Bengal plans tourism circuit on Mother Teresa

Bengal Tourism Department has drawn up a plan to promote on its website spots in Kolkata and the State with which Mother Teresa was intimately associated.

Tourists can book their visits to these spots that will include Mother House, the house where she first lived in Kolkata, a convent on Elliot Road and the church in Darjeeling she attended in the 1950s.

“After Sunday’s canonisation programme, we expect an increased flow of foreign tourists to the State. We will make arrangements so that they have a hassle-free experience,” said tourism minister Gautam Deb.

The minister said, the Government will also try to create a tourism circuit in which over 40 places of interest in Kolkata and all over Bengal, based on Mother Teresa, will be included.

 

মাদার টেরেসাকে নিয়ে পর্যটন সার্কিটের ভাবনা রাজ্যের

মাদার টেরেসা যেসকল জায়গার সঙ্গে যুক্ত ছিলেন সেখানে পর্যটন সার্কিট করার পরিকল্পনা করছে বাংলার পর্যটন বিভাগ।

পর্যটকরা আগে থেকে এই জায়গাগুলির বুকিং করতে পারবেন। কলকাতার মাদার হাউস যেখানে তিনি প্রথমে থাকতেন, এলিয়ট রোডের কনভেন্ট, দার্জিলিং-এ গির্জা যেখানে তিনি পঞ্চাশের দশকে গেছিলেন এগুলিকেও এই সার্কিটের অন্তর্ভুক্ত করা হবে।

“পর্যটন মন্ত্রী গৌতম দেব জানান, “রোববারের ‘সন্ত’ অনুষ্ঠানের পর, রাজ্যে বিদেশী পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পাবে। পর্যটকদের যাতে কোনরকম সমস্যার সম্মুখীন হতে না হয় সেদিকেও নজর রাখা হবে”।

মন্ত্রী জানান, কলকাতা ও তার চারপাশ এবং সমগ্র বাংলায় অবস্থিত এরকম ৪০টি জায়গা নিয়ে মাদার টেরেসা ট্যুরিজম সার্কিট করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের।

 

Bengal Tourism gears up to attract tourists with road shows in other states

The state tourism department is taking several measures to promote Bengal tourism across the country. The department has coined a new slogan ‘Experience Bengal: The Sweetest part of India’.

Recently the State Tourism department has conducted road shows in Hyderabad, Delhi, Chandigarh and Jaipur, all of which have been hugely successful.

State Tourism minister Gautam Deb said that is the vision of Bengal Chief Minister Mamata Banerjee to showcase the Biswa Bangla brand all over the world and to promote the richness of Bengali culture. To fulfill that vision these roadshows were held in various cities to familiarise people from other States about Bengal.

The State Tourism Department has now targeted the small cities besides cities like Delhi, Mumbai, Chennai and Bangalore.  A survey says the number of tourists from these cities are much larger than the big five cities combined.

 

পর্যটনের প্রসারে ভিন রাজ্যে রোড শো বাংলার

বাংলার পর্যটন শিল্প প্রসারের জন্য রাজ্য পর্যটন দপ্তর রাজ্য জুড়ে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ নিয়েছে। পর্যটন বিভাগের নতুন স্লোগান : ‘এক্সপিরিয়েন্স বেঙ্গল : দ্য সুইটেস্ট পার্ট অফ ইন্ডিয়া’।

বাংলার অপরিমেয় সম্পদ-সৌন্দর্যের ডালি নিয়ে রাজ্যের বাইরে পাড়ি দিয়েছে রাজ্য পর্যটন দফতর৷ দেশের প্রতিটি রাজ্যে গিয়ে রোড শো করে বাংলার চোখজুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য, কৃষ্টি, ঐতিহ্য, সংস্কৃতিকে তুলে ধরতেই এই অভিযান৷ সম্প্রতি রাজ্য পর্যটন বিভাগ হায়দরাবাদ, দিল্লি, চণ্ডীগড় এবং জয়পুরে রোড শো-র আয়োজন করেছে যা বেশ সফল হয়েছে।

