The West Bengal Transgender Development Board (WBTDB) is planning to conduct a census of transgenders across the state and make voter ID cards for them so that they can cast their votes.
The chairperson of the board, who is also the Minister of State for Women and Child Welfare, said that the government is trying to increase the visibility of the transgender community.
Under the initiative of Chief Minister Mamata Banerjee, the State Government has already taken some measures. Representatives from this community were in the judges’ panel that went around the pandals selecting the best Durga Pujas in Kolkata. Three awards were also earmarked for the best transgender-friendly Durga Pujas in the city.
The government is also planning awareness programmes on transgenders at the upper primary and secondary levels in the state schools.
Source: Millennium Post
রূপান্তরকামীদের শুমারি করে ভোটার কার্ড প্রদান করবে রাজ্য সরকার
ওয়েস্ট বেঙ্গল ট্রান্সজেন্ডর ডেভেলপমেন্ট বোর্ডের উদ্যোগে রাজ্যজুড়ে রূপান্তরকামীদের শুমারি করবে রাজ্য সরকার। শুমারি শেষ হলে তারা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই লক্ষ্যে তাদের প্রদান করা হবে ভোটার কার্ড।
রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা এই বোর্ডের চেয়ারপার্সন বলেন, রূপান্তরকামীদের সমাজের মূল ধারায় আনতে সচেষ্ট রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য সরকার ইতিমধ্যেই অনেক পদক্ষেপ নিয়েছে। এই সম্প্রদায়ের প্রতিনিধিরা দুর্গাপুজোর বিচারক মণ্ডলীর সদস্য হয়ে দুর্গাপুজো প্যান্ডেলগুলি পরিদর্শন করেছেন। শহরের রূপান্তরকামী-বান্ধব তিনটি দুর্গাপুজো কমিটি পুরস্কৃতও হয়েছে।
রাজ্যের সমস্ত স্কুলে উচ্চ-প্রাথমিক ও মাধ্যমিক স্তরে রূপান্তরকামীদের ব্যাপারে সচেতনতা বাড়ানোর পরিকল্পনাও আছে রাজ্য সরকারের।