Bengal Govt to operate sea scooters to prevent accidents

The Bengal Government is soon going to buy sea scooters for rescuing swimmers stuck in high waters. These scooters would be operated by the coastal police force, whose officers would patrol the coastal areas on these scooters.

Along with the popularity of coastal tourism has come the attendant problem of marine accidents. People sometimes wrongly gauge the depth of water, direction of current, tidal situations, and fall in trouble. The sea scooters would prevent fatalities from these accidents.

The scooters would be of use not only for rescuing swimmers but also fishermen whose boats and trawlers may overturn due to strong currents or storms.

Kolkata Police has six such scooters at present. For patrolling the coasts, the coastal police has 10 all-terrain vehicles (ATV).

 

পর্যটকদের উদ্ধারের জন্য ‘সি স্কুটার’ কিনবে রাজ্য

সমুদ্রে আপৎকালীন অবস্থায় পর্যটকদের উদ্ধারের জন্য ‘সি স্কুটার’ কিনবে রাজ্য সরকার। যেগুলি তুলে দেওয়া হবে রাজ্য সরকারের উপকূল পুলিশের হাতে। প্রাথমিকভাবে দশটির মত ‘সি স্কুটার’ কেনার ব্যাপারে ভাবনা চিন্তা চলছে।

রাজ্য জুড়ে পর্যটন শিল্পের বৃদ্ধির সঙ্গে সঙ্গে সামু্দ্রিক এলাকাগুলিতে প্রতিবছর পর্যটকদের সংখ্যা বাড়ছে। বিশেষ করে ভরা মরসুমে পাহাড় বা জঙ্গল দেখতে যেমন পর্যটকরা ভিড় করেন, তেমনই সমুদ্রের ধারগুলি যেমন দীঘা, মন্দারমনি এলাকায় প্রচুর পর্যটক যান।

আপৎকালীন অবস্থায় যাতে দ্রুত পর্যটকদের কাছে পৌঁছে তাদের উদ্ধার করা যায় সেকারণেই এই ‘সি স্কুটার’ কেনার পরিকল্পনা করা হয়েছে। বাংলা ছাড়াও দেশের অন্যান্য রাজ্য এবং বিদেশ থেকেও পর্যটকরা নানাসময় সমুদ্রের পাড়ে ভিড় করেন। ফলে নিরাপত্তার দিকটি চিন্তা করেই এই ধরনের যান কেনার কথা ভেবেছে রাজ্য।

এই ‘সি স্কুটারে’ যারা দায়িত্ব থাকবেন, তাদের কাছে থাকবে ওয়াকি টকি। অল্প এবং গভীর, দু’রকম জলেই এই স্কুটার নিয়ে ঘোরা যাবে। বিচে কর্তব্যরত পুলিসকর্মী এবং ওয়াচ টাওয়ারে যারা পাহারায় থাকবেন তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলবেন এঁরা। রাজ্যে আপাতত ১৪টি উপকূল পুলিশ থানা থাকলেও মূলত সমুদ্রের যে জায়গাগুলিতে পর্যটকরা নামেন সেই জায়গাগুলিতেই এই ‘সি স্কুটার’ ব্যবহার করা হবে। পর্যটকদের লক্ষ্য রাখার জন্য মাঝে মাঝে ‘সি স্কুটার’ নিয়ে এঁরা চক্কর কাটবেন।

শুধুমাত্র স্নান যারা করবেন তাদের ক্ষেত্রেই নয়, সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের যদি কখনও নৌকাডুবি হয়, তবে সেক্ষেত্রেও কাজে লাগতে পারে এই ‘সি স্কুটার’। উদ্ধারকারী নৌকা বা লঞ্চ যেমন ছুটবে ডুবন্ত যাত্রীদের উদ্ধারের জন্য, তেমনি ছুটবে এই ‘সি স্কুটার’। যাতে দ্রুত উদ্ধারের কাজ চালানো যায়। কলকাতা পুলিসের কাছে আপাতত এই ধরনের ছ’টি যান আছে।

ইতিমধ্যেই উপকূল পুলিশের হাতে এসেছে ‘অল টেরেন ভেহিক্যাল’, যা যে কোনও রুক্ষ অঞ্চল দিয়েও চলাচল করতে পারবে। মূলত নদী এবং সমুদ্রের পাড় দ্রুত চলাচলের কথা চিন্তা করেই এগুলি কেনা হয়েছে। উপকূল পুলিশের হাতে এমন গাড়ি আছে ১০টি। বিচে নজরদারি চালাতেই ওই গাড়িগুলি ব্যবহার করা হয়।

 

Integrated handicrafts hub – Biswa Khudra Bazar – to be set up in Birbhum

The Bengal Government will be setting up an integrated production and promotion hub for small and micro enterprises, called Biswa Khudra Bazar, near Santiniketan in Birbhum district on a 50-acre plot. This is another dream project of Chief Minister Mamata Banerjee.

The West Bengal Small Industries Development Corporation (WBSIDC), under the Micro, Small and Medium Enterprises (MSME) and Textiles Department, is developing it, a project that will take around two years to complete.

