Bengal Govt to earthquake-proof Kolkata’s iconic Town Hall

As part of the ongoing restoration project of the iconic Town Hall, a heritage structure, being undertaken by the Bengal Government, it has been decided to upgrade it to an earthquake-proof building.

The strengthening of the more-than-200-year-old structure is being undertaken keeping in mind the series earthquakes, though of lesser intensity, in the past few years. Experts from IIT Roorkee have prepared a detailed report on restoring the structure, and the decision for earthquake-proofing is based on it.

An official from the Public Works Department (PWD), which is overseeing the restoration, said that as per the planning, fibre-reinforced concrete around the huge pillars in front of Town Hall will strengthen it and at the same time, steel will be used to fix the structure of the roof with the pillars.

At the same time, the lighting arrangements will be done in such a way that they add more elegance to the building’s look.

টাউন হলকে ভূমিকম্প-রোধক বানাবে রাজ্য সরকার

2

ইতিমধ্যেই টাউন হলের সংস্কারের কাজ শুরু করেছে রাজ্য সরকার। এই উদ্যোগের অংশ হিসেবে এই ঐতিহাসিক ভবনটিকে ভূমিকম্প-রোধক বানাবে রাজ্য।

গত কয়েক বছরে কলকাতায় বেশ কয়েকটি ভূমিকম্পের ঘটনা ঘটেছে। যদিও সেগুলির প্রবলতা খুব বেশি ছিল না, তবুও সংশয় থেকেই যায়। ঠিক এই কারণেই, দুশো বছরেরও বেশী পুরনো এই ভবনটিকে ভূমিকম্প-রোধক বানাতে উদ্যোগী সরকার। আইআইটি রুরকির বিশেষজ্ঞরা এই বাড়িটি সংস্কারের বিশদ রিপোর্ট তৈরী করেছে ভূমিকম্পের বিষয়টি মাথায় রেখেই।

পূর্ত দপ্তর এই সংস্কারের দায়িত্বে। ফাইবার-যুক্ত-কংক্রিট দিয়ে এই হলের থামগুলিকে মজবুত করা হচ্ছে। থামের সাথে যুক্ত ছাদের অংশটিতে স্টিল ব্যবহার করা হবে।

এছাড়াও, টাউন হলের শোভাবৃদ্ধির জন্য আলো দিয়ে সাজানোও হবে।

Source: Millennium Post

Provide selfless service to patients with a smile, Didi tells private hospitals

Bengal Chief Minister Mamata Banerjee today urged the private hospitals to treat patients, specially those from economically weaker sections, with a smile. She was speaking at the function of a private hospital in Newtown.

The CM said that hospitals are not a place for business. “The State Government is ready to provide full cooperation to you but not for fleecing the poor,” she reiterated. She added that for incidents of violence at hospitals, law will take its own course.

The CM suggested to the private hospitals that they could start ‘budget section’ for poor people.

On February 22, 2017, the Chief Minister had met with representatives of the private hospitals and nursing homes in and around Kolkata. In the meeting she had announced that a Commission to regulate the private hospitals would be set up.

 

 

হাসিমুখে মানুষের জন্য কাজ করুন, বেসরকারি হাসপাতালগুলিকে বললেন মুখ্যমন্ত্রী

আরও একবার বেসরকারি হাসপাতালগুলিকে রোগীদের প্রতি মানবিক আচরণের আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নিউটাউনে এক বেসরকারি হাসপাতালের অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি বলেন মানবিকতার সঙ্গে, হাসিমুখে মানুষের জন্য কাজ করুন।

মুখ্যমন্ত্রী বলেন, “সরকার সবরকম সাহায্য করতে প্রস্তুত, কিন্তু গরীব মানুষদের লুঠ করা চলবে না”। তিনি আরও বলেন, হাসপাতালে কোন রকম অশান্তি আমরা সমর্থন করি না। আইন আইনের পথে চলবে।

গরীবদের জন্য বেসরকারি হাসপাতালগুলিকে একটি ‘বাজেট সেকশন’ তৈরী করার প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী।

গত ২২ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী টাউন হলে কলকাতা ও আশেপাশের বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে একটি বৈঠক করেন। এই বৈঠকে তিনি বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের জন্য একটি হেলথ রেগুলেটরি কমিশন গঠন করার কথাও ঘোষণা করেন।

 

People hail Bengal CM’s move as ‘milestone’

Appreciation and words of thanks came flooding for Chief Minister Mamata Banerjee from all walks of life on Thursday, a day after she pulled up private healthcare facilities in the city. Citizens of Kolkata and other parts of Bengal welcomed the move to form the West Bengal Health Regulatory Commission to monitor the functioning of the private hospitals and nursing homes.

