Bengal Govt to set up leopard, bear safari in north Bengal

After tiger safari, the Bengal government has taken initiatives to set up leopard and bear safari near Siliguri. The two separate Safari Parks would be constructed on 20 hectare of land each.

The tiger Safari Park has already been inaugurated by the Chief Minister. The Forest department has been closely working with the Tourism department to develop the leopard park and a bear park in Siliguri.

The Bengal Safari Park is already a popular tourist destination and the herbivore and tiger safaris are a huge hit among the masses. Lesser cats, fresh water crocodile and gharial and representative birds of North Bengal are also displayed in large enclosures in the park here.

 

উত্তরবঙ্গে চিতা ও ভালুক সাফারি চালু করতে চলেছে রাজ্য সরকার

টাইগার সাফারির পর উত্তরবঙ্গে চিতা ও ভালুক সাফারি চালু করতে চলেছে রাজ্য সরকার। প্রতিটি পার্ক তৈরি হবে ২০ হেক্তর জমির ওপর।

ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী টাইগার সাফারি পার্কের উদ্বোধন করেন। শিলিগুড়িতে চিতা ও ভালুক সাফারি উন্নয়নের জন্য বন দপ্তর পর্যটন দপ্তরের সঙ্গে কাজ করছে।

ইতিমধ্যেই বেঙ্গল সাফারি পার্ক জনপ্রিয় পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। এছাড়া টাইগার সাফারিও খুব জনপ্রিয়। বন বিড়াল, কুমির, ঘড়িয়াল এবং বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে এই পার্কে।

 

Bengal Govt to develop new tourism circuits

The Bengal government has taken up a plan to develop new tourism circuits covering places of historical interest on priority basis, Tourism Minister Goutam Deb said.

The Tourism Minister told the Assembly last week that the state government has plans to develop a tourism circuit covering places in Bankura district like Bishnupur, famous for terracotta temples belonging to 17th and 18th centuries and Mukutmanipur, where the second biggest earth dam of the country is located.

The Minister said another circuit covering Plassey in Nadia, where the British won a decisive battle in 1757 and historical sites of Hazar Duari and Lal Bagh in Murshidabad was also being planned.

The state tourism department decided to start various degree and diploma courses on tourism and hotel management at various institutions across the state.

 

বাংলায় আরও নতুন পর্যটন সার্কিট তৈরি করছে রাজ্য সরকার

গত সপ্তাহে রাজ্য বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে পর্যটন মন্ত্রী গৌতম দেব বিধায়কদের জানান রাজ্যের ঐতিহাসিক স্থানগুলিকে নিয়ে একটি পর্যটন সার্কিট তৈরি করছে রাজ্য সরকার। এর মধ্যে থাকবে যেমন থাকবে বিষ্ণুপুরের শতাব্দী-প্রাচীণ টেরাকোটার মন্দির, তেমনই থাকবে মুকুটমণিপুরে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ।

আরেকটি পর্যটন সার্কিট গড়া হবে নদীয়া জেলার পলাশী ও মুর্শিদাবাদের হাজার দুয়ারি-লালবাগ কে নিয়ে।

রাজ্য পর্যটন দপ্তর সিদ্ধান্ত নিয়েছে যে রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হোটেল ম্যানেজমেন্ট ও পর্যটনের ওপর ডিগ্রী ও ডিপ্লোমা কোর্স চালু করা হবে।

Now cruise through Ganga on weekends at affordable rates

The Bengal government has organised a ‘weekend Ganga cruise’ at pocket friendly rates. The West Bengal Tourism Development Corporation (WBTDC) has recently started the packaged tour, which can be booked online. The journey which starts from New Babughat Jetty and concludes at Babughat, costs only Rs 450.

The weekend Ganga cruise begins at around 3:30 pm and ends at 7:00 pm. The three-and-half-hour exceptional experience on the river Hooghly at dusk has impressed the tourists, especially foreigners who visit Kolkata. The picturesque view along both sides of Ganga, the localities alongside the riverbank, the setting sun and boats and ships makes for a beautiful experience for the tourists.

The tourists will start their journey boarding the vessel MV Sumangal. They will cross the Dakshineswar Temple and reach Belur Math. They will get down there to visit the Ramakrishna Math and Mission. Later they will return to vessel and the trip concludes at Babughat at around 7 pm.

