Bengal CM bats for formation of Scheduled Caste Advisory Council

For all-round development of the Scheduled Caste community, the state government is all set to form a Scheduled Caste Advisory Council on the lines of the existing Tribal Advisory Council (TAC).

During her north Bengal tour, Chief Minister Mamata Banerjee arrived at the Bagdogra Airport on Monday and headed for Jalpaiguri where she attended a meeting of the Tribal Advisory Council.

“There is a large Scheduled Caste population in our state which includes 30 lakh SC students. We have to give impetus to their development,” she said while addressing media after the meeting.

“The state is also preparing a dictionary in Ol Chiki script for the Santhal community. The dictionary will be completed within a month. We are giving a lot of stress in preserving and uplifting the unique culture, language and scripts of different tribal communities. We are trying to impart education to these communities in their own languages,” announced the CM.

“We want to increase the monthly stipend for SC students, which is Rs 400 at present. However, the Centre is not cooperating with us. Earlier, a Union minister had assured that they would ensure the opening of seven closed tea gardens in Dooars. Till date, they have not done anything in this regard. On the other hand, we are implementing different schemes for the benefit of the workers in these closed tea gardens,” Mamata Banerjee said.

The Chief Minister welcomed the Supreme Court verdict on Aadhaar Card.  “The Centre should first ensure that all citizens get their Aadhaar cards and then only issue such diktats. How can they say that citizens will not get pension or cannot withdraw their own money without Aadhaar cards,” she added.

 

তফসিলি জাতির জন্য উপদেষ্টা পর্ষদ গঠনের ভাবনা মুখ্যমন্ত্রীর

আদিবাসীদের উন্নয়নের লক্ষ্যে আদিবাসী উন্নয়ন বোর্ড গঠনের পরে এবার তফসিলি জাতির উন্নয়নের লক্ষ্যে নতুন বোর্ড গঠন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার জলপাইগুড়িতে পূর্ত দপ্তরের বাংলোতে আদিবাসী উন্নয়ন পরিষদের সদস্যদের নিয়ে বৈঠকে বসেন। দীর্ঘ প্রায় দুঘণ্টার বৈঠকের পরে মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনও করেন।

মুখ্যমন্ত্রী বলেন, আদিবাসী উন্নয়ন পরিষদ গঠনের পরে যে সমস্ত প্রস্তাব গ্রহণ করা হয়েছিল তা সবটাই করা হয়েছে। তিনি এও বলেন, গোটা রাজ্যে মত ৬৬টি তফসিলি জাতির জন্য সংরক্ষণের আসন রয়েছে। তাই স্বাভাবিক ভাবে তফসিলিদের উন্নয়নের গুরুত্ব বুঝে এবার নতুন করে তফসিলি জাতি অ্যাডভাইজারি কমিটি গঠন করা হবে। এই কমিটির সদস্যরা বিভিন্ন প্রস্তাব হাতে নিয়ে রাজ্যজুড়ে উন্নয়নমূলক কাজ করবে। এ ছাড়াও গোটা রাজ্যে প্রায় ৩০ লক্ষ তফসিলি জাতির ছাত্র-ছাত্রী রয়েছে। যাদের শিক্ষার উন্নয়নের জন্য প্রতি মাসে ৭০০ টাকা করে স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। এ ছাড়াও প্রতি সপ্তাহের শনিবার ও রবিবার তাদের বিনামুল্যে প্রশিক্ষণের ব্যাবস্থাও করা হয়েছে।

এ ছাড়াও আদিবাসীদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, অনেক আদিবাসীই অলচিকি ভাষা ভালবাসেন। তাই তাদের কথা ভেবে অলচিকি ও কুরুক ভাষা সহ আরও কিছু ভাষা নিয়ে নতুন পদক্ষেপ গ্রহণ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। অলচিকি ভাষাকে পাবলিক সার্ভিস কমিশনে এ ও বি গ্রেডে স্বীকৃতি দেওয়া হয়েছে বলেও এদিন তিনি জানান।

অন্যদিকে চা বাগানের বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রের এক মন্ত্রী মহাশয় ডুয়ার্সে গিয়ে সাতটি চা বাগান অধিগ্রহণ করার কথা বলেছিলেন। কিন্তু সে সব চা বাগান নিয়ে কেন্দ্র কোনও পদক্ষেপ গ্রহণ করেনি। তবে রাজ্য সরকার যে পদক্ষেপ নিয়েছে তাতে আগামী ৪ তারিখে একটি চা বাগান খুলতে চলেছে। উল্লেখ্য কিছুদিন আগেই শ্রম দপ্তরের বৈঠকে কালচিনি চা বাগান খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

Mamata Banerjee shows solidarity with land movement of tribals in Jharkhand

Trinamool Congress supremo Mamata Banerjee expressed solidarity with tribals in Jharkhand against forceful acquisition of land from tribals by the Bharatiya Janata Party-led Jharkhand government.

