Bengal Government is ready with the new homestay policy and it is ready to be placed in next state Cabinet meeting, state Tourism minister said.
The idea was conceptualised by Chief Minister Mamata Banerjee while she was travelling in North Bengal. She instructed the state Tourism department to frame the policy as soon as possible.
“The Homestay permits tourists to board and lodge with local residents and get an instant feel of the society and culture there. This gives a chance for the residents to have a mean of livelihood as well,” the minister said.
“The intention is to spread the homestay culture in Bengal only for a growing footfall of foreign tourists,” the minister added.
The families involved in the homestay would be brought under Bread & Breakfast Scheme, which will help them by having a tie-up with Incredible India. Also, plans are going on to start community development and organic farming in places – Darjeeling, Lamahata, Purulia, Bankura, Mandarmoni and in many other places.
পর্যটনের বিকাশের জন্য নয়া ‘হোম স্টে নীতি’ তৈরী রাজ্যের
বাংলাকে পর্যটকদের কাছে আরও জনপ্রিয় করতে নতুন পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। রাজ্য মন্ত্রিসভায় শীঘ্রই পেশ করা হবে নতুন ‘হোম স্টে নীতি’ জানালেন রাজ্যের পর্যটন মন্ত্রী।
নতুন ‘হোম স্টে’ নীতি তৈরির ভাবনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। উত্তরবঙ্গ পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নেন এবং পর্যটন দপ্তরকে দ্রুত এই কাজ বাস্তবায়নের নির্দেশ দেন।
মন্ত্রী জানান, পর্যটকদের আকর্ষণের উদ্দেশ্যেই বাংলায় এই হোম স্টে কালচার আনার পরিকল্পনা করা হয়েছে। এর ফলে পর্যটকরা এই এলাকার সংস্কৃতি সম্পর্কে যেমন অবগত হবেন তেমনই বেশ কিছু কর্মসংস্থানও তৈরি হবে এর ফলে।
ইতোমধ্যেই দার্জিলিং ও ডুয়ার্সের পাহাড়ের প্রত্যন্ত এলাকাগুলিতে ‘হোম স্টে’ পর্যটকদের কাছে ভীষণ ভাবে জনপ্রিয় হয়ে উঠেছে৷
দার্জিলিং, লামাহাটা, পুরুলিয়া, বাঁকুড়া, মন্দারমনি এবং অনেক অন্যান্য স্থানে – হোম স্টে ফেসিলিটির সঙ্গে জৈব চাষের ক্ষেত্রেও জোর দেওয়া হবে। অরগ্যানিক ফুড হবে আরেকটি আকর্ষণ৷