 

উইকেন্ডে গঙ্গায় ‘ক্রুজ’ প্যাকেজ পর্যটন দপ্তরের

উইকেন্ডে গঙ্গায় ‘ক্রুজ’ এখন মানুষের আরও সাধ্যের মধ্যে। রাজ্য পর্যটন দপ্তরের উদ্যোগে শুরু হয়েছে একটি নতুন ‘উইকেন্ড ক্রুজ’। নিউ বাবুঘাট জেটি থেকে শুরু করে সাড়ে তিন ঘন্টার এই ক্রুজ শেষ হবে বাবুঘাটেই। টিকিটের দাম ৪৫০ টাকা। প্যাকেজটি অনলাইনেও বুক করা যাবে।

ক্রুজটি শুরু হবে বিকেল ৩.৩০টেয় ও শেষ হবে ৭টায়। ‘এমভি সুমঙ্গলে’ যাত্রা শুরু করে পর্যটকরা দক্ষিনেশ্বর মন্দির পেরিয়ে বেলুড় মঠ পৌছবেন। সেখানে তারা রামকৃষ্ণ মঠ ও মিশনা সময় কাটিয়ে সন্ধ্যে ৭ টায় বাবুঘাটের উদ্দেশ্যে রওনা হতে পারবেন।

 

 

Unique Sculpture Garden Coming Up At Eco Park In March

A unique sculpture garden which is coming up at Eco Park will be inaugurated in March. The garden will portray through murals and paintings, the history of Bengal from Sri Chaitanya to Satyajit Ray.

There will be 12 murals associated with great movements that had taken place in Bengal from Sri Chaitanya’s time. There will be a mural on the Battle of Plassey. The contribution of Raja Ram Mohan Roy and Bankim Chandra will also be displayed. There will be murals on the Santal and Indigo revolution.

Swami Vivekananda’s call to the youth will also be displayed along with the contribution of Sri Aurobindo, the revolutionary who later became a saint. The contribution of Netaji Subhas Chandra and INA will be displayed. There will be murals on the history of Bengal’s cultural evolution from Lalan Fakir to Kazi Nazrul Islam.

Life of Rabindranath Tagore and setting up of Visva Bharati will also be displayed. There will be a mural of Satyajit Roy and his world of films. Besides the murals, there will be 52 portraits of great personalities coming from different walks of life. There will be portraits of Sri Chaitanya up to Begum Rokeya.

 

ইকো পার্কে চালু হবে ভাস্কর্য উদ্যান

মার্চ মাসে ইকো পার্কে যাত্রা শুরু হবে এক অনন্য ভাস্কর্য উদ্যানের। নানা ছবির মাধ্যমে এই উদ্যানে তুলে ধরা হবে বাংলার ইতিহাস।

শ্রী চৈতন্য মহাপ্রভুর সময় থেকে শুরু করে বাংলায় নানা পর্যায়ের ইতিহাস সংক্রান্ত ১২টি ছবি থাকবে এখানে। পলাশীর যুদ্ধ, রাজা রামমোহন রায়, বঙ্কিম চন্দ্রের অবদান তুলে ধরা হবে। সাঁওতাল বিদ্রোহ থেকে শুরু করে নীল বিদ্রোহের ইতিহাসও থাকবে এখানে।

স্বামী বিবেকানন্দ, শ্রী অরবিন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ বাহিনীর সাথেও স্থান পাবে লালন ফকির ও নজরুলের কথাও। রবীন্দ্রনাথের জীবনীও বিষয় হবে এখানকার একটি ছবির। সত্যজিৎ রায়ের সিনেমা নিয়েও থাকবে ছবি।

এছাড়াও ৫২জন মনীষীর প্রতিকৃতি থাকবে এই উদ্যানে।

Bengal Tourism to set up more lodges in north Bengal

The state Tourism department has decided to set up more tourist lodges in various parts of North Bengal and it has already identified land where the proposed lodges would be constructed.

A tourist lodge will be set up inside the forest near Chalsa. A tourist lodge would also come up at Domhani area of Jalpaiguri.

A Day Centre would also be constructed in the forest area of Bhutanghat in Alipurduar.

The tourists lodges are being constructed in places abound in natural beauty.

It may be mentioned that after coming to power, the Mamata Banerjee-led Trinamool Congress government laid great stress on developing the tourism infrastructure across the state.

