও করি।

 

We must live and grow together; divisive forces are country’s enemies: Bengal CM

 

Bengal Chief Minister Mamata Banerjee today distributed prizes for the Junglemahal Cup Sports Tournament as well as announced and inaugurated several developmental projects for the region at a public ceremony in Indpur, Bankura.

“Our Government had introduced this sporting event five years ago to encourage sports and cultural activities among the local youth and nurture talent in football, kabaddi, archery, chou and many other disciplines.
So many star players of yesteryears are present here to encourage the youngsters,” she said. “I am proud of the young generation from Jangalmahal who are now advancing in education, skill development, sports and cultural activities.”

Statewide celebrations to mark Wildlife Day were also flagged off today during the programme at Bankura. Alongwith wildlife protection, the environment too must be protected, she stressed. Numerous new government schemes were initiated and benefits were distributed among the region’s people as well.

Nearly 2,500 clubs and about 30,000 youths from the Junglemahal areas participated in the sports and cultural competitions. Jerseys, footballs and Rs 25,000 were given to each of the clubs to encourage sports among the youth. Attempts are on by the police department to give jobs to the winners, she added.

At a place where fear once prevailed, free training and development of the tribal youth, along with food and education, are now being provided. Scholarships and loans for higher education have also been made available. Medical treatment without cost and increasing the age limit for government job applications have also been arranged for the people from these areas. “And yet, some people are saying that nothing has been done for the tribal population. Do not heed these false comments. Go ahead with the opportunities that are with you now,” she told the gathering.

The Central Government has stopped giving funds. It has curtailed various schemes. We will continue with the programmes with our own money. But we will not tolerate anyone’s accusations or anger. We are humane, and we will be known for that. We work for all the people, and we will live and grow together. No one from outside is burnt to death in Bengal. Those who are pursuing divisiveness are enemies of the country, she said. Everyone must maintain peace, and those who are spreading harmful rumours must be reported to the police, she concluded.

 

সারা বাংলা একদিন বিশ্বজয় করবে, মানুষের মুখে হাসি ফোটাবে: মুখ্যমন্ত্রী

 

আজ বাঁকুড়ার ইন্দপুরের জনসভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি পরিষেবাও প্রদান সহ জঙ্গলমহল ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কারও দেন মুখ্যমন্ত্রী।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

আদিবাসী,তপশিলি ভাই বোনেরা আমার গর্ব। আদিবাসীদের জন্য অনেক উন্নয়ন করেছে আমাদের সরকার। আড়াই হাজার ক্লাবকে জার্সি, ফুটবল সহ ২৫০০০ টাকা আর্থিক সাহায্য করা হয়েছে। খেলাধুলোর মাধ্যমে বিভিন্ন প্রতিভা উঠে আসে। যারা বিজয়ী হয়েছেন তাদের চাকরি দেবে পুলিশ, প্রক্রিয়া চলছে।

আজ বন্যপ্রাণী দিবস। বন্যপ্রাণ সংরক্ষণের পাশাপাশি পরিবেশ ভালো রাখা, শান্তি, সংহতি রক্ষা করাও আমাদের কর্তব্য। সবুজ বাঁচাও। সৃষ্টির নামই সংস্কৃতি। ধ্বংস নয়, সৃষ্টি করুন।

আগে বাঁকুড়া, পুরুলিয়ায় আসতে মানুষ ভয় পেত। মাওবাদী আতঙ্কে মানুষ ভয়ে বাড়ি থেকে বেরোতে পারত না, বেরোলে মাওবাদী তকমা দিয়ে দেওয়া হত। মাওবাদীরা গ্রামের মানুষের ওপর অত্যাচার করত। আজ আমি গর্ব করে বলতে পারি আর কোন মাওবাদী এলাকা নেই, সব মানুষ আজ মুক্ত। সাধারণ মানুষ আজ ভালো আছে।

