Bengal Govt to operate small aircraft to improve regional connectivity

The State Transport Department, in collaboration with private airlines operators, has decided to operate small aircraft to increase regional connectivity.

The aircraft will be operated from Kolkata to Andal, Cooch Behar, Bagdogra, Malda and other small airports. Each aircraft will have seating capacity of 10 to 25 people. Among the airports, Bagdogra, Balurghat and Cooch Behar have been renovated by the government for operating small aircraft.

The State Government has also decided to spend Rs 300 crore for infrastructure development of Kazi Nazrul Islam Airport in Andal near Durgapur including better sewerage and drainage system, transport system as well as for providing better services to air passengers.

আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে সরকার চালাবে ছোট বিমান

 

রাজ্য পরিবহণ দপ্তর সিদ্ধান্ত নিয়েছে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে বেসরকারি বিমান সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে সরকার চালাবে ছোট বিমান।

এই বিমান চলবে কলকাতা থেকে অন্ডাল, কোচবিহার, বাগডোগরা, বালুরঘাট, মালদা ও অন্যান্য ছোট বিমানবন্দরে। প্রতিটি বিমানে থাকবে ১০ থেকে ২৫ জনের বসার জায়গা। এই কারণে, বাগডোগরা, বালুরঘাট, কোচবিহার বিমানবন্দরগুলির সংস্কার করা হয়েছে।

রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে দুর্গাপুরের নিকটস্থ অন্ডাল বিমানবন্দরের পরিকাঠামোগত উন্নয়নের জন্য ৩০০ কোটি টাকা ব্যয় করবে।
Source: The Statesman

State Govt to start operating 300 new buses

The Bengal Government has decided to put into service 300 new buses, including electric buses, from December 1.

The service will start in phases. Both AC and non-AC buses are among the 300. The buses will be operated by all the three government-run transport companies – West Bengal Transport Corporation, North Bengal State Transport Corporation and South Bengal State Transport Corporation.

In the first phase, electric buses in Rajarhat and New Town and 156 other buses – on 156 routes, in both rural and urban areas – will start operating.

Among the 156 routes are eight new routes formulated by the Transport Department between Darjeeling and Mirik. This would give a major push to the transport infrastructure in the Hills region. These routes have been created considering the demand and needs of people residing there, according to the State Transport Minister.

Another initiative is to run mini buses on the Bardhaman- Durgapur-Asansol route. Other routes have been conceived taking into consideration connecting tourist spots of the state, among them being Motijheel, Hazarduari and Darjeeling.

 

৩০০টি নতুন বাস চালাবে রাজ্য সরকার

আগামী পয়লা ডিসেম্বর থেকে নতুন ৩০০টি বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর মধ্যে থাকবে এসি, নন এসি, ইলেকট্রিক বাসও।এই পরিষেবা পর্যায়ক্রমে চালু হবে।

রাজ্য সরকারের তিনটি পরিবহণ সংস্থা – পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা ও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা – এই বাসগুলি চালাবে।

প্রথম পর্যায়ে রাজারহাট ও নিউটাউনে ইলেকট্রিক বাস পরিষেবা চালু হবে। সাথে শহরাঞ্চল ও গ্রামবাংলার ১৫৬ টি রুটে আরও ১৫৬ টি বাস চলবে।

এই ১৫৬ টি নতুন রুটে রয়েছে দার্জিলিং ও মিরিক-এর ৮ টি রুট যার ফলে পাহাড়ে পরিবহণ ব্যবস্থা উন্নত হবে। এই রুটগুলি ওখানকার স্থানীয় মানুষদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। পাশাপাশি বর্ধমান-দুর্গাপুর-আসানসোল রুটে মিনি বাস চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে।অন্য রুটগুলি তৈরি করা হয়েছে রাজ্যের পর্যটন কেন্দ্রগুলির কথা মাথায় রেখে।

Source: The Statesman

 

State to ply 110 special buses for FIFA U-17 World Cup spectators from Salt Lake Stadium

Kolkata is one of the host cities for FIFA U-17 World Cup. Several important matches of the tournament are to held in the next few days – quarter-final, third-place play off and final – at the Vivekananda Yuba Bharati Krirangan (popularly called Salt Lake Stadium).