রাজ্য পর্যটন মন্ত্রী গৌতম দেব জানান, বাংলাকে বিশ্বের দরবারে প্রদর্শন করাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য। বাংলাকে বিশ্বের দরবারে তুলে ধরতে ‘বিশ্ব বাংলা’ ব্র্যান্ড তৈরি করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশ, এই ‘বিশ্ব বাংলা’র মধ্যে দিয়ে বাংলার যা কিছু সুন্দর, তাকে বিশ্বের দরবারে তুলে ধরতে হবে৷ সেই নির্দেশ অনুযায়ীই রাজ্যে রাজ্যে গিয়ে বাংলার যা কিছু সৌন্দর্য-সম্পদকে পরিচিত করতেই এই রোড শো-র আয়োজন৷”

দিল্লি, মুম্বাই, চেন্নাই ও বেঙ্গালুরু শহর ছাড়াও ছোট শহরগুলোও এখন রাজ্য পর্যটন দপ্তরের প্রধান লক্ষ্য। সমীক্ষা অনুযায়ী, এই সব বড় শহর থেকে প্রতি বছর বহু মানুষ বেড়াতে যান৷ যে সংখ্যাটা মিলিতভাবে দেশের প্রধান পাঁচ বড় শহর থেকে বেশি৷

 

Bengal Safari in north Bengal a big hit among tourists

‘Bengal Safari’, a unique open-air zoo in the Baikunthapur forest of Salugara (near Siliguri in Darjeeling district) has become a huge hit among tourists. The Safari, which was inaugurated in January, 2016 by West Bengal Chief Minister, registers an average footfall of around 500 tourists every day.

With more than 1.5 lakh visitors in the last seven months, the tourism department has now decided to procure at least five more 20-seater buses. Thus more tourists can be ferried to the Safari zone in forest every day.

The 700-acre Safari Park will soon feature royal Bengal tigers, cheetahs, Himalayan black bears apart from deer and bison and varieties of birds. A separate zone has been dedicated for alligators and gharials. Elephants will also be a part of the attraction.

 

উত্তরবঙ্গের বেঙ্গল সাফারি পার্ক এখন পর্যটকদের প্রধান আকর্ষণ কেন্দ্র

বেঙ্গল সাফারি পার্ক – খোলা আকাশের নিচে চিড়িয়াখানা। শিলিগুড়ির কাছে সালুগাড়ায় বৈকুন্ঠপুর জঙ্গলের একাংশে বন দপ্তর দেশের প্রথম খোলা আকাশের নিচে চিড়িয়াখানা চালু করেছে, এই বছর জানুয়ারি মাসে এর উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে প্রতিদিনে প্রায় ৫০০ পর্যটকের ঘুরে দেখার ব্যবস্থা রয়েছে।

গত সাত মাসে এই সাফারি পার্কে পর্যটকদের ভিড় প্রায় দেড় লক্ষ ছাড়িয়ে গেছে, তাই এই সাফারি পার্ক পরিদর্শনের জন্য ২০টি আসনের ৫টি বাসের আয়োজন করেছে বন দপ্তর। তা সত্ত্বেও রোজ প্রচুর পর্যটক সাফারিতে যাওয়ার সুযোগ না পেয়ে হতাশ হয়ে ফিরে যান।

প্রায় ৭০০ একর জায়গা নিয়ে তৈরি এই সাফারি পার্কে, খুব শীঘ্রই স্থান পাবে রয়্যাল বেঙ্গল টাইগার, চিতাবাঘ ও হিমালয়ান ব্ল্যাক বিয়ার ছাড়াও হরিণ, বাইসন এবং বিভিন্ন প্রজাতির পাখি। ঘড়িয়াল ও কুমিরের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। হাতি এই পার্কের আরও একটি আকর্ষণীয় অংশ।

West Bengal tourism department launches app

To boost the presence of Bengal on the traveler’s itinerary, the tourism department of the state has launched a mobile app based on the theme of ‘Experience Bengal’.

Alongside information on places of tourist interest, the app would be loaded with other facilities like maps and directions.

The sight would be powered by information on each and district of the state and the various places that can be visited and activities that can be taken up. There would also be information on the various festivals of the state.

