Bengal Govt to convert totos to e-rickshaws

In the ongoing operation to replace the totos plying in the state, one thousand e-rickshaws were introduced in North 24 Parganas on Friday.

State Transport minister Suvendu Adhikari officially introduced the vehicles at an event in Barasat. So far, 4,000 totos have been replaced by e-rickshaws all over Bengal.

This is a major step by the state government towards promoting e-vehicles. There are around one lakh totos and another one lakh vanos, both of which are indigenously-built passenger ferrying vehicles, in the state. Steps have already been taken to replace the vanos by e-carts.

Chief Minister Mamata Banerjee had asked the Minister to ensure that no toto driver is rendered jobless after the totos are replaced.

 

টোটোর জায়গায় ই-রিক্সা চালু করবে রাজ্য সরকার

টোটোর জায়গায় ই-রিক্সা চালু করার যে সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার, সেই লক্ষ্যে গতকাল উত্তর ২৪ পরগনার বারাসাতে ১০০০টি ই-রিক্সা চালু করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। সমগ্র বাংলায় ৪০০০ টোটোর বদলে ই-রিক্সা নামানো হয়েছে।

সারা রাজ্য জুড়ে ১ লক্ষ টোটো এবং ১ লক্ষ ভ্যানো চলাচল করে। ভ্যানোর জায়গায় ই-কার্ট চালু করার পদক্ষেপ নেওয়া হয়েছে। পথ নিরাপত্তার স্বার্থেই চালু করা হয়েছে এই ই-রিক্সা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ ছিল টোটোচালকদের স্বার্থ রক্ষা হবে এবং কেউ রোজগার হারাবেন না।

 

Bengal Govt introduces new syllabus for motor training schools

The new syllabus prepared by the state transport department, in assistance with IIT Kharagpur, for the motor training schools  would be introduced from April this year, state transport minister Suvendu Adhikari said in the Assembly.

The minister told the house that entire procedure of issuance of licenses would be made more stringent to check road accidents. CCTVs will be installed at all the training centres to monitor and record the steps of getting a driving license. The new initiative will also fix the accountability of motor vehicle inspectors. In case of an accident, the transport department will investigate if the driver was issued license according to the norms.

The new modules that would be given to the training schools would in three languages — Bengali, English and Hindi, Adhikari said in the Assembly. He also said that the transport department will also take some steps to stop drunken driving and bike racing which often lead to fatal accidents.

During his speech, the minister also stressed on the importance of producing more efficient drivers. Steps would also be taken to check the overloading of vehicles. He announced that ten more mini buses routes would soon be created in the city.

The minister also said that his department will soon give registrations to the e-rickshaws so that they can be brought under insurance coverage. More than 4,000 e-rickshaws have already been given registration.

দুর্ঘটনা কমাতে চালু হচ্ছে অ্যাপ, বাসে দেওয়া হবে স্মার্ট ফোন: পরিবহণমন্ত্রী

দুর্ঘটনা এড়াতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। এখন থেকে বাড়িতে বসে কেউ ড্রাইভিং লাইসেন্স পাবেন না। রীতিমতো পড়াশোনো করে পরীক্ষায় পাশ করতে হবে। তারপর ট্রেনিংয়ে পাশ করতে হবে। আজ বিধানসভায় একথা বললেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী।

তিনি আরও বলেন, খড়গপুর IIT-কে দিয়ে সিলেবাস তৈরি করেছে সরকার। হিন্দি, ইংরাজি, বাংলা ভাষায় সেই সিলেবাস। পরে উর্দু ও নেপালি ভাষাতেও করা হবে। ড্রাইভিং ট্রেনিং এর সময় CCTV ফুটেজ সংরক্ষণ করা হবে। বড় দুর্ঘটনা ঘটলে সেই CCTV ফুটেজে ফিটনেসের বিষয়টি খতিয়ে দেখা হবে।

আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ঘোষণা করেন পরিবহনমন্ত্রী:

১৬ মার্চ থেকে পথদিশা অ্যাপ চালু হবে। এই পরিষেবা প্রথমে WBTC-তে চালু হবে। তারপর অন্য পরিবহন নিগমে। প্রত্যেকটি বাসে একটি করে স্মার্টফোন দেওয়া হবে।

