State Govt promoting home stay tourism in Adivasi-populated villages in the Ayodhya Hills

The Bengal Government is promoting home stay tourism in the Adivasi-populated villages in the Ayodhya Hills in Purulia district. The first such project is being implemented in Punia Sasan village in Baghmundi block.

Over the last few years, it is being seen that more and more people are visiting the verdant Ayodhya Hills, especially in winter. Since it is difficult and not environment-friendly to construct too many resorts in ecologically fragile areas, the government has come up with this measure to accommodate tourists.

These home stays would also give the Adivasi villagers, most of whom are poor, an additional source of income. The Adivasi villagers who would be running these home stays are being given training for the purpose.

Being the original inhabitants of the land, the Adivasis are intimately acquainted with the history, and folk culture and literature of the region. Hence, they can be the guides for tourists flocking the region.

Staying in home stays would also give tourists a feel of Adivasi life.

Source: Ei Samay

অযোধ্যা পাহাড়ের আদিবাসী অধ্যুষিত গ্রামগুলিতে হোম-স্টে’তে জোর দিচ্ছে রাজ্য সরকার

পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের আদিবাসী অধ্যুষিত গ্রামগুলিতে হোম-স্টে ট্যুরিসমে জোর দিচ্ছে রাজ্য সরকার। বাঘমুন্ডি জেলার পুনিয়া ও শাসন জেলার জন্য রাজ্য সরকারের এই ধরনের উদ্যোগ এই প্রথম।

বিগত কয়েক বছরে দেখা গেছে, প্রচুর মানুষ অযোধ্যা পাহাড় বেড়াতে গেছে, বিশেষ করে শীতকালে। এইসকল অঞ্চলে রিসর্ট তৈরি করা কষ্টসাধ্য এবং পরিবেশ-বান্ধবও নয়। তাই, সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এই ধরনের হোম-স্টে গুলি আদিবাসীদের অতিরিক্ত রোজগারের সুযোগ করে দেবে।

এই হোম-স্টে’গুলি যে বাড়িতে করা হবে, তাদের প্রশিক্ষণ দেওয়া হবে অতিথি সৎকারের।
আদিবাসীদের এই প্রকল্পে আনার কারন হল, যেহেতু তাঁরা এই অঞ্চলের পুরনো বাসিন্দা, স্থানীয় ইতিহাস খুব ভালো জানেন। তাই তাঁরা গাইডের কাজ খুব ভালো পারবেন।

এই হোম-স্টেগুলিতে থেকে পর্যটকরা আদিবাসী জীবনের আস্বাদ পাবেন, যা কোনও হোটেলে কেউ পেতে পারবেন না।

NBSTC to launch app for booking tickets

The North Bengal State Transport Corporation (NBSTC) will soon launch a mobile app through which people across the state will be able to book bus tickets for long-distance buses to go anywhere in north Bengal.

More than 500 buses are operational under NBSTC. Cooch Behar-Kolkata and Siliguri-Kolkata are some of the popular routes for which demand is high most of the year.

NBSTC officials said the app would be specially useful for students, who want to travel to and from north Bengal on weekends and avoid harassment of ticket booking.

They also said that NBSTC is also working on updating its website. The updated website will now include details of the popular tourist destinations across north Bengal and their route of travel.

Source: Indian Express

 

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থায় অ্যাপের মাধ্যমে টিকিট বুকিং করা যাবে

উত্তরবঙ্গের যেকোনো জায়গায় যাওয়ার জন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাসের টিকিট এবার কাটা যাবে অ্যাপে। শীঘ্রই এই অ্যাপটি তৈরি করবে উত্তর বঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা।

উত্তর বঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থায় ৫০০র বেশী বাস চলে। কোচবিহার-কলকাতা ও শিলিগুড়ি-কলকাতা রুটগুলিতে টিকিটের চাহিদা সারা বছর থাকে।

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার আধিকারিকরা জানান, এই অ্যাপটি পড়ুয়াদের জন্য খুব উপকারী হবে। কারণ অনেক পড়ুয়াই সপ্তাহান্তে উত্তরবঙ্গে গিয়ে থাকে।

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা তাদের ওয়েবসাইটটি আপডেটেরও কাজ করছে। এবার এই ওয়েবসাইটে উত্তরবঙ্গের উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র গুলির বিবরণ ও সেখানে যাওয়ার রুটের বর্ণনাও থাকবে।

Buses to ply all night in Kolkata

The State Transport Department is taking steps to runs buses all through the night in Kolkata. Thus, like in New York, London or Washington DC, there would soon be 24-hour availability of bus service across the city, which would be an impressive feat indeed.