This is the State Government’s newest gift to Birbhum and another indication of Mamata Banerjee’s commitment towards the development of tens of lakhs of small businesses which are an economic backbone of the State. The Government’s efforts for promoting MSMEs has been lauded in many quarters, including the Central Government.

As per the plan, there will be three separate units in the state-of-the-art Biswa Khudra Bazar – one for production of goods, another for the promotion and sale of the same products, and the third one dedicated to developing newer markets for those products.

The Entrepreneurs’ Hub, where the production will take place, will come up on 5 acres, while the Business Hub, where the goods will be promoted and sold, will be spread across 25 acres.

The third unit of the integrated market will be spread over the remaining 20 acres. Here, visitors can directly purchase goods from local artisans as well as pick up techniques of making the world-famous handicraft products of the district and its surroundings, which they can then use to set up businesses elsewhere. Of course, there will be adequate safeguards to protect the artisans from exploitation.

According to an official of the MSME and Textiles Department, Biswa Khudra Bazar is a one-of-its-kind project in the State. At no other site do units of production and promotion exist side by side. The existing ones like Biswa Bangla Haat, Urban Haat and Rural Haat do not have production units.

Bringing both units in one campus will help in reduction of transportation costs and hence will enable products to be priced lower. Also, it will automatically ensure an increase in sales and entrepreneurs can make a good profit, despite selling the same product at a cheaper price, according to the departmental official.

The reason for choosing Santiniketan is that it is major tourist spot, where people come from not only all over Bengal, but other places in India and the world too. Local products are already popular as souvenirs. Biswa Khudra Bazar will set up an integrated unit for handicrafts, which will enable the artisans to serve a much wider market.

বীরভূমে তৈরী হবে বিশ্ব ক্ষুদ্র বাজার

বীরভূমে ক্ষুদ্র ও কুটির শিল্পের একটি উৎপাদন ও বিপণন কেন্দ্র তৈরী করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। নাম দেওয়া হয়েছে বিশ্ব ক্ষুদ্র বাজার।

এখানে তিনটি আলাদা ইউনিট থাকবে। প্রথম ইউনিটটিতে তৈরী হবে নানা হস্তশিল্প। এর আয়তন হবে ৫ একর। দ্বিতীয় ইউনিটে হবে বিপণন; আয়তন হবে ২৫ একর। ২০ একর জমি জুড়ে তৈরী হবে তৃতীয় ইউনিট যেখানে গড়ে উঠবে একটি ইন্টিগ্রেটেড ইউনিট। এখানে যেমন একদিকে গ্রাহকরা সরাসরি শিল্পীদের থেকে নানা দ্রব্য কিনতে পারবেন, একই সাথে তারা হস্তশিল্পীদের থেকে বিভিন্ন দ্রব্য বানানোর প্রশিক্ষণও নিতে পারবেন।

মুখ্যমন্ত্রীর স্বপ্নের এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে আছে পশ্চিমবঙ্গ ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগম। শান্তিনিকেতনের কাছে এই যে বাজার তৈরী হবে, এটি এ’রাজ্যে এই প্রথম।

এই বাজার তৈরী হওয়ার ফলে শিল্পীদের অনেকটাই সুবিধে হবে। পরিবহণের খরচ কমবে। ফলে কম দামে গ্রাহকরা এই সব হস্তশিল্পজাত দ্রব্য কিনতে পারবেন। শিল্পীদের লাভের পরিমাণও বাড়বে।
শান্তিনিকেতনে সারা বছর বহু পর্যটক আসেন। বিক্রি হয় নানা স্যুভেনির। এই বাজারটি তৈরী হলে স্থানীয় হস্তশিল্পীরা উপকৃত হবেন।

Source: Millennium Post

 

Swasthya Sathi – A successful health insurance scheme

Chief Minister Mamata Banerjee introduced the hugely popularly Swasthya Sathi Scheme in 2016. The notification for the group insurance scheme was issued on February 25 of that year. Almost all State Government employees, including part-time and contractual workers, have been included in this scheme.

Like many other schemes, Swasthya Sathi is entirely information technology (IT)-based. It is a paperless, cashless, smart card-based scheme. Online e-health records (e-HR) are captured and kept accessible for future reference.

The scheme has enrolled 44.5 lakh government employees and their families so far, who have been provided 64KB smart cards. So far, 96,088 patients have availed of this cashless healthcare benefit scheme from the network of about 850 hospitals and nursing homes in the state.

The total estimate approved by the Finance Department for the group insurance scheme is Rs 1,363.72 crore.

Bengal has also performed remarkably under the Rashtriya Swasthya Bima Yojana (RSBY). The scheme is active in all the districts. The number of beneficiaries who have availed healthcare using the RSBY Smart Cards is 2,86,027.

