New vessels, jetties and special water police in Bengal

Recently, the State Government introduced 11 modern vessels for traversing various stretches of the Hooghly and other rivers. These vessels have been built following the latest guidelines issued by the Government under the Jaladhara Scheme.

The State Transport Minister inaugurated the vessels. He also inaugurated two modernised jetties on the Hooghly – the 120m-long Telenipara Jetty in Hooghly district and the 50m-long Shyamnagar Jetty in North 24 Parganas.

The 11 vessels are MV Motibag, MV Rupashree, MV Bibek, MV Kalyaneswari, MV Sampriti, MV Motijheel-3, MV Chandeswari, MV Baitarini, MV Bhorsagar-2, MV Samabathi and the 400-passenger capacity MV Sikshashree.

Over the last seven years, the State Government has completed renovation of 47 jetties and completing another 27, built 27 permanent jetties replacing temporary ones and completing another 36, and launched 55 modern vessels of various categories and completing work on another 199.

The new guidelines for building vessels under the Jaladhara Scheme has resulting in the setting up of 37 minor enterprises for building motor boats, launches and other motorized vessels.

Under Jaladhara, the Government is also providing training to those drivers who used to pilot non-motorised vehicles to navigate the new motorised vessels.

The Government is also introducing a cadre of water police called Jalasathi. These Jalasathis would be deployed at the jetties to ensure that the vessels are following the rules passenger capacity, availability of life jackets, etc. a total of 626 Jalasathis would be deployed; 236 are undergoing training at Swami Vivekananda Police Academy in Barrackpore, who would be deployed soon.

As part of the Jaladhara Scheme, the Government has also created a standard operating procedure (SOP) to be followed by the passengers boarding vessels at all the 471 jetties along the Hooghly.

Bengal Govt to launch new helicopter and plane services soon

The Bengal Government is soon going to launch helicopter and plane services across the state.

The new helicopter services will cover routes from Kolkata to Malda, Balurghat, Digha and Sagar Island for tourists every Sunday,Wednesday and Saturday. The services will however be suspended if government functions are scheduled on those days.

The tickets for Digha and Sagar Island have been priced at Rs 2,000 per person, for Malda at Rs 2,500 per person and for Balurghat at Rs 3,000 per person.

These announcements were made by the Transport Minister while replying to debates during the presentation of the budget for his Department. He also said that helicopter services would start from Kolkata to Santiniketan and Purulia.

Plane services would be introduced from Cooch Behar Airport. A double-engined nine-seater aircraft would be engaged for the purpose. The airports in Malda, Balurghat and Purulia would also be rebuilt/renovated.

 

কপ্টার , বিমান ভাড়া করছে রাজ্য সরকার

রাজ্য সরকার আরও একটি হেলিকপ্টার ভাড়া নিচ্ছে৷ কলকাতা-কোচবিহার রুটের জন্য ভাড়া নেওয়া হচ্ছে একটি বিমানও৷

পরিবহণমন্ত্রী পরিবহণ দপ্তরের ব্যায়বরাদ্দ নিয়ে বিতর্কের জবাবি ভাষণে বলেন, শীঘ্রই এই দুই পরিষেবা চালু হবে৷

বুধ, শনি ও রবিবার এই কপ্টার কলকাতা থেকে মালদহ, বালুরঘাট, দিঘা ও সাগরে পর্যটকদের নিয়ে যাওয়ার কাজে ব্যবহার করা হবে৷ তবে কোনও সরকারি কর্মসূচী থাকলে সেই পরিষেবা বন্ধ থাকবে৷

দিঘা ও সাগরে যাওয়া বা আসার জন্য মাথাপিছু ২ হাজার টাকা ভাড়া ধরা হয়েছে, মালদহ আড়াই হাজার টাকা, বালুরঘাটের ভাড়া তিন হাজার টাকা৷

