Bengal Transport Dept ties up with Google to help commuters

Commuters can now plan their trip within Kolkata on Google maps on phone, thanks to State Transport Department. With all data of routes under State Transport utilities available on Google, one can touch and select the public transport bus or tram services one wants to avail to reach their destination.

The map suggests the best route to reach one’s destination, giving citizens a respite from rogue taxi or auto drivers who swindle passengers by taking winding routes to take them to their destinations. Now, one needs to put the origin and destination on the map. Google map will give options to reach the destination – multiple routes under different modes of transport on real-time basis. Google will also give the approximate time to be taken by each mode of transport.

For a tourist, the system will come very handy to reach any place of interest from any point of the city. For an office-goer, it will be only a matter of few seconds to know the route he must take to reach his or her office. Eventually , one can also locate the bus he needs to catch on the map.

 

পরিবহণ ব্যবস্থাকে উন্নিত করতে গুগলের সাথে গাঁটছড়া বাঁধল রাজ্য

কলকাতার বাসিন্দাদের জন্য সুখবর। এখন থেকে সরকারি বাসের গতিবিধি চলে এলো হাতের মুঠোয়। বাড়িতে বসেই গুগল ম্যাপের সাহায্যে জানতে পারবেন যে কোনও সরকারি বাসের হদিস।
রাজ্য পরিবহণ দপ্তর গুগলের সাথে গাঁটছড়া বাঁধায় এবার আপনি ম্যাপের সাহায্যে আপনার ফোনেই জানতে পেরে যাবেন কোন সরকারি বাস কোথায় রয়েছে। এছাড়াও আপনার গন্তব্যের জন্য কোন বাসে ওঠা উচিত সেটাও বাতলে দেবে গুগল ম্যাপ। আপনার গন্তব্যে সব থেকে কম সময়ে কোন রুটে পৌঁছতে পারবেন সেটাও দেখে নিতে পারবেন।
এই  শহরে আগত পর্যটকদের খুব সুবিধা হবে। আর অসুবিধায় পড়তে হবে না তাদের। নিত্যযাত্রীদের দৈনিক যাতায়াতও হবে অনেক সহজ।

Kolkata ranked 62nd among global destination cities

A recent study has ranked Kolkata among the top 100 destination cities for the year 2016. The study, undertaken by a major multinational financial services corporation, titled ‘Global Destination Cities Index’ for 2016, placed Kolkata at number 62.

The sixth edition of the Global Destinations Cities Index provides a ranking of 132 most visited cities around the world by projecting ‘visitor volume’ and ‘spend estimates’ for the particular calendar year.

Bengal government has given a special attention to tourism as a way of revenue generation. Several steps have already been taken up to woo overseas tourists.

The state government has initiated a ‘Teresa Tour’ project, eyeing overseas tourists’ volume in Kolkata, and will formulate a home-stay policy soon for better accommodation of foreign tourists.

The Bengal hills – comprising Darjeeling, Kurseong, Kalimpong, Pedong, Mirik, Sandakphu, Siliguri, Samsing, Dooars Valley, Lava and many others – have proven to be unforgettable for foreigners.

 