আজ জঙ্গলমহল হাসছে। আদিবাসী ছেলেমেয়েদের বিনা পয়সায় ট্রেনিং দেওয়া হচ্ছে, স্কলারশিপ দেওয়া হচ্ছে, উচ্চশিক্ষার জন্য ঋণ দেওয়া হচ্ছে। আদিবাসীদের চাকরিতে আবেদনের জন্য বয়সসীমা ৪৫ বছর, তপশিলিদের জন্য ৪৩, আর সাধারণদের জন্য এই বয়সসীমা করা হয়েছে ৪০ বছর পর্যন্ত।

আমাদের সরকার সাঁওতালি, অল চিকি, কুরুক, কুর্মালি, নেপালি, গুরুমুখি ভাষাকে স্বীকৃতি দিয়েছে। আমদের সরকারই প্রথম আদিবাসীদের ২ টাকা কিলো দরে চাল দিয়েছে। আজ বাংলার সাড়ে ৮ কোটি মানুষ ২ টাকা কিলো দরে চাল ও গম পায়।

গরীব, মধ্যবিত্ত হওয়া কোন অপরাধ নয়। কিছু কিছু লোক মিথ্যে কথা বলে বেড়াচ্ছে যে আদিবাসীদের জন্য নাকি কোন কাজ হয়নি।অপপ্রচারে কান দেবেন না।

আজ মানুষ বিনামূল্যে চিকিৎসা পাচ্ছে। এই জেলায় ৪ টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল, মাদার চাইল্ড হাব তৈরি করা হয়েছে।

প্রসূতি ও গর্ভবতীদের জন্য আরও ১০০০ মাতৃযান দেওয়া হচ্ছে। সেখানে একজন নার্স ও সহকর্মী থাকে। পলিটেকনিক কলেজ, স্কুল, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, রাস্তা সব তৈরি করা হয়েছে। ঝাড়গ্রাম নতুন জেলা হয়েছে। সব জেলায় উন্নয়নের কাজ হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের এখন ক্ষতিপূরণ দেওয়া হয়।

দিল্লির সরকারের কিছু বড় বড় নেতা আছে যাদের কোন কাজ নেই শুধু বড় বড় কথা বলে বেড়ায়। গুজরাতে দলিত, আদিবাসীদের পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, কিন্তু বাংলা তাদের ভালবাসে। বাংলায় কোন ভেদাভেদ নেই, সবাই সমান।

বাংলায় ৩ লক্ষ গরীব মানুষকে পাট্টা দেওয়া হয়েছে। ৫৭ লক্ষ SC/ST ছেলেমেয়ে শিক্ষাশ্রী স্কলারশিপ পায়। কন্যাশ্রী, সবুজ সাথী, স্বাস্থ্য সাথী সহ আরও বিভিন্ন প্রকল্প চালু করা হয়েছে। ৮১ লক্ষ ছেলেমেয়েদের চাকরি দেওয়া হয়েছে। ১.৭১ কোটি সংখ্যালঘু ছেলেমেয়েদের স্কলারশিপ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় সরকার সব টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। নিজেদের টাকা দিয়ে আমরা সব প্রকল্প চালাব কিন্তু কারো চোখ রাঙানি সহ্য করব না।

আমাদের ভাতে মেরে লাভ নেই কারণ, আমাদের রাজ্যেই ধান উৎপাদন হয়। আমাদের সরকার কৃষিজমির সব খাজনা মুকুব করে দিয়েছে।

নোট বাতিল ও জি এস টির ফলে প্রায় দেড় কোটির বেশি লোক বেকার হয়ে গেছে।

আমরা মানুষ এটাই আমাদের পরিচয়। আমরা সকলের জন্য কাজ করি। সবাইকে ভালবাসতে হবে। বাংলা, বাংলার মা মাটি মানুষ আমাদের গর্ব, সারা বাংলা একদিন বিশ্বজয় করবে, মানুষের মুখে হাসি ফোটাবে। এটাই বাংলার পরিচয়। মাথা উঁচু করে আমাদের এগিয়ে যেতে হবে।

