Trinamool MPs stage protest against Air India disinvestment

The All India Trinamool Congress (TMC) MPs on Monday staged a protest in the Parliament premises against the disinvestment of national carrier Air India (AI).

Trinamool Congress MPs raised slogans saying that Air India is a national asset and disinvestment shows that there is possibly a scam going on.

Last week, Trinamool Chairperson Mamata Banerjee had criticised the Central Government’s plans to sell Air India. She had tweeted, “I am sorry to read in the media about the Government inviting expression of interest for selling Air India, the jewel of our nation. We strongly oppose this and want this order to be withdrawn immediately. This Government must not be allowed to sell our country.”

এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণের সিদ্ধান্তে ক্ষুব্ধ তৃণমূল

এয়ার ইন্ডিয়ার ৭৬ শতাংশ বিলগ্নিকরণ করার মন্ত্রীসভার সিদ্ধান্তে ব্যাপক ক্ষুব্ধ তৃণমূল। এই ইস্যুতে সোমবার সংসদ চত্বরে ধর্না দেন তৃণমূল সাংসদরা। সোমবার সকাল সাড়ে দশটায় সংসদ চত্বরে মোদি সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। তারা জানিয়ে দেন, এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণ মোটেই মেনে নেওয়া হবে না।

স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে প্রতিবাদ জানিয়ে তোপ দেগেছেন। ট্যুইট করে সমালোচনা চড়িয়েছেন মোদি সরকারের বিরুদ্ধে।

মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “সংবাদমাধ্যমে দেখলাম কেন্দ্রীয় সরকার এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণের সিদ্ধান্ত নিয়েছে। খুবই দুঃখজনক। এয়ার ইন্ডিয়া দেশের সম্পদ। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এই সরকারকে আমাদের দেশটা বিক্রি করতে দেব না।”

 

CPI(M) had ‘Harmads’ and BJP has ‘Jallads’: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today accused him of “removing crucial files” related to the notes ban. She also alleged that demonetisation was a “ploy to transform white money into black and black money into white”.

“They (Modi government) have turned the CBI into the Conspiracy Bureau of India and are using it for pursuing vendetta politics. The CBI has created a back office to come up with false evidence against our leaders to implicate them in chit fund cases,” she alleged.

Mamata Banerjee alleged that the CPI(M) had entered into a “political match-fixing” with the BJP as it was “under the Left rule that the chit funds had mushroomed in the state”.

“It was during the CPI(M) regime that Rose Valley and Saradha chit funds came into being. What were the SEBI and RBI doing then? Several top CPI(M) leaders were involved in the chit fund business but none of them was summoned. It only shows that the CPI(M) and the BJP have teamed up in Bengal,” she said.

 

 

সিপিএমের ছিল ‘হার্মাদ’, বিজেপির আছে ‘জল্লাদ’: মমতা বন্দ্যোপাধ্যায়

নোট বাতিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ সব ফাইল সরিয়ে ফেলা হয়েছে বলে এদিন অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ নোট বাতিল সাদা টাকাকে কালো টাকায় রুপান্তরিত করার এক কৌশল।

তিনি বলেন, “ওরা সিবিআই কে কন্সপিরেসি ব্যুরো অফ ইন্ডিয়ায় পরিণত করে তা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার কাজে লাগাচ্ছে।  একটা ব্যাক অফিস তৈরি করেছে সেখানে আমাদের নেতাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগের প্রমাণ তৈরি করছে”।

সিপিএমএর সঙ্গে বিজেপির ম্যাচ ফিক্সিং হয়েছে। বাম আমলে রাজ্যে যখন চিট ফান্দ তৈরি হয়েছিল তখন ওরা কি করছিল?কেন পদক্ষেপ নেয়নি এই প্রশ্নও তুলেছেন মুখ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, “রোজ ভ্যালি, সারদা তৈরি হয়েছে সিপিএমের আমলে। সেই সময় আরবিআই, সেবি কেন চিট ফাণ্ড ব্যবসা করতে দিয়েছিল? অনেক সিপিএম নেতা এই চিট ফান্ডের সঙ্গে জড়িত। তাদের কেন তলব করা হচ্ছে না? এর থেকেই স্পষ্ট সিপিএম-বিজেপি বাংলায় একজোট হয়েছে”।

 

A destructive party is selling off the country: Mamata Banerjee

Coming down heavily on the Centre on the issue of demonetisation and political vendetta, Bengal Chief Minister and Trinamool Chairperson Mamata Banerjee today said everyone is suffering due to ‘Super Emergency’.

“Modi Babu bulldozed his decision. Institutions were not allowed to do their job. Whoever is speaking up is being silenced with fear-mongering. Agencies are hounding them,” she said.

“Within hours of announcement of demonetisation I raised my voice. Why did they introduce Rs 2000 notes after banning Rs 1000? People will ban Modi Sarkar soon,” the CM added.