পরিবহণমন্ত্রী বলেন, ‘কলকাতা থেকে পুরুলিয়া, শান্তিনিকেতনের মধ্যে হেলিকপ্টার পরিষেবা চালু করা হবে৷ এ ছাড়া কোচবিহার বিমানবন্দর চালু রাখতে ৯ আসন বিশিষ্ট ডবল ইঞ্জিনের বিমান চালানো হবে৷ টেন্ডার প্রক্রিয়া শেষ৷ মালদহ, বালুরঘাট এবং পুরুলিয়ার বিমানবন্দরগুলির পুনরুজ্জীবনের কাজ চলছে৷’

Transport Dept budget stresses on both new and existing services

The Transport Minister recently presented his department’s budget for financial year 2018-19 in the Assembly. Stress has been given both on developing new services across land, water as well as air, and on improving the existing services.

The budget of the department for 2018-19 stands at Rs 1,588.81 crore, which is the highest budget for the Transport Department so far.

Three hundred new buses have already been introduced and steps have been taken to introduce more. He further said that 40 electric buses will be introduced in Kolkata soon. Another 10 electric buses in the Rajarhat-New Town area and 20 in Asansol and Durgapur will be introduced too.

In another major development, the State Transport department has also decided not to allow any more civic bodies to operate buses. Buses will be operated only by the transport corporations.

From March, there will be two helicopter services. Following the direction of Chief Minister Mamata Banerjee, steps have been taken to develop the airport at Chharra in Purulia district. Air connectivity from Cooch Behar and Malda will also be initiated soon.

Equal stress has been given to improve the water connectivity in the state. Twenty-seven vessels have already been introduced and 86 more will be engaged soon. Moreover, steps have been taken to replace the semi-mechanised vessels with robust ones, to ensure the safety of passengers.

Steps have been taken to ensure the standard operating procedure (SOP) is maintained at all the jetties. Life jackets similar to the ones used by the Coast Guard will also be introduced.

 

পরিষেবায় জোর পরিবহণ দপ্তরের বাজেটে

বিধানসভায় কয়েকদিন আগেই ২০১৮-১৯ সালের বাজেট পেশ করেন পরিবহণ মন্ত্রী। স্থল, জল ও আকাশপথে নতুন ও পুরনো পরিষেবায় জোর দেন মন্ত্রী।

এবছরে পরিবহণ বাজেট মোট ১৫৮৮.৮১ কোটি টাকা, যা দপ্তরের ইতিহাসে সর্বোচ্চ।

মন্ত্রী বলেন, ইতিমধ্যেই পরিবহণ দপ্তর ৩০০টি নতুন বাস নামিয়েছে, আরও নতুন বাস আনার উদ্যোগও নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ৪০টি ইলেকট্রিক বাস শীঘ্রই কলকাতার রাস্তায় নামবে। রাজারহাট-নিউ টাউন অঞ্চলে ১০টি ও আসানসোল-দুর্গাপুরে ২০টি ইলেকট্রিক বাস শীঘ্রই চালু হবে।

এছাড়াও পরিবহণ দপ্তর সমস্ত সরকারি বাস নিগমকে একত্রিত করে এক ছাতার তলায় নিয়ে এসেছে।

মন্ত্রী জানান মার্চ মাসে চালু হবে দুটি হেলিকপ্টার পরিষেবা। মুখ্যমন্ত্রীর নির্দেশে পুরুলিয়ায় বিমানবন্দর তৈরী হচ্ছে। কোচবিহার ও মালদা থেকে বিমান পরিষেবাও শুরু হবে শীঘ্রই।

বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে জলপথ পরিবহণের ওপরেও। ২৭টি জলযান ইতিমধ্যেই চালু করা হয়েছে এবং আরও ৮৬টি খুব শীঘ্রই পরিষেবা শুরু করবে। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে সমস্ত পুরনো সেমি-মেকানাইজড জলযান বদল করে নামানো হয়েছে অত্যাধুনিক ভেসেল।

সমস্ত জেটির জন্য তৈরী করা হয়েছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিডিওর। উপকূলরক্ষীবাহিনী যে লাইফ জ্যাকেট ব্যবহার করে, আগামীদিনে সেরকম জ্যাকেট দেওয়া হবে ভেসেল যাত্রীদেরও, বলেন মন্ত্রী।