 

 

স্বাস্থ্য সাথী – এক দৃষ্টান্তমূলক স্বাস্থ্যবীমা প্রকল্প

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৬ সালে জনপ্রিয় স্বাস্থ্য সাথী প্রকল্প চালু করেন। ওই বছরেরই ২৫ শে ফেব্রুয়ারি এই বীমার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়। প্রায় সমস্ত সরকারি কর্মী, অস্থায়ী কর্মী, চুক্তিভিত্তিক কর্মী সকলকেই এই বীমার আওতায় আনা হয়।

অন্যান্য প্রকল্পের মতো এই স্বাস্থ্য সাথী প্রকল্পও তথ্য প্রযুক্তি নির্ভর। এই প্রকল্প কাগজপত্র বিহীন, ক্যাশলেস, স্মার্ট-কার্ড নির্ভর। অনলাইনে ই-হেলথ রেকর্ডে সমস্ত তথ্য সংরক্ষিত থাকবে যা পরে দেখা যাবে। এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে রাজ্যের ৮৫০ সরকারি হাসপাতাল ও নার্সিং হোমে।

এই প্রকল্পের আওতায় ৪৪.৫ লক্ষ সরকারি কর্মী ও তাদের পরিবারকে আনা হয়েছে এখন পর্যন্ত। তাদের ৬৪ কিলোবাইটের স্মার্ট কার্ড দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ৯৬০৮৮ জন এই প্রকল্পে সুবিধা নিয়েছেন।

এই প্রকল্পের জন্য অর্থ দপ্তর ১৩৬৩.৭২ কোটি টাকা বরাদ্দ করেছে।বাংলা রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনাতেও ব্যাপক সফলতার সঙ্গে কাজ করেছে। এই প্রকল্পের সুবিধা রাজ্যের সবকটি জেলায় পাওয়া যায়। রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনাতে উপকৃত মানুষ যারা ইতিমধ্যেই স্মার্ট কার্ড পেয়েছেন, তার সংখ্যা ২৮৬০২৭।

Sukhendu Sekhar Roy makes Point of Order on The Prevention of Corruption Amendment Bill

FULL TRANSCRIPT

Sir, when this House reassembled at 3.30 PM yesterday, the Hon’ble Deputy Chairman, who was on the chair, said, “This Bill (that is, The Prevention of Corruption Amendment Bill), that is, the one which I had allowed the House to move had been passed by the Lok Sabha and transmitted to this House, and therefore I ask the Minister to move the Bill. He has already moved the Bill.”

Therefore, the Minister was allowed under the premise that it had been passed by the Lok Sabha and transmitted to the Rajya Sabha. But from the records it appears that this Bill was introduced in the Rajya Sabha on August 19, 2013. Then this Bill was referred to the Standing Committee on Law and Justice on August 23, 2013. Then on February 6, 2014, the Standing Committee submitted its report. Thereafter, a Select Committee was constituted on December 11, 2015 and the Select Committee given an extension on April 29, 2016 and this Select Committee, chaired by Mr Bhupendra Yadav, submitted its report on August 11, 2016 and the Government introduced the BIll on April 4, 2018.
Therefore, the order passed by the Chair allowing the Minister to move the Bill was under wrong premises and so you should recall that order.

 

Modern correctional home coming up in Baruipur

A modern, state-of-the-art correctional home with international standards is coming up at Tangtala in the Baruipur block of South 24 Parganas district. Inmates of Alipore Correctional Home will be shifted to this facility.

Spread over a few acres, the proposed home consists of a couple of large white buildings, which will be equipped with modern technology in every aspect required for such homes.

The home will have cells with modern facilities and procedures. The cells will have iron bars in front so that the entire room can be seen from the outside. More than 1,000 inmates will be housed in these cells.

Several recreational and sports facilities will be built at the home. A playing field, a gym, a vocational training centre, a hospital, a kitchen as well as a modern auditorium for cultural programmes are being built at the correctional home.

A high wall will surround the complex, with watchtowers and CCTV cameras. Laser technology will also be used for security.

 

বারুইপুরে সংশোধনাগার একেবারে বিদেশি ধাঁচের

যুদ্ধকালীন তৎপরতায় দিনরাত ধরে কাজ চলছে। ফাঁকা জায়গায় মাথা তুলে দাঁড়িয়েছে সাদা রঙের দুটি বিশাল বাড়ি। তিনতলা এই বাড়ি দুটিই হল সংশোধনাগারে বন্দীদের থাকার জায়গা।

অনেকটা বিদেশি ধাঁচে সংশোধনাগার গড়ে তোলা হচ্ছে বারুইপুরের টংতলায়। কয়েক একর জমিতে নতুন সংশোধনাগার তৈরীর কাজ শেষ হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। এই সংশোনাগারে বিদেশী ধাঁচের সঙ্গে আধুনিক প্রযুক্তিরও ব্যবহার করা হচ্ছে বলে কারা দপ্তর সূত্রে খবর। আলিপুর থেকে কেন্দ্রীয় সংশোধনাগারটিকে এখানে সরিয়ে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে সরকারের।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সংশোধনাগারের একতলা থেকে তিনতলা জুড়ে আধুনিক ঘর বানানো হয়েছে। আর সেই ঘরের সামনের দিকে লোহার দরজা দেওয়া হয়েছে। বাইরে থেকে ঘরের ভেতরের সব কিছু যাতে দেখা যায় তারই ব্যবস্থা করা হয়েছে। পরপর এই ঘরগুলিতে বন্দিদের রাখার ব্যবস্থা করা হচ্ছে। যেমনটা দেখা যায় বিদেশী সংশোধনাগারে। এই সংশোধনাগারগুলিতে হাজারের ওপর বন্দি রাখার ব্যবস্থা করা হচ্ছে।