She thundered, “They promised situation will normalise within 50 days. Nothing has improved. Are 50 days not over? Why are restrictions on withdrawal limit still in place?”

She said Trinamool cannot be scared by fear-mongering tactics. “They thought TMC is made of soft mud so even rats can dig it. We fight with tigers, we won’t get rattled by a push from rats,” the Chief Minister said.

She reiterated that CBI has become ‘Conspiracy Bureau of India’.

Highlighting the sufferings of people across all strata of society, she said the protests will continue and the next course of action will be decided after Gangasagar Mela.

Day 3 of Trinamool’s nationwide protests against demonetisation & political vendetta

Today was the third day of Trinamool’s nationwide protests against demonetisation and political vendetta by the Centre. A delegation of Trinamool MPs met the Honourable President today in Delhi.

From November 8, 2016, the day demonetisation was announced, Mamata Banerjee has been vocally protesting against the policy which has led to immense suffering of the people. She has been actively tweeting against the Narendra Modi government and has also addressed rallies in Delhi, Lucknow, Patna and Kolkata.

Trinamool MPs had been sitting on dharna for the last three days in Delhi. Similar dharnas were held in front of RBI office and CGO complex in Kolkata. Dharnas were held in Punjab, Manipur, Tripura, Bihar, Jharkhand, Odisha also.

Mamata Banerjee has given the slogan ‘Modi Hatao, Desh Bachao’ and demanded that a ‘National Government’ be formed to save the country from this mess.

 

নোট বাতিল ও রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদের আজ তৃতীয় দিন

কেন্দ্রীয় সরকারের হঠকারী নোটবাতিলের সিদ্ধান্ত ও কেন্দ্রের প্রতিহিংসামূলক রাজনীতির বিরুদ্ধে তৃণমূলের দেশব্যাপী প্রতিবাদী আন্দোলনের আজ ছিল তৃতীয় দিন।

আজ দিল্লিতে দুপুর ২ টোয় তৃণমূল সাংসদদের এক প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেন।

২০১৬-র ৮ নভেম্বর নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা হওয়ার পর থেকেই এর বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নোট বাতিলের ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার। টুইটারেও তিনি মোদীর সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানান। একইসঙ্গে দিল্লি, লখনউ, কলকাতা ও পাটনার জনসভাতেও তিনি এর বিরুদ্ধে প্রতিবাদ জানান।

গত ৩ দিন ধরে তৃণমূল সাংসদরা নোটবাতিলের সিদ্ধান্ত ও প্রতিহিংসামূলক রাজনীতির বিরুদ্ধে দিল্লীর সাউথ অ্যাভিনিউতে ধর্ণায় বসছেন। ধর্ণা হয় কলকাতার সিজিও কমপ্লেক্স ও রিজার্ভ ব্যাংকের সামনেও। পাঞ্জাব, বিহারের কিষাণগঞ্জ, মনিপুর, ত্রিপুরা, আসাম ও ঝাড়খণ্ডেও চলেছে প্রতিবাদ।

দেশকে রক্ষার স্বার্থে ইতিমধ্যেই জাতীয় সরকার গঠনের দাবি করেছেন মুখ্যমন্ত্রী। ‘মোদী হাঠাও, দেশ বাঁচাও’ স্লোগানও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

Protests across Bengal against political vendetta by Centre, Trinamool MPs detained in Delhi

36 MPs belonging to Trinamool Congress were rounded up and detained by Delhi Police while they were peacefully holding a demonstration outside the Prime Minister’s residence. Several veteran MPs were manhandled, women MPs were also badly behaved with.

The MPs were taken to Tughlaq Road Police Station where they sat on a dharna.

Check out live tweets of the protests in Delhi on our Twitter feed

Trinamool delegation meets the Governor

To protest against the political vendetta of the Centre and the emergency-like situation prevailing in the country, Trinamool today organised massive protests across the State. A delegation of Trinamool MLAs met the Governor to register the party’s complaint against the constant attacks on federal structure.

After meeting the Governor, Secretary General of the party, Partha Chatterjee said: “We have complained to the Governor about attempts to break the federal structure Without consulting the State Govt CRPF was deployed in Bengal outside BJP party office. This is an assault on federalism.”

“Just because Trinamool is vocal about people’s interest in demonetisation issue, conspiracies are being hatched to malign the party Why should leaders of other parties, like Babul Supriyo who are associated with chit funds, not be arrested We cannot be silenced by these fear-mongering tactics. We are with the people. We will stand beside the people,” he added.

“Our backbone cannot be broken like this. We will continue our movement against DeMonetisation Leaders from outside, who do not know the history or geography of Bengal cannot scare us. Mamata Banerjee has the support of people,” Partha Chatterjee said.

