Chief Minister Mamata Banerjee today inaugurated a slew of projects for Purulia district during a public programme. She also laid the foundation stones of several projects.
Among the projects inaugurated were renovation of health centres, anganwadi centres, new roads, tube wells, irrigation projects, Resham Bhavan among others.
Foundation stones were laid for godowns, Karma Tirtha, administrative buildings, high mast lamps etc.
Besides these, Mamata Banerjee distributed the benefits of schemes like Kanyashree, Sabuj Sathi, Samaj Sathi, Gatidhara etc. She also distributed soil health cards, land pattas, power tillers and other equipment.
Highlights of her speech:
This is my second meeting in Purulia district in three months. Earlier, the ministers hardly visited these districts. Today, I conducted my 396th administrative review meeting at block level.
We have given recognition to many languages including Kurmali, Kuruk, Ol Chiki.
Those who have no work are spreading baseless rumours. Our work is to serve the people.
45 lakh Kanyashree girls are our pride. They will make Bengal proud in future. University students will receive Kanyashree scholarships from now on (Rs 2,000 for arts and Rs 2,500 for science).
We have distributed 70 lakh cycles to students. 57 lakh SC/ST students and 1.71 crore minority students have received scholarships. Nearly 2 lakh folk artistes receive monthly stipend.
We have waived off khajna tax on agricultural land. We have done away with mutation fees on agricultural land.
We provide rice at Rs 2/kg to people. For this we give subsidy worth crores.
Healthcare is free in Bengal. Medicines, blood tests are free here.
Bengal never bowed her head before anyone. Bengal always leads the way. Let them catch up with us and then talk.
It is a crime to pit people against each other. Inciting religious riots, creating divisions is unacceptable.
Bengal never allows the politics of riots. We want people to prosper.
Some people say their target is Bangla (Bengal). We say our target is ‘Lal Kella’ (Red Fort). Chalo Dilli Chalo.
Bengal will lead the way, taking everyone along.
We have started a new scheme called ‘Ruposhree’. We will provide financial aid to families with income less than Rs 1.5 lakh to assist them in their daughter’s wedding.
There was a time when one could see only tears in the eyes of the people in Purulia. Now, people are smiling.
ওদের টার্গেট বাংলা, আমাদের টার্গেট লাল কেল্লা: পুরুলিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়
আজ পুরুলিয়া জেলার শিমুলিয়াতে পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিভিন্ন প্রকল্পের শিলান্যাসও করেন।
মুখ্যমন্ত্রী যে সকল প্রকল্পের উদ্বোধন করেন, তার কয়েকটি হল, স্বাস্থ্য কেন্দ্রের সংস্কার, আঙ্গনওয়াড়ি কেন্দ্র, নতুন রাস্তা, নলকূপ প্রকল্প, নদী সেচ প্রকল্প, রেশম ভবন ইত্যাদি।
তিনি যে সকল প্রকল্পের শিলান্যাস করেন, তার কয়েকটি হল, গুদাম ঘর, কর্মতীর্থ, প্রশাসনিক ভবন, আলোক স্তম্ভ ইত্যাদি।
এছাড়াও তিনি কন্যাশ্রী, সবুজশ্রী, শিক্ষাশ্রী, সবুজসাথী, সমাজসাথী, গতিধারা, পাট্টা, সয়েল হেলথ কার্ড, পাওয়ার টিলারইত্যাদি পরিষেবা প্রদান করেন।
তাঁর বক্তব্যের কিছু অংশঃ-
তিন মাসে পুরুলিয়ায় এটা আমার দ্বিতীয় বৈঠক। আগে কোন মন্ত্রীকে এখানে দেখা যেত না। আজকের এই প্রশাসনিক বৈঠক নিয়ে সব মিলিয়ে আমি ৩৫৬ টি বৈঠক করলাম।
কুর্মালি, কুরুক, অল চিকি সহ অনেক ভাষাকে আমরা স্বীকৃতি দিয়েছি।
যারা কোন কাজ করে না তারা শুধু রটিয়ে বেড়ায় আর টাকা তুলে বিবৃতি দেয়। আর আমাদের কাজ মানুষের সেবা করা।
আমাদের ৪৫ লক্ষ কন্যাশ্রীর মেয়েদের জন্য আমরা গর্বিত। তারা এখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্যও স্কলারশিপ পাবে।
আমরা ৭০ লক্ষ সবুজ সাথী সাইকেল দিয়েছি। ৫৭ লক্ষ SC/ST ছাত্রছাত্রী ও ১.৭১ কোটি সংখ্যালঘু ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেওয়া হয়েছে। প্রায় ২ লক্ষ লোকশিল্পীদের আর্থিক সহায়তা দেওয়া হয়।
আমরা কৃষিজমির খাজনা মুকুব করে দিয়েছি। কৃষকদের কৃষিজমির জন্য আর মিউটেশন ফি দিতে হয় না।
শুধুমাত্র বাংলায় আমাদের সরকার ২ টাকা কেজি দরে চাল দিচ্ছে। আমরা কয়েক হাজার কোটি টাকা সাবসিডি দিচ্ছি।
একমাত্র বাংলায় বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। ওষুধপত্র, রক্ত পরীক্ষা বিনামূল্যে হয়।
বাংলা কখনো কারো কাছে মাথা নত করেনি। বাংলা মানুষকে পথ দেখায়। আগে করে দেখাও তারপর বাংলার দিকে তাকাও।
মানুষকে গড়ে তোলা আমাদের কাজ, দাঙ্গা লাগানো আমাদের কাজ নয়। কেউ তা করার চেষ্টা করলে তা অপরাধ।
বাংলা কখনো দাঙ্গার রাজনীতি বরদাস্ত করে না। আমরা চাই মানুষ ভালো থাকুক।
কেউ কেউ বলে ওদের টার্গেট বাংলা। আমরা বলি, আমাদের টার্গেট দিল্লির ‘লাল কেল্লা’। চলো দিল্লি চলো।
আগামীদিনে বাংলাই সবাইকে পথ দেখাবে। আগামীদিনে বাংলা বিশ্ব জয় করবে, বাংলা যা পারে আর কেউ তা পারে না।
মেয়েদের জন্য আমরা একটি নতুন প্রকল্প চালু করেছি যার নাম ‘রূপশ্রী’। যাদের পরিবারের আয় দেড় লক্ষ টাকা তাদের মেয়েদের বিয়ের জন্য ২৫ হাজার টাকা দেবে সরকার।
আগে একটা সময় ছিল যখন পুরুলিয়ায় এসে আমি মানুষের চোখে শুধু জল দেখতে পেতাম, আর এখন এখানকার মানুষ হাসছে, এতেই আমি খুশি।