‘গ্লোবাল ডেস্টিনেশন’ হিসেবে বিশ্বে ৬২তম স্থান কলকাতার

সাম্প্রতিক এক সার্ভেতে দেখা গেছে যে বিশ্বের সেরা গন্তব্য শহরগুলির মধ্যে কলকাতা ৬২তম স্থান অধিকার করেছে।
নামী বহুজাতিক ফিনান্সিয়াল সার্ভিসেস কর্পোরেশনের উদ্যোগে করা হয় “গ্লোবাল ডেস্টিনেশন সিটিস ইন্ডেক্স” শীর্ষক এই সার্ভে। পর্যটকের সংখ্যা ও খরচের ভিত্তিতে বিচার করা হয়েছে বিশ্বের ১৩২ টি শহরকে ।
২০১১ সাল থেকেই পশ্চিমবঙ্গ সরকার পর্যটনের ওপর খুব জোর দিচ্ছে । বিদেশী পর্যটক টানতেও বিভিন্ন ব্যবস্থা নেয়া হচ্ছে। ‘টেরেসা ট্যুর’ চালু করা হয়েছে বিদেশী পর্যটকদের আরও আকৃষ্ট করতে। হোমস্টে পর্যটনের ওপরেও জোর দেওয়া হয়েছে।
দার্জিলিঙ, কার্শিয়াং, কালিম্পঙ, পেডং, মিরিক, সান্দাকফু, শিলিগুড়ি, সামসিং, ডুয়ার্স উপত্যকা সহ সারা রাজ্যজুড়েই বিদেশী পর্যটকদের ভিড় প্রমান করে দিচ্ছে যে বিশ্বের পর্যটন মানচিত্রে জায়গা করে নিয়েছে বাংলা।

Advantage Bengal at Incredible India Tourism Investors’ Summit 2016

Bengal has given a very good account of itself at the Incredible India Tourism Investors’ Summit 2016, held in New Delhi. The summit was held with the aim of attracting more investment into the tourism sector, involve MSMEs in the tourism sector, improve core infrastructure for tourism and encourage and start-ups to facilitate tourism.

According to the Union Ministry of Tourism, as of 2015, Bengal is ranked 5th in terms of foreign tourist arrivals and 8th in terms of domestic tourist arrivals. There has been a steady improvement on both the fronts since the Trinamool Congress Government came to power in 2011.

The Trinamool Government has made tourism into one of its main focus sectors to improve the economy of the State; and the rewards are there for everyone to see.

For 2015-16, the budget for the Tourism Department was Rs 257 crore. For 2016-17, budget for the department has been increased to Rs 295 crore.

The results were obvious. In 2015, a total of 71.6 million tourists visited Bengal. About 2,200 rooms were made available for tourists in 2015-16. The room occupancy rate in Kolkata during the same period was an impressive 67%.

As per plans of the State Government, by 2020, 10,000 rooms would be made available for tourists.

This improvement in the tourism climate of the State has been the result of the impressive economic and infrastructural growths in recent years.

The unprecedented increase in State Plan Expenditure and Capital Expenditure has resulted in phenomenal increase in the State GSDP (gross state domestic product). At current prices, the State GSDP in 2010-11 was Rs 4,60,959 crore which has doubled in 2015-16 to Rs 9,20,083 crore, one of the highest in India. The per capita income, as of 2014-15, was Rs 78,903.

Kolkata and most big places in Bengal has excellent railway and road connectivity to the rest of India. As for air connectivity, Kolkata has excellent connectivity to the rest of India as well as internationally, with new destinations and flights being added constantly. Many smaller places in Bengal are being gradually connected to the grid.

Thus, with such facilities, there is no doubt that the State is gradually becoming one of the best tourism destinations in India.

 

দিল্লিতে বাংলার পর্যটনকে তুলে ধরল রাজ্য সরকার

Incredible India Tourism Investors’ Summit 2016 অনুষ্ঠিত হয়েছিল দিল্লিতে। সেখানে বাংলা পর্যটনের বিকাশের জন্য নিজেদের অবস্থা খুব ভালোভাবে তুলে ধরেছে। পর্যটন কেন্দ্রে আরও বিনিয়োগ, পর্যটনকে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে যুক্ত করা, পর্যটনের পরিকাঠামোকে আরও উন্নত করার জন্য এই সামিটের আয়োজন করা হয়েছিল।

পর্যটন মন্ত্রণালয়ের মতে, ২০১৫ সালে বিদেশী পর্যটক আগমনের ক্ষেত্রে বাংলার স্থান ছিল পঞ্চম এবং দেশি পর্যটক আগমনের ক্ষেত্রে এই স্থান ছিল অষ্টম। ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর উভয় ক্ষেত্রেই অভূতপূর্ব উন্নতি হয়েছে।