During the Durga Puja as well as during the Indian Premier league (IPL) match days, the State Government had run bus services late into the night, which was highly appreciated by the public.

Initially, the government would run the services from the airport, Howrah Station, Esplanade and a few other busy areas. The services would started immediately after the completion of the FIFA Under-17 World Cup.

Source: Khabar 365 Din

কলকাতা শহরে সারা রাত মিলবে সরকারি বাস

২৪ঘণ্টা সচল থাকবে শহর। নিউইয়র্ক, লন্ডন, ওয়াশিংটনের মতো এবার সারা রাত বাস চলবে তিলোত্তমায়। রাজ্য সরকারের তৎপরতায় সারা রাত বাস পরিষেবা সাধারণ মানুষকে স্বস্তি দেবে। পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাতে বাস পরিষেবা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই অনেকটা কাজ এগিয়ে গিয়েছে। আগামী দিনে সাধারন মানুষের সুবিধার্থে রাতে বাস পরিষেবাকে গুরুত্ব দেওয়া হয়েছে। পুজোর সময়, কলকাতায় আইপিএল চলাকালীন রাতে বাস পরিষেবা চালু রাখে রাজ্য পরিবহণ দপ্তর।

শুধু কোনও উৎসব, অনুষ্ঠান নয়, সারা বছর যাতে এই বাস পরিষেবা চালু রাখা যায়, তারই প্রচেষ্টা শুরু করতে চলেছে রাজ্য পরিবহণ দপ্তর। তবে এই মুহূর্তে এয়ারপোর্ট, হাওড়া, ধর্মতলা সহ শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলি থেকে সরকারি বাস পরিষেবা দেওয়া হবে। রাতের ট্রেনে বা বিমানে যারা কলকাতায় আসছেন তাঁদের যাতায়াতের ক্ষেত্রে কোনও সমস্যায় না পড়তে হয় তার জন্যই সারা রাত ধরে বাস পরিষেবা দেওয়ার ভাবনা। আসন্ন যুব বিশ্বকাপের পরেই রাতে বাস পরিষেবা চালু করার পরিকল্পনা নিয়েছে রাজ্য পরিবহণ দপ্তর।

Leopard safari in north Bengal

After the immense success of the Bengal Safari Park near Siliguri, the State Government has now planned to launch a leopard safari at Khairbari Eco Park, adjoining the Jaldapara forest in Madarihat.

The safari is going to take place in a 23-acre area. The area has already been identified. Only the permission of the Central Zoo Authority is awaited, which is expected soon. As of now there are eight leopards and a royal Bengal tiger at Khairbari Eco Park.
According to an officer of the Forest Department, which is implementing the project, one of the ideas behind creating the leopard safari is attracting visitors to north Bengal during the rainy season, when the core jungle areas remain shut.

According to sources in the Forest Department, there are plans to offer wildlife attractions in more areas in north Bengal.

Sources: The Telegraph and Sangbad Pratidin

জলদাপাড়ায় এবার লেপার্ড সাফারি পার্ক

বেঙ্গল সাফারি পার্কের ধাঁচে এবার জলদাপাড়ার জঙ্গল সংলগ্ন খয়েরবাড়িতে লেপার্ড সাফারি পার্ক তৈরির কথা ভাবছে রাজ্য বন দপ্তর। পার্কের জন্য জমি চিহ্নিতকরণের কাজ শেষ, শুধু প্রয়োজন জু অথরিটি অফ ইন্ডিয়ার অনুমোদন। বনমন্ত্রী এই কথা বলেন।