শুধু তাই নয়, এই সংশোধনাগারের বন্দীদের জন্য নানা রকমের আধুনিক ব্যবস্থাও করা হচ্ছে। সংশোধনাগারের মধ্যেই তৈরী করা হচ্ছে বন্দীদের জন্য খেলার মাঠ। তাদের শরীরচর্চার জন্য আধুনিক জিমেরও ব্যবস্থা থাকছে, যোগব্যায়াম চর্চাকেন্দ্র তৈরী করা হচ্ছে, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থাকছে, এমনকী সংস্কৃতিচর্চার জন্য অডিটোরিয়ামও তৈরী করা হবে, থাকছে আধুনিক হাসপাতাল, রান্নাঘর প্রভৃতি। খোলামেলা পরিবেশে বন্দীদের সংশোধনের কাজ চালাবেন কারা কর্তৃপক্ষ।

শুধু পুরুষদেরই নয়, এখানে মহিলাদেরও রাখার ব্যবস্থা থাকছে। তাদের জন্যও আলাদা সংশোধনগার তৈরী করা হচ্ছে। সেখানে মহিলা বন্দিরাই থাকতে পারবেন।

সংশোধনাগারের সুরক্ষায় আধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে বলে খবর। সংশোধনাগারকে ঘিরে সু–উচ্চ পাঁচিলের বেষ্টনী তো থাকছেই। তার সঙ্গে থাকছে ওয়াচটাওয়ারের নজরদারি। সিসি টিভি ক্যামেরাতেও নজরদারির ব্যবস্থা হচ্ছে। এছাড়াও লেসার সেন্সার টেকনোলজির মতো আধুনিক প্রযুক্তিও ব্যবহার করা হবে বলে জানা গেছে। লরি লরি মাটি ফেলে জায়গাটিকে উঁচু করা হচ্ছে। সংশোধনাগারের আধিকারিক ও কর্মীদের থাকার ব্যবস্থাও করা হবে।

Image is representative

 

Developmental policies creating more and more employment opportunities in Bengal

The Trinamool Congress Government has always tried to give the people of the state a safe and secure life. One of the ingredients for this is sustainable income.

With development in various fields, most people in the state have some sort of sustainable income. The government is trying its best to bring the fruits of development to every corner of the state.

During financial year (FY) 2017-18, despite the cruel effects of demonetisation and GST, Bengal has been able to create employment opportunities for 8.92 lakh people; and most of the job creation has been the result of the positive policies of the State Government rather than due to any help from the Centre.

Also, according to State Government data, during the first six-and-a-half years of Trinamool Congress, 81 lakh jobs were created. The jobs include not only direct government jobs but also those created through the setting up of micro, small and medium enterprises (MSME). In fact, as acknowledged by the Central Government itself, Bengal is the leading state in terms of generating income and employment through MSMEs.

According to official records, more than 27,700 MSMEs have been able to provide employment to 1.7 lakh people. Keeping on the subject of small scale industries, the state has provided training in handloom to 16,940 people, which included both weavers and their assistants. A result of these activities has been the creation of 60 lakh person-days.
Due to the Gatidhara Scheme, which provides loans to youths to buy vehicles for commercial use, be it taxis or mini trucks or anything else, another approximately 10,000 people have got employment.

Another important fact to remember is that, if there was no debt that the state had to repay the Centre (a result of the 34-year-rule of the Left Front) and the Central Government contributed more funds for the jointly-implementable schemes instead of reducing its shares, the State Government would have been able to spare more money for more number of jobs and for creating employment opportunities.

Another laudable move in this respect was the creation, on July 26, 2012, of an Employment Bank, and where job-seekers can notify their names online too. The exchange serves as a bridge between employment seekers and employment providers. More than 10 lakh people across the state have found employment in this way.
It is from this list that people have been selected, on need basis, for the Yuvashree Scheme, wherein sustenance stipend is paid to those not yet employed.

Now, the government has decided to recruit 13,000 people in the police force and related jobs, and it is actively pursuing its implementation. This decision was approved by the State Cabinet on March 23.