রাজ্যের অর্থ দপ্তরের উন্নতির সঙ্গে সঙ্গে পর্যটন দপ্তরের উন্নতিও তৃণমূল সরকারের মূল লক্ষ্য ছিল এবং তা  লক্ষ্যনীয়।

২০১৫-১৬ বাজেটে পর্যটন দপ্তরের বরাদ্দ অর্থের পরিমাণ ছিল ২৫৭ কোটি, ২০১৬-১৭ তে এই দপ্তরের বরাদ্দ অর্থের পরিমাণ বেড়ে হয়েছে ২৯৫ কোটি।

পরিবর্তন লক্ষ্যনীয়। ২০১৫ সালে ৭১.৬ মিলিয়ন পর্যটক এসেছে বাংলায়। ২০১৫-১৬ সালে পর্যটকদের থাকার জন্য প্রায় ২,২০০ টি ঘর তৈরি করা হয়েছিল।

রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী ২০২০ সালের মধ্যে পর্যটকদের জন্য ১০,০০০ ঘর তৈরি হয়ে যাবে।

রাজ্যের পরিকল্পনা ব্যয় এবং মূলধনী ব্যয় অভূতপূর্বভাবে বৃদ্ধি পেয়েছে। ২০১০-১১ সালে রাজ্যের GSDP ছিল ৪,৬০,৯৫৯ কোটি টাকা। ২০১৫-১৬ সালে এই হার হয়েছে ৯,২০,০৮৩ কোটি (প্রায় দ্বিগুন) যা ভারতের মধ্যে সর্বোচ্চ। ২০১৪-১৫ সালে রাজ্যের মাথাপিছু আয় ছিল ৭৮,৯০৩ কোটি টাকা।

সমগ্র ভারতের মধ্যে কলকাতা এবং বাংলার অধিকাংশ জায়গায় সড়ক ও রেলপথ যোগাযোগ ব্যবস্থা খুব উন্নত। কলকাতা থেকে ভারতের অন্যান্য জায়গায় বিমান পরিষেবাও খুব ভাল। বাংলার অনেক ছোট জায়গাকেও ধীরে ধীরে এই গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হচ্ছে।

সুতরাং, এইসব পরিষেবার সঙ্গে বাংলা যে এখন ভারতের শ্রেষ্ঠ পর্যটন গন্তব্যস্থলগুলির মধ্যে একটি সে ব্যাপারে কোন সন্দেহ নেই।

 

Durga Puja idol immersion to be branded as special tourist attraction this year

Durga Puja has long been an attraction for tourists visiting Bengal. But the idol immersions, on the contrary, are never seen in such a way.

This year, the Bengal government have come up with an idea to showcase the immersion ceremonies of Durga idol across the state, to the rest of the world.

The government is planning to not only brandish the different Pujas but also highlighting the immersion process too.

According to government plans, the idol immersing procession will proceed through Red Road on October 14 from 6 pm till midnight. Adequate measures will be taken for the tourists to witness the immersion alongside the roads and ghats.

Some cultural shows are also being planned at the venue. The state tourism department will also display various pictures to capture the moments of the Puja and immersion in temporary gallery on both sides of the roads.

 

এ বছর দুর্গাপূজা প্রতিমা বিসর্জন পর্যটকদের বিশেষ আকর্ষণ

বাংলার দুর্গাপূজা পর্যটকদের জন্য এক বিশেষ আকর্ষণ। পক্ষান্তরে, প্রতিমা বিসর্জনের অনুষ্ঠান এমনভাবে আগে কখনো হয়নি।

এই বছর সরকার সারা রাজ্য জুড়ে দুর্গা প্রতিমা বিসর্জনের অনুষ্ঠান করার নতুন পরিকল্পনা নিয়েছে।

শুধুমাত্র পুজো নয়, প্রতিমা বিসর্জনক প্রক্রিয়াকেও যথেষ্ট লক্ষণীয় করতে চায় রাজ্য সরকার।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা হবে ১৪ অক্টোবর সন্ধ্যে ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত। প্রতিমা বিসর্জনের পাশাপাশি পর্যটকদের জন্য রাস্তায় ও ঘাটে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বেশ কিছু সাংস্কৃতিক শো ও প্রদর্শিত হবে। রাজ্য পর্যটন বিভাগ পুজোর বিভিন্ন মুহূর্তের ছবি রাস্তার দুপাশে গ্যালারির মাধ্যমে প্রদর্শিত হবে।