শিলিগুড়িতে বেঙ্গল সাফারি পার্ক ইতিমধ্যেই মানুষের কাছে অত্যন্ত আকর্ষণীয় কেন্দ্রে পরিণত হয়েছে। খয়েরবাড়িকেও সেভাবেই তুলে ধরতে চান রাজ্য বন দপ্তর। খয়েরবাড়িকে নতুন করে সাজানোর জন্য ২৩ হেক্টর জমি চিহ্নিত করা হয়েছে।

আশা করা হচ্ছে জমে যাবে লেপার্ড সাফারি। মন্ত্রী বলেন, বনের প্রাণীদের খাদ্য বাসস্থান এবং নিরাপত্তার কথা চিন্তা করে একের পর এক পরিকল্পনা বাস্তবায়িত করা হচ্ছে।

ডুয়ার্সের দুই জঙ্গলে গণ্ডারের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তাদের জন্য আরও দুটি নতুন বাসস্থান খোঁজা হয়েছে। বনমন্ত্রী আরও বলেন, বর্ষায় জঙ্গলের আলাদা আকর্ষণ থাকে। বহু পর্যটক বর্ষায় বনসংলগ্ন এলাকায় থাকার জন্য আগ্রহ প্রকাশ করেন। কিন্তু, বর্ষাকাল বন্যপ্রাণীদের প্রজনন ঋতু হওয়ায়, বন্ধ রাখা হয় জঙ্গল। এই সময় জঙ্গল লাগোয়া কিছু

Ham Radio

Fisheries Dept to set up guest houses in Vellore, Delhi & the Sunderbans

The Bengal Fisheries Department has set up plans to open guest houses in Vellore (in Tamil Nadu), Delhi and the Sunderbans.

The guest houses would have affordable pricing, both for rooms and food. For food, good quality fish dishes would be available. Facilities would also be there to buy raw fish at these guest houses.

Similar guest houses managed by Benfish, the apex body of all the primary fishermen’s co-operative societies in the State, and which is a part of the department, are located across Bengal and in Puri, a popular tourist spot for people from Bengal, as well.

Another initiative of the Fisheries Department is doing well. The Benfish-run ‘Ekushe Annapurna’ mobile lunch vans are doing good business in Kolkata. They also did well during Durga Puja, when they were stationed near some of the popular pandals. These are already popular in the districts.

The latest initiative of establishing the guest houses in other states is an aim to let people experience the quality and affordability of food from Benfish.

Source: Aajkal

ভেলোর, দিল্লী ও সুন্দরবনে অতিথিশালা তৈরী করবে মৎস্য দপ্তর

ভেলোর, দিল্লী ও সুন্দরবনে অতিথিশালা গড়বে রাজ্য মৎস্য দপ্তর। এ ব্যাপারে প্রয়োজনীয় অনুমতির জন্য ইতিমধ্যেই প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে। শুরু হয়েছে অতিথিশালার জন্য প্রয়োজনীয় জমি খোঁজার উদ্যোগ। এ বছরের শেষের দিকে বা সামনের বছরের প্রথমে অতিথিশালা তৈরীর কাজ শুরু করতে চায় রাজ্য সরকার।

কাকদ্বীপ থেকে কোচবিহার – রাজ্যের বেশ কিছু জায়গায় বেনফিশের তৈরি এই ধরনের অতিথিশালা আছে। রাজ্যের বাইরে পুরীতেও অতিথিশালা আছে এই সংস্থার। সাধারনের নাগালের মধ্যে এই অতিথিশালাগুলিতে ভিড়ের হারও মন্দ নয়।

অতিথিদের কথা মাথায় রেখে রাজ্যের বাইরে এই অতিথিশালাগুলিতে খাবারের বন্দোবস্তও রাখা হবে। যাতে সস্তায় খাবার পেতে পারেন তাঁরা। এই অতিথিশালাগুলিতে যাতে টাটকা মাছের সঙ্গে গরম ভাত পাওয়া যায়, সে ব্যাপারেও চিন্তাভাবনা চালানো হচ্ছে। চেষ্টা চালানো হচ্ছে যাতে এখানে কাঁচা মাছ কেনার সুযোগ থাকে।

ইতিমধ্যেই কলকাতায় ‘একুশে অন্নপূর্ণা’ চালু করেছে বেনফিশ। একুশ টাকায় মাছ-ভাত খাওয়ার সুযোগ করে দিতে কলকাতায় প্রতিদিন ঘুরে বেড়াচ্ছে এই ‘একুশে অন্নপূর্ণা’র গাড়ি। পুজোর সময় কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার সংযোগস্থল ছাড়াও কিছু পুজো মণ্ডপের সামনেও এই গাড়ি থেকে মাছ-ভাত কিনে খেয়েছেন দর্শনার্থীরা।

Bengal Govt gearing up to turn historical towns into heritage cities

The State Tourism Department has decided to turn each of the well-known historical towns of Bengal into a ‘heritage city’.