একমাসের মধ্যে ১০টি নতুন AC মিনিবাস দুটি রুটে চালু হবে। এয়ারপোর্ট থেকে মধ্য কলকাতা এবং বেহালা থেকে এয়ারপোর্ট।

১০ মার্চ উত্তর ২৪ পরগনার বারাসাতে মেগা মেলা হবে। সেখানে ১০০০টি টোটোর বদলে ১০০০ টি ই-রিকশা দেওয়া হবে। তবে সরকার কোনও ভর্তুকি দিচ্ছে না। টোটোকে কোনও লাইসেন্স দেওয়া যাচ্ছে না। তার ফলে বিমাও করানো যাচ্ছে না।

৬টি চেক পোস্ট তৈরি করা হচ্ছে। ধলপুকুর, ডালখোলা, দাঁতন, করণদিঘি ও  ডানকুনিতে।

গ্রিন সিটিতে আধুনিক মানের ট্রাম চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও ছুটির দিনগুলিতে স্পেশাল ট্রাম পরিষেবা চালুর ভাবনা রয়েছে সরকারের।

Bengal Govt launches e-Vahan service for online registration of vehicles

Bengal Government launches ‘e-Vahan’ service for online payment of taxes and registration of vehicles for the Kolkata Metropolitan Area (KMA) on Thursday. The service will be extended to the rest of the State by March 31, Transport Minister said.

The objective behind taking this step is to bring more transparency to the entire process of tax collection and, secondly, to create a smart system so that people can pay taxes online without having to visiting the motor vehicles office – where they often face inconvenience.

To make payments through the e-vahan service, a citizen needs to go to the e-vahan website and register themselves by filling up all necessary details.

 

গাড়ি বাইকের অনলাইন রেজিস্ট্রেশনের জন্য রাজ্য সরকার চালু করল ই-বাহন পরিষেবা

নতুন বাইক কিংবা গাড়ি কেনার পর অনলাইনে রেজিস্ট্রেশন ও করদানের জন্য রাজ্য সরকার চালু করল ই-বাহন পরিষেবা। প্রাথমিক পর্যায়ে শুধুমাত্র কলকাতা পুরসভা অঞ্চলে এই পরিষেবা শুরু করা হলেও আগামি ৩১সে মার্চের মধ্যে এই পরিষেবা সারা রাজ্যে পাওয়া যাবে, এমনটাই জানালেন পরিবহণ মন্ত্রী।

এই পরিষেবার ফলে পুরসভার কর আদায়ের ক্ষেত্রে আরও বেশি স্বচ্ছতা আসবে এবং মানুষের হয়রানিও অনেকটাই কমবে।

এই পরিষেবার মাধ্যমে গ্রাহককে ই-বাহন এর ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করলেই এই পরিষেবা পেতে পারবেন।

 

 

Bengal Govt to start environment-friendly CNG bus service in Asansol-Raniganj

Bengal government is committed towards prevention of pollution levels in the State. To achieve this goal, the government is taking several initiatives. The government is going to introduce environment-friendly buses in the State.

The Chief Minister will flag off seven CNG buses today on the sidelines of Khadya Sathi Dibas and Police investiture ceremony. The buses will start plying on the roads for public from 30 January, 2017.

Two private bus manufacturing companies have been given the contract to make 20 CNG buses, out of which 10 are ready. Seven of these will be displayed at Red Road today. The CNG bus service will be initially rolled out in Asansol-Raniganj region.