 

Source: Millennium Post

Kolkatans to get electric buses by June

Come this June, city dwellers will be travelling in electric buses at Kolkata and its suburbs. The state Transport minister, made the announcement of introducing the pollution-free bus service.
The tender process to procure 40 electric buses is complete and it will take another three months for the buses to hit the city roads. It may be mentioned that as per the initial plan, a total of 80 electric buses will be put into service, including the 40 procured in the first phase.
Twenty out of the 40 buses are 9 metres in length and they will have a seating capacity of around 30. The rest are 12 metres in length, with a seating capacity of 40. There will also be sufficient space for passengers to stand while travelling.
30 battery chargers will be bought which will be installed at the depots, while 10 ‘fast battery chargers’ will also be bought, which will be kept at different bus terminals.

 

জুন মাস থেকে কলকাতার রাস্তায় চলবে ইলেকট্রিক বাস

আগামী জুন মাস থেকে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় চলবে ইলেকট্রিক বাস। রাজ্যের পরিবহন মন্ত্রী এই ঘোষণা করেছেন।
৪০টি ইলেকট্রিক বাস কেনার জন্য টেন্ডার প্রক্রিয়া শেষ। এই বাসগুলি রাস্তায় নামতে আরও তিনমাস লাগবে। মোট ৮০টি ইলেকট্রিক বাস চালানোর পরিকল্পনা রয়েছে দপ্তরের।
এই ৪০টি বাসের মধ্যে ২০টি বাসের দৈর্ঘ্য ৯ মিটার এবং আসনসংখ্যা আনুমানিক ৩০। বাকিগুলি হবে ১২ মিটার লম্বা, আসন সংখ্যা হবে ৪০। এই দুই ধরণের বাসেই মানুষের দাঁড়ানোর জন্য যথেষ্ট জায়গা থাকবে।
শহরের বাস ডিপোগুলিতে ৩০টি ব্যাটারি চার্জার বসানো হবে। আরও ১০টি ফাস্ট ব্যাটারি চার্জার বসানো হবে কয়েকটি বাস টার্মিনালে।

State Govt to introduce 411 more buses in December

The State Government is going to introduce 411 more buses, both AC and non-AC, on Bengal’s roads. This was announced by the Transport Minister in the Assembly on November 29. Both intra-city and inter-city routes will be covered. Some of these buses would also be run on environment-friendly compressed natural gas (CNG).

Of these, 156 buses would connect various towns in the districts. Chief Minister Mamata Banerjee had made announcements about these 156 routes during her administrative review meetings. Thakurnagar-Howrah, Memari-Kolkata and Jamalpur-Kolkata are among the new routes.

This is the latest in a series of introductions that the department has been carrying out since the last few months. Several were introduced in Kolkata prior to the FIFA Under-17 World Cup too.

Other buses to be introduced, said the Transport Minister, include 130 electric buses (of which 30 would be in the Asansol-Durgapur sector and the rest in and around Kolkata) and 20 electric buses in the township of New Town. Once charged, the electric buses would be able to run for 100 to 130 kilometres.

The Transport Minister also said that anyone wanting to run buses gets all sorts of help from the Transport Department, including loans on easy terms through the Gatidhara Scheme.

Five buses have been bought for running between Darjeeling and Mirik.

 

ডিসেম্বরে ৪১১ নতুন বাস রাস্তায় নামাবে রাজ্য

বিশ্বব্যাঙ্কের আর্থিক সাহায্যে ১৩০টি ইলেকট্রিক, পরিবেশ বান্ধব বাস নামাতে চাইছে রাজ্য পরিবহণ দপ্তর। এর মধ্যে ৩০টি বাস চলবে আসানসোল-দুর্গাপুর এলাকায়। একশোটি বৃহত্তর কলকাতায়।

বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে পরিবহণমন্ত্রী একথা বলেন। এর বাইরে সরকারি খরচে কেনা ২০টি ইলেকট্রিক বাস শীঘ্রই নিউটাউনে চলতে শুরু করবে। এছাড়াও, ডিসেম্বরের মধ্যে আরও ৪১১টি সরকারি বাস রাস্তায় নামবে বলে মন্ত্রী বলেন। এর মধ্যে এসি এবং নন-এসি বাস রয়েছে।

পরিবহণমন্ত্রী জানিয়েছেন, বিশ্বব্যাঙ্কের একটি প্রকল্পে রাজ্যে ইলেকট্রিক বাস কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। বাস প্রতি ভর্তুকি হিসেবে প্রায় ৬০ লক্ষ টাকা পাওয়া যাবে। ওই প্রকল্পের যা মাপকাঠি, তাতে শুধু দুর্গাপুর-আসানসোল ও কলকাতা মহানগরীতে এই বাস চালানো যাবে।

বাসে ইলেকট্রিক চার্জ দেওয়ার জন্য দুর্গাপুর ও কলকাতায় দুটি ডিপোকে চিহ্নিত করা হয়েছে। কলকাতায় এসপ্লানেডে ট্রাম কোম্পানির ডিপোতে ইলেকট্রিক চার্জ দেওয়ার ব্যবস্থা তৈরি করা হচ্ছে। একবার চার্জ দিলে এই বাস ১০০-১৩০ কিলোমিটার চলবে। প্রাকৃতিক গ্যাস (সিএনজি) দিয়েও পরিবেশ বান্ধব বাস চালানোর উদ্যোগ নেওয়ার কথা মন্ত্রী জানিয়েছেন। যে ৪১১টি নতুন বাস কেনা হবে, তার মধ্যে সিএনজি চালিত বাসও আছে।

পরিবহণমন্ত্রী আরও বলেন, রাজ্যে চলা বেসরকারি বাসের সংখ্যা ২৪ হাজার ৮৩৮। সরকারি বাসের সংখ্যা ৩০৯১। বাম আমলের তুলনায় সরকারি বাস বেড়েছে। ২০১০-১১ সালে ২৭১১টি সরকারি বাস চলত। কেউ বেসরকারি বাস নামাতে চাইলে সরকার সবরকম সাহায্য করবে। গতিধারা প্রকল্পে বাস কেনার জন্য ঋণের ব্যবস্থাও করে দেওয়া হচ্ছে।

মুখ্যমন্ত্রী বিভিন্ন জেলায় গিয়ে প্রশাসনিক বৈঠকে বেশ কিছু নতুন রুটে বাস চালানোর কথা বলেছেন। নতুন যে বাসগুলি আছে তার মধ্যে ১৫৬টি ওই রুটগুলিতে চালানো হবে।

ঠাকুরনগর-হাওড়া, মেমারি-কলকাতা, জামালপুর-কলকাতা প্রভৃতি রুটে বাস চালানোর কথা জানিয়েছেন। পাহাড়ে চালানোর জন্য নতুন পাঁচটি বিশেষ বাস কেনা হয়েছে। এই বাসগুলি মিরিক ও দার্জিলিংয়ের মধ্যে চালানো হবে। কালিম্পংয়ে ট্রাক টার্মিনাল করা হচ্ছে। মিরিকের জন্য পাঁচ কোটি টাকা খরচ করে বাস টার্মিনাল করা হচ্ছে। সাঁতরাগাছি সহ বৃহত্তর কলকাতায় অনেকগুলি বাস টার্মিনালের উন্নয়ন করা হচ্ছে। বহরমপুরে একটি নতুন বাস টার্মিনাল করার জন্য পুরসভাকে টাকা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা ছাত্রদের কম ভাড়ায় যাতায়াতের জন্য স্মার্ট কার্ড চালু করেছে। অন্য দুটি সরকারি পরিবহণ সংস্থাকে এরকম ব্যবস্থা করতে বলা হয়েছে।

Source: Bartaman 

Pathadisha app a huge hit on the very first day

The ‘Pathadisha’ app introduced by the state Transport department to help commuters to get real time location of state run buses has become immensely successful within a day.