Cooch Behar, with its royal palace and famous lake (Lal Dighi), and 2, with its cultural heritage linked to Chaitanya Mahaprabhu, are first on the list.

The State Government has appointed IIT Kharagpur (for Cooch Behar) and IISER Shibpur (for Nabadwip) to prepare detailed project reports (DPR). The renovations and modernisations of the tourist sites and facilities would be taken up based on the DPRs.

Work is expected to begin this year itself. Among the areas to be looked into are the electricity and sewage systems of the places. Similar steps would be taken up gradually for the other famous places in the state.

পর্যটনে সুদিন আনতে ঐতিহ্যের শহরে রুপটান

মাথায় মহামহিম হিমালয়। পদতল ধুয়ে দিচ্ছে বঙ্গোপসাগর। এহেন প্রাকৃতিক ঐশ্বর্যের পশ্চিমবঙ্গে ছড়িয়ে আছে সাংস্কৃতিক আর ঐতিহাসিক সম্পদ। পর্যটন জোয়ার আনতে এ বার রুপটান পড়তে চলছে সেই সব ঐতিহ্যবাহী অঞ্চলে।

মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায় ঠিক করেছেন ,পর্যটক টানতে রাজ্যের বিভিন্ন ঐতিহ্যবাহী শহরে সংরক্ষণ ও সংস্কারের ব্যবস্থা করা হবে। উত্তরে কোচবিহার এবং দক্ষিণে নবদ্বীপকে দিয়ে শুরু হচ্ছে সেই কাজ।

ব্রিটিশ আমলের বাংলার একমাত্র রাজন্যশাসিত রাজ্য কোচবিহারের অন্যতম ঐতিহ্য তার দিঘি ,প্রাসাদ ও বাড়ি।আর গৌড়ীয় সংস্কৃতির পীঠস্থান নবদ্বীপের ঐতিহ্য তার মন্দিরে ,তার চৈতন্যসংস্কৃতিতে। এসবই সংরক্ষণ করে দুই শহরের প্রাচীন রূপ ফিরিয়ে আনার কাজ করবে সরকার।

কি ভাবে তা করা হবে ,তার সবিস্তার রিপোর্ট তৈরির দায়িত্ব পেয়েছে আইআইটি খড়্গপুর এবং আইআইএসটি শিবপুর। প্রাথমিক ভাবে ঠিক হয়েছে ,ঐতিহ্যবাহী শহরের সার্থক রূপ দিতে মাটির তলা দিয়ে শহরের বিদ্যুতের সংযোগ এবং নিকাশির ব্যবস্থা হবে।

এর পর ধাপে ধাপে বিষ্ণুপুর-সহ ঐতিহ্যবাহী সব শহরকেই সংরক্ষণের আওতায় আনার পরিকল্পনা আছে।

Bengal Tourism Department launches mobile app for Durga Puja

The Bengal Tourism Department has brought out an app on the occasion of Durga Puja, named Sharadotsav. The app is available on Android devices.

The app has four primary sections – ‘Puja in Map’, ‘Nearby Pujas’, ‘Zone-wise Puja’ and ‘Emergency Contacts’.

The ‘Puja in Map’ section has the important well-known Durga Puja pandals marked on a map of Kolkata. The ‘Zone-wise Puja’ section has a list of the famous Durga Puja pandals in Bengal divided into seven groups – North Central Kolkata, Port Area, South Suburban and South West, South and South East, Heritage Puja, Siliguri and Other Puja – along with pictures.

The ‘Emergency Contacts’ section information on blood banks, fire stations, hospitals, the metro rail and police stations.

You can download the app from the Google Play store.