Calling it a “milestone decision” by the government, the people from the city expressed their heartfelt gratitude to the Chief Minister as they believe that the decision will help the patients in many ways.

It may be mentioned that in an unprecedented move, the Chief Minister on Wednesday pulled up the private hospitals and nursing homes over various issues. The people are happy as the head of the state has come up with a policy to fix accountability on the part of the hospital authorities.

 

বেসরকারি হাসপাতালগুলির জন্য কমিশন গড়ার মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে সাধুবাদ সাধারণ মানুষের

বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে নজরদারি রাখতে হেলথ রেগুলেটরি কমিশন তৈরি করবে রাজ্য| মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১০ সদস্যের সেই কমিটির মাথায় রাখা হবে একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে। সঙ্গে থাকবেন ৫ জন চিকি९সক ও আধিকারিকরা। এই কমিটি মুখ্যমন্ত্রীকে প্রতি মাসে একবার করে রিপোর্ট দেবে।

ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট অ্যাক্ট আরও কঠোর করতে আগামী ৩ মার্চ বিল আনা হচ্ছে বিধানসভায়|

উল্লেখ্য এটি একটি অভূতপূর্ব পদক্ষেপ। বুধবার মুখ্যমন্ত্রী বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলির কর্তৃপক্ষের সঙ্গে তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। বেসরকারি হাসপাতালগুলিকে নিয়ে সরকারের এই সিদ্ধান্তকে ‘মাইলস্টোন ডিসিশন’ আখ্যা দিয়েছে মানুষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন তারা। তাদের বিশ্বাস মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত সাধারণ মানুষকে অনেক ক্ষেত্রে সাহায্য করবে।

 

 

Healthcare must be provided at affordable cost: Mamata Banerjee

Chief Minister of Bengal Mamata Banerjee today met with the representatives of private hospitals and nursing homes at Town Hall to take stock of the functioning of the functioning of these hospitals.

In the meeting, the Chief Minister said, “There are some complaints against private hospitals, but people should not take law in their own hands.”

The Chief Minister highlighted several achievements of the state government in improving the medical facilities in State. She said, “27000 beds have been increased in the government hospitals in the last few years. Four lakh people have been registered under the Swastha Sathi programme and government hospitals have also started e-prescriptions.”

The Chief Minister also mentioned, “The people choose which hospital they will get treated in. Bengal is the gateway to North East India, Bangladesh and Nepal from where people also come here for treatment. Patients trust the hospitals with their lives, they must be treated humanely. The treatment must be provided with ease and simplicity. This is a social responsibility.”

She suggested to the private hospitals that they must maintain e-records of patients. The Chief Minister also mentioned that the Government will bring in an amendment to the West Bengal Clinical Act in the upcoming session of the Assembly.

She ended the meeting stating that the government will set up West Bengal Health Regulatory Commission headed by a former judge for monitoring private hospitals.

 

সহজ-সরল-সুলভ খরচে স্বাস্থ্য পরিষেবা দিতে হবেঃ মুখ্যমন্ত্রী

আজ বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম  গুলির সঙ্গে টাউন হলে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কিছু কিছু বেসরকারি হাসপাতালের নামে অভিযোগ আসছে। কিন্তু তাই বলে আইন নিজের হাতে তুলে নেওয়া যায় না”।

মুখ্যমন্ত্রী জানান, গত ৫ বছরে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো অনেক উন্নত হয়েছে। হাসপাতালে বেডের সংখ্যা ২৭০০০ বাড়ানো হয়েছে। স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় ৪ লক্ষ মানুষ রয়েছেন। সরকারি হাসপাতালে ই-প্রেসক্রিপশন চালু করা হয়েছে।”

এদিন মুখ্যমন্ত্রী বলেন, “মানুষ কোথায় চিকি९সা করাবেন সেটা তাদের স্বাধীনতা। বাংলা উত্তর-পূর্ব ভারতের গেটওয়ে, বাংলাদেশ ও নেপাল থেকেও অনেক মানুষ এখানে আসেন চিকি९সার জন্য। মানুষ হাসপাতালগুলিকে বিশ্বাস করে। তাদের সঙ্গে মানবিক আচরণ করা উচিত। মানুষকে স্বাস্থ্য পরিষেবা সহজ-সরল-সুলভে দিতে হবে। এটাও একটা সামাজিক দায়িত্ব”।