 

রাজ্যে পরিবেশ-বান্ধব সিএনজি বাস পরিষেবা চালু করছে রাজ্য সরকার

দূষণ রোধের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ সরকার। সেই মতোই সারা রাজ্য জুড়ে পরিবেশ-বান্ধব বাস চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

সেই পরিকল্পনা অনুযায়ী আজ রেড রোডে সাতটি সিএনজি বাস উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিবেশ-বান্ধব বাসগুলি রেড রোডের প্রদর্শনীতেই প্রথম বার পথে নামবে। এর পর ৩০ তারিখ থেকে তা রাস্তায় চলবে।

রাজ্য সরকার দু’টি বাস প্রস্তুতকারী সংস্থাকে মোট ২০টি বাস তৈরির জন্য বরাত দিয়েছে। তার মধ্যে ৭টিকে রেড রোডে এ দিন বের করা হবে। এই পরিষেবা প্রথমে রানিগঞ্জ ও আসানসোলের মধ্যে চালু করা হবে ।

Centre suppressing states under financial burden: Bengal Transport Minister

Stating that the Centre is suppressing the state governments under financial burden, the state Transport Minister Suvendu Adhikari on Tuesday once again slammed the draft policy of the Ministry of Railways that recommends investment by the state governments for projects related to suburban rail service.

The Minister said that he would take up the matter with the Chief Minister Mamata Banerjee once she returns from Delhi and sent a reply to the Ministry as they have asked the state governments to comment on the guidelines in the draft policy.

Meanwhile, in connection with better transport facility for people the Transport minister also announced that 50 buses will be plying to Takht Sri Patna Sahib to take pilgrims to the place free of cost on December 31 and January 1. The special arrangement has been made to take the pilgrims to the place on the eve of 350th birth anniversary of Guru Govind Singh. The buses will be plying from Kolkata, Karunamoyee and Dankuni.

The Minister further said that two launches will be operating from Halisahar to Dankuni via Barrackpore and Bansberia to ensure better transport facility to people of the area as they are facing inconvenience as Iswar Gupta Setu was closed to carry out repairing.

 

যাত্রী পরিবহনের দায় রাজ্য সরকারের ওপর চাপানোর চেষ্টা করছে রেল মন্ত্রকঃ শুভেন্দু অধিকারী

শহর-শহরতলিতে নতুন রেল-প্রকল্পের দায় থেকে মুক্ত হতে চায় রেল। সম্প্রতি চিঠি নিয়ে রাজ্য সরকারকে বিষয়টি জানিয়ে মতামতও জানতে চাওয়া হয়েছে। মঙ্গলবার সেই প্রসঙ্গেই কড়া প্রতিক্রিয়া দিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী।

তিনিবলেন, “রেল রাজ্য থেকে হাজার হাজার কোটি টাকা আদায় করে। রেল এখন তার দায় এড়িয়ে যেতে চাইছে। যাত্রী পরিবহণের বিষয়টা আমাদের ঘাড়ে চাপাতে চাইছে। আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে রেলকে উত্তর দেব। বিষয়টা নেতিবাচক হিসাবেই দেখছি।“

মন্ত্রী আরও বলেন, “ফ্রেইট থেকে হলদিয়াতেই প্রতিদিন দেড় কোটি টাকা পায় রেল। মাসিক হিসাবে ৪৫ কোটি । অথচ এখন যাত্রী পরিবহণের দায় রাজ্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে”।

সম্প্রতি রেলের তরফে সমস্ত রাজ্য সরকারকে চিঠি দিয়ে জানানো হয়েছে, ভবিষ্যতে যে কোনও সাবার্বান প্রকল্পের দায় রাজ্য সরকারকে নিতে হবে। জমি অধিগ্রহন থেকে প্রকল্পের খরচ কোনও ক্ষেত্রে রেল সাহায্য করবে না।

অন্যদিকে পরিবহণমন্ত্রী ঘোষণা করেন, ডিসেম্বরের ৩১তারিখ ও জানুয়ারী মাসের ১তারিক তীর্থ যাত্রীদের পাটনা সাহিবে সম্পূর্ণ বিনামুল্যে নিয়ে যাবে পরিবহণ দপ্তরের ৫০টি বাস। এই স্পেশ্যাল বন্দোবস্ত করা হয়েছে গুরু গোবিন্দ সিংহর ৩৫০তম জন্মবার্ষিকীতে শিখ সম্প্রদায়ের তীর্থযাত্রীদের সুবিধার্থে। এই বাসগুলি ছাড়বে কলকাতা, করুণাময়ী ও ডানকুনি থেকে।

তিনি আরও ঘোষণা করেন, মেরামতির কাজের জন্য ঈশ্বর গুপ্ত সেতু বন্ধ আছে। তাই দুটি লঞ্চ হালিশহর থেকে বারাকপুর ও বাঁশবেরিয়া হয়ে ডানকুনি যাতায়াত করবে।

 

Smart cards to facilitate passengers using Bengal State Transport

In a bid to make traveling in buses convenient, the State Transport Corporation will soon introduce smart card facilities on the lines of Metro Railway. This will be very useful for passengers. Firstly, it will be for the AC buses and then for non-AC ones.