A host of new projects have come up promoting various tourist spots in the state. Homestay has also been given a special importance by the government. It is aimed at helping boost the socio-economic condition of villagers in North Bengal. Tiger Safari is also coming up in North Bengal, which is believed to be one of the largest attractions in the state.

 

উত্তরবঙ্গে আরও লজ তৈরী করবে পর্যটন দপ্তর

উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে পর্যটকদের জন্য আরও লজ তৈরি করার রাজ্য পর্যটন দপ্তর সিদ্ধান্ত নিয়েছে, সেই জন্য উপযুক্ত জমিও চিহ্নিত করা হয়ে গেছে। এমন জায়গা নির্বাচন করা হয়েছে যেখানে পর্যটকরা প্রকৃতির অনাবিল সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

চালসার কাছে জঙ্গলে একটি লজ তৈরি করা হবে, জলপাইগুড়ির দোমহনিতেও তৈরি করা হবে আরেকটি লজ। আলিপুরদুয়ারের ভুটানঘাটের জঙ্গলে একটি ডে-সেন্টার তৈরি করা হবে। উত্তরবঙ্গের আর্থসামাজিক পরিকাঠামো আরও মজবুত করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার সারা রাজ্য জুড়েই পর্যটনের বিকাশে জোর দিয়েছে। রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিকে আরও উন্নত করতে শুরু হয়েছে নানা প্রকল্প।

রাজ্য সরকারের তরফে হোম স্টে ব্যবস্থার ওপরেও বিশেষ জোর দেওয়া হচ্ছে। কিছুদিনের মধ্যে উত্তরবঙ্গে “টাইগার সাফারি” শুরু হতে চলেছে; আশা করা যায় এর ফলে উত্তরবঙ্গের পর্যটন আরও আকর্ষণীয় হয়ে উঠবে।

 

 

Jangalmahal to become a major tourism hub

After being known for long as a Maoist hotbed, Jangalmahal in Bengal is finally trying to shed off its ill-repute by promoting the unexplored locales as tourist attractions. The Bengal Government is creating tourism packages covering the Jangalmahal circuit, that includes areas of Paschim Medinipur, Purulia and Bankura districts, by not only putting up infrastructural facilities like cable cars, heritage hotels and lodges but also inviting private investors to be a part of the endeavour.

The development of the tourism circuit would take off with Jhargram and the heritage spots around the area. “We have our detailed project report ready. The project would involve investments to the tune of Rs65 crores which are awaited for approvals from the central government,” said the State Tourism Department principal secretary.

The West Bengal Tourism Development Corporation (WBTDC) has already started overnight packages which take tourists around unexplored areas of Jhargram. The places include Belpahari, Khagra Falls, Kakrajhor, Laljal and others.

WBTDC is also promoting trekking and other adventure tourism in Kakrajhor. There are places in Jhargram like Rameshwar Mandir, the banks of the river Subarnarekha and Tapavan, which is Rishi Valmiki’s burial place, which have not been promoted.

The tourists are put up at the year-old Jhargram lodge and given access to the Jahrgram Rajbari. The package comes with a discount on accommodation.

Alongside the tourist lodge that has 22 cottages, and is been expanded, WBTDC is also putting up another eight tourist facilitation centres, each of which would consist of a cafeteria, restrooms and four rooms for boarding. There’s more in the pipeline for the area. Negotiation with the owners of Chilkigarh Rajbari is on for developing a heritage hotel project at the royal palace, located 15 km from Jhargram. It will soon become a palace resort with 10 rooms for guests.

 

গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র হতে চলেছে জঙ্গলমহল 

বহু বছর ধরে মাওবাদীদের অবাধ বিচরণভূমি হিসেবে পরিচিত জঙ্গলমহল ক্রমে তার ওই বদনাম মুছে নিজেকে পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিতি দিতে তৈরী হয়ে গেলো । পর্যটনের জন্য জঙ্গলমহল প্যাকেজ তৈরী হয়েছে যার মধ্যে আছে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, রাজ্য সরকার যে শুধুমাত্র পরিকাঠামোগত সুযোগ সুবিধের বন্দোবস্ত করছে যেমন কেবল কার, ঐতিহ্যবাহী হোটেল তাই নয়, সঙ্গে সঙ্গে বেসরকারি বিনিয়োগকেও সদর আমন্ত্রণ জানানো হচ্ছে।