New tourist destinations in north Bengal for the Pujas

Ratneswar Jheel, Sikiajhora, Bakla, West Damdim, Chamurchi, Chalsa, Meteli, Saktia, Khushiya Udyan, Lataguri Lake, Madhubani Park, Mangalbari, Ramsai, Maora Valley, Murti, Jalpesh Temple, Tilabari, Batabari, Jatileswar Temple – some new, some old, soon to get a touch of the new. These are going to be the hot destinations for the Puja holidays.

The West Bengal Tourism Department, under instructions from Chief Minister Mamata Banerjee, is developing these 19 destinations at a cost of Rs 25 crore. They are located in the districts of Jalpaiguri and Alipurduar. The infrastructure being readied would enable an average of 200 tourists at a time to enjoy the facilities at each of these resorts. Most of these would be inaugurated in September, after Viswakarma Puja. A few would be completed in October.

The projects would be implemented with the help of the local panchayat samitis, municipalities and district magistrates. The local bodies would keep 20% of the profits from these facilities. This would act as an incentive for the local bodies to take care of the maintenance of these resorts and related facilities.

 

পুজোয় উত্তরবঙ্গে পর্যটনের নতুন ঠিকানা

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পুজোর আগে উত্তরবঙ্গে পর্যটকদের জন্য ১৯টি নতুন পর্যটন কেন্দ্র চালু করতে চলেছে পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তর। এর জন্য খরচ হচ্ছে মোট ২৫ কোটি টাকা। পুরনো পর্যটন কেন্দ্রগুলি সংস্কারের পাশাপাশি বেশ কিছু আন্তর্জাতিক মানের নতুন পর্যটন কেন্দ্র তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে। একদিনে একসঙ্গে ২০০ পর্যটক এই নতুন কেন্দ্রগুলির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

রত্নেশ্বর ঝিল, সিকিয়া ঝোরা, বাকলা, পশ্চিম ডামডিম, চামুর্চি, চালসা, মেটেলি, সাকতিয়া, খুশিয়া উদ্যান, লাটাগুড়ি দীঘি, মধুবনি পার্ক, মঙ্গলবাড়ি, রামশাই, মাওরা ভ্যালি, মূর্তি, জল্পেশ মন্দির, তিলাবাড়ি, বাটাবাড়ি, জটিলেশ্বর মন্দির – কিঞ্ছু নতুন ও কিছু পুরনো মিলিয়ে উত্তরবঙ্গে অনেকগুলি নতুন পর্যটন কেন্দ্র আসছে। এগুলিই পুজোর প্রধান আকর্ষণ। এর মধ্যে অধিকাংশই বিশ্বকর্মা পুজোর পর সেপ্টেম্বরে উদ্বোধন হয়ে যাবে, বাকীগুলোর কাজ অক্টোবরে সম্পন্ন হয়ে যাবে। মেগা ট্যুরিজম হাবের যে ৪টি প্রকল্প রয়েছে সেগুলি পুজোর আগেই খুলে দেওয়া হবে।

এই প্রকল্পের কাজগুলি সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতি, পুরসভা ও জেলাশাসকের দফতরের মাধ্যমে করা হহবে। ২০% লাভ রেখে কাজের বরাত দেওয়া হবে। এর ফলে দপ্তর পরিচালনা ও পর্যটন কেন্দ্রগুলি রক্ষণাবেক্ষণ করা হবে।

 

Bengal tourism set to form separate policy for Home Stays

The Bengal Tourism Department is all set to formulate separate policy for Home Stays in the State. The new policy will ensure proper arrangements for stay, food quality as well as security of the guests in the Home Stays.