Protests across Bengal

Rallies were taken out in various parts of Kolkata. Protests were held in Coochbehar, Singut, Dankuni, Asansol, Kulti, East Midnapore, Malda, Canning, Sodepur, Titagarh, Kharagpur, Nadia, Hooghly, north Dinajpur, Haldia and several other places.

Dharnas were organised outside CGO Complex in Kolkata as well as CBI office in Odisha.

 

কেন্দ্রের রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে প্রতিবাদ সমগ্র বাংলা জুড়ে

প্রধানমন্ত্রীর বাসবভবনের সামনে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখানোর সময় তৃণমূল কংগ্রেসের ৩৬ জন সাংসদকে আটক করে দিল্লি পুলিশ। আটক করার সময় পুলিশ তাদের চূড়ান্ত হেনস্থা করেছে। ঘটনায় আহত হয়েছেন দুই সাংসদ। এমনকি মহিলা সাংসদদেরও রেয়াত করা হয়নি।

আটক করার পর সাংসদদের তুঘলক রোড পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় সেখানে তারা ধর্নায় বসেন।

তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে রাজ্যপালের সাক্ষাৎ 

এদিন তৃণমূলের শীর্ষ নেতা-নেত্রীদের এক প্রতিনিধি দলও রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন। রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ চট্টোপাধ্যায় জানান, “কেন্দ্রীয় সরকার যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করার চেষ্টা করছে এ বিষয়ে আমরা রাজ্যপালের কাছে অভিযোগ জানানো হয়েছে। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করেই ওরা বিজেপির দলীয় কার্যালয়ের বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে – এটা গণতন্ত্রের অপমান”।

বাবুল সুপ্রিয়র মত অন্য দলের নেতারা যারা চিট ফান্ডের সঙ্গে যুক্ত তাদের কেন গ্রেফতার করা হচ্ছে না এই প্রশ্নও তুলেছেন তিনি। তাঁর বক্তব্য, “আমরা এই ধরনের আক্রমণে ভয় পেয়ে চুপ করে থাকব না। আমরা মানুষের পাশে আছি, মানুষের পাশে থাকব। এভাবে আমাদের শিরদাঁড়া ভাঙা যাবে না। নোট বাতিলের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে”।

তিনি আরও বলেন, “বাইরের নেতারা যারা কখনও বাংলার রাজনৈতিক ইতিহাসে ছিলই না, তারা আমাদের ভয় দেখাতে পারবে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মানুষের সমর্থন আছে। একথা গোপন নয় যে বিজেপির কেউ কেউ রাজ্যপালকে ও তাঁর আসনকে ব্যবহার করার চেষ্টা করছেন। রাজ্যপাল এই ঘটনায় দুঃখিত। রাজ্যপালকে এভাবে কালিমালিপ্ত করার চেষ্টাকে আমরা তীব্র ভাষায় নিন্দা করছি”।

বাংলা জুড়ে প্রতিবাদ

কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক প্রতিহিংসার প্রতিবাদে বুধবার সকাল থেকে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস৷ মহানগর সহ রাজ্যের প্রতিটি প্রান্তে তৃণমূল কর্মীদের মিছিল ও প্রতিবাদে উত্তাল রাজ্য ৷

কলকাতার আলিপুর, গোপালনগর, কাঁকুড়গাছি সহ বিভিন্ন এলাকায় প্রতিবাদ মিছিল করেছে তৃণমূল কর্মীরা।

এদিন ভুবনেশ্বরে সিবিআই অফিসের বাইরেও বিক্ষোভ কর্মসূচি পালন করে তৃণমূল সমর্থকরা।

এছাড়া, কোচবিহার, আলিপুরদুয়ার, সিঙ্গুর ও ডানকুনি আসানসোল, পূর্ব মেদিনীপুর, ওড়িশা সীমানায়, মালদহের ফোয়ারা মোড় ক্যানিং, সোদপুর, কোচবিহার, টিটাগড়ে বিটি রোড, খড়গপুর ৬ নং জাতীয় সড়ক, নদিয়া, হুগলি, উত্তর দিনাজপুর ও হলদিয়াতেও প্রতিবাদ মিছিল হয়।

 

BSF training Narayani Sena in Cooch Behar: Trinamool

Accusing the central government of trying to disrupt smooth functioning of the state government, Trinamool alleged that the BSF was providing “training” to ‘Narayani Sena’, a private army of the erstwhile Maharaja of Cooch Behar.

“It is a deep-rooted conspiracy against the state government. How come BSF is giving training to Narayani Sena and other elements who are involved in smuggling?” senior TMC leader and state parliamentary affairs minister Partha Chatterjee said.

He said, “We have officially expressed our grievances and lodged a complaint with the highest quarters of the central government.” He also added that this was being done by keeping the state government in the “dark”.