বাংলায় কাউকে পুড়িয়ে মারা হয় না। মানুষ সবচেয়ে বড় কথা। সকলকে শান্তি রক্ষা করতে হবে। কেউ উল্টোপাল্টা প্রচার করলে সাথে সাথে পুলিশকে জানাবেন। আগের সরকার ৩৪ বছর এই সব জেলাকে ভুলে গিয়েছিল।

জঙ্গলমহলের মানুষ আমাদের গর্ব। সকলকে একসাথে নিয়েই এগিয়ে যেতে হবে.

Politics of divisiveness will not be tolerated by the people of Bengal: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee today embarked on a tour of Paschimanchal districts. Today she addressed a public meeting at Kanksa in Paschim Bardhaman district. She inaugurated and laid the foundation stones for a slew of projects on the occasion.

Highlights of her speech:

A bridge over the River Ajay at Shibpur in Kanksa block will soon be completed, at a cost of Rs 164 crore. The foundation stones for the construction of two more bridges have been laid.

Eleven ambulances, called Matri Jan, were distributed for transporting pregnant women and young children to hospitals free of cost. The ambulances will contain all life-saving medicines and equipment. All across Bengal, 1,000 such ambulances are being distributed.

Agriculture and industry co-exist in Bengal. We have abolished khajna tax on agricultural land. We have provided help to farmers affected by the floods.

We have set up an airport in Andal, 6,000 micro and small enterprise units, Panagarh Industrial Park, IT Park, Deucha-Pachami coal mine project.

Projects worth Rs 2,668 crore have been taken up for controlling floods and for irrigation, as a result of which 30 lakh families will benefit.

Several steps have been taken for the welfare of Adivasis. A separate department for the Adivasis was set up by the Trinamool Congress Government in 2013.

Shikshashree Scholarship is being given to 57 lakh SC, ST and Adivasis children. The State Government is also helping Adivasi artistes.

We have distributed scholarships to 1.71 crore students belonging to minority communities. We give a loan of Rs 10 lakh for for pursuing higher education in the country and Rs 20 lakh for foreign education.

Santhali language has been given recognition through the teaching and propagation of the Ol Chiki script.

Our aim is to work for everybody. We do not differentiate on the basis of religion.

A man was burnt to death in Rajasthan. Why should this happen?

Trinamool does not follow the culture that the BJP speaks of. We do not like that culture. We will fight politically. Let others speak ill, we will not.

The Ma-Mati-Manush Government is a government for everyone. Every human being is equal to me.

We give rice at Rs 2 per kg to 8.5 crore people, electricity free of cost, scholarships, bicycles to school-going children. Our government has schemes to cover the whole lifespan of a person. We do real work for the people, not indulge in empty talk.

We have started Matrisneha Scheme at the PG Hospital in Kolkata. We have started Samabyathi and Baitarini Schemes. We have introduced a lot of social schemes. Subsidies to farmers, artistes and for jute cultivators are being give.

The Centre is taking away all our earnings in the name of servicing debts.

We provide shoes, uniforms, mid-day meal to primary school students. We are providing nutritious food to malnourished kids. This is our social responsibility.

We gave Rs 50,000 to the families of workers who lost their jobs in other States due to demonetisation. We want them to stand on their feet, even if they open a tea stall.

A lot of people from other States work in Bengal. We consider them our own. Our people will go to other places, people from other States will come to Bengal – isn’t this normal? We cannot drive others away from Bengal. We love them.

A Dalit man was killed in Gujarat because he went to a dandiya festival. They did not allow Padmavati to release. An innocent man was burned alive in Rajasthan. How long can we allow these incidents to continue?

This is the land of Rabindranath and Nazrul. We respect Ambedkar, Gandhiji, Swami Vivekananda, Maulana Abul Kalam Azad. We will not allow divisive politics in Bengal. Those who indulge in divisiveness, people will teach them a lesson politically.