It is estimated that there will be huge turnouts at the stadium for these matches and so the police and administration are taking all possible measures to ensure the convenience of the spectators.

Keeping the return journey of the spectators in mind, the State Government has decided to run 110 special buses on the days of the matches on three routes – from Amul Island near the stadium to Sealdah, Howrah and Jadavpur.

The buses will be stationed at GD Island and from 6:30 pm, they will start leaving along the three routes based on demand.

 

 

Source: Millennium Post

 

বিশ্বকাপে দর্শকদের সুবিধার্থে এবার ১১০টি বাস চালাবে রাজ্য

কলকাতায় বিশ্বকাপের খেলা এখনও অনেকগুলি বাকি। তার মধ্যে আছে কোয়ার্টার ফাইনাল, তৃতীয় স্থানের খেলা ও ফাইনাল খেলা। এই খেলাগুলিকে কেন্দ্র করে মানুষের ভিড়ের পরিমাণ সর্বাধিক হতে পারে তার অনুমান করে ফেলেছে পুলিশ।

মানুষের ফেরার সময় বাসের চাহিদার কথা মাথায় রেখে স্পেশ্যাল ১১০টি বাস – যা রাজ্যের পক্ষ থেকে বিশ্বকাপ উপলক্ষে চালু করা হয়েছিল – তিনটি রুটে চালানো হবে। এই রুটগুলি হল, আমুল আইল্যান্ড থেকে শিয়ালদহ, হাওড়া ও যাদবপুর। কারণ, এই তিনটি রুটের বাসের চাহিদা সব থেকে বেশী।

খেলা শেষ হওয়ার আগে, অর্থাৎ সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ওই বাসগুলিকে জিডি আইল্যান্ডের কাছে দাঁড় করিয়ে রাখবে পুলিশ। পরে চাহিদা অনুযায়ী, ওই বাসগুলিকে বিভিন্ন রুটে ভাগ করে মানুষের যাতায়াতের সুবিধে করে দেওয়া হবে।

State Govt to facilitate licenses for luxury taxis outside Gatidhara

The Bengal Transport Department has decided to start re-issuing licenses for luxury taxis outside the Gatidhara Scheme.

According to Transport Department officials, this would have multiple benefits – providing employment to youths, increasing the number of luxury taxis, and, through the latter, indirectly, ensure that the app-based taxis do not indulge in unnecessary surge pricing, something which causes a lot of problems for commuters.

The applications have to be made online, for which purpose the department’s website is being updated with the necessary inputs.

 

গতিধারা প্রকল্পের বাইরেও ফের লাক্সারি ট্যাক্সির পারমিট দেওয়া শুরু করছে রাজ্য

বেকারদের সার্বিক কর্মসংস্থানের লক্ষ্যে ফের সরাসরি লাক্সারি ট্যাক্সির পারমিট দেওয়ার রাস্তা খুলে দিতে চলেছে পরিবহণ দপ্তর।

দপ্তরের এই সিদ্ধান্তে এক ঢিলে দুই পাখি মারা যাবে বলে মনে করছেন কর্তারা। প্রথমত, গতিধারা প্রকল্পের বাইরেও বহু যুবক যুবতী এই গাড়ি নামিয়ে স্বনির্ভর হতে পারবেন। দ্বিতীয়ত, এতে লাক্সারি ট্যাক্সির যোগান বাড়বে আরও। তাতে পরোক্ষভাবে অ্যাপ নির্ভর লাক্সারি ট্যাক্সির সংস্থাগুলিকে ‘সার্জ প্রাইস’ নিয়ন্ত্রণে চাপ বাড়ানো সম্ভব হবে।

নয়া সিদ্ধান্ত অনুসারে গতিধারা প্রকল্পের বাইরে লাক্সারি ট্যাক্সির পারমিটের জন্য আবেদন করতে হবে দপ্তরের ওয়েবসাইটে। তার জন্য দপ্তরের ওয়েবসাইটে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির কাজ ইতিমধ্যেই শুরু করা হয়েছে। অনলাইন হওয়ার ফলে এই প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে। 

Source:Bartaman

Bengal Govt to provide subsidies for 15,000 boats

The Bengal Government will provide a subsidy of Rs 1 lakh for the conversion of each of the 15,000 semi-mechanised boats, plying the state’s waterways, into mechanised ones in accordance with the ship-building practices (marine regulations) for safe and smooth sailing.