When the policy is framed, the families which are involved in Home Stays will be brought under Bread & Breakfast Scheme, which will benefit them by having a tie-up with Incredible India. Also, plans are afoot to start community development and organic farming in these places.

Home Stays allow travelers to board and lodge with locals and get a first-hand feel of the regional customs and culture. This gives an opportunity to the residents to earn a livelihood as well.

Several Home Stays have come up in the hamlets in north Bengal, particularly in the Dooars region (the floodplains and foothills of the eastern Himalayas in northeast India around Bhutan). Home Stays are a hit with international tourists.

 

 

নতুন হোম-স্টে নীতি আনতে চলেছে পর্যটন দপ্তর

হোম-স্টে-র ব্যবস্থা জনপ্রিয় হওয়ায় এবার এক পৃথক নীতি প্রণয়ন করছে রাজ্য পর্যটন বিভাগ। আগামী তিন-চার মাসের মধ্যেই সেই নীতি তৈরি হয়ে যাবে। নতুন নীতির মাধ্যমে পর্যটকদের থাকার জন্য যথাযথ ব্যবস্থা, খাদ্যের মান সেইসাথে অতিথিদের নিরাপত্তার সুনিশ্চিত ব্যবস্থা করবে পর্যটন দপ্তর।

নতুন নীতি তৈরির সময় হোম-স্টে-র সঙ্গে যুক্ত পরিবারগুলিকে ব্রেড অ্যান্ড ব্রেকফাস্ট প্রকল্পের আওতায় আনা হবে। সে ক্ষেত্রে ইনক্রেডিবল ইন্ডিয়া-র আওতায় সারা দেশের মানুষের কাছেই তাঁদের কথা পৌঁছাবে। কমিউনিটি ডেভেলপমেন্ট, অর্গানিক ফার্মিংয়ের মত বিষয়গুলিও এর আওতায় আনার পরিকল্পনা রয়েছে রাজ্যের।

উত্তরবঙ্গে বিশেষ করে ডুয়ার্স অঞ্চলে (প্লাবনভূমি ও ভুটানের প্রায় উত্তর-পূর্ব ভারতে পূর্ব হিমালয়ের পাদদেশে) প্রায় ১০০টি হোম-স্টে তৈরি হচ্ছে। আন্তর্জাতিক ক্ষেত্রে পর্যটকদের কাছে এই হোম-স্টে খুবই আকর্ষণীয়।

 

 

Bengal plans tourism circuit on Mother Teresa

Bengal Tourism Department has drawn up a plan to promote on its website spots in Kolkata and the State with which Mother Teresa was intimately associated.

Tourists can book their visits to these spots that will include Mother House, the house where she first lived in Kolkata, a convent on Elliot Road and the church in Darjeeling she attended in the 1950s.

“After Sunday’s canonisation programme, we expect an increased flow of foreign tourists to the State. We will make arrangements so that they have a hassle-free experience,” said tourism minister Gautam Deb.

The minister said, the Government will also try to create a tourism circuit in which over 40 places of interest in Kolkata and all over Bengal, based on Mother Teresa, will be included.

 

মাদার টেরেসাকে নিয়ে পর্যটন সার্কিটের ভাবনা রাজ্যের

মাদার টেরেসা যেসকল জায়গার সঙ্গে যুক্ত ছিলেন সেখানে পর্যটন সার্কিট করার পরিকল্পনা করছে বাংলার পর্যটন বিভাগ।

পর্যটকরা আগে থেকে এই জায়গাগুলির বুকিং করতে পারবেন। কলকাতার মাদার হাউস যেখানে তিনি প্রথমে থাকতেন, এলিয়ট রোডের কনভেন্ট, দার্জিলিং-এ গির্জা যেখানে তিনি পঞ্চাশের দশকে গেছিলেন এগুলিকেও এই সার্কিটের অন্তর্ভুক্ত করা হবে।

“পর্যটন মন্ত্রী গৌতম দেব জানান, “রোববারের ‘সন্ত’ অনুষ্ঠানের পর, রাজ্যে বিদেশী পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পাবে। পর্যটকদের যাতে কোনরকম সমস্যার সম্মুখীন হতে না হয় সেদিকেও নজর রাখা হবে”।

মন্ত্রী জানান, কলকাতা ও তার চারপাশ এবং সমগ্র বাংলায় অবস্থিত এরকম ৪০টি জায়গা নিয়ে মাদার টেরেসা ট্যুরিজম সার্কিট করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের।

 

Bengal Tourism gears up to attract tourists with road shows in other states

The state tourism department is taking several measures to promote Bengal tourism across the country. The department has coined a new slogan ‘Experience Bengal: The Sweetest part of India’.