They cannot stand the fact that we oppose their (anti-people) policies. So they want to stop all funds to Bengal. We were affected by floods but did not receive a single penny. But Assam and Bihar (both BJP-ruled States) receives Centre assistance.

There are attempts to cause riots by spreading falsehoods and peddling lies. They kill Adivasis and Dalits but feed lies to Adivasis here. I urge you all not to believe their canards.

There was a time when Adivasis in Jangalmahal used to survive by eating ants. Now we provide rice at Rs 2/kg to them. They live with dignity now. They receive healthcare for free; we provide them dhamsa-madol, education. We have also initiated a pension scheme for kendu leaf collectors.

Kanyashree girls will show the way to the rest of the country. They are our pride. Kanyashree – the name is famous all over the world. One day, Sabuj Sathi and Sabuj Shree will also become renowned.

Our government is with the common people, the poor people, labourers, farmers. More than 12,000 farmers committed suicide in Maharashtra. We want our farmers to remain safe and sound. We provide all assistance in times of their need. They are our pride.

We have created 81 lakh jobs in the last six years. We have appointed 1 lakh civic volunteers. We have distributed 3 lakh land pattas and built 3 lakh homes. We will create more. We have created 45,000 flats for the people of Asansol. We will set up 25,000 more.

Do not pay heed to lies and slander. Some people peddle lies to besmirch our characters, to incite violence and riots. Bengal will never tolerate these conspiracies.

I am always with the people and for the people. People are our pride. My best wishes and humble thanks to all.

Stay healthy, stay safe. Advance wishes for Christmas. Celebrate Nabanna in a befitting manner. May the new year bring peace and prosperity for all.

 

 

বাংলায় বিভেদের রাজনীতি মানুষ মেনে নেবে নাঃ মুখ্যমন্ত্রী

 

আজ কাঁকসায় একটি জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।0

 

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

1শীঘ্রই কাঁকসার শিবপুরে অজয় নদীর ওপর ১৬৫ কোটি টাকা ব্যয়ে নতুন সেতু নির্মাণ করা হবে। এছাড়া আরও ২ টি সেতুর শিলান্যাস করা হল।

গর্ভবতী, প্রসূতি মহিলা ও বাচ্চাদের বিনাপয়সায় হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এই জেলায় ১১ টি অ্যাম্বুলেন্স দেওয়া হচ্ছে যার নাম দেওয়া হচ্ছে ‘মাতৃ যান’। তাতে সবরকম জীবনদায়ী ওষুধও থাকবে। সমগ্র বাংলায় ১০০০ টি নতুন অ্যাম্বুলেন্স দেওয়া হচ্ছে।

শিল্প ও কৃষির সহাবস্থান বাংলায়। আমাদের সরকার কৃষিজমির খাজনা মুকুব করে দিয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের আমরা সবরকম সহায়তা করেছি।

অণ্ডাল বিমানবন্দর, ৬০০০ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ইউনিট, পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক, আই টি পার্ক, দেউচা পাচামি কয়লা প্রকল্প ইত্যাদি তৈরি করা হয়েছে।

বন্যা নিয়ন্ত্রন ও সেচের কাজে উন্নয়নের জন্য ২৬৬৮ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে, এর ফলে ৩০ লক্ষ পরিবার উপকৃত হবেন।

আদিবাসীদের উন্নয়নের জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। ২০১৩ সালে আদিবাসী দপ্তর তৈরি করা হয়েছে। ৫৭ লক্ষ SC/ST ও আদিবাসী ছেলেমেয়েরা শিক্ষাশ্রী প্রকল্পে স্কলারশিপ পাচ্ছে। আদিবাসী শিল্পীদেরও সহায়তা করছে রাক্য সরকার।

১ কোটি ৭১ লক্ষ সংখ্যালঘু ভাইবোনেরা স্কলারশিপ পেয়েছে। এখানে উচ্চ শিক্ষার জন্য ১০ লক্ষ এবং বাইরে পড়াশোনার জন্য ২০ লক্ষ টাকা স্কলারশিপ দেওয়া হচ্ছে।

অল চিকি ও সাঁওতালি ভাষাকে আমরা স্বীকৃতি দিয়েছি।

সকলের জন্য কাজ করতে হবে এটাই আমাদের লক্ষ্য। আমরা ধর্মে ধর্মে কোন ভেদাভেদ করি না। সব মানুষ আমার আপনজন।

রাজস্থানে একজনকে পুড়িয়ে মেরে ফেলা হল। কেন এটা হবে?