Electronic ticketing through smart cards will provide cashless convenience to passengers with prepaid recharge options. Passengers need to swipe the smart card through Electronic Ticket Machines (ETMs) at the time of boarding buses.

Primarily, bus conductors will have hand-held ETMs which they will use to validate the card. Later on we will try to install validators at the front and rear doors of buses for passengers to swipe the cards

A passenger would be able to verify his smart card holding it close to the ETMs and its validity period, permitted origin and destinations for travel would be automatically displayed on the LCD of the machine, he said adding that ETMs would also have route details.

As these cards are open ended passes, passengers can travel in any bus up to any distance on any day till value is available in it.

 

যাত্রীদের সুবিধার জন্য স্মার্ট কার্ড চালু করছে পরিবহন দপ্তর

যাত্রীদের জন্য বাসযাত্রাকে আরো সুবিধাজনক করে তোলার লক্ষ্যে উদ্যোগী হল রাজ্য পরিবহন দপ্তর। শীঘ্রই মেট্রো রেলের মত স্মার্ট কার্ড নিয়ে আসতে চলেছে পরিবহন দপ্তরটি। প্রাথমিক পর্যায়ে বাতানুকূল বাস ও পরবর্তীতে সব বাসের জন্য এই সুবিধা পাওয়া যাবে।

ইলেক্ট্ক্স টিকিটিং পদ্ধতির এই স্মার্ট কার্ডগুলি ব্যবহার করলে যাত্রীদের আর কোনো টাকা পয়সা সঙ্গে নিয়ে ঘুরতে হবে না, তারা প্রিপেড পদ্ধতিতে স্মার্ট কার্ডে টাকা ভরে রাখতে পারবে। বাসে ওঠার সময় এই কার্ডটি ইটিএম মেশিনে প্রবেশ করালেই হবে।

প্রাথমিকভাবে বাস কন্ডাক্টররা ইটিএম মেশিন নিয়ে যাত্রীদের কাছে যাবে, পরবর্তীকালে বাসের দুটি দরজাতেই এই মেশিন বসানো হবে।

এই কার্ডগুলিকে ইটিএম মেশিনের মধ্যে প্রবেশ করালেই ওই কার্ড ও তার গন্তব্য সম্বন্ধে যাবতীয় তথ্য পাওয়া যাবে।  এই কার্ডগুলি ব্যবহার করে যেকোনো দিন যেকোনো রুটের বাসে যেকোনো গন্তব্যে যাওয়া যাবে যতক্ষন কার্ডটিতে টাকা বাকি থাকবে।

Bengal Transport Dept ties up with Google to help commuters

Commuters can now plan their trip within Kolkata on Google maps on phone, thanks to State Transport Department. With all data of routes under State Transport utilities available on Google, one can touch and select the public transport bus or tram services one wants to avail to reach their destination.

The map suggests the best route to reach one’s destination, giving citizens a respite from rogue taxi or auto drivers who swindle passengers by taking winding routes to take them to their destinations. Now, one needs to put the origin and destination on the map. Google map will give options to reach the destination – multiple routes under different modes of transport on real-time basis. Google will also give the approximate time to be taken by each mode of transport.

For a tourist, the system will come very handy to reach any place of interest from any point of the city. For an office-goer, it will be only a matter of few seconds to know the route he must take to reach his or her office. Eventually , one can also locate the bus he needs to catch on the map.