রাজ্য পর্যটন দপ্তরের মুখ্য সচিব জানান, ঝাড়গ্রাম ও তার পার্শবর্তী অঞ্চলকে কেন্দ্র করে এই পর্যটন কেন্দ্র তৈরী হতে চলেছে। এই প্রকল্পের বিশদ রিপোর্টও তৈরী হয়ে গেছে। কেন্দ্রীয় সরকারের অনুমোদন পেলেই ৬৫ কোটি টাকার এই প্রকল্পটি শুরু হয়ে যাবে।

রাজ্য পরিবহন দপ্তর ইতিমধ্যেই প্যাকেজ শুরু করে দিয়েছে যেখানে পর্যটকরা জঙ্গলমহলের নেদেখা সব জায়গায় যাওয়ার সুযোগ পাবেন যার মধ্যে আছে বেলপাহাড়ি, খাগড়া ঝর্ণা, কাঁকড়াঝড়, লালজাল প্রমুখ স্থান।

পরিবহন দপ্তর কাঁকড়াঝড় অঞ্চলে ট্রেকিং ও অন্যান্য নানারকম এডভেঞ্চার স্পোর্টসের বন্দোবস্ত করছে। রামেশ্বর মন্দির, সুবর্ণরেখা নদীর তীর, ঋষি বাল্মীকির সমাধিস্থল তপোবন এসব অঞ্চলকেও দর্শকদের সামনে তুলে ধরা হবে। পরিবহন দপ্তর এইসব ঐতিহাসিক স্থান গুলিকে চিহ্নিত ও জনপ্রিয় করে তলায় লেগে রয়েছে।

পর্যটকদের জন্য ঝাড়গ্রাম লজে থাকার ব্যবস্থা করা হচ্ছে ও তারা ঝাড়গ্রাম রাজবাড়ি ঘোরার সুযোগ পাবে ও তাদের ডিসকাউন্ট দেওয়া হবে।

Bengal ranks fifth in preferred tourist states

Ranking fifth among the states in terms of foreign tourists’ destination, Bengal is climbing up in the tourism sector.

The State has turned out to be a preferred destination among foreign tourists than domestic tourists. Recording a higher percentage of foreign tourists, Bengal has drawn 6.4 per cent of foreign tourists compared to 4.9 per cent of domestic tourists, according to a report published by the Ministry of Tourism.

Of the 2.06 crore foreign tourists that the country has recorded in a year, 14.8 lakh came to Bengal. Among the top five states, Tamil Nadu has drawn the maximum number of 20.1 per cent foreign tourists.

It has ranked eighth among the top 10 states with 7.01 scrore with Indian tourists visiting Bengal out of the total 119.7 crore domestic tourists visiting the 10 states.

Stressing on the various initiatives that are being taken for promoting Bengal as a prospective destination for tourism in the domestic market, the State Tourism Minister said that roadshows are being conducted regularly in other states.

It is a sustained effort and it will take some more time to get the outcome, the State Tourism Minister said adding that the law and order situation in the state is an added advantage for tourism. Along with promoting Bengal tourism through the website and social networking sites, a series of advertisements featuring brand ambassador Shah Rukh Khan will be released during the Bengal Global Business Summit in January 2017, he said.

The Tourism Department has also prepared pamphlets on 20 prominent tourist spots along with detailed information on accommodation, booking and other essentials. The list of places to visit include the Himalayan delights of Darjeeling, the verdant Dooars, the historic midland of Murshidabad and Malda, colonial structures of Kolkata, mangrove forests of Sundarbans, tribal hinterland of ‘Jangalmahal’.