বিজেপি যে কালচারে কথা বলে তৃণমূল কংগ্রেসের কালচার সেটা নয়। আমরা এই কালচার আমরা পছন্দ করি না। আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। অন্য কেউ খারাপ কথা বললেও আমরা বলব না।

মা-মাটি-মানুষের সরকার সকলের জন্য। আমার কাছে সব মানুষ সমান।

সাড়ে ৮ কোটি মানুষকে আমরা ২ টাকা কিলো চাল দিই, বিনামূল্যে চিকিৎসা, স্কলারশিপ, সাইকেল দেয় আমাদের সরকার।

স্বাস্থ্য সাথী প্রকল্প, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্প করেছে আমাদের সরকার। কথায় নয় আমরা কাজে করে দেখাই।

পি জি হাসপাতালে আমরা ‘মাতৃস্নেহ’ প্রকল্প চালু করেছি। ‘সমব্যাথি’ ও ‘বৈতরনী’ প্রকল্প চালু করেছি। আমরা অনেক সামাজিক কর্মসূচি পালন করি। আমাদের সব টাকা কেটে নিওয়ে যাচ্ছে কেন্দ্র। তবুও আমরা কৃষক ভাতা, শিল্পী ভাতা, পাট্টা সহ বিভিন্ন সুবিধা দিচ্ছি। দেনায় রাজ্যটাকে বিক্রি করে সিপিএম চলে গেছে। কেন্দ্রের সরকার, পয়সা তো দেয় না, পয়সা কেড়ে নেয়।

প্রাইমারি স্কুলের বাচ্চারা জুতো পাচ্ছে, ড্রেস পাচ্ছে, মিডডে মিল পাচ্ছে, অপুষ্টিজনিত শিশুরা খাবার জিনিস পাচ্ছে, এগুলোই তো সামাজিক কর্মসূচী।

যখন নোটবন্দি করা হল, অনেক লোক বিভিন্ন রাজ্যে কাজ করত, তাদের কাজ চলে গেল। আমাদের সরকার একমাত্র সরকার, প্রত্যেক পরিবারকে ৫০০০০ টাকা করে দিয়েছি, যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে।

আমি এখনও বলি, মোটা ভাত খাওয়াবার, মোটা কাপড় দেওয়ার ক্ষমতা আমাদের আছে। বাইরে থেকে কেউ কাজ হারিয়ে এখানে ফিরে এলে তাকে অন্তত ৫০০০০ টাকা দিয়ে ১টা চায়ের দোকান খোলানোর ক্ষমতা আমরা রাখি।

আমাদের এখানে অনেক বাইরের লোক কাজ করেন, আমরা তাদের বাইরের লোক মনে করি না, ঘরের বলে মনে করি। বাইরের ছেলেরা বাংলায় আসবে, বাংলার ছেলেরা বাইরে যাবে, এটাই তো স্বাভাবিক। বিহারের যারা এখানে থাকেন, তাদের আমরা বলতে পাড়ি না আপনারা এখান থেকে চলে যান। আমি তাদের ভালবাসি।

এক দলিত ভাই গুজরাটে গেছিল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পদ্মাবতী সিনেমা নিয়ে একজন প্রতিবাদ করেছিল, তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হল। রাজস্থানে একটি ছেলে অন্যায় কাজ করতে গেছিল, তাকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হল। কতদিন চলবে এই জিনিস?