তিনি আরও বলেন, “দিল্লি ও মুম্বাইয়ের জীবনযাত্রার মান কলকাতার থেকে অনেক বেশি তাই ওখানকার খরচের সাথে কলকাতার খরচ তুলনা করা যায় না।”

তিনি বলেন, কোনও হাসপাতাল থেকে এমারজেন্সি রোগীকে ফিরিয়ে দেওয়া উচিত না।

হাসপাতালগুলিকে ‘বাজেট সেকশন’ চালু করার প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী যেখানে সাধারণ মানুষ সুলভে স্বাস্থ্য পরিষেবা পেতে পারবেন।

মুখ্যমন্ত্রী বলেন “সরকারি ও বেসরকারি হাসপাতাল একে অপরের পরিপূরক। বর্তমানে শিশু মৃত্যুর হার ৩২ থেকে কমে হয়েছে ২৬। মা ও শিশুদের সুরক্ষাই আমদের লক্ষ্য। রোগীদের সাথে মানবিক আচরণ করতে হবে। কিন্তু হাসপাতালে কোনরকম অশান্তি আমরা সমর্থন করি না। হাসপাতাল মানুষের সেবার জায়গা। হাসপাতালগুলির উচিত রোগীদের ই-রেকর্ড রাখা”।

বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, ওয়েস্ট বেঙ্গল ক্লিনিকাল অ্যাক্ট এমেন্ড করা হবে এবং করব বেসরকারি হাসপাতালেগুলিকে মনিটর করতে একটি West Bengal Health Regulatory Commission গঠন করা হবে।

 

 

Bengal will become best in the world: WB CM

The newly formed Government of West Bengal, headed by Trinamool Congress in its second consecutive term, has taken up the agenda of bettering administrative work from where it left off in January 2016.

Under the leadership of Chief Minister Mamata Banerjee, the first administrative meeting of the new Government was held today at Town Hall.

At a press conference after the meeting, the Chief Minister said, “During the last five years, our Government has done a lot of developmental work. Despite the load of debts, we have enabled the State to prosper on all fronts. The amount of spending on development-related activities has trebled during the last five years.”

“The Centre has stopped the flow of funds but we have kept up the work on all the previously Centre-funded projects by spending from our own treasury. Over the last five years, there has been 105 administrative meetings in all the districts. Infrastructure and assets have doubled during the last five years.”

About the Aadhar Card, she said that since everyone in the State has not received them, it should not be made mandatory for accessing Government services.

She also announced that she would conduct the first block-level administrative meeting of the new Government on June 14 in Jangalmahal.

Since 2011, Chief Minister Mamata Banerjee has chaired 105 administrative meetings, in all the 20 districts of the State, resulting in the much quicker implementation of developmental activities.

 

 

বাংলা হবে বিশ্বসেরাঃ মুখ্যমন্ত্রী 

নতুন সরকার হিসেবে পশ্চিমবঙ্গে দ্বিতীয় বার শপথ নেওয়ার পর আজই ছিল তৃণমূল কংগ্রেসের প্রথম প্রশাসনিক বৈঠক। টাউন হলে দপ্তরগুলির সঙ্গে শেষ পর্যালোচনা বৈঠক মুখ্যমন্ত্রী করেন গত জানুয়ারি মাসে।

আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে  টাউন হলে প্রথম প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে সব দপ্তরের মন্ত্রী, সচিব ও পদস্থ আধিকারিকদের পাশাপাশি জেলাশাসক ও পুলিশ সুপাররাও এই বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠক শেষের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান আজ বিভিন্ন দপ্তরের পূর্বে করা বিভিন্ন কাজ এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, “আমাদের সরকার গত ৫ বছরে প্রচুর উন্নয়নমূলক কাজ করেছে। বিপুল ঋণের বোঝা থাকা সত্ত্বেও রাজ্যে ব্যাপক উন্নয়ন হয়েছে। গত পাঁচ বছরে রাজ্যের পরিকল্পিত ব্যয় তিন গুণ বৃদ্ধি হয়েছে, এটি নজিরবিহীন”।

“কেন্দ্র টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কিন্তু রাজ্য সরকার নিজেদের টাকায় সেইসব প্রকল্পের কাজ চালু রেখেছে। গত ৫ বছরে জেলায় জেলায় মোট ১০৫ টি প্রশাসনিক বৈঠক হয়েছে। পরিকাঠামো ও অ্যাসেট গত পাঁচ বছরে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে” , বলেন মুখ্যমন্ত্রী।