 

পর্যটনে বাংলা এখন পঞ্চম স্থানে

পর্যটনে রাজ্য এখন দেশের মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছে। ভারতীয় পর্যটকদের থেকেও বিদেশী পর্যটকদের কাছে বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে আমাদের রাজ্য। পর্যটন মন্ত্রক থেকে পেশ করা এক রিপোর্ট অনুযায়ী বাংলায় বিদেশী পর্যটক আসেন ৬.৪ শতাংশ আর ভারতীয় পর্যটক আসেন ৪.৯ শতাংশ।

এই তালিকার শীর্ষে আছে তামিলনাড়ু যেখানে ২০.১ শতাংশ বিদেশী পর্যটক যায়।

ভারতীয় পর্যটকদের হিসেবে বিচার করলে বাংলার স্থান অষ্টম। ভারতীয় পর্যটকদের এখানে আসার জন্য আরো উত্সাহিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাজ্যের পর্যটন মন্ত্রী জানান পর্যটকদের আরও উত্সাহিত করতে বিভিন্ন রাজ্যে রোড-শো করা হচ্ছে।

তিনি আরও জানান, পর্যটনের উন্নতির জন্য রাজ্যের শান্তি শৃঙ্খলা একটি অন্যতম কারণ। ওয়েবসাইট ও সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মাধ্যমে বিজ্ঞাপনের পাশাপাশি ২০১৭ সালের জানুয়ারী মাসে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের সময় বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খানের ফটো সম্বলিত আরো অনেক বিজ্ঞাপনও প্রকাশ করা হবে।

পর্যটন দফতরের বাছাই করা ২০টি জনপ্রিয় পর্যটন কেন্দ্রের ওপর যাবতীয় সব তথ্য দিয়ে প্যামফ্লেটও তৈরী করা হয়েছে।

 

New Bengal Tourism ads to be unveiled at Bengal Global Business Summit 2017

A new series of advertisements to promote tourism in Bengal will be unveiled at the 2017 edition of Bengal Global Business Summit, to be held in January. The advertisement campaign is being overseen by Chief Minister Mamata Banerjee herself.

The advertisements would be created around the theme of ‘Experience Bengal’, which is the new tagline of Bengal Tourism. The State’s brand ambassador, actor Shah Rukh Khan has been roped in for this campaign.

The Tourism Department has brought out pamphlets focusing on 20 tourist spots, with details of accommodation, booking and other required information. It has been planned to promote each of these tourist spots with the brand ambassador as part of the campaign.

The Tourism Department has been going all out to promote the tourism centres of the State through its website and mobile app, even the off-beat ones. It is also taking advantage of social networking to increase its reach.

 

 

২০১৭ বিশ্ববঙ্গ সম্মেলনে প্রকাশিত হবে পর্যটনের নতুন বিজ্ঞাপন

বাংলার পর্যটনের নতুন ট্যাগ লাইন ‘এক্সপিরিয়েন্স বেঙ্গল’। ‘বিউটিফুল বেঙ্গল’-কে ‘এক্সপিরিয়েন্স বেঙ্গল’ ট্যাগ লাইনে দেশ-বিদেশের পর্যটকদের কাছে তুলে ধরবেন রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খান৷ আরও ব্যাপকভাবে বাংলার পর্যটনকে বিশ্বের দরবারে তুলে ধরতেই বলিউডের বাদশাকে দিয়ে বিজ্ঞাপন করাচ্ছে রাজ্য সরকার৷

আগামী বছরের জানুয়ারি মাস থেকেই এই বিজ্ঞাপন প্রচারিত হবে৷ পর্যটন নিয়ে রাজ্যের এই বিজ্ঞাপনের বিষয়টি একেবারে নিজে তদারকি করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিশ্ববাংলা গ্লোবাল সামিটে এই বিজ্ঞাপন প্রকাশ করা হবে৷

ইতিমধ্যে বাংলার পর্যটন বিকাশে ওয়েবসাইটের মাধ্যমে প্রচারকেও তুঙ্গে তুলেছে রাজ্য৷ বেঙ্গল টুরিজম নামে একটি অ্যাপও চালু করেছে৷ সোশ্যাল মিডিয়া-সহ বিভিন্ন মাধ্যমে বাংলার অফবিট পর্যটন কেন্দ্রগুলিকেও সামনে আনা হচ্ছে৷

রাজ্যের ২০টি  টুরিস্ট স্পটকে পৃথক-পৃথকভাবে প্রচার পুস্তিকার মাধ্যমে হাতের নাগালে পৌঁছে দিচ্ছে পর্যটন বিভাগ৷ ব্র্যান্ড অ্যাম্বাসাডর কে দিয়ে প্রতিটি স্পটকে তুলে ধরা হবে৷ পর্যটন রূপসী বাংলাকে বিদেশের কাছে আরও ভালভাবে তুলে ধরতেই রাজ্য সরকারের এই পদক্ষেপ।

Bengal Tourism’s Durga Puja packages

West Bengal Tourism Development Corporation Limited (WBTDCL) has unveiled fifteen packages for tourists wanting to experience one of India’s biggest festivals – Durga Puja.