Through some related links on the app, the users can also get access to Facebook, Twitter Page of West Bengal Tourism Development Corporation and Bengal cuisine website. Online booking facilities would also be available through the app available on android.

 

মোবাইল অ্যাপ চালু করলো পর্যটন দপ্তর

রাজ্যের পর্যটনের আরও বিকাশের লক্ষ্যে রাজ্য পর্যটন বিভাগ ‘এক্সপিরিয়েন্স বেঙ্গল’ এই থিমের ওপর ভিত্তি করে একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে।

পর্যটকদের আগ্রহের জায়গাগুলির উপর বিভিন্ন তথ্যের পাশাপাশি মানচিত্র ও দিক নির্দেশও দেওয়া থাকবে এই অ্যাপলিকেশনে।

রাজ্যের প্রতিটি জেলার বিভিন্ন স্থান পরিদর্শন করার যাবতীয় তথ্য পাওয়া যাবে এই অ্যাপলিকেশনে। এছাড়া রাজ্যের বিভিন্ন উৎসব সম্পর্কিত তথ্যও  পাওয়া যাবে এখানে।

এর পাশাপাশি পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন দপ্তরের ফেসবুক, টুইটার ও ওয়েবসাইটের মাধ্যমেও সব রকম তথ্য পাওয়া যাবে। অনলাইন বুকিং সুবিধা ছাড়াও অ্যানড্রয়েড ফোনেও এই অ্যাপ্লিকেশন উপলব্ধ হবে।

 

West Bengal Govt’s tourism packages to liven up Durga Puja

With less than 50 days to go for Durga Puja, West Bengal Tourism Development Corporation Limited (WBTDCL) has unveiled a host of packages for tourists wanting to experience one of India’s biggest festivals.

Fifteen packages have been unveiled by WBTDCL covering Durga Puja pandals in Kolkata, on the outskirts of Kolkata and in north Bengal, and a cruise package and one for immersion trips.

The first tour is scheduled for September 30, on the occasion of Mahalaya.

There are three tours within Kolkata named Udbodhani, covering some of the grandest built pandals (pre-Puja whole-night tours on October 5, 6 and 7), and Sanatani-I and Sanatani-II, covering the Durga Pujas in the erstwhile zamindar households (morning tours on October 8, 9 and 10 for both I and II).

Another set of tours covers the traditional Durga Pujas on the outskirts of Kolkata. The different tours are Hooghly Safar, Rarbanger Puja-I, Rarbanger Puja-II, Surul Rajbari in Birbhum, Kashim Bazar Rajbari in Murshidabad and Bijaya Package to Bishnupur, covering the period from October 8 to October 13.

The various north Bengal tours are North Bengal Puja Package-I (pujas of Jalpaiguri and Cooch Behar Rajbari), North Bengal Puja Package-II (pujas of Jalpaiguri and Malbazar, and forest safari in Medhla) and North Bengal Puja Package-III (same as the package-II), from October 8 to October 10.

Besides these, there is a cruise package consisting of Durga Puja on board along with cultural programmes. There are morning and evening trips from October 7 to October 11.

There are also two trips covering the grand spectacles of the immersions of the idols at Babughat (two trips on October 13).

For some of the trips there are options of AC and non-AC buses, and some of the packages include lunch or dinner.

The details of all the trips, along with the prices can be obtained by clicking this link: SHARADOTSAV PACKAGES 2016.

 

দুর্গাপুজো উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের ভ্রমণ প্যাকেজ

দুর্গাপুজোর আর ৫০ দিনও বাকি নেই। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন কর্পোরেশন লিমিটেড (WBTDCL) একটি বিশাল প্যাকেজের ব্যবস্থা করেছে।

পনেরো প্যাকেজের আয়োজন করা হয়েছে পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন কর্পোরেশন লিমিটেডের তরফে। কলকাতা, কলকাতার উপকণ্ঠে এবং উত্তরবঙ্গের পুজো প্যান্ডেল মিলিয়ে মোট ১৫ টি প্যাকেজ রয়েছে। এর সঙ্গে একটি সমুদ্রভ্রমণ প্যাকেজ এবং একটি প্রতিমা বিসর্জন ভ্রমণের প্যাকেজও রয়েছে।