Recently the State Tourism department has conducted road shows in Hyderabad, Delhi, Chandigarh and Jaipur, all of which have been hugely successful.

State Tourism minister Gautam Deb said that is the vision of Bengal Chief Minister Mamata Banerjee to showcase the Biswa Bangla brand all over the world and to promote the richness of Bengali culture. To fulfill that vision these roadshows were held in various cities to familiarise people from other States about Bengal.

The State Tourism Department has now targeted the small cities besides cities like Delhi, Mumbai, Chennai and Bangalore.  A survey says the number of tourists from these cities are much larger than the big five cities combined.

 

পর্যটনের প্রসারে ভিন রাজ্যে রোড শো বাংলার

বাংলার পর্যটন শিল্প প্রসারের জন্য রাজ্য পর্যটন দপ্তর রাজ্য জুড়ে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ নিয়েছে। পর্যটন বিভাগের নতুন স্লোগান : ‘এক্সপিরিয়েন্স বেঙ্গল : দ্য সুইটেস্ট পার্ট অফ ইন্ডিয়া’।

বাংলার অপরিমেয় সম্পদ-সৌন্দর্যের ডালি নিয়ে রাজ্যের বাইরে পাড়ি দিয়েছে রাজ্য পর্যটন দফতর৷ দেশের প্রতিটি রাজ্যে গিয়ে রোড শো করে বাংলার চোখজুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য, কৃষ্টি, ঐতিহ্য, সংস্কৃতিকে তুলে ধরতেই এই অভিযান৷ সম্প্রতি রাজ্য পর্যটন বিভাগ হায়দরাবাদ, দিল্লি, চণ্ডীগড় এবং জয়পুরে রোড শো-র আয়োজন করেছে যা বেশ সফল হয়েছে।

রাজ্য পর্যটন মন্ত্রী গৌতম দেব জানান, বাংলাকে বিশ্বের দরবারে প্রদর্শন করাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য। বাংলাকে বিশ্বের দরবারে তুলে ধরতে ‘বিশ্ব বাংলা’ ব্র্যান্ড তৈরি করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশ, এই ‘বিশ্ব বাংলা’র মধ্যে দিয়ে বাংলার যা কিছু সুন্দর, তাকে বিশ্বের দরবারে তুলে ধরতে হবে৷ সেই নির্দেশ অনুযায়ীই রাজ্যে রাজ্যে গিয়ে বাংলার যা কিছু সৌন্দর্য-সম্পদকে পরিচিত করতেই এই রোড শো-র আয়োজন৷”

দিল্লি, মুম্বাই, চেন্নাই ও বেঙ্গালুরু শহর ছাড়াও ছোট শহরগুলোও এখন রাজ্য পর্যটন দপ্তরের প্রধান লক্ষ্য। সমীক্ষা অনুযায়ী, এই সব বড় শহর থেকে প্রতি বছর বহু মানুষ বেড়াতে যান৷ যে সংখ্যাটা মিলিতভাবে দেশের প্রধান পাঁচ বড় শহর থেকে বেশি৷

 

Bengal Safari in north Bengal a big hit among tourists

‘Bengal Safari’, a unique open-air zoo in the Baikunthapur forest of Salugara (near Siliguri in Darjeeling district) has become a huge hit among tourists. The Safari, which was inaugurated in January, 2016 by West Bengal Chief Minister, registers an average footfall of around 500 tourists every day.