A large section of commuters possessing smart phones have downloaded the app.

Alapan Bandyopadhyay, Principal Secretary of the Transport department, said this is a major leap taken towards the electronic and smart governance system.

The app is helpful for people as they could easily track the route of a particular bus through which it will pass. Moreover, one can also plan which bus he or she must take to reach his or her destination.

The Transport department has also introduced an online tracking system to keep a tab on the movement of such buses. Steps will also be taken to introduce similar sort of apps for trams and vessels.

It may be mentioned that the name ‘Pathadisha’ was given by Chief Minister Mamata Banerjee.

 

একদিনেই জনপ্রিয়তার শিখরেপথদিশাঅ্যাপ

রাজ্য পরিবহণ দপ্তর ‘পথদিশা’ অ্যাপ চালু করেছে যা একদিনের মধ্যে অভূতপূর্ব সাফল্য পেয়েছে। এই অ্যাপের মাধ্যমে ঘরে বসে সরকারি বাসের রিয়েল টাইম যাতায়াতের খবর পাওয়া যাবে।

অনেকেই ইতিমধ্যেই তাদের স্মার্ট ফোনে এই অ্যাপ ডাউনলোড করেছে।

WBTC –র ‘AC’ ও ‘S’ বাসগুলিতে আপাতত এই সুবিধা চালু হচ্ছে। এছাড়া, যাত্রীরা নিজেদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য কোন বাসে যাবেন সেটাও নিজেরা পছন্দ করতে পারবেন।

পরিবহণ দপ্তর একটি অনলাইন ট্র্যাকিং সিস্টেম চালু করেছে এই সব বাসগুলির গতিবিধির ওপর নজর রাখতে। আসতে আসতে এই পরিষেবা বেসরকারি বাস, ট্রাম ও ফেরির ক্ষেত্রেও চালু করা হবে।

উল্লেখ্য এই ‘পথদিশা’ নামটিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া।

 

Bengal Govt brings ‘Pathadisha’ app and smart cards for bus commuters

Gone are those days when you wasted precious minutes waiting for the bus to your workplace. Thanks to ‘Pathadisha’ – an app the state transport minister will launch on Wednesday – you will get to track your bus from your home and plan your journey accordingly.

The transport department is also introducing a smart card for the commuters – quite similar to the Metro card – that would help a commuter get rid of the perpetual problem of change. For every recharge, there will be some free rides as promotional offer.

“To begin with, commuters will get to track and use smart cards on 700 government buses but gradually , all private buses, trams and vessels will be covered by the Vehicle Tracking System (VTS),“ said the Transport Minister.

Once the smart card is introduced, commuters will be able to swipe the card with a machine available with the bus conductor. It will help us in curbing revenue pilferage.

 

 

বাসযাত্রীদের জন্য ‘পথদিশা’ অ্যাপ ও স্মার্ট কার্ড নিয়ে এল রাজ্য সরকার

কর্মস্থলে যাওয়ার জন্য এখন আর বাসের জন্য রাস্তায় দাঁড়িয়ে মূল্যবান সময় নষ্ট করতে হবে না। বাস যাত্রীদের জন্য রাজ্য পরিবহন দপ্তর নিয়ে এল ‘পথ দিশা’ অ্যাপ। আজ এই অ্যাপ চালু করবেন পরিবহন মন্ত্রী।

স্মার্ট ফোনে ‘পথ দিশা’ অ্যাপের মাধ্যমে ঘরে বসে সরকারি বাসে রিয়েল টাইম যাতায়াতের খবর পাওয়া যাবে। WBTC –র ‘AC’ ও ‘S’ বাসগুলিতে আপাতত এই সুবিধা চালু হচ্ছে।

পরিবহন দপ্তর একটি ট্রান্সপোর্ট কার্ড চালু করছে। এটি মেট্রোর স্মার্ট কার্ডের মতো। এবার প্রি-পেড ইলেক্ট্রনিক কার্ডের মাধ্যমে ভাড়া দিয়ে WBTC –র বাসে যাতায়াত করা যাবে।  প্রতি রিচার্জে প্রমোশনাল অফার হিসেবে বেশ কিছু ফ্রি রাইড থাকবে।