There are three tours within Kolkata named Udbodhani, covering some of the grandest built pandals (pre-Puja whole-night tours on October 5, 6 and 7), and Sanatani-I and Sanatani-II, covering the Durga Pujas in the erstwhile zamindar households (morning tours on October 8, 9 and 10 for both I and II).

Another set of tours covers the traditional Durga Pujas on the outskirts of Kolkata. The different tours are Hooghly Safar, Rarbanger Puja-I, Rarbanger Puja-II, Surul Rajbari in Birbhum, Kashim Bazar Rajbari in Murshidabad and Bijaya Package to Bishnupur, covering the period from October 8 to October 13.

The various north Bengal tours are North Bengal Puja Package-I (pujas of Jalpaiguri and Cooch Behar Rajbari), North Bengal Puja Package-II (pujas of Jalpaiguri and Malbazar, and forest safari in Medhla) and North Bengal Puja Package-III (same as the package-II), from October 8 to October 10.

Besides these, there is a cruise package consisting of Durga Puja on board along with cultural programmes. There are morning and evening trips from October 7 to October 11.

There are also two trips covering the grand spectacles of the immersions of the idols at Babughat (two trips on October 13).

For some of the trips there are options of AC and non-AC buses, and some of the packages include lunch or dinner.

The details of all the trips, along with the prices can be obtained by clicking this link: SHARADOTSAV PACKAGES 2016.

 

দুর্গাপুজো উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের ভ্রমণ প্যাকেজ

পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন কর্পোরেশন লিমিটেড (WBTDCL) দুর্গাপুজোয় পনেরোটি প্যাকেজের ব্যবস্থা করেছে। কলকাতা, কলকাতার উপকণ্ঠে এবং উত্তরবঙ্গের পুজো প্যান্ডেল মিলিয়ে মোট ১৫ টি প্যাকেজ রয়েছে।

কলকাতার মধ্যে তিনটি ট্যুর হবে যার নাম উদ্বোধনী,(৫,৬ ও ৭ অক্টোবর সারা রাত) সনাতনী-১, সনাতনী-২, এর সঙ্গে দেখানো হবে জমিদার বাড়ির পুজোগুলোও (৮,৯ ও ১০ অক্টোবর সকালে)।

এছাড়া কলকাতার বাইরে ঐতিহ্যবাহী দুর্গা পুজোগুলিরও একটি প্যাকেজ রয়েছে। সেগুলি হল হুগলী সফর, রাঢ়বঙ্গের পুজো-১, রাঢ়বঙ্গের পুজো-২, বীরভূমের সুরুল রাজবাড়ি, মুর্শিদাবাদের কাসিম বাজার রাজবাড়ী এবং বিষ্ণুপুরে বিজয়াপ্যাকেজ রয়েছে। ৮অক্টোবর থেকে 13 অক্টোবর পর্যন্ত এই ভ্রমণগুলির সময় নির্ধারণ হয়েছে।

উত্তরবঙ্গের বিভিন্ন ট্যুর প্যাকেজ রয়েছে। যেমন-উত্তরবঙ্গ পূজা প্যাকেজ-১ (জলপাইগুড়ি ও কোচবিহার রাজবাড়ির পূজো)  উত্তরবঙ্গের পূজা প্যাকেজ -২ ও উত্তরবঙ্গ পূজা প্যাকেজ -৩ (জলপাইগুড়ি ও মালবাজার, এবং মেধলার ফরেস্ট সাফারি) ৮ অক্টোবর থেকে ১০ অক্টোবর এর সময় নির্ধারিত হয়েছে।

এসবের পাশাপাশি, একটি ক্রুজ প্যাকেজ ও রয়েছে এবং সেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে। ৭ থেকে ১১ অক্টোবর প্রতিদিন সকাল ও সন্ধ্যায় ট্রিপ হবে।

এছাড়া ১৩ অক্টোবর বাবুঘাটে প্রতিমা বিসর্জনেরও দুটি ট্যুর প্যাকেজ রয়েছে।

কিছু কিছু ট্রিপের ক্ষেত্রে এসি ও নন এসি বাসেরও অপশন আছে এবং প্যাকেজের মধ্যে লাঞ্চ বা ডিনার অন্তর্ভুক্ত।

ভ্রমণের বিস্তারিত বিবরণসহ, প্যাকেজের মূল্য সংক্রান্ত সব তথ্য এই লিঙ্কে ক্লিক করে পাওয়া যাবে: SHARADOTSAV PACKAGES 2016.