To construct a robust mechanised boat – steel or wooden – as per the specifications under the scheme, Rs 9 to 14 lakh will be required. There will be two types of boats with carrying capacities of 40 and 60 passengers. The State Government will arrange for soft loans from banks for the boat manufacturers to meet the rest of the expenses.

Twenty boat manufacturing companies from across the country have recently got empanelled with the State Government to manufacture standardised safe and robust passenger boats that will replace the existing semi-mechanised boats.

The subsidies will be provided by the State Transport Department under the Jaladhara Scheme, instituted last April to create a set of rules and regulations for the mechanised boats running along the waterways of Bengal as well as for the jetties which serve these boats. Around 350 jetties made of wood or bamboo which are considered unsafe are being replaced with safer ones as part of the scheme.

The State Transport Department has handed over four wooden launches to the Diamond Harbour, Beldanga, Behrampore and Naihati Municipalities for them to operate. Each of them has a capacity of carrying 100 passengers.

The department also plans to set up a hospital on a vessel that will be stationed in the Sundarbans to provide treatment to people from the far-flung areas of the region.

 

১৫০০০ নৌকো আধুনিকীকরণে ভর্তুকি দেবে রাজ্য সরকার

 

জলপথ পরিবহণ আরও নিরাপদ করতে ‘গতিধারা’র আদলে ‘জলধারা’ প্রকল্প চালু করল রাজ্য। উন্নত প্রযুক্তির নৌকা তৈরি করতে প্রকল্পে সরকারি ভর্তুকি ও ব্যাঙ্কঋণের ব্যবস্থা করা হবে। প্রত্যাশিত ভাবেই উচ্ছ্বসিত ফেরিঘাটের মৈালিকরা। ইতিমধ্যেই কয়েকশো ফেরিঘাটের পরিকাঠামোর জন্য ১০ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। ঢেলে সাজা হচ্ছে যাত্রী নিরাপত্তার বিষয়গুলি।

প্রশাসন সূত্রে খবর, পুরনো নৌকা বাতিল করে উন্নত প্রযুক্তির নৌকা কেনা বা পুরনো নৌকায় উন্নত প্রযুক্তি ব্যবহারের জন্য যা খরচ হবে তার ৩০ শতাংশ বা সর্বোচ্চ এক লক্ষ টাকা ভর্তুকি দেবে রাজ্য পরিবহণ দফতর। ব্যাঙ্ক ঋণের ব্যবস্থা করে দেওয়া হবে।

দুর্ঘটনা এড়াতে ঘাটগুলিতে এখন ‘সেমি-মেকানাইজড বোর্ড’ চালাতে চাইছে রাজ্য সরকার। ঠিক হয়েছে, আর্থিক দিক দেখবে পরিবহণ দফতরের ‘ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার কর্পোরেশন’। তারাই ভর্তুকি থেকে শুরু করে ঋণ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবে। প্রযুক্তির দিক দেখবে ‘পশ্চিমবঙ্গ অন্তঃদেশীয় জলপথ উন্নয়ন নিগম’। কোন নৌকা পুরোপুরি বাতিল হবে আর কোনটা সংস্কার করে আধুনিক যন্ত্র লাগিয়ে চালানো সম্ভব, তা তারাই ঠিক করবে।

Source: The Statesman

Gatidhara: State Govt to empower 8,000 more youths by Dec 31

The Bengal Government has decided to empower 8,000 more youths by December 31, 2017 through its Gatidhara Scheme. Thus many more among the unemployed would find a sustainable source of living.

Through the scheme, the government provides loans on easy instalment basis to enable people to buy cars, small trucks, etc. for commercial use. The State Transport Department, which runs the scheme, has set the deadline of December 31.

Gatidhara Scheme is one of the dream projects of Chief Minister Mamata Banerjee. So far, 15,700 people have benefitted out of it. This includes the 2,000 who received their sanction letters on September 13.

A target has been set to benefit 10,000 unemployed youth through the Gatidhara Scheme during the financial year 2017-18, for which Rs 94 lakh has been sanctioned. This would be the first time since the scheme was launched during the 2015-16 fiscal that 10,000 people would be benefitted.