With more than 1.5 lakh visitors in the last seven months, the tourism department has now decided to procure at least five more 20-seater buses. Thus more tourists can be ferried to the Safari zone in forest every day.

The 700-acre Safari Park will soon feature royal Bengal tigers, cheetahs, Himalayan black bears apart from deer and bison and varieties of birds. A separate zone has been dedicated for alligators and gharials. Elephants will also be a part of the attraction.

 

উত্তরবঙ্গের বেঙ্গল সাফারি পার্ক এখন পর্যটকদের প্রধান আকর্ষণ কেন্দ্র

বেঙ্গল সাফারি পার্ক – খোলা আকাশের নিচে চিড়িয়াখানা। শিলিগুড়ির কাছে সালুগাড়ায় বৈকুন্ঠপুর জঙ্গলের একাংশে বন দপ্তর দেশের প্রথম খোলা আকাশের নিচে চিড়িয়াখানা চালু করেছে, এই বছর জানুয়ারি মাসে এর উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে প্রতিদিনে প্রায় ৫০০ পর্যটকের ঘুরে দেখার ব্যবস্থা রয়েছে।

গত সাত মাসে এই সাফারি পার্কে পর্যটকদের ভিড় প্রায় দেড় লক্ষ ছাড়িয়ে গেছে, তাই এই সাফারি পার্ক পরিদর্শনের জন্য ২০টি আসনের ৫টি বাসের আয়োজন করেছে বন দপ্তর। তা সত্ত্বেও রোজ প্রচুর পর্যটক সাফারিতে যাওয়ার সুযোগ না পেয়ে হতাশ হয়ে ফিরে যান।

প্রায় ৭০০ একর জায়গা নিয়ে তৈরি এই সাফারি পার্কে, খুব শীঘ্রই স্থান পাবে রয়্যাল বেঙ্গল টাইগার, চিতাবাঘ ও হিমালয়ান ব্ল্যাক বিয়ার ছাড়াও হরিণ, বাইসন এবং বিভিন্ন প্রজাতির পাখি। ঘড়িয়াল ও কুমিরের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। হাতি এই পার্কের আরও একটি আকর্ষণীয় অংশ।

West Bengal tourism department launches app

To boost the presence of Bengal on the traveler’s itinerary, the tourism department of the state has launched a mobile app based on the theme of ‘Experience Bengal’.

Alongside information on places of tourist interest, the app would be loaded with other facilities like maps and directions.

The sight would be powered by information on each and district of the state and the various places that can be visited and activities that can be taken up. There would also be information on the various festivals of the state.

Through some related links on the app, the users can also get access to Facebook, Twitter Page of West Bengal Tourism Development Corporation and Bengal cuisine website. Online booking facilities would also be available through the app available on android.

 

মোবাইল অ্যাপ চালু করলো পর্যটন দপ্তর

রাজ্যের পর্যটনের আরও বিকাশের লক্ষ্যে রাজ্য পর্যটন বিভাগ ‘এক্সপিরিয়েন্স বেঙ্গল’ এই থিমের ওপর ভিত্তি করে একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে।

পর্যটকদের আগ্রহের জায়গাগুলির উপর বিভিন্ন তথ্যের পাশাপাশি মানচিত্র ও দিক নির্দেশও দেওয়া থাকবে এই অ্যাপলিকেশনে।

রাজ্যের প্রতিটি জেলার বিভিন্ন স্থান পরিদর্শন করার যাবতীয় তথ্য পাওয়া যাবে এই অ্যাপলিকেশনে। এছাড়া রাজ্যের বিভিন্ন উৎসব সম্পর্কিত তথ্যও  পাওয়া যাবে এখানে।

এর পাশাপাশি পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন দপ্তরের ফেসবুক, টুইটার ও ওয়েবসাইটের মাধ্যমেও সব রকম তথ্য পাওয়া যাবে। অনলাইন বুকিং সুবিধা ছাড়াও অ্যানড্রয়েড ফোনেও এই অ্যাপ্লিকেশন উপলব্ধ হবে।