পরিবহন মন্ত্রী জানান, “এই পরিষেবা চালু হলে যাত্রীরা যেমন সবকিছু ট্র্যাক করতে পারবে তার সঙ্গে সঙ্গে সরকারী বাসে এই ট্রান্সপোর্ট কার্ডও ব্যবহার করতে পারবে। আসতে আসতে এই পরিষেবা বেসরকারি বাস, ট্রাম ও জলযানের ক্ষেত্রেও চালু করা হবে”।

একবার স্মার্ট কার্ড চালু হয়ে গেলে যাত্রীরা বাস কন্ডাক্টরের কাছে থাকা মেশিনে সোয়াইপ করতে পারবেন।

Bengal Govt to convert totos to e-rickshaws

In the ongoing operation to replace the totos plying in the state, one thousand e-rickshaws were introduced in North 24 Parganas on Friday.

State Transport minister Suvendu Adhikari officially introduced the vehicles at an event in Barasat. So far, 4,000 totos have been replaced by e-rickshaws all over Bengal.

This is a major step by the state government towards promoting e-vehicles. There are around one lakh totos and another one lakh vanos, both of which are indigenously-built passenger ferrying vehicles, in the state. Steps have already been taken to replace the vanos by e-carts.

Chief Minister Mamata Banerjee had asked the Minister to ensure that no toto driver is rendered jobless after the totos are replaced.

 

টোটোর জায়গায় ই-রিক্সা চালু করবে রাজ্য সরকার

টোটোর জায়গায় ই-রিক্সা চালু করার যে সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার, সেই লক্ষ্যে গতকাল উত্তর ২৪ পরগনার বারাসাতে ১০০০টি ই-রিক্সা চালু করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। সমগ্র বাংলায় ৪০০০ টোটোর বদলে ই-রিক্সা নামানো হয়েছে।

সারা রাজ্য জুড়ে ১ লক্ষ টোটো এবং ১ লক্ষ ভ্যানো চলাচল করে। ভ্যানোর জায়গায় ই-কার্ট চালু করার পদক্ষেপ নেওয়া হয়েছে। পথ নিরাপত্তার স্বার্থেই চালু করা হয়েছে এই ই-রিক্সা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ ছিল টোটোচালকদের স্বার্থ রক্ষা হবে এবং কেউ রোজগার হারাবেন না।

 

State’s hired cars scheme gets overwhelming response

The initiative of the state Transport department to make self-driven hired cars available in Kolkata has become immensely successful with all cars being booked within five days of its launch.

The private company that was given permit to facilitate the service decided to add more cars to its fleet before the Puja.

The state Transport Minister, had inaugurated the service on October 28. Within the past few days, all the cars have been booked and curiosity among people about the service has gone up.

The service was launched with a fleet of 15 cars of different classes. But with all the cars being booked from Shasthi onwards, the service provider has decided to add another 10 cars to their fleet.

It is believed that this scheme will give a boost to tourism as tourists can hire a car and visit tourism destination in the State without hassles.

WB Transport Minister proposes ‘no helmet, no petrol’ policy

The state transport minister Suvendu Adhikari has proposed to initiate the state-wide drive “no helmet, no petrol” to bring down the rate of accidents.

He said that he would propose to introduce a system following discussion with petroleum dealers that they will not give petrol if a person comes to refill his or her two-wheeler without putting on a helmet. He placed his proposal before the Chief Minister.

He said that the awareness of people is necessary to bring a change in the scenario and make the attempts of the government, a successful one.

In a bid to bring down the rash driving among public buses, the minister said rationalisation of routes would be undertaken and racing between the buses to get more passengers will be curbed once the rationalisation process is over.

He said that the Chief Minister has already completed the main task to ensure better traffic movement in the past five years by constructing smooth roads. “Now our next task is to make the “Safe Drive Save Life” campaign successful to ensure that road accidents come down,” he added.

 

The image is representative (source)