আধার কার্ড প্রসঙ্গে তিনি বলেন যেহেতু সকলে এখনো এই কার্ড পায়নি তাই আধার কার্ড সকলের জন্য বাধ্যতামূলক করা উচিত নয়।

তিনি জানান আগামী ১৪ ই জুন জঙ্গলমহলে তিনি প্রশাসনিক বৈঠক করবেন। ব্লকস্তরে এটি প্রথম প্রশাসনিক বৈঠক।

গত পাঁচ বছরে পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মোট ১০৫ টি প্রশাসনিক বৈঠক করে  সেখানকার উন্নয়নমূলক কাজকর্ম পর্যালোচনা করেছেন।

WB CM presides over administrative review meeting at Town Hall

West Bengal Chief Minister Ms Mamata Banerjee held an administrative meeting in Town Hall today. She assessed the performances of the departments under her administration.

All ministers, along with departmental secretaries and other senior officers were present at the meeting, besides district magistrates and superintendents of police.

The Trinamool Congress Government has crossed many milestones in the last four-and-a-half years. Bengal Global Business Summit in January was a huge success, where the country’s top industrialists made their presence felt; investment agreements worth hundreds of crores were signed. The State has been very successful in drawing investments in the micro, small and medium enterprises sector. There has been record production of electricity by the State. In the last four-and-a-half years, the Kanyashree Scheme has become a phenomenal success in India, and has earned accolades internationally too. In the police administration too, things have improved a lot: along with five police commissionerates, women’s police stations have been set up in every district.

In the light of these successes, and the soon-to-be-held Assembly elections, this administrative meeting holds special significance.

The Chief Minister addressed a press conference after the meeting. She said the Government has held over 100 administrative review meetings to ensure that projects are completed on time. The meeetings are held all over tha state to take the CMO to the BDOs, to make a direct connection with the development that is happening.

She expressed pride in her administration for having completed, even out-performed in many cases, all the developmental work despite the Centre not giving adequate funds, and on top of that, burdening the State with hundreds of crores of debt.

She said, “We will ensure that the development work is continued and benefits are extended to people even after the elections are announced.”

The Chief Minister listed departments’ achievements in terms of spending. Many of them did developmental work worth more than the amount allotted to them.

The better performers are as follows:

  • Animal Resources Development and Housing – 130%
  • Paschimanchal Unnayan – 128%
  • Forest – 126%
  • Youth Service and Self-Help Groups – 124%
  • Agriculture – 123%
  • Public Health Engineering and Women & Child Development – 121%
  • Health and Family Welfare – 119%
  • Industrial Reconstruction and Food Supply – 118%
  • Power and Commerce & Industry – 114%
  • Minority Affairs, Irrigation & Waterways – 113%
  • Urban Development – 111%
  • Technical Development and Training – 110.99%
  • Disaster Management – 110.83%
  • Home and Police – 110.81%
  • Transport – 110%
  • Sericulture and Micro, Small & Medium Enterprises (MSME) – 108%
  • Environment – 107%
  • Public Works – 106%
  • Schools and Mass Education – 105%
  • Sundarbans Affairs and Infromation Technology (IT) – 104%
  • Land Bank – 103%
  • Fisheries – 101%

 

She didn’t forget to wish all the Secondary and Higher Secondary examinees: “I wish all students appearing for Secondary and Higher Secondary exams the very best.”

 

টাউনহলে আজ প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী

আজ টাউন হলে প্রশাসনিক পর্যালোচনায় বসেছিলেন মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত দপ্তরের কাজের খতিয়ান নিলেন মুখ্যমন্ত্রী।

এই বৈঠকে মন্ত্রিসভার সমস্ত সদস্য এবং বিভিন্ন দপ্তরের সচিব ও আধিকারিক উপস্থিত ছিলেন। এছাড়াও সকল জেলাশাসক ও পুলিশ সুপার উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, জানুয়ারি মাসের শুরুতেই গ্লোবাল বিজনেস সামিটকে কেন্দ্র করে দেশের প্রথম সারির শিল্পপতিরা উপস্থিত ছিলেন। ক্ষুদ্র ও কুটির শিল্পে ব্যাপক বিনিয়োগ হয়েছে। বিদ্যু९ উ९পাদনও ব্যবহারেও রাজ্য রেকর্ড সৃষ্টি করেছে। গত সাড়ে চার বছরে কন্যাশ্রী প্রকল্প দেশের মধ্যে মাইল ফলক হিসেবে চিহ্নিত। আবার পাঁচটি নতুন পুলিশ কমিশনারেট তৈরি হয়েছে এবং প্রতিটি জেলাতেই প্রায় মহিলা থানা তৈরি হয়েছে।