 

নতুন অ্যাপ আনছে পর্যটন দপ্তর – থাকছে দুর্গা পুজোর বিভিন্ন তথ্য

পুজোর ভিড়ে মানুষ যাতে হারিয়ে না যায় সেইজন্য এবার একটি নতুন মোবাইল অ্যাপ চালু করছে পর্যটন দপ্তর। শুধু রাজ্যের মানুষ নয়, শারদোৎসব দেখাতে আসা ভিন রাজ্য বা বিদেশি পর্যটকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই অ্যাপ। অ্যাপটির নাম ‘SARADOTSAV’।

গুগল প্লে স্টোরে গিয়ে ‘SHARADOTSAV’ লিখলেই কলকাতার দুর্গাপুজো দেখার প্রয়োজনীয় সব তথ্যবাহী এই অ্যাপ পাওয়া যাবে। রাজ্যের অন্য শহরের পুজোর তথ্যও মিলবে এই অ্যাপে। এই অ্যাপে পুজোর নানা পাশাপাশি রাজ্যের নানা দ্রষ্টব্য স্থানের তথ্যও পাওয়া যাবে। পুজো দেখার ফাঁকে সেগুলিও দেখে নিতে পারবেন পর্যটকরা।

এছাড়া এই অ্যাপে থাকছে রাজ্যের বিখ্যাত পুজোগুলির তথ্য, পুজোর নির্ঘণ্ট, বনেদি বাড়ির পুজোর ইতিহাস। কোন পথে গেলে পছন্দের পুজো দেখা যাবে, তাও জানিয়ে দেওয়া হবে ম্যাপের মাধ্যমে। পুজোর মণ্ডপ লাগোয়া রেল, মেট্রো, বাসস্টপের দুরত্বও জানা যাবে। পাশাপাশি নিকটবর্তী রেস্তোরাঁ, পুলিশ সহায়তা কেন্দ্র, থানা, হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রের ঠিকানা, ব্যাঙ্কের এটিএম, পাবলিক টয়লেটের তথ্য মিলবে।

এখানেই শেষ নয়, কোন পুজোর উদ্বোধন কবে তাও জানা যাবে। অ্যাপের মাধ্যমেই বুক করা যাবে বিসর্জন দেখার জন্য লঞ্চের টিকিট। এছাড়াও এতে রয়েছে বারোয়ারির খুঁটি পুজো থেকে দুর্গা পুজোর মণ্ডপের নানা ছবি। রয়েছে বাংলা শিল্প সংস্কৃতির নানা তথ্য। এর মাধ্যমে ট্যুরিস্ট লজগুলিও বুকিং করা যাবে। তাঁর প্রয়োজনীয় লিঙ্কও দেওয়া রয়েছে এখানে।

অ্যাপ্ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

 

Second Maa, Mati, Manush Govt completes one year

On May 27, 2016, after a historic mandate by the people of Bengal, Mamata Banerjee took oath as the Chief Minister of the State for the second term.

Here are a few of the achievements of the Trinamool Government in the first year of the second term:

 

Administration and Finance and e-Governance

The West Bengal Assembly August 29 passed a resolution to change the name of the State to Bangla in Bengali, Bangal in Hindi and Bengal in English.

On August 31, 2016, the Supreme Court of India set aside the land acquisition by West Bengal Government in 2006 to facilitate Tata Motors to set up its Nano plant. On Nomber 8, physical possession of 846 acres of land were given to farmers as par the Supreme court order,

For better administration, the Government created the Kalimpong district. Later Bardhaman has been divided to form Paschim and Purba Bardhaman and Jhargram district has been carved out of Paschim Medinipur. Mirik has been created as a separate subdivision in Darjeeling district

The Department of Information Technology & Electronics, Govt. of Bengal has launched Digital Bangla Outreach Campaign. The objective of this campaign is to create awareness about Digital Bangla program, Core Infrastructure, various e-services of Govt. of West Bengal and their major initiatives through a Van based mobile display or exhibition unit with Audio Visual, IEC materials which will travel across the entire State of West Bengal.

The State Urban Development Department has set up Bakreswar Development Authority (BKDA) for comprehensive development of the area. The jurisdiction of the authority covers 42 moujas, spread over 58 square kilometres across Dubrajpur block (and including Dubrajpur municipality) in Birbhum district.