Leader of the party in Lok Sabha, Sudip Bandyopadhyay accused the Centre of interfering in the law and order of the State. He accused the BJP of trying to disturb the peace in Bengal. A delegation of Trinamool MPs met the President and apprised him of the incident.

 

কুচবিহারে নারায়ণী সেনাকে প্রশিক্ষণ দিচ্ছে বি এস এফঃ তৃণমূল

কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের কাজে হস্তক্ষেপ করার অভিযোগ করল তৃণমূল কংগ্রেস। উত্তরবঙ্গে নারায়ণী সেনাকে বিএসএফের প্রশিক্ষণ দেওয়া নিয়েও সরব হয়েছে তৃণমূল কংগ্রেস৷ রাষ্ট্রপতির কাছেও বিষয়টি নিয়ে অভিযোগ জানিয়েছেন তারা৷

বর্ষীয়ান তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় বলেন, “এটা রাজ্য সরকারের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র। বিএসএফ কেন্দ্রীয় সংস্থা।  বি এস এফ কিভাবে নারায়ণী সেনাদের প্রশিক্ষণ দিতে পারে। তাঁর কথায়, ‘‘রাজ্যের উন্নয়নে ব্যাঘাত ঘটাতে এবং প্রশাসনিক কাজে বিঘ্ন ঘটাতে এই চক্রান্ত চলছে।’’

“আমরা অফিসিয়ালি আমাদের প্রতিবাদ জানিয়েছি এবং কেন্দ্রীয় সরকারের হেড কোয়ার্টারে অভিযোগও জানিয়েছি”। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী তথা রাজ্য প্রশাসনকে অন্ধকারে রেখেই এসব কাজ করা হচ্ছে”।

রাজ্যের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় হস্তক্ষেপ করার জন্য লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এদিন কেন্দ্রকেই দায়ী করেন। বাংলার শান্তি বিঘ্নিত করার জন্য তিনি বিজেপিকেই দায়ী করেন। তৃণমূলের এক সংসদীয় প্রতিনিধি দল এদিন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে।

Centre trying to unilaterally rule over States: Trinamool delegation tells President

A delegation of 10 Trinamool MPs led by Leader of the party in Lok Sabha, Sudip Bandyopadhyay, met the President of India at Raj Bhavan, Kolkata.

“Our main purpose to meet the President was to show how the Centre is breaking the barriers of the federal structure,” Sudip Bandyopadhyay said.

“They are dictating the terms to States on how schemes are to be implemented and how money is to be spent on such schemes or what should their names be,” he added.

“Earlier there was Planning Commission where the States had the chance to interact with the Deputy Chairman. Now the Planning Commission has been dissolved and Niti Ayog has been set up,” the veteran MP said.

“We raised the issue of monitoring of State Treasury. This is unbelievable. There is also the other issue of unilateral deputation of officers at under-secretary level. Then there is the issue of 100 Days’ Work. Centre owes Rs 1700 crore to the State,” Sudip Bandyopadhyay added.

Centre is making an attempt to unilaterally rule over the States.
Decisions about developmental projects are being taken without consulting States at any level, the senior parliamentarian alleged. He said that Trinamool will raise these issues in the Parliament.

যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় কেন্দ্রের হস্তক্ষেপ নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ তৃণমূল

লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ এক প্রতিনিধি দল দেখা করে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে। কেন্দ্র যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় হস্তক্ষেপ করছে সেটাই রাষ্ট্রপতিকে কাছে আমরা জানিয়েছি, বলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।কেন্দ্র রাজ্যের কাজে হস্তক্ষেপ করছে। কোন প্রকল্পে কত টাকা কি ভাবে খরচ হবে, সেটাও কেন্দ্র বলে দিচ্ছে, অভিযোগ সুদীপের। আগে প্ল্যানিং কমিশনে রাজ্য নিজের দাবিদাওয়া রাখতে পারতো। কিন্তু এখন কমিশন উঠিয়ে তৈরী হয়েছে নীতি আয়োগ, বলেন সুদীপ।

“রাজ্যের ট্রেজারির ওপর নজরদারির চেষ্টার কথা মারা রাষ্ট্রপতিকে জানিয়েছি। বলেছি আন্ডার সেক্রেটারি লেভেলের অফিসারদের ডেপুটেশনের প্রসঙ্গ। এছাড়াও ১০০ দিনের কাজে রাজ্যের পাওনা ১৭০০ কোটি টাকার বিষয়টিও জানানো হয়েছে,” বলেন বর্ষীয়ান এই সাংসদ।

উনি আরও বলেন যে কেন্দ্র চাইছে রাজ্যের সব ক্ষমতা কেড়ে নিতে। রাজ্যকে না জানিয়ে উন্নয়নমূলক কাজের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সুদীপ বলেন যে এই বিষয়গুলি সংসদে উত্থাপন করবে তৃণমূল।