 

উন্নয়নেই কর্মসংস্থান বাড়ছে রাজ্যে

সারা বছর ধরেই বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে নিয়োগ প্রক্রিয়া চালু রেখে চলেছে রাজ্য সরকার। এই কারণে বছরের বিভিন্ন সময় সরকারি চাকরির বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে। এই সমস্ত কর্মকাণ্ডের কাণ্ডারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নেতৃত্বে বছরভর উন্নয়নজজ্ঞের ফলেই এতো কর্মসংস্থান।

২০১৭-১৮ আর্থিক বছরে জিএসটি এবং নোটবাতিলের ধাক্কা সত্ত্বেও রাজ্যে ৮ লক্ষ ৯২ হাজার কর্মসংস্থান হয়েছিল। এবছর এই কর্মসংস্থান কয়েকগুন বাড়বে বলে আশা করা যায়। গত সাড়ে ছয় বছরে রাজ্য সরকার প্রায় ৮১ লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। শিক্ষাক্ষেত্রে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের চাকরি ছাড়াও বড় অংশ আছে চতুর্থ শ্রেণী। পুলিশ, বিচারবিভাগ, স্বরাষ্ট্র, ই-গভর্ন্যান্স, পঞ্চায়েত ও গ্রামোন্নয়নে ১৩ হাজার চাকরি নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।

বেসরকারি ক্ষেত্রেও লক্ষ লক্ষ কর্মসংস্থানের নজির গড়েছে রাজ্যে। পাশাপাশি চাকরি থেকে ক্ষুদ্র ব্যবসা, সব ক্ষেত্রেই কাজ পেয়েছেন মানুষ। কেন্দ্রের ঋণের বোঝা না থাকলে, কেন্দ্র বিভিন্ন প্রকল্পের টাকা বন্ধ না করলে, আরও বহুগুন কর্মসংস্থান করতে সক্ষম হত সরকার।

২০১২ সালের ২৬ জুলাই ‘এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক’-এর সৃষ্টি হয়েছে, যা চাকরিপ্রার্থী ও নিয়োগকর্তার মধ্যে অনলাইন ব্যবস্থায় সেতুর কাজ করছে। ১০ লক্ষেরও বেশী চাকরি প্রার্থী এই ব্যবস্থার মাধ্যমে কাজ পেয়েছে। এই এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক থেকেই বাছাই করা হয়েছে ‘যুবশ্রী’। এছাড়া ২৭৭০০টিরও বেশী ক্ষুদ্র ও মাঝারি শিল্প ইউনিট ১৭০০০০ লোক নিয়োগ করে উদ্যোগ আধার মেমোরেন্ডাম দাখিল করেছে।

অন্যদিকে, ১৬৯৪০জন তাঁত শিল্পী ও সহকারীকে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর ফলে ৬০ লক্ষ কর্মদিবস তৈরী হয়েছে। ১০০০০ জন যুবক যুবতী ‘গতিধারা’ প্রকল্পের আওতায় এসেছে।

Source: Sangbad Pratidin

 

Bengal Govt to enrol retired sportspersons under Swasthya Sathi from April 1

The State Youth Services and Sports Department will initiate the enrolment of retired sports personalities under the Swasthya Sathi scheme from April 1. Already more than 2.5 crore people are deriving its benefits.

Chief Minister Mamata Banerjee had made the announcement regarding this while addressing the Khelashree programme at Netaji Indoor Stadium last January. The initiative has been taken to ensure that veteran sports personalities do not face any problem in getting any sort of treatment.

According to a senior official of the Youth Services and Sports Department, the retired sports personalities can collect application forms from April 1 and from the same day the filled-up forms may be submitted.

The forms will be available at the office of the department at the New Secretariat Building and its offices in the districts, and also from the offices of the various sports associations. The forms will also be available online. The filled-up application forms will be sent to the State Health and Family Welfare Department as it is the implementing authority.

It may be mentioned that retired sports personalities will get a medical benefit of up to Rs 5 lakh per annum under the Swasthya Sathi scheme. The beneficiaries can avail treatment in more than 500 hospitals and nursing homes in the state, which are graded under three categories on the basis of services available. There is also an information support system through which related details may be obtained over phone.

১লা এপ্রিল থেকে অবসরপ্রাপ্ত খেলোয়াড়রাও আসবেন স্বাস্থ্য সাথীর আওতায়

১লা এপ্রিল থেকে অবসরপ্রাপ্ত খেলোয়াড়দের স্বাস্থ্য সাথীর আওতায় নাম নথিভুক্তিকরণ শুরু করবে রাজ্য ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর। প্রাক্তন খেলোয়াড়দের স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আনার কথা জানুয়ারি মাসে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাশ্রী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন। এই প্রকল্পের আওতায় ইতিমধ্যেই ২.৫ কোটি মানুষ উপকৃত হচ্ছেন। প্রবীণ খেলোয়াড়রা চিকিৎসার জন্য কোনও অসুবিধার সম্মুখীন যাতে না হন, তাই তাদেরও অন্তর্ভুক্ত করা হল এই প্রকল্পে।

১লা এপ্রিল থেকে ফর্ম বিতরণের পাশাপাশি পূরণ করা আবেদনপত্র জমাও নেওয়া হবে।। এই ফর্ম পাওয়া যাবে নিউ সেক্রেটারিয়েট বিল্ডিঙে রাজ্য ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের কার্যালয়, জেলায় এই দপ্তরের অফিস ও অন্যান্য ক্রীড়া সংস্থার কার্যালয় থেকে। পরবর্তীকালে এই ফর্ম যাতে অনলাইনেও পাওয়া যায়, তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফর্ম জমা নেওয়ার শেষ তারিখ ৩০শে এপ্রিল।