It may be recalled that during the 2015-16 fiscal, 5,200 people were benefitted, which rose to 8,500 during the 2016-17.

Under the scheme, the State Government gives a financial assistance of Rs 1 lakh to a beneficiary to buy a vehicle. The process of the sanctioning of Rs 1 lakh starts once the road permit is given after an interview at the STA. The beneficiary usually deposits the amount as the initial payment to a bank that provides the rest of the amount as loan for the vehicle that has to be used for commercial purposes.

Moreover, the Transport Department, under the Gatidhara Scheme, has also made it possible to go for online applications to get luxury car permits from the State Transport Authority (STA), making the process of application simpler.

 

গতিধারা প্রকল্পে আরও গাড়ি নামানোর সুযোগ দিচ্ছে রাজ্য

গতিধারা প্রকল্পে বেকার যুবক-যুবতীদের গাড়ি নামানোর আরও বেশী করে সুযোগ করে দিচ্ছে রাজ্য সরকার। আরও ২০০০ বেকার যুবক-যুবতী এই স্কিমে গাড়ি নামানোর অনুমোদনপত্র পেলেন।

পরিবহণমন্ত্রী বলেন, “চেষ্টা চালানো হচ্ছে ডিসেম্বর মাসের মধ্যে ১০ হাজার বেকার যুবক যুবতীকে এই স্কিমের আওতায় স্বনির্ভর করার। আগে আবেদনকারীদের হাতে চেক দেওয়া হত। কিন্তু, এখন সরাসরি ডিলারদের কাছে আবেদনকারীর নামে টাকা চলে যাচ্ছে। এর ফলে বেকার যুবক-যুবতীরা যেমন স্বনির্ভর হচ্ছেন, তেমনই রাস্তায় গাড়ির সংখ্যাও বাড়ছে।”

সম্প্রতি একটি অ্যাপের মাধ্যমে হলুদ ও নীল-সাদা ট্যাক্সি পরিষেবার উদ্বোধন করেন পরিবহণমন্ত্রী। এই অ্যাপের মাধ্যমে বুক করা যাবে সাধারন ট্যাক্সি। পাশাপাশি টাইগার অ্যাপেও হলুদ ট্যাক্সি বুক করার সুবিধা বৃদ্ধি করা হল। এই অ্যাপ চালু হওয়ার সাধারণ যাত্রীদের হলুদ ট্যাক্সি পেতে অনেক সুবিধা হবে।

Source: Millennium Post

Bengal Transport Dept making plans for a pleasant Durga Puja

With Durga Puja almost at our doorsteps, the State Transport Department is gearing up to make the occasion a pleasant one for all concerned.

It is making plans to make it viable for people to avail bus services all without any hassle during the Puja days. During the four days, 1,100 buses would be operating in the city from 6 am to 12 midnight.

The department has also made plans for special ferry services for people to view the immersion ceremony of different Puja organisers. Two ferries have been added to the fleet run by the Water Transport Directorate, which would be made available for people to board to see the immersion of the goddess Durga.

পুজোর প্রস্তুতি শুরু পরিবহণ দপ্তরের

দুর্গা পুজোর কথা মাথায় রেখে সাজো সাজো রব পরিবহণ দপ্তরে। রাজ্যজুড়ে পুজোর দিনগুলোর কথা মাথায় রেখে কিভাবে একইসঙ্গে শহরের পরিবহণ ব্যবস্থা ঠিক রাখার পাশাপাশি প্রতিমা দর্শনেরও সুযোগ করে দেওয়া যায় নগরবাসীদের তার পরিকল্পনা চলছে।

পুজোর সময় সকাল ৬ টা থেকে রাত ১২ টা পর্যন্ত সরকারি বাস পাবেন যাত্রী ও দর্শনার্থীদের দল। পুজর কটা দিন ১১০০ সরকারি বাস চলবে।

বিসর্জন দেখার জন্য বিশেষ নৌকা বিহারেরও ব্যবস্থা করছে রাজ্য পরিবহণ দপ্তর। সম্প্রতি জল পরিবহণ বিভাগের ভাণ্ডারে যোগ হয়েছে ২টি ভেসেল। এবার পর্যটক ও দর্শনার্থীদের কলকাতার বিসর্জন দেখার কাজে ব্যবহার করা হবে এই ২টি ভেসেলও।

Source: Ei Samay

Bengal Govt to employ personnel to ensure safety at 279 jetties across the state

The Bengal Transport department has decided to engage two trained men in each of the 279 jetties across the state which are to be upgraded soon. The trained personnel would be tasked to keep a tab on whether the drop gates are functioning properly and to ensure that passengers beyond the capacity of the jetties do not board them at a time.