 

পরিবহণ ব্যবস্থাকে উন্নিত করতে গুগলের সাথে গাঁটছড়া বাঁধল রাজ্য

কলকাতার বাসিন্দাদের জন্য সুখবর। এখন থেকে সরকারি বাসের গতিবিধি চলে এলো হাতের মুঠোয়। বাড়িতে বসেই গুগল ম্যাপের সাহায্যে জানতে পারবেন যে কোনও সরকারি বাসের হদিস।
রাজ্য পরিবহণ দপ্তর গুগলের সাথে গাঁটছড়া বাঁধায় এবার আপনি ম্যাপের সাহায্যে আপনার ফোনেই জানতে পেরে যাবেন কোন সরকারি বাস কোথায় রয়েছে। এছাড়াও আপনার গন্তব্যের জন্য কোন বাসে ওঠা উচিত সেটাও বাতলে দেবে গুগল ম্যাপ। আপনার গন্তব্যে সব থেকে কম সময়ে কোন রুটে পৌঁছতে পারবেন সেটাও দেখে নিতে পারবেন।
এই  শহরে আগত পর্যটকদের খুব সুবিধা হবে। আর অসুবিধায় পড়তে হবে না তাদের। নিত্যযাত্রীদের দৈনিক যাতায়াতও হবে অনেক সহজ।

Transport dept introduces Intelligent Transport System

The state transport minister inaugurated the vehicle tracking system and automated fare collection system on Friday. The introduction of the vehicle tracking system will help in monitoring movement of a bus from the command and control centre set up in the office building of CSTC.

The introduction of automated fare collection system at all the eleven depots will help in real time monitoring of revenue collection. From now onwards, fare collection will be done using Electronic Ticketing Machine (ETM). Conductors in buses will be carrying an ETM connected through GPRS with the control room.

Thus an operator sitting in the control room will get real time statics on the exact count of passengers travelling in a bus at a time as well as number of tickets issued in every trip. The same system will be implemented in buses run by other transport corporations as well for “strong vigilance on the fare collection process.

Smart cards will also be introduced for commuters soon. A passenger carrying a smart card just needs to press his or her card on the ETM with the conductor to get a ticket. Passengers who will not be having a smart card will get an ETM generated ticket after paying the fare in cash.

After introducing online tracking system for buses run by Calcutta State Transport Corporation (CSTC), the state transport department is all set to introduce biometric attendance recording system in all its offices and depots with an objective to provide better service to people.

 

 

ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম চালু করছে রাজ্য পরিবহণ দপ্তর

রাজ্য পরিবহণে এবার আধুনিকতার ছোঁয়া। চালু হচ্ছে ইন্টেলিজেন্স ট্রান্সপোর্ট সিস্টেম। সিএসটিসি‌ ভবনে পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী শুক্রবার ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন করলেন।

উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন পরিবহণ সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, ডব্লুবিটিসি–‌র চেয়ারম্যান রচপাল সিং, সংস্থার এমডি নারায়ণস্বরূপ নিগম, যুগ্ম অধিকর্তা, বিশেষ সচিব নীলাঞ্জন শাণ্ডিল্য প্রমুখ।

উদ্বোধনের পর মন্ত্রী বলেন, এই পদ্ধতির সাহায্যে সিএসটিসি–র কোথায়, কোন বাস রয়েছে, কত টিকিট কাটা হয়েছে ইত্যাদি অনায়াসে জানা যাবে। ডিপোতে কোন বাস কখন আসবে দ্রুত জানা যাবে তাও।

শীঘ্রই সরকারি বাসগুলির জন্য স্মার্ট কার্ড চালু করবে। যার ফলে মেট্রোর মত নগদে নয়, বাসে উঠে কার্ড দিয়েই টিকিট কাটতে পারবেন নাগরিকরা।

তিনি আরও জানান, ওলা–‌উবেরের মতো অ্যাপস চালু হচ্ছে। মিলেনিয়াম পার্কে টিকিট পাঞ্চিং মেশিন বসছে। স্মার্ট পরিবহণ পরিষেবা চালু করতেই এইসব অভিনব উদ্যোগ নেওয়া হচ্ছে।

 

Transport minister wants department to cut costs

The transport department is now pondering how to prevent additional expenditure in administrative management in its different offices. State transport minister Suvendu Adhikari wants cost-cutting measures in the transport department offices across the state.