বাংলার মাটি রবীন্দ্রনাথের মাটি, নজরুলের মাটি। আম্বেদকর, গান্ধীজীকে, বিবেকানন্দকে, মৌলনা আবুল কালাম আজাদকে আমরা সম্মান করি। বাংলার মাটিতে ভাগাভাগির খেলা হবে না। আর কেউ করতে চাইলে, বাংলার মানুষ তাকে একদম রাজনৈতিক ভাবে তাড়িয়ে দিন।

ওরা ভাবে, বাংলা কেন আমাদের বিরুদ্ধে বলে? বাংলাকে ভাতে মারো। বন্যায় কৃষকদের জমি দুবে গেছে, আসাম, বিহারকে টাকা দিয়েছে, বাংলাকে দেয়নি।

নানা রকম, দাঙ্গা, কুৎসা, অপপ্রচার, চক্রান্ত করার চেষ্টা করা হয়। আর মিথ্যে বলা হয়। আদিবাসীদের পরিবারকে হত্যা করা হয়। দলিত পরিবারকে হত্যা করা হয়। আর এখানে আদিবাসী ভাই বোনেদের কাছে গিয়ে মিথ্যে বলা হয়। ওদের কথা একদম বিশ্বাস করবেন না। ওরা ভীষণ মিথ্যে কথা বলে, অপপ্রচার করে। টাকা নিয়ে কুৎসা করে।

আগে আদিবাসীরা পিঁপড়ে খেয়ে বেঁচে থাকত। আমি ২ টাকা কিলো চাল দেওয়া শুরু করেছি। এখন মানুষ সম্মান পায়, বিনা পয়সায় চিকিৎসা পায়, ধামসা মাদল পায়, শিক্ষা পায়, সব ব্যাপারে সাহায্য করি আমরা। যারা কেন্দু পাতা তোলে, তাদের সাহায্য করি, ৬০ বছর হয়ে গেলে পেনশন দিই।

কন্যাশ্রীর মেয়েরা আগামীদিন ভারতবর্ষকে পথ দেখাবে। এরা আমাদের গর্ব। সারা পৃথিবীর কাছে কন্যাশ্রী একটা নাম। আগামী দিন সবুজ সাথী একটা নাম হবে। সবুজশ্রীও একটা নাম হবে।

আমাদের সরকার, সাধারন মানুষের, গরীব মানুষের, খেটে খাওয়া মানুষের, ক্ষেত মজুরদের, কৃষকদের পক্ষে। মহারাষ্ট্রে ১২,৬০০ কৃষক মারা গেছে না খেতে পেয়ে। আমি চাই আমাদের কৃষকরা ভালো থাকুন, তাদের ফসল নষ্ট হলে, সঙ্গে সঙ্গে আমরা তাদের সাহায্য করি। কারো কাছে তাদের হাত পাততে না হয়, কৃষকরা আমাদের গর্ব।

গত সাড়ে ৬ বছরে ৮১ লক্ষ ছেলে মেয়েদের চাকরি দিয়েছি। এক লক্ষ সিভিক ভলেন্টিয়ার নেওয়া হয়েছে। আরও নেওয়া হবে। তিন লক্ষ লোককে পাট্টা দিয়েছে আমাদের সরকার। তিন লক্ষ লোককে বাড়ি তৈরী করে দিয়েছি। আরও অনেককে আমরা করে দেব। রানিগঞ্জের মানুষকে আমরা আবেদন করব, আমরা ৪৫০০০ ফ্ল্যাট করে দিয়েছি, আরও ২৫০০০ করব।

যদি কেউ উল্টোপাল্টা বলে মিথ্যে কথা রটায়, কুৎসা রটায়, চরিত্র হনন করে, অপপ্রচার করে, দাঙ্গা লাগায়, ভয় পাবেন না, বাংলার মাটি দাঙ্গাকে, কুৎসাকে, চক্রান্তকে, ষড়যন্ত্রকে প্রশ্রয় দেয় না।