She said on Friday: “Around 1500 acres of land were forcefully acquired from tribals in Jharkhand and given to someone as it had happened in Singur.”

“They sought our support to build protest against such forceful acquisition of land and a team comprising the state Agriculture Minister Purnendu Basu and MLAs including Srikanto Mahato and Sadhyarani Tudu will go to Jharkhand to speak to the land losers. They will file a report after visiting the place and then I will visit the place,” the Chief Minister added.

She further said: “I would visit all the BJP-led states (to raise voice against the on-going dictatorship going on in the country).”

It may be mentioned that Banerjee had already given a call for demonstration against the use of different agencies by the Centre for political purpose. There will be demonstrations across Bengal and other States on January 9, 10 and 11.

 

The image is representative

 

ঝাড়খণ্ডের আদিবাসীদের পাশে মমতা

ঝাড়খণ্ডের জমি আন্দোলনে আদিবাসীদের পাশে আছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ওখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার ৩ জনকে পাঠাচ্ছেন তিনি। তাঁরা হলেন কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসু, শান্তিরাম মাহাতো, সন্ধ্যা টুডু এবং শ্রীকান্ত মাহাতো। তাঁরা ফিরে এসে মুখ্যমন্ত্রীকে ঘটনার রিপোর্ট দেবেন। তারপর মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ডে যাবেন।

এদিন মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বললেন, ‘‌বিজেপি বলেছে আমাকে মারবে। রিপোর্ট পাওয়ার পর আমি ওদের রাজ্যে যাব। ঝাড়খণ্ডে দেড় হাজার একর জমি নিয়ে আদিবাসীরা লড়াই শুরু করেছে। ৯,‌ ১০, ‌১১ জানুয়ারি তৃণমূলের ধর্না আছে।’‌‌‌

 

State-level Hool Utsav to begin in Jhargram today

For the first time, the state level Hool Utsav will be organised at Jhargram in West Midnapore, giving the people of Jangalmahal an opportunity to witness the programme on a large scale. Around 22 teams of different tribal art forms will be participating in the programme.

Hool Utsav is organised every year to commemorate the fight of the tribal people against the British Raj in 1885. The three-day-long Hool Utsav will begin on June 30 at the ground of Kumud Kumari Institution at Jhargram in West Midnapore.

There will be programmes in all districts, including Kolkata on the same day.

The programmes in the districts other than West Midnapore will last two day s. On the other hand, the state level programme at Jhargram will be three-days long.

Tribal dances, including Pata and Karam, will be performed in the Hul Utsav. Artists from four districts – Purulia, Burdwan, Murshidabad and Nadia – will be performing in the state level programme. The programme will be inaugurated at 4 pm on June 30. State tribal Development Minister James Kujur and Backward Classes Welfare Minister Churamoni Mahata will be present in the programme.

Besides cultural programmes, camps of different departments of the West Bengal government – including MSME, Panchayat and Rural Development, Agriculture Marketing and Fisheries – will be set up in the premises of Hul Utsav. Awareness will be spread among people about the different facilities and schemes taken up the departments for their benefits in the camps.

Women from different self help groups will also be participating in the programme. Goods and other products prepared by them will be exhibited and available for sale.

The State Government will also showcase its achievements in bringing an overall development of Jangalmahal in the past five years. In other districts, two-day long programmes will be held, in which folk and tribal artists will be performing to celebrate the occasion.

 

আজ ঝাড়গ্রামে শুরু হবে হুল দিবস অনুষ্ঠান   

এই প্রথমবার রাজ্যস্তরের হুল দিবসের অনুষ্ঠান হবে পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামে। ১৮৮৫ সালে ব্রিটিশ রাজের বিরুদ্ধে উপজাতীয়দের যুদ্ধ স্মৃতিরক্ষার্থে প্রতি বছর হূল উৎসবের আয়োজন করা হয়। তিন দিনব্যাপী এই উৎসব হবে পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম এ কুমুদ কুমারীর ইনস্টিটিউশনের মাঠে।

কলকাতা সহ বিভিন্ন জেলায় ওই দিনেই এই উৎসব পালিত হবে।  পশ্চিম মেদিনীপুরসহ অন্যান্য জেলায় দু-দিন ধরে এই অনুষ্ঠান চলবে এবং ঝাড়গ্রামে তিন দিন ব্যাপী এই অনুষ্ঠান চলবে।

প্রতি বছরই রাজ্যস্তরের হুল উৎসব পালিত হয় কলকাতায়।  এ বার রাজ্যস্তরের হুল দিবসের অনুষ্ঠান হবে পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামে। এর ফলে জঙ্গলমহলের মানুষজন এই উৎসবে অংশগ্রহণ করতে পারবেন। বিভিন্ন উপজাতী শিল্পীদের ২২ টি দল এই প্রোগ্রামে অংশগ্রহণ করবে।