মহালয়া উপলক্ষে, প্রথম সফর নির্ধারিত হয়েছে ৩০ সেপ্টেম্বর।

কলকাতার মধ্যে তিনটি ট্যুর হবে যার নাম উদ্বোধনী,(৫,৬ ও ৭ অক্টোবর সারা রাত) সনাতনী-১, সনাতনী-২, এর সঙ্গে দেখানো হবে জমিদার বাড়ির পুজোগুলোও (৮,৯ ও ১০ অক্টোবর সকালে)।

এছাড়া কলকাতার বাইরে ঐতিহ্যবাহী দুর্গা পুজোগুলিরও একটি প্যাকেজ রয়েছে। সেগুলি হল হুগলী সফর, রাঢ়বঙ্গের পুজো-১, রাঢ়বঙ্গের পুজো-২, বীরভূমের সুরুল রাজবাড়ি, মুর্শিদাবাদের কাসিম বাজার রাজবাড়ী এবং বিষ্ণুপুরে বিজয়াপ্যাকেজ রয়েছে। ৮অক্টোবর থেকে 13 অক্টোবর পর্যন্ত এই ভ্রমণগুলির সময় নির্ধারণ হয়েছে।

উত্তরবঙ্গের বিভিন্ন ট্যুর প্যাকেজ রয়েছে। যেমন-উত্তরবঙ্গ পূজা প্যাকেজ-১ (জলপাইগুড়ি ও কোচবিহার রাজবাড়ির পূজো)  উত্তরবঙ্গের পূজা প্যাকেজ -২ ও উত্তরবঙ্গ পূজা প্যাকেজ -৩ (জলপাইগুড়ি ও মালবাজার, এবং মেধলার ফরেস্ট সাফারি) ৮ অক্টোবর থেকে ১০ অক্টোবর এর সময় নির্ধারিত হয়েছে।

এসবের পাশাপাশি, একটি ক্রুজ প্যাকেজ ও রয়েছে এবং সেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে। ৭ থেকে ১১ অক্টোবর প্রতিদিন সকাল ও সন্ধ্যায় ট্রিপ হবে।

এছাড়া ১৩ অক্টোবর বাবুঘাটে প্রতিমা বিসর্জনেরও দুটি ট্যুর প্যাকেজ রয়েছে।

কিছু কিছু ট্রিপের ক্ষেত্রে এসি ও নন এসি বাসেরও অপশন আছে এবং প্যাকেজের মধ্যে লাঞ্চ বা ডিনার অন্তর্ভুক্ত।

ভ্রমণের বিস্তারিত বিবরণসহ, প্যাকেজের মূল্য সংক্রান্ত সব তথ্য এই লিঙ্কে ক্লিক করে পাওয়া যাবে।

link: SHARADOTSAV PACKAGES 2016.

 

WB Tourism Dept launches Durga Puja packages for 2015

West Bengal Tourism has once again launched exclusive Puja Parikrama packages for the year 2015.

Here are the details of the Puja packages:

Udbodhoni (17 and 18 October) package includes all night pre-puja tour and will cover pandals at College Square, Mudiali Club, Badamtala Ashar Sangha, Kashi Bose Lane, Baghbazar Sarbojonin, Ekdalia Evergreen, Hatibagan Sarbojonin, 66 Pally, Singhi Park and Park Circus.

Sanatani-I (8 AM to 12:30 PM on 20 and 21 October) package consists of Durga Pujas in Khelat Ghosh Bari, Sobhabazar Rajbari, Chhatubabu &Latubabu’s House, Chandra Bari, Rani Rashmoni’s House, Thantania Dutta Bari and Baghbazar.

Sanatani-II (2 PM to 6 PM on 20 and 21 October) package consists of Durga Pujas in Khelat Ghosh Bari, Sobhabazar Rajbari, Chhatubabu & Latubabu’s House, Chandra Bari, Rani Rashmoni’s House, Thantania Dutta Bari and Baghbazar.

