Bengal Govt to set up tourist hub at Tiger Hill

The State Government is setting up a tourist hub at the ever-popular destination of Tiger Hill in Darjeeling.

Viewing sunrise from Tiger Hill is a very popular activity among all tourists to Darjeeling. Now the Tourism Department is making full-fledged staying arrangements – so that one can view the sunrise from the comfort of the balcony, sipping a hot Darjeeling brew.

Ten cottages would be constructed. The Forest Department would be planting grass and trees around the cottages. After the project comes up, considering the popularity of Tiger Hill, the area would see major socio-economic development.

Source: Sangbad Pratidin

Bengal Govt introduces scheme to empower women through a green movement

The Panchayat Department of the Bengal government has brought about a scheme for creating employment as well as empowering women through a green movement, through the planting and taking care of trees. Women would be given preference under the scheme.

The scheme is aimed at poor villagers. One has to plant 100 trees and if the person manages to save 90 per cent of the trees within six months, Rs 900 would be given as reward by the department. Similarly, if the person manages to plant 200 trees and save 90 per cent, Rs 1,800 would be given as a reward. The payment would be per month, and would continue for three to five years.

The land to plant the trees as well as the saplings would be provided by the State government.

After the trees grow big, 75 per cent of their ownership would remain with the planters, which means that they would get part of the earnings from selling fruits and wood from the trees

Through this programme, the Panchayat Department plans to bring sustenance for 80,000 poor families of the state. The programme would be funded under the provisions of the MGNREGA Scheme.

The scheme was initiated in Howrah and Bardhaman two months back on a pilot basis, and has tasted success. About 55,000 trees have been planted till now. Through this scheme, the State Government has introduced a new concept – that of ‘briksha patta’, which translates to tree patta.
 

গাছ বাঁচালে হাতে টাকা দেবে সরকার

 

গাছ বাঁচালেই এবার মিলবে নগদ ইনাম। এর জন্য অন্তত ১০০টি গাছ লালনপালনের দায়িত্ব নিতে হবে। তার মধ্যে অন্তত ৯০ শতাংশ গাছ বাঁচাতে পারলে মাসের শেষে মিলবে ৯০০টাকা। গাছগুলি বড় হওয়ার পর ৭৫ শতাংশ মালিকানা থাকবে পরিচর্যাকারীর এবং ফল বা কাঠ বিক্রির ভাগও পাবেন। সেই গাছ লাগানোর জন্য জমি ও চারাগাছের জোগান দেবে রাজ্য সরকার। সবুজ রক্ষায় এমনই এক অভিনব প্রকল্প হাতে নিয়েছে রাজ্য পঞ্চায়েত দপ্তর। এর নাম দেওয়া হয়েছে ‘বৃক্ষ পাট্টা’।

সারা রাজ্যে মোট ৮০ হাজার দরিদ্র পরিবারকে এই প্রকল্পের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। জাতীয় গ্রামীণ কর্ম নিশ্চয়তা প্রকল্পের আওতায় তাঁরা গাছ বাঁচানোর কাজে নিযুক্ত হবেন। গাছ পরিচর্যার বিনিময়ে তিন থেকে পাঁচ বছর পর্যন্ত পরিবার পিছু মাসে ৯০০টাকা পারিশ্রমিক পাবেন। এই কাজে মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে।

এর ফলে যেমন গ্রামীণ মহিলালা স্বনির্ভর হতে পারবে, তেমন গ্রামের সবুজও রক্ষা করবে তারা। গাছের বয়স যখন ৬ মাস হবে, তখন সেটিকে পুর্নাঙ্গ বলে ধরা হবে। তারপর থেকে মাসে ৯০০ টাকা করে দেবে সরকার। কেউ চাইলে ২০০ টি গাছের দায়িত্বও নিতে পারেন। সেক্ষেত্রে ১৮০০ টাকা পাওয়া যাবে।

এবছর পরীক্ষামূলক ভাবে দুই জেলার কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় বৃক্ষরোপণ শুরু হয়েছে। জেলাগুলি হল হাওড়া এবং বর্ধমান। এখনও পর্যন্ত ৫৫ হাজার গাছ লাগানো হয়েছে।

Source: Ei Samay

Boost for Kolkata greenery: KMC gets sprayers to clean trees

On Friday , the Kolkata Municipa Corporation (KMC) launched four carbon-removing vehicles to clean the trees.

These vehicles, which are fitted with pumps, will be used to spray water on trees and roadside plants.

Debasish Kumar, the mayor in-council member overseeing the KMC parks department, credited Chief Minister Mamata Banerjee for influencing the civic body in introducing these machines to protect and enhance greenery of the city.

“These ma chines will help carbon-soaked plants to produce more oxygen,” he added.

Mayor Sovan Chatterjee, who inaugurated the special service, narrated a story behind buying these machines.

“Once I visited a garden in the city and noticed that the garden had lost its greenery due to pollution. I decided to water the trees regularly and when I visited the place again after two weeks, I saw the garden had turned into lushy green place. I got an idea to introduce such machines for watering trees and plants to bring back their shine,” he said.

The civic body would invest Rs 2 crore to buy eight more machines in phases, the mayor added.

According to a KMC official, these vehicles will be on Kolkata streets everyday in the morning.The drivers have been assigned in contract basis.

 

Image Source

 

গাছের পাতা কার্বনমুক্ত করতে নতুন উদ্যোগ কলকাতা পুরসভার

গাছের পাতাকে সবুজ এবং কার্বনমুক্ত রাখতে শুক্রবার নতুন উদ্যোগ নিল কলকাতা পুরসভা।

পানীয় জলের গাড়িগুলিতেই জেনারেটর ও মোটর, পাইপ বসিয়ে পাতা ধোয়ার গাড়ির রূপ দেওয়া রয়েছে।

কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার জানান, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতাকে স্বচ্ছ-সুন্দর ও সবুজ করে তোলার জন্য এটি আর একটি পদক্ষেপ”।

তিনি আরও বলেন, “এই পাম্পগুলো গাছের পাতাকে কার্বনমুক্ত করে সেগুলিকে আরও অক্সিজেন মুক্ত করতে সাহায্য করবে”।

শুক্রবার কার্বন রিমুভার পাতা পরিষ্কারের গাড়ির উদ্বোধন করলেন কলকাতা পুরসভার মেয়র শোভন চ্যাটার্জি।

মেয়র বলেন, “কলকাতার গাছগুলোর সবুজ রঙ ও উজ্জ্বলতা ফিরিয়ে আনার জন্য আমরা এই মাশিন চালু করার কথা ঠিক করি। এই মেশিন গুলোর জন্য বরাদ্দ করা হয়েছে ২ কোটি টাকা”।