To successfully confront cyber threats, the Government has decided to set up a centre of excellence in cyber security. The State Cabinet has already given its approval.

In terms of small savings, after four years, the State of West Bengal has left Uttar Pradesh behind to become number one in the country. As per the latest data from the Ministry of Finance, after remaining second behind Uttar Pradesh for four consecutive financial years from 2011-12, in 2015-16, West Bengal toppled Uttar Pradesh to occupy the top position, with the total small savings amounting to Rs 8,362.78 crore. This amount is almost Rs 2,500 crore more than that of the second-placed Uttar Pradesh.

The West Bengal Government is deciding to set up a Start-Up Incubation Centre to support the educated youth to start its own businesses. Powered by the State Information & Technology Department and WEBEL, the centre will come up a WEBEL premises in Saltlake Sector V.

In a new initiative aimed to bring more industrial investment in West Bengal, an Industrial Investment Promotion Board (IIPB), which will be an umbrella organization of all industry-related corporations and other bodies of the state Government, has been formed.

The West Bengal Information Technology (IT) Department is constructing Electronics Manufacturing Clusters (EMC) in Falta and Naihati, at a cost of Rs 12,000 crore. These would lead to the generation of around 37,000 jobs, and also give a boost to the electronics sector of the State.

The Bengal Government decided upon setting up three more ‘police districts’ after Jhargram.  All the new police districts will be set up in South 24 Parganas, in Kakdwip, Diamond Harbour and Baruipur.

 

Health and Women and Child

On March 3, the Bengal Government ushered in sweeping reforms in healthcare system in the State with the new West Bengal Clinical Establishments (Registration, Regulation and Transparency) Bill, 2017. The bill aims to regulate the private hospitals and bring in transparency in the manner in which they operate. Later, an 11-member West Bengal Health Regulatory Commission that will arbitrate complaints of medical negligence filed under The West Bengal Clinical Establishment (Registration, Regulation and Transparency) Act, was set up.

The Bengal Government on October announced setting up of five new medical colleges and seven nursing institutes. At present, Bengal has 16 medical colleges, including 12 Government-run, three private-run and one central-run institute. With this additional five medical colleges the number will reach 21 and thus fulfilling the MCI criterion.

To provide the better health care facilities in the remote villages of the State, the Government has set up a waiting hut for pregnant women.

The country’s first state government-owned stem cell preservation centre started its formal functioning at the School of Tropical Medicine in Kolkata.

 

Industry and MSME

Speaking at the Plenary Session of the Day 2 of Bengal Global Business Summit, Bengal Chief Minister Mamata Banerjee announced that the Summit has received an investment proposal to the tune of Rs 2 lakh 35,200 crore (US$ 36 billion).

Tantuja, a West Bengal Government undertaking that sells handloom and handicraft products, has won a national award from the Central Government. The award of Rs 1.5 lakh was given in Varanasi on the occasion of National Handloom Day on August 7, 2016.

Chief Minister Mamata Banerjee left for an eight-day tour of Italy and Germany on September 2. This was her first foreign trip after coming to power for the second time. She stayed in Italy from September 2 to 5 and attended the canonisation ceremony of Mother Teresa at Vatican City. From Italy, she flew to Munich to meet some German industrialists leading major manufacturing businesses. The Chief Minister was being accompanied by a 12-member of official delegation and 29 industrialists.

The state government allocated a fund of Rs 300 crore to provide financial assistance to those who have lost their jobs due to demonetisation in other states and have come back home. The scheme to provide financial assistance has been named “Samarthan”.

 

Agriculture and Irrigation

West Bengal was selected for the All India Coordinated Rice Improvement Project Award 2015. This was the first time when the state would be received the award.

In a unique step to help people buy fresh vegetables without visiting the market, the state Agricultural Marketing department has introduced home delivery of green vegetables through its Sufal Bangla project.

In a bid to spread awareness among farmers in every district about the various welfare schemes and projects taken up by the state government, the Agriculture department has come up with the unique idea of introducing mobile vans in the districts to carry out a campaign in the rural areas. Experts travelling in a mobile van will impart knowledge and special training to the farmers to help increase their production.