পাতা, করম এইসব আদিবাসী নাচ হবে হুল উতসবে। রাজ্যস্তরের এই অনুষ্ঠানে পুরুলিয়া, বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ার শিল্পীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে।। ৩০ জুন বিকালে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আদিবাসী উন্নয়ন মন্ত্রী জেমস কুজুর, অনগ্রসর শ্রেণিকল্যাণ মন্ত্রী চূড়ামণি মাহাতো প্রমুখ।উৎসব চলবে ৩০ জুন-২ জুলাই পর্যন্ত।

বিভিন্ন স্ব-নির্ভর গোষ্ঠীর মহিলারাও অংশগ্রহণ করবে এই প্রোগ্রামে। স্বনির্ভর গোষ্ঠীর সদস্যাদের তৈরি হস্তশিল্পের প্রদর্শনী ও বিক্রয়-সহ অন্য অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। গত পাঁচ বছরে জঙ্গলমহলের সামগ্রিক উন্নয়ন করেছে রাজ্য সরকার।

উল্লেখ্য, ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি পৃথক আদিবাসী উন্নয়ন পর্ষদ গঠন করেছে। এই পর্ষদ গঠনের পর আদিবাসী বিভাগের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, তাঁরা অনেক উপকৃত হয়েছেন। গত হূল উৎসবে মুখ্যমন্ত্রী শিল্পীদের বাদ্যযন্ত্র বিতরণ করেছেন। রাজ্য সরকারের এই পদক্ষেপ এইসব শিল্পীদের উৎসাহ দিয়েছে।

রাজ্য সরকারের সহযোগিতায়, শিল্পী, খুব, এখন তাদের সেরা দিচ্ছেন উচ্চ মাত্রার শিল্প ফর্ম নিতে তাছাড়া, বর্তমান রাজ্য সরকারের উদ্যোগে হূল উৎসব  রাজ্য স্তরের একটি জনপ্রিয় অনুষ্ঠানে পরিণত হয়েছে।

WB CM Mamata Banerjee helps tribal kids live dreams

Dasharath Mandi had severed ties with textbooks after he quit school in Class IV. A daily wage labour and a part-time carpenter in Belpahari — among Bengal’s most poverty-stricken blocks — Dasharath nurtured a dream, though. He wanted his 10-year-old son Sisir to study, complete school and perhaps even college. In January, Dasharath wrote to chief minister Mamata Banerjee and sought her help to admit Sisir to an English-medium school in Kolkata. The CMO was prompt to reply. The government made all arrangements and got Sisir admitted to South Point School.

Sisir is not the only one to make the cut. Around the same time when Dasharath had written to the CM, Manu Hembram, another daily wage labourer in Nayagram, too, wrote to her about his 10-year-old daughter Swarnalata. His neighbour Haripada Besra, also a daily labour, pleaded for his daughter Jaba; Jamboni’s Mamoni Mudi wrote for her daughter Laximoni. And the list grew to 11. Letters reached Nabanna from Jamboni’s Mahadeb Bagal and Sagen Kisku, Rimil Murmu and Rohit Kumar Mandi from Belpahari, Nayagram’s Ruma Hansda and Shefali Hansda and Belpahari’s Laksman Mandi as well. All these kids will now study at the reputable school at state expense.

It was in March when West Midnapore district magistrate Jagdish Prasad Meena received a call from the chief secretary’s office. “We were directed to reach out to these homes and prepare a detailed proposal. We were informed that the state would fund their school education in a reputable school in Kolkata,” Meena said. He entrusted ADM (Panchayat) Sushanta Chakraborty to follow up the ‘project’ till closure.

“The chief minister had made this request to the school authorities. It is a very unique and commendable step and we felt we should also do our bit. The students have been admitted in Class V and VI. Their school fees have been waived, they have been provided with uniforms, books and stationeries. The children are brilliant and exceptionally gifted. The only drawback is the language. We are trying to give them special English coaching. But we have decided not to segregate them; they will study with other students,” said South Point school spokesperson Krishna Damani.

The West Midnapore DM added, “The state government has arranged their boarding and lodging facilities in Kolkata. For the moment, they will stay in the Backward Classes Welfare Department’s Salt Lake hostel campus.”

“Amra murkho manush, Shefali onek boro hok amra chai. Amader khoob gorbo hochche or jonno (We are illiterate people. We want Shefali to succeed. We are very proud of her),” said Manu.

Sagen Kisku’s father Sujit, working as a NVF in the Midnapore Police Lines, says, “The school is huge. And the teachers spoke to us for a long time trying to understand our apprehensions and fear. They are very kind. The very fact that they are studying in such a big school is a milestone by itself.”