বৈঠকের পর মাননীয়া মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যে, তিনি তার অফিসারদের কাজে খুশি। তিনি আরও বলেন, “একশোরও বেশী প্রশাসনিক বৈঠক করেছি আমরা। কেন্দ্র যেসকল প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার সেগুলি চালু রেখেছে। ১০ হাজার কোটি টাকা বখেয়া রেখেছে কেন্দ্র সেই টাকা দিয়েছে রাজ্য সরকার। পঞ্চায়েত ও ভূমি দপ্তর, নগরোন্নয়ন দপ্তর, স্থ্য, পরিবহণ ও ম९স্য দপ্তর ভালো কাজ হয়েছে”। নির্বাচনী তারিখ ঘোষণা হওয়ার পরও উন্নয়নমূলক কাজ যেন বন্ধ না হয় সেই অনুরোধও করেছেন মুখ্যমন্ত্রী।

সবশেষে তিনি মাধ্যমিক উচ্চমাধ্যমিকের ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানান।

এদিন মুখ্যমন্ত্রী উন্নয়নের খাতে বিভিন্ন দফতরের ব্যয়ের তালিকা ঘোষণা করেছেন।

শীর্ষে থাকা দফতর গুলির তালিকাঃ

প্রাণী সম্পদ উন্নয়ন ও আবাসন – ১৩০%

পশ্চিমাঞ্চল উন্নয়ন – ১২৮%

বন দপ্তর – ১২৬%

যুব কল্যাণ ও স্বনির্ভর গোষ্ঠী দপ্তর  – ১২৪%

কৃষি দপ্তর – ১২৩%

জনস্বাস্থ্য কল্যাণ এবং নারী ও শিশু উন্নয়ন দপ্তর – ১২১%

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর – ১১৯%

শিল্প পুনর্গঠন এবং খাদ্য সরবরাহ দপ্তর – ১১৮%

বিদ্যু९ ও শিল্প-বাণিজ্য দপ্তর  – ১১৪%

সংখ্যালঘু বিষয়ক, সেচ ও জলপথ বিভাগ – ১১৩%

নগরোন্নয়ন দপ্তর – ১১১%

প্রযুক্তিগত উন্নয়ন ও প্রশিক্ষণ বিভাগ – ১১০.৯৯%

বিপর্যয় মোকাবিলা দপ্তর  – ১১০.৮৩%

স্বরাষ্ট্র দপ্তর  – ১১০.৮১%

পরিবহন দপ্তর – ১১০%

রেশম চাষ ও মাইক্রো, স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস  – ১০৮%

পরিবেশ দপ্তর – ১০৭%

PWD – ১০৬%

শিক্ষা দপ্তর- ১০৫%

সুন্দরবন বিষয়ক ও তথ্য প্রযুক্তি (আইটি) – ১০৪%

ল্যান্ড ব্যাংক – ১০৩%

ম९স্য দপ্তর – ১০১%

 

 

 

 

WB CM felicitates 2015 HS and Madhamik toppers at Town Hall

West Bengal Chief Minister Ms Mamata Banerjee today felicitated the top achievers of Madhyamik and Uccha Madhyamik (HS) Examinations 2015. The West Bengal Government under the initiative of the Chief Minister has made it a practice to felicitate the achievers and encourage them in for future days.

The top achievers of Madhyamik and Uccha Madyamik Examination 2015, were presented with books and laptops. After the felicitation ceremony, the Chief Minister listened to the students who had personal problems and immediately directed the officials to take steps.

The Chief Minister in her brief speech said that the students present there were the future of the Nation but they should never forget their roots in Bengal, wherever they will be in future days. He urged the students to motivate other students as they had been motivated by their teachers and family members. She said that she was very happy to see that even districts which are far flung have also produced excellent results.

The West Bengal Chief Minister said that plans will be made so that workshops may be organised for the Kanyashree girls where these top achievers may find some time and motivate the girl students.

The Chief Minister said to the students that wherever they go and whatever they do in their future days, her blessing will always be with them because they can fulfill the dreams and make Bengal proud.