 

Transport

An integrated board for Calcutta State Transport Corporation (CSTC), Calcutta Tramways Company (CTC) and West Bengal Surface Transport Corporation (WBSTC) has been constituted to ensure better transport facility to commuters by reducing the loss incurred by the corporations.

‘Safe Drive, Save Life’ initiative was launched on August 17. The programme was observed in all 341 blocks, 117 municipalities, 6 municipal corporations, 144 wards of Kolkata Municipal Corporation, 19 district headquarters and GTA area to enhance awareness about traffic rules.

Bengal Government launched ‘e-Vahan’ service for online payment of taxes and registration of vehicles for the Kolkata Metropolitan Area (KMA) on February.

Pathadisha’ – an app was launched through which one can track bus from home and plan the journey accordingly.

Bengal government has introduced the Jaladhara scheme to provide financial assistance to convert semi-mechanised boats to mechanised ones to avert accidents. At the same time, standard operational procedure (SOP) would be followed to improve the safety of jetties across the state.

 

Panchayat and Rural Development, Labour and SHGs

The state government has introduced Muktidhara, a project to make rural unemployed youth self-reliant. The pilot project has earned remarkable success. Under the scheme every gram panchayat will have five groups each having 10 members. They will get bank loan at the rate of 2% while the state government will provide another 9 per cent. The scheme will provide support to the Self Help Groups by creating infrastructure.

Credit linkage of Women Self-Help Groups (SHG) with banks in West Bengal has been doubled in the 2015-16.

The daily wage of workers engaged in 100-days work under Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA) scheme has been increased to Rs 180 from Rs 176.

The Bengal Government introduced Social Security Yojana by converging five separate beneficiary schemes for workers in the unorganised sectors and for self-employed people. Around 5 crore people will benefit from the Yojana, with around 1 crore getting direct benefits.

 

Education, Women and Child development

The number of girls registered under Kanyashree has crossed 40 lakhs. In a bid to help girl students obtain benefits under the Kanyashree scheme within the shortest possible time after submitting their application, the state government introduced internet-based platforms on the third Kanyashree Divas on August 16.

Sukanyashree, a project to make girls economically independent has been launched in the state under the guidance of Chief Minister Mamata Banerjee. The pilot project has been launched in Nadia district and the model will be replicated in other districts in course of time.

 

Power, Tourism and Forestry

Sabujshree: West Bengal has created another milestone by introducing a scheme in which a sapling will be named after a new born girl child. The State Government has decided to plant a sapling with the birth of every girl child in the State. The Forest department has already talked to the chief medical officers of health in the districts for the smooth implementation of the project. Saplings would be given to the family of a new born girl child during their release from the hospitals. The baby’s parents would be urged to name the sapling on the name of the newly born girl. Initially, the saplings would be distributed to girl child but later they would also be given to the mothers of a boy child as well.

The West Bengal government has set 2017-18 as the deadline to install grid-connected rooftop solar photo-voltaic system at all public buildings. The project has been christened as `Aaloshree’.

India’s first 10 MW Canal Bank Solar PV Plant was inaugurated at Chopra, North Dinajpur. The project, which has been successfully implemented by WBSEDCL, incurred a cost of Rs 65.88 lakh.

To boost the presence of Bengal on the traveler’s itinerary, the tourism department of the state has launched a mobile app based on the theme of ‘Experience Bengal’. Alongside information on places of tourist interest, the app would be loaded with other facilities like maps and directions.

The ‘tiger safari’ at Bengal Safari Park at Sukna was launched on January 22 by the CM.

 

 

One-horned rhinos of Bengal to get two new homes

Many of the one-horned rhinoceros of Gorumara and Jaldapara national parks will soon get new homes as the state government has prepared natural habits by developing two other parks — one of which is situated close to Gorumara and the other at Patlakhawa in Cooch Behar.

There are currently more than 255 one-horned rhinos in Gorumara and Jaldapara. Bengal Forest Minister said that the department has a plan to shift around 50 one-horned rhinos to the new forest parks that are coming up in North Bengal.

Natural habitats are there in two new parks where the rhinos would be shifted. The department has also taken up various schemes to build infrastructure. The project aims at the promotion and conservation of the endangered species.