জনগণের পক্ষে আমরা ছিলাম, আছি, থাকব। মা মাটি মানুষকে, ধন্যবাদ, জিন্দাবাদ জানাই। আপনারাই সমাজের গর্ব, সমাজের ভবিষ্যৎ।

ভালো থাকুন, সুস্থ থাকুন। বড় দিনের উৎসবের অভিনন্দন জানিয়ে যাই। নতুন ধান নিয়ে নবান্ন উৎসবে গর্ববোধ করবেন। নতুন বছরে আপনাদের ঘোরে ঘোরে মঙ্গল শঙ্খ বাজুক।

Sea crabs: The new dish to look out for at SFDC outlets

At the Ahare Bangla food festival being held at New Town Mela Ground, a new item is being served by the State Fisheries Development Corporation (SFDC): sea crabs. Various dishes based on sea crabs are being sold this year.

The food festival, whose third edition is being held this year, is open to everyone from December 8 to 11. Lunch items would be available from 12 PM to 3 PM, snacks from 3 PM to 6 PM and dinner items from 6 PM to 9 PM.

For many years now, fishermen in Digha have been catching these sea crabs. SFDC has known the demand for these crabs for some time now – not just in the state and in other parts of the country like in New Delhi and Mumbai (including in five-star hotels), but also in other countries, from enquiries from Japan and United Arab Emirates (UAE).

Now it is firming up plans to buy these crabs from fishermen in a systematic way and supply them to various places. For export, the countries being planned to be sent to are Japan, South Korea, China, Australia and the Gulf countries, and to Europe.

 

রঙিন কাঁকড়ার বাহারি পদে চমক দিতে চাইছে মৎস্য নিগম

সমুদ্রের রঙিন কাঁকড়ার পদ এবার বাঙালির পাতে তুলে দিতে চাইছে মৎস্য দপ্তর। দপ্তরের অধীনস্থ মৎস্য উন্নয়ন নিগম এই পরিকল্পনা করেছে। রঙিন কাঁকড়াগুলি সমুদ্রে মৎস্যজীবীদের জালে ধরা পড়ে। নিগমের দীঘা প্রকল্পের আধিকারিকদের কথায়, গত ১০ বছর ধরে এই কাঁকড়া মৎস্যজীবীদের জালে অল্প অল্প করে ধরা পড়ছিল। কিন্তু গত দু-তিন বছরে এর পরিমাণ অনেকটাই বেড়েছে।

‘আহারে বাংলা’ উৎসবে প্রথম সাধারণ বাঙালির জন্য এই কাঁকড়ার পদ আনা হচ্ছে। পরে খোলাবাজারেও বিক্রি করা হবে। সমুদ্রে বেড়াতে যাওয়া পর্যটকদের কাছে এই রঙিন কাঁকড়ার চাহিদা ভালো।

শুধু ‘আহারে বাংলা’ নয়, পরবর্তীতে কলকাতার খোলাবাজারেও এই কাঁকড়া বিক্রি করতে চাইছে নিগম। সেই সঙ্গে কাঁকড়া বিভিন্ন পদ নিগমের রেস্তরাঁতে খাওয়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দেশ-বিদেশের বাজারে এই কাঁকড়া বিক্রি করে কীভাবে মুনাফা করা যায়, সেই পরিকল্পনাও করা হচ্ছে।

বিদেশে রঙিন কাঁকড়ার সবথেকে বেশি চাহিদা জাপান, কোরিয়া, চীন, অস্ট্রেলিয়া এবং ইউরোপে। আরব দুনিয়াতেও ধীরে ধীরে এই কাঁকড়ার চাহিদা বাড়ছে। এছাড়াও কলকাতা সহ দিল্লি, মুম্বইয়ের বড় বড় পাঁচতারা-সাততারা হোটেলে রঙিন কাঁকড়ার চাহিদা প্রচুর।

Source: Bartaman

The image is representative (source)