Hooghly Safar: Another package includes tours of Durga Pujas in the districts. This will be held on 20, 21 and 22 October, travelling to various Puja pandals in Hooghly.

 

Click here for more details

Shah Rukh Khan to promote Bengal as ‘sweetest’ tourist destination

Bollywood actor and brand ambassador for West Bengal, Shah Rukh Khan, will be promoting Bengal as “the sweetest tourist destination” in an ad film by the state tourism department to attract domestic and foreign travellers. He is expected to come to Kolkata for two days by the end of October for an indoor shoot.

“We have roped in superstar Shah Rukh Khan for promoting tourist destinations in the state. West Bengal Tourism Development Corporation (WBTDC) has set aside Rs 8 crore for the ad film, for which we have hired the reputed agency Ogilvy & Mather for Rs 75 lakh. Darjeeling, Dooars, Bolpur and the sea-side tourist destinations would be among the touchpoints,” said state tourism minister Bratya Basu at a press conference on Wednesday.

Basu said several films of at least one-minute duration would be prepared for the campaign, with the catchline ‘Experience Bengal – the sweetest part of India’.

Basu added that Shah Rukh is not charging any fees for the new ad-films. “He has said he would not take any money, but we know he is a professional actor and provisions have been made for his payment,” he said.

TMC MP and superstar of the Bengali film industry, Deepak Adhikary alias Dev, would also feature in the promotional campaign.

The minister also said the state was looking at a number of projects under the PPP model to come up with upmarket as well as budget hotels and resorts at tourist destinations.

“At Gajoldoba in Jalpaiguri district, Sterling Holiday and Resort Ltd would build a star category eco-resort while Seal Tea Export Pvt Ltd and Gangadhar Developer Pvt Ltd would put up budget category eco-resorts. Shikaria Infra Project Pvt Ltd will also build a resort on PPP model over 75 acre at Sabuj Dweep in Hooghly district. Techno India Group would build a budget category resort at Jharkhali in South-24 Parganas,” he said.

Heritage tourism circuit in Birbhum

Birbhum tourism is not just about Tagore’s Santiniketan. The district has a host of traditional temples which have heritage value and also unique architecture. Tourists can now take an interest in it on their way to Santiniketan via Burdwan.

Prodded by Chief Minister Mamata Banerjee, the state tourism department has come up with a Rs 20 crore plan to develop a heritage eco tourism circuit in Birbhum.

The authorities have already started building lodges and cottages and will revamp the areas surrounding Tarapith, Bakreswar and Kenduli. The plan is to develop a tourism circuit around Tarapith, Bakreswar, Kendua and Santiniketan. The thrust will be on heritage and eco-tourism.

The Birbhum district administration will be assisting the tourism department in implementing the project. A meeting was held between the officials of tourism department and Birbhum district administration to chalk out plans.

A beautification programme will also be taken up in Tarapith, surrounding the temple, where the roads will be beautified. A tourist lodge will be set up at Tarapith where about 80 visitors could be accommodated. The authorities have already started setting up tourist cottages in Bakreswar.

Plans are also on to provide shelters to the ‘sadhus’ there. Landscaping will also be done along the Dwaraka river. Welcome entry gates will be set up at Jaydeb and Kenduli.

The tourism department also has plans to initiate a public private partnership (PPP) project on a nine-acre plot in Santiniketan to develop eco-tourism.

 

Image source

WB Govt woos investors for tourism in north Bengal

To rope in solvent investors, north Bengal development minister Gautam Deb has asked the tourism department to start campaigning by showcasing the Eco Tourism Project at Gazoldoba in the Dooars.

Addressing the investors the minister said, “This is a unique project been developed by the Tourism Department”. It may be noted that the Tourism Department has changed the land policy for investors and decided to lease out land for 30 years.

“I will talk to the chief minister for massive campaigning of the project”, Mr. Deb said, “We hope that the investors will come here and set up tourism projects. The state has already allotted Rs 100 crore to develop the infrastructure and 200 acres of land. The infrastructure is almost ready to be showcased globally.”

The investors will be able to access the basic needs through a single window system.