This project will also help in promoting tourism in north Bengal. Chief Minister Mamata Banerjee has laid great stress in promoting tourism in north Bengal besides other places.

 

এবার নতুন ঠিকানা পেতে চলেছে বাংলার এক শিংওয়ালা গন্ডার

গরুমারা ও জলদাপাড়া ন্যাশানাল পার্কের এক শিংওয়ালা গন্ডাররা শীঘ্রই নতুন ঠিকানা পেতে চলেছে। রাজ্য সরকার ২টি নতুন পার্ক তৈরি করেছে তাদের জন্য। একটি গরুমারার কাছে ও অন্যটি কোচবিহারের পাতলাখাওয়া’য় নতুন পার্ক তৈরি করেছে রাজ্য বন দপ্তর।

এই মুহূর্তে গরুমারা ও জলদাপাড়া জাতীয় অভয়ারণ্যে এক শিংওয়ালা গণ্ডারের সংখ্যা ২৫৫র বেশী। রাজ্যের বনমন্ত্রী বলেন, আনুমানিক ৫০টি এক শিংওয়ালা গন্ডারকে নতুন পার্ক দুটিতে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে বনদপ্তর। পরিকাঠামো তৈরির জন্য নেওয়া হয়েছে অনেক পদক্ষেপ।

এই উদ্যোগের ফলে উত্তরবঙ্গে পর্যটনেরও বিকাশ হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিরকালই উত্তরবঙ্গে পর্যটনের ওপর জোর দিয়েছেন।

Bengal Govt to introduce royal Bengal tigers in Buxa and Jaldapara

Buxa and Jaldapara in North Bengal are gearing up to welcome the big cat. In the initial phase, six royal Bengal tigers would be released – three each in Buxa Tiger Reserve and Jaldapara National Park. Later, sic more would be released.

The programme for releasing the felines was recently finalised at a meeting of the Bengal Government, represented by the Forest Minister, with the local people at the Rajabhatkhawa Nature Interpretation Centre in Buxa Tiger Reserve. The Minister said that the locals had no issues with the introduction of tigers. The meeting was also attended by representatives of the National Tiger Conservation Authority.

Since a large population of people resides in the area of Buxa, it was necessary to consult them. The State Government, though, will remove the people from the area only after making adequate provisions for their rehabilitation.

The tigers would be brought in from Assam. Helicopters would be used to transport them so that they remain in good physical shape. Of the six to be released in the first phase, four would be females and two would be males.

 

বক্সা ও জলদাপাড়া রিজার্ভ ফরেস্টে আসছে নতুন অতিথি

উত্তরবঙ্গের বক্সা ও জলদাপাড়ায় রিজার্ভ ফরেস্টে আনা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। বক্সা টাইগার রিজার্ভ ও জলদাপাড়া অভয়ারন্যে মোট ১২টি বাঘ ছাড়া হবে ।প্রথম পর্যায়ে ছয়টি বাঘ ছাড়া হবে – তার মধ্যে তিনটি বক্সাতে আর তিনটি জলদাপাড়াতে। পরবর্তী পর্যায়ে আনা হবে আরো ছয়টি বাঘ। প্রথম ছয়টি বাঘের মধ্যে চারটি মহিলা ও দুটি পুরুষ বাঘ।

সম্প্রতি বক্সা ব্যাঘ্র প্রকল্পে রাজাভাতখাওয়ার ইন্টারপিটিশান সেন্টারে বাঘ ছাড়া নিয়ে গ্রামবাসীদের সাথে বৈঠক করেছে রাজ্য সরকার। বৈঠকে উপস্থিত ছিলেন বন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন । বৈঠক শেষে মন্ত্রী জানান, এলাকাবাসী এই সিদ্ধান্তের সঙ্গে সহমত। বাঘ আনার ব্যাপারের সব রকমের ছাড়পত্র এসে গেছে। ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির সদস্যও উপস্থিত ছিলেন এই বৈঠকে।

বাঘ গুলোকে হোলিকপ্টারে করে নিয়ে আসা হবে আসাম থেকে। এভাবে আনলে আনলে বাঘের কোন শারীরিক সমস্যা হবে না।