Experts have framed a Standard Operating Procedure (SOP) which must be followed on all the jetties and accordingly, the identified 279 will be upgraded. There will be drop gates on the jetties to restrict excessive loading of passengers on each vessel. At the same time, there will be life jackets that passengers have to put on to ferry across the river on vessels and arrangements will be made for proper illumination on board.

“In a bid to ensure that the SOP is followed, it has been decided that two trained men will be engaged in each of the jetties. Agencies will be engaged to deploy those trained men,” said Bengal  Transport Minister Suvendu Adhikari on Wednesday, adding that out of these jetties, 28 are in Hooghly, 60 in North 24 Parganas, 16 in Howrah, 12 in South 24 Parganas and 11 of the West Bengal Transport Corporation.

He also informed that there will be an investment of around Rs 10 lakh for the upgradation of each of the jetties and Rs 5 lakh has already been released. The state Transport department has taken the initiative to upgrade some of the 279 jetties to model ones. There will be an investment of around Rs 3.5 crore to build each of the model jetties. There are already 18 model jetties in the state built in the last financial year.

 

রাজ্যের ২৬৯টি মডেল জেটিতে থাকবেন সুরক্ষা কর্মীরা

রাজ্যে ২৬৯টি জেটিকে মডেল জেটি হিসাবে তৈরি করা হবে বলে বুধবার বিধানসভায় জানালেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারি। রাজ্য সরকার জেটি রক্ষণাবেক্ষণ ও যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে কতগুলি পদক্ষেপ নিয়েছে।

ওই মডেল জেটি তৈরির জন্য ১০ লক্ষ টাকা করে খরচ করা হবে। জেলাশাসকদের ওই টাকা দেওয়া হয়েছে। প্রত্যেক জেটিতে দু’জন করে নুলিয়া রাখা হবে। যাঁরা সর্বদা নজর রাখবেন। অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না। জেটিতে ড্রপগেট লাগানো হবে। পরিবহণ দপ্তর সব জেটির নিয়ন্ত্রণ নেবে। অস্থায়ী জেটি থাকবে না।

শুভেন্দু অধিকারি জানান, জেটি রক্ষণাবেক্ষণে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। এই নির্দেশিকা অনুযায়ী মুখ্যসচিবের সভাপতিত্বে সংশ্লিষ্ট দপ্তর এবং সকল জেলাশাসকদের নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জরুরি ভিত্তিতে জেটি বা ফেরিঘাটে প্রয়োজনীয় সংস্কার করতে নির্দেশ দেওয়া হয়েছে।

যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে জেটি ও ফেরিঘাটে যাত্রীদের সতর্কতামূলক সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সম্বলিত নোটিস বোর্ড লাগানো হবে।

যান্ত্রিক নৌকা চালানোর জন্য জলধারা প্রকল্পের পরিকল্পনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রকল্প সম্পর্কে ব্যাখ্যা করে শুভেন্দু বলেন, এই প্রকল্পে মাথাপিছু সর্বাধিক এক লক্ষ টাকা অনুদান দেবে রাজ্য সরকার।

 

 

Pathadisha app a huge hit on the very first day

The ‘Pathadisha’ app introduced by the state Transport department to help commuters to get real time location of state run buses has become immensely successful within a day.

A large section of commuters possessing smart phones have downloaded the app.

Alapan Bandyopadhyay, Principal Secretary of the Transport department, said this is a major leap taken towards the electronic and smart governance system.

The app is helpful for people as they could easily track the route of a particular bus through which it will pass. Moreover, one can also plan which bus he or she must take to reach his or her destination.

The Transport department has also introduced an online tracking system to keep a tab on the movement of such buses. Steps will also be taken to introduce similar sort of apps for trams and vessels.

It may be mentioned that the name ‘Pathadisha’ was given by Chief Minister Mamata Banerjee.