During a meeting with officials of the transport department last week the minister directed them to prepare a report how to take measures to reduce the expenditure relating to the administrative management. . The directive however does not mean to terminate any serving employee of the department as well undertakings.

As a first step, the government has already brought three premier transport corporations — Calcutta State Transport Corporation (CSTC), Calcutta Tramways Company (CTC) and West Bengal Surface Transport Corporation (WBSTC) — under one roof.

The minister has also asked officials to generate more revenue using resources such as vacant land lying in different depots under the transport undertakings in the city.

 

পরিবহন বিভাগের খরচ কমাতে চান মন্ত্রী

পরিবহন বিভাগের বিভিন্ন অফিসে প্রশাসনিক ব্যবস্থাপনায় অতিরিক্ত ব্যয় কিভাবে কমানো যায় তা নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছে রাজ্য পরিবহন দপ্তর। রাজ্য পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য জুড়ে পরিবহন বিভাগের বিভিন্ন অফিসে খরচ কমাতে চান।

গত সপ্তাহে পরিবহন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং প্রশাসনিক ব্যবস্থাপনা সংক্রান্ত ব্যয়কিভাবে  কমানো সম্ভব তা নিয়ে একটি রিপোর্ট তৈরি করার নির্দেশ দেন।

প্রথম পদক্ষেপ হিসেবে ইতিমধ্যেই কলকাতা রাজ্য পরিবহন কর্পোরেশন (CSTC), ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানি (CTC) এবং পশ্চিমবঙ্গ ভূতল পরিবহন কর্পোরেশনকে (WBSTC) এক ছাদের তলায় আনা হয়েছে।

রাজস্বের পরিমান বৃদ্ধির জন্য অফিসারদের শহরে পরিবহণ দপ্তরের অধীনে থাকা বিভিন্ন ডিপোর খালি জমিগুলিকে রিসোর্স হিসেবে ব্যবহার করার কথা বলেন মন্ত্রী।

Motel relief in north Bengal travel

People travelling to north Bengal from the city along the NH-34 will now have the option to stop over and take rest at government motels. The public works department (PWD) has developed four highway motels along NH-34 under the ‘Pather Sathi’ project.

These motels will provide food, internet facilities and clean toilet to travellers. The motels have been set up at Krishnagar, Shantipur, Ghatigachha in Ranaghat and De bagram in Kaliganj .

The motels will have stalls that will showcase Nadia handicrafts like idols of Ghurni, ‘tant’ saree of Fulia and sweets of Krishnagar.

The PWD authorities will hand over the motels to Nadia administration soon.

 

যাত্রী সুবিধার্থে তৈরি হল নতুন মোটেল

এখন ৩৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে শহর থেকে উত্তরবঙ্গ যাওয়ার পথে যাত্রীরা এখন বিশ্রাম নিতে পারবেন সরকারী মোটেলে। ‘পথের সাথী’ প্রকল্পের আওতায় ৩৪ নম্বর জাতীয় সড়কে ৪টি হাইওয়ে মোটেল তৈরি করা হয়েছে।

এই মোটেল গুলির মাধ্যমে খাবার, ইন্টারনেট পরিষেবা, পরিষ্কার-পরিচ্ছন্ন টয়লেট ইত্যাদি পরিষেবা দেওয়া হবে। কৃষ্ণনগর, শান্তিপুর, ঘাটিগাছা, রানাঘাট,দেবগ্রাম ও কালীগঞ্জে মোটেল স্থাপন করা হয়েছে।

মোটেলে কতগুলিতে জেলার বিভিন্ন হস্তশিল্প যেমন ঘূর্ণি, ফুলিয়ার তাঁতের শাড়ি, কৃষ্ণনগরের মিষ্টি ইত্যাদির স্টল থাকবে।

পূর্ত বিভাগের কর্তৃপক্ষ খুব শীঘ্রই নদীয়া প্রশাসনের হাতে মোটেল হস্তান্তর করবে।