Enjoy an experience of Kolkata’s heritage this Puja courtesy Bengal Tourism

West Bengal Tourism Development Corporation (WBTDC) and the Calcutta State Transport Corporation (CSTC) have made arrangements to show some of the Heritage Pujas in and around the city. This is a chance to traverse down Kolkata’s memory lane during Durga puja now have the option of visiting the city’s centuries-old palaces and bonedi baris .Fascinatingly, each puja has a different story to tell or at least a unique ritual that sets it apart from the rest.

One of the tours begins from the house of the Sabarna Roy Choudhurys of Behala Barisha, where the historic agreement took place with Job Charnock in 1698 that gave the British trading rights of Kolkata. The aatchala (eight-pillared courtyard) still exists and so does this heritage puja.

The bus trip takes a tourist through the city’s majestic heritage to Rani Rashmoni’s house on S N Banerjee Road, where the Goddess and her family has features like Lord Jagannath of Puri to Dutta Baari (Thanthania), where one gets to see the Goddess Durga relaxing on Mahadev’s lap.

The CSTC takes tourists through heritage pujas starting from Belur right upto Barisha on a Volvo Bus from Esplanade on Saptami, Ashtami and Nabami. Food is on the house with an elaborate lunch being served at the Sovabazar Rajbaari. One offbeat puja covered on this trip is the Baghbazar Halderbaarir pujo where the idol is a two feet Goddess made from Kostipathar.

The tour also take tourists to Belur where the Kumaripuja is famously held on Ashtami morning. CSTC takes tourists to Belur, Bagbazar Haldarbaari, Sovabazar Rajbaari, Latubabu, Chatubabu, Rani Rashmoni’r baari, Mukherjeebaari (Behala), Sonar Durga (Behala), Sabarna Roy Choudhury’s baari in Behala Barisha.

The day trip includes a visit to Khelat Ghosh’s Baari, Sovabazar Raj Baari, Chhatubabu Latubabur Puja, Chandra Baari, Rani Rashmoni Baari, Thanthania Dutta Baari while the noon trip takes you to Khelat Ghosh’s Baari, Sovabazar Raj Baari, Chhatubabu Latubabur Puja, Chandra Baari, Rani Rashmoni Baari and  Bagbazar.

 

এবার পুজোয় কলকাতার বনেদি বাড়ির দেখার সুযোগ করে দিল পর্যটন দপ্তর

পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগম এবং কলকাতা ভূতল পরিবহণ নিগম যৌথ প্রয়াসে এবছর এক অভিনব উদ্যোগ নিয়েছে। এবার পুজোয় কলকাতার ঐতিহ্যের আস্বাদ নিতে, স্মৃতি বিজরিত নানা বনেদি বাড়িতে দুর্গা পুজোর সাক্ষী হওয়ার সুযোগ দর্শনার্থীদের। পর্যটন বিভাগ ও সিএসটিসির উদ্যোগে এবারে পুজোয় থাকছে একটি ট্যুর যাতে কলকাতার সমস্ত বনেদি বাড়ির পুজো ঘোরা যাবে।

বেহালার সাবর্ণ রায়চৌধুরীর বাড়ি থেকে শুরু করে ধর্মতলায় রানী রাসমণির বাড়ি, ঠনঠনিয়ার দত্তবাড়ি থেকে শুরু করে বেলুড় – এই ট্যুরে থাকছে অনেক আকর্ষণ। পাওয়া যাবে শোভাবাজার রাজবাড়িতে পাওয়া যাবে দুপুরের ভোগ খাবার সুযোগ। দেখতে পারবেন বেলুড়ের কুমারী পুজোও। এই ট্যুরে আপনি যাওয়ার সুযোগ পাবেন বাগবাজার হালদার বাড়ি, লাটুবাবু-ছাতুবাবু, বেহালার মুখার্জী বাড়ি, বেহালার সোনার দুর্গা এবং আরও অনেক পুজো।