 

একদিনেই জনপ্রিয়তার শিখরেপথদিশাঅ্যাপ

রাজ্য পরিবহণ দপ্তর ‘পথদিশা’ অ্যাপ চালু করেছে যা একদিনের মধ্যে অভূতপূর্ব সাফল্য পেয়েছে। এই অ্যাপের মাধ্যমে ঘরে বসে সরকারি বাসের রিয়েল টাইম যাতায়াতের খবর পাওয়া যাবে।

অনেকেই ইতিমধ্যেই তাদের স্মার্ট ফোনে এই অ্যাপ ডাউনলোড করেছে।

WBTC –র ‘AC’ ও ‘S’ বাসগুলিতে আপাতত এই সুবিধা চালু হচ্ছে। এছাড়া, যাত্রীরা নিজেদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য কোন বাসে যাবেন সেটাও নিজেরা পছন্দ করতে পারবেন।

পরিবহণ দপ্তর একটি অনলাইন ট্র্যাকিং সিস্টেম চালু করেছে এই সব বাসগুলির গতিবিধির ওপর নজর রাখতে। আসতে আসতে এই পরিষেবা বেসরকারি বাস, ট্রাম ও ফেরির ক্ষেত্রেও চালু করা হবে।

উল্লেখ্য এই ‘পথদিশা’ নামটিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া।

 

Bengal Govt brings ‘Pathadisha’ app and smart cards for bus commuters

Gone are those days when you wasted precious minutes waiting for the bus to your workplace. Thanks to ‘Pathadisha’ – an app the state transport minister will launch on Wednesday – you will get to track your bus from your home and plan your journey accordingly.

The transport department is also introducing a smart card for the commuters – quite similar to the Metro card – that would help a commuter get rid of the perpetual problem of change. For every recharge, there will be some free rides as promotional offer.

“To begin with, commuters will get to track and use smart cards on 700 government buses but gradually , all private buses, trams and vessels will be covered by the Vehicle Tracking System (VTS),“ said the Transport Minister.

Once the smart card is introduced, commuters will be able to swipe the card with a machine available with the bus conductor. It will help us in curbing revenue pilferage.

 

 

বাসযাত্রীদের জন্য ‘পথদিশা’ অ্যাপ ও স্মার্ট কার্ড নিয়ে এল রাজ্য সরকার

কর্মস্থলে যাওয়ার জন্য এখন আর বাসের জন্য রাস্তায় দাঁড়িয়ে মূল্যবান সময় নষ্ট করতে হবে না। বাস যাত্রীদের জন্য রাজ্য পরিবহন দপ্তর নিয়ে এল ‘পথ দিশা’ অ্যাপ। আজ এই অ্যাপ চালু করবেন পরিবহন মন্ত্রী।

স্মার্ট ফোনে ‘পথ দিশা’ অ্যাপের মাধ্যমে ঘরে বসে সরকারি বাসে রিয়েল টাইম যাতায়াতের খবর পাওয়া যাবে। WBTC –র ‘AC’ ও ‘S’ বাসগুলিতে আপাতত এই সুবিধা চালু হচ্ছে।

পরিবহন দপ্তর একটি ট্রান্সপোর্ট কার্ড চালু করছে। এটি মেট্রোর স্মার্ট কার্ডের মতো। এবার প্রি-পেড ইলেক্ট্রনিক কার্ডের মাধ্যমে ভাড়া দিয়ে WBTC –র বাসে যাতায়াত করা যাবে।  প্রতি রিচার্জে প্রমোশনাল অফার হিসেবে বেশ কিছু ফ্রি রাইড থাকবে।

পরিবহন মন্ত্রী জানান, “এই পরিষেবা চালু হলে যাত্রীরা যেমন সবকিছু ট্র্যাক করতে পারবে তার সঙ্গে সঙ্গে সরকারী বাসে এই ট্রান্সপোর্ট কার্ডও ব্যবহার করতে পারবে। আসতে আসতে এই পরিষেবা বেসরকারি বাস, ট্রাম ও জলযানের ক্ষেত্রেও চালু করা হবে”।

একবার স্মার্ট কার্ড চালু হয়ে গেলে যাত্রীরা বাস কন্ডাক্টরের কাছে থাকা মেশিনে সোয়াইপ করতে পারবেন।