আবেদনপত্রগুলি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে পাঠাতে হবে, যেহেতু এই দপ্তর প্রকল্পটি বাস্তবায়িত করছে। এই পরিষেবায় প্রাক্তন খেলোয়াড়রা বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুবিধা পাবেন বিনামূল্যে। এই চিকিৎসা তারা ৫০০-রও বেশী হাসপাতাল ও নার্সিং হোমে পেতে পারবেন। এই চিকিৎসাকেন্দ্রগুলিকে তিন শ্রেণীতে ভাগ করা হয়েছে, কোথায় কিরকম পরিষেবা পাওয়া যায়, সেই নিরিখে। এই চিকিৎসাকেন্দ্রগুলিতে ইনফরমেশন সাপোর্ট সিস্টেম আছে, যেখানে ফোনের মাধ্যমে তথ্য পাওয়া যায়।

Source: Millennium Post

 

Soon, you can hire trams to set up restaurants, organise weddings

West Bengal Transport Corporation (WBTC) has now taken another initiative to popularise trams, a heritage transport system, to be found only in Kolkata in the country.

People would soon be able to take trams on lease to set up restaurants and organise weddings. WBTC expects the romantic charm of trams to make these ventures popular.

Expressions of interest have been invited by the corporation. Some basic rules have been framed. Non-AC trams would be given on lease. Fitting ACs and the cost thereof would have to be borne by the lessee. Also, no cooking would be allowed inside the trams.

Two similar projects by WBTC have already been successful, according to WBTC officials. A tram has been converted into a museum and kept at the Esplanade terminus. While one bogey houses the museum, depicting the storied history of trams in Kolkata, the other houses a cafeteria. It has become quite popular. Another AC trams is being given on lease for birthdays and other events.

WBTC, seeing the popularity of its AC buses, plans to introduce more and more AC trams in the city.

There are currently 269 trams with the WBTC. Of these, only 45 to 46 are being used daily because of route optimisation. Hence, these extra trams are now being used for non-transport purposes.

 

ট্রামেই খোলা যাবে রেস্তরাঁ, বসানো যাবে বিয়ের আসর

শহরে এবার চলন্ত রেস্তরাঁ। থাকবে আমেজ করে বসে খাওয়ার ব্যবস্থা। পছন্দসই খাবারের স্বাদ চাখতে চাখতেই শহর ভ্রমণ। না, সাধারণ কোনও গাড়িতে, ‘হেরিটেজ’ ট্রামেই গড়ে উঠবে সেই রেস্তরাঁ। তার জন্য এবার ট্রাম ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম। এইনিয়ে ইতিমধ্যেই আগ্রহপত্র চাওয়া হয়েছে বলে খবর। তবে শুধু রেস্তরাঁই নয়, নিগম অধিকর্তারা বলছেন, ভাড়া নিয়ে ঐতিহ্যের ওই ট্রামে কেউ বিয়ের আসরও বসাতে পারে। অনেকে বিয়ের মুহূর্তকে স্মরণীয় করে রাখতে আসর বসান জলযান, এমনকী বিমানেও। এবার পারবেন ট্রামেও।

রেস্তরাঁর জন্য ট্রাম ভাড়া দেওয়ার ব্যাপারে কয়েকদিন আগেই আগ্রহপত্র চাওয়া হয়েছে। আগ্রহপত্র জমা পড়ার পর তা পর্যালোচনা করে দেখা হবে, ইচ্ছুকরা ঠিক কী চাইছেন। আপাতত ঠিক হয়েছে, নির্দিষ্ট সময়ের জন্য নন-এসি ট্রাম ভাড়ায় দেওয়া হবে। তাতে এসি বসানো সহ যাবতীয় পরিকাঠামো তৈরি করে নিতে হবে বরাতপ্রাপ্ত সংস্থাকে। তবে কোনওভাবেই ট্রামের মধ্যে রান্না করা যাবে না। খাবার অন্যত্র তৈরি করে ট্রামে তুলতে হবে।

শহরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলছে। নিগমের হাতে ট্রাম রয়েছে কমবেশি ২৬৯টি। বর্তমানে দৈনিক গড়ে ৪৫ থেকে ৪৬টির বেশি ট্রামকে রাস্তায় নামে। তাই বাকি বহু ট্রামকে কীভাবে ব্যবহার করা যায়, তা নিয়ে পরিকল্পনা চলছিল কিছুদিন ধরেই। সেই সূত্রেই রেস্তরাঁর জন্য ট্রাম ভাড়া দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

চলমান রেস্তরাঁর এই পরিকল্পনা সফল হবে বলেই আশায় রয়েছেন অধিকর্তারা। এর আগে শহরে ট্রাম-মিউজিয়ামের পরিকল্পনা ‘সফল’ হয়েছে। ধর্মতলা চত্বরে শহরের ঐতিহ্যবাহী ট্রামের ইতিহাস তুলে ধরতে একটি আস্ত ট্রামকে মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছে। তার একটি বগিতে রয়েছে ক্যাফেটেরিয়া। সেখানে থাকছে চা-কফির সঙ্গে বিস্কুট, স্ন্যাকসের মতো খাবার। নিত্যদিন অনেকেই সেখানেই ভিড় জমান। দ্বিতীয়ত, বর্তমানে এক বগির এসি ট্রাম প্রমোদ ভ্রমণের জন্য চালানো হচ্ছে। জন্মদিন সহ অন্যান্য ‘ইভেন্ট’-এ তা ভাড়া দেওয়া হয়। এই প্রকল্পও অনেকটা জনপ্রিয় হয়েছে যাত্রী মহলে। বর্তমানে যাত্রী মহলে এসি বাস বেশ জনপ্রিয় হয়েছে। এবার ট্রামকেও জনপ্রিয় করতে শহরে আরও বেশি করে এসি ট্রাম চালানোর পরিকল্পনা করা হয়েছে।

Source: Bartaman

 

Distribution of forms for Ruposhree scheme begins

The distribution of forms for Bengal Government’s Ruposhree Scheme started on March 28, 2018. Under the scheme, families whose annual income is Rs 1.5 lakh or less would receive financial assistance of Rs 25,000 from the State Government for the wedding of their daughters. Close to six lakh poor families will benefit from the scheme.

This is an idea conceived by Chief Minister Mamata Banerjee and was announced by the Finance Minister, Dr Amit Mitra, during the presentation of the State Budget.

The Trinamool Congress Government had started the Kanyashree Scheme in Bengal, another brainchild of Mamata Banerjee, in 2011 to enable girls to complete their education. This was later extended to the university level. The scheme has been a huge success and has been awarded by as high an international organisation as the United Nations.

Now, the Government has decided to help facilitate the marriage of poor girls too. Rs 1,500 crore has been allocated for the project.

Given below are the important details for availing the scheme:

Eligibility

  • Residents of Bengal
  • Annual income of bride’s family has to be Rs 1.5 lakh or less
  • The minimum age of the bride has to be 18 years, and of the groom, 21 years
  • Beneficiaries of Kanyashree can apply for Rupashree too

 

Availability of form

The form for the Ruposhree Scheme would be available at the offices of block development officers (BDO), sub-divisional magistrates (SDM) and commissioners of municipal corporations.According to government sources, later on, forms would be available online too.

  • Documents to be submitted along with the form
  • Photocopy of birth certificate
  • Details of the groom
  • Wedding card or any other proof of the wedding to be held
  • A signed undertaking saying that the bride is marrying of her own will
  • Electoral Photo Identity Card (EPIC), that is, Voter’s Card
  • Details of the bride’s bank account

 

How to obtain the grant

After all the documents along with the form are submitted, State Government officials will scrutinise them. If everything is found in order, Rs 25,000 would be deposited in the account of the bride.

 

 

রুপশ্রী প্রকল্পের জন্য এবার আবেদন করা যাবে

শুরু হল রূপশ্রী প্রকল্পের ফর্ম বিতরণ। যে সব পরিবারের বার্ষিক আয় ১.৫ লক্ষ টাকা বা তার কম, এমন পরিবারের প্রাপ্তবয়স্ক তরুণীরা বিয়ে করলে এই প্রকল্পের অধীনে এককালীন ২৫ হাজার টাকা করে পাবেন। আর পাত্রের ন্যুনতম বয়স হতে হবে ২১ বছর।

২০১৮-১৯ অর্থবর্ষের রাজ্য বাজেট পেশ করার সময় মুখ্যমন্ত্রীর স্বপ্নের এই প্রকল্প ঘোষণা করেন অর্থমন্ত্রী অমিত মিত্র।

২০১১ সালে ক্ষমতায় এসে রাজ্যে নারীকল্যানের জন্য তৎপর হয় রাজ্য সরকার। ২০১৩ সালে কন্যাশ্রী প্রকল্প চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাল্যবিবাহ রুখতে ও কন্যা সন্তানদের স্কুলে পাঠাতে বিশেষ সহায়ক হয়েছে এই প্রকল্প। সাফল্যের নিরিখে বিশ্বের দরবারে স্বীকৃতিও পেয়েছে কন্যাশ্রী। এবার দুঃস্থ পরিবারের মেয়েদের বিয়েতে প্রত্যক্ষ সাহায্যের হাত বাড়িয়ে দিল রাজ্য সরকার। এই প্রকল্পের জন্য ১৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার।

রূপশ্রী প্রকল্পের অধীনে বিয়ের দিন ঠিক হওয়ার পর ফর্ম পূরণ করতে হবে পাত্রীকে। সেই ফর্ম যাচাই করে বিয়ের ৫ দিন আগে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে প্রাপ্য টাকা।এই প্রকল্পের জন্য আবেদনের ফর্ম মিলবে বিভিন্ন সরকারি দপ্তরে। যেমন,

১. বিডিও অফিস
২. মহকুমা শাসকের দফতর
৩. পুর নিগমের কমিশনারের দফতর রূপশ্রী প্রকল্পের ফর্মের সঙ্গে জমা দিতে হবে বেশ কিছু নথি।
১. জন্ম প্রমাণপত্র বা বার্থ সার্টিফিকেটের প্রত্যয়িত প্রতিলিপি।
২. জমা দিতে হবে পাত্রের বিস্তারিত তথ্য
৩. বিয়ের কার্ড বা অন্য কোনও প্রমাণ
৪. আবেদনকারী স্বেচ্ছায় বিয়ে করছেন বলে স্বীকারোক্তি দিতে হবে
৫. ভোটার আইডি কার্ড ও আধার কার্ড
৬. ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত

আবেদনপত্র ভর্তি করে ও সঙ্গে সমস্ত নথিসহ আবেদনপত্র জমা দিলে তা খতিয়ে দেখবেন সরকারি আধিকারিক। সব তথ্য নির্ভুল হলে বিয়ের ঠিক ৫ দিন আগে পাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে টাকা।আপাতত শুধুমাত্র সরকারি অফিসে ফর্ম মিললেও কিছুদিনের মধ্যে অনলাইনেও মিলবে রূপশ্রী প্রকল্পের ফর্ম।

Source: Zee News

Quick Response Teams in each district for disaster management

The State Disaster Management and Civil Defence Department will set up Quick Response Teams (QRT) for each district of the state, including Kolkata. This will ensure better assistance to people during emergency situations.

Each QRT will function under the respective District Disaster Management Authority (DDMA). The main task of the QRTs will be to plunge into immediate action as soon as there is an alert for any natural calamity or emergency situation.

The QRTs will be made up of civil defence volunteers. The number of volunteers in each will depend on the number of sub-divisions in a district. The plan is to appoint 25 volunteers for each sub-division. So, for example, if a district has three sub-divisions, its Quick Response Team will have 75 volunteers.

A disaster management plan has been prepared for the districts, which includes mapping the areas vulnerable to natural calamities like floods, earthquakes, landslides, drought, fires, among others. The district-wise disaster management plan helps in carrying out proactive work, so that losses due to natural calamities are minimised.

The State Government has given a lot of importance for setting up a coordinated system to counter any disaster, be it natural or man-made. Earlier this year, it started a project, Apat Mitra, for providing training to youths in villages so that they can provide support to rescue operations during a disaster.

 

বিপর্যয়ে মৃত্যু-ক্ষয়ক্ষতি কমাতে প্রতি জেলায় বিশেষ ব্যবস্থা

যে কোনও বিপর্যয়ে একটি মৃত্যুও কাম্য নয়। রাজ্য সরকারের এই উদ্দেশ্যই সফল করতে এবার প্রতি জেলাতে তৈরী করা হচ্ছে ‘জেলা বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ’ বা ডিসট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথারিটি। পাশাপাশি, সব জেলাতেই তৈরী হচ্ছে ডিএমজির নিজস্ব ‘কুইক রেসপন্স টিম’। কলকাতা পুলিশের আদলে বিপর্যয় মোকাবিলা দপ্তরও এবার বিশেষ প্রশিক্ষিত উদ্ধারকারী দল তৈরী করতে চলেছে। এরা ২৪ ঘণ্টার জন্যই জেলাগুলিতে সতর্ক থাকবে যে কোনও বিপর্যয়ের মোকাবিলা করতে।

প্রতি জেলার ‘কুইক রেসপন্স টিম’ নিয়োগ হবে সেই জেলা থেকেই। এতে ‘কুইক রেসপন্স টিম’এর সেই জেলার ভৌগলিক সুবিধা ও অসুবিধা নিয়ে সম্যক জ্ঞান থাকবে যা উদ্ধারকাজের সময় বাড়তি সাহায্য করবে। প্রতি ডিডিএম-এর মাথায় থাকবে সেই জেলার জেলাশাসক। কলকাতার ক্ষেত্রে জেলাশাসকের জায়গায় থাকবেন পুরসভার কমিশনার।

প্রতি জেলার সাব ডিভিশনগুলিতে ২৫ জন করে ‘কুইক রেসপন্স টিম’-এর কর্মীদের রাখা হবে। প্রতি জেলায় থাকবে ১০০ জন করে ‘কুইক রেসপন্স টিম’-এর প্রশিক্ষিতকর্মী। জেলাশাসক নির্দেশে পরিচালিত হবে এই বাহিনী। নিচের স্তরে বাহিনীকে নির্দেশ দেবে ডিএমজির ফিল্ড লেভেল অফিসাররাই।

আলাদা আলাদা জেলার বিপর্যয়ের প্রকৃতি অনুসারে কি ধরনের প্রস্তুতি রাখা যেতে পারে, সেই সম্পর্কে একটি রূপরেখা তৈরী করবে। পাশাপাশি বিপর্যয়ের সময় করণীয় কর্তব্য সম্পর্কে মানুষকে ধারাবাহিক ভাবে সচেতন করার কাজও